এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৫ (৭)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৫ (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৩০১. তেলিয়াগর্হি কোথায় অবস্থিত?
Ο ক) ত্রিহুতে
Ο খ) বিহারে
Ο গ) গৌড়ে
Ο ঘ) রাজমহলে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০২. আলাউদ্দিন হুসেন শাহ জয় করেন- i. ত্রিপুরা ii. কামরূপ iii. কামতা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩০৩. সুলতান গিয়াসউদ্দীন ইওজ খলজি কার নিকট হতে স্বীকৃতি লাভ করেছিলেন?
Ο ক) আব্বাসীয় খলিফা আল নাসিরর নিকট হতে
Ο খ) আব্বাসীয় খলিফা আল আামিনের নিকট হতে
Ο গ) আব্বাসীয় খলিফা আল মামুনের নিকট হতে
Ο ঘ) আব্বাসীয় খলিফা হারুন অর রশীদের নিকট হতে
 সঠিক উত্তর: (ক)

 ৩০৪. ১২২৭ থেকে ১২৮৭ পর্যন্ত বাংলার শাসনকে মামলুক শাসন বলা হয় কেন?
Ο ক) শাসকদের সকলেই মামলুক বংশের অধিপতি ছিল
Ο খ) তুর্কি বংশের একটি শাখা ছিল মামলুক
Ο গ) শাসকদের অধিকাংশই দাস ছিল
Ο ঘ) এ বংশের প্রতিষ্ঠাতার নাম ছিল মামলুক
 সঠিক উত্তর: (খ)

 ৩০৫. বখতিয়ার খলজি কোন সেন বংশীয় রাজাকে পরাজিত করেন?
Ο ক) বিজয় সেনকে
Ο খ) বল্লাল সেনকে
Ο গ) সামন্ত সেনকে
Ο ঘ) লক্ষণ সেনকে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০৬. নাসির খানকে হত্যার যথার্থ কারণ হলো-
i. তার অযোগ্যতা
ii. তার অদক্ষতা
iii. অভিজাতবর্গের নেতিবাচক মনোভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩০৭. ঢাকার নাম ‘জাহাঙ্গীর নগর’ রাখেন কে?
Ο ক) সুবাদার কুতুবউদ্দিন কোকা
Ο খ) সুবাদার জাহাঙ্গীর কুলী খান
Ο গ) সুবাদার ইসলাম খান
Ο ঘ) সুবাদার খিজির খান
 সঠিক উত্তর: (গ)

 ৩০৮. ইসলাম খান কীভাবে বার ভুঁইয়াদের মোকাবেলা করেন?
Ο ক) নৌবহরের সহায়তায়
Ο খ) পদাতিক বাহিনীর সহায়তায়
Ο গ) গোলাবারুদ ব্যবহার করে
Ο ঘ) লৌহাস্ত্র ব্যবহার করে
 সঠিক উত্তর: (ক)

 ৩০৯. দাউদ কররনী কী উপাধি গ্রহন করেন?
Ο ক) রাজা
Ο খ) বাদশাহ
Ο গ) ফকির
Ο ঘ) দরবেশ
 সঠিক উত্তর: (খ)

 ৩১০. আলাউদ্দিন হুসেন শাহর সময়কাল দিল্লির কোন সুলতান বাংলা আক্রমণ করেন?
Ο ক) ইব্রাহীম লোদি
Ο খ) সিকান্দার লোদি
Ο গ) ফিরোজ শাহ
Ο ঘ) মুহম্মদ বিন তুঘলক
 সঠিক উত্তর: (খ)

 ৩১১. একজন বার ভূঁইয়া শাসক তাঁর শক্তি বৃদ্ধির জন্য ‘D’ নামক অঞ্চলে রাজধানী স্থাপন করেন। ‘D’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
i. খিজিরপুর
ii. কাতরাবু
iii. সোনারগাঁ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩১২. আলী মর্দান খলজি কত সালে স্বাধীনতা ঘোষণা করেন?
Ο ক) ১২০৬ সালে
Ο খ) ১২০৮ সালে
Ο গ) ১২১০ সালে
Ο ঘ) ১২১২ সালে
 সঠিক উত্তর: (গ)

 ৩১৩. বখতিয়ার খলজির পর মুসলমান শাসন বাংলায় কত বছর স্থায়ী ছিল?
Ο ক) প্রায় পাঁচ শ বছর
Ο খ) প্রায় সাড়ে পাঁচ শ বছর
Ο গ) প্রায় ছয় শ বছর
Ο ঘ) প্রায় সাতশ বছর
 সঠিক উত্তর: (খ)

