ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৬ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. মধ্যযুগের হিন্দু সমাজে কোনটি কঠোরভাবে পালিত হতো?
Ο ক) দুর্গাপূজা
Ο খ) সরস্বতী পূজা
Ο গ) নববর্ষ
Ο ঘ) বর্ণপ্রথা
সঠিক উত্তর: (ঘ)
১০২. মাছ বিক্রেতাকে কী বলা হতো?
Ο ক) জেলে
Ο খ) পিঠারী
Ο গ) কাবারী
Ο ঘ) কশাই
সঠিক উত্তর: (গ)
১০৩. রাজদরবারের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি যথার্থ?
Ο ক) নৃত্য গীত
Ο খ) মল্লযুদ্ধ
Ο গ) জ্ঞানী-গুণীদের সমাবেশ
Ο ঘ) পুঁথি পড়া
সঠিক উত্তর: (গ)
১০৪. রবীন্দ্র হালদার তার সন্তানের জন্মের পর তাকে গঙ্গার জল দিয়ে ধৌত করেন। এটি কোন যুগে হিন্দুদের উল্লেখ্যযোগ্য বৈশিষ্ট্য ছিল?
Ο ক) মধ্যযুগের
Ο খ) প্রাচীন যুগের
Ο গ) আধুনিক যুগের
Ο ঘ) উত্তরাধুনিক যুগের
সঠিক উত্তর: (ক)
১০৫. আদিনা মসজিদ বাংলার মুসলমান শাসকদের কী ধরনের নিদর্শন?
Ο ক) স্থাপত্যশিল্পের
Ο খ) ধর্মীয় প্রীতি
Ο গ) প্রশাসনিক সংস্কার
Ο ঘ) অর্থনৈতিক প্রবৃত্তি
সঠিক উত্তর: (ক)
১০৬. করিম ডাক্তার, উকিল ও গায়ক সমাজের কথা বলেন। এরা কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
Ο ক) অভিজাত
Ο খ) মধ্যব্ত্তিশ্রেণি
Ο গ) নিম্নব্ত্তিশ্রেণি
Ο ঘ) নিম্নমধ্যব্ত্তি শ্রেণি
সঠিক উত্তর: (খ)
১০৭. বাংলা ভাষার চৈতন্য ভগবত-এর প্রথম রচয়িতা কে?
Ο ক) কানাহরি দত্ত
Ο খ) বৃন্দাবন দাস
Ο গ) কবি ফয়জুল্লাহ
Ο ঘ) ফকির গরীবউল্লাহ
সঠিক উত্তর: (খ)
১০৮. মাহফুজ খান জাহান আলীর সমাধি দেখতে মাহফুজকে যেতে হবে-
i. চট্রাগ্রাম
ii. বাগের হাট
iii. হরিণঘাটা নদীর তীরে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১০৯. মুঘল যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন?
Ο ক) স্থাপত্য শিল্পের বিকাশ
Ο খ) শিক্ষার বিস্তার
Ο গ) রাজ্যের বিস্তার
Ο ঘ) ধর্মের প্রসার
সঠিক উত্তর: (ক)
১১০. ফারাজ পরী বিবির মাজার দেখতে যেতে চায়। সে যাবে-
i. শায়েস্তা খানের নির্মিত দুর্গে
ii. লালবাগ কেল্লায়
iii. বড় কাটরায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১১. মধ্যযুগের মসলমান শাসকরা কেন ধর্মীয় উদারতা প্রদর্শন করেছিলেন?
Ο ক) জনপ্রিয়তার জন্য
Ο খ) সুনাম অর্জনের জন্য
Ο গ) হিন্দু-মুসলিম সম্প্রীতির জন্য
Ο ঘ) হিন্দুদের ধর্মান্তরিত করতে
সঠিক উত্তর: (গ)
১১২. লিমনের চাচার বাণিজ্যিক প্রসার বাংলার কোন আমলের সঙ্গে মিল পাওয়া যায়?
