ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৬ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. মধ্যযুগে বাংলার মসলিন কাপড়ের অন্যতম বাজার ছিল কোথায়?
Ο ক) ইউরোপে
Ο খ) আফ্রিকায়
Ο গ) আমেরিকায়
Ο ঘ) অস্ট্রেলিয়ায়
সঠিক উত্তর: (ক)
৫২. সীমা রানি স্বামীর বাড়িতে প্রায়ই নির্যাতিত হয়। সে কোনো অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। মধ্যযুগের হিন্দুসমাজেও নারীদের কোনো অধিকার সমর্থনযোগ্য?
Ο ক) গঙ্গার জল মিষ্টি
Ο খ) গঙ্গার জল পরিস্কার
Ο গ) গঙ্গার জল পবিত্র
Ο ঘ) গঙ্গার জল ঘোলা
সঠিক উত্তর: (গ)
৫৩. কৌলিন্য প্রথার ব্যাপক প্রচলন ছিল-
i. ব্রাহ্মণদের মধ্যে
ii. বৈদ্যদের মধ্যে
iii. কায়স্থদের মধ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৪. মধ্যযুগে হিন্দু বালক-বালিকারা কোথায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করত?
Ο ক) নিজ গৃহে
Ο খ) মন্দিরে
Ο গ) পাঠশালায়
Ο ঘ) পাঠাগারে
সঠিক উত্তর: (গ)
৫৫. মধ্যযুগে বাংলায় ফার্সি ভাষা কোন কারণে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা লাভ করে?
Ο ক) ফার্সি ভাষা মধুর বলে
Ο খ) ফার্সি ভাষা সহজ বলে
Ο গ) শাসকবর্গের ভাষা ছিল বলে
Ο ঘ) ফার্সি ভাষা সম্মানের ছিল বলে
সঠিক উত্তর: (গ)
৫৬. মধ্যযুগের মসজিদের গম্বুজগুলো কেমন ছিল?
Ο ক) আঁকাবাঁকা
Ο খ) চোখ জুড়ানো
Ο গ) কারুকার্যখচিত
Ο ঘ) খাঁজকাটা
সঠিক উত্তর: (ঘ)
৫৭. বাবলু সাত গম্বুজ মসজিদ দেখতে যায়। এটি কোন সুবাদারের নির্মাণ করেন?
Ο ক) মীর জুমলা
Ο খ) শায়েস্তা খান
Ο গ) ঈসা খান
Ο ঘ) বুখরা খান
সঠিক উত্তর: (খ)
৫৮. স্বাধীন বাংলার মুসলমান সুলতানদের প্রথম রাজধানী হিসেবে নিচের কোনটি সমর্থযোগ্য?
Ο ক) গৌড়
Ο খ) পাণ্ডুয়া
Ο গ) পুণ্ড্রনগর
Ο ঘ) সোনারগাঁ
সঠিক উত্তর: (ক)
৫৯. ‘বাবা আদমের মসজিদ’ কত সালে নির্মিত হয়?
Ο ক) ১৪৮২
Ο খ) ১৪৮৩
Ο গ) ১৪৮৪
Ο ঘ) ১৪৮৫
সঠিক উত্তর: (খ)
৬০. মধ্যযুগের বাংলায় হিন্দু সমাজের গরিবদের সকালের নাস্তা হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) গরম ভাত
Ο খ) পান্তা ভাত
Ο গ) মাছ ভাত
Ο ঘ) ডাল ভাত
সঠিক উত্তর: (খ)
৬১. মধ্যযুগে বাংলার ধমীয় অবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল-
i. বিভিন্ন ধর্মীয় উৎসবাদির উদযাপন
ii. হিন্দু মুসলিম সম্প্রীতি
iii. হিন্দু মুসলিম দাঙ্গা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬২. ব্রাহ্মণদের মাঝে যারা চিকিৎসা বিদ্যার নিয়োজিত হতো তাদেরকে কী বলা হতো?
Ο ক) বৈদ্য
Ο খ) গোয়ালা
Ο গ) কামার
Ο ঘ) তাম্বুলী
সঠিক উত্তর: (ক)
৬৩. শায়েস্তা খান হোসেনী দালান নির্মাণ করেন কখন?
