ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৫ (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভে বাংলায় বৈপ্লবিক পরিবর্তন আসে কেন?
Ο ক) মুসলমানদের বঙ্গ বিজয়ের ফলে
Ο খ) এটি পালদের রাজধানী ছিল বলে
Ο গ) এটি বখতিয়ার খলজির রাজধানী ছিল বলে
Ο ঘ) এখানে ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধি ছিল বলে
সঠিক উত্তর: (ক)
২৫২. দৈবজ্ঞ, পণ্ডিত ও ব্রাহ্মণগণের বর্ণিত বিজয়ীর সাথে নিচের কোন শাসকের মিল রয়েছে?
Ο ক) ইলিয়াস শাহের
Ο খ) মুজাফফর শাহের
Ο গ) বখতিয়ার খলজির
Ο ঘ) মজনু শাহের
সঠিক উত্তর: (গ)
২৫৩. বখতিয়ার খলজির সহযোদ্ধা ছিলেন-
i. মুহম্মদ শিরন খলজি
ii. আলী মর্দান খলজি
iii. হুসামউদ্দীন ইওজ খলজি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৪. কীভাবে রাজা লক্ষণ সেন প্রাণ রক্ষা করেন?
Ο ক) বখতিয়ারকে হত্যা করে
Ο খ) সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়ে
Ο গ) বিমান যোগে পালিয়ে
Ο ঘ) নৌকা যোগে পালিয়ে
সঠিক উত্তর: (ঘ)
২৫৫. আফতাম ইলিয়াস শাহি বংশের মধ্যবর্তী সময়ের একজন রাজার কথা বলেন। এই রাজা বিভন্ন আচার-অনুষ্ঠান করে নিজের ছেলেকে মুসলিম থেকে ফিরিয়ে আনেন। আফতাবের ভাষ্য মতে এই বিখ্যাত রাজা হলেন-
i. রাজা গণেশ
ii. জালালউদ্দিন মাহমুদের পিতা
iii. ইব্রাহিম শর্কী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫৬. গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি কোন আব্বাসীয় শাসকের নিকট থেকে স্বীকৃতিপত্র লাভ করেন।
Ο ক) খলিফা আল নাসির
Ο খ) খলিফা আল মুনতাসির
Ο গ) খলিফা আল মামুন
Ο ঘ) খলিফা হারুন-অর-রশীদ
সঠিক উত্তর: (ক)
২৫৭. জনাব ‘D’ তাঁর গ্রামকে বলগাকপুর বলেছেন। ‘D’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) সম্রাট বাবুরের
Ο খ) সম্রাট হুমায়ূনের
Ο গ) ইবনে বতুতা
Ο ঘ) জিয়াউদ্দিন বারানীর
সঠিক উত্তর: (ঘ)
২৫৮. কাদেরকে সামলুক বলা হয়?
Ο ক) তুর্কিদের
Ο খ) গ্রিকদের
Ο গ) দাসদের
Ο ঘ) আফগানদের
সঠিক উত্তর: (গ)
২৫৯. শামসুদ্দিন ইলিয়াস শাহ নেপাল আক্রমণ করেন কত সালে?
Ο ক) ১৩৪৯
Ο খ) ১৩৫০
Ο গ) ১৩৫১
Ο ঘ) ১৩৫২
সঠিক উত্তর: (খ)
২৬০. ইওয়াজ খলজি শিল্প ও সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। এর যথার্থতা নিরুপণে বলা যায়-
i. সূফী সাধকদের জায়গীর ও বৃত্তি প্রদান
ii. লখনৌতিকে মুসলিম শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত করন
iii. গৌড়ের জুমা মসজিদ নির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬১. কেন ইলিয়াস শাহ, ‘শাহ-ই-বাঙ্গালা উপাধি গ্রহণ করেন?
Ο ক) বাঙালিদের জাতীয় নেতা হিসেবে নিজেকে ঘোষণা করতে
Ο খ) অধিক সৈন্যবাহিনীর অধিকারী হওয়াতে
Ο গ) সম্রাট হিসেবে স্বীকৃতি পেতে
Ο ঘ) শ্রেষ্ঠ সুলতান হিসেবে নিজেকে ঘোষণা করতে
সঠিক উত্তর: (ক)
২৬২. নাসির উদ্দিন নুসরত শাহের অন্যতম কৃতিত্ব কোনটি?