Ο ক) পাল
Ο খ) সেন
Ο গ) সুলতানি
Ο ঘ) মুঘল
সঠিক উত্তর: (গ)
১১৩. আমিন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে। মধ্যযুগে উচ্চশিক্ষার জন্য প্রয়োজন ছিল-
i. মসজিদ
ii. বক্তব
iii. মাদ্রাসা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১৪. মধ্যযুগের বাংলার মুসলমান সমাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল-
i. কুরআন ও হাদিস শিক্ষা গ্রহণ করা
ii. ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা
iii. নিয়মিত নামায আদায় করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৫. অভিজাত মুসলমানগণ কেমন ছিলেন?
Ο ক) ভোজনবিলাসী
Ο খ) ভোগবিলাসী
Ο গ) অভিলাষী
Ο ঘ) নৃত্যবিলাসী
সঠিক উত্তর: (ক)
১১৬. মুসলমান শাসনের পূর্বে বাংলার হিন্দুসমাজে জ্ঞান, বিজ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে ব্রাহ্মণদের একচেটিয়া অধিকার ছিল। এর যথার্থ কারণ-
i. অর্থসম্পদের প্রাচুর্য
ii. ধর্মীয় গোড়ামি
iii. বর্ণপ্রথার কুফল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৭. অমিতাভ মধ্যযুগে বাংলার হিন্দুদের অনেকগুলো প্রচলিত প্রথার কথা বলেন। সেগুলো হলো-
i. পণপ্রথা
ii. কৌলিন্য প্রথা
iii. সতীদাহ প্রথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৮. রহিম সাহেব একজন গার্মেন্টস মালিক। বিদেশে এ পোশাকের ব্যাপক চাহিদা রয়েছ। মধ্যযুগেও এ দেশের পোশাকের বিদেশে প্রচুর চাহিদা ছিল।
Ο ক) বস্ত্রের দাম কম ছিল
Ο খ) বস্ত্র উন্নত ছিল
Ο গ) বস্ত্র মোট ছিল
Ο ঘ) বস্ত্র পাতলা ছিল
সঠিক উত্তর: (খ)
১১৯. মামুন রাগমালা গ্রন্থটি পড়ে এক ধরনের জ্ঞান অর্জন করলো। এটি কোন ধরনের জ্ঞান?
Ο ক) মনস্তাত্ত্বিক জ্ঞান
Ο খ) সাধারণ জ্ঞান
Ο গ) সংগীত জ্ঞান
Ο ঘ) রাজনৈতিক জ্ঞান
সঠিক উত্তর: (গ)
১২০. মধ্যযুগে বাংলায় মুসলমানদের ধর্মীয় আচরণের অন্যতম দিক ছিল-
i. নৈতিক মান বজায় রাখা
ii. কঠোর নীতি অনুসরণ
iii. অর্থনৈতিক কার্যাবলির প্রবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২১. মধ্যযুগে বাংলায় কেন হিন্দু ও মুসলমান ধর্মের প্রভাব বিদ্যমান ছিল?
Ο ক) সমাজে অন্য কোন ধর্মালম্বী ছিল না বলে
Ο খ) সামাজিক রীতিনীতি এ দুটি ধর্মকেন্দ্রিক ছিল বলে
Ο গ) সমাজে অন্যান্য ধর্মের লোকেরা অশিক্ষিত ছিল বলে
Ο ঘ) সমাজে হিন্দু-মুসলিমদের মাঝে ঘনিষ্টতা ছিল বলে
সঠিক উত্তর: (খ)
১২২. মুসলমান সমাজে কয়টি পৃথক শ্রেণি ছিল?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) ছয়টি
সঠিক উত্তর: (ক)
১২৩. কবি আলাওলের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি?
Ο ক) কঙ্কাবতী
Ο খ) পদ্মাবতী
Ο গ) মনসামঙ্গল
Ο ঘ) শূন্য পুরাণ
সঠিক উত্তর: (খ)
১২৪. ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন কে?
Ο ক) হুসেন শাহ
Ο খ) নুসরত শাহ
Ο গ) ওয়ালী মুহম্মদ
Ο ঘ) উলুখ খান জাহান
সঠিক উত্তর: (ঘ)
১২৫. মধ্যযুগে বাংলার মুসলমানরা সুফিদের প্রতি নিমগ্ন হতো তাদের-
i. আধ্যাত্মিক সাধনা দেখে
ii. টাকা পয়সা দেখে
iii. পাণ্ডিত্য দেখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৬. মধ্য যুগে ধর্মপ্রাণ হিন্দুদের নিকট অত্যন্ত পবিত্র ছিল-
Ο ক) ব্রহ্মপুত্রের জল
Ο খ) ভাগীরথীর জল
Ο গ) গঙ্গার জল
Ο ঘ) যমুনার জল
সঠিক উত্তর: (গ)
১২৭. মুসলমান শাসকদের পূর্বে বাংলা সাহিত্য বিকাশের পথ রুদ্ধ হয়েছিল-
i. ব্রাহ্মণদের অসযোগিতারা কারণে
ii. অভিজাতদের অসহযোগিতার কারণে
iii. ব্রাহ্মণদের সংস্কৃতিচর্চার মনোভাবের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৮. মধ্যযুগে বাংলা ভাষার শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়েছিল। এর যথার্থ কারণ-
i. আরবি শব্দের ব্যবহার
ii. উর্দু শব্দের ব্যবহার
iii. ফার্সি শব্দের ব্যবহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২৯. ধর্মপ্রাণ মুসলমানগণ দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়তেন?
Ο ক) দুই ওয়াক্ত
Ο খ) তিন ওয়াক্ত
Ο গ) চার ওয়াক্ত
Ο ঘ) পাঁচ ওয়াক্ত
সঠিক উত্তর: (ঘ)
১৩০. কোন প্রথার উপর ভিত্তি করে হিন্দু সমাজে বিবাহ রীতি প্রচলিত ছিল?
Ο ক) বর্ণ
Ο খ) গোত্র
Ο গ) দাস
Ο ঘ) কৌলিন্য
সঠিক উত্তর: (ক)
১৩১. বড় সোনা মসজিদের ক্ষেত্রে প্রযোজ্য-
i. ছোট সোনা মসজিদ
ii. এ মসজিদের আরেক নাম বারদুয়ারী মসজিদ
iii. এ মসজিদে সোনালি রঙ্গের গিলটি করা কারুকার্য ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৩২. ‘বড় সোনা মসজিদের’ আরেক নাম কী?
Ο ক) বারদুয়ারী
Ο খ) গুরদুয়ারী
Ο গ) তের দুয়ারী
Ο ঘ) দশ দুয়ারী
সঠিক উত্তর: (ক)
১৩৩. ‘ছোট কাটরা’ কে নির্মাণ করেন?
Ο ক) শাহ সুজা
Ο খ) শায়েস্তা খান
Ο গ) মীর জুমলা
Ο ঘ) মুর্শিদকুলী খান
সঠিক উত্তর: (খ)
১৩৪. মসজিদ নির্মাণকে মুসলমান শাসকগণ কী কাজ বলে মনে করতেন?
Ο ক) অন্যায় কাজ
Ο খ) সুনামের কাজ
Ο গ) গৌরবের কাজ
Ο ঘ) পুণ্যের কাজ
সঠিক উত্তর: (ঘ)
১৩৫. গৌড়ের কদম রসুল নির্মাণ করা হয় কেন?
Ο ক) হযরত আবু বকর (র) এর স্মৃতি বহনে
Ο খ) হযরত মুহম্মদ (স) এর পাদচিহ্নের প্রতি সম্মান জানানোর জন্য
Ο গ) হযরত ওমর (র) এর হিজরত স্মরণে
Ο ঘ) মহানবি (স) এর হিজরত স্মরণে
সঠিক উত্তর: (ক)
১৩৬. বাংলার কৃষিভূমি কোন ধরনের?
Ο ক) অনুর্বর
Ο খ) অস্বাভাবিক উর্বর
Ο গ) মরুময়
Ο ঘ) অগ্নিময়
সঠিক উত্তর: (খ)
১৩৭. ‘গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন?
Ο ক) ওয়ালী মুহম্মদ
Ο খ) আহম্মদ
Ο গ) জামাল আফগানী
Ο ঘ) মুজাফফর আহম্মেদ
সঠিক উত্তর: (ক)
১৩৮. মধ্যযুগে বাংলার শিয়া মুসলমানদের প্রিয় ধর্মীয় অনুষ্ঠান ছিল কোনটি?
