এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৫ (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৫ (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২০১. বরবক শাহ তাঁর ফতেহ শাহকে হত্যা করেন। এর যথার্থ কারণ কী?
Ο ক) ক্রীতদাসদের প্রলোভনের কারণে
Ο খ) ফতেহ শাহ সৎভাই ছিলেন
Ο গ) ফতেহ শাহ অযোগ্য শাসক ছিলেন
Ο ঘ) শাসক হওয়ার অভিপ্রায় পূরণের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ২০২. ‘ক’ নামক ব্যাক্তি বাহুবলে নবাবি পদ লাভ করেন। ‘ক’ এর সাথে কোন চরিত্রটির মিল রয়েছে?
Ο ক) মীর জাফর
Ο খ) আলীবর্দী
Ο গ) মুর্শিদকুলী
Ο ঘ) সিরাজ-উদ-দৌলা
 সঠিক উত্তর: (খ)

 ২০৩. ইওয়াজ খলজির অন্যতম স্থাপত্যকীর্তি কোনটি?
Ο ক) বৃত্তি প্রদান
Ο খ) মসজিদ নির্মাণ
Ο গ) জায়গীর প্রদান
Ο ঘ) সুফীদের পৃষ্ঠপোষকতা
 সঠিক উত্তর: (খ)

 ২০৪. জনাব ‘ক’ এর পরাজয়ের মধ্যে দিয়ে হাবসী শাসনের অবসান ঘটে। ‘ক’ কোনটিকে সমর্থন করছে?
Ο ক) হোসেন শাহ
Ο খ) মুজাফফর শাহ
Ο গ) মাহমুদ শাহ
Ο ঘ) ফিরুজ শাহ
 সঠিক উত্তর: (খ)

 ২০৫. কঠোর শাসক হিসেবে নিচের কোন নামটি সমর্থনযোগ্য?
Ο ক) বখতিয়ার খলজি
Ο খ) মুহম্মদ শিরন খলজি
Ο গ) আলী মর্দান খলজি
Ο ঘ) হুসামউদ্দীন ইওয়াজ খলজি
 সঠিক উত্তর: (গ)

 ২০৬. রাজধানী দখল করলেও মুঘলরা বাংলায় ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারেননি কেন?
Ο ক) বড় বড় স্বাধীন জমিদার ছিল
Ο খ) মুঘল শাসকরা দুর্বল হয়ে পড়েছিল
Ο গ) বর্ষার কারণে বাংলায় থাকা কঠিন ছিল
Ο ঘ) মশা-মাছির উপদ্রব বেশি ছিল
 সঠিক উত্তর: (ক)

 ২০৭. যে কাজের জন্য সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের যথেষ্ট সুখ্যাতি ছিল তা হলো-
i. কবি সাহিত্যিকগণকে তিনি সমাদর ও শ্রদ্ধা করতেন
ii. তিনি কাব্য রসিক ছিলেন
iii. নিজেও ফারসি ভাষায় কবিতা রচনা করতেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৮. কনৌজের যুদ্ধের ফলাফল কী হয়েছিল?
Ο ক) হুমায়ুনের পরাজয়
Ο খ) শেরশাহ-এর পরাজয়
Ο গ) বাবরের পরাজয়
Ο ঘ) আকবরের পরাজয়
 সঠিক উত্তর: (ক)

 ২০৯. নুসরত শাহ রাজ্যের বহু স্থানে কূপ ও পুকুর খনন করেছিলেন কেন?
Ο ক) পানি নিবারণের জন্য
Ο খ) মাছ চাষের জন্য
Ο গ) রাজ্য রক্ষার জন্য
Ο ঘ) সৌন্দর্য বৃদ্ধির জন্য
 সঠিক উত্তর: (ক)

 ২১০. ‘সিন্নি’ কথাটির প্রচলন করেন কে?
Ο ক) শ্রী চৈতন্য দেব
Ο খ) সত্য নারায়ণ
Ο গ) মহাদেব
Ο ঘ) রামকৃষ্ণ
 সঠিক উত্তর: (খ)

 ২১১. কোন মুঘল সম্রাটের রাজত্বকালে মুর্শিদকুলী খান বাংলার সুবাদার নিযুক্ত হন?
Ο ক) শাহ সুজা
Ο খ) ফারুকশিয়র
Ο গ) জাহাঙ্গীর
Ο ঘ) আকবর
 সঠিক উত্তর: (খ)

 ২১২. লখনৌতি ও সাতগাঁওয়ের শাসনকর্তা সোনারগাঁ আক্রমণ করেন কেন?
Ο ক) সোনারগাঁ ধন সম্পদের প্রাচুর্য ছিল
Ο খ) দিল্লির সুলতানের নির্দেশ ছিল
Ο গ) সোনারগায়ের স্বাধীনতায় ঈর্ষান্বিত হয়ে
Ο ঘ) সোনারগাঁকে ধ্বংস করার জন্য
 সঠিক উত্তর: (গ)

