এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৬ (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৬ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১৫১. মধ্যযুগের তৃতীয় শ্রেণি হিসেবে সমর্থনযোগ্য- i. গায়ক ii. কৃষক iii. তাঁতি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৫২. ধর্মীয় শিক্ষার জন্য মুসলমান শিশুদের কোথায় পাঠানো হতো?
Ο ক) মসজিদে
Ο খ) মাদ্রাসায়
Ο গ) মক্তবে
Ο ঘ) মক্কায়
 সঠিক উত্তর: (গ)

 ১৫৩. মধ্যযুগের মুসলিম অভিজাতরা কেন বহু বিবাহ করতেন?
Ο ক) সুলতানের পরামর্শে
Ο খ) অর্থের প্রাচুর্যের কারণে
Ο গ) অভ্যাসের কারণে
Ο ঘ) উজিরের পরামর্শে
 সঠিক উত্তর: (খ)

 ১৫৪. মধ্যযুগে বাংলার হিন্দু রমণীদের অন্যতম অলংকার হচ্ছে-
i. সোনার ব্রেসলেট
ii. নাকপাশা
iii. কানবালা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৫. বড় সোনা মসজিদের আরেক নাম হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) আদিনা মসজিদ
Ο খ) একলাখী মসজিদ
Ο গ) ছোট সোনা মসজিদ
Ο ঘ) বারদুয়ারী মসজিদ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৬. বড় সোনা মসজিদের নাম বারদুয়ারির মসজিদ হওয়ার কারণ কী?
Ο ক) সোনালি রং
Ο খ) বারটা দরজা
Ο গ) গৌড়ের বৃহত্তম মসজিদ
Ο ঘ) আসাম বিজয়ের স্বারক
 সঠিক উত্তর: (খ)

 ১৫৭. মধ্যযুগের বাংলায় মুসলিম সমাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল কোনটি?
Ο ক) ধর্মীয় সংস্কৃতিক লালন
Ο খ) অর্থনৈতিক মুক্তির সংগ্রাম
Ο গ) রাজনৈতিক সংস্কার
Ο ঘ) সামাজিক কুসংস্কার
 সঠিক উত্তর: (ক)

 ১৫৮. মধ্যযুগের বাংলার মুসলমানদের অন্যতম প্রিয় খাবার ছিল কোনটি?
Ο ক) শাক-সবজি
Ο খ) মাছ
Ο গ) ভাত
Ο ঘ) খিচুরি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৯. কীভাবে হিন্দুসমাজে প্রথার সৃষ্টি হয়?
Ο ক) সম্পদের ওপর ভিত্তি করে
Ο খ) পেশার ওপর ভিত্তি করে
Ο গ) ক্ষমতার ওপর ভিত্তি করে
Ο ঘ) বংশমর্যাদার ওপর ভিত্তি করে
 সঠিক উত্তর: (খ)

 ১৬০. মাসুদ মসজিদে খুতবা শুনার সময় তার মনে পড়লো বাংলার সেই মুসলমান যুগের কথা যেখানে ইমামের পরিবর্তে সুলতান খুতবা পাঠ করতেন। মাসুদের কোন যুগের কথা মনে পড়লো?
Ο ক) প্রাচীন যুগ
Ο খ) মধ্যযুগ
Ο গ) আধুনিক যুগ
Ο ঘ) চৈতন্য যুগ
 সঠিক উত্তর: (খ)

 ১৬১. ‘এক লাখী মসজিদের’ নামকরণের কারণ কী?
Ο ক) নির্মাণ ব্যয় এক লাখ টাকা
Ο খ) এক লাখ শ্রমিক লেগেছিল
Ο গ) এক লাখ পাথর লেগেছিল
Ο ঘ) এক লাখ দিন সময় লেগেছিল
 সঠিক উত্তর: (ক)