Ο ক) শবে বরাত
Ο খ) শবে কদর
Ο গ) মহররম
Ο ঘ) ঈদুল আযহা
সঠিক উত্তর: (গ)
১৩৯. মুসলমান বাংলার স্থাপত্যশিল্পের উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে-
i. সমাধি সৌধ
ii. মসজিদ
iii. তোরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪০. সুবাদার মীর জুমলার অন্যতম কৃতিত্ব হচ্ছে-
i. হাজীগঞ্জ দুর্গ নির্মাণ
ii. খিজিরপুর দুর্গ নির্মাণ
iii. পতুর্গিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহতকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪১. মধ্যযুগের বাংলার শিল্পের প্রসারের প্রত্যক্ষ ফলাফল কোনটি?
Ο ক) আমদানি বৃদ্ধি
Ο খ) দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
Ο গ) বাণিজ্যিক তৎপরতা বৃদ্ধি
Ο ঘ) রপ্তানি হ্রাস
সঠিক উত্তর: (গ)
১৪২. মধ্যযুগে উচ্চশিক্ষা গ্রহণের জন্য কী ছিল?
Ο ক) পাঠশালা
Ο খ) স্কুল
Ο গ) বিশ্ববিদ্যালয়
Ο ঘ) টোল
সঠিক উত্তর: (ঘ)
১৪৩. মধ্যযুগের হিন্দু সমাজে কোনটির প্রচলন ছিল?
Ο ক) বহু বিবাহ প্রথা
Ο খ) বিধবা বিবাহ প্রথা
Ο গ) সতীদাহ প্রথা
Ο ঘ) সতী নারী প্রথা
সঠিক উত্তর: (গ)
১৪৪. কোন কাব্যটি দৌলত উজির বাহরাম খান রচনা করেন?
Ο ক) ইউসুফ জোলেখা
Ο খ) লাইলী-মজনু
Ο গ) পদ্মাবতী
Ο ঘ) মায়াকানন
সঠিক উত্তর: (খ)
১৪৫. আদিনা মসজিদ কে নির্মাণ করেন?
Ο ক) ইলিয়াস শাহ
Ο খ) সিকান্দার শাহ
Ο গ) গিয়াসউদ্দিন আজম শাহ
Ο ঘ) নুসরাত শাহ
সঠিক উত্তর: (খ)
১৪৬. হিন্দুরা লক্ষ্মীপূজা করার কারণ কী?
Ο ক) জ্ঞানের লাভ
Ο খ) ভাগ্যের উন্নতি
Ο গ) শক্তির জন্য
Ο ঘ) সন্তান লাভে
সঠিক উত্তর: (খ)
১৪৭. কোন আমলে বাংলা সাহিত্য উন্নতি লাভ করে?
Ο ক) নবাবি
Ο খ) সুলতান
Ο গ) মুঘল
Ο ঘ) জমিদারি
সঠিক উত্তর: (খ)
১৪৮. মধ্যযুগে বাংলার নৌ-বাণিজ্য পরিচালিত হতো-
i. আরবীয় বণিকদের দ্বারা
ii. পারসিক বণিকদের দ্বারা
iii. রোমাণ বণিকদের দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪৯. পাণ্ডুয়ার জালালউদ্দীনের শাসনকালে নির্মিত মসজিদকে একলাখী মসজিদ বলা হয় কেন?
Ο ক) নির্মাণে এক লক্ষ শ্রমিক কাজ করে বলে
Ο খ) জায়গার দাম এক লক্ষ টাকা বলে
Ο গ) নির্মাণে এক লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে
Ο ঘ) এক সাথে এক লক্ষ মানুষ নামায পড়তে পারে বলে
সঠিক উত্তর: (গ)
১৫০. কলকাতা ও কাশিমবাজারে এ দেশের লোকেরা কী তৈরি করত?
Ο ক) গালিচা
Ο খ) দুধারী তরবারি
Ο গ) কামান
Ο ঘ) কোদাল
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. মধ্যযুগের হিন্দু সমাজে কোনটি কঠোরভাবে পালিত হতো?
