ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৫ (১০) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪৫১. নুসরাত শাহ কর্তৃক দেশের বিভিন্ন স্থানে লাইব্রেরি স্থাপনের যথার্থ কারণ কোনটি?
Ο ক) সুনাম প্রসার
Ο খ) ধর্মের প্রসার
Ο গ) শিক্ষার প্রসার
Ο ঘ) গানের প্রসার
সঠিক উত্তর: (গ)
৪৫২. বাংলায় মুঘল শাসন বেশি দূর বিস্তৃত হতে পারেনি কেন?
Ο ক) আফগানরা বাঁধা দিয়েছিল
Ο খ) বার ভূঁইয়াদের প্রবল বিরোধিতা ছিল
Ο গ) কররানী শাসকদের প্রবল বিরোধিতা ছিল
Ο ঘ) রাজমহলের উপজাতিরা বিদ্রোহ করছিল
সঠিক উত্তর: (খ)
৪৫৩. শেরখানের ‘শেরশাহ উপাধি ধারণ করার কারণ কী?
Ο ক) সম্রাট বাবরকে পরাজিত করার জন্য
Ο খ) সম্রাট হুমায়ুনকে পরাজিত করার জন্য
Ο গ) চুনার দুর্গ দখল করার জন্য
Ο ঘ) বিহার প্রতীকী স্বরূপ
সঠিক উত্তর: (খ)
৪৫৪. সমগ্র বাংলায় সুবাদারি প্রতিষ্ঠিত হয় কত সালে?
Ο ক) ১৬১০
Ο খ) ১৬১২
Ο গ) ১৬১৪
Ο ঘ) ১৬১৬
সঠিক উত্তর: (ক)
৪৫৫. মুঘলরা প্রথম দিকে বাংলায় প্রবেশ করতে ব্যর্থ হয় কেন?
Ο ক) স্বাধীন সুলতানদের কারণে
Ο খ) জনগণের অসমর্থনের কারণে
Ο গ) বার ভুঁইয়াদের কারণে
Ο ঘ) পাল রাজাদের কারণে
সঠিক উত্তর: (গ)
৪৫৬. রফিক বলল, ১২০৮ সালের দেবকোটের শাসনকর্তাই ১৫ বছর বাংলা শাসন করেন। রফিকের কথার কোন শাসকের বর্ণনা পাওয়া যায়?
Ο ক) আলী মর্দান খলজি
Ο খ) বখতিয়ার খলজি
Ο গ) শিরন খলজি
Ο ঘ) গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি
সঠিক উত্তর: (ঘ)
৪৫৭. সম্রাট আকবর বাংলা আক্রমণ করেন কেন?
i. দাউদ কররানীকে দমনের জন্য
ii. পূর্ব শত্রুতার জের হিসেবে
iii. বার ভুঁইয়াদের দমনের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৫৮. বিহার থেকে সৈন্য সংখ্যা বৃদ্ধি পায় কীভাবে?
Ο ক) বিভিন্ন রাজ্য জয়ের মাধ্যমে
Ο খ) হিন্দুদের বাধ্য করেছিলেন
Ο গ) তাঁর বীরত্বের আকৃষ্ট হয়ে ভাগ্যন্বেষী মুসলমানরা তাঁর দলে যোগদান করে
Ο ঘ) ভাগবত ও ভিউলিকে শক্তিকেন্দ্রে পরিণত করার মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
৪৫৯. পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দ সংঘটিত হয়?
Ο ক) ১৭৫৬
Ο খ) ১৭৫৭
Ο গ) ১৭৫৮
Ο ঘ) ১৭৫৯
সঠিক উত্তর: (খ)
৪৬০. ইলিয়াস শাহ কত সালে ফিরোজাবাদের সিংহাসন আরোহণ করেন?
Ο ক) ১৩৪২ সাল
Ο খ) ১৩৪৬ সাল
Ο গ) ১৩৫০ সাল
Ο ঘ) ১৩৫৫ সাল
সঠিক উত্তর: (ক)
৪৬১. বাংলার শেষ আফগান শাসক কে ছিলেন?
Ο ক) তাজখান কররানী
Ο খ) সুলায়মান কররানী
Ο গ) দাউদ কররানী
Ο ঘ) মুজাফফর শাহ কররানী
সঠিক উত্তর: (গ)
৪৬২. বাংলায় শেষ আফগান শাসক হিসেবে কোন নামটি সমর্থনযোগ্য?