Ο ক) ন্যায়পরায়ণতা
Ο খ) স্থাপত্য কীর্তি
Ο গ) রাজনৈতিক বিজ্ঞতা
Ο ঘ) সমরকুশলতা
সঠিক উত্তর: (খ)
২৬৩. বখতিয়ার খলজির কয়জন সহযোদ্ধা ছিল?
Ο ক) দু জন
Ο খ) তিন জন
Ο গ) চার জন
Ο ঘ) পাঁচ জন
সঠিক উত্তর: (খ)
২৬৪. বাংলার ইতিহাসের কম বছর মুসলমান সুলতানের স্বাধীন রাজত্বের যুগ?
Ο ক) এক শ বছর
Ο খ) দু শ বছর
Ο গ) তিন শ বছর
Ο ঘ) চার শ বছর
সঠিক উত্তর: (খ)
২৬৫. অন্যান্য জমিদার সহজেই মুঘল সম্রাটের বশ্যতা স্বীকার করেন কেন?
Ο ক) মুসা খান আত্মসমর্পণ করেছিলেন
Ο খ) ঈশা খান আত্মসমপর্ণ করেছিলেন
Ο গ) ইসলাম খান তাঁদের হাতে পরাজিত হয়েছিলেন
Ο ঘ) জাহাঙ্গীর তাঁদের বাধ্য করেছিলেন
সঠিক উত্তর: (ক)
২৬৬. রাজা গণেশ ও তার বংশধরেরা কত বছর রাজত্ব করেন?
Ο ক) প্রায় পঁচিশ বছর
Ο খ) প্রায় ত্রিশ বছর
Ο গ) প্রায় পয়ঁত্রিশ বছর
Ο ঘ) প্রায় চল্লিশ বছর
সঠিক উত্তর: (খ)
২৬৭. মুনিম খান কে ছিলেন?
Ο ক) কাশ্মীর শাসনকর্তা
Ο খ) আহমেদাবাদের শাসনকর্তা
Ο গ) জৌনপুরের শাসনকর্তা
Ο ঘ) কাল্পীর শাসনকর্তা
সঠিক উত্তর: (গ)
২৬৮. শায়েস্তা খান আরাকানী জলদস্যুদের উৎখাত করেন কে?
Ο ক) তাদের সাতে যুদ্ধ হয়েছিল বলে
Ο খ) তারা জনজীবনের জন্য হুমকিস্বরুপ ছিল বলে
Ο গ) তারা শায়েস্তা খানকে বিতাড়িত করতে চেয়েছিল বলে
Ο ঘ) তাদের সাথে ইংরেজদের বিরোধ ছিল বলে
সঠিক উত্তর: (খ)
২৬৯. ‘কদম রসুল’ কিসের নাম?
Ο ক) গ্রন্থের নাম
Ο খ) বাড়ির নাম
Ο গ) গোত্রের নাম
Ο ঘ) ভবনের নাম
সঠিক উত্তর: (ঘ)
২৭০. ফখরুদ্দিন মুবারক শাহ এর পুত্রের নাম কী ছিল?
Ο ক) নাসিরউদ্দীন মাহমুদ
Ο খ) ইখতিয়ার উদ্দিন গাজী শাহ
Ο গ) বুগরা খান
Ο ঘ) তুঘলক খান
সঠিক উত্তর: (খ)
২৭১. সৌন্দর্যরসিক কথাটি কার সাথে সাঞ্জস্যপূর্ণ?
Ο ক) মুবারক শাহ
Ο খ) ফিরোজ শাহ
Ο গ) বরবক শাহ
Ο ঘ) আহমদ শাহ
সঠিক উত্তর: (গ)
২৭২. বার ভুঁইয়া কারা?
Ο ক) বাংলায় জমিদার
Ο খ) বিহারের রাজা
Ο গ) মুঘল সেনাপতি
Ο ঘ) আফগান সেনাপতি
সঠিক উত্তর: (ক)
২৭৩. কামতা ও কামরূপ জয়ের ফলে আলাউদ্দিন হুসেন শাহ এর কোন কৃতিত্ব ফুটে উঠে?