Ο ক) ১৬৭৬ খ্রিস্টাব্দে
Ο খ) ১৬৭৭খ্রিস্টাব্দে
Ο গ) ১৬৭৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৬৭৯ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ক)
৬৪. মধ্যযুগে একটি নস্যের ডিবায় কয় গজ মসলিন কাপড় রাখা যেত?
Ο ক) ২০
Ο খ) ৩০
Ο গ) ১০
Ο ঘ) ৪০
সঠিক উত্তর: (ক)
৬৫. মধ্যযুগে বাংলায হিন্দু সমাজে কারা ধর্ম-কর্মের কর্তৃত্ব করতো?
Ο ক) কায়স্থরা
Ο খ) শূদ্ররা
Ο গ) বৈশ্যরা
Ο ঘ) ব্রাহ্মণরা
সঠিক উত্তর: (ঘ)
৬৬. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে কয়টি বর্ণ বিদ্যমান ছিল?
Ο ক) ৫টি
Ο খ) ৪টি
Ο গ) ৩টি
Ο ঘ) ২টি
সঠিক উত্তর: (খ)
৬৭. মুঘল আমলে বাংলায় অনেক উন্নত স্থাপত্য ও চিত্রকলা নির্মিত হয়েছিল। এর যথার্থ কারণ-
i. মুঘলরা শৌখিন কারণ-
ii. মুঘলরা আর্থিক দিক থেকে স্বচ্ছল ছিল
iii. মুঘলরা আর্থিক কারণে এসব নির্মাণ করেছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৮. মধ্যযুগে বাংলার অর্থনীতির অন্যতম মেরদণ্ড হচ্ছে কোনটি?
Ο ক) সূক্ষ্ম সুতীবস্ত্র
Ο খ) লোহাশিল্প
Ο গ) কাঁচশিল্প
Ο ঘ) স্বর্ণশিল্প
সঠিক উত্তর: (ক)
৬৯. মধ্যযুগের বাংলার কোন শিল্পের চাহিদা বিদেশে বেশি ছিল?
Ο ক) রেশম
Ο খ) লোহা
Ο গ) বস্ত্র
Ο ঘ) আকরিক
সঠিক উত্তর: (গ)
৭০. মধ্যযুগে বাংলার সমাজব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল-
i. প্রযুক্তিনির্ভর
ii. ধর্মীয় আচ্ছাদনা
iii. সাহিত্য মনোভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭১. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে নানা প্রকারের অনাচার অনুপ্রবেশ করেছিল কেন?
Ο ক) অর্থ কম থাকার কারণে
Ο খ) কৌলিন্য প্রথার জন্য
Ο গ) মানুষের সচেতনতার অভাবে
Ο ঘ) মানুষ ভোজন বিলাসী হওয়ার কারণে
সঠিক উত্তর: (ক)
৭২. কিসের ওপর ভিত্তি করে জাতিভেদ প্রথার সৃষ্টি হয়?
Ο ক) পোশাক
Ο খ) পেশা
Ο গ) মেধা
Ο ঘ) শারীরিক গড়ন
সঠিক উত্তর: (খ)
৭৩. মধ্যযুগে বাংলার মুসলমানদের মধ্যে কারা লুঙ্গি ও টুপি পরত?
Ο ক) অভিজাতরা
Ο খ) ডাক্তাররা
Ο গ) গরিবরা
Ο ঘ) উকিলরা
সঠিক উত্তর: (গ)
৭৪. মধ্যযুগে একজন অন্যজনকে দেখলে কী করতেন?
Ο ক) সালাম বিনিমিয়
Ο খ) হ্যাণ্ডশেক
Ο গ) হাসি দিতেন
Ο ঘ) ঢিল ছুড়তেন
সঠিক উত্তর: (ক)
৭৫. আফতাব গিয়াসউদ্দীন আযম শাহের মাজার দেখতে যায়। সে কোথায় যায়?
Ο ক) সোনারগাঁও
Ο খ) পাহাড়পুর
Ο গ) ময়নামতি
Ο ঘ) মহাস্থানগড়
সঠিক উত্তর: (ক)
৭৬. রাগমালা গ্রন্থটি কে রচনা করেন?
