ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৬ (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. মধ্যযুগে বাংলার মুসলমান সমাজে কয়টি অভিজাত সম্প্রদায় গড়ে উঠেছিল?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (ক)
২৫২. রহিম দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও বিশেষ কিছু গুণাবলি দ্বারা রাষ্ট্রের মর্যাদাপূর্ণ পদে চাকরি করেন । মধ্যযুগে সাধারণ লোকও একই ভাবে রাষ্ট্রের মর্যাদাপূর্ণ পদে বসতে পারত রহিম এবং তৎকালীন জনসাধারণের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
i. সুস্বাস্থ্য
ii. ব্যক্তিগত যোগ্যতা
iii. প্রতিভা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৫৩. মধ্যযুগে হিন্দুরা আড়ম্বর ও জাঁকজমকের সাথে বিভিন্ন পূজা করত। এর পেছনে যথার্থ কারণ-
i. সন্তান লাভ
ii. রোগমুক্তি
iii. ভাগ্যের উন্নতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৪. মধ্যযুগের হিন্দুদের নিকট কোনটি ছিল অত্যন্ত প্রিয়?
Ο ক) গরম জল
Ο খ) পুকুরের জল
Ο গ) দিঘির জল
Ο ঘ) গঙ্গার জল
সঠিক উত্তর: (ঘ)
২৫৫. মধ্যযুগে কৃষককে সেচের জন্য কীসের ওপর নির্ভর করতে হতো?
Ο ক) মেশিনের
Ο খ) বৃষ্টির
Ο গ) নদীর
Ο ঘ) ভূমি মালিকের
সঠিক উত্তর: (খ)
২৫৬. ‘মনসামঙ্গল’ রচিত হয়-
i. দ্বীজবংশী দাস কর্তৃক
ii. কানাহারি দত্ত কর্তৃক
iii. চন্দ্রাবতী কর্তৃক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৫৭. উলেমাশ্রেণি কীভাবে সমাজে ধর্মীয় মনোভাব সৃষ্টি করতেন?
Ο ক) জোরপূর্বক
Ο খ) ইসলামি চিন্তাধারায় ব্যাখ্যা করে
Ο গ) ভয় দেখিয়ে
Ο ঘ) টাকা পয়সা দিয়ে
সঠিক উত্তর: (খ)
২৫৮. ‘চৈতন্য ভগবত’ গ্রন্থটির রচয়িতা কে?
Ο ক) বৃন্দাবন দাস
Ο খ) দ্বীজবংশীদাস
Ο গ) চন্দ্রাবতী
Ο ঘ) বিপ্রদাস
সঠিক উত্তর: (ক)
২৫৯. বাঙালি ব্রাহ্মণেরা কী খেতেন?
Ο ক) ভাত
Ο খ) রুটি
Ο গ) ফুসকা
Ο ঘ) আমিষ
সঠিক উত্তর: (ঘ)
২৬০. মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান পরিচালনার জন্য কাদেরকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো?
Ο ক) শেখ
Ο খ) সৈয়দ
Ο গ) মোল্লা
Ο ঘ) খান
সঠিক উত্তর: (গ)
২৬১. নিচের কোনটি কবি আলাওল এর রচিত কাব্য গ্রন্থ?
Ο ক) পদ্মাবতী
Ο খ) সিন্ধু হিন্দোল
Ο গ) বিষের বাশিঁ
Ο ঘ) গীতাঞ্জলি
সঠিক উত্তর: (ক)
২৬২. বঙ্গের মুসলমান সমাজে কয়টি পৃথক শ্রেণি বিশেষভাবে লক্ষণীয়?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
২৬৩. মধ্যযুগের বাংলার মুসলিম সমাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল কোনটি?