Ο ক) রাজনৈতিক বিজ্ঞতা
Ο খ) ন্যায়পরায়ণতা
Ο গ) সমরকুশলতা
Ο ঘ) দানশীলতা
সঠিক উত্তর: (গ)
২৭৪. বাংলায় প্রকৃত স্বাধীনতার প্রতিষ্ঠাতা ছিলেন ‘X’ । ‘X’ নিচের কোনটিকে নির্দেশ করছে?
Ο ক) ফখরুদ্দিন মুবারক শাহ
Ο খ) হুসেন শাহ
Ο গ) ইলিয়াস শাহ
Ο ঘ) গিয়াসউদ্দিন আজম শাহ
সঠিক উত্তর: (গ)
২৭৫. আবীদ প্রথম দিকে বার ভুঁইয়াদের নেতার কথা বলেন। আবীদের তথ্য অনুযায়ী নিচের কোন নেতার সাথে মিল পাওয়া যায়?
Ο ক) মুসা খান
Ο খ) ঈসা খান
Ο গ) চাঁদ রায়
Ο ঘ) কেদার রায়
সঠিক উত্তর: (খ)
২৭৬. গৌড় বিজয়ের কয় বৎসর পর বখতিয়ার খলজি তিব্বত অভিযান করেন?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (খ)
২৭৭. রাজা গণেশের গোপনে শক্তি সঞ্চয়ের কী কারণ?
i. হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করা
ii. বৌদ্ধ রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করা
iii. মুসলমানদের হটানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭৮. ‘জাহাঙ্গীরের’ ক্ষেত্রে প্রযোজ্য-
i. বাংলার বারভুঁইয়াদের দমন সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালের কৃতিত্বপূর্ণ কাজ
ii. জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকার নাম রাখা হয় জাহাঙ্গীর নগর
iii. জাহাঙ্গীরের আমল ‘নবাবি আমল’ নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭৯. “মুঘিসউদ্দিন” কত সালে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১২৫৫ সাল
Ο খ) ১২৬০ সাল
Ο গ) ১২৭৫ সাল
Ο ঘ) ১২৮১ সাল
সঠিক উত্তর: (ঘ)
২৮০. মুর্শিদকুলী খানের অন্যতম কৃতিত্ব হচ্ছে-
i. রাজস্ব সংস্কার
ii. অর্থনৈতিক সংস্কার
iii. ন্যায়পরায়ণতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৮১. গণেশের পুত্রের নাম কী?
Ο ক) জালালউদ্দীন মাহমুদ
Ο খ) ইব্রাহিম শর্কি
Ο গ) দেবেন্দ্রদাস
Ο ঘ) মহেন্দ্রদের
সঠিক উত্তর: (ক)
২৮২. শায়েস্তা খানের নগরী হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) পিতা-পুত্র
Ο খ) চাচা-ভাতিজা
Ο গ) শ্বশুর-জামাতা
Ο ঘ) দাদা-নাতি
সঠিক উত্তর: (গ)
২৮৩. ১২২৭-১২৮৭ পর্যন্ত ৬০ বছর ‘ক’ বংশীয়রা বাংলা শাসন করেন। ‘ক’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
Ο ক) হোসেন শাহী বংশ
Ο খ) ইলিয়াসশাহী বংশ
Ο গ) মামলুক বংশ
Ο ঘ) রাজা গণেশের বংশ
সঠিক উত্তর: (গ)
২৮৪. জালাল খান কত বছর রাজত্ব করেন?
Ο ক) পাঁচ বছর
Ο খ) ছয় বছর
Ο গ) সাত বছর
Ο ঘ) আট বছর
সঠিক উত্তর: (ঘ)
২৮৫. বাংলায় মুঘলদের কী ছিল?
Ο ক) সুবা
Ο খ) মূলকেন্দ্র
Ο গ) রাজধানী
Ο ঘ) শহর
সঠিক উত্তর: (ক)
২৮৬. রাজা মানসিংহ কত খ্রিস্টাব্দে বাংলার সুবাদার হয়ে আসেন?
Ο ক) ১৫৯৩
Ο খ) ১৫৯৪
Ο গ) ১৫৯৫
Ο ঘ) ১৫৯৬
সঠিক উত্তর: (খ)
২৮৭. বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠার সূচনা করেন কে?
Ο ক) বখতিয়ার খলজি
Ο খ) শিরন খলজি
Ο গ) মর্দান খলজি
Ο ঘ) হুসামউদ্দীন খলজি
সঠিক উত্তর: (ক)
২৮৮. আজম শাহের রাজত্বকালে কেমন অভিযান প্রেরণ করেন?