 ২১৩. বাংলার জমিদারদের বাঁর ভুইয়া বলার কারণ কী?
Ο ক) এরা সংখ্যায় ১২ জন ছিল
Ο খ) প্রত্যেক বারটি পরগণার অধিপতি ছিল
Ο গ) জমিদারদের সংখ্যা অনির্দিষ্ট বুঝানোর জন্য
Ο ঘ) প্রত্যেকের অধীনে ১২ জন সৈনিক থাকত
 সঠিক উত্তর: (গ)

 ২১৪. ইলিয়াস শাহ এর সমগ্র বাংলা একত্রীকরণের কী ফল হয়েছিল?
Ο ক) বাঙালি সংস্কৃতির বিকাশ সাধন
Ο খ) বাঙালি জাতীয়তাবাদ সৃষ্টি
Ο গ) বাঙালি জনসংখ্যার বৃদ্ধি
Ο ঘ) বাঙালির অর্থনৈতিক উন্নয়ন
 সঠিক উত্তর: (খ)

 ২১৫. দ্বিতীয়বার মানসিংহ বাংলায় আসেন-
i. মুসা খানকে দমন করতে
ii. বার ভুঁইয়াদের দমন করতে
iii. মারাঠাদের দমন করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২১৬. আকবরের বাংলা আক্রমণ করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) দাউদ কররানীর আচরণ
Ο খ) সুলায়মান কররানীর আচরণ
Ο গ) তাজখান কররানীর আচরণ
Ο ঘ) মুনিম খানের আচরণ
 সঠিক উত্তর: (ক)

 ২১৭. গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি দেবকোটি থেকে লখনৌতিতে রাজধানী স্থানান্তর করেন কে?
Ο ক) বিদ্রোহ দমনের জন্য
Ο খ) শাসনকার্যের জন্য
Ο গ) লখনৌতি সৌন্দর্যমণ্ডিত ছিল বলে
Ο ঘ) লখনৌতিতে রাজস্ব বেশি আদায় হতো বলে
 সঠিক উত্তর: (খ)

 ২১৮. আলাউদ্দিন হুসেন শাহ-এর অন্যতম স্থাপত্য কীর্তি হচ্ছে-
i. মসজিদ নির্মাণ
ii. দুর্গ নির্মাণ
iii. তোরণ নির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৯. বখতিয়ার খলজি নদীয়া ও গৌড় বিজয়ের পর আর কোন অভিযানে বের হননি। এর যথার্থ কারণ কী?
i. রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা
ii. শারীরিক দুর্বলতা
iii. শান্তি শৃঙ্খলা বিধানে মনোনিবেশ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২০. সিকান্দার শাহকে ইলিয়াসশাহী যুগের জনপ্রিয় সুলতান বলা হয় কেন?
Ο ক) পিতা ও পিতামহের গড়া বিশ্বাস রাজ্যকে অটুট রেখেছিলেন
Ο খ) চীনা সম্রাটের সাথে সুসম্পর্ক ছিল
Ο গ) তিনি প্রজারঞ্জক শাসক ছিলেন
Ο ঘ) যুদ্ধ বিগ্রহ অপছন্দ করতেন
 সঠিক উত্তর: (গ)

 ২২১. বাংলার নবাবি শাসন কোন সুবাদারের সময় থেকে শুরু হয়?
Ο ক) মুর্শিদকুলী খান
Ο খ) ইসলাম খান
Ο গ) আলীবর্দী খান
Ο ঘ) শায়েস্তা খান
 সঠিক উত্তর: (ক)

 ২২২. ‘ক’ একজন উচ্চভিলাষী সৈনিক হিসেবে সামান্য বেতনের সৈনিক পদে সন্তুষ্ট থাকতে পারেননি। এখানে ‘ক’ নিচের কোনটি নির্দেশ করছে?
Ο ক) ইওয়াজ খলজি
Ο খ) বখতিয়ার খলজি
Ο গ) আলী মর্দান খলজি
Ο ঘ) শিরন খলজি
 সঠিক উত্তর: (খ)

 ২২৩. মীর জুমলা জাহাঙ্গীরনগর পর্যন্ত এসেছিলেন। এর যথার্থ কারণ-
i. আওরঙ্গজেবের নির্দেশ পালন
ii. শাহ সুজাকে দমন করা
iii. বাংলার সুবাদারী প্রতিষ্ঠার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২২৪. মীর জুমলার সামরিক প্রতিভার স্বাক্ষর বহন করে-
i. কুচবিহার বিজয়
ii. ত্রিপুরা বিজয়
iii. আসাম বিজয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২২৫. সুজা কত বছর দায়িত্বে ছিলেন?
Ο ক) পনেরো বছর
Ο খ) কুড়ি বছর
Ο গ) বিশ বছর
Ο ঘ) পঁচিশ বছর
 সঠিক উত্তর: (খ)