Ο ক) দাউদ কররানী
Ο খ) সুলায়মান কররানী
Ο গ) তাজখান কররানী
Ο ঘ) লোদী কররানী
সঠিক উত্তর: (ক)
৪৬৩. শের খান চুনার দুর্গ ও বিহার অধিকার করেন। কারণ-
i. নিজ শক্তির বৃদ্ধির জন্য
ii. সমগ্র ভারতের আধিপতি হবার অভিপ্রায়ে
iii. আফগানদের পরাজিত করার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৬৪. কীভাবে ফখরুদ্দিন মুবারক শাহ স্বাধীন সুলতান হিসেবে আত্মপ্রকাশ করেন?
Ο ক) নিজ নামে মুদ্রা জারি করে
Ο খ) সেতু নির্মাণ করে
Ο গ) ঢাক ঢোল পিটিয়ে
Ο ঘ) কুচকাওয়াজের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
৪৬৫. গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন?
Ο ক) নুসরত শাহ
Ο খ) আলাউদ্দিন হুসেন শাহ
Ο গ) সিকান্দার শাহ
Ο ঘ) বাহারাম শাহ
সঠিক উত্তর: (খ)
৪৬৬. ইসলাম খানের নৌবাহিনী গঠনের অন্যতম উদ্দেশ্য কোনটি?
Ο ক) বার ভুঁইয়াদের দমন
Ο খ) সামরিক বীরত্ব প্রদর্শন
Ο গ) শাহাজাহানের বিদ্রোহ দমন
Ο ঘ) টোডারমলের বিদ্রোহ দমন
সঠিক উত্তর: (ক)
৪৬৭. কত খ্রিস্টাব্দে ঈসা খান মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৫৯৭
Ο খ) ১৫৯৮
Ο গ) ১৫৯৯
Ο ঘ) ১৬০০
সঠিক উত্তর: (গ)
৪৬৮. পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
Ο ক) ১৫৫৬
Ο খ) ১৫৫৭
Ο গ) ১৫৫৮
Ο ঘ) ১৭৫৯
সঠিক উত্তর: (ক)
৪৬৯. শাসক হিসেবে ইলিয়াস শাহ ছিলেন একজন-
i. বিচক্ষণ
ii. দূরদর্শী
iii. জনপ্রিয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৭০. সম্রাট জাহাঙ্গীর রাজত্বকালের কৃতিত্বপূর্ণ কার্য হচ্ছে কোনটি?
Ο ক) মারাঠা বিদ্রোহ দমন
Ο খ) বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা
Ο গ) পর্তুগিজদের দমন
Ο ঘ) রাজস্ব সংস্কার
সঠিক উত্তর: (খ)
৪৭১. শায়েস্তা খাঁ-কে দুই মেয়াদে বাংলায় সুবাদার নিয়োগ দেওয়া হয়। এটি প্রমাণ করে?
i. দক্ষ শাসক ছিলেন
ii. প্রজারঞ্জক শাসক ছিলেন
iii. জোর পূর্বক ক্ষমতা দখল করেছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৭২. গণেশ মৃত্যুবরণ করেন কখন?
Ο ক) ১৪১৬ খ্রিস্টাব্দে
Ο খ) ১৪১৫ খ্রিস্টাব্দে
Ο গ) ১৪১৭ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৪১৮ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ঘ)
৪৭৩. আঠারো শতকের বাংলায় মুঘল শাসন নবাবি আমল নামে পরিচিত। এর যথার্থ কারণ কী?
Ο ক) সুবাদারি প্রথার বিলোপ সাধিত হয়
Ο খ) নাজিমগণ শক্তিশালী হয়ে ওঠে
Ο গ) নাজিমস বা নবাবি পদ বংশগত হয়ে পড়ে
Ο ঘ) সুবাদারের পদবি নাজিমে পরিণত হয়
সঠিক উত্তর: (ঘ)
৪৭৪. সন্ধির শর্তানুসারে ইওজ খলজি সুলতান ইলতুৎমিশকে কী প্রদান করবেন?
Ο ক) প্রচুর অর্থ ও হস্তী
Ο খ) প্রচুর অর্থ ও ঘোড়া
Ο গ) প্রচুর অর্থ ও গরু
Ο ঘ) প্রচুর অর্থ ও স্বর্ণালংকার
সঠিক উত্তর: (ক)
৪৭৫. আলাউদ্দিন ফিরুজ শাহ কত দিন ক্ষমতায় ছিলেন?
Ο ক) প্রায় এক বছর
Ο খ) প্রায় দু বছর
Ο গ) প্রায় তিন বছর
Ο ঘ) প্রায় চার বছর
সঠিক উত্তর: (ক)
৪৭৬. বাংলায় মুর্শিদকুলী খানের শাসনকাল কত?