 ৩১৪. বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের ফলে-
i. বাংলায় মুসলিম সংস্কৃতির বিকাশ ঘটে
ii. বাংলায় জঙ্গিবাদ বৃদ্ধি পায়
iii. বাংলায় সুশাসন প্রতিষ্ঠিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩১৫. ইওয়াজ খলজি পুনরায় কীভাবে স্বাধীনতা ঘোষণা করে?
Ο ক) সন্ধির শর্ত মান্য করে
Ο খ) ইলতুৎমিশকে অর্থ প্রদান করে
Ο গ) খুৎবায় দিল্লির সুলতানের নাম উচ্চারণ করে
Ο ঘ) বিহারের শাসনকর্তাকে বিতাড়ন করে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৬. পাইকদের দল ভেঙে দেন কে?
Ο ক) আহমদ শাহ
Ο খ) ফিরোজ শাহ
Ο গ) বরবক শাহ
Ο ঘ) হুসেন শাহ
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৭. বাংলায় মুসলমান শাসকদের মধ্যে নৌবাহিনীর গোড়াপত্তন করার ক্ষেত্রে কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) বখতিয়ার খলজি
Ο খ) শিরন খলজি
Ο গ) হুসামউদ্দীন ইওজ খলজি
Ο ঘ) ইওজ খলজি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৮. মুসা খানের ঘাঁটি হিসেবে নিচের কোন স্থানটি পরিচিত?
Ο ক) ঢাকা
Ο খ) সোনারাগাঁও
Ο গ) মহাস্থানগড়
Ο ঘ) ময়নামতি
 সঠিক উত্তর: (খ)

 ৩১৯. প্রখ্যাত কবি হাফিজ কোন দেশের অধিবাসী ছিলেন?
Ο ক) সৌদি আরবের
Ο খ) বাংলাদেশের
Ο গ) পারস্যের
Ο ঘ) আফগানিস্তানের
 সঠিক উত্তর: (গ)

 ৩২০. মালদহ হতে তাণ্ডার দুরত্ব কত?
Ο ক) ১৪ মাইল
Ο খ) ১৫ মাইল
Ο গ) ১৬ মাইল
Ο ঘ) ১৭ মাইল
 সঠিক উত্তর: (খ)

 ৩২১. হুসেন শাহ কেমন মুসলমান ছিলেন?
Ο ক) পথে মাত্র
Ο খ) নীতিহীন
Ο গ) নিষ্ঠাবান
Ο ঘ) বিবেক বর্জিত
 সঠিক উত্তর: (গ)

 ৩২২. হাবসী শাসন মাত্র ছয় বছর স্থায়ী ছিল। এর প্রধান কারণ হিসেবে কোনটি যৌক্তিক?
Ο ক) শাসকগণ অযোগ্য ছিল
Ο খ) শাসকগণ অত্যাচারী ছিল
Ο গ) অন্যায় অবিচার, বিদ্রোহ এ সময়ের প্রধান বৈশিষ্ট্য ছিল
Ο ঘ) দুর্বল শাসক ছিল
 সঠিক উত্তর: (গ)

 ৩২৩. দাউদ কর্তৃক উজির লোদীকে হত্যার নির্দেশ দেওয়ার ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) ষড়যন্ত্রকারী কর্তৃক ভুল তথ্য
Ο খ) ক্ষমতার লোভ
Ο গ) অপকর্ম
Ο ঘ) অদক্ষতার কারণে
 সঠিক উত্তর: (ক)

 ৩২৪. নাসিরউদ্দিন নুসরত শাহ-এর শাসনব্যবস্থার বৈশিষ্ট্য ছিল-
i. হিন্দু-মুসলিম সম্প্রীতি
ii. জনকল্যাণ
iii. রাজস্ব সংস্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩২৫. কী কারণে গিয়াসউদ্দিন আযম শাহ খ্যাতি অর্জন করেছিলেন?
Ο ক) সমরনিপুণতার জন্য
Ο খ) প্রজারঞ্জক ব্যক্তিত্বের জন্য
Ο গ) দানশীলতার জন্য
Ο ঘ) দূরদর্শীতার জন্য
 সঠিক উত্তর: (খ)

 ৩২৬. নুসরত শাহ প্রথমে কার সাথে মিত্রতা স্থাপন করেন?
Ο ক) হুসেন শাহের সাথে
Ο খ) বাবরের সাথে
Ο গ) বখতিয়ারের সাথে
Ο ঘ) ফিরুজ শাহের সাথে
 সঠিক উত্তর: (ক)

 ৩২৭. লক্ষণাবতীর মুসলিমদের শাসনামলে কী নামে পরিচিত হয়?
Ο ক) গৌড়
Ο খ) দেবকোট
Ο গ) বরেন্দ্র
Ο ঘ) লখনৌতি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৮. ইলিয়াস শাহের গুরুত্বপূর্ণ সাফল্য ছিল নিচের কোনটি?
Ο ক) পূর্ব বাংলা অধিকার
Ο খ) পশ্চিম বাংলা অধিকার
Ο গ) উত্তর বাংলা অধিকার
Ο ঘ) দক্ষিণ বাংলা অধিকার
 সঠিক উত্তর: (ক)

 ৩২৯. সম্রাট হুমায়ূন কত দিন গৌড়ে ছিলেন?
Ο ক) ৪ মাস
Ο খ) ৫ মাস
Ο গ) ৬ মাস
Ο ঘ) ৭ মাস
 সঠিক উত্তর: (গ)

 ৩৩০. ইলিয়াস শাহ এর বিরুদ্ধে ফিরোজ শাহ এর আক্রমণ ব্যর্থ হয় কেন?
Ο ক) সেনাবাহিনীর অযোগ্যতার কারণে
Ο খ) রসদের কারণে
Ο গ) বর্ষার কারণে
Ο ঘ) দূরত্বের কারণে
 সঠিক উত্তর: (খ)

 ৩৩১. বাহরাম খানের মৃত্যু হয় কখন?
Ο ক) ১৩৩৮ খ্রিষ্টাব্দে
Ο খ) ১৩৩৯ খ্রিষ্টাব্দে
Ο গ) ১৩৪০ খ্রিষ্টাব্দে
Ο ঘ) ১৩৪১ খ্রিষ্টাব্দে
 সঠিক উত্তর: (ক)

 ৩৩২. সাহিত্য ও সংস্কৃতিতে আলাউদ্দিন শাহ এর অবদান ছিল-
i. সাহিত্যিকদের পুরস্কার প্রদান
ii. আরবি ও ফারসি ভাষার পৃষ্ঠপোষকতা
iii. ন্যায়পরায়ণতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৩৩. ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান হিসেবে নিচের কোন নামটি সমর্থনযোগ্য?
Ο ক) ফখরুদ্দীন
Ο খ) সিরাজউদ্দীন
Ο গ) ফিরোজ শাহ
Ο ঘ) গিয়াসউদ্দীন আযম শাহ
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৪. বার ভুঁইয়াদের দমন করা হয় কার সময়ে?
Ο ক) সম্রাট আকবরের সময়ে
Ο খ) সম্রাট জাহাঙ্গীরের সময়ে
Ο গ) সম্রাট আওরঙ্গজেবের সময়ে
Ο ঘ) সম্রাট বাবরের সময়ে
 সঠিক উত্তর: (খ)

 ৩৩৫. নাসিরউদ্দীন মাহমুদ শাহ কখন মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৪৫৬ খ্রিস্টাব্দ
Ο খ) ১৪৫৭ খ্রিস্টাব্দ
Ο গ) ১৪৫৮ খ্রিস্টাব্দ
Ο ঘ) ১৪৫৯ খ্রিস্টাব্দ
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৬. মুসলমান হওয়ার পর যদুর নাম হয় কী?
Ο ক) সাইফুদ্দীন হামযা
Ο খ) মুবারক শাহ
Ο গ) ইব্রাহিম শর্কি
Ο ঘ) জালালউদ্দিন মাহমুদ
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৭. আজম শাহ কার সাথে বন্ধুত্ব স্থাপন করেন?
Ο ক) খান জাহানের সাথে
Ο খ) খান রাহমানের সাথে
Ο গ) সিরাজউদ্দীনের সাথে
Ο ঘ) ফখরুউদ্দীনের সাথে
 সঠিক উত্তর: (ক)

 ৩৩৮. মুহম্মদ আদিল নামটি কার ক্ষেত্রে সমর্থনযোগ্য?
Ο ক) শের খানের
Ο খ) মুবারিজ খানের
Ο গ) তুঘান খানের
Ο ঘ) সিরাজ খানের
 সঠিক উত্তর: (খ)

