এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৫ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৫ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. বাংলায় মুঘলদের শাসন বিস্তৃত হয় নি কেন?
Ο ক) শাসকের দুর্বলতার কারণে
Ο খ) দিল্লির সম্রাটের অবহেলায়
Ο গ) বার ভুঁইয়াদের বাঁধায়
Ο ঘ) সেনাবাহিনীর বিদ্রোহের কারণে
 সঠিক উত্তর: (ক)

 ৫২. মুগল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর বাংলার সুবাদারগণ স্বাধীনভাবে বাংলা শাসন করতেন কেন?
Ο ক) প্রশাসন ভেঙে যাবার কারণে
Ο খ) সম্রাট অনুপস্থিত থাকার কারণে
Ο গ) সুবাদারগণের দক্ষতার কারণে
Ο ঘ) মুঘল শাসনের দুর্বলতার কারণে
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৩. হাবসী শাসনের স্থায়ীকাল কত?
Ο ক) ১৪৮০-১৪৮৭ সাল
Ο খ) ১৪৮২-১৪৯০ সাল
Ο গ) ১৪৮৭-১৪৯৩ সাল
Ο ঘ) ১৪৯০-১৫০০ সাল
 সঠিক উত্তর: (গ)

 ৫৪. শামসুদ্দিন ইলিয়াস শাহ-এর ক্ষেত্রে প্রযোজ্য হলো-
i. আলী শাহ-এর দুধভাই
ii. আলী শাহ-কে পরাজিত করেন
iii. ইলিয়াস শাহী বংশ প্রতিষ্ঠা করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৫. মীর জুমলা কত খ্রিস্টাব্দে বাংলার সুবাদার নিয়োজিত হন?
Ο ক) ১৬৬০
Ο খ) ১৬৬২
Ο গ) ১৬৬৪
Ο ঘ) ১৬৬৬
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. কোন শাসক আবিসিনীয় ক্রীতদাসদের সেনাবাহিনীতে নিয়োগ দেন?
Ο ক) রুকনউদ্দিন বরবক শাহ
Ο খ) মাহমুদ শাহ
Ο গ) মুবারক শাহ
Ο ঘ) ইলিয়াস শাহ
 সঠিক উত্তর: (ক)

 ৫৭. শের শাহের পুত্রের নাম কী?
Ο ক) জামাল খান
Ο খ) জালাল খান
Ο গ) জামিল খান
Ο ঘ) জাকির খান
 সঠিক উত্তর: (খ)

 ৫৮. বাংলায় শেষ আফগান শাসকের নাম কী?
Ο ক) দাউদ খান কররাণী
Ο খ) সুলায়মান খান কররাণী
Ο গ) তাজ খান কররাণী
Ο ঘ) মোকারিজ খান কররাণী
 সঠিক উত্তর: (ক)

 ৫৯. ইলিয়াস শাহকে বাঙ্গালি জাতীয়তাবাদের স্রষ্টা বলার কারণ কী?
Ο ক) বাংলার প্রায় পুরো অংশ তাঁর অধিকারে ছিল
Ο খ) তাঁর সময়ে বাঙালিরা একটি জাতি হিসেবে আত্মপ্রকাশ করে
Ο গ) তিনি দুই বাংলাকে একত্রিত করেছিলেন
Ο ঘ) বাংলা ভাষাভাষীদের সমন্বয়ে তাঁর রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল
 সঠিক উত্তর: (খ)

 ৬০. দাউদ খান কররাণী নিজেকে সম্রাট আকবরের সমকক্ষ মনে করতেন কেন?
Ο ক) বিশাল অঞ্চল জয় করার কারণে
Ο খ) আকবরের সমসাময়িক হওয়ায়
Ο গ) বিশাল রাজ্য ও ঐশ্বর্য দেখে
Ο ঘ) আকবরের মতো শক্তিশালী হওয়ায়
 সঠিক উত্তর: (গ)

 ৬১. ঈসা খানের পিতার নাম কী?
Ο ক) মুসা খান
Ο খ) চাঁদ রায়
Ο গ) সুলায়মান খান
Ο ঘ) ওসমান খান
 সঠিক উত্তর: (গ)