 ১৬২. মধ্যযুগের হিন্দু সমাজে সন্তান জন্মের পর তাকে কী দিয়ে ধৌত করা হতো?
Ο ক) ঠাণ্ডা জল দিয়ে
Ο খ) গরম জল দিয়ে
Ο গ) পুকুরের জল দিয়ে
Ο ঘ) গঙ্গা জল দিয়ে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৩. শায়েস্তা খানের অন্যতম কৃতিত্ব হচ্ছে-
i. লালবাগ দুর্গ নির্মাণ
ii. হোসেনী দালান
iii. ছোট কাটরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৪. মধ্যযুগের মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য-
i. দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন
ii. নিয়মিত কুরআন পাঠ করতেন
iii. নিয়মিত হাদিস পাঠ করতেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৫. কিসের ওপর ভিত্তি করে জাতিভেদে প্রথার সৃষ্টি হয়?
Ο ক) পোশাক
Ο খ) পেশা
Ο গ) মেধা
Ο ঘ) শারীরিক গঠন
 সঠিক উত্তর: (খ)

 ১৬৬. সাধনা বিভিন্ন রকম সমস্যা থেকে পরিত্রাণের জন্য বিভিন্ন রকম পূজা করে। মধ্যযুগে হিন্দুরাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে বিভিন্ন ধরনের পূজা করত। উভয়ের উদ্দশ্যের মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে-
i. সন্তান লাভের আসা
ii. রোগমুক্তি
iii. ধনসম্পদ প্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৬৭. ধর্ম-কর্মের ক্ষেত্রে কাদের একক কর্তৃত্ব ছিল?
Ο ক) ব্রাহ্মণ
Ο খ) কায়স্থ
Ο গ) বৈশ্য
Ο ঘ) শূদ্র
 সঠিক উত্তর: (ক)

 ১৬৮. মধ্যযুগে বাংলার হিন্দুরা বিভিন্ন পৃথক পৃথক শ্রেণিতে বিভক্ত ছিল কেন?
Ο ক) পেশাগত কারণে
Ο খ) সম্মানের কারণে
Ο গ) শক্তির উপর ভিত্তি করে
Ο ঘ) ধর্মীয় কারণে
 সঠিক উত্তর: (ক)

 ১৬৯. মধ্যযুগে বাংলার নারী সমাজের অনগ্রসরতার অন্যতম কারণ হচ্ছে-
i. উপযুক্ত শিক্ষার অভাব
ii. নারীদের সচেতনতার অভাবে
iii. নারীদের শারীরিক অক্ষমতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৭০. কারুকার্য খচিত মর্মর বেদির উপর হযরত মুহাম্মদ (স) এর পদাচিহ্ন সম্বলিত একখণ্ড প্রস্তর স্থাপিত হয়েছিল কোথায়?
Ο ক) বাবা আদমের মসজিদে
Ο খ) ছোট সোনা মসজিদে
Ο গ) কদম রসুল মসজিদে
Ο ঘ) ষাট গম্বুজ মসজিদে
 সঠিক উত্তর: (গ)

 ১৭১. কেন মধ্য যুগে হিন্দু সম্প্রদায় ফার্সি ভাষায় শিক্ষা গ্রহণ করতেন?
Ο ক) সাহিত্য রচনা করতে
Ο খ) বিদেশি ভাষার প্রতি আগ্রহ
Ο গ) প্রশাসনিক কাজ করতে
Ο ঘ) রাজনৈতিক উদ্দেশ্যে
 সঠিক উত্তর: (খ)

 ১৭২. ষাটগম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টি?
Ο ক) ষাটটি
Ο খ) সত্তরটি
Ο গ) সাতাত্তরটি
Ο ঘ) আটাশিটি
 সঠিক উত্তর: (গ)

 ১৭৩. তৎকালীন সময়ে অধিকাংশ কৃষকই কী ছিল?
Ο ক) মুসলমান
Ο খ) হিন্দু
Ο গ) বৌদ্ধ
Ο ঘ) খ্রিস্টান
 সঠিক উত্তর: (খ)

 ১৭৪. প্রদীপ চৈতন্য ভগবত পড়ে একজন মহৎ ব্যক্তি সম্পর্কে জানে। প্রদীপ কার কথা জানতে পারে?
Ο ক) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) যীশু খ্রিস্ট
Ο গ) শ্রীচৈতন্যদেব
Ο ঘ) নানক শাহ
 সঠিক উত্তর: (গ)

 ১৭৫. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে বৈষম্য ছিল কেন?
Ο ক) বর্ণপ্রথা কঠোরভাবে মান্য করা হতো বলে
Ο খ) সুলতানের অত্যাচারের কারণে
Ο গ) টাকা পয়সা কম ছিল বলে
Ο ঘ) বেকার সমস্যা ছিল বলে
 সঠিক উত্তর: (ক)