Ο ক) ধর্মপ্রীতি
Ο খ) ধর্মীয় অসহিষ্ণুতা
Ο গ) নীতিচর্চা
Ο ঘ) কাব্যচর্চা
সঠিক উত্তর: (ক)
২৬৪. শৈব ধর্মীয় মতবাদের বিশেষ বৈশিষ্ট্য-
Ο ক) নরবলি
Ο খ) যোগসাধনা
Ο গ) গঙ্গাস্নান
Ο ঘ) শক্তির উপাসনা
সঠিক উত্তর: (খ)
২৬৫. মধ্যযুগে নবদম্পতির জন্য কিসের ব্যবস্থা করা হতো?
Ο ক) বিশেষ শয্যার
Ο খ) বাসর শয্যার
Ο গ) নাইট শয্যার
Ο ঘ) স্পেশাল শয্যার
সঠিক উত্তর: (খ)
২৬৬. আতিক জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞান চর্চা করতে গিয়ে বলেন মধ্যযুগে বাংলায় এক শ্রেণির লোক এই শিক্ষাচর্চায় নিয়োজিত থাকতে। এরা কারা?
Ο ক) শাসকশ্রেণির
Ο খ) ব্রাহ্মণরা
Ο গ) কায়স্থরা
Ο ঘ) সভাকবিরা
সঠিক উত্তর: (খ)
২৬৭. মামুন পঞ্চপীর, সত্যপীর ও মানিক পীরের কথা বলেন। বাংলায় এদেশের উদ্ভব হয় কখন?
Ο ক) মধ্যযুগ
Ο খ) প্রাচীন যুগ
Ο গ) আধুনিক যুগ
Ο ঘ) চৈতন্য যুগে
সঠিক উত্তর: (ক)
২৬৮. ঢাকার বড় কাটরা নির্মাণ করেন কে?
Ο ক) শাহ সুজা
Ο খ) শায়েস্তা খাঁ
Ο গ) শাহজাদা আজম
Ο ঘ) সম্রাট হুমায়ূন
সঠিক উত্তর: (ক)
২৬৯. ঢাকার শাঁখারি পট্টিতে গিয়ে ফারাজের মনে পড়ল শঙ্খশিল্পের জন্য বাংলার একটি যুগ বিখ্যাত ছিল। এটি হলো-
i. চতুর্দশ-পঞ্চদশ শতাব্দীর বাংলা
ii. বাংলার মধ্যযুগ
iii. বাংলার প্রাচীনযুগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭০. তৎকালীন যুগে কোন ভাষা প্রায় রাষ্ট্রীয় ভাষার মর্যাদা লাভ করেছিল?
Ο ক) আরবি
Ο খ) ফার্সি
Ο গ) সংস্কৃতি
Ο ঘ) উর্দু
সঠিক উত্তর: (গ)
২৭১. বাণিজ্যিক প্রসারের ফলেই উক্ত আমলে গড়ে উঠেছিল-
i. সমুদ্র বন্দর
ii. নদী বন্দর
iii. স্থল বন্দর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৭২. তৎকালীন হিন্দুসমাজে কয়টি বর্ণ ছিল?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (ঘ)
২৭৩. কৃষ্ণদাস মধ্যযুগের বাংলার হিন্দু সমাজের সর্বনিম্ন শ্রেণির কথা বলেন। এই শ্রেণিসমূহ কোন ধর্মের?
Ο ক) মুসলিম
Ο খ) হিন্দু
Ο গ) বৌদ্ধ
Ο ঘ) খ্রিস্টাডন
সঠিক উত্তর: (খ)
২৭৪. হিন্দু সমাজে চারটি বর্ণের মধ্যে কী ছিল না?
Ο ক) সামাজিক ঐক্য
Ο খ) সামাজিক মেলামেশা
Ο গ) রাজনৈতিক ঐক্য
Ο ঘ) অর্থনৈতিক কার্যক্রম
সঠিক উত্তর: (খ)
২৭৫. হাজীগঞ্জ দুর্গ কোন জেলায় অবস্থিত?
Ο ক) ঢাকা
Ο খ) নারায়ণগঞ্জ
Ο গ) চাঁদপুর
Ο ঘ) কুমিল্লা
সঠিক উত্তর: (খ)
২৭৬. মধ্যযুগে বাংলায় মুসলমান কবিদের বিজয় কাব্য রচনার উদ্দেশ্য কী ছিল?