Ο ক) সফল
Ο খ) বিফল
Ο গ) সার্থক
Ο ঘ) সময়োপযোগী
সঠিক উত্তর: (খ)
২৮৯. বখতিয়ার খলজি কত খ্রিষ্টাব্দে গজনীতে আসেন?
Ο ক) ১১৯৪ খ্রিষ্টাব্দে
Ο খ) ১১৯৫ খ্রিষ্টাব্দে
Ο গ) ১১৯৬ খ্রিষ্টাব্দে
Ο ঘ) ১১৯৭ খ্রিষ্টাব্দে
সঠিক উত্তর: (খ)
২৯০. প্রথমদিকে বার ভূইয়াদের নেতা ছিলেন কে?
Ο ক) ঈসা খান
Ο খ) চাঁদ রায়
Ο গ) কেদার রায়
Ο ঘ) বীর হামির
সঠিক উত্তর: (ক)
২৯১. হাবসি শাসনের উচ্ছেদ করেন কে?
Ο ক) সৈয়দ হোসেন
Ο খ) সৈয়দ মাসুদ
Ο গ) সৈয়দ আহম্মদ
Ο ঘ) সৈয়দ খালেক
সঠিক উত্তর: (ক)
২৯২. মুসা খানের পরাজয়ের ফলে-
i. বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয়
ii. বার ভুঁইয়াদের শাসনের অবসান ঘটে
iii. নবাবি শাসনের অবসান ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯৩. ফিরোজ শাহের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন কে?
Ο ক) ইব্রাহিম
Ο খ) কদর খান
Ο গ) বুঘরা খান
Ο ঘ) গিয়াসউদ্দীন বাহাদুর শাহ
সঠিক উত্তর: (ঘ)
২৯৪. রুকনউদ্দিন বরবক শাহের উপাধি হলো-
i. আল ফাজিল
ii. আল দাখিল
iii. আল কামিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৯৫. গিয়াসউদ্দিন ইওয়াস খলজি ছিলেন সর্বশ্রেষ্ঠ শাসক। এর যর্থাথতা নিরূপণে বলা যায়-
Ο ক) রাজধানী দেবকোট থেকে গৌড়ে স্থানান্তর করেন
Ο খ) তাঁর পৃষ্ঠপোষকতার শিল্প সাহিত্যের উন্নতি সাধিত হয়েছে
Ο গ) তাঁর প্রচেষ্টায় বাংলায় মুসলিম রাজ্য সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়
Ο ঘ) জনদরদী শাসক ছিলেন
সঠিক উত্তর: (গ)
২৯৬. আসলাম শ্রীচৈতন্যের জীবনী পড়তে গিয়ে বলেন যে, তিনি একজন বিখ্যাত শাসকের সমসাময়িক। আসলাম কোন শাসকের বিষয়ে আলোকপাত করেছেন?
Ο ক) ইলিয়াস শাহ
Ο খ) আলাউদ্দিন হুসেন শাহ
Ο গ) ফখরুদ্দিন মুবারক শাহ
Ο ঘ) আলাউদ্দিন ফিরোজ শাহ
সঠিক উত্তর: (খ)
২৯৭. শের শাহ বাংলা দখল করেন কখন?
Ο ক) ১৫৪০ খ্রিস্টাব্দে
Ο খ) ১৫৪১ খ্রিস্টাব্দে
Ο গ) ১৫৪২ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৫৪৩ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ক)
২৯৮. ইলিয়াস শাহ জয় করেছিলেন- i. চম্পারণ ii. গোরক্ষপুর iii. কাশী নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯৯. ইলিয়াস শাহের বংশধর কীভাবে পুনরায় রাজত্ব শুরু করেন?
Ο ক) নাসির খানকে হত্যা করে
Ο খ) অভিজাতবর্গের সাহায্যে ক্ষমতায় আরোহণ করে
Ο গ) আহমদ শাহকে ক্ষমতাচ্যূত করে
Ο ঘ) আহমদ শাহের সহায়তা লাভের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
৩০০. আলী মর্দনে খলজিকে বন্দী করা হয়। কারণ-
i. শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য
ii. বখতিয়ার খলজির হত্যাকারী ছিলেন
iii. বিদ্রোহ দমনের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভে বাংলায় বৈপ্লবিক পরিবর্তন আসে কেন?
