এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৬ (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৬ (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২০১. তন্ময়ের মা সাপের দেবী মনসাকে পূজা করে। মধ্যযুগে হিন্দুরাও এ দেবীর পূজা করত। কারণ-
Ο ক) মনসা ধনরত্নের দেবী
Ο খ) মনসা বিদ্যার দেবী
Ο গ) মনসা শক্তিশালী দেবী
Ο ঘ) মনসা ভাগ্যের দেবী
 সঠিক উত্তর: (গ)

 ২০২. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজের কতিপয় নারী কীভাবে নিজেদের স্বাধীন সত্তাকে বিকশিত করেছিল?
Ο ক) স্বামীর সেবা করে
Ο খ) স্বামীর বিরুদ্ধে বিদ্রোহ করে
Ο গ) স্বামীকে ত্যাগ করে
Ο ঘ) নিজ যোগ্যতা ও প্রতিভা বলে
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৩. মসলিন বস্ত্র তৈরির প্রাণকেন্দ্র ছিল-
Ο ক) রাজশাহী
Ο খ) ঢাকা
Ο গ) কুষ্টিয়া
Ο ঘ) নোয়াখালী
 সঠিক উত্তর: (খ)

 ২০৪. হুসেন শাহ ‘বারদুয়ারী মসজিদ’ নির্মাণ করেছিলেন কেন?
Ο ক) আসাম বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য
Ο খ) ত্রিপুরা বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য
Ο গ) গৌড় বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য
Ο ঘ) নিজের ঐতিহ্য স্মরণীয় করে রাখার জন্য
 সঠিক উত্তর: (ক)

 ২০৫. মধ্যযুগে বাংলায় সংস্কৃত সাহিত্য চর্চা কেন্দ্র ছিল কোনটি?
Ο ক) চন্দ্রদ্বীপ
Ο খ) নবদ্বীপ
Ο গ) নিঝুম দ্বীপ
Ο ঘ) সন্ধীপ
 সঠিক উত্তর: (খ)

 ২০৬. হিন্দুরা বিভিন্ন পূজা করত, কারণ-
i. সন্তান লাভের জন্য
ii. ভাগ্যের উন্নতির জন্য
iii. রোগমুক্তির জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৭. মধ্যযুগে বাংলার অভিজাত মুসলমানরা কী খেলতে পছন্দ করতেন?
Ο ক) ক্রিকেট
Ο খ) লুডু
Ο গ) দাবা
Ο ঘ) চৌগান
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৮. মধ্যযুগে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস ছিল কোনটি?
Ο ক) ব্যবসা
Ο খ) কৃষি
Ο গ) শিল্প
Ο ঘ) পর্যটন
 সঠিক উত্তর: (খ)

 ২০৯. আফতাব মধ্যযুগের বাংলার পীরশ্রেণির কথা বলেন। কোন সমাজে এটি দেখা যেত?
Ο ক) মুসলমান
Ο খ) বৌদ্ধ
Ο গ) হিন্দু
Ο ঘ) খ্রিস্টান
 সঠিক উত্তর: (ক)

 ২১০. মধ্যযুগে বাংলায় জ্ঞান বৃদ্ধি বিকাশের অন্যতম পদ্ধতি ছিল-
i. ধর্মীয় সঙ্গীত
ii. লোক কাহিনী
iii. পুঁথি গাঁথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

২১১. রূপ গোস্বামী, সনাতন গোস্বামী বাংলা সাহিত্যে বিখ্যাত কেন?
Ο ক) ফার্সি সাহিত্য চর্চায়
Ο খ) সংস্কৃত সাহিত্য চর্চায়
Ο গ) আরবি সাহিত্য চর্চায়
Ο ঘ) উর্দু সাহিত্য চর্চায়
 সঠিক উত্তর: (খ)

 ২১২. মধ্যযুগে বাংলায় দ্রব্যসামগ্রী সস্তায় পাওয়া যেত-
i. ক্ষুদ্র শিল্পের চাহিদার জন্য
ii. কৃষিপণ্যের ব্যাপকতার জন্য
iii. বৃহৎ শিল্পের প্রসারতার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২১৩. মধ্যযুগের বাংলার হিন্দু সমাজে বৈশ্যদের পেশা কী ছিল?
Ο ক) কৃষিকাজ
Ο খ) চাকরি
Ο গ) কামার
Ο ঘ) সুতার
 সঠিক উত্তর: (ক)