 ১৭৬. মুসলমান শাসন আমলে বিদেশিদের সাথে বঙ্গের বাণিজ্যিক তৎপরতা অভূতপূর্ব প্রসার লাভ করেছিল। কথাটি বিশ্লেষণ করলে দাঁড়ায়-
i. কৃষি ও শিল্পপণ্যের প্রাচুর্য
ii. বিদেশে পণ্যের ব্যাপক চাহিদা
iii. পণ্যের উন্নতমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৭৭. মধ্যযুগে বাংলায় হিন্দু ও মুসলমানদের রীতি নীতি নিয়ে বিরোধ দেখা যায় নি-
i. মুসলমান শাসকদের উদারতায়
ii. মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতায়
iii. হিন্দু শাসকদের উদারয়তায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৭৮. মুসলমান শাসনের সময় বাংলার সর্বত্র অসংখ্যা কী নির্মাণ হয়েছিল?
Ο ক) স্কুল
Ο খ) কলেজ
Ο গ) মসজিদ
Ο ঘ) মন্দির
 সঠিক উত্তর: (গ)

 ১৭৯. মধ্যযুগের শাসক বর্গের ভাষার ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) ইংরেজি
Ο খ) ফারসি
Ο গ) উর্দু
Ο ঘ) আরবি
 সঠিক উত্তর: (খ)

 ১৮০. খান জাহান আলী কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৪৫৯
Ο খ) ১৪৬০
Ο গ) ১৪৬১
Ο ঘ) ১৪৬২
 সঠিক উত্তর: (ক)

 ১৮১. ‘চেহেল সেতুন’ কী?
Ο ক) একটি প্রাসাদ
Ο খ) একটি মসজিদ
Ο গ) একটি মাজার
Ο ঘ) একটি দরগা
 সঠিক উত্তর: (ক)

 ১৮২. বাংলার স্বর্ণকার শ্রেণি বিখ্যাত ছিল কেন?
Ο ক) স্বর্ণের দামের কারণে
Ο খ) সূক্ষ্ম কারুকার্যের জন্য
Ο গ) স্বর্ণ উৎপাদন করতো বলে
Ο ঘ) স্বর্ণ বেশি দামে বিক্রি করতো বলে
 সঠিক উত্তর: (খ)

 ১৮৩. কত টাকা ব্যয়ে পাণ্ডুয়ার এক লাখী মসজিদ নির্মাণ করা হয়?
Ο ক) এক লাখ
Ο খ) সোনারগাঁও
Ο গ) সিলেট
Ο ঘ) বাগেরহাট
 সঠিক উত্তর: (খ)

 ১৮৪. মধ্যযুগে বাংলায় মুসলিম অভিজাতরা তাদের বিলাসিতাপূর্ণ করতো-
i. মদ্যপানের দ্বারা
ii. সুসজ্জিত প্রাসাদে বসবাসের দ্বারা
iii. অর্থের দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৮৫. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে স্বামী তার স্ত্রীকে বিবেচনা করতো-
Ο ক) সম্পত্তি হিসেবে
Ο খ) অর্ধাঙ্গী হিসেবে
Ο গ) গৃহপরিচারিকা হিসেবে
Ο ঘ) দাসী হিসেবে
 সঠিক উত্তর: (ক)

 ১৮৬. মাসুদ তার বন্ধুর সাথে মধ্যযুগে বাংলার এক ধরনের জনপ্রিয় কাপড়ের গল্প করেন। এটি কোন ধরনে কাপড়?
Ο ক) গ্রামীণ চেকের কাপড়
Ο খ) মোটা সুতি কাপড়
Ο গ) মসলিন কাপড়
Ο ঘ) রেশমী কাপড়
 সঠিক উত্তর: (গ)

 ১৮৭. মধ্যযুগের বাংলায় মুসলমান সমাজ ব্যবস্থার সাথে সাদৃশ্য রয়েছে-
i. উচ্চ শ্রেণি
ii. মধ্যম শ্রেণি
iii. নিম্ন শ্রেণি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৮. হিন্দু সমাজে বহুবিবাহ প্রথার প্রচলন হওয়ার ক্ষেত্রে নিচের কোনটির ফল?
Ο ক) বর্ণ প্রথার
Ο খ) কৌলিন্য প্রথার
Ο গ) ধর্ম প্রথার
Ο ঘ) জাতি প্রথার
 সঠিক উত্তর: (খ)