Ο ক) দুর্গাপূজা
Ο খ) সরস্বতী পূজা
Ο গ) নববর্ষ
Ο ঘ) বর্ণপ্রথা
সঠিক উত্তর: (ঘ)
১০২. মাছ বিক্রেতাকে কী বলা হতো?
Ο ক) জেলে
Ο খ) পিঠারী
Ο গ) কাবারী
Ο ঘ) কশাই
সঠিক উত্তর: (গ)
১০৩. রাজদরবারের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি যথার্থ?
Ο ক) নৃত্য গীত
Ο খ) মল্লযুদ্ধ
Ο গ) জ্ঞানী-গুণীদের সমাবেশ
Ο ঘ) পুঁথি পড়া
সঠিক উত্তর: (গ)
১০৪. রবীন্দ্র হালদার তার সন্তানের জন্মের পর তাকে গঙ্গার জল দিয়ে ধৌত করেন। এটি কোন যুগে হিন্দুদের উল্লেখ্যযোগ্য বৈশিষ্ট্য ছিল?
Ο ক) মধ্যযুগের
Ο খ) প্রাচীন যুগের
Ο গ) আধুনিক যুগের
Ο ঘ) উত্তরাধুনিক যুগের
সঠিক উত্তর: (ক)
১০৫. আদিনা মসজিদ বাংলার মুসলমান শাসকদের কী ধরনের নিদর্শন?
Ο ক) স্থাপত্যশিল্পের
Ο খ) ধর্মীয় প্রীতি
Ο গ) প্রশাসনিক সংস্কার
Ο ঘ) অর্থনৈতিক প্রবৃত্তি
সঠিক উত্তর: (ক)
১০৬. করিম ডাক্তার, উকিল ও গায়ক সমাজের কথা বলেন। এরা কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
Ο ক) অভিজাত
Ο খ) মধ্যব্ত্তিশ্রেণি
Ο গ) নিম্নব্ত্তিশ্রেণি
Ο ঘ) নিম্নমধ্যব্ত্তি শ্রেণি
সঠিক উত্তর: (খ)
১০৭. বাংলা ভাষার চৈতন্য ভগবত-এর প্রথম রচয়িতা কে?
Ο ক) কানাহরি দত্ত
Ο খ) বৃন্দাবন দাস
Ο গ) কবি ফয়জুল্লাহ
Ο ঘ) ফকির গরীবউল্লাহ
সঠিক উত্তর: (খ)
১০৮. মাহফুজ খান জাহান আলীর সমাধি দেখতে মাহফুজকে যেতে হবে-
i. চট্রাগ্রাম
ii. বাগের হাট
iii. হরিণঘাটা নদীর তীরে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১০৯. মুঘল যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন?
Ο ক) স্থাপত্য শিল্পের বিকাশ
Ο খ) শিক্ষার বিস্তার
Ο গ) রাজ্যের বিস্তার
Ο ঘ) ধর্মের প্রসার
সঠিক উত্তর: (ক)
১১০. ফারাজ পরী বিবির মাজার দেখতে যেতে চায়। সে যাবে-
i. শায়েস্তা খানের নির্মিত দুর্গে
ii. লালবাগ কেল্লায়
iii. বড় কাটরায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১১. মধ্যযুগের মসলমান শাসকরা কেন ধর্মীয় উদারতা প্রদর্শন করেছিলেন?
Ο ক) জনপ্রিয়তার জন্য
Ο খ) সুনাম অর্জনের জন্য
Ο গ) হিন্দু-মুসলিম সম্প্রীতির জন্য
Ο ঘ) হিন্দুদের ধর্মান্তরিত করতে
সঠিক উত্তর: (গ)
১১২. লিমনের চাচার বাণিজ্যিক প্রসার বাংলার কোন আমলের সঙ্গে মিল পাওয়া যায়?