Ο ক) অর্থ উপার্জন করা
Ο খ) সম্মানলাভ করা
Ο গ) মুসলমানদের শ্রেষ্ঠত্বের বর্ণনা
Ο ঘ) ছড়া সাহিত্য
সঠিক উত্তর: (গ)
২৭৭. পঙ্কজনাথ সতীদাহ প্রথার কথা বলতে গিয়ে একটি যুগকে স্মরণ করেন। এখানে কোন যুগের কথা বুঝানো হয়েছে?
Ο ক) আধুনিক যুগ
Ο খ) মধ্যযুগ
Ο গ) উত্তরাধুনিক যুগ
Ο ঘ) প্রাচীন যুগ
সঠিক উত্তর: (খ)
২৭৮. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে অন্যতম ধর্মীয় দিক ছিল-
i. দেব-দেবীর পূজা
ii. সপ্তমী স্নান
iii. দুর্গাপূজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৯. খানজাহান আলী মৃত্যুবরণ করেন কখন?
Ο ক) ১৫৫৬ খ্রিস্টাব্দে
Ο খ) ১৫৫৭ খ্রিস্টাব্দে
Ο গ) ১৫৫৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৫৫৯ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ঘ)
২৮০. কোন কাজকে মুসলমানগণ অত্যন্ত পূণ্যের কাজ মনে করতেন?
Ο ক) মাদ্রাসা নির্মাণ
Ο খ) মসজিদ নির্মাণ
Ο গ) দান খয়রাত
Ο ঘ) প্রাসাদ নির্মাণ
সঠিক উত্তর: (খ)
২৮১. মধ্যযুগের বাংলায় ব্যবসা বাণিজ্যের কাদের প্রাধান্য বেশি ছিল?
Ο ক) মুসলমানদের
Ο খ) হিন্দুদের
Ο গ) বৌদ্ধদের
Ο ঘ) খ্রিস্টানদের
সঠিক উত্তর: (খ)
২৮২. খানজাহান আলীর মাজার নির্মিত হয়েছে কোথায়?
Ο ক) খুলনায়
Ο খ) বাগেরহাট
Ο গ) যশোরে
Ο ঘ) কুষ্টিয়ায়
সঠিক উত্তর: (খ)
২৮৩. বড় কাটরা হতে ছোট কাটরার দূরত্ব কত?
Ο ক) ১০০ গজ
Ο খ) ২০০ গজ
Ο গ) ৩০০ গজ
Ο ঘ) ৪০০ গজ
সঠিক উত্তর: (খ)
২৮৪. বাংলার মুসলমান শাসকগণ অবদান রেখেছিলেন-
i. সামাজিক ক্ষেত্রে
ii. রাজনৈতিক ক্ষেত্রে
iii. শিক্ষাক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৫. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে অনুপ্রবেশ করেছিল-
i. মুসলমানদের প্রভাব
ii. মুসলমানদের রীতিনীতি
iii. মুসলমানদের ভাবধারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৬. মধ্যযুগে কৃষকদের অধিকাংশ কী ছিল?
Ο ক) মুসলমান
Ο খ) হিন্দু
Ο গ) বৌদ্ধ
Ο ঘ) খ্রিস্টান
সঠিক উত্তর: (খ)
২৮৭. মধ্যযুগে বাংলা ভাষার শব্দভাণ্ডার সমৃদ্ধ হওয়ার কারণ-
i. আরবি শব্দের ব্যবহার
ii. ফার্সি শব্দের ব্যবহার
iii. পর্তুগিজ শব্দের ব্যবহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৮৮. মধ্যযুগের মুসলমানদের ক্ষেত্রে সমর্থনযোগ্য-
i. ব্যবসা বাণিজ্য করা
ii. সামরিক চাকরিগ্রহণ
iii. উচ্চ রাজপদ গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৮৯. মধ্যযুগে বাংলার মুসলমান সমাজে একটি অভিজাত সম্প্রদায় গড়ে উঠিছিল। এর পেছনে যৌক্তিক কারণ-
i. যোগ্যতা
ii. প্রতিভা
iii. জ্ঞান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯০. মুঘল যুগে কী নামে বেশ কয়েকটি দালান তৈরি করা হয়েছিল?