Ο ক) মুসলমানদের বঙ্গ বিজয়ের ফলে
Ο খ) এটি পালদের রাজধানী ছিল বলে
Ο গ) এটি বখতিয়ার খলজির রাজধানী ছিল বলে
Ο ঘ) এখানে ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধি ছিল বলে
সঠিক উত্তর: (ক)
২৫২. দৈবজ্ঞ, পণ্ডিত ও ব্রাহ্মণগণের বর্ণিত বিজয়ীর সাথে নিচের কোন শাসকের মিল রয়েছে?
Ο ক) ইলিয়াস শাহের
Ο খ) মুজাফফর শাহের
Ο গ) বখতিয়ার খলজির
Ο ঘ) মজনু শাহের
সঠিক উত্তর: (গ)
২৫৩. বখতিয়ার খলজির সহযোদ্ধা ছিলেন-
i. মুহম্মদ শিরন খলজি
ii. আলী মর্দান খলজি
iii. হুসামউদ্দীন ইওজ খলজি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৪. কীভাবে রাজা লক্ষণ সেন প্রাণ রক্ষা করেন?
Ο ক) বখতিয়ারকে হত্যা করে
Ο খ) সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়ে
Ο গ) বিমান যোগে পালিয়ে
Ο ঘ) নৌকা যোগে পালিয়ে
সঠিক উত্তর: (ঘ)
২৫৫. আফতাম ইলিয়াস শাহি বংশের মধ্যবর্তী সময়ের একজন রাজার কথা বলেন। এই রাজা বিভন্ন আচার-অনুষ্ঠান করে নিজের ছেলেকে মুসলিম থেকে ফিরিয়ে আনেন। আফতাবের ভাষ্য মতে এই বিখ্যাত রাজা হলেন-
i. রাজা গণেশ
ii. জালালউদ্দিন মাহমুদের পিতা
iii. ইব্রাহিম শর্কী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫৬. গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি কোন আব্বাসীয় শাসকের নিকট থেকে স্বীকৃতিপত্র লাভ করেন।
Ο ক) খলিফা আল নাসির
Ο খ) খলিফা আল মুনতাসির
Ο গ) খলিফা আল মামুন
Ο ঘ) খলিফা হারুন-অর-রশীদ
সঠিক উত্তর: (ক)
২৫৭. জনাব ‘D’ তাঁর গ্রামকে বলগাকপুর বলেছেন। ‘D’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) সম্রাট বাবুরের
Ο খ) সম্রাট হুমায়ূনের
Ο গ) ইবনে বতুতা
Ο ঘ) জিয়াউদ্দিন বারানীর
সঠিক উত্তর: (ঘ)
২৫৮. কাদেরকে সামলুক বলা হয়?
Ο ক) তুর্কিদের
Ο খ) গ্রিকদের
Ο গ) দাসদের
Ο ঘ) আফগানদের
সঠিক উত্তর: (গ)
২৫৯. শামসুদ্দিন ইলিয়াস শাহ নেপাল আক্রমণ করেন কত সালে?
Ο ক) ১৩৪৯
Ο খ) ১৩৫০
Ο গ) ১৩৫১
Ο ঘ) ১৩৫২
সঠিক উত্তর: (খ)
২৬০. ইওয়াজ খলজি শিল্প ও সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। এর যথার্থতা নিরুপণে বলা যায়-
i. সূফী সাধকদের জায়গীর ও বৃত্তি প্রদান
ii. লখনৌতিকে মুসলিম শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত করন
iii. গৌড়ের জুমা মসজিদ নির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬১. কেন ইলিয়াস শাহ, ‘শাহ-ই-বাঙ্গালা উপাধি গ্রহণ করেন?
Ο ক) বাঙালিদের জাতীয় নেতা হিসেবে নিজেকে ঘোষণা করতে
Ο খ) অধিক সৈন্যবাহিনীর অধিকারী হওয়াতে
Ο গ) সম্রাট হিসেবে স্বীকৃতি পেতে
Ο ঘ) শ্রেষ্ঠ সুলতান হিসেবে নিজেকে ঘোষণা করতে
সঠিক উত্তর: (ক)
২৬২. নাসির উদ্দিন নুসরত শাহের অন্যতম কৃতিত্ব কোনটি?