Ο ক) ১৭০০-১৭০৩ সাল
Ο খ) ১৭০০-১৭১০ সাল
Ο গ) ১৭০০-১৭২০ সাল
Ο ঘ) ১৭০০-১৭২৭ সাল
সঠিক উত্তর: (ঘ)
৪৭৭. বাংলার ইলিয়াস শাহি বংশের প্রতিষ্ঠাতা কে?
Ο ক) আলাউদ্দিন আলী শাহ
Ο খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ
Ο গ) ইখতিয়ারউদ্দিন গাজী শাহ
Ο ঘ) মুবারক শাহ
সঠিক উত্তর: (খ)
৪৭৮. বখতিয়ারকে ভাগবত ও ভিউলি নামক দুটি পরগণার জায়গীর দান করা হয় কেন?
Ο ক) যুদ্ধে জয়লাভের জন্য
Ο খ) সাহস ও বুদ্ধিমত্তার জন্য
Ο গ) রণকৌশলের জন্য
Ο ঘ) হুসামউদ্দিন বখতিয়ারের শক্তিতে ভীত হয়েছিলেন
সঠিক উত্তর: (খ)
৪৭৯. লাখনৌ বলতে বর্তমানে কোন জেলাকে বোঝায়?
Ο ক) মুর্শিদাবাদ
Ο খ) নদীয়া
Ο গ) বিক্রমপুর
Ο ঘ) বীরভূম
সঠিক উত্তর: (ঘ)
৪৮০. মাসহাদী বাংলা শাসন করেন কত বছর?
Ο ক) এক বছর
Ο খ) দুই বছর
Ο গ) তিন বছর
Ο ঘ) চার বছর
সঠিক উত্তর: (ঘ)
৪৮১. নাসির খানকে হত্যা করা হয় কেন?
Ο ক) তিনি দুর্বল শাসক ছিলেন
Ο খ) তিনি অত্যাচারী শাসক ছিলেন
Ο গ) তিনি ক্রীতদাস থেকে শাসকে পরিণত হয়েছিলেন
Ο ঘ) অযোগ্য ও অদক্ষ শাসক ছিলেন
সঠিক উত্তর: (গ)
৪৮২. ‘ইসলাম খান’ নামটি কার ক্ষেত্রে অধিক উপযোগী?
Ο ক) শের শাহের
Ο খ) আহমেদ শাহের
Ο গ) নুসরাত শাহের
Ο ঘ) জালাল খানের
সঠিক উত্তর: (ঘ)
৪৮৩. বার ভূইয়াদের দমনে সুবাদার ইসলাম খানের বিশেষ কৌশলের মধ্যে ছিল-
i. শক্তিশালী নৌ-বহর গড়ে তোলা
ii. রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর
iii. অশ্বরোহী বাহিনী গঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৮৪. আফগান শাসক ‘Z’ নিজেকে সম্রাট আকবরের সমকক্ষ ভাবতেন। ‘Z’ নিচের কোন চরিত্রটিকে সমর্থন করছে?
Ο ক) তাজখান কররানী
Ο খ) সুলায়মান কররানী
Ο গ) মুজাফফর খান কররানী
Ο ঘ) দাউদ খান কররানী
সঠিক উত্তর: (ঘ)
৪৮৫. হাজিপুর নামক শহরের সাথে কোন নামটি সামঞ্জস্যপূর্ণ?
Ο ক) বাহরাম খান
Ο খ) উজ্জউদ্দীন
Ο গ) গাজী শাহ
Ο ঘ) ইলিয়াস শাহ
সঠিক উত্তর: (ঘ)
৪৮৬. ইওজ খলজি রাজধানীর তিন পাশে গভীর ও প্রশস্ত পরিখা নির্মাণ করেছিলেন কেন?
Ο ক) রাজধানীর নিরাপত্তার জন্য
Ο খ) রাজধানীর উন্নয়নের জন্য
Ο গ) রাজধানীর সৌন্দর্য বৃদ্ধির জন্য
Ο ঘ) রাজধানীকে আধুনিকায়ন করার জন্য
সঠিক উত্তর: (ক)
৪৮৭. মি. ‘H’ বাংলার শাসক হিসেবে গিয়াসউদ্দিন ইওয়াজ খলজির পছন্দ করতেন না। ‘H’ এখানে এর সাদৃশ্য রয়েছে কোনটির?
Ο ক) বখতিয়ার খলজি
Ο খ) নূর খলজি
Ο গ) ইলতুৎমিশ
Ο ঘ) আলাউদ্দিন জানি
সঠিক উত্তর: (গ)
৪৮৮. সুলতান শাহজাদ কী উপাধি নিয়ে বাংলার ক্ষমতায় বসেন?
Ο ক) আদিল শাহ
Ο খ) বরবক শাহ
Ο গ) আল ফাখিল
Ο ঘ) মুজাফফর শাহ
সঠিক উত্তর: (খ)
৪৮৯. সুবাদার ইসলাম খানের অন্যতম কৃতিত্ব হচ্ছে-
i. ঢাকায় রাজধানী স্থানান্তর
ii. জমিদারি শাসনের অবসান
iii. শক্তিশালী নৌবাহিনী গঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৯০. সর্বপ্রথম চট্টগ্রাম জয় করেন কে?
Ο ক) ফখরুদ্দিন মুবারক শাহ
Ο খ) ইখতিয়ার উদ্দিন গাজী শাহ
Ο গ) বুগরা খান
Ο ঘ) তুঘলক খান
সঠিক উত্তর: (খ)
৪৯১. ইওয়াস খলজির ব্যর্থতার যথার্থ কারণ কী?
Ο ক) অল্পসংখ্যক সৈন্য
Ο খ) অদূরদর্শিতা
Ο গ) অযোগ্যতা
Ο ঘ) দুর্বলতা
সঠিক উত্তর: (খ)
৪৯২. তুঘান খান কত বছর বাংলার শাসনকর্তা ছিলেন?
Ο ক) ৮ বছর
Ο খ) ৯ বছর
Ο গ) ১০ বছর
Ο ঘ) ১১ বছর
সঠিক উত্তর: (খ)
৪৯৩. স্বর্ণযুগ বলা হয় কার রাজত্বকালকে?
Ο ক) হুসেন শাহের
Ο খ) বাহরাম খানের
Ο গ) গিয়াসউদ্দিনের
Ο ঘ) আলাউদ্দিনের
সঠিক উত্তর: (ক)
৪৯৪. সম্রাট আকবর সমগ্র বাংলায় অধিকার প্রতিষ্ঠা করতে পারেন নি কেন?
Ο ক) বাংলার আবহাওয়া মুঘলদের প্রতিকূল ছিল
Ο খ) বাংলার বড় বড় জমিদার আকবরের আনুগত্য স্বীকার করেছিল
Ο গ) জমিদারগণ মুঘলদের অধীনতা অস্বীকার করেছিল
Ο ঘ) মুঘল বাহিনী তুলনামূলক দুর্বল ছিল
সঠিক উত্তর: (গ)
৪৯৫. ঈসা খান কোন উপাধি ধারণ করেন?
Ο ক) বাদশাহ
Ο খ) আল কামিল
Ο গ) মসনদে-বারী
Ο ঘ) মসন-ই-আলী
সঠিক উত্তর: (ঘ)
৪৯৬. হাবসি বংশের প্রতিষ্ঠাতা কে?
Ο ক) বরবক শাহ
Ο খ) ফিরোজ শাহ
Ο গ) মাহমুদ শাহ
Ο ঘ) মুজাফফর শাহ
সঠিক উত্তর: (খ)
৪৯৭. কত খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলা দিল্লীর অধীন ছিল?
Ο ক) ১৩৩৬ খ্রিষ্টাব্দ
Ο খ) ১৩৩৭ খ্রিষ্টাব্দ
Ο গ) ১৩৩৮ খ্রিষ্টাব্দ
Ο ঘ) ১৩৩৯ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (গ)
৪৯৮. নুসরত শাহের শাসনকাল থেকে স্বাধীন বাংলার পতনকাল শুরু হয় কেন?
Ο ক) তিনি অযোগ্য শাসক ছিলেন
Ο খ) তাঁর উত্তরাধিকারীগণ দুর্বল ছিলেন
Ο গ) বাংলা দিল্লির অধীনে চলে গিয়েছিল
Ο ঘ) নুসরত শাহ দিল্লির সুলতানের সাথে একাত্মতা প্রকাশ করেছিলেন
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: জমির সাহেব একটি ছবিতে দেখলেন সেখানকার শাসকগণ বেশি টিকে থাকতে পারছিল না। তাই অল্পদিনের মধ্যেই তাঁদের পতন ঘটে।
৪৯৯. উদ্দীপকে আলোচিত শাসকদের সাথে পাঠ্যবইয়ের কোন বংশের শাসকদের মিল রয়েছে?
Ο ক) হুসেন শাহী
Ο খ) হাবসী
Ο গ) ইলিয়াসশাহী
Ο ঘ) মামলুক
সঠিক উত্তর: (খ)
৫০০. উদ্দীপকে আলোচিত শাসকদের পরাজয়ের যথার্থ কারণ-
i. অবিচার
ii. পারস্পরিক ষড়যন্ত্র
iii. অযোগ্যতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪৫১. নুসরাত শাহ কর্তৃক দেশের বিভিন্ন স্থানে লাইব্রেরি স্থাপনের যথার্থ কারণ কোনটি?
