এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৫ (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৫ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. গিয়াসউদ্দীন আযম শাহের পর কে সিংহাসনে বসেন?
Ο ক) সাইফুদ্দিন হামজা শাহ
Ο খ) ফিরোজ শাহ
Ο গ) আযম শাহ
Ο ঘ) মুবারক শাহ
 সঠিক উত্তর: (ক)

 ১০২. ইশিতা বৃহস্পতি মিশ্রের জীবনী পড়ছেন। এই সাহিত্যিক সমসাময়িক-
i. রুকনউদ্দিন বরবক শাহের
ii. দ্বিতীয় পরবর্তী ইলিয়াস শাহি শাসকের
iii. মুজাফফর শাহের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১০৩. বাংলার শাসক জালালউদ্দিন মাসুদ জানির অন্যতম কৃতিত্ব কোনটি?
Ο ক) লখনৌতিতে সংস্কৃতির বিকাশ সাধন করা
Ο খ) লখনৌতিতে শান্তি ফিরিয়ে আনা
Ο গ) রাজ্যসীমা বৃদ্ধি করা
Ο ঘ) বিভিন্ন বিদ্রোহ দমন করা
 সঠিক উত্তর: (খ)

 ১০৪. শেরখানের সেনাপতি ছিলেন-
i. তাজ খান কররানী
ii. সুলায়মান খান কররানী
iii. ইসলাম শাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১০৫. সুলতান গিয়াসউদ্দীন আযম শাহ কেমন ছিলেন?
Ο ক) জুলুমকারী
Ο খ) নির্যাতনকারী
Ο গ) মিথ্যাবাদী
Ο ঘ) ন্যায়বিচারক
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৬. বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে ছিলেন?
Ο ক) শ্রীচৈতন্য
Ο খ) কৃত্তিবাস
Ο গ) বৃদ্ধদেব
Ο ঘ) মুহাম্মদ (স)
 সঠিক উত্তর: (ক)

 ১০৭. ইলিয়াসশাহী বংশের সর্বশেষ শাসক কে?
Ο ক) ফতেহ শাহ
Ο খ) আজম শাহ
Ο গ) সিকান্দার শাহ
Ο ঘ) বরবক শাহ
 সঠিক উত্তর: (ক)

 ১০৮. কাসিম খান জুয়িনী কত খ্রিস্টাব্দে বাংলার সুবাদার নিযুক্ত হন?
Ο ক) ১৬২৬
Ο খ) ১৬২৮
Ο গ) ১৬৩০
Ο ঘ) ১৬৩২
 সঠিক উত্তর: (খ)

 ১০৯. বখতিয়ার খলজি কোন এলাকার অধিবাসী ছিলেন?
Ο ক) গরমশিরের
Ο খ) এশকিবাবার
Ο গ) বুদাপেস্টের
Ο ঘ) দিয়ারবোবারের
 সঠিক উত্তর: (ক)

 ১১০. গিয়াসউদ্দীন আযম শাহ কীভাবে পিতামহরে গড়া বিশাল রাজ্যেকে অটুট রাখেন?
Ο ক) প্রয়োজনীয় উপঢোকন দিয়ে
Ο খ) অতিরিক্ত রাজস্ব দিয়ে
Ο গ) নিজ দক্ষতা ও সমরকুশলতা দিয়ে
Ο ঘ) ক্ষতিপূরণ প্রদান করে
 সঠিক উত্তর: (গ)

 ১১১. সম্রাট আকবর সমগ্র বাংলার উপর তার অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি কেন?
Ο ক) বার ভুঁইয়াদের বাঁধায়
Ο খ) জনগণের তীব্র আন্দোলনে
Ο গ) সৈন্যবাহিনীর অযোগ্যতায়
Ο ঘ) নৌবাহিনীর অভাবে
 সঠিক উত্তর: (ক)

 ১১২. মাধবী লালবাগ কেল্লার ঘুরতে গিয়েছিল এবং এর স্থাপত্য কীর্তি দেখে মুগ্ধ হয়। এটি কোন শাসকের আমলের কীর্তি?
Ο ক) মুর্শিদকুলী খানের
Ο খ) শায়েস্তা খানের
Ο গ) মীর জুমলার
Ο ঘ) ইসলাম খানের
 সঠিক উত্তর: (খ)