Ο ক) ন্যায়পরায়ণতা
Ο খ) স্থাপত্য কীর্তি
Ο গ) রাজনৈতিক বিজ্ঞতা
Ο ঘ) সমরকুশলতা
সঠিক উত্তর: (খ)
২৬৩. বখতিয়ার খলজির কয়জন সহযোদ্ধা ছিল?
Ο ক) দু জন
Ο খ) তিন জন
Ο গ) চার জন
Ο ঘ) পাঁচ জন
সঠিক উত্তর: (খ)
২৬৪. বাংলার ইতিহাসের কম বছর মুসলমান সুলতানের স্বাধীন রাজত্বের যুগ?
Ο ক) এক শ বছর
Ο খ) দু শ বছর
Ο গ) তিন শ বছর
Ο ঘ) চার শ বছর
সঠিক উত্তর: (খ)
২৬৫. অন্যান্য জমিদার সহজেই মুঘল সম্রাটের বশ্যতা স্বীকার করেন কেন?
Ο ক) মুসা খান আত্মসমর্পণ করেছিলেন
Ο খ) ঈশা খান আত্মসমপর্ণ করেছিলেন
Ο গ) ইসলাম খান তাঁদের হাতে পরাজিত হয়েছিলেন
Ο ঘ) জাহাঙ্গীর তাঁদের বাধ্য করেছিলেন
সঠিক উত্তর: (ক)
২৬৬. রাজা গণেশ ও তার বংশধরেরা কত বছর রাজত্ব করেন?
Ο ক) প্রায় পঁচিশ বছর
Ο খ) প্রায় ত্রিশ বছর
Ο গ) প্রায় পয়ঁত্রিশ বছর
Ο ঘ) প্রায় চল্লিশ বছর
সঠিক উত্তর: (খ)
২৬৭. মুনিম খান কে ছিলেন?
Ο ক) কাশ্মীর শাসনকর্তা
Ο খ) আহমেদাবাদের শাসনকর্তা
Ο গ) জৌনপুরের শাসনকর্তা
Ο ঘ) কাল্পীর শাসনকর্তা
সঠিক উত্তর: (গ)
২৬৮. শায়েস্তা খান আরাকানী জলদস্যুদের উৎখাত করেন কে?
Ο ক) তাদের সাতে যুদ্ধ হয়েছিল বলে
Ο খ) তারা জনজীবনের জন্য হুমকিস্বরুপ ছিল বলে
Ο গ) তারা শায়েস্তা খানকে বিতাড়িত করতে চেয়েছিল বলে
Ο ঘ) তাদের সাথে ইংরেজদের বিরোধ ছিল বলে
সঠিক উত্তর: (খ)
২৬৯. ‘কদম রসুল’ কিসের নাম?
Ο ক) গ্রন্থের নাম
Ο খ) বাড়ির নাম
Ο গ) গোত্রের নাম
Ο ঘ) ভবনের নাম
সঠিক উত্তর: (ঘ)
২৭০. ফখরুদ্দিন মুবারক শাহ এর পুত্রের নাম কী ছিল?
Ο ক) নাসিরউদ্দীন মাহমুদ
Ο খ) ইখতিয়ার উদ্দিন গাজী শাহ
Ο গ) বুগরা খান
Ο ঘ) তুঘলক খান
সঠিক উত্তর: (খ)
২৭১. সৌন্দর্যরসিক কথাটি কার সাথে সাঞ্জস্যপূর্ণ?
Ο ক) মুবারক শাহ
Ο খ) ফিরোজ শাহ
Ο গ) বরবক শাহ
Ο ঘ) আহমদ শাহ
সঠিক উত্তর: (গ)
২৭২. বার ভুঁইয়া কারা?
Ο ক) বাংলায় জমিদার
Ο খ) বিহারের রাজা
Ο গ) মুঘল সেনাপতি
Ο ঘ) আফগান সেনাপতি
সঠিক উত্তর: (ক)
২৭৩. কামতা ও কামরূপ জয়ের ফলে আলাউদ্দিন হুসেন শাহ এর কোন কৃতিত্ব ফুটে উঠে?