Ο ক) কবি আমিনুল্লাহ
Ο খ) কবি নাসিরউল্লাহ
Ο গ) কবি বাহরাম খান
Ο ঘ) কবি ফয়জুল্লাহ
সঠিক উত্তর: (ঘ)
৭৭. মুসলমান যুগে প্রতিবেশী আরাকারেনর বাংলা সাহিত্যের প্রসার ঘটে। এর যথার্থ কারণ কী?
Ο ক) সাংস্কৃতিক কারণ
Ο খ) রাজনৈতিক কারণ
Ο গ) অর্থনৈতিক কারণ
Ο ঘ) সামাজিক কারণ
সঠিক উত্তর: (খ)
৭৮. কিসের জল ধর্মপ্রাণ হিন্দুদের নিকট পবিত্র ছিল?
Ο ক) যমুনার
Ο খ) গঙ্গার
Ο গ) মেঘনার
Ο ঘ) পদ্মার
সঠিক উত্তর: (খ)
৭৯. স্বাধীন বাংলার মুসলমান সুলতানের রাজধানী প্রথমে কোথায় ছিল?
Ο ক) বঙ্গে
Ο খ) গৌড়ে
Ο গ) রাঢ়ে
Ο ঘ) পাণ্ডুয়ায়
সঠিক উত্তর: (খ)
৮০. মধ্যযুগে হিন্দু সমাজে কিসের প্রচলন ছিল?
Ο ক) সাংস্কৃতিক অনুষ্ঠানের
Ο খ) বিবাহ বিচ্ছেদের
Ο গ) তাবিজ কবজের
Ο ঘ) জাতিভেদ প্রথার
সঠিক উত্তর: (ঘ)
৮১. সাধারণ মুসলমান মেয়েদের উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণ হলো-
i. স্ত্রীশিক্ষার বিশেষ প্রচলন না থাকা
ii. মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক না থাকা
iii. বাল্য বিবাহের প্রচলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮২. মহিলাদের নিত্য দিনের পোশাক কী ছিল?
Ο ক) ধুতি
Ο খ) সালোয়ার-কামিজ
Ο গ) শাড়ি
Ο ঘ) শাল
সঠিক উত্তর: (গ)
৮৩. বাঙালি বাণিকেরা রেশম আমাদানি করত-
Ο ক) ইরান থেকে
Ο খ) গুজরাট থেকে
Ο গ) ইরাক থেকে
Ο ঘ) চীন থেকে
সঠিক উত্তর: (ঘ)
৮৪. মধ্যযুগে অনেক মুসলমান কবি কোন কারণে বিজয় কাব্য রচনা করেন?
Ο ক) অর্থের লোভে
Ο খ) সম্মানের জন্য
Ο গ) ইসলামী আদর্শে অনুপ্রানিত হয়ে
Ο ঘ) ব্রাহ্মণদের পৃষ্ঠপোষকতার কারণে
সঠিক উত্তর: (গ)
৮৫. সুফি ও দরবেশের ক্ষেত্রে সমর্থনযোগ্য-
i. যথেষ্ট প্রভাবশালী
ii. ধর্মশাস্ত্রে সুপণ্ডিত
iii. আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৬. লালবাগ দূর্গের ভিতরে রয়েছে-
i. বিবি পরীর সমাধিসৌধ
ii. এর অভ্যন্তরে একটি মসজিদ ও একটি গম্বুজ আছে
iii. শায়েস্তা খানের সমাধিসৌধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮৭. মধ্যযুগের বাংলার সমাজব্যবস্থায় কোন দুটি ধর্মের প্রভাব বিদ্যমান ছিল?
Ο ক) হিন্দু ও মুসলমান
Ο খ) হিন্দু ও খ্রিস্টান
Ο গ) হিন্দু ও জৈন
Ο ঘ) ইসলাম ও খ্রিস্টান
সঠিক উত্তর: (ক)
৮৮. কোনিটি মধ্যযুগে বাংলায় ভাষা ও সাহিত্য বিকাশের অন্যতম রচনা করেন?
Ο ক) ব্রাহ্মণদের উদারতা
Ο খ) সুলতানগণের উদারতা
Ο গ) জনগণের আগ্রহ
Ο ঘ) ব্রাহ্মণ শ্রেণির পৃষ্ঠপোষকতা
সঠিক উত্তর: (খ)
৮৯. আরাকান রাজসভায় অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন কে?
