ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৫ (৮) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩৫১. ‘Z’ দের হাতে ইলিয়াসশাহী বংশের পতন হয় । ‘Z’ কোনটিকে নির্দেশ করছে?
Ο ক) হাবশী
Ο খ) আর্মেনীয়
Ο গ) পর্তুগীজ
Ο ঘ) ইংরেজ
সঠিক উত্তর: (ক)
৩৫২. বাংলাকে ‘বুলগাকপুর’ বলা হয় কেন?
Ο ক) শাসকরা সুযোগ পেলেই বিদ্রোহ করত
Ο খ) বাংলার লোকজন অশিক্ষিত ছিল
Ο গ) বাংলা অর্থনৈতিকভাবে পঙ্গু ছিল
Ο ঘ) এখানে নদনদী বেশি ছিল
সঠিক উত্তর: (ক)
৩৫৩. শাহ সুজার শাসনামলে ইংরেজ ক্ষমতা বৃদ্ধি পায়। এর যথার্থ কারণ হলো-
Ο ক) দুর্বল শাসক ছিলেন
Ο খ) ইংরেজদের হাতের পুতুলে পরিণত হয়েছিলেন
Ο গ) ইংরজরা বাড়তি সুবিধা লাভ করেছিল
Ο ঘ) ইংরেজরা শাহ সুজার সাথে মিত্রতা স্থাপন করেছিল
সঠিক উত্তর: (গ)
৩৫৪. কনৌজের যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
Ο ক) ১৫৩৯
Ο খ) ১৫৪০
Ο গ) ১৫৪১
Ο ঘ) ১৫৪২
সঠিক উত্তর: (খ)
৩৫৫. তুর্কি শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন জনাব ‘X’। ‘X’ নিচের কোনটিকে সমর্থন করছে।
Ο ক) মাসুদ জানি
Ο খ) তুঘরিল
Ο গ) বলবন
Ο ঘ) কুতুবুদ্দিন আইবক
সঠিক উত্তর: (খ)
৩৫৬. সমগ্র বাংলায় সুবাদারি প্রতিষ্ঠিত হয় কখন?
Ο ক) মারাঠাদের দমনের পর
Ο খ) বার ভুঁইয়াদের দমনের পর
Ο গ) তিতুমীরের বিদ্রোহ দমনের পর
Ο ঘ) বর্গীদের বিদ্রোহ দমনের পর
সঠিক উত্তর: (খ)
৩৫৭. মধ্যযুগের কোন যুগকে পরবর্তী ইলিয়াস শাহি বংশের শাসন বলা হয়?
Ο ক) গিয়াসউদ্দিন আজম শাহ-এর পরবর্তী সময়
Ο খ) রাজা গণেশ ও তার বংশধরদের পতনের পর
Ο গ) লোদীদের পরবর্তী শাসন
Ο ঘ) হাবসিদের পরবর্তী শাসন
সঠিক উত্তর: (খ)
৩৫৮. কোন শাসকের সময় বার ভূইয়াদের দমন করা হয়?
Ο ক) সম্রাট হুমায়ূন
Ο খ) সম্রাট আকবর
Ο গ) সম্রাট জাহাঙ্গীর
Ο ঘ) সম্রাট শাহজাহান
সঠিক উত্তর: (গ)
৩৫৯. লক্ষণাবতী মুসলমান আমলে কী নামে পরিচিত হয়?
Ο ক) লখনৌতি
Ο খ) নখনৌতি
Ο গ) লাখনীতি
Ο ঘ) সুখনীতি
সঠিক উত্তর: (ক)
৩৬০. ফখরুদ্দিন মুবারক শাহ এর অন্যতম কৃতিত্ব কোনটি?
Ο ক) শক্তিশালী নৌবাহিনীর গঠন
Ο খ) সামরিক বাহিনীর সংস্কার
Ο গ) বাংলার স্বাধীনতা ঘোষণা
Ο ঘ) রাজস্ব সংস্কার
সঠিক উত্তর: (গ)
৩৬১. সম্রাট আকবর কত খ্রিস্টাব্দে শাহবাজ খানকে বাংলার সুবাদার করে পাঠান?
Ο ক) ১৫৮২
Ο খ) ১৫৮৩
Ο গ) ১৫৮৪
Ο ঘ) ১৫৮৫
সঠিক উত্তর: (খ)
৩৬২. শায়েস্তা খানের শাসনামলের অন্যতম দিক ছিল-
i. ইংরজ ক্ষমতা খর্ব
ii. জলদস্যুদের উৎখাত
iii. রাজ্য সম্প্রসারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৬৩. ইওজ খলজির প্রশস্ত রাজপথ নির্মাণের ফলে-
i. দেশের উন্নয়ন হবে
ii. বন্যার কবল থেকে গৃহ রক্ষা পাবে
iii. বন্যার কবল থেকে শস্যক্ষেত্র রক্ষা পাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৬৪. গিয়াসউদ্দন বাহাদুর শাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৫৫৯
Ο খ) ১৫৬০
Ο গ) ১৫৬১
Ο ঘ) ১৫৬২
সঠিক উত্তর: (খ)
৩৬৫. বাহরাম খানের রাজকর্মচারী হিসেবে সমর্থনযোগ্য হলো-
i. ফখরা
ii. ধর্মশালা রক্ষক
iii. বর্মরক্ষক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৬৬. বাগের হাটের ‘মিঠা পুকুর’ নুসরত শাহের কোন কীর্তি বহন করে?
Ο ক) সাহিত্যের পৃষ্ঠপোষকতা
Ο খ) ন্যায়পরায়ণতা
Ο গ) প্রজারঞ্জকতা
Ο ঘ) সৃজনশীলতা
সঠিক উত্তর: (গ)
৩৬৭. সুলতান ইলতুৎমিশের অন্যতম কৃতিত্ব কোনটি?
Ο ক) রাজনৈতিক সংস্কার
Ο খ) বাংলায় আধিপত্য বিস্তার
Ο গ) সমর কুশলতা
Ο ঘ) বিচক্ষণতা
সঠিক উত্তর: (খ)
৩৬৮. আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন-
i. সুশাসক
ii. দূরদর্শী রাজনীতিবিদ
iii. অত্যাচারী শাসক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬৯. বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দে নদিয়া জয় করেন?
Ο ক) ১২০৪
Ο খ) ১২০৫
Ο গ) ১২০৬
Ο ঘ) ১২০৭
সঠিক উত্তর: (ক)
৩৭০. সুবাদারের বদলে নিচের সর্বাধিক স্বরণীয় কীর্তি নিচের কোনটি?
Ο ক) সমাজ সংস্কার
Ο খ) ধর্ম সংস্কার
Ο গ) রাজস্ব সংস্কার
Ο ঘ) শিক্ষা সংস্কার
সঠিক উত্তর: (গ)
৩৭১. রাজা গণেশ কোথায় চাকরি নেন?
Ο ক) সরকারি অফিসে
Ο খ) বেসরকারি অফিসে
Ο গ) মালিকানা অফিসে
Ο ঘ) সুলতানের দরবারে
সঠিক উত্তর: (ঘ)
৩৭২. বিহার জয় করে বখতিয়ার খলজি কার সাথে দেখা করেন?
Ο ক) ইলতুৎমিশের
Ο খ) কুতুবউদ্দিন আইবকের
Ο গ) মোহম্মদ ঘুরীর
Ο ঘ) গিয়াসউদ্দিন বলবনের
সঠিক উত্তর: (খ)
৩৭৩. বাংলায় রামায়ণের রচয়িতা কে?
Ο ক) বাল্মীকি
Ο খ) কৃত্তিদাস
Ο গ) হরপ্রসাদ শাস্ত্রী
Ο ঘ) কানাহরি দ্ত্ত
সঠিক উত্তর: (খ)
৩৭৪. হাবসি ক্রীতদাসরা সাম্রাজ্যে বিপদ ডেকে আনে-
i. সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে
ii. বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে
iii. সুলতানকে সাহয্য করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৭৫. বাংলার প্রথম মুসলিম বিজেতা কে?
Ο ক) ইলিয়াস শাহ
Ο খ) বখতিয়ার খলজী
Ο গ) শিরণ খলজী
Ο ঘ) হুসেন শাহ
সঠিক উত্তর: (খ)
৩৭৬. আফগানরা মুঘলদের সাথে ‘X’ নামক যুদ্ধে পরজয় বরণ করে। এখানে ‘X’ কোন যুদ্ধকে সমর্থন করছে?
Ο ক) চৌসার যুদ্ধ
Ο খ) রাজমহলের যুদ্ধ
Ο গ) বক্সারের যুদ্ধ
Ο ঘ) পলাশী যুদ্ধ
সঠিক উত্তর: (খ)
৩৭৭. ঈশা খানের প্রথম রাজধানী ছিল কোথায়?