Ο ক) রাজনৈতিক বিজ্ঞতা
Ο খ) ন্যায়পরায়ণতা
Ο গ) সমরকুশলতা
Ο ঘ) দানশীলতা
সঠিক উত্তর: (গ)
২৭৪. বাংলায় প্রকৃত স্বাধীনতার প্রতিষ্ঠাতা ছিলেন ‘X’ । ‘X’ নিচের কোনটিকে নির্দেশ করছে?
Ο ক) ফখরুদ্দিন মুবারক শাহ
Ο খ) হুসেন শাহ
Ο গ) ইলিয়াস শাহ
Ο ঘ) গিয়াসউদ্দিন আজম শাহ
সঠিক উত্তর: (গ)
২৭৫. আবীদ প্রথম দিকে বার ভুঁইয়াদের নেতার কথা বলেন। আবীদের তথ্য অনুযায়ী নিচের কোন নেতার সাথে মিল পাওয়া যায়?
Ο ক) মুসা খান
Ο খ) ঈসা খান
Ο গ) চাঁদ রায়
Ο ঘ) কেদার রায়
সঠিক উত্তর: (খ)
২৭৬. গৌড় বিজয়ের কয় বৎসর পর বখতিয়ার খলজি তিব্বত অভিযান করেন?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (খ)
২৭৭. রাজা গণেশের গোপনে শক্তি সঞ্চয়ের কী কারণ?
i. হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করা
ii. বৌদ্ধ রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করা
iii. মুসলমানদের হটানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭৮. ‘জাহাঙ্গীরের’ ক্ষেত্রে প্রযোজ্য-
i. বাংলার বারভুঁইয়াদের দমন সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালের কৃতিত্বপূর্ণ কাজ
ii. জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকার নাম রাখা হয় জাহাঙ্গীর নগর
iii. জাহাঙ্গীরের আমল ‘নবাবি আমল’ নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭৯. “মুঘিসউদ্দিন” কত সালে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১২৫৫ সাল
Ο খ) ১২৬০ সাল
Ο গ) ১২৭৫ সাল
Ο ঘ) ১২৮১ সাল
সঠিক উত্তর: (ঘ)
২৮০. মুর্শিদকুলী খানের অন্যতম কৃতিত্ব হচ্ছে-
i. রাজস্ব সংস্কার
ii. অর্থনৈতিক সংস্কার
iii. ন্যায়পরায়ণতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৮১. গণেশের পুত্রের নাম কী?
Ο ক) জালালউদ্দীন মাহমুদ
Ο খ) ইব্রাহিম শর্কি
Ο গ) দেবেন্দ্রদাস
Ο ঘ) মহেন্দ্রদের
সঠিক উত্তর: (ক)
২৮২. শায়েস্তা খানের নগরী হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) পিতা-পুত্র
Ο খ) চাচা-ভাতিজা
Ο গ) শ্বশুর-জামাতা
Ο ঘ) দাদা-নাতি
সঠিক উত্তর: (গ)
২৮৩. ১২২৭-১২৮৭ পর্যন্ত ৬০ বছর ‘ক’ বংশীয়রা বাংলা শাসন করেন। ‘ক’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
Ο ক) হোসেন শাহী বংশ
Ο খ) ইলিয়াসশাহী বংশ
Ο গ) মামলুক বংশ
Ο ঘ) রাজা গণেশের বংশ
সঠিক উত্তর: (গ)
২৮৪. জালাল খান কত বছর রাজত্ব করেন?
Ο ক) পাঁচ বছর
Ο খ) ছয় বছর
Ο গ) সাত বছর
Ο ঘ) আট বছর
সঠিক উত্তর: (ঘ)
২৮৫. বাংলায় মুঘলদের কী ছিল?
Ο ক) সুবা
Ο খ) মূলকেন্দ্র
Ο গ) রাজধানী
Ο ঘ) শহর
সঠিক উত্তর: (ক)
২৮৬. রাজা মানসিংহ কত খ্রিস্টাব্দে বাংলার সুবাদার হয়ে আসেন?
Ο ক) ১৫৯৩
Ο খ) ১৫৯৪
Ο গ) ১৫৯৫
Ο ঘ) ১৫৯৬
সঠিক উত্তর: (খ)
২৮৭. বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠার সূচনা করেন কে?
Ο ক) বখতিয়ার খলজি
Ο খ) শিরন খলজি
Ο গ) মর্দান খলজি
Ο ঘ) হুসামউদ্দীন খলজি
সঠিক উত্তর: (ক)
২৮৮. আজম শাহের রাজত্বকালে কেমন অভিযান প্রেরণ করেন?