Ο ক) কাটরা
Ο খ) বাটরা
Ο গ) শাহী
Ο ঘ) তুর্কি
সঠিক উত্তর: (ক)
২৯১. ষাট গম্বুজ মসজিদের সাথে সামঞ্জস্য রয়েছে-
i. এটির গম্বুজ সাতাত্তরটি
ii. উলুখ খান জাহান এটি নির্মাণ করেন
iii. এটি মুসলমান শাসকদের গৌরবের বৃদ্ধি করেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯২. মধ্যযুগে কীভাবে বিদেশে লেনদেন করা হতো?
Ο ক) ডাকের মাধ্যমে
Ο খ) ব্যাংক ড্রাফটের মাধ্যমে
Ο গ) হুণ্ডির মাধ্যমে
Ο ঘ) চেকের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
২৯৩. ব্ত্তিশালী পরিবারে নিয়মিত কিসের চর্চা হতো?
Ο ক) ধর্মচর্চা
Ο খ) শিল্প ও সংস্কৃতির
Ο গ) গানের
Ο ঘ) সাহিত্যের
সঠিক উত্তর: (খ)
২৯৪. কামালের বাবা একজন কৃষক। তিনি কামালকে বলেন, মধ্যযুগে এ দেশে কৃষিকাজ একটি সম্মানজনক পেশা হিসেবে বিবেচিত হতো। এর পেছনে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ বলে
Ο খ) একর প্রতি এখানে অধিক ফসল ফলে বলে
Ο গ) কৃষি পেশার প্রতি মানুষের আস্থার কারণে
Ο ঘ) কৃষি পেশা হিসেবে সহজ মনে করা হতো বলে
সঠিক উত্তর: (ক)
২৯৫. পাঠশালার ব্যয়ভার প্রকাশ করতেন কারা?
Ο ক) বিত্তবান লোকেরা
Ο খ) গরিব লোকেরা
Ο গ) রাজনীতিবিদগণ
Ο ঘ) সরকার
সঠিক উত্তর: (ক)
২৯৬. মধ্যযুগে ছোট ছেলেমেয়েরা কী খেলতে ভালোবাসতো?
Ο ক) পুতুল
Ο খ) বৌচি
Ο গ) গেরু
Ο ঘ) চৌগান
সঠিক উত্তর: (গ)
২৯৭. পরি বিবির মাজার কোথায় অবস্থিত?
Ο ক) লালবাগ দুর্গে
Ο খ) আহসান মঞ্জিলে
Ο গ) ছোট কাটরায়
Ο ঘ) বড় কাটরায়
সঠিক উত্তর: (খ)
২৯৮. একলাখী মসজিদ নির্মিত হয় কখন?
Ο ক) ১৪১৮-১৪২৩ খ্রিস্টাব্দে
Ο খ) ১৪১৮-১৪২৪ খ্রিস্টাব্দে
Ο গ) ১৪১৮-১৪২৫ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৪১৮-১৪২৬ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ক)
২৯৯. তৎকালীন সময়ে বিভিন্ন স্থানে বাণিজ্যকেন্দ্র গড়ে উঠে, কারণ-
i. জাহাজ চলাচল উপযোগী নদী
ii. কম পরিবহণ খরচ
iii. সস্তা পণ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০০. ছোট সোনা মসজিদের নির্মাতা হিসেবে নিচের কোন নামটি সমর্থনযোগ্য?
Ο ক) হুসেন শাহ
Ο খ) নুসরত শাহ
Ο গ) আলাউদ্দিন হুসেন শাহ
Ο ঘ) ওয়ালী মুহম্মদ
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. মধ্যযুগে বাংলার মুসলমান সমাজে কয়টি অভিজাত সম্প্রদায় গড়ে উঠেছিল?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (ক)
২৫২. রহিম দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও বিশেষ কিছু গুণাবলি দ্বারা রাষ্ট্রের মর্যাদাপূর্ণ পদে চাকরি করেন । মধ্যযুগে সাধারণ লোকও একই ভাবে রাষ্ট্রের মর্যাদাপূর্ণ পদে বসতে পারত রহিম এবং তৎকালীন জনসাধারণের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
i. সুস্বাস্থ্য
ii. ব্যক্তিগত যোগ্যতা
iii. প্রতিভা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৫৩. মধ্যযুগে হিন্দুরা আড়ম্বর ও জাঁকজমকের সাথে বিভিন্ন পূজা করত। এর পেছনে যথার্থ কারণ-
i. সন্তান লাভ
ii. রোগমুক্তি
iii. ভাগ্যের উন্নতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৪. মধ্যযুগের হিন্দুদের নিকট কোনটি ছিল অত্যন্ত প্রিয়?
Ο ক) গরম জল
Ο খ) পুকুরের জল
Ο গ) দিঘির জল
Ο ঘ) গঙ্গার জল
সঠিক উত্তর: (ঘ)
২৫৫. মধ্যযুগে কৃষককে সেচের জন্য কীসের ওপর নির্ভর করতে হতো?
Ο ক) মেশিনের
Ο খ) বৃষ্টির
Ο গ) নদীর
Ο ঘ) ভূমি মালিকের
সঠিক উত্তর: (খ)
২৫৬. ‘মনসামঙ্গল’ রচিত হয়-
i. দ্বীজবংশী দাস কর্তৃক
ii. কানাহারি দত্ত কর্তৃক
iii. চন্দ্রাবতী কর্তৃক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৫৭. উলেমাশ্রেণি কীভাবে সমাজে ধর্মীয় মনোভাব সৃষ্টি করতেন?
Ο ক) জোরপূর্বক
Ο খ) ইসলামি চিন্তাধারায় ব্যাখ্যা করে
Ο গ) ভয় দেখিয়ে
Ο ঘ) টাকা পয়সা দিয়ে
সঠিক উত্তর: (খ)
২৫৮. ‘চৈতন্য ভগবত’ গ্রন্থটির রচয়িতা কে?
Ο ক) বৃন্দাবন দাস
Ο খ) দ্বীজবংশীদাস
Ο গ) চন্দ্রাবতী
Ο ঘ) বিপ্রদাস
সঠিক উত্তর: (ক)
২৫৯. বাঙালি ব্রাহ্মণেরা কী খেতেন?
Ο ক) ভাত
Ο খ) রুটি
Ο গ) ফুসকা
Ο ঘ) আমিষ
সঠিক উত্তর: (ঘ)
২৬০. মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান পরিচালনার জন্য কাদেরকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো?
Ο ক) শেখ
Ο খ) সৈয়দ
Ο গ) মোল্লা
Ο ঘ) খান
সঠিক উত্তর: (গ)
২৬১. নিচের কোনটি কবি আলাওল এর রচিত কাব্য গ্রন্থ?
Ο ক) পদ্মাবতী
Ο খ) সিন্ধু হিন্দোল
Ο গ) বিষের বাশিঁ
Ο ঘ) গীতাঞ্জলি
সঠিক উত্তর: (ক)
২৬২. বঙ্গের মুসলমান সমাজে কয়টি পৃথক শ্রেণি বিশেষভাবে লক্ষণীয়?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
২৬৩. মধ্যযুগের বাংলার মুসলিম সমাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল কোনটি?