Ο ক) কাতরাবু
Ο খ) সোনারগাঁ
Ο গ) লালবাগ
Ο ঘ) সুবর্ণগ্রাম
সঠিক উত্তর: (ক)
৩৭৮. তুঘরিল কী নামে দুর্গ নির্মাণ করেছিলেন?
Ο ক) আন্দরকিল্লা
Ο খ) নারকিল্লা
Ο গ) বারকিল্লা
Ο ঘ) মেহেরকিল্লা
সঠিক উত্তর: (খ)
৩৭৯. বাংলায় মুসলমান শাসনের সূচনা হয় কখন?
Ο ক) দ্বাদশ শতকের শুরুতে
Ο খ) ত্রয়োদশ শতকের প্রারম্ভে
Ο গ) চতুদর্শ শতকের শেষে
Ο ঘ) পঞ্চদশ শতকের মাঝামাঝি
সঠিক উত্তর: (খ)
৩৮০. মাসুদ মারাঠাদের ইতিহাস পড়ছিল। এই মারাঠারা বাংলা আক্রমণ করে-
i. আলীবর্দী খানের আমলে
ii. সিরাজ-উদ-দৌল্লার নানার আমলে
iii. সরফরাজ-এর আমলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৮১. ইসলাম খান ঢাকায় রাজধানী স্থানান্তর করেন। এর যৌক্তিক কারণ কী?
Ο ক) জমিদারদের আনুগত্য লাভ
Ο খ) রাজধানীর নিরাপত্তা
Ο গ) জমিদারকে বশীভূত করার জন্য সহজসাধ্য হবে
Ο ঘ) মুসা খানকে দমন করার জন্য
সঠিক উত্তর: (গ)
৩৮২. ফখরা ছিলেন জনাব ‘Z’ এর বর্মরক্ষক। ‘Z’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) বাহরাম খান
Ο খ) গিয়াসউদ্দিন বাহাদুর
Ο গ) বখতিয়ার খলজি
Ο ঘ) আলী মুবারক
সঠিক উত্তর: (ক)
৩৮৩. কোন সুযোগ নিয়ে নাসিরউদ্দীন মাহমুদ লখনৌতি আক্রমণ করেন?
Ο ক) ইওয়াজ খলজির অনুপস্থিতির
Ο খ) লখনৌতির বিশৃঙ্খলার
Ο গ) আমির উমারাহদের বিদ্রোহের
Ο ঘ) ইওজ খলজির দুর্বলতার
সঠিক উত্তর: (ক)
৩৮৪. কেন আলাউদ্দিন হুসেন শাহ হাবসিদের হত্যা করার নির্দেশ দেন?
Ο ক) প্ররোচিত হয়ে
Ο খ) হাবসিদের দৌরাত্ম হ্রাসের জন্য
Ο গ) নতুন বাহিনী গঠনের জন্য
Ο ঘ) নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করতে
সঠিক উত্তর: (খ)
৩৮৫. শেরশাহের পুত্র জালাল খানের ক্ষেত্রে প্রযোজ্য-
i. ‘ইসলাম খান’ নাম ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন
ii. তিনি আট বছর রাজত্ব করেন
iii. তিনি নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৮৬. ইলিয়াস শাহের স্বপ্ন ছিল?
Ο ক) ডাক্তার হওয়া
Ο খ) ইঞ্জিনিয়ার হওয়া
Ο গ) ধনসম্পদের মালিক হওয়া
Ο ঘ) বাংলার অধিপতি হওয়া
সঠিক উত্তর: (ঘ)
৩৮৭. গিয়াসউদ্দীন আযম শাহের কৃতিত্বের প্রধান দিক ছিল কোনটি?
Ο ক) রাজস্ব সংস্কার
Ο খ) বিচক্ষণতা
Ο গ) দুরদর্শীতা
Ο ঘ) পিতা ও পিতামহের সাম্রাজ্য অক্ষুণ্ন রাখা
সঠিক উত্তর: (ঘ)
৩৮৮. সুলতান আলাউদ্দিন হোসেন শাহ-এর ক্ষেত্রে যেটি সমর্থনযোগ্য-
i. শাহী যুগের শ্রেষ্ঠ সুলতান
ii. সৈয়দ বংশের লোক
iii. আরম দেশীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮৯. গিয়াসউদ্দিন আযম শাহকে ইলিয়াস শাহি বংশের সবচেয়ে জনপ্রিয় সুলতান বলা হয় কেন?