Ο ক) সফল
Ο খ) বিফল
Ο গ) সার্থক
Ο ঘ) সময়োপযোগী
সঠিক উত্তর: (খ)
২৮৯. বখতিয়ার খলজি কত খ্রিষ্টাব্দে গজনীতে আসেন?
Ο ক) ১১৯৪ খ্রিষ্টাব্দে
Ο খ) ১১৯৫ খ্রিষ্টাব্দে
Ο গ) ১১৯৬ খ্রিষ্টাব্দে
Ο ঘ) ১১৯৭ খ্রিষ্টাব্দে
সঠিক উত্তর: (খ)
২৯০. প্রথমদিকে বার ভূইয়াদের নেতা ছিলেন কে?
Ο ক) ঈসা খান
Ο খ) চাঁদ রায়
Ο গ) কেদার রায়
Ο ঘ) বীর হামির
সঠিক উত্তর: (ক)
২৯১. হাবসি শাসনের উচ্ছেদ করেন কে?
Ο ক) সৈয়দ হোসেন
Ο খ) সৈয়দ মাসুদ
Ο গ) সৈয়দ আহম্মদ
Ο ঘ) সৈয়দ খালেক
সঠিক উত্তর: (ক)
২৯২. মুসা খানের পরাজয়ের ফলে-
i. বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয়
ii. বার ভুঁইয়াদের শাসনের অবসান ঘটে
iii. নবাবি শাসনের অবসান ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯৩. ফিরোজ শাহের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন কে?
Ο ক) ইব্রাহিম
Ο খ) কদর খান
Ο গ) বুঘরা খান
Ο ঘ) গিয়াসউদ্দীন বাহাদুর শাহ
সঠিক উত্তর: (ঘ)
২৯৪. রুকনউদ্দিন বরবক শাহের উপাধি হলো-
i. আল ফাজিল
ii. আল দাখিল
iii. আল কামিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৯৫. গিয়াসউদ্দিন ইওয়াস খলজি ছিলেন সর্বশ্রেষ্ঠ শাসক। এর যর্থাথতা নিরূপণে বলা যায়-
Ο ক) রাজধানী দেবকোট থেকে গৌড়ে স্থানান্তর করেন
Ο খ) তাঁর পৃষ্ঠপোষকতার শিল্প সাহিত্যের উন্নতি সাধিত হয়েছে
Ο গ) তাঁর প্রচেষ্টায় বাংলায় মুসলিম রাজ্য সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়
Ο ঘ) জনদরদী শাসক ছিলেন
সঠিক উত্তর: (গ)
২৯৬. আসলাম শ্রীচৈতন্যের জীবনী পড়তে গিয়ে বলেন যে, তিনি একজন বিখ্যাত শাসকের সমসাময়িক। আসলাম কোন শাসকের বিষয়ে আলোকপাত করেছেন?
Ο ক) ইলিয়াস শাহ
Ο খ) আলাউদ্দিন হুসেন শাহ
Ο গ) ফখরুদ্দিন মুবারক শাহ
Ο ঘ) আলাউদ্দিন ফিরোজ শাহ
সঠিক উত্তর: (খ)
২৯৭. শের শাহ বাংলা দখল করেন কখন?
Ο ক) ১৫৪০ খ্রিস্টাব্দে
Ο খ) ১৫৪১ খ্রিস্টাব্দে
Ο গ) ১৫৪২ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৫৪৩ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ক)
২৯৮. ইলিয়াস শাহ জয় করেছিলেন- i. চম্পারণ ii. গোরক্ষপুর iii. কাশী নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯৯. ইলিয়াস শাহের বংশধর কীভাবে পুনরায় রাজত্ব শুরু করেন?
Ο ক) নাসির খানকে হত্যা করে
Ο খ) অভিজাতবর্গের সাহায্যে ক্ষমতায় আরোহণ করে
Ο গ) আহমদ শাহকে ক্ষমতাচ্যূত করে
Ο ঘ) আহমদ শাহের সহায়তা লাভের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
৩০০. আলী মর্দনে খলজিকে বন্দী করা হয়। কারণ-
i. শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য
ii. বখতিয়ার খলজির হত্যাকারী ছিলেন
iii. বিদ্রোহ দমনের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History