এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৫ (৯)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৫ (৯) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪০১. সাইফুদ্দিন ফিরুজ শাহ-এর সময়কাল কত?
Ο ক) ১৪৮৭-১৪৮৮ খ্রি.
Ο খ) ১৪৮৭-১৪৯৯ খ্রি.
Ο গ) ১৪৮৭-১৪৯০ খ্রি.
Ο ঘ) ১৪৮৭-১৪৯১ খ্রি.
 সঠিক উত্তর: (গ)

 ৪০২. লোদি খান কে ছিলেন?
Ο ক) লোদি বংশের সুলতান
Ο খ) আকবরের পরামর্শদাতা
Ο গ) সুলায়মান খান কররাণীর উজির
Ο ঘ) আকবরের সেনাপতি
 সঠিক উত্তর: (গ)

 ৪০৩. গণেশের ছেলে যদুকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়। এর প্রকৃত কারণ কী?
Ο ক) গণেশকে শাস্তি দেওয়া
Ο খ) যদুকে শাস্তি দেওয়া
Ο গ) মুসলমান শাসন পুনঃ প্রতিষ্ঠিত করা
Ο ঘ) গণেশকে মুসলমানদের অধীনে আনা
 সঠিক উত্তর: (গ)

 ৪০৪. ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি কোন দেশের অধিবাসী ছিলেন?
Ο ক) পাকিস্তানের
Ο খ) আফগানিস্তানের
Ο গ) তুরস্কের
Ο ঘ) মিসরের
 সঠিক উত্তর: (খ)

 ৪০৫. ইসলাম শাহের রাজত্বকালে তাজ খান কররাণী সুনাম অর্জন করেছিলেন-
i. কূটনৈতিক পরামর্শের কারণে
ii. দক্ষ সেনা নৈপুণ্যতার কারণে
iii. কদর খানকে হত্যা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪০৬. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কখন?
Ο ক) ১৭৫৭ সালের ২১ জুন
Ο খ) ১৭৫৭ সালের ২২ জুন
Ο গ) ১৭৫৭ সালের ২৩ জুন
Ο ঘ) ১৭৫৭ সালের ২৪ জুন
 সঠিক উত্তর: (গ)

 ৪০৭. ‘ক’ নামক অঞ্চলে প্লেগ রোগ দেখা দিলে মুনির খান মারা যান। ‘ক’ নির্দেশ করছে-
i. পাণ্ডুয়া
ii. তাণ্ডা
iii. রাজমহল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪০৮. হিন্দু-মুসলমান সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোনটি একটি উজ্জ্বল প্রচেষ্টা?
Ο ক) ভণ্ড পীরের আরাধনা
Ο খ) সত্য পীরের আরাধনা
Ο গ) ভগবানের আরাধনা
Ο ঘ) শ্রীকৃষ্ণের আরাধনা
 সঠিক উত্তর: (খ)

 ৪০৯. নিজ নামের মুদ্রা জারি করেছিলেন কে?
Ο ক) বাহরাম খান
Ο খ) বলবন
Ο গ) ফখরুদ্দীন
Ο ঘ) নাসিরউদ্দীন
 সঠিক উত্তর: (গ)

 ৪১০. ইব্রাহিম শর্কি বাংলায় আসেন কেন?
Ο ক) দরবেশ নূব কুতুব আলমের নিমন্ত্রণের জন্য
Ο খ) রাজা গণেশের সাথে মিত্রতা স্থাপনের জন্য
Ο গ) গণেশের হাত থেকে মুসলমানদের রক্ষার জন্য
Ο ঘ) গণেশকে বিতাড়িত করার জন্য
 সঠিক উত্তর: (গ)

 ৪১১. হুসেন শাহ হাবসীদের দমন করেন কেন?
Ο ক) পূর্ববর্তী সুলতানের হত্যার পিছনে তাঁদের ভূমিকা ছিল
Ο খ) তাঁদের ক্ষমতায় অতিষ্ঠ হয়ে
Ο গ) সাম্রাজ্যে অরাজকতা ও বিশৃঙ্খলা দূরীকরণের জন্য
Ο ঘ) সুলতানের বিরুদ্ধে তাঁরা ষড়যন্ত্র করেছিল
 সঠিক উত্তর: (ক)

 ৪১২. ১২০৮ খ্রিষ্টাব্দে দেবকোটের শাসনকর্তার দায়িত্ব গ্রহণ করেন কে?
Ο ক) বখতিয়ার খলজি
Ο খ) মুহম্মদ শিরন খলজি
Ο গ) আলী মর্দান খলজি
Ο ঘ) হুসামউদ্দীন ইওয়াজ খলজি
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১৩. কদর খান কে ছিলেন?
Ο ক) সোনারাগাঁও এর শাসনকর্তা
Ο খ) লখনৌতির শাসনকর্তা
Ο গ) বাদাউনের শাসনকর্তা
Ο ঘ) মার্ভের শাসনকর্তা
 সঠিক উত্তর: (খ)

 ৪১৪. নূর কুতুব-উল-আলম কেন জৌনপুরের সুলতানকে বাংলায় আমন্ত্রণ জানান?
Ο ক) রাজ্য বিস্তারের জন্য
Ο খ) হিন্দুদের হত্যা করার জন্য
Ο গ) বাংলা দখল করার জন্য
Ο ঘ) মুসলমানদের রক্ষা করার জন্য
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১৫. মাহফুজ ১৫৬৫ সালে বাংলায় একজন শাসকের মৃত্যুর কথা বলেন যিনি একটি রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। মাহফুজ নিচের কোন শাসকের সম্বন্ধে আলোকপাত করেছেন?
Ο ক) লোদি খান
Ο খ) মাহমুদ খান
Ο গ) তাজ খান
Ο ঘ) বাহালুল খান
 সঠিক উত্তর: (গ)

 ৪১৬. রুকনউদ্দিন বরবক কর্তৃক নিয়োগকৃত ক্রীতদাসের সংখ্যা কত?
Ο ক) ৮০০০
Ο খ) ৯০০০
Ο গ) ১০০০০
Ο ঘ) ১১০০০
 সঠিক উত্তর: (ক)

 ৪১৭. তুঘরিল কী উপাধি নিয়ে স্বাধীনতা ঘোষণা করেন?
Ο ক) মুঘিসউদ্দীন
Ο খ) নাসিরউদ্দীন
Ο গ) মুঘিলউদ্দীন
Ο ঘ) মুহিউদ্দীন
 সঠিক উত্তর: (ক)

 ৪১৮. বাংলাদেশকে বুলগাকপুর বলার কারণ হচ্ছে-
i. ধন-সম্পদের নগরী
ii. বিদ্রোহের নগরী
iii. জনগণের বিদ্রোহী মনোভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪১৯. সাদিক একজন বীরের কথা বলেন যিনি আফগানিস্তানের গরমশিরের। তিনি মাত্র ১৭ জন সৈন্য নিয়ে বঙ্গ জয় করেন। এখানে কোন বীরের কথা বুঝানো হয়েছে?
Ο ক) কুতুবউদ্দীন আইবেকের
Ο খ) ইলতুৎমিশের
Ο গ) বখতিয়ার খলজির
Ο ঘ) ইলিয়াস শাহের
 সঠিক উত্তর: (গ)

 ৪২০. আলাউদ্দিন খলজির শাসনব্যবস্থার অন্যতম লক্ষ ছিল-
i. সুষ্ঠ শাসন
ii. সুন্দর শাসন
iii. কল্যাণমুখী শাসন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২১. রাজা গণেশ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৪১৮
Ο খ) ১৪১৯
Ο গ) ১৪২০
Ο ঘ) ১৪২১
 সঠিক উত্তর: (ক)

 ৪২২. ইলিয়াস শাহের প্রতি ফিরুজ শাহ তুঘলক অত্যান্ত ক্ষুদ্ধ হন কেন?
Ο ক) ইলিয়াস শাহ তাঁর রাজ্য সীমা বৃদ্ধি করেছিলেন
Ο খ) দিল্লির সাথে সম্পর্কোচ্ছেদ করেছিলেন
Ο গ) নিজ নামে মুদ্রা জারি ও খুৎবা পাঠ করায়
Ο ঘ) দিল্লির সাথে গৃহীত সন্ধি ভঙ্গ করেন
 সঠিক উত্তর: (গ)

 ৪২৩. ইওয়াজ খলজির শিল্প ও সাহিত্যে অন্যতম কৃতিত্ব হচ্ছে-
i. গৌড়ের জুমা মসজিদ নির্মাণ
ii. সুফি ও সৈয়দদের আশ্রয় দান
iii. সুধীগণকে সহায়তা দান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২৪. ফখরুদ্দিন নিজ নামে মুদ্রা জারি করেন। এটি প্রমাণ করে-
i. স্বাধীন শাসক ছিলেন
ii. পরাধীন শাসক ছিলেন
iii. তিনি ইংরেজদের অনুগত ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪২৫. সুবাদার মীর জুমলার অন্যতম কৃতিত্ব কোনটি?
Ο ক) প্রশাসনিক সংস্কার
Ο খ) অর্থনৈতিক সমৃদ্ধি
Ο গ) সামরিক যোগ্যতা
Ο ঘ) যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
 সঠিক উত্তর: (গ)