Ο ক) অধিক সময় শাসনের জন্য
Ο খ) কোনো যুদ্ধ না করার জন্য
Ο গ) দক্ষ শাসন ও গুনাবলির জন্য
Ο ঘ) বৈদেশিক যোগাযোগ রক্ষার জন্য
সঠিক উত্তর: (গ)
৩৯০. বাংলায় হাবশী শাসনের অবসানের ক্ষেত্রে কার সাদৃশ্য রয়েছে?
Ο ক) মাহমুদ শাহের
Ο খ) শাহজাদার
Ο গ) আন্দিলের
Ο ঘ) মুজাফফর শাহের
সঠিক উত্তর: (ঘ)
৩৯১. মুসা খানের আত্মসমর্পণের ফলাফল নিচের কোনটি সঠিক?
Ο ক) জমিদারগণের বশ্যতা স্বীকার
Ο খ) রাজাদের বশ্যতা স্বীকার
Ο গ) ইসলাম খানের বশ্যতা স্বীকার
Ο ঘ) প্রজাদের বশ্যতা স্বীকার
সঠিক উত্তর: (ক)
৩৯২. ইজ্জউদ্দীন কে ছিলেন?
Ο ক) সাতগাঁওয়ের শাসনকর্তা
Ο খ) বাহাউনের শাসনকর্তা
Ο গ) গৌড়ের শাসনকর্তা
Ο ঘ) মুর্শিদাবাদের শাসনকর্তা
সঠিক উত্তর: (ক)
৩৯৩. আলাউদ্দিন আলী মর্দান খলজি খুব কঠোর শাসক ছিলেন। এ কারণে-
i. বিক্ষোভ হয়
ii. বিদ্রোহ হয়
iii. শান্তি প্রতিষ্ঠা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)
৩৯৪. পরবর্তী ইলিয়াসশাহী বংশের প্রতিষ্ঠাতা কে?
Ο ক) শামসুদ্দিন আহমদ শাহ
Ο খ) নাসির খান
Ο গ) নাসিরউদ্দিন মাহমুদ শাহ
Ο ঘ) রুকনউদ্দিন বরবক শাহ
সঠিক উত্তর: (গ)
৩৯৫. বাংলার বার ভুঁইয়ারা কোন এলাকায় তাদের প্রাধান্য বজায় রেখেছিল?
Ο ক) উত্তর বাংলায়
Ο খ) দক্ষিণ বাংলায়
Ο গ) পূর্ব বাংলায়
Ο ঘ) পশ্চিম বাংলা
সঠিক উত্তর: (গ)
৩৯৬. নাসিরউদ্দীন মাহমুদের মৃত্যু হয় কত সালে-
Ο ক) ১২২৯
Ο খ) ১২৩০
Ο গ) ১২৩১
Ο ঘ) ১২৩২
সঠিক উত্তর: (ক)
৩৯৭. ইলিয়াসশাহী বংশের সবচেয়ে জনপ্রিয় সুলতান কে ছিলেন?
Ο ক) সিকান্দর শাহ
Ο খ) ইলিয়াস শাহ
Ο গ) গিয়াসউদ্দিন আযম শাহ
Ο ঘ) ফিরোজ শাহ
সঠিক উত্তর: (গ)
৩৯৮. প্রথম দিকে বার ভূইয়াদের নেতা কে ছিলেন?
Ο ক) মুসা খান
Ο খ) ঈশা খান
Ο গ) কেদার রায়
Ο ঘ) রাজা প্রতাপাদিত্য
সঠিক উত্তর: (খ)
৩৯৯. শাসক হিসেবে রুকনউদ্দিন বরবক ছিলেন-
i. দক্ষ শাসক
ii. সব বিজয়ী শাসক
iii. প্রকৃত সৌন্দর্য রসিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০০. রহিম চট্টগ্রামের ইতিহাস পড়তে গিয়ে জানেন যে, এটি কোন শাসকের বিষয়ে তথ্য জানতে পারে?
Ο ক) মাহমুদ শাহের
Ο খ) রুকনউদ্দিন বরবক শাহে
Ο গ) ইলিয়াস শাহের
Ο ঘ) মুবারক শাহের
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩৫১. ‘Z’ দের হাতে ইলিয়াসশাহী বংশের পতন হয় । ‘Z’ কোনটিকে নির্দেশ করছে?