 ২১৪. মধ্যযুগের বাংলার উৎপন্ন ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল-
i. ধান
ii. গম
iii. পাট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৫. মধ্যযুগের বাংলার মুসলমান শাসনামলে উলেমাশ্রেণির উল্লেখযোগ্য অবদান ছিল কোনটি?
Ο ক) রাজপ্রাসাদ নির্মাণ
Ο খ) ধর্মীয় চেতনা বৃদ্ধি
Ο গ) কুসংস্কার দূরীকরণ
Ο ঘ) মসজিদ নির্মাণ
 সঠিক উত্তর: (খ)

 ২১৬. মধ্যযুগের বাংলার হিন্দুদের প্রধান খাদ্য কী ছিল?
Ο ক) মাছ
Ο খ) রুটি
Ο গ) ভাত
Ο ঘ) মাংস
 সঠিক উত্তর: (গ)

 ২১৭. বড় কাটরা কোন নদীর তীরে অবস্থিত?
Ο ক) গোমতী
Ο খ) মেঘনা
Ο গ) পদ্মা
Ο ঘ) বুড়িগঙ্গা
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৮. হিন্দুরা মুসলমানদের সংস্পর্শে আসার কারণ কী?
Ο ক) নৈতিক আদর্শ
Ο খ) পেশিশক্তি
Ο গ) ভয়
Ο ঘ) পেশা
 সঠিক উত্তর: (ক)

 ২১৯. সাগর তার ভাইয়ের মাধ্যমে তার এক নেপালি বন্ধুর সাথে পরিচিত হয় কিন্তু সে তার ভাষা বুঝতে পারে না। মধ্যযুগে বাংলার সাধারণ জনগণও শাসকদের ভাষা বুঝত না কেননা, তখন-
i. শাসকদের ভাষা ছিল আরবি
ii. শাসকদের ভাষা ছিল ইংরেজি
iii. শাসকদের ভাষা ছিল ফার্সি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২২০. বাংলায় নবাবি শাসনের অবসানের পেছনের কারণ হলো-
i. শাসকবর্গের নৈতিক অবক্ষয়
ii. শাসকবর্গের চারিত্রিক অবনতি
iii. শাসকবর্গের সামরিক যোগ্যতার অভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২২১. ‘ইউসুফ জোলেখা’ প্রণয়মূলক কাব্যটি কে রচনা করেন?
Ο ক) শাহ মুহাম্মদ সগীর
Ο খ) আকরাম খাঁ
Ο গ) সোমেন চন্দ্র
Ο ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
 সঠিক উত্তর: (ক)

 ২২২. মামুন শায়েস্তা খানের নির্মিত একটি স্থাপত্য কীর্তি দেখতে ঢাকায় যান। নিচের কোন স্থাপত্যটি দেখতে তিনি ঢাকায় যান?
Ο ক) বড় কাটরা
Ο খ) ছোট কাটরা
Ο গ) কদম রসূল
Ο ঘ) আদিনা মসজিদ
 সঠিক উত্তর: (খ)

 ২২৩. জ্যোতি লালবাগ কেল্লা দেখতে যায়। সে এটি দেখতে গিয়ে জানতে পারে সে এটি বিখ্যাত শাসনামলে নির্মিত হয়। এটি কোন বিখ্যাত আমল?
Ο ক) সুলতানি আমল
Ο খ) কররানী আমল
Ο গ) মুঘল আমল
Ο ঘ) শূরী আমল
 সঠিক উত্তর: (গ)

 ২২৪. কাটরা কী হিসেবে সমর্থনযোগ্য?
Ο ক) বিশ্রামাগার
Ο খ) অতিথিশালা
Ο গ) শৌচাগার
Ο ঘ) রান্নাঘর
 সঠিক উত্তর: (খ)

 ২২৫. আব্দুল ছোট কাটরা, বড় কাটরা, লালবাগ কেল্লা ইত্যাদি ঘুরতে যান। এগুলো-
i. মুঘল আমলের
ii. সুবাদারি আমলের
iii. সুলতানের আমলের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২২৬. তপু ও রায়হান ঈদের দিন নামাজ শেষে দাওয়াত ও কুশল বিনিময় করে। কেননা এর মাধ্যমে-
Ο ক) ভ্রাতৃত্ব ভাব সুদৃঢ় হয়
Ο খ) সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়
Ο গ) সম্পত্তির মালিক হওয়া যায়
Ο ঘ) ধর্ম প্রসার লাভ করে
 সঠিক উত্তর: (ক)