 ৪২৬. বিহার বিজয়ের পর বখতিয়ার কার সাথে সাক্ষাৎ করেন?
Ο ক) কুতুবউদ্দিন আইবকের সাথে
Ο খ) হুমাসউদ্দীনের সাথে
Ο গ) শিহাবউদ্দীন ঘোরীর সাথে
Ο ঘ) হিজবরউদ্দীনের ঘোরীর সাথে
 সঠিক উত্তর: (ক)

 ৪২৭. আশিক হুসেন শাহি একজন শাসকের কথা উল্লেখ করেন যিনি হিন্দু ও মুসলমানদের সমন্বয়ে একটি রক্ষীদল গঠন করেন। এখানে কোন শাসকের কথা বলা হয়েছে?
Ο ক) আলাউদ্দিন হুসেন শাহ
Ο খ) নুসরত শাহ
Ο গ) আলী শাহ
Ο ঘ) মুবারক শাহ
 সঠিক উত্তর: (ক)

 ৪২৮. আবু মুজাফফর ইউসুফ শাহ-এর অন্যতম কৃতিত্ব হচ্ছে কোনটি?
Ο ক) ডাক বিভাগের সংস্কার
Ο খ) পিতৃ সাম্রাজ্য অক্ষুণ্ন রাখা
Ο গ) রাজস্ব বিভাগের উন্নয়ন
Ο ঘ) বিশাল সেনাবাহিনী গঠন
 সঠিক উত্তর: (খ)

 ৪২৯. ফখরুদ্দিন মুবারক শাহ তার রাজ্যসীমা দক্ষিণ-পশ্চিমে বৃদ্ধি করায় তার কোন কৃতিত্বটি ফটে উঠে?
Ο ক) দানশীলতা
Ο খ) দূরদর্শিতা
Ο গ) বিচক্ষণতা
Ο ঘ) সমরনিপুণতা
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩০. কত সালে সুলতান ইলতুৎমিশ বাংলার দিকে দৃষ্টি দেন?
Ο ক) ১২১২ সালে
Ο খ) ১২১৪ সালে
Ο গ) ১২২০ সালে
Ο ঘ) ১২২৪ সালে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩১. ঈসা খান, মুসা খান নাম দুইটি জড়িয়ে আছে-
i. বার ভুঁইয়াদের সাথে
ii. স্বাধীন জমিদারির সাথে
iii. সোনারগাঁও-এর ইতিহাসের সাথে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৩২. কেন পানিপথের যুদ্ধ সংঘটিত হয়?
Ο ক) আফগানদের দমনের জন্য
Ο খ) রাজ্যবিস্তারের জন্য
Ο গ) অর্থনৈতিক পুনর্গঠনের জন্য
Ο ঘ) সুনাম অর্জনের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ৪৩৩. বদাউনের শাসনকর্তার নাম কী ছিল?
Ο ক) মালিক হুসামউদ্দিন
Ο খ) মালিক ইওয়াজ উদ্দিন
Ο গ) মালিক হিজবরউদ্দিন
Ο ঘ) মালিক সফিউদ্দিন
 সঠিক উত্তর: (গ)

 ৪৩৪. শায়েস্তা খান ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে কাকে উৎসাহিত করতেন?
Ο ক) দেশি বণিকগণকে
Ο খ) বিদেশি বণিগণকে
Ο গ) অভ্যন্তরীণ বণিকগণকে
Ο ঘ) সমৃদ্ধশালী বণিকগণকে
 সঠিক উত্তর: (খ)

 ৪৩৫. সাদিক সোনারগাঁও জাদুঘরে গিয়ে ১৩৩৮ খ্রিস্টাব্দে একটি মুদ্রা সংরক্ষিত আছে। এটি কোন শাসকের আমলের মুদ্রা?
Ο ক) ফখরুদ্দিন মুবারক শাহ
Ο খ) ইখতিয়ার উদ্দিন গাজী শাহ
Ο গ) ইলিয়াস শাহ
Ο ঘ) বুগরা খান
 সঠিক উত্তর: (খ)

 ৪৩৬. লক্ষণ মাণিক্য কোন এলাকার জমিদার ছিলেন?
Ο ক) ভুলুয়া
Ο খ) ভাওয়াল
Ο গ) সরাইল
Ο ঘ) বিষ্ণুপুর
 সঠিক উত্তর: (ক)