Ο ক) হাবশী
Ο খ) আর্মেনীয়
Ο গ) পর্তুগীজ
Ο ঘ) ইংরেজ
সঠিক উত্তর: (ক)
৩৫২. বাংলাকে ‘বুলগাকপুর’ বলা হয় কেন?
Ο ক) শাসকরা সুযোগ পেলেই বিদ্রোহ করত
Ο খ) বাংলার লোকজন অশিক্ষিত ছিল
Ο গ) বাংলা অর্থনৈতিকভাবে পঙ্গু ছিল
Ο ঘ) এখানে নদনদী বেশি ছিল
সঠিক উত্তর: (ক)
৩৫৩. শাহ সুজার শাসনামলে ইংরেজ ক্ষমতা বৃদ্ধি পায়। এর যথার্থ কারণ হলো-
Ο ক) দুর্বল শাসক ছিলেন
Ο খ) ইংরেজদের হাতের পুতুলে পরিণত হয়েছিলেন
Ο গ) ইংরজরা বাড়তি সুবিধা লাভ করেছিল
Ο ঘ) ইংরেজরা শাহ সুজার সাথে মিত্রতা স্থাপন করেছিল
সঠিক উত্তর: (গ)
৩৫৪. কনৌজের যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
Ο ক) ১৫৩৯
Ο খ) ১৫৪০
Ο গ) ১৫৪১
Ο ঘ) ১৫৪২
সঠিক উত্তর: (খ)
৩৫৫. তুর্কি শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন জনাব ‘X’। ‘X’ নিচের কোনটিকে সমর্থন করছে।
Ο ক) মাসুদ জানি
Ο খ) তুঘরিল
Ο গ) বলবন
Ο ঘ) কুতুবুদ্দিন আইবক
সঠিক উত্তর: (খ)
৩৫৬. সমগ্র বাংলায় সুবাদারি প্রতিষ্ঠিত হয় কখন?
Ο ক) মারাঠাদের দমনের পর
Ο খ) বার ভুঁইয়াদের দমনের পর
Ο গ) তিতুমীরের বিদ্রোহ দমনের পর
Ο ঘ) বর্গীদের বিদ্রোহ দমনের পর
সঠিক উত্তর: (খ)
৩৫৭. মধ্যযুগের কোন যুগকে পরবর্তী ইলিয়াস শাহি বংশের শাসন বলা হয়?
Ο ক) গিয়াসউদ্দিন আজম শাহ-এর পরবর্তী সময়
Ο খ) রাজা গণেশ ও তার বংশধরদের পতনের পর
Ο গ) লোদীদের পরবর্তী শাসন
Ο ঘ) হাবসিদের পরবর্তী শাসন
সঠিক উত্তর: (খ)
৩৫৮. কোন শাসকের সময় বার ভূইয়াদের দমন করা হয়?
Ο ক) সম্রাট হুমায়ূন
Ο খ) সম্রাট আকবর
Ο গ) সম্রাট জাহাঙ্গীর
Ο ঘ) সম্রাট শাহজাহান
সঠিক উত্তর: (গ)
৩৫৯. লক্ষণাবতী মুসলমান আমলে কী নামে পরিচিত হয়?
Ο ক) লখনৌতি
Ο খ) নখনৌতি
Ο গ) লাখনীতি
Ο ঘ) সুখনীতি
সঠিক উত্তর: (ক)
৩৬০. ফখরুদ্দিন মুবারক শাহ এর অন্যতম কৃতিত্ব কোনটি?
Ο ক) শক্তিশালী নৌবাহিনীর গঠন
Ο খ) সামরিক বাহিনীর সংস্কার
Ο গ) বাংলার স্বাধীনতা ঘোষণা
Ο ঘ) রাজস্ব সংস্কার
সঠিক উত্তর: (গ)
৩৬১. সম্রাট আকবর কত খ্রিস্টাব্দে শাহবাজ খানকে বাংলার সুবাদার করে পাঠান?