Ο ক) সুনাম প্রসার
Ο খ) ধর্মের প্রসার
Ο গ) শিক্ষার প্রসার
Ο ঘ) গানের প্রসার
সঠিক উত্তর: (গ)
৪৫২. বাংলায় মুঘল শাসন বেশি দূর বিস্তৃত হতে পারেনি কেন?
Ο ক) আফগানরা বাঁধা দিয়েছিল
Ο খ) বার ভূঁইয়াদের প্রবল বিরোধিতা ছিল
Ο গ) কররানী শাসকদের প্রবল বিরোধিতা ছিল
Ο ঘ) রাজমহলের উপজাতিরা বিদ্রোহ করছিল
সঠিক উত্তর: (খ)
৪৫৩. শেরখানের ‘শেরশাহ উপাধি ধারণ করার কারণ কী?
Ο ক) সম্রাট বাবরকে পরাজিত করার জন্য
Ο খ) সম্রাট হুমায়ুনকে পরাজিত করার জন্য
Ο গ) চুনার দুর্গ দখল করার জন্য
Ο ঘ) বিহার প্রতীকী স্বরূপ
সঠিক উত্তর: (খ)
৪৫৪. সমগ্র বাংলায় সুবাদারি প্রতিষ্ঠিত হয় কত সালে?
Ο ক) ১৬১০
Ο খ) ১৬১২
Ο গ) ১৬১৪
Ο ঘ) ১৬১৬
সঠিক উত্তর: (ক)
৪৫৫. মুঘলরা প্রথম দিকে বাংলায় প্রবেশ করতে ব্যর্থ হয় কেন?
Ο ক) স্বাধীন সুলতানদের কারণে
Ο খ) জনগণের অসমর্থনের কারণে
Ο গ) বার ভুঁইয়াদের কারণে
Ο ঘ) পাল রাজাদের কারণে
সঠিক উত্তর: (গ)
৪৫৬. রফিক বলল, ১২০৮ সালের দেবকোটের শাসনকর্তাই ১৫ বছর বাংলা শাসন করেন। রফিকের কথার কোন শাসকের বর্ণনা পাওয়া যায়?
Ο ক) আলী মর্দান খলজি
Ο খ) বখতিয়ার খলজি
Ο গ) শিরন খলজি
Ο ঘ) গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি
সঠিক উত্তর: (ঘ)
৪৫৭. সম্রাট আকবর বাংলা আক্রমণ করেন কেন?
i. দাউদ কররানীকে দমনের জন্য
ii. পূর্ব শত্রুতার জের হিসেবে
iii. বার ভুঁইয়াদের দমনের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৫৮. বিহার থেকে সৈন্য সংখ্যা বৃদ্ধি পায় কীভাবে?
Ο ক) বিভিন্ন রাজ্য জয়ের মাধ্যমে
Ο খ) হিন্দুদের বাধ্য করেছিলেন
Ο গ) তাঁর বীরত্বের আকৃষ্ট হয়ে ভাগ্যন্বেষী মুসলমানরা তাঁর দলে যোগদান করে
Ο ঘ) ভাগবত ও ভিউলিকে শক্তিকেন্দ্রে পরিণত করার মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
৪৫৯. পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দ সংঘটিত হয়?
Ο ক) ১৭৫৬
Ο খ) ১৭৫৭
Ο গ) ১৭৫৮
Ο ঘ) ১৭৫৯
সঠিক উত্তর: (খ)
৪৬০. ইলিয়াস শাহ কত সালে ফিরোজাবাদের সিংহাসন আরোহণ করেন?
Ο ক) ১৩৪২ সাল
Ο খ) ১৩৪৬ সাল
Ο গ) ১৩৫০ সাল
Ο ঘ) ১৩৫৫ সাল
সঠিক উত্তর: (ক)
৪৬১. বাংলার শেষ আফগান শাসক কে ছিলেন?
Ο ক) তাজখান কররানী
Ο খ) সুলায়মান কররানী
Ο গ) দাউদ কররানী
Ο ঘ) মুজাফফর শাহ কররানী
সঠিক উত্তর: (গ)
৪৬২. বাংলায় শেষ আফগান শাসক হিসেবে কোন নামটি সমর্থনযোগ্য?