Ο ক) বিজয়গুপ্ত
Ο খ) বিপ্রদাস
Ο গ) ফয়জুল্লাহ
Ο ঘ) দৌলত কাজী
সঠিক উত্তর: (ঘ)
৯০. মধ্যযুগে নিম্নশ্রেণির সরকারি কর্মচারীদের নিয়ে কোন শ্রেণির সৃষ্টি হয়?
Ο ক) নিম্ন শ্রেণির
Ο খ) মধ্যব্ত্তি শ্রেণির
Ο গ) উচ্চব্ত্তি শ্রেণির
Ο ঘ) সাধারণ শ্রেণির
সঠিক উত্তর: (খ)
৯১. গরিব বা নিম্নশ্রেণির মুসলমানগণ কী পরত?
Ο ক) পাঞ্জাবি-টুপি
Ο খ) পায়জাম-টুপি
Ο গ) প্যান্ট-টুপি
Ο ঘ) লুঙ্গি-টুপি
সঠিক উত্তর: (ঘ)
৯২. কমলা স্বামীর বাড়িতে প্রায়ই নির্যাতিত হয়। সে তা স্বাধীন মতো প্রকাশ করতে পারে না। মধ্যযুগে হিন্দুসমাজে নারীরাও বিভিন্ন রকম অধিকার থেকে বঞ্চিত ছিল। কারণ-
i. পরনির্ভরশীলতা
ii. সৌন্দর্যের অভাব
iii. নারীদের সম্পত্তি ভাবা হতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯৩. তৎকালীন সময়ে হিন্দুরা ফার্সি ভাষা শিখত, কারণ-
i. চাকরি লাভের আশায়
ii. সাহিত্য রচনার জন্য
iii. প্রশাসনিক কাজের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৯৪. মালাধর বসু বাংলায় অনুবাদ করেন-
i. শ্রীকৃষ্ণ বিজয়
ii. শ্রীমদভাগবত
iii. পুরাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৯৫. মাহমুদ সাহেব তাঁর ছেলের আকিকা করেন। বাংলায় কখন এবং কোন সমাজে এটির প্রচলন দেখা যায়?
Ο ক) মধ্যযুগের মুসলিম সমাজে
Ο খ) মধ্যযুগে হিন্দু সমাজে
Ο গ) প্রাচীন যুগে মুসলিম সমাজে
Ο ঘ) আধুনিক যুগে বৌদ্ধ সমাজে
সঠিক উত্তর: (ক)
৯৬. মানিক তার বন্ধদের নিয়ে সুলতান যুগের স্থাপত্য দেখতে যাওয়ার জন্য মনোস্থিত করেন। মানিক ও তার বন্ধুরা কোথায় যাবে?
Ο ক) কদম রসুল মসজিদ
Ο খ) সাত গম্বুজ মসজিদ
Ο গ) লালবাগের কেল্লা
Ο ঘ) চকবাজারের মসজিদ
সঠিক উত্তর: (খ)
৯৭. মধ্যযুগে হিন্দুরা বিভিন্ন সামাজিক রীতিনীতি পালন করত। বর্তমানকালের রক্ষণশীল হিন্দুসমাজের লোকেরাও বিভিন্ন রীতিনীতি পালন করে থাকে। নিচের কোন ক্ষেত্রে উভয়ের মধ্যে সাদৃশ্য রয়েছে?
i. জন্ম
ii. বিবাহ
iii. মৃত্যু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৮. নবজাতকের শিশুর নামকরণকে কেন্দ্র করে পালিত অনুষ্ঠান-
Ο ক) আকিকা
Ο খ) খাতনা
Ο গ) মিলাদ
Ο ঘ) মহরম
সঠিক উত্তর: (ক)
৯৯. ধর্ম সাধনার জন্য সুফি দরবেশরা কী প্রতিষ্ঠা করেছিলেন?
Ο ক) মসজিদ
Ο খ) দরগা
Ο গ) মাদ্রাসা
Ο ঘ) মাজার
সঠিক উত্তর: (খ)
১০০. আড়ম্বর ও জাঁকজমকের সাথে হিন্দুরা কী পূজা করত?
Ο ক) লক্ষ্মী পূজা
Ο খ) সরস্বতী পূজা
Ο গ) মনসা পূজা
Ο ঘ) দুর্গাপূজা
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. মধ্যযুগে বাংলার মসলিন কাপড়ের অন্যতম বাজার ছিল কোথায়?