Ο ক) ধর্মপ্রীতি
Ο খ) ধর্মীয় অসহিষ্ণুতা
Ο গ) নীতিচর্চা
Ο ঘ) কাব্যচর্চা
সঠিক উত্তর: (ক)
২৬৪. শৈব ধর্মীয় মতবাদের বিশেষ বৈশিষ্ট্য-
Ο ক) নরবলি
Ο খ) যোগসাধনা
Ο গ) গঙ্গাস্নান
Ο ঘ) শক্তির উপাসনা
সঠিক উত্তর: (খ)
২৬৫. মধ্যযুগে নবদম্পতির জন্য কিসের ব্যবস্থা করা হতো?
Ο ক) বিশেষ শয্যার
Ο খ) বাসর শয্যার
Ο গ) নাইট শয্যার
Ο ঘ) স্পেশাল শয্যার
সঠিক উত্তর: (খ)
২৬৬. আতিক জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞান চর্চা করতে গিয়ে বলেন মধ্যযুগে বাংলায় এক শ্রেণির লোক এই শিক্ষাচর্চায় নিয়োজিত থাকতে। এরা কারা?
Ο ক) শাসকশ্রেণির
Ο খ) ব্রাহ্মণরা
Ο গ) কায়স্থরা
Ο ঘ) সভাকবিরা
সঠিক উত্তর: (খ)
২৬৭. মামুন পঞ্চপীর, সত্যপীর ও মানিক পীরের কথা বলেন। বাংলায় এদেশের উদ্ভব হয় কখন?
Ο ক) মধ্যযুগ
Ο খ) প্রাচীন যুগ
Ο গ) আধুনিক যুগ
Ο ঘ) চৈতন্য যুগে
সঠিক উত্তর: (ক)
২৬৮. ঢাকার বড় কাটরা নির্মাণ করেন কে?
Ο ক) শাহ সুজা
Ο খ) শায়েস্তা খাঁ
Ο গ) শাহজাদা আজম
Ο ঘ) সম্রাট হুমায়ূন
সঠিক উত্তর: (ক)
২৬৯. ঢাকার শাঁখারি পট্টিতে গিয়ে ফারাজের মনে পড়ল শঙ্খশিল্পের জন্য বাংলার একটি যুগ বিখ্যাত ছিল। এটি হলো-
i. চতুর্দশ-পঞ্চদশ শতাব্দীর বাংলা
ii. বাংলার মধ্যযুগ
iii. বাংলার প্রাচীনযুগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭০. তৎকালীন যুগে কোন ভাষা প্রায় রাষ্ট্রীয় ভাষার মর্যাদা লাভ করেছিল?
Ο ক) আরবি
Ο খ) ফার্সি
Ο গ) সংস্কৃতি
Ο ঘ) উর্দু
সঠিক উত্তর: (গ)
২৭১. বাণিজ্যিক প্রসারের ফলেই উক্ত আমলে গড়ে উঠেছিল-
i. সমুদ্র বন্দর
ii. নদী বন্দর
iii. স্থল বন্দর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৭২. তৎকালীন হিন্দুসমাজে কয়টি বর্ণ ছিল?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (ঘ)
২৭৩. কৃষ্ণদাস মধ্যযুগের বাংলার হিন্দু সমাজের সর্বনিম্ন শ্রেণির কথা বলেন। এই শ্রেণিসমূহ কোন ধর্মের?
Ο ক) মুসলিম
Ο খ) হিন্দু
Ο গ) বৌদ্ধ
Ο ঘ) খ্রিস্টাডন
সঠিক উত্তর: (খ)
২৭৪. হিন্দু সমাজে চারটি বর্ণের মধ্যে কী ছিল না?
Ο ক) সামাজিক ঐক্য
Ο খ) সামাজিক মেলামেশা
Ο গ) রাজনৈতিক ঐক্য
Ο ঘ) অর্থনৈতিক কার্যক্রম
সঠিক উত্তর: (খ)
২৭৫. হাজীগঞ্জ দুর্গ কোন জেলায় অবস্থিত?
Ο ক) ঢাকা
Ο খ) নারায়ণগঞ্জ
Ο গ) চাঁদপুর
Ο ঘ) কুমিল্লা
সঠিক উত্তর: (খ)
২৭৬. মধ্যযুগে বাংলায় মুসলমান কবিদের বিজয় কাব্য রচনার উদ্দেশ্য কী ছিল?
Ο ক) অর্থ উপার্জন করা
Ο খ) সম্মানলাভ করা
Ο গ) মুসলমানদের শ্রেষ্ঠত্বের বর্ণনা
Ο ঘ) ছড়া সাহিত্য
সঠিক উত্তর: (গ)
২৭৭. পঙ্কজনাথ সতীদাহ প্রথার কথা বলতে গিয়ে একটি যুগকে স্মরণ করেন। এখানে কোন যুগের কথা বুঝানো হয়েছে?
Ο ক) আধুনিক যুগ
Ο খ) মধ্যযুগ
Ο গ) উত্তরাধুনিক যুগ
Ο ঘ) প্রাচীন যুগ
সঠিক উত্তর: (খ)
২৭৮. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে অন্যতম ধর্মীয় দিক ছিল-
i. দেব-দেবীর পূজা
ii. সপ্তমী স্নান
iii. দুর্গাপূজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৯. খানজাহান আলী মৃত্যুবরণ করেন কখন?
Ο ক) ১৫৫৬ খ্রিস্টাব্দে
Ο খ) ১৫৫৭ খ্রিস্টাব্দে
Ο গ) ১৫৫৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৫৫৯ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ঘ)
২৮০. কোন কাজকে মুসলমানগণ অত্যন্ত পূণ্যের কাজ মনে করতেন?
Ο ক) মাদ্রাসা নির্মাণ
Ο খ) মসজিদ নির্মাণ
Ο গ) দান খয়রাত
Ο ঘ) প্রাসাদ নির্মাণ
সঠিক উত্তর: (খ)
২৮১. মধ্যযুগের বাংলায় ব্যবসা বাণিজ্যের কাদের প্রাধান্য বেশি ছিল?
Ο ক) মুসলমানদের
Ο খ) হিন্দুদের
Ο গ) বৌদ্ধদের
Ο ঘ) খ্রিস্টানদের
সঠিক উত্তর: (খ)
২৮২. খানজাহান আলীর মাজার নির্মিত হয়েছে কোথায়?
Ο ক) খুলনায়
Ο খ) বাগেরহাট
Ο গ) যশোরে
Ο ঘ) কুষ্টিয়ায়
সঠিক উত্তর: (খ)
২৮৩. বড় কাটরা হতে ছোট কাটরার দূরত্ব কত?
Ο ক) ১০০ গজ
Ο খ) ২০০ গজ
Ο গ) ৩০০ গজ
Ο ঘ) ৪০০ গজ
সঠিক উত্তর: (খ)
২৮৪. বাংলার মুসলমান শাসকগণ অবদান রেখেছিলেন-
i. সামাজিক ক্ষেত্রে
ii. রাজনৈতিক ক্ষেত্রে
iii. শিক্ষাক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৫. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে অনুপ্রবেশ করেছিল-
i. মুসলমানদের প্রভাব
ii. মুসলমানদের রীতিনীতি
iii. মুসলমানদের ভাবধারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৬. মধ্যযুগে কৃষকদের অধিকাংশ কী ছিল?
Ο ক) মুসলমান
Ο খ) হিন্দু
Ο গ) বৌদ্ধ
Ο ঘ) খ্রিস্টান
সঠিক উত্তর: (খ)
২৮৭. মধ্যযুগে বাংলা ভাষার শব্দভাণ্ডার সমৃদ্ধ হওয়ার কারণ-
i. আরবি শব্দের ব্যবহার
ii. ফার্সি শব্দের ব্যবহার
iii. পর্তুগিজ শব্দের ব্যবহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৮৮. মধ্যযুগের মুসলমানদের ক্ষেত্রে সমর্থনযোগ্য-
i. ব্যবসা বাণিজ্য করা
ii. সামরিক চাকরিগ্রহণ
iii. উচ্চ রাজপদ গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৮৯. মধ্যযুগে বাংলার মুসলমান সমাজে একটি অভিজাত সম্প্রদায় গড়ে উঠিছিল। এর পেছনে যৌক্তিক কারণ-
i. যোগ্যতা
ii. প্রতিভা
iii. জ্ঞান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯০. মুঘল যুগে কী নামে বেশ কয়েকটি দালান তৈরি করা হয়েছিল?