Ο ক) দাউদ কররানী
Ο খ) সুলায়মান কররানী
Ο গ) তাজখান কররানী
Ο ঘ) লোদী কররানী
সঠিক উত্তর: (ক)
৪৬৩. শের খান চুনার দুর্গ ও বিহার অধিকার করেন। কারণ-
i. নিজ শক্তির বৃদ্ধির জন্য
ii. সমগ্র ভারতের আধিপতি হবার অভিপ্রায়ে
iii. আফগানদের পরাজিত করার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৬৪. কীভাবে ফখরুদ্দিন মুবারক শাহ স্বাধীন সুলতান হিসেবে আত্মপ্রকাশ করেন?
Ο ক) নিজ নামে মুদ্রা জারি করে
Ο খ) সেতু নির্মাণ করে
Ο গ) ঢাক ঢোল পিটিয়ে
Ο ঘ) কুচকাওয়াজের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
৪৬৫. গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন?
Ο ক) নুসরত শাহ
Ο খ) আলাউদ্দিন হুসেন শাহ
Ο গ) সিকান্দার শাহ
Ο ঘ) বাহারাম শাহ
সঠিক উত্তর: (খ)
৪৬৬. ইসলাম খানের নৌবাহিনী গঠনের অন্যতম উদ্দেশ্য কোনটি?
Ο ক) বার ভুঁইয়াদের দমন
Ο খ) সামরিক বীরত্ব প্রদর্শন
Ο গ) শাহাজাহানের বিদ্রোহ দমন
Ο ঘ) টোডারমলের বিদ্রোহ দমন
সঠিক উত্তর: (ক)
৪৬৭. কত খ্রিস্টাব্দে ঈসা খান মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৫৯৭
Ο খ) ১৫৯৮
Ο গ) ১৫৯৯
Ο ঘ) ১৬০০
সঠিক উত্তর: (গ)
৪৬৮. পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
Ο ক) ১৫৫৬
Ο খ) ১৫৫৭
Ο গ) ১৫৫৮
Ο ঘ) ১৭৫৯
সঠিক উত্তর: (ক)
৪৬৯. শাসক হিসেবে ইলিয়াস শাহ ছিলেন একজন-
i. বিচক্ষণ
ii. দূরদর্শী
iii. জনপ্রিয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৭০. সম্রাট জাহাঙ্গীর রাজত্বকালের কৃতিত্বপূর্ণ কার্য হচ্ছে কোনটি?
Ο ক) মারাঠা বিদ্রোহ দমন
Ο খ) বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা
Ο গ) পর্তুগিজদের দমন
Ο ঘ) রাজস্ব সংস্কার
সঠিক উত্তর: (খ)
৪৭১. শায়েস্তা খাঁ-কে দুই মেয়াদে বাংলায় সুবাদার নিয়োগ দেওয়া হয়। এটি প্রমাণ করে?
i. দক্ষ শাসক ছিলেন
ii. প্রজারঞ্জক শাসক ছিলেন
iii. জোর পূর্বক ক্ষমতা দখল করেছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৭২. গণেশ মৃত্যুবরণ করেন কখন?
Ο ক) ১৪১৬ খ্রিস্টাব্দে
Ο খ) ১৪১৫ খ্রিস্টাব্দে
Ο গ) ১৪১৭ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৪১৮ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (ঘ)
৪৭৩. আঠারো শতকের বাংলায় মুঘল শাসন নবাবি আমল নামে পরিচিত। এর যথার্থ কারণ কী?
Ο ক) সুবাদারি প্রথার বিলোপ সাধিত হয়
Ο খ) নাজিমগণ শক্তিশালী হয়ে ওঠে
Ο গ) নাজিমস বা নবাবি পদ বংশগত হয়ে পড়ে
Ο ঘ) সুবাদারের পদবি নাজিমে পরিণত হয়
সঠিক উত্তর: (ঘ)
৪৭৪. সন্ধির শর্তানুসারে ইওজ খলজি সুলতান ইলতুৎমিশকে কী প্রদান করবেন?
Ο ক) প্রচুর অর্থ ও হস্তী
Ο খ) প্রচুর অর্থ ও ঘোড়া
Ο গ) প্রচুর অর্থ ও গরু
Ο ঘ) প্রচুর অর্থ ও স্বর্ণালংকার
সঠিক উত্তর: (ক)
৪৭৫. আলাউদ্দিন ফিরুজ শাহ কত দিন ক্ষমতায় ছিলেন?
Ο ক) প্রায় এক বছর
Ο খ) প্রায় দু বছর
Ο গ) প্রায় তিন বছর
Ο ঘ) প্রায় চার বছর
সঠিক উত্তর: (ক)
৪৭৬. বাংলায় মুর্শিদকুলী খানের শাসনকাল কত?