 ৩৩৯. বখতিয়ার খলজি নদীয়া জয় করেন কখন?
Ο ক) ১২০১ খ্রিষ্টাব্দে
Ο খ) ১২০২ খ্রিষ্টাব্দে
Ο গ) ১২০৩ খ্রিষ্টাব্দে
Ο ঘ) ১২০৪ খ্রিষ্টাব্দে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪০. হুসেন শাহের শাসনকালকে ইতিহাসে অমর করে রেখেছে-
i. বাংলা সাহিত্যির উন্নতি
ii. বাংলা গদ্যের উন্নতি
iii. বাংলা সাহিত্যের বিকাশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৪১. সাদিক তার বন্ধুদের জানায়, একজন সাধক বাংলার মুসলমানদের রক্ষা করতে জৌনপুরের সুলতানকে আমন্ত্রণ করেন সাদিকের তথ্যমতে কে এই সাধক?
Ο ক) নূর-কুতুব-উল-আলম
Ο খ) বাবা আদম শহিদ
Ο গ) আমানত শাহ
Ο ঘ) মখদুম শাহ
 সঠিক উত্তর: (ক)

 ৩৪২. বাংলার স্বাধীনতার সূচনা হয় কীসের মধ্য দিয়ে?
Ο ক) বাহারাম খানের মৃত্যুর মধ্য দিয়ে
Ο খ) ইওয়াজ খলজির পরাজয়ের মাধ্যমে
Ο গ) ইলতুৎমিশের রাজ্য সম্প্রসারণের মাধ্যমে
Ο ঘ) বুগরা খানের শাসনামলের মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৩. মুহম্মদ শাহের পুত্রের নাম কী?
Ο ক) খিজির খান
Ο খ) শাহবাজ খান
Ο গ) হুমায়ূন
Ο ঘ) আকবর
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৪. রুকনউদ্দিন বরবক শাহকে কেন উদার মনোভাব সম্পন্ন শাসক বলা হয়?
Ο ক) অর্থনৈতিক পুনর্গঠনের ফলে
Ο খ) বিমানবাহিনী গঠনের ফলে
Ο গ) নৌবাহিনী গঠনের ফলে
Ο ঘ) পণ্ডিতদের পৃষ্ঠপোষকতার ফলে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪৫. আলীবর্দীর প্রথম কন্যার নাম কী?
Ο ক) ঘষেটি বেগম
Ο খ) পরী বিবি
Ο গ) মীর জুমলা
Ο ঘ) রাজ্যশ্রী
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৬. সিকান্দার শাহকে অপসারণ করা হয় কেন?
Ο ক) তিনি অযোগ্য শাসক ছিলেন
Ο খ) দুর্বল শাসক ছিলেন
Ο গ) অসুস্থ ছিলেন
Ο ঘ) অত্যাচারী শাসক ছিলেন
 সঠিক উত্তর: (গ)

 ৩৪৭. সুলতান ইলতুৎমিশের পুত্রের নাম কী?
Ο ক) নাসিরউদ্দীন মাহমুদ
Ο খ) নাসিরউদ্দীন লস্কর
Ο গ) নাসিরউদ্দীন খলজি
Ο ঘ) ইওজ খলজি
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৮. কার কাছ থেকে আফগানদের হাতে বাংলায় শাসনভার চলে আসে?
Ο ক) বাবরের
Ο খ) হুমায়ুনের
Ο গ) আকবরের
Ο ঘ) জাহাঙ্গীরের
 সঠিক উত্তর: (খ)

 ৩৪৯. হোসেন শাহি বংশের শ্রেষ্ঠ সুলতান কে?
Ο ক) নুসরত শাহ
Ο খ) আলাউদ্দিন হুসেন শাহ
Ο গ) মাহমুদ শাহ
Ο ঘ) মুবারক শাহ
 সঠিক উত্তর: (খ)

 ৩৫০. জনাব ‘ক’ শাহ-ই-বান্দালা উপাধি গ্রহণ করে নিজেকে বাঙ্গালিদের নেতা হিসেবে ঘোষণা করেন। জনাব ‘ক’ নিচের কোনটিকে সমর্থন করেছে?
Ο ক) ইলিয়াস শাহ
Ο খ) ফখরুদ্দিন মুবারক শাহ
Ο গ) আজম শাহ
Ο ঘ) মাহমুদ শাহ
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post