 ২২৬. মুর্শিদ কুলী খানের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
Ο ক) তাঁর একজন পুত্র ছিল
Ο খ) তাঁর দুইজন পুত্র ছিল
Ο গ) তাঁর কন্যা সন্তান ছিল না
Ο ঘ) তাঁর পুত্র সন্তান ছিল না
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৭. গিয়াসউদ্দিন আযম শাহের অবদান হলো-
i. পিতা ও পিতামহের সাম্রাজ্য রক্ষা
ii. মুসলিম সংস্কৃতি বিকাশ
iii. মক্কা ও মদিনাতে মসজিদ নির্মাণে সহায়তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৮. মালিক আন্দিল কত বছর রাজত্ব করেন?
Ο ক) এক বছর
Ο খ) দু্ই বছর
Ο গ) তিন বছর
Ο ঘ) চার বছর
 সঠিক উত্তর: (গ)

 ২২৯. রাজমহলের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
Ο ক) ১৫৭৫
Ο খ) ১৫৭৬
Ο গ) ১৫৭৭
Ο ঘ) ১৫৭৮
 সঠিক উত্তর: (খ)

 ২৩০. ১৭৫৭ সালে ‘ক’ নামক যুদ্ধে নবাবের সাথে ‘Z’ নামক সেনাপতি বিশ্বাসঘাতকতা করেন। ‘Z’ এর সাথে মিল রয়েছে নিচের কোন চরিত্রটির?
Ο ক) মীর মদন
Ο খ) উমিচাঁদ
Ο গ) মীর জাফর
Ο ঘ) জগৎশেঠ
 সঠিক উত্তর: (গ)

 ২৩১. শের খানের পিতার নাম কী?
Ο ক) মাহমুদ খান শুর
Ο খ) হাসান খান শুর
Ο গ) নাসির খান শুর
Ο ঘ) সাদিক খান শুর
 সঠিক উত্তর: (খ)

 ২৩২. মাসুদ জানি কত সালে “মুঘিসউদ্দিন” উপাধি ধারণ করেন?
Ο ক) ১২৪৫ সালে
Ο খ) ১২৫০ সালে
Ο গ) ১২৫৫ সালে
Ο ঘ) ১২৫৭ সালে
 সঠিক উত্তর: (গ)

 ২৩৩. কীভাবে নাসিরউদ্দিন নুসরত শাহ সম্রাট বাবরের আক্রমণ প্রতিহত করেন?
Ο ক) যুদ্ধ করে
Ο খ) সন্ধি করে
Ο গ) বীরত্বের দ্বারা
Ο ঘ) পালিয়ে গিয়ে
 সঠিক উত্তর: (খ)

 ২৩৪. হুসেন শাহ কবি-সাহিত্যিকগণকে পুরস্কার প্রদান করতেন কেন?
Ο ক) সুনামের জন্য
Ο খ) খ্যাতি অর্জনের জন্য
Ο গ) উৎসাহের জন্য
Ο ঘ) নেকি-পাওয়ার জন্য
 সঠিক উত্তর: (গ)

 ২৩৫. মি ‘ক’ ছিলেন খলজি মালিকদরে মধ্যে সর্বশ্রেষ্ঠ। ‘ক’ নিচের কোনটিকে নির্দেশ করছে?
Ο ক) গিয়াসউদ্দিন ইওয়াস খলজি
Ο খ) শিরন খলজি
Ο গ) আলী মর্দান খলজি
Ο ঘ) হুসামউদ্দিন ইওয়াস খলজি
 সঠিক উত্তর: (ক)

 ২৩৬. সুলায়মান মৃত্যুবরণ করেন কখন?
Ο ক) ১৫৭০ খ্রিস্টাব্দে
Ο খ) ১৫৭১ খ্রিস্টাব্দে
Ο গ) ১৫৭২ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৫৭৩ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (গ)

 ২৩৭. নুসরত শাহের সময় থেকে স্বাধীন সুলতানি যুগের পতন পর্ব শুরু হয়। এর যথার্থতা নিরুপণে বলা যায়-
Ο ক) তিনি নিজে দুর্বল শাসক ছিলেন
Ο খ) তাঁর উত্তরাধিকারীগণ অত্যান্ত অযোগ্য ছিল
Ο গ) আরামপ্রিয় ও অযোগ্য শাসক ছিলেন
Ο ঘ) অহোম রাজ্যের সাথে বাংলার চরম সংঘর্ষ চলছিল
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৮. বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠিত হয় কখন?
Ο ক) ১৩৩৮ সালে
Ο খ) ১৩৫২ সালে
Ο গ) ১৩৫৪ সালে
Ο ঘ) ১৪০০ সালে
 সঠিক উত্তর: (খ)