Ο ক) ১৭০০-১৭০৩ সাল
Ο খ) ১৭০০-১৭১০ সাল
Ο গ) ১৭০০-১৭২০ সাল
Ο ঘ) ১৭০০-১৭২৭ সাল
সঠিক উত্তর: (ঘ)
৪৭৭. বাংলার ইলিয়াস শাহি বংশের প্রতিষ্ঠাতা কে?
Ο ক) আলাউদ্দিন আলী শাহ
Ο খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ
Ο গ) ইখতিয়ারউদ্দিন গাজী শাহ
Ο ঘ) মুবারক শাহ
সঠিক উত্তর: (খ)
৪৭৮. বখতিয়ারকে ভাগবত ও ভিউলি নামক দুটি পরগণার জায়গীর দান করা হয় কেন?
Ο ক) যুদ্ধে জয়লাভের জন্য
Ο খ) সাহস ও বুদ্ধিমত্তার জন্য
Ο গ) রণকৌশলের জন্য
Ο ঘ) হুসামউদ্দিন বখতিয়ারের শক্তিতে ভীত হয়েছিলেন
সঠিক উত্তর: (খ)
৪৭৯. লাখনৌ বলতে বর্তমানে কোন জেলাকে বোঝায়?
Ο ক) মুর্শিদাবাদ
Ο খ) নদীয়া
Ο গ) বিক্রমপুর
Ο ঘ) বীরভূম
সঠিক উত্তর: (ঘ)
৪৮০. মাসহাদী বাংলা শাসন করেন কত বছর?
Ο ক) এক বছর
Ο খ) দুই বছর
Ο গ) তিন বছর
Ο ঘ) চার বছর
সঠিক উত্তর: (ঘ)
৪৮১. নাসির খানকে হত্যা করা হয় কেন?
Ο ক) তিনি দুর্বল শাসক ছিলেন
Ο খ) তিনি অত্যাচারী শাসক ছিলেন
Ο গ) তিনি ক্রীতদাস থেকে শাসকে পরিণত হয়েছিলেন
Ο ঘ) অযোগ্য ও অদক্ষ শাসক ছিলেন
সঠিক উত্তর: (গ)
৪৮২. ‘ইসলাম খান’ নামটি কার ক্ষেত্রে অধিক উপযোগী?
Ο ক) শের শাহের
Ο খ) আহমেদ শাহের
Ο গ) নুসরাত শাহের
Ο ঘ) জালাল খানের
সঠিক উত্তর: (ঘ)
৪৮৩. বার ভূইয়াদের দমনে সুবাদার ইসলাম খানের বিশেষ কৌশলের মধ্যে ছিল-
i. শক্তিশালী নৌ-বহর গড়ে তোলা
ii. রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর
iii. অশ্বরোহী বাহিনী গঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৮৪. আফগান শাসক ‘Z’ নিজেকে সম্রাট আকবরের সমকক্ষ ভাবতেন। ‘Z’ নিচের কোন চরিত্রটিকে সমর্থন করছে?
Ο ক) তাজখান কররানী
Ο খ) সুলায়মান কররানী
Ο গ) মুজাফফর খান কররানী
Ο ঘ) দাউদ খান কররানী
সঠিক উত্তর: (ঘ)
৪৮৫. হাজিপুর নামক শহরের সাথে কোন নামটি সামঞ্জস্যপূর্ণ?
Ο ক) বাহরাম খান
Ο খ) উজ্জউদ্দীন
Ο গ) গাজী শাহ
Ο ঘ) ইলিয়াস শাহ
সঠিক উত্তর: (ঘ)
৪৮৬. ইওজ খলজি রাজধানীর তিন পাশে গভীর ও প্রশস্ত পরিখা নির্মাণ করেছিলেন কেন?
Ο ক) রাজধানীর নিরাপত্তার জন্য
Ο খ) রাজধানীর উন্নয়নের জন্য
Ο গ) রাজধানীর সৌন্দর্য বৃদ্ধির জন্য
Ο ঘ) রাজধানীকে আধুনিকায়ন করার জন্য
সঠিক উত্তর: (ক)
৪৮৭. মি. ‘H’ বাংলার শাসক হিসেবে গিয়াসউদ্দিন ইওয়াজ খলজির পছন্দ করতেন না। ‘H’ এখানে এর সাদৃশ্য রয়েছে কোনটির?
Ο ক) বখতিয়ার খলজি
Ο খ) নূর খলজি
Ο গ) ইলতুৎমিশ
Ο ঘ) আলাউদ্দিন জানি
সঠিক উত্তর: (গ)
৪৮৮. সুলতান শাহজাদ কী উপাধি নিয়ে বাংলার ক্ষমতায় বসেন?
Ο ক) আদিল শাহ
Ο খ) বরবক শাহ
Ο গ) আল ফাখিল
Ο ঘ) মুজাফফর শাহ
সঠিক উত্তর: (খ)
৪৮৯. সুবাদার ইসলাম খানের অন্যতম কৃতিত্ব হচ্ছে-
i. ঢাকায় রাজধানী স্থানান্তর
ii. জমিদারি শাসনের অবসান
iii. শক্তিশালী নৌবাহিনী গঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৯০. সর্বপ্রথম চট্টগ্রাম জয় করেন কে?
Ο ক) ফখরুদ্দিন মুবারক শাহ
Ο খ) ইখতিয়ার উদ্দিন গাজী শাহ
Ο গ) বুগরা খান
Ο ঘ) তুঘলক খান
সঠিক উত্তর: (খ)
৪৯১. ইওয়াস খলজির ব্যর্থতার যথার্থ কারণ কী?
Ο ক) অল্পসংখ্যক সৈন্য
Ο খ) অদূরদর্শিতা
Ο গ) অযোগ্যতা
Ο ঘ) দুর্বলতা
সঠিক উত্তর: (খ)
৪৯২. তুঘান খান কত বছর বাংলার শাসনকর্তা ছিলেন?
Ο ক) ৮ বছর
Ο খ) ৯ বছর
Ο গ) ১০ বছর
Ο ঘ) ১১ বছর
সঠিক উত্তর: (খ)
৪৯৩. স্বর্ণযুগ বলা হয় কার রাজত্বকালকে?
Ο ক) হুসেন শাহের
Ο খ) বাহরাম খানের
Ο গ) গিয়াসউদ্দিনের
Ο ঘ) আলাউদ্দিনের
সঠিক উত্তর: (ক)
৪৯৪. সম্রাট আকবর সমগ্র বাংলায় অধিকার প্রতিষ্ঠা করতে পারেন নি কেন?
Ο ক) বাংলার আবহাওয়া মুঘলদের প্রতিকূল ছিল
Ο খ) বাংলার বড় বড় জমিদার আকবরের আনুগত্য স্বীকার করেছিল
Ο গ) জমিদারগণ মুঘলদের অধীনতা অস্বীকার করেছিল
Ο ঘ) মুঘল বাহিনী তুলনামূলক দুর্বল ছিল
সঠিক উত্তর: (গ)
৪৯৫. ঈসা খান কোন উপাধি ধারণ করেন?
Ο ক) বাদশাহ
Ο খ) আল কামিল
Ο গ) মসনদে-বারী
Ο ঘ) মসন-ই-আলী
সঠিক উত্তর: (ঘ)
৪৯৬. হাবসি বংশের প্রতিষ্ঠাতা কে?
Ο ক) বরবক শাহ
Ο খ) ফিরোজ শাহ
Ο গ) মাহমুদ শাহ
Ο ঘ) মুজাফফর শাহ
সঠিক উত্তর: (খ)
৪৯৭. কত খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলা দিল্লীর অধীন ছিল?
Ο ক) ১৩৩৬ খ্রিষ্টাব্দ
Ο খ) ১৩৩৭ খ্রিষ্টাব্দ
Ο গ) ১৩৩৮ খ্রিষ্টাব্দ
Ο ঘ) ১৩৩৯ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (গ)
৪৯৮. নুসরত শাহের শাসনকাল থেকে স্বাধীন বাংলার পতনকাল শুরু হয় কেন?
Ο ক) তিনি অযোগ্য শাসক ছিলেন
Ο খ) তাঁর উত্তরাধিকারীগণ দুর্বল ছিলেন
Ο গ) বাংলা দিল্লির অধীনে চলে গিয়েছিল
Ο ঘ) নুসরত শাহ দিল্লির সুলতানের সাথে একাত্মতা প্রকাশ করেছিলেন
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: জমির সাহেব একটি ছবিতে দেখলেন সেখানকার শাসকগণ বেশি টিকে থাকতে পারছিল না। তাই অল্পদিনের মধ্যেই তাঁদের পতন ঘটে।
৪৯৯. উদ্দীপকে আলোচিত শাসকদের সাথে পাঠ্যবইয়ের কোন বংশের শাসকদের মিল রয়েছে?
Ο ক) হুসেন শাহী
Ο খ) হাবসী
Ο গ) ইলিয়াসশাহী
Ο ঘ) মামলুক
সঠিক উত্তর: (খ)
৫০০. উদ্দীপকে আলোচিত শাসকদের পরাজয়ের যথার্থ কারণ-
i. অবিচার
ii. পারস্পরিক ষড়যন্ত্র
iii. অযোগ্যতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History