 ১১৩. বখতিয়ারের ভাগবত ও ভিউলি পরগণার জায়গির দেওয়া হয়। কারণ-
i. বুদ্ধিমত্তার জন্য
ii. সাহসের জন্য
iii. রণকৌশলের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১১৪. বাংলাদেশের নাম কে বুলগাকপুর দিয়েছিলেন?
Ο ক) জিয়াউদ্দিন বারানী
Ο খ) ইবনে বতুতা
Ο গ) সম্রাট বাবর
Ο ঘ) সম্রাট হুমায়ুন
 সঠিক উত্তর: (ক)

 ১১৫. কত সালে বাহরাম খানের মৃত্যু হয়?
Ο ক) ১২৩৮ সাল
Ο খ) ১৩৩৮ সাল
Ο গ) ১৪০০ সাল
Ο ঘ) ১৪১৪ সাল
 সঠিক উত্তর: (খ)

 ১১৬. ১২২৭-১২৮৭ পর্যন্ত বাংলার ইতিহাসকে তুর্কিযুগ বলা হয় কেন?
Ο ক) আমিয়-ইমরারা তুর্কি ছিলেন
Ο খ) তুর্কিরা এ অঞ্জলে বসতি স্থাপন করেন
Ο গ) প্রায় সকল শাসকই তুর্কি বংশের ছিলেন
Ο ঘ) প্রায় অর্ধেক শাসক তুর্কি বংশের ছিলেন
 সঠিক উত্তর: (গ)

 ১১৭. বখতিয়ার খলজি মূলত কী ছিলেন?
Ο ক) তুর্কি বীর
Ο খ) সুশাসক
Ο গ) যোদ্ধা
Ο ঘ) সেনাপতি
 সঠিক উত্তর: (ক)

 ১১৮. বাংলা রামায়ণের রচয়িতা কে?
Ο ক) মালাধর বসু
Ο খ) সতেন্দ্রনাথ দত্ত
Ο গ) কৃত্তিবাস
Ο ঘ) গোবিন্দ দাস
 সঠিক উত্তর: (গ)

 ১১৯. বরবক শাহ কখন পরলোক গমন করেন?
Ο ক) ১৪৭১ খ্রিস্টাব্দ
Ο খ) ১৪৭২ খ্রিস্টাব্দ
Ο গ) ১৪৭৩ খ্রিস্টাব্দ
Ο ঘ) ১৪৭৪ খ্রিস্টাব্দ
 সঠিক উত্তর: (ঘ)

 ১২০. ইলিয়াস শাহ-এর বিরুদ্ধে ফিরোজ শাহ-এর আক্রমণ ব্যর্থ হয় কেন?
Ο ক) সেনাবাহিনীর অযোগ্যতার কারণে
Ο খ) বর্ষার কারণে
Ο গ) রসদের কারণে
Ο ঘ) দূরত্বের কারণে
 সঠিক উত্তর: (খ)

 ১২১. সুলতান গিয়াসউদ্দীন ইওজ খলজি কর্তৃক দেবকোট থেকে রাজধানী স্থানান্তর করেন-
i. গৌড়ে
ii. নদীয়ায়
iii. লখনৌতিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১২২. ফখরুদ্দিন মুবারক কে ছিলেন?
Ο ক) বর্মরক্ষক
Ο খ) সিপাহি
Ο গ) উজির
Ο ঘ) সেনাপ্রধান
 সঠিক উত্তর: (ক)

 ১২৩. শায়েস্তা খাঁ দ্বিতীয় বারের মতো কখন বাংলার সুবাদার হন?
Ο ক) ১৬৭৭ সাল
Ο খ) ১৬৭৮ সাল
Ο গ) ১৬৭৯ সাল
Ο ঘ) ১৬৮০ সাল
 সঠিক উত্তর: (খ)

 ১২৪. বাংলার রাজধানী পাণ্ডুয়ায় স্থানান্তর করেন কে?
Ο ক) ফখরুদ্দিন মুবারক শাহ
Ο খ) বাহারাম খান
Ο গ) আলাউদ্দিন আলী শাহ
Ο ঘ) ইলিয়াস শাহ
 সঠিক উত্তর: (গ)