Ο ক) পাল
Ο খ) সেন
Ο গ) সুলতানি
Ο ঘ) মুঘল
সঠিক উত্তর: (গ)
১১৩. আমিন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে। মধ্যযুগে উচ্চশিক্ষার জন্য প্রয়োজন ছিল-
i. মসজিদ
ii. বক্তব
iii. মাদ্রাসা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১৪. মধ্যযুগের বাংলার মুসলমান সমাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল-
i. কুরআন ও হাদিস শিক্ষা গ্রহণ করা
ii. ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা
iii. নিয়মিত নামায আদায় করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৫. অভিজাত মুসলমানগণ কেমন ছিলেন?
Ο ক) ভোজনবিলাসী
Ο খ) ভোগবিলাসী
Ο গ) অভিলাষী
Ο ঘ) নৃত্যবিলাসী
সঠিক উত্তর: (ক)
১১৬. মুসলমান শাসনের পূর্বে বাংলার হিন্দুসমাজে জ্ঞান, বিজ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে ব্রাহ্মণদের একচেটিয়া অধিকার ছিল। এর যথার্থ কারণ-
i. অর্থসম্পদের প্রাচুর্য
ii. ধর্মীয় গোড়ামি
iii. বর্ণপ্রথার কুফল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৭. অমিতাভ মধ্যযুগে বাংলার হিন্দুদের অনেকগুলো প্রচলিত প্রথার কথা বলেন। সেগুলো হলো-
i. পণপ্রথা
ii. কৌলিন্য প্রথা
iii. সতীদাহ প্রথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৮. রহিম সাহেব একজন গার্মেন্টস মালিক। বিদেশে এ পোশাকের ব্যাপক চাহিদা রয়েছ। মধ্যযুগেও এ দেশের পোশাকের বিদেশে প্রচুর চাহিদা ছিল।
Ο ক) বস্ত্রের দাম কম ছিল
Ο খ) বস্ত্র উন্নত ছিল
Ο গ) বস্ত্র মোট ছিল
Ο ঘ) বস্ত্র পাতলা ছিল
সঠিক উত্তর: (খ)
১১৯. মামুন রাগমালা গ্রন্থটি পড়ে এক ধরনের জ্ঞান অর্জন করলো। এটি কোন ধরনের জ্ঞান?
Ο ক) মনস্তাত্ত্বিক জ্ঞান
Ο খ) সাধারণ জ্ঞান
Ο গ) সংগীত জ্ঞান
Ο ঘ) রাজনৈতিক জ্ঞান
সঠিক উত্তর: (গ)
১২০. মধ্যযুগে বাংলায় মুসলমানদের ধর্মীয় আচরণের অন্যতম দিক ছিল-
i. নৈতিক মান বজায় রাখা
ii. কঠোর নীতি অনুসরণ
iii. অর্থনৈতিক কার্যাবলির প্রবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২১. মধ্যযুগে বাংলায় কেন হিন্দু ও মুসলমান ধর্মের প্রভাব বিদ্যমান ছিল?
Ο ক) সমাজে অন্য কোন ধর্মালম্বী ছিল না বলে
Ο খ) সামাজিক রীতিনীতি এ দুটি ধর্মকেন্দ্রিক ছিল বলে
Ο গ) সমাজে অন্যান্য ধর্মের লোকেরা অশিক্ষিত ছিল বলে
Ο ঘ) সমাজে হিন্দু-মুসলিমদের মাঝে ঘনিষ্টতা ছিল বলে
সঠিক উত্তর: (খ)
১২২. মুসলমান সমাজে কয়টি পৃথক শ্রেণি ছিল?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) ছয়টি
সঠিক উত্তর: (ক)
১২৩. কবি আলাওলের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি?
Ο ক) কঙ্কাবতী
Ο খ) পদ্মাবতী
Ο গ) মনসামঙ্গল
Ο ঘ) শূন্য পুরাণ
সঠিক উত্তর: (খ)
১২৪. ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন কে?