Ο ক) ১৫৮২
Ο খ) ১৫৮৩
Ο গ) ১৫৮৪
Ο ঘ) ১৫৮৫
সঠিক উত্তর: (খ)
৩৬২. শায়েস্তা খানের শাসনামলের অন্যতম দিক ছিল-
i. ইংরজ ক্ষমতা খর্ব
ii. জলদস্যুদের উৎখাত
iii. রাজ্য সম্প্রসারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৬৩. ইওজ খলজির প্রশস্ত রাজপথ নির্মাণের ফলে-
i. দেশের উন্নয়ন হবে
ii. বন্যার কবল থেকে গৃহ রক্ষা পাবে
iii. বন্যার কবল থেকে শস্যক্ষেত্র রক্ষা পাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৬৪. গিয়াসউদ্দন বাহাদুর শাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৫৫৯
Ο খ) ১৫৬০
Ο গ) ১৫৬১
Ο ঘ) ১৫৬২
সঠিক উত্তর: (খ)
৩৬৫. বাহরাম খানের রাজকর্মচারী হিসেবে সমর্থনযোগ্য হলো-
i. ফখরা
ii. ধর্মশালা রক্ষক
iii. বর্মরক্ষক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৬৬. বাগের হাটের ‘মিঠা পুকুর’ নুসরত শাহের কোন কীর্তি বহন করে?
Ο ক) সাহিত্যের পৃষ্ঠপোষকতা
Ο খ) ন্যায়পরায়ণতা
Ο গ) প্রজারঞ্জকতা
Ο ঘ) সৃজনশীলতা
সঠিক উত্তর: (গ)
৩৬৭. সুলতান ইলতুৎমিশের অন্যতম কৃতিত্ব কোনটি?
Ο ক) রাজনৈতিক সংস্কার
Ο খ) বাংলায় আধিপত্য বিস্তার
Ο গ) সমর কুশলতা
Ο ঘ) বিচক্ষণতা
সঠিক উত্তর: (খ)
৩৬৮. আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন-
i. সুশাসক
ii. দূরদর্শী রাজনীতিবিদ
iii. অত্যাচারী শাসক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬৯. বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দে নদিয়া জয় করেন?
Ο ক) ১২০৪
Ο খ) ১২০৫
Ο গ) ১২০৬
Ο ঘ) ১২০৭
সঠিক উত্তর: (ক)
৩৭০. সুবাদারের বদলে নিচের সর্বাধিক স্বরণীয় কীর্তি নিচের কোনটি?
Ο ক) সমাজ সংস্কার
Ο খ) ধর্ম সংস্কার
Ο গ) রাজস্ব সংস্কার
Ο ঘ) শিক্ষা সংস্কার
সঠিক উত্তর: (গ)
৩৭১. রাজা গণেশ কোথায় চাকরি নেন?
Ο ক) সরকারি অফিসে
Ο খ) বেসরকারি অফিসে
Ο গ) মালিকানা অফিসে
Ο ঘ) সুলতানের দরবারে
সঠিক উত্তর: (ঘ)
৩৭২. বিহার জয় করে বখতিয়ার খলজি কার সাথে দেখা করেন?
Ο ক) ইলতুৎমিশের
Ο খ) কুতুবউদ্দিন আইবকের
Ο গ) মোহম্মদ ঘুরীর
Ο ঘ) গিয়াসউদ্দিন বলবনের
সঠিক উত্তর: (খ)
৩৭৩. বাংলায় রামায়ণের রচয়িতা কে?
Ο ক) বাল্মীকি
Ο খ) কৃত্তিদাস
Ο গ) হরপ্রসাদ শাস্ত্রী
Ο ঘ) কানাহরি দ্ত্ত
সঠিক উত্তর: (খ)
৩৭৪. হাবসি ক্রীতদাসরা সাম্রাজ্যে বিপদ ডেকে আনে-
i. সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে
ii. বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে
iii. সুলতানকে সাহয্য করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৭৫. বাংলার প্রথম মুসলিম বিজেতা কে?
Ο ক) ইলিয়াস শাহ
Ο খ) বখতিয়ার খলজী
Ο গ) শিরণ খলজী
Ο ঘ) হুসেন শাহ
সঠিক উত্তর: (খ)
৩৭৬. আফগানরা মুঘলদের সাথে ‘X’ নামক যুদ্ধে পরজয় বরণ করে। এখানে ‘X’ কোন যুদ্ধকে সমর্থন করছে?
Ο ক) চৌসার যুদ্ধ
Ο খ) রাজমহলের যুদ্ধ
Ο গ) বক্সারের যুদ্ধ
Ο ঘ) পলাশী যুদ্ধ
সঠিক উত্তর: (খ)
৩৭৭. ঈশা খানের প্রথম রাজধানী ছিল কোথায়?