 ১২৫. মাসুদ ১৭৫৭ সালকে বাংলায় ইতিহাসের মোড় পরিবর্তনকারী সময় বলে উল্লেখ করেন। এ সময় কোন ঘটনা সংঘটিত হয়েছিল?
Ο ক) পলাশীর যুদ্ধ
Ο খ) তরাইনের যুদ্ধ
Ο গ) চৌসার যুদ্ধ
Ο ঘ) রাজমহলের যুদ্ধ
 সঠিক উত্তর: (ক)

 ১২৬. ‘শ্রীকৃষ্ণ বিজয়’ কাব্যের রচয়িতা কে?
Ο ক) জগদীশ বসু
Ο খ) মালাধর বসু
Ο গ) রায় গুণাকর
Ο ঘ) মধুসূদন দত্ত
 সঠিক উত্তর: (খ)

 ১২৭. শিরন খলজির শাসনকাল কত বছর স্থায়ী ছিল?
Ο ক) এক বছর
Ο খ) দুই বছর
Ο গ) তিন বছর
Ο ঘ) চার বছর
 সঠিক উত্তর: (ক)

 ১২৮. সুপণ্ডিত কথাটি কার ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত?
Ο ক) বাহরাম খান
Ο খ) তুঘার খান
Ο গ) গিয়াসউদ্দীন
Ο ঘ) সিরাজউদ্দীন
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৯. পরবর্তী ইলিয়াস শাহ বংশের প্রথম শাসক কে ছিলেন?
Ο ক) নাসিরউদ্দিন মাহমুদ শাহ
Ο খ) বাহরাম শাহ
Ο গ) জুনা খান
Ο ঘ) মুবারক শাহ
 সঠিক উত্তর: (ক)

 ১৩০. মুর্শিদ কুলী খান ও সুজাউদ্দিন খানের সম্পর্ক কী?
Ο ক) পিতা-পুত্র
Ο খ) চাচা-ভাতিজা
Ο গ) শ্বশুর-জামাতা
Ο ঘ) দাদা-নাতি
 সঠিক উত্তর: (গ)

 ১৩১. বখতিয়ার খলজির অন্যতম কৃতিত্ব কোনটি?
Ο ক) ভিউলির জায়গির লাভ
Ο খ) তিব্বত অভিযান
Ο গ) বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা
Ο ঘ) কুতুবউদ্দিন আইবক কর্তৃক সম্মাননা লাভ
 সঠিক উত্তর: (গ)

 ১৩২. প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
Ο ক) ফিনিশীয়
Ο খ) হিব্রু
Ο গ) পারসীয়
Ο ঘ) ব্যবিলনীয়
 সঠিক উত্তর: (খ)

 ১৩৩. শিহাবউদ্দীন সুলতান হয়ে নিজের নাম নেন কী?
Ο ক) আযম শাহ
Ο খ) শিহাবউদ্দীন বায়াজিদ শাহ
Ο গ) ফখরুদ্দীন মুবারক শাহ
Ο ঘ) নাসিরউদ্দীন বায়াজিদ শাহ
 সঠিক উত্তর: (খ)

 ১৩৪. মাকসুদ বলেন ‘জাহাঙ্গীর নগর’ হচ্ছে ঢাকার একটি আদি নাম। এটি কে নামকরণ করেন?
Ο ক) সুবাদার ইসলাম খান
Ο খ) সুবাদার উজির খান
Ο গ) সুবাদার জাহাঙ্গীর কুলি খান
Ο ঘ) সুবাদার মীর জুমলা
 সঠিক উত্তর: (ক)

 ১৩৫. সুলতান মিয়া আমীর শিহাবউদ্দিন কিরমানীর সুফিবাদের কথা বলেন। এই সুফি কোন শাসকের সমসাময়িক?
Ο ক) ফখরুদ্দিন মুবারক শাহের
Ο খ) শামসুদ্দিন ইলিয়াস শাহের
Ο গ) রুকনউদ্দিন বরবক শাহের
Ο ঘ) সিকান্দা শাহের
 সঠিক উত্তর: (গ)

 ১৩৬. হাবসিদের পরিবর্তে হুসেন শাহ উচ্চপদে নিয়োগ দেন-
i. সৈয়দদের
ii. মোঙ্গলদের
iii. আফগানদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৭. রাজমহলের যুদ্ধের চুড়ান্ত ফলাফল কী হয়েছিল?
Ο ক) বাংলায় আফগান শাসনের সূত্রপাত
Ο খ) বাংলায় আফগান শাসনের অবসান
Ο গ) বাংলায় কররাণী শাসনের সুদৃঢ়করণ
Ο ঘ) বাংলার মুঘল শাসনের অবসান
 সঠিক উত্তর: (খ)

 ১৩৮. মাহফুজ গৌড়ের ছোট সোনা মসজিদ দেখতে গেল। এটি নির্মাণ করেন-
i. আলাউদ্দিন হুসেন শাহ
ii. নুসরত শাহ
iii. সৈয়দ হোসেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩৯. দাউদ খান কোথায় পালিয়ে যান?
Ο ক) বিহারে
Ο খ) তাণ্ডায়
Ο গ) বঙ্গে
Ο ঘ) উড়িষ্যায়
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪০. মধ্যযুগের ইতিহাসের প্রথম বাঙালি জাতীয়তাবাদের স্রষ্টা কে?
Ο ক) মুবারক শাহ
Ο খ) ইলিয়াস শাহ
Ο গ) আলী শাহ
Ο ঘ) গাজী শাহ
 সঠিক উত্তর: (খ)

 ১৪১. বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দ নদীয়া জয় করেন?
Ο ক) ১২০৪
Ο খ) ১২০৫
Ο গ) ১২০৬
Ο ঘ) ১২০৭
 সঠিক উত্তর: (ক)

 ১৪২. জালালউদ্দিন মাহমুদের শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. নিজ নামে মুদ্রা জারি
iii. নৌবাহিনী গঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৪৩. দিল্লির সুলতানগণ কত বছর বাংলাকে তাঁদের অধিকারে রাখতে পারেন নি?
Ο ক) প্রায় দেড়শত বছর
Ο খ) প্রায় দুইশত বছর
Ο গ) প্রায় তিনশত বছর
Ο ঘ) প্রায় চারশত বছর
 সঠিক উত্তর: (খ)

 ১৪৪. দাউদ কররানী কেমন ছিলেন?
Ο ক) জ্ঞানী
Ο খ) দক্ষ
Ο গ) বিচক্ষণ
Ο ঘ) অদূরদর্শী
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৫. মুসলিম শাসন প্রতিষ্ঠার মাধ্যমে-
Ο ক) বাংলার প্রাচীন যুগের সূচনা হয়
Ο খ) মধ্য যুগের সূচনা হয়
Ο গ) আধুনকি যুগের সূচনা হয়
Ο ঘ) মধ্য যুগের অবসান হয়
 সঠিক উত্তর: (খ)

 ১৪৬. প্রথম তুর্কী শাসনকর্তা ছিলেন কে?
Ο ক) নাসিরউদ্দীন মাহমুদ
Ο খ) জালালউদ্দীন মাসুদ
Ο গ) ইউজবক
Ο ঘ) বখতিয়ার খলজি
 সঠিক উত্তর: (ক)

 ১৪৭. আলাউদ্দিন খলজি রাজ্যের কল্যাণ সাধন করেন-
i. রাজধানী পরিবর্তন করে
ii. অত্যাচারী কর্মচারীদের বরখাস্ত করেন
iii. নতুন রক্ষী দল গঠন করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৮. নাসিরউদ্দীন মাহমুদ মৃত্যুবরণ করেন কখন?
Ο ক) ১২২৯ খ্রিষ্টাব্দে
Ο খ) ১২৩৬ খ্রিষ্টাব্দে
Ο গ) ১২৪৫ খ্রিষ্টাব্দে
Ο ঘ) ১২৪৭ খ্রিষ্টাব্দে
 সঠিক উত্তর: (ক)

 ১৪৯. হাবিব হাবসি ক্রীতদাসদের নির্মূলে একজন শাসকের নাম উল্লেখ করেন। হাবিবের তথ্যানুযায়ী এই শাসকের নাম কী?
Ο ক) নুসরত শাহ
Ο খ) আলাউদ্দিন হুসেন শাহ
Ο গ) গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
Ο ঘ) আলাউদ্দিন ফিরোজ শাহ
 সঠিক উত্তর: (খ)

 ১৫০. মুর্শিদকুলী খান বাংলার শোচনীয় অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা দূর করেন-
i. সাহসিকতার সাথে
ii. বিচক্ষণতার সাথে
iii. নিজে যোগ্যতার সাথে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post