Ο ক) ইউরোপে
Ο খ) আফ্রিকায়
Ο গ) আমেরিকায়
Ο ঘ) অস্ট্রেলিয়ায়
সঠিক উত্তর: (ক)
৫২. সীমা রানি স্বামীর বাড়িতে প্রায়ই নির্যাতিত হয়। সে কোনো অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। মধ্যযুগের হিন্দুসমাজেও নারীদের কোনো অধিকার সমর্থনযোগ্য?
Ο ক) গঙ্গার জল মিষ্টি
Ο খ) গঙ্গার জল পরিস্কার
Ο গ) গঙ্গার জল পবিত্র
Ο ঘ) গঙ্গার জল ঘোলা
সঠিক উত্তর: (গ)
৫৩. কৌলিন্য প্রথার ব্যাপক প্রচলন ছিল-
i. ব্রাহ্মণদের মধ্যে
ii. বৈদ্যদের মধ্যে
iii. কায়স্থদের মধ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৪. মধ্যযুগে হিন্দু বালক-বালিকারা কোথায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করত?
Ο ক) নিজ গৃহে
Ο খ) মন্দিরে
Ο গ) পাঠশালায়
Ο ঘ) পাঠাগারে
সঠিক উত্তর: (গ)
৫৫. মধ্যযুগে বাংলায় ফার্সি ভাষা কোন কারণে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা লাভ করে?
Ο ক) ফার্সি ভাষা মধুর বলে
Ο খ) ফার্সি ভাষা সহজ বলে
Ο গ) শাসকবর্গের ভাষা ছিল বলে
Ο ঘ) ফার্সি ভাষা সম্মানের ছিল বলে
সঠিক উত্তর: (গ)
৫৬. মধ্যযুগের মসজিদের গম্বুজগুলো কেমন ছিল?
Ο ক) আঁকাবাঁকা
Ο খ) চোখ জুড়ানো
Ο গ) কারুকার্যখচিত
Ο ঘ) খাঁজকাটা
সঠিক উত্তর: (ঘ)
৫৭. বাবলু সাত গম্বুজ মসজিদ দেখতে যায়। এটি কোন সুবাদারের নির্মাণ করেন?
Ο ক) মীর জুমলা
Ο খ) শায়েস্তা খান
Ο গ) ঈসা খান
Ο ঘ) বুখরা খান
সঠিক উত্তর: (খ)
৫৮. স্বাধীন বাংলার মুসলমান সুলতানদের প্রথম রাজধানী হিসেবে নিচের কোনটি সমর্থযোগ্য?
Ο ক) গৌড়
Ο খ) পাণ্ডুয়া
Ο গ) পুণ্ড্রনগর
Ο ঘ) সোনারগাঁ
সঠিক উত্তর: (ক)
৫৯. ‘বাবা আদমের মসজিদ’ কত সালে নির্মিত হয়?
Ο ক) ১৪৮২
Ο খ) ১৪৮৩
Ο গ) ১৪৮৪
Ο ঘ) ১৪৮৫
সঠিক উত্তর: (খ)
৬০. মধ্যযুগের বাংলায় হিন্দু সমাজের গরিবদের সকালের নাস্তা হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) গরম ভাত
Ο খ) পান্তা ভাত
Ο গ) মাছ ভাত
Ο ঘ) ডাল ভাত
সঠিক উত্তর: (খ)
৬১. মধ্যযুগে বাংলার ধমীয় অবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল-
i. বিভিন্ন ধর্মীয় উৎসবাদির উদযাপন
ii. হিন্দু মুসলিম সম্প্রীতি
iii. হিন্দু মুসলিম দাঙ্গা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬২. ব্রাহ্মণদের মাঝে যারা চিকিৎসা বিদ্যার নিয়োজিত হতো তাদেরকে কী বলা হতো?
Ο ক) বৈদ্য
Ο খ) গোয়ালা
Ο গ) কামার
Ο ঘ) তাম্বুলী
সঠিক উত্তর: (ক)
৬৩. শায়েস্তা খান হোসেনী দালান নির্মাণ করেন কখন?