Ο ক) কাতরাবু
Ο খ) সোনারগাঁ
Ο গ) লালবাগ
Ο ঘ) সুবর্ণগ্রাম
সঠিক উত্তর: (ক)
৩৭৮. তুঘরিল কী নামে দুর্গ নির্মাণ করেছিলেন?
Ο ক) আন্দরকিল্লা
Ο খ) নারকিল্লা
Ο গ) বারকিল্লা
Ο ঘ) মেহেরকিল্লা
সঠিক উত্তর: (খ)
৩৭৯. বাংলায় মুসলমান শাসনের সূচনা হয় কখন?
Ο ক) দ্বাদশ শতকের শুরুতে
Ο খ) ত্রয়োদশ শতকের প্রারম্ভে
Ο গ) চতুদর্শ শতকের শেষে
Ο ঘ) পঞ্চদশ শতকের মাঝামাঝি
সঠিক উত্তর: (খ)
৩৮০. মাসুদ মারাঠাদের ইতিহাস পড়ছিল। এই মারাঠারা বাংলা আক্রমণ করে-
i. আলীবর্দী খানের আমলে
ii. সিরাজ-উদ-দৌল্লার নানার আমলে
iii. সরফরাজ-এর আমলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৮১. ইসলাম খান ঢাকায় রাজধানী স্থানান্তর করেন। এর যৌক্তিক কারণ কী?
Ο ক) জমিদারদের আনুগত্য লাভ
Ο খ) রাজধানীর নিরাপত্তা
Ο গ) জমিদারকে বশীভূত করার জন্য সহজসাধ্য হবে
Ο ঘ) মুসা খানকে দমন করার জন্য
সঠিক উত্তর: (গ)
৩৮২. ফখরা ছিলেন জনাব ‘Z’ এর বর্মরক্ষক। ‘Z’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) বাহরাম খান
Ο খ) গিয়াসউদ্দিন বাহাদুর
Ο গ) বখতিয়ার খলজি
Ο ঘ) আলী মুবারক
সঠিক উত্তর: (ক)
৩৮৩. কোন সুযোগ নিয়ে নাসিরউদ্দীন মাহমুদ লখনৌতি আক্রমণ করেন?
Ο ক) ইওয়াজ খলজির অনুপস্থিতির
Ο খ) লখনৌতির বিশৃঙ্খলার
Ο গ) আমির উমারাহদের বিদ্রোহের
Ο ঘ) ইওজ খলজির দুর্বলতার
সঠিক উত্তর: (ক)
৩৮৪. কেন আলাউদ্দিন হুসেন শাহ হাবসিদের হত্যা করার নির্দেশ দেন?
Ο ক) প্ররোচিত হয়ে
Ο খ) হাবসিদের দৌরাত্ম হ্রাসের জন্য
Ο গ) নতুন বাহিনী গঠনের জন্য
Ο ঘ) নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করতে
সঠিক উত্তর: (খ)
৩৮৫. শেরশাহের পুত্র জালাল খানের ক্ষেত্রে প্রযোজ্য-
i. ‘ইসলাম খান’ নাম ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন
ii. তিনি আট বছর রাজত্ব করেন
iii. তিনি নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৮৬. ইলিয়াস শাহের স্বপ্ন ছিল?
Ο ক) ডাক্তার হওয়া
Ο খ) ইঞ্জিনিয়ার হওয়া
Ο গ) ধনসম্পদের মালিক হওয়া
Ο ঘ) বাংলার অধিপতি হওয়া
সঠিক উত্তর: (ঘ)
৩৮৭. গিয়াসউদ্দীন আযম শাহের কৃতিত্বের প্রধান দিক ছিল কোনটি?
Ο ক) রাজস্ব সংস্কার
Ο খ) বিচক্ষণতা
Ο গ) দুরদর্শীতা
Ο ঘ) পিতা ও পিতামহের সাম্রাজ্য অক্ষুণ্ন রাখা
সঠিক উত্তর: (ঘ)
৩৮৮. সুলতান আলাউদ্দিন হোসেন শাহ-এর ক্ষেত্রে যেটি সমর্থনযোগ্য-
i. শাহী যুগের শ্রেষ্ঠ সুলতান
ii. সৈয়দ বংশের লোক
iii. আরম দেশীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮৯. গিয়াসউদ্দিন আযম শাহকে ইলিয়াস শাহি বংশের সবচেয়ে জনপ্রিয় সুলতান বলা হয় কেন?