 ১৮৯. মুসলমানদের আগমনের পূর্বে বাংলায় বাস করত-
i. হিন্দু
ii. খ্রিস্টান
iii. বৌদ্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৯০. মুঘল আমলে ভারতজুড়ে সুন্দর সুন্দর ইমারত গড়ে উঠার কারণ-
i. সুবাদারগণের উৎসাহ
ii. সম্রাটগণের উৎসাহ দান
iii. পদস্থ কর্মকর্তাদের উৎসাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯১. হিন্দু সমাজে ধর্মকর্মের ক্ষেত্রে কাদের একক কর্তৃত্ব ছিল?
Ο ক) ব্রাহ্মণদের
Ο খ) কায়স্থদের
Ο গ) বৈশ্যদের
Ο ঘ) শূদ্রদের
 সঠিক উত্তর: (ক)

 ১৯২. বাংলায় মুসলমান শাসনকালে শিক্ষার দ্বার হিন্দু-মুসলমান সকলের জন্য উন্মুক্ত ছিল। কথাটি বিশ্লেষণ করলে দাঁড়ায়-
i. শাসকদের উদারতা
ii. রাজনৈতিক প্রভাব বিস্তার
iii. শিক্ষার প্রসার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৯৩. মধ্যযুগে বাংলায় শেখদের খানকাহ ও উলেমাদের গৃহ কোন উদ্দেশ্যে বাবহৃত হতো?
Ο ক) শিক্ষার উদ্দেশ্য
Ο খ) রাজনীতির উদ্দেশ্য
Ο গ) অর্থনীতি চর্চায়
Ο ঘ) অস্ত্রগার হিসেবে
 সঠিক উত্তর: (ক)

 ১৯৪. মসজিদটির নাম একলাখী মসজিদ হওয়ার যৌক্তিক কারণ-
Ο ক) এক লাখ শ্রমিক দিয়ে নির্মাণ করা হয়েছে বলে
Ο খ) এক লাখ লোকের নামাজের ব্যবস্থা আছে বলে
Ο গ) এক লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে বলে
Ο ঘ) এক লাখ পীরের কবর এখানে আছে বলে
 সঠিক উত্তর: (গ)

 ১৯৫. মুসলমান শাসন আমলে বঙ্গে জাহাজ নির্মাণ শিল্পের ব্যাপক প্রসারের কারণ হলো-
i. বাণিজ্যিক প্রয়োজন
ii. কৃষি কাজ
iii. নৌযুদ্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৯৬. বাবা আদমের মসজিদ নির্মিত হয় কখন?
Ο ক) ১৪৮১ খ্রিস্টাব্দে
Ο খ) ১৪৮২ খ্রিস্টাব্দে
Ο গ) ১৪৮৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৪৮৪ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (গ)

 ১৯৭. বাংলায় মধ্যযুগের মুসলমান অভিজাতরা কীভাবে তাদের বিলাসিতা চর্চা করতো?
Ο ক) ভ্রমণের মাধ্যমে
Ο খ) আমোদ প্রমোদে লিপ্ত থেকে
Ο গ) দান খয়রাতের মাধ্যমে
Ο ঘ) বিদ্রোহ ঘোষণা করার মাধ্যমে
 সঠিক উত্তর: (খ)

 ১৯৮. হিন্দু সমাজের কোনটি মুসলমান সমাজে প্রবেশ করে?
Ο ক) সুপ্রবাদ
Ο খ) গুরুবাদ
Ο গ) জিন্দাবাদ
Ο ঘ) এলাহাবাদ
 সঠিক উত্তর: (খ)

 ১৯৯. ষষ্ঠ দিনে কিসের আয়োজন করা হতো?
Ο ক) দুর্গাপূজার
Ο খ) সরস্বতী পূজার
Ο গ) ষষ্ঠী পূজার
Ο ঘ) লক্ষ্মী পূজার
 সঠিক উত্তর: (গ)

 ২০০. ‘রসুল বিজয়’ কাব্যটি কে রচনা করেন?
Ο ক) দৌলত উজির বাহরাম খান
Ο খ) দোনা গাজী
Ο গ) শাহ মুহম্মদ সগীর
Ο ঘ) জয়নুদ্দীন
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post