 ৬২. ‘মহাভারত’ বাংলায় অনুবাদ করেন কে?
Ο ক) মালাধর বসু
Ο খ) কৃত্তিবাস
Ο গ) শ্রীকৃষ্ণ
Ο ঘ) পরমেশ্বর
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৩. বরবক শাহ কেমন ছিলেন?
Ο ক) কাব্যরসিক
Ο খ) সাহিত্যরসিক
Ο গ) রসিক মানুষ
Ο ঘ) সৌন্দর্যরসিক
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. গোপীনাথ বসু কে ছিলেন?
Ο ক) আলাউদ্দিন হুসেন শাহ এর মন্ত্রী
Ο খ) হাবসি ক্রীতদাস
Ο গ) নুসরাত শাহ-এর উজির
Ο ঘ) ইলিয়াস শাহ-এর সেনাপতি
 সঠিক উত্তর: (ক)

 ৬৫. বখতিয়ারকে ভাগবত ও ভিউলির জায়গীর দান করেন কে?
Ο ক) শামসুদ্দিন
Ο খ) হিজবরউদ্দিন
Ο গ) হুসামউদ্দিন
Ο ঘ) কুতুবউদ্দিন
 সঠিক উত্তর: (গ)

 ৬৬. হুসেন শাহ ধর্মীয় উদারতা দেখান-
i. বিশৃঙ্খলা দূর করতে
ii. শান্তিপূর্ণ রাজ্য প্রতিষ্ঠায়
iii. প্রজাদের সুখ শান্তি প্রদান করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৭. তাজ খান কররানী কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৫৬৫
Ο খ) ১৫৬৬
Ο গ) ১৫৬৭
Ο ঘ) ১৫৬৮
 সঠিক উত্তর: (ক)

 ৬৮. শামসুদ্দীন আহমদ শাহের হত্যাকারী কে?
Ο ক) তুঘান খান
Ο খ) মাসুদ জানি
Ο গ) ইউজবক
Ο ঘ) নাসির খান
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৯. রাজা লক্ষণ সেনের ব্যর্থতার প্রধান কারণ কী?
Ο ক) অতর্কিত হামলা
Ο খ) রাজার দুর্বলতা
Ο গ) সেনাপতির বিশ্বাসঘাতকতা
Ο ঘ) অদূরদর্শিতা
 সঠিক উত্তর: (ক)

 ৭০. পুরন্দ খান উপাধিটি কার ক্ষেত্রে প্রযোজ্য?
Ο ক) মালাধর বসু
Ο খ) জগদীস বসু
Ο গ) গোপীনাথ বসু
Ο ঘ) যতীন্দ্রনাথ বসু
 সঠিক উত্তর: (গ)

 ৭১. গিয়াসউদ্দীন ইওয়াজ খলজিকে খলজি মালিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা হয় কেন?
Ο ক) তিনি বাংলায় মুসলিম রাজত্ব সুদৃঢ় করেন বলে
Ο খ) তিনি দিল্লির সুলতানকে বিতাড়িত করেন বলে
Ο গ) তিনি সাম্রাজ্যের সীমানা বৃদ্ধি করেন বলে
Ο ঘ) তিনি ধর্মপরায়ণ ছিলেন বলে
 সঠিক উত্তর: (ক)

 ৭২. বাংলায় মুসলিম শাসনের প্রথম পর্যায় কোনটি?
Ο ক) ১২০৪-১২০৬ সাল
Ο খ) ১২০৪-১৩১২ সাল
Ο গ) ১২০৪-১৩২৫ সাল
Ο ঘ) ১২০৪-১৩৩৮ সাল
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৩. দিল্লির সুলতানের বাংলার বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন?
Ο ক) বিদ্রোহীরা দুর্বল ছিল
Ο খ) দিল্লি সুলতানের আক্রমণের কারণে
Ο গ) বিদ্রোহীদের মধ্যে আভ্যন্তরীণ কলহ চলছিল
Ο ঘ) দিল্লি সুলতানের সাথে তাদের সন্ধি হয়েছিল
 সঠিক উত্তর: (খ)

 ৭৪. শায়েস্তা খান কেন বাংলা থেকে ইংরেজদের বিতাড়িত করেন?
Ο ক) তার ক্রমে এদেশের জন্য হুমকি হিসেবে অভিহিত হয়েছিলেন বলে
Ο খ) তার প্রচুর মদ্যপান করত বলে
Ο গ) তার সুবাদারের সাথে যুদ্ধ করেছিল বলে
Ο ঘ) তারা বাণিজ্য বৃদ্ধি করেছিল বলে
 সঠিক উত্তর: (ক)

 ৭৫. কত খ্রিস্টাব্দে ইলিয়াস শাহ সাঁতগাও দখল করেন?
Ο ক) ১৩৪৬
Ο খ) ১৩৪৫
Ο গ) ১৩৪৪
Ο ঘ) ১৩৪৩
 সঠিক উত্তর: (ক)

 ৭৬. ফখরুদ্দিন মুবারক শাহের অন্যতম কৃতিত্ব হচ্ছে-
i. চট্টগ্রাম বিজয়
ii. কদর খানকে পরাজিত করে
iii. নিজ নামে মুদ্রা জারি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৭. বাংলা কীভাবে পুরোপুরি দিল্লির অধিকারে আসে?
i. ইওয়াস খলজির পরাজয়ের মাধ্যমে
ii. বসনকোট দুর্গ অধিকারের মাধ্যমে
iii. ইওয়াজ খলজিকে বিতাড়িত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. আলী শাহের দুধভাই হিসেবে নিচের কোন নামটি অধিক উপযোগী?
Ο ক) হাজী ইলিয়াস
Ο খ) বাহরাম খান
Ο গ) ইজ্জউদ্দীন
Ο ঘ) ফখরুদ্দীন
 সঠিক উত্তর: (ক)

 ৭৯. সুলায়মান খান কররাণীর অন্যতম কৃতিত্ব হচ্ছে-
i. লোদি খানকে উজির নিয়োগ
ii. তাণ্ডায় রাজধানী স্থাপন
iii. রাজস্ব বিভাগের সংস্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৮০. লখনৌতিতে কিসের সুবিধা ছিল?
Ο ক) কৃষিকাজের
Ο খ) ব্যবসায়-বাণিজ্যের
Ο গ) পর্যটনের
Ο ঘ) শিল্প প্রতিষ্ঠার
 সঠিক উত্তর: (খ)

 ৮১. গৌড়ের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে জনাব ‘Z’ এর নামকরণ করেন জান্নাতবাদ। ‘Z’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
i. সম্রাট বাবর
ii. সম্রাট জাহাঙ্গীর
iii. সম্রাট হুমায়ূন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৮২. বাংলায় একজন শাসক বিধবার প্রতি সদয় আচরণ করেন এবং ক্ষতিপূরণ দেন। বাংলার ইতিহাস বিখ্যাত এই শাসকের নাম কী?
Ο ক) ইলিয়াস শাহ
Ο খ) আজম শাহ
Ο গ) আলী শাহ
Ο ঘ) সিকান্দার শাহ
 সঠিক উত্তর: (খ)

 ৮৩. বখতিয়ার কর্তৃক বিহার জয়ের পর সেন সামাজ্য কেমন ছিল?
Ο ক) আনন্দ-উল্লাসে
Ο খ) গভীর ভীতিতে
Ο গ) আতঙ্কে
Ο ঘ) ধুমধামে
 সঠিক উত্তর: (খ)

 ৮৪. কত খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি গজনীতে আসেন?
Ο ক) ১১৯৩
Ο খ) ১৯৯৪
Ο গ) ১১৯৫
Ο ঘ) ১১৯৬
 সঠিক উত্তর: (গ)

 ৮৫. মামুন ১৩৪২ সালের বাংলার একটি রাজবংশের কথা বলেন। মামুন কোন রাজবংশের কথা তার বক্তব্যে তুলে ধরেছেন?
Ο ক) হোসেন শাহি বংশ
Ο খ) ইলিয়াস শাহি বংশ
Ο গ) হাবসি বংশ
Ο ঘ) মুজাফফরী বংশ
 সঠিক উত্তর: (খ)

 ৮৬. আলী মর্দান খলজিকে হত্যা করার অন্যতম কারণ হচ্ছে-
i. খলজির মালিকদের প্রতি কঠোর আচরণ
ii. স্বেচ্ছাচারী শাসন
iii. ন্যায়নীতির শাসন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৭. ১৬০১ সালের অভিযানে মানসিংহ কিছুটা সফল হন। এর যথার্থতা নিরূপণে বলা যায়-
i. মুসা খান পরাজিত হয়েছিলেন
ii. ঈসা খান পরাজিত হয়েছিলেন
iii. মুসা খান মোগলদের আনুগত্য স্বীকার করেছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৮. বলবন বাংলার গভর্নর হিসেবে বুঘরা খানকে নিয়োগ করেন। এর যথার্থ কারণ হলো-
i. বাংলার বিদ্রোহ দমন
ii. বাংলাকে দিল্লির অধীনে রাখা
iii. বলবনের সাথে বুঘরা খানের মনোমালিন্য ঘটেছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৯. ইলিয়াস শাহ ‘শাহ-ই-বাঙালি’ উপাধি গ্রহণ করেন। কারণ-
i. বাঙালিদের জাতীয় নেতা ছিলেন
ii. বাঙালিদের একত্র করেছিলেন
iii. বাঙালির অধিপতি ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (গ)

 ৯০. বখতিয়ার খলজি মুসলিম শাসন প্রতিষ্ঠার জন্য A, B, ও C অঞ্চলে অভিযান করেন। কিন্তু C অভিযান ব্যর্থ হয়। C এর সাথে পার্থক্য রয়েছে কোনটি?
i. নদীয়া
ii. গৌড়
iii. তিব্বত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৯১. সুজাউদ্দিন কেমন ছিলেন?
Ο ক) অযোগ্য শাসক
Ο খ) দুর্বল শাসক
Ο গ) দক্ষ শাসক
Ο ঘ) অদক্ষ শাসক
 সঠিক উত্তর: (গ)

 ৯২. দাউদ খান কররাণী কোন উপাধি গ্রহণ করেন?
Ο ক) সুলতান
Ο খ) আদিল
Ο গ) বাদশাহ
Ο ঘ) মালিক
 সঠিক উত্তর: (গ)

 ৯৩. সুলায়মান খান কররাণী কোথায় রাজধানী স্থানান্তর করেন?
Ο ক) কনৌজে
Ο খ) গাণ্ডায়
Ο গ) সুতানুটিতে
Ο ঘ) তাণ্ডায়
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৪. সুজাউদ্দিন সংকট কীভাবে মোকাবেলা করেন?
Ο ক) দুর্বল হাতে
Ο খ) নরম হাতে
Ο গ) দক্ষ হাতে
Ο ঘ) অদ্ক্ষ হাতে
 সঠিক উত্তর: (গ)

 ৯৫. ইব্রাহীম শর্কী কে ছিলেন?
Ο ক) জয়পুরের সুলতান
Ο খ) আহমেদাবাদের সুলতান
Ο গ) জৌনপুরের সুলতান
Ο ঘ) মিজবাহউদ্দিন মাহমুদ
 সঠিক উত্তর: (খ)

 ৯৬. আওরঙ্গজেব ও শায়েস্তাখানের সম্পর্ক কীরুপ?
Ο ক) চাচা
Ο খ) মামা
Ο গ) দাদা
Ο ঘ) নানা
 সঠিক উত্তর: (খ)

 ৯৭. হাবসী বংশের প্রতিষ্ঠাতা কে?
Ο ক) বরবক শাহ
Ο খ) ফিরোজ শাহ
Ο গ) মাহমুদ শাহ
Ο ঘ) মুজাফফর শাহ
 সঠিক উত্তর: (ক)

 ৯৮. বাংলায় কররানী বংশের রাজত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন নামটি অধিক উপযোগী?
Ο ক) তাজখান কররানী
Ο খ) সুলায়মান খান কররানী
Ο গ) বাহাদুর শাহ কররানী
Ο ঘ) লোদী কররানী
 সঠিক উত্তর: (ক)

 ৯৯. দিওয়ানের ওপর দায়িত্ব ছিল-
i. সুবার রাজস্ব আদায়
ii. অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা
iii. বিদ্রোহীদের দমন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১০০. বারভুঁইয়াদের দমনের সাথে সম্পৃক্ত-
i. সম্রাট হুমায়ুন
ii. সম্রাট জাহাঙ্গীর
iii. মুঘল সুবাদারগণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post