Ο ক) অধিক সময় শাসনের জন্য
Ο খ) কোনো যুদ্ধ না করার জন্য
Ο গ) দক্ষ শাসন ও গুনাবলির জন্য
Ο ঘ) বৈদেশিক যোগাযোগ রক্ষার জন্য
সঠিক উত্তর: (গ)
৩৯০. বাংলায় হাবশী শাসনের অবসানের ক্ষেত্রে কার সাদৃশ্য রয়েছে?
Ο ক) মাহমুদ শাহের
Ο খ) শাহজাদার
Ο গ) আন্দিলের
Ο ঘ) মুজাফফর শাহের
সঠিক উত্তর: (ঘ)
৩৯১. মুসা খানের আত্মসমর্পণের ফলাফল নিচের কোনটি সঠিক?
Ο ক) জমিদারগণের বশ্যতা স্বীকার
Ο খ) রাজাদের বশ্যতা স্বীকার
Ο গ) ইসলাম খানের বশ্যতা স্বীকার
Ο ঘ) প্রজাদের বশ্যতা স্বীকার
সঠিক উত্তর: (ক)
৩৯২. ইজ্জউদ্দীন কে ছিলেন?
Ο ক) সাতগাঁওয়ের শাসনকর্তা
Ο খ) বাহাউনের শাসনকর্তা
Ο গ) গৌড়ের শাসনকর্তা
Ο ঘ) মুর্শিদাবাদের শাসনকর্তা
সঠিক উত্তর: (ক)
৩৯৩. আলাউদ্দিন আলী মর্দান খলজি খুব কঠোর শাসক ছিলেন। এ কারণে-
i. বিক্ষোভ হয়
ii. বিদ্রোহ হয়
iii. শান্তি প্রতিষ্ঠা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)
৩৯৪. পরবর্তী ইলিয়াসশাহী বংশের প্রতিষ্ঠাতা কে?
Ο ক) শামসুদ্দিন আহমদ শাহ
Ο খ) নাসির খান
Ο গ) নাসিরউদ্দিন মাহমুদ শাহ
Ο ঘ) রুকনউদ্দিন বরবক শাহ
সঠিক উত্তর: (গ)
৩৯৫. বাংলার বার ভুঁইয়ারা কোন এলাকায় তাদের প্রাধান্য বজায় রেখেছিল?
Ο ক) উত্তর বাংলায়
Ο খ) দক্ষিণ বাংলায়
Ο গ) পূর্ব বাংলায়
Ο ঘ) পশ্চিম বাংলা
সঠিক উত্তর: (গ)
৩৯৬. নাসিরউদ্দীন মাহমুদের মৃত্যু হয় কত সালে-
Ο ক) ১২২৯
Ο খ) ১২৩০
Ο গ) ১২৩১
Ο ঘ) ১২৩২
সঠিক উত্তর: (ক)
৩৯৭. ইলিয়াসশাহী বংশের সবচেয়ে জনপ্রিয় সুলতান কে ছিলেন?
Ο ক) সিকান্দর শাহ
Ο খ) ইলিয়াস শাহ
Ο গ) গিয়াসউদ্দিন আযম শাহ
Ο ঘ) ফিরোজ শাহ
সঠিক উত্তর: (গ)
৩৯৮. প্রথম দিকে বার ভূইয়াদের নেতা কে ছিলেন?
Ο ক) মুসা খান
Ο খ) ঈশা খান
Ο গ) কেদার রায়
Ο ঘ) রাজা প্রতাপাদিত্য
সঠিক উত্তর: (খ)
৩৯৯. শাসক হিসেবে রুকনউদ্দিন বরবক ছিলেন-
i. দক্ষ শাসক
ii. সব বিজয়ী শাসক
iii. প্রকৃত সৌন্দর্য রসিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০০. রহিম চট্টগ্রামের ইতিহাস পড়তে গিয়ে জানেন যে, এটি কোন শাসকের বিষয়ে তথ্য জানতে পারে?
Ο ক) মাহমুদ শাহের
Ο খ) রুকনউদ্দিন বরবক শাহে
Ο গ) ইলিয়াস শাহের
Ο ঘ) মুবারক শাহের
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History