 ২২৭. মধ্যযুগের বাংলায় হিন্দুরা বিভিন্ন ধরনের পূজা করতো-
i. ভাগ্যের জন্য
ii. রোগমুক্তির জন্য
iii. জ্ঞান বৃদ্ধির জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৮. মধ্যযুগের বাংলার হিন্দুরা বিভিন্ন পেশায় নিয়োজিত হতো-
i. জীবনের তাগিদে
ii. জীবিকার তাগিদে
iii. সম্মানের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২২৯. মধ্যযুগে বাংলার নিম্নশ্রেণির হিন্দুরা মুসলমানদের সংস্পর্শে আসে-
i. উচ্চশ্রেণি হিন্দুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে
ii. মুসলমান সমাজে উচ্চতর নৈতিক আদর্শ
iii. ব্রাহ্মণ শ্রেণি কর্তৃক শূদ্রদের নির্যাতনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩০. পীর ভক্তি বাংলার কোন যুগের নিদর্শন?
Ο ক) মধ্যযুগ
Ο খ) প্রাচীন যুগ
Ο গ) আধুনিক যুগ
Ο ঘ) উত্তরাধুনিক
 সঠিক উত্তর: (ক)

 ২৩১. মধ্যযুগের শাসকগণের নিজ নিজ রাজ্যের মসজিদ, মাদ্রাসা ও খানকা নির্মাণের যৌক্তিক কারণ হলো-
i. আভিজাত প্রকাশ
ii. মুসলমানদের ঐক্য গঠন
iii. ধমীর্য় চেতনার প্রসার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৩২. মুসলমান সমাজ বিস্তৃতির সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) বঙ্গে ইসলাম বিস্তৃতি
Ο খ) হিন্দে ইসলাম বিস্তৃতি
Ο গ) আরবে ইসলাম বিস্তৃতি
Ο ঘ) মক্কায় ইসলাম বিস্তৃতি
 সঠিক উত্তর: (ক)

 ২৩৩. মধ্যযুগে বাংলায় ধাতব শিল্পের বিকাশ ঘটে-
i. কৃষির উপকরণ তৈরির জন্য
ii. নিত্য ব্যবহার্য উপকরণ তৈরির জন্য
iii. যুদ্ধাস্ত্র তৈরির জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৩৪. মধ্যযুগে বাংলায় মুসলমান শাসকরা মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন কেন?
Ο ক) অধিক সংখ্যক মুসলমান ছিল বলে
Ο খ) মুসলমানদের ঐক্য ও ধর্মী চেতনা প্রসারের জন্য
Ο গ) শাসকের সুনাম বৃদ্ধির জন্য
Ο ঘ) হিন্দুদের অত্যাচার থেকে বাঁচার জন্য
 সঠিক উত্তর: (খ)

 ২৩৫. ছেলে-মেয়েদের মক্তবে প্রেরণ করা হতো কেন?
Ο ক) প্রাথমিক শিক্ষার জন্য
Ο খ) উচ্চতর শিক্ষার জন্য
Ο গ) ধর্মীয় শিক্ষার জন্য
Ο ঘ) মাধ্যমিক শিক্ষার জন্য
 সঠিক উত্তর: (গ)

 ২৩৬. একলাখী মসজিদে শিল্পকলায় কোন স্থাপত্য রীতির প্রতিফলন লক্ষ্য করা যায়?
Ο ক) মুসলিম স্থাপত্য রীতি
Ο খ) পারসিক রীতি
Ο গ) হিন্দু স্থাপত্য রীতি
Ο ঘ) মুঘল স্থাপত্য রীতি
 সঠিক উত্তর: (গ)