 ২৩৯. করিম মধ্যযুগের বাংলার মুসলিম ইতিহাসের প্রথম বাঙালি জাতীয়তাবাদের স্রষ্টার কথা বলেন। করিম কোন স্রষ্টার কথা বললেন?
Ο ক) সিকান্দার শাহ
Ο খ) ফখরুদ্দিন মুবারক শাহ
Ο গ) শাসসুদ্দিন ইলিয়াস শাহ
Ο ঘ) আজম শাহ
 সঠিক উত্তর: (গ)

 ২৪০. শেরশাহের সঙ্গে কোন মুঘল সম্রাটের যুদ্ধ হয়?
Ο ক) সম্রাট বাবর
Ο খ) সম্রাট হুমায়ূন
Ο গ) সম্রাট আকবর
Ο ঘ) সম্রাট জাহাঙ্গীর
 সঠিক উত্তর: (খ)

 ২৪১. সুলায়মান কররানী কোথায় রাজধানী স্থানান্তর করেন?
Ο ক) গৌড়
Ο খ) মালদহ
Ο গ) তাণ্ডা
Ο ঘ) পাণ্ডুয়া
 সঠিক উত্তর: (গ)

 ২৪২. ফখরুদ্দিনকে স্বাধীন সুলতান বলার কারণ কী?
Ο ক) দিল্লীর সুলতানের স্বীকৃতি করেছিলেন
Ο খ) নিজ নামে মুদ্রা জারি করেছিলেন
Ο গ) দিল্লি থেকে বাংলাকে পৃথক করেছিলেন
Ο ঘ) ‘সুলতান’ উপাধি ধারণ করেছিলেন
 সঠিক উত্তর: (খ)

 ২৪৩. ১৫৩৮ সালে ‘Z’ নামক যুগের অবসান ঘটে। ‘Z’ এর সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
Ο ক) স্বাধীন সুলতান যুগের
Ο খ) মুসলিম যুগের
Ο গ) মধ্যে যুগের
Ο ঘ) মুঘল যুগের
 সঠিক উত্তর: (ক)

 ২৪৪. রাজা গণেশের ছেলেকে ইসলাম ধর্মে দিক্ষিত করেন কেন?
Ο ক) পুণ্য লাভের আশায়
Ο খ) সন্ধির শর্ত মান্য করতে
Ο গ) হিন্দুদের অত্যাচার থেকে রক্ষা পেতে
Ο ঘ) অর্থের লোভে
 সঠিক উত্তর: (খ)

 ২৪৫. রাজা গণেশ কীভাবে ক্ষমতায় আসেন?
Ο ক) সিকান্দার শাহকে পরাজিত করে
Ο খ) শিহাবউদ্দিন বায়াজিদকে হত্যার মাধ্যমে
Ο গ) সাইফুদ্দিন হামজা শাহকে বিতাড়িত করে
Ο ঘ) আযম শাহকে পরাজিত করে
 সঠিক উত্তর: (খ)

 ২৪৬. বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়। কারণ-
i. দিল্লি থেকে বাংলা অনেক দূরে ছিল
ii. দিল্লির শাসকের ব্যস্ততার জন্য
iii. বাংলা দিল্লি থেকে আলাদা হয়ে গিয়েছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৪৭. বৃত্তিতে ভাগ্যাণ্বেষী সৈনিক কে ছিলেন?
Ο ক) বখতিয়ার খলজি
Ο খ) ইওয়াজ খলজি
Ο গ) শিরণ খলজি
Ο ঘ) মর্দান খলজি
 সঠিক উত্তর: (ক)

 ২৪৮. ইলিয়াস শাহ এর শাসনব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল-
i. সমগ্র বাংলা একত্রীকরণ
ii. শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা
iii. হাজিপুর নামক শহর নির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৯. শায়েস্তা খানের অন্যতম স্থাপত্য কীর্তি হচ্ছে-
i. হোসেনী দালান
ii. ছোট কাটরা
iii. লালবাগ কেল্লা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫০. আলাউদ্দিন হুসেন শাহ পাইক বাহিনীকে ভেঙে দেন। এর যথার্থ কারণ হলো-
i. নতুন রক্ষী দল গঠন
ii. রাজপ্রাসাদের ষড়ষন্ত্রের মূলে তাঁরা কাজ করত
iii. হাবসী ক্রীতদাসদের সাথে হাত মিলিয়ে ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post