Ο ক) ১৬৭৬ খ্রিস্টাব্দে
Ο খ) ১৬৭৭খ্রিস্টাব্দে
Ο গ) ১৬৭৮ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৬৭৯ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ক)
৬৪. মধ্যযুগে একটি নস্যের ডিবায় কয় গজ মসলিন কাপড় রাখা যেত?
Ο ক) ২০
Ο খ) ৩০
Ο গ) ১০
Ο ঘ) ৪০
সঠিক উত্তর: (ক)
৬৫. মধ্যযুগে বাংলায হিন্দু সমাজে কারা ধর্ম-কর্মের কর্তৃত্ব করতো?
Ο ক) কায়স্থরা
Ο খ) শূদ্ররা
Ο গ) বৈশ্যরা
Ο ঘ) ব্রাহ্মণরা
সঠিক উত্তর: (ঘ)
৬৬. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে কয়টি বর্ণ বিদ্যমান ছিল?
Ο ক) ৫টি
Ο খ) ৪টি
Ο গ) ৩টি
Ο ঘ) ২টি
সঠিক উত্তর: (খ)
৬৭. মুঘল আমলে বাংলায় অনেক উন্নত স্থাপত্য ও চিত্রকলা নির্মিত হয়েছিল। এর যথার্থ কারণ-
i. মুঘলরা শৌখিন কারণ-
ii. মুঘলরা আর্থিক দিক থেকে স্বচ্ছল ছিল
iii. মুঘলরা আর্থিক কারণে এসব নির্মাণ করেছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৮. মধ্যযুগে বাংলার অর্থনীতির অন্যতম মেরদণ্ড হচ্ছে কোনটি?
Ο ক) সূক্ষ্ম সুতীবস্ত্র
Ο খ) লোহাশিল্প
Ο গ) কাঁচশিল্প
Ο ঘ) স্বর্ণশিল্প
সঠিক উত্তর: (ক)
৬৯. মধ্যযুগের বাংলার কোন শিল্পের চাহিদা বিদেশে বেশি ছিল?
Ο ক) রেশম
Ο খ) লোহা
Ο গ) বস্ত্র
Ο ঘ) আকরিক
সঠিক উত্তর: (গ)
৭০. মধ্যযুগে বাংলার সমাজব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল-
i. প্রযুক্তিনির্ভর
ii. ধর্মীয় আচ্ছাদনা
iii. সাহিত্য মনোভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭১. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে নানা প্রকারের অনাচার অনুপ্রবেশ করেছিল কেন?
Ο ক) অর্থ কম থাকার কারণে
Ο খ) কৌলিন্য প্রথার জন্য
Ο গ) মানুষের সচেতনতার অভাবে
Ο ঘ) মানুষ ভোজন বিলাসী হওয়ার কারণে
সঠিক উত্তর: (ক)
৭২. কিসের ওপর ভিত্তি করে জাতিভেদ প্রথার সৃষ্টি হয়?
Ο ক) পোশাক
Ο খ) পেশা
Ο গ) মেধা
Ο ঘ) শারীরিক গড়ন
সঠিক উত্তর: (খ)
৭৩. মধ্যযুগে বাংলার মুসলমানদের মধ্যে কারা লুঙ্গি ও টুপি পরত?
Ο ক) অভিজাতরা
Ο খ) ডাক্তাররা
Ο গ) গরিবরা
Ο ঘ) উকিলরা
সঠিক উত্তর: (গ)
৭৪. মধ্যযুগে একজন অন্যজনকে দেখলে কী করতেন?
Ο ক) সালাম বিনিমিয়
Ο খ) হ্যাণ্ডশেক
Ο গ) হাসি দিতেন
Ο ঘ) ঢিল ছুড়তেন
সঠিক উত্তর: (ক)
৭৫. আফতাব গিয়াসউদ্দীন আযম শাহের মাজার দেখতে যায়। সে কোথায় যায়?
Ο ক) সোনারগাঁও
Ο খ) পাহাড়পুর
Ο গ) ময়নামতি
Ο ঘ) মহাস্থানগড়
সঠিক উত্তর: (ক)
৭৬. রাগমালা গ্রন্থটি কে রচনা করেন?