Ο ক) হুসেন শাহ
Ο খ) নুসরত শাহ
Ο গ) ওয়ালী মুহম্মদ
Ο ঘ) উলুখ খান জাহান
সঠিক উত্তর: (ঘ)
১২৫. মধ্যযুগে বাংলার মুসলমানরা সুফিদের প্রতি নিমগ্ন হতো তাদের-
i. আধ্যাত্মিক সাধনা দেখে
ii. টাকা পয়সা দেখে
iii. পাণ্ডিত্য দেখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৬. মধ্য যুগে ধর্মপ্রাণ হিন্দুদের নিকট অত্যন্ত পবিত্র ছিল-
Ο ক) ব্রহ্মপুত্রের জল
Ο খ) ভাগীরথীর জল
Ο গ) গঙ্গার জল
Ο ঘ) যমুনার জল
সঠিক উত্তর: (গ)
১২৭. মুসলমান শাসকদের পূর্বে বাংলা সাহিত্য বিকাশের পথ রুদ্ধ হয়েছিল-
i. ব্রাহ্মণদের অসযোগিতারা কারণে
ii. অভিজাতদের অসহযোগিতার কারণে
iii. ব্রাহ্মণদের সংস্কৃতিচর্চার মনোভাবের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৮. মধ্যযুগে বাংলা ভাষার শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়েছিল। এর যথার্থ কারণ-
i. আরবি শব্দের ব্যবহার
ii. উর্দু শব্দের ব্যবহার
iii. ফার্সি শব্দের ব্যবহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২৯. ধর্মপ্রাণ মুসলমানগণ দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়তেন?
Ο ক) দুই ওয়াক্ত
Ο খ) তিন ওয়াক্ত
Ο গ) চার ওয়াক্ত
Ο ঘ) পাঁচ ওয়াক্ত
সঠিক উত্তর: (ঘ)
১৩০. কোন প্রথার উপর ভিত্তি করে হিন্দু সমাজে বিবাহ রীতি প্রচলিত ছিল?
Ο ক) বর্ণ
Ο খ) গোত্র
Ο গ) দাস
Ο ঘ) কৌলিন্য
সঠিক উত্তর: (ক)
১৩১. বড় সোনা মসজিদের ক্ষেত্রে প্রযোজ্য-
i. ছোট সোনা মসজিদ
ii. এ মসজিদের আরেক নাম বারদুয়ারী মসজিদ
iii. এ মসজিদে সোনালি রঙ্গের গিলটি করা কারুকার্য ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৩২. ‘বড় সোনা মসজিদের’ আরেক নাম কী?
Ο ক) বারদুয়ারী
Ο খ) গুরদুয়ারী
Ο গ) তের দুয়ারী
Ο ঘ) দশ দুয়ারী
সঠিক উত্তর: (ক)
১৩৩. ‘ছোট কাটরা’ কে নির্মাণ করেন?
Ο ক) শাহ সুজা
Ο খ) শায়েস্তা খান
Ο গ) মীর জুমলা
Ο ঘ) মুর্শিদকুলী খান
সঠিক উত্তর: (খ)
১৩৪. মসজিদ নির্মাণকে মুসলমান শাসকগণ কী কাজ বলে মনে করতেন?
Ο ক) অন্যায় কাজ
Ο খ) সুনামের কাজ
Ο গ) গৌরবের কাজ
Ο ঘ) পুণ্যের কাজ
সঠিক উত্তর: (ঘ)
১৩৫. গৌড়ের কদম রসুল নির্মাণ করা হয় কেন?
Ο ক) হযরত আবু বকর (র) এর স্মৃতি বহনে
Ο খ) হযরত মুহম্মদ (স) এর পাদচিহ্নের প্রতি সম্মান জানানোর জন্য
Ο গ) হযরত ওমর (র) এর হিজরত স্মরণে
Ο ঘ) মহানবি (স) এর হিজরত স্মরণে
সঠিক উত্তর: (ক)
১৩৬. বাংলার কৃষিভূমি কোন ধরনের?
Ο ক) অনুর্বর
Ο খ) অস্বাভাবিক উর্বর
Ο গ) মরুময়
Ο ঘ) অগ্নিময়
সঠিক উত্তর: (খ)
১৩৭. ‘গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন?
Ο ক) ওয়ালী মুহম্মদ
Ο খ) আহম্মদ
Ο গ) জামাল আফগানী
Ο ঘ) মুজাফফর আহম্মেদ
সঠিক উত্তর: (ক)
১৩৮. মধ্যযুগে বাংলার শিয়া মুসলমানদের প্রিয় ধর্মীয় অনুষ্ঠান ছিল কোনটি?