 ৪৩৭. রুকনউদ্দিন বরবক শাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৪৭৪
Ο খ) ১৪৭৬
Ο গ) ১৪৭৮
Ο ঘ) ১৪৪৮
 সঠিক উত্তর: (ক)

 ৪৩৮. বাংলা থেকে বর্গীদের বিতাড়িত করেন কে?
Ο ক) মুর্শিদকুলী খান
Ο খ) সরফরাজ খান
Ο গ) সুজাউদ্দিন খান
Ο ঘ) আলীবর্দী খান
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩৯. ‘শ্রীকৃষ্ণ বিজয়’ গ্রন্থটির রচয়িতা কে?
Ο ক) বঙ্কিম চন্দ্র
Ο খ) শরৎচন্দ্র
Ο গ) মালাধর বসু
Ο ঘ) জয়দেব
 সঠিক উত্তর: (গ)

 ৪৪০. ‘মামলুক’ কথাটি কার সাথে সাদৃশ্যপূর্ণ?
Ο ক) কৃষকদের
Ο খ) শ্রমিকদের
Ο গ) নার্সদের
Ο ঘ) দাসদের
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৪১. কার শাসনকালে বাংলায় শান্তি প্রতিষ্ঠিত হয়?
Ο ক) সরফরাজের
Ο খ) আলীবর্দীর
Ο গ) শায়েস্তা খানের
Ο ঘ) মুর্শিদকুলী খানের
 সঠিক উত্তর: (খ)

 ৪৪২. প্রাসাদ রক্ষীদলের প্রধান হিসেবে কার নামটি অধিক উপযোগী?
Ο ক) ইউসুফ শাহ
Ο খ) সুলতান শাহজাদা
Ο গ) বরবক শাহ
Ο ঘ) মাহমুদ শাহ
 সঠিক উত্তর: (খ)

 ৪৪৩. গিয়াসউদ্দীন কাকে সমাদার ও শ্রদ্ধা করতেন?
Ο ক) কবি-সাহিত্যিকগণকে
Ο খ) মাতাপিতাকে
Ο গ) গুরুজনদেরকে
Ο ঘ) ঋষিদেরকে
 সঠিক উত্তর: (ক)

 ৪৪৪. আরকানীদের চট্রগ্রাম থেকে বিতাড়িত করেন কে?
Ο ক) আযম শাহ
Ο খ) ফিরোজ শাহ
Ο গ) বরবক শাহ
Ο ঘ) হুসেন শাহ
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৪৫. সুজাউদ্দিন খান কিসের মর্যাদা নিয়ে সিংহাসনে বসেন?
Ο ক) স্বাধীন মন্ত্রীর
Ο খ) স্বাধীন সুলতানের
Ο গ) স্বাধীন নবাবের
Ο ঘ) পরাধীন নবাবের
 সঠিক উত্তর: (গ)

 ৪৪৬. রুকনউদ্দিন বরবক শাহ কেন হাবসি ক্রীতদাস ক্রয় করেন?
Ο ক) যুদ্ধ জয় করার জন্য
Ο খ) প্রশিক্ষিত নৌবাহিনী গঠন করার জন্য
Ο গ) নিজস্ব বাহিনী গঠন করার জন্য
Ο ঘ) বিক্রি করার উদ্দেশ্যে
 সঠিক উত্তর: (গ)

 ৪৪৭. রাজা লক্ষণ সেন পরাজিত হয় কেন?
Ο ক) অকস্মাৎ আক্রমণের কারণে
Ο খ) সেনাপতির অযোগ্যতার কারণে
Ο গ) সৈন্য সংখ্যা কম হওয়ার কারণে
Ο ঘ) সৈন্যদের অসন্তুষ্টির কারণে
 সঠিক উত্তর: (ক)

 ৪৪৮. খলজি মালিকগণের আলীমর্দানের বিরুদ্ধে একজোট হওয়ার প্রধান কারণ কী?
Ο ক) শাসকের অযোগ্যতা
Ο খ) কঠোর ও অত্যাচারী শাসক
Ο গ) স্বেচ্ছাচারী শাসক
Ο ঘ) দুর্বল শাসক
 সঠিক উত্তর: (খ)

 ৪৪৯. ইওজ খলজির মৃত্যুর পর ১২৮৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত কতজন শাসক বাংলা শাসন করেন?
Ο ক) বারো জন
Ο খ) তেরো জন
Ο গ) চৌদ্দ জন
Ο ঘ) পনের জন
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫০. মানসিংহ কার ডাকে আগ্রায় ফিরে যান?
Ο ক) ঋষির
Ο খ) ফকিরের
Ο গ) সম্রাটের
Ο ঘ) মন্ত্রীর
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post