Ο ক) কবি আমিনুল্লাহ
Ο খ) কবি নাসিরউল্লাহ
Ο গ) কবি বাহরাম খান
Ο ঘ) কবি ফয়জুল্লাহ
সঠিক উত্তর: (ঘ)
৭৭. মুসলমান যুগে প্রতিবেশী আরাকারেনর বাংলা সাহিত্যের প্রসার ঘটে। এর যথার্থ কারণ কী?
Ο ক) সাংস্কৃতিক কারণ
Ο খ) রাজনৈতিক কারণ
Ο গ) অর্থনৈতিক কারণ
Ο ঘ) সামাজিক কারণ
সঠিক উত্তর: (খ)
৭৮. কিসের জল ধর্মপ্রাণ হিন্দুদের নিকট পবিত্র ছিল?
Ο ক) যমুনার
Ο খ) গঙ্গার
Ο গ) মেঘনার
Ο ঘ) পদ্মার
সঠিক উত্তর: (খ)
৭৯. স্বাধীন বাংলার মুসলমান সুলতানের রাজধানী প্রথমে কোথায় ছিল?
Ο ক) বঙ্গে
Ο খ) গৌড়ে
Ο গ) রাঢ়ে
Ο ঘ) পাণ্ডুয়ায়
সঠিক উত্তর: (খ)
৮০. মধ্যযুগে হিন্দু সমাজে কিসের প্রচলন ছিল?
Ο ক) সাংস্কৃতিক অনুষ্ঠানের
Ο খ) বিবাহ বিচ্ছেদের
Ο গ) তাবিজ কবজের
Ο ঘ) জাতিভেদ প্রথার
সঠিক উত্তর: (ঘ)
৮১. সাধারণ মুসলমান মেয়েদের উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণ হলো-
i. স্ত্রীশিক্ষার বিশেষ প্রচলন না থাকা
ii. মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক না থাকা
iii. বাল্য বিবাহের প্রচলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮২. মহিলাদের নিত্য দিনের পোশাক কী ছিল?
Ο ক) ধুতি
Ο খ) সালোয়ার-কামিজ
Ο গ) শাড়ি
Ο ঘ) শাল
সঠিক উত্তর: (গ)
৮৩. বাঙালি বাণিকেরা রেশম আমাদানি করত-
Ο ক) ইরান থেকে
Ο খ) গুজরাট থেকে
Ο গ) ইরাক থেকে
Ο ঘ) চীন থেকে
সঠিক উত্তর: (ঘ)
৮৪. মধ্যযুগে অনেক মুসলমান কবি কোন কারণে বিজয় কাব্য রচনা করেন?
Ο ক) অর্থের লোভে
Ο খ) সম্মানের জন্য
Ο গ) ইসলামী আদর্শে অনুপ্রানিত হয়ে
Ο ঘ) ব্রাহ্মণদের পৃষ্ঠপোষকতার কারণে
সঠিক উত্তর: (গ)
৮৫. সুফি ও দরবেশের ক্ষেত্রে সমর্থনযোগ্য-
i. যথেষ্ট প্রভাবশালী
ii. ধর্মশাস্ত্রে সুপণ্ডিত
iii. আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৬. লালবাগ দূর্গের ভিতরে রয়েছে-
i. বিবি পরীর সমাধিসৌধ
ii. এর অভ্যন্তরে একটি মসজিদ ও একটি গম্বুজ আছে
iii. শায়েস্তা খানের সমাধিসৌধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮৭. মধ্যযুগের বাংলার সমাজব্যবস্থায় কোন দুটি ধর্মের প্রভাব বিদ্যমান ছিল?
Ο ক) হিন্দু ও মুসলমান
Ο খ) হিন্দু ও খ্রিস্টান
Ο গ) হিন্দু ও জৈন
Ο ঘ) ইসলাম ও খ্রিস্টান
সঠিক উত্তর: (ক)
৮৮. কোনিটি মধ্যযুগে বাংলায় ভাষা ও সাহিত্য বিকাশের অন্যতম রচনা করেন?
Ο ক) ব্রাহ্মণদের উদারতা
Ο খ) সুলতানগণের উদারতা
Ο গ) জনগণের আগ্রহ
Ο ঘ) ব্রাহ্মণ শ্রেণির পৃষ্ঠপোষকতা
সঠিক উত্তর: (খ)
৮৯. আরাকান রাজসভায় অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন কে?