 ২৩৭. খালিদ সাহেব একজন সম্ভান্ত ধনী মুসলমান। তিনি জনগণকে সাহায্য করা ছাড়াও বিভিন্ন রকম স্থাপনা নির্মাণ করেন। মধ্যযুগে শাসকগণও বিভিন্ন স্থানে স্থাপনা নির্মাণ করেছিলেন। কারণ-
i. ইসলামের গৌরবকে সুপ্রতিষ্ঠিত করতে
ii. রাজ্য কালকে স্মরণীয় করতে
iii. শাসনকালকে স্মরণীয় করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৩৮. মুসলমানগণ নিজেদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বভাবকে সুদৃঢ় করত-
i. কুশল বিনিময় করে
ii. দাওয়াত বিনিময় করে
iii. দান খয়রাত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৩৯. কীভাবে মোল্লাগণ কার্য সম্পাদন করতেন?
Ο ক) রাজার নির্দেশে
Ο খ) হাদিস কোরআনের নির্দেশ অনুযায়ী
Ο গ) জমিদারের নির্দেশ
Ο ঘ) ফকির দরবেশের নির্দেশে
 সঠিক উত্তর: (খ)

 ২৪০. মধ্যযুগে হিন্দু পুরুষদের সাধারণ পোশাক কী ছিল?
Ο ক) লুঙ্গি
Ο খ) পায়জামা
Ο গ) প্যান্ট
Ο ঘ) ধুতি
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪১. মধ্যযুগ বাংলায় নারী শিক্ষার প্রচলন কেমন ছিল?
Ο ক) ব্যাপক
Ο খ) মোটামুটি
Ο গ) প্রচলন ছিল না
Ο ঘ) উল্লেখযোগ্য
 সঠিক উত্তর: (গ)

 ২৪২. বাংলার মুসলিম সমাজে কয়টি শ্রেণির প্রভাব বিশেষভাবে লক্ষণীয়?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
 সঠিক উত্তর: (ক)

 ২৪৩. মধ্যযুগের অনেক হিন্দুর ফারসি ভাষায় শিক্ষা গ্রহণের যোক্তিকতা কোনটি?
Ο ক) সরকারি চাকরি লাভ
Ο খ) বেসরকারে চাকরি লাভ
Ο গ) পাণ্ডিত্য অর্জন
Ο ঘ) আভিজাত্য প্রকাশ
 সঠিক উত্তর: (ক)

 ২৪৪. মসলিন বস্ত্রের চাহিদার কারণ কী ছিল?
Ο ক) মোটা
Ο খ) সূক্ষ্ম
Ο গ) রঙিন
Ο ঘ) সাদা
 সঠিক উত্তর: (খ)

 ২৪৫. একলাখী মসজিদ কোথায় অবস্থিত?
Ο ক) গৌড়
Ο খ) টাঙ্গাইল
Ο গ) পাণ্ডুয়া
Ο ঘ) পাহাড়পুর
 সঠিক উত্তর: (গ)

 ২৪৬. মধ্যযুগে বাংলার সামাজিক রীতিনীতি গড়ে ওঠার ক্ষেত্রে প্রভাব ছিল-
i. ইসলামধর্মের
ii. হিন্দুধর্মের
iii. বৌদ্ধধর্মের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৪৭. ‘দাখিল দরওয়াজ’ কে নির্মাণ করেন?
Ο ক) আলাউদ্দিন হোসেন শাহ
Ο খ) রুকনউদ্দীন বরবক শাহ
Ο গ) মুজাফফর শাহ
Ο ঘ) সিকান্দার শাহ
 সঠিক উত্তর: (খ)

 ২৪৮. জঙ্গনামা ও হিতজ্ঞান বাণী গ্রন্থের কার রচিত?
Ο ক) হায়াৎ মাহমুদের
Ο খ) ফয়জুল্লাহর
Ο গ) মালাধর বসুর
Ο ঘ) বাহাদুর গাজীর
 সঠিক উত্তর: (ক)

 ২৪৯. হামিদ সাহেব একজন ধনী মুসলমান। তিনি বেশ কয়েকটি উদ্দেশ্যে বিভিন্ন স্থানে মাদ্রাসা, মসজিদ ইত্যাদি নির্মাণ করেন। মধ্যযুগের শাসকগণও নিজ নিজ রাজ্যে এগুলো নির্মাণ করতেন। হামিদ সাহেব ও শাসকদের ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য?
i. মুসলমান ঐক্য রক্ষা
ii. ব্যক্তিগত প্রভাব বৃদ্ধি
iii. ধর্মীয় চেতনা প্রসার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৫০. কৌশিক মধ্যযুগের বাংলার ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য, শূদ্র ইত্যাদি শ্রেণির কথা বলেন। এই শ্রেণিসমূহ কোন ধর্মের?
Ο ক) মুসলিম
Ο খ) হিন্দু
Ο গ) বৌদ্ধ
Ο ঘ) খ্রিস্টান
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post