Ο ক) কাটরা
Ο খ) বাটরা
Ο গ) শাহী
Ο ঘ) তুর্কি
সঠিক উত্তর: (ক)
২৯১. ষাট গম্বুজ মসজিদের সাথে সামঞ্জস্য রয়েছে-
i. এটির গম্বুজ সাতাত্তরটি
ii. উলুখ খান জাহান এটি নির্মাণ করেন
iii. এটি মুসলমান শাসকদের গৌরবের বৃদ্ধি করেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯২. মধ্যযুগে কীভাবে বিদেশে লেনদেন করা হতো?
Ο ক) ডাকের মাধ্যমে
Ο খ) ব্যাংক ড্রাফটের মাধ্যমে
Ο গ) হুণ্ডির মাধ্যমে
Ο ঘ) চেকের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
২৯৩. ব্ত্তিশালী পরিবারে নিয়মিত কিসের চর্চা হতো?
Ο ক) ধর্মচর্চা
Ο খ) শিল্প ও সংস্কৃতির
Ο গ) গানের
Ο ঘ) সাহিত্যের
সঠিক উত্তর: (খ)
২৯৪. কামালের বাবা একজন কৃষক। তিনি কামালকে বলেন, মধ্যযুগে এ দেশে কৃষিকাজ একটি সম্মানজনক পেশা হিসেবে বিবেচিত হতো। এর পেছনে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ বলে
Ο খ) একর প্রতি এখানে অধিক ফসল ফলে বলে
Ο গ) কৃষি পেশার প্রতি মানুষের আস্থার কারণে
Ο ঘ) কৃষি পেশা হিসেবে সহজ মনে করা হতো বলে
সঠিক উত্তর: (ক)
২৯৫. পাঠশালার ব্যয়ভার প্রকাশ করতেন কারা?
Ο ক) বিত্তবান লোকেরা
Ο খ) গরিব লোকেরা
Ο গ) রাজনীতিবিদগণ
Ο ঘ) সরকার
সঠিক উত্তর: (ক)
২৯৬. মধ্যযুগে ছোট ছেলেমেয়েরা কী খেলতে ভালোবাসতো?
Ο ক) পুতুল
Ο খ) বৌচি
Ο গ) গেরু
Ο ঘ) চৌগান
সঠিক উত্তর: (গ)
২৯৭. পরি বিবির মাজার কোথায় অবস্থিত?
Ο ক) লালবাগ দুর্গে
Ο খ) আহসান মঞ্জিলে
Ο গ) ছোট কাটরায়
Ο ঘ) বড় কাটরায়
সঠিক উত্তর: (খ)
২৯৮. একলাখী মসজিদ নির্মিত হয় কখন?
Ο ক) ১৪১৮-১৪২৩ খ্রিস্টাব্দে
Ο খ) ১৪১৮-১৪২৪ খ্রিস্টাব্দে
Ο গ) ১৪১৮-১৪২৫ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৪১৮-১৪২৬ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ক)
২৯৯. তৎকালীন সময়ে বিভিন্ন স্থানে বাণিজ্যকেন্দ্র গড়ে উঠে, কারণ-
i. জাহাজ চলাচল উপযোগী নদী
ii. কম পরিবহণ খরচ
iii. সস্তা পণ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০০. ছোট সোনা মসজিদের নির্মাতা হিসেবে নিচের কোন নামটি সমর্থনযোগ্য?
Ο ক) হুসেন শাহ
Ο খ) নুসরত শাহ
Ο গ) আলাউদ্দিন হুসেন শাহ
Ο ঘ) ওয়ালী মুহম্মদ
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History