Ο ক) বিজয়গুপ্ত
Ο খ) বিপ্রদাস
Ο গ) ফয়জুল্লাহ
Ο ঘ) দৌলত কাজী
সঠিক উত্তর: (ঘ)
৯০. মধ্যযুগে নিম্নশ্রেণির সরকারি কর্মচারীদের নিয়ে কোন শ্রেণির সৃষ্টি হয়?
Ο ক) নিম্ন শ্রেণির
Ο খ) মধ্যব্ত্তি শ্রেণির
Ο গ) উচ্চব্ত্তি শ্রেণির
Ο ঘ) সাধারণ শ্রেণির
সঠিক উত্তর: (খ)
৯১. গরিব বা নিম্নশ্রেণির মুসলমানগণ কী পরত?
Ο ক) পাঞ্জাবি-টুপি
Ο খ) পায়জাম-টুপি
Ο গ) প্যান্ট-টুপি
Ο ঘ) লুঙ্গি-টুপি
সঠিক উত্তর: (ঘ)
৯২. কমলা স্বামীর বাড়িতে প্রায়ই নির্যাতিত হয়। সে তা স্বাধীন মতো প্রকাশ করতে পারে না। মধ্যযুগে হিন্দুসমাজে নারীরাও বিভিন্ন রকম অধিকার থেকে বঞ্চিত ছিল। কারণ-
i. পরনির্ভরশীলতা
ii. সৌন্দর্যের অভাব
iii. নারীদের সম্পত্তি ভাবা হতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯৩. তৎকালীন সময়ে হিন্দুরা ফার্সি ভাষা শিখত, কারণ-
i. চাকরি লাভের আশায়
ii. সাহিত্য রচনার জন্য
iii. প্রশাসনিক কাজের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৯৪. মালাধর বসু বাংলায় অনুবাদ করেন-
i. শ্রীকৃষ্ণ বিজয়
ii. শ্রীমদভাগবত
iii. পুরাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৯৫. মাহমুদ সাহেব তাঁর ছেলের আকিকা করেন। বাংলায় কখন এবং কোন সমাজে এটির প্রচলন দেখা যায়?
Ο ক) মধ্যযুগের মুসলিম সমাজে
Ο খ) মধ্যযুগে হিন্দু সমাজে
Ο গ) প্রাচীন যুগে মুসলিম সমাজে
Ο ঘ) আধুনিক যুগে বৌদ্ধ সমাজে
সঠিক উত্তর: (ক)
৯৬. মানিক তার বন্ধদের নিয়ে সুলতান যুগের স্থাপত্য দেখতে যাওয়ার জন্য মনোস্থিত করেন। মানিক ও তার বন্ধুরা কোথায় যাবে?
Ο ক) কদম রসুল মসজিদ
Ο খ) সাত গম্বুজ মসজিদ
Ο গ) লালবাগের কেল্লা
Ο ঘ) চকবাজারের মসজিদ
সঠিক উত্তর: (খ)
৯৭. মধ্যযুগে হিন্দুরা বিভিন্ন সামাজিক রীতিনীতি পালন করত। বর্তমানকালের রক্ষণশীল হিন্দুসমাজের লোকেরাও বিভিন্ন রীতিনীতি পালন করে থাকে। নিচের কোন ক্ষেত্রে উভয়ের মধ্যে সাদৃশ্য রয়েছে?
i. জন্ম
ii. বিবাহ
iii. মৃত্যু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৮. নবজাতকের শিশুর নামকরণকে কেন্দ্র করে পালিত অনুষ্ঠান-
Ο ক) আকিকা
Ο খ) খাতনা
Ο গ) মিলাদ
Ο ঘ) মহরম
সঠিক উত্তর: (ক)
৯৯. ধর্ম সাধনার জন্য সুফি দরবেশরা কী প্রতিষ্ঠা করেছিলেন?
Ο ক) মসজিদ
Ο খ) দরগা
Ο গ) মাদ্রাসা
Ο ঘ) মাজার
সঠিক উত্তর: (খ)
১০০. আড়ম্বর ও জাঁকজমকের সাথে হিন্দুরা কী পূজা করত?
Ο ক) লক্ষ্মী পূজা
Ο খ) সরস্বতী পূজা
Ο গ) মনসা পূজা
Ο ঘ) দুর্গাপূজা
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History