Ο ক) শবে বরাত
Ο খ) শবে কদর
Ο গ) মহররম
Ο ঘ) ঈদুল আযহা
সঠিক উত্তর: (গ)
১৩৯. মুসলমান বাংলার স্থাপত্যশিল্পের উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে-
i. সমাধি সৌধ
ii. মসজিদ
iii. তোরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪০. সুবাদার মীর জুমলার অন্যতম কৃতিত্ব হচ্ছে-
i. হাজীগঞ্জ দুর্গ নির্মাণ
ii. খিজিরপুর দুর্গ নির্মাণ
iii. পতুর্গিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহতকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪১. মধ্যযুগের বাংলার শিল্পের প্রসারের প্রত্যক্ষ ফলাফল কোনটি?
Ο ক) আমদানি বৃদ্ধি
Ο খ) দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
Ο গ) বাণিজ্যিক তৎপরতা বৃদ্ধি
Ο ঘ) রপ্তানি হ্রাস
সঠিক উত্তর: (গ)
১৪২. মধ্যযুগে উচ্চশিক্ষা গ্রহণের জন্য কী ছিল?
Ο ক) পাঠশালা
Ο খ) স্কুল
Ο গ) বিশ্ববিদ্যালয়
Ο ঘ) টোল
সঠিক উত্তর: (ঘ)
১৪৩. মধ্যযুগের হিন্দু সমাজে কোনটির প্রচলন ছিল?
Ο ক) বহু বিবাহ প্রথা
Ο খ) বিধবা বিবাহ প্রথা
Ο গ) সতীদাহ প্রথা
Ο ঘ) সতী নারী প্রথা
সঠিক উত্তর: (গ)
১৪৪. কোন কাব্যটি দৌলত উজির বাহরাম খান রচনা করেন?
Ο ক) ইউসুফ জোলেখা
Ο খ) লাইলী-মজনু
Ο গ) পদ্মাবতী
Ο ঘ) মায়াকানন
সঠিক উত্তর: (খ)
১৪৫. আদিনা মসজিদ কে নির্মাণ করেন?
Ο ক) ইলিয়াস শাহ
Ο খ) সিকান্দার শাহ
Ο গ) গিয়াসউদ্দিন আজম শাহ
Ο ঘ) নুসরাত শাহ
সঠিক উত্তর: (খ)
১৪৬. হিন্দুরা লক্ষ্মীপূজা করার কারণ কী?
Ο ক) জ্ঞানের লাভ
Ο খ) ভাগ্যের উন্নতি
Ο গ) শক্তির জন্য
Ο ঘ) সন্তান লাভে
সঠিক উত্তর: (খ)
১৪৭. কোন আমলে বাংলা সাহিত্য উন্নতি লাভ করে?
Ο ক) নবাবি
Ο খ) সুলতান
Ο গ) মুঘল
Ο ঘ) জমিদারি
সঠিক উত্তর: (খ)
১৪৮. মধ্যযুগে বাংলার নৌ-বাণিজ্য পরিচালিত হতো-
i. আরবীয় বণিকদের দ্বারা
ii. পারসিক বণিকদের দ্বারা
iii. রোমাণ বণিকদের দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪৯. পাণ্ডুয়ার জালালউদ্দীনের শাসনকালে নির্মিত মসজিদকে একলাখী মসজিদ বলা হয় কেন?
Ο ক) নির্মাণে এক লক্ষ শ্রমিক কাজ করে বলে
Ο খ) জায়গার দাম এক লক্ষ টাকা বলে
Ο গ) নির্মাণে এক লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে
Ο ঘ) এক সাথে এক লক্ষ মানুষ নামায পড়তে পারে বলে
সঠিক উত্তর: (গ)
১৫০. কলকাতা ও কাশিমবাজারে এ দেশের লোকেরা কী তৈরি করত?
Ο ক) গালিচা
Ο খ) দুধারী তরবারি
Ο গ) কামান
Ο ঘ) কোদাল
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History