এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৪ (৯)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৪ (৯) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪০১. প্রাচীনকাল থেকে বিশ্বখ্যাত কোন কাপড় বাংলায় তৈরি হতো?
Ο ক) রেয়ন
Ο খ) রেশমী
Ο গ) মসলিন
Ο ঘ) পশমী
 সঠিক উত্তর: (গ)

 ৪০২. বর্তমান যুগের জন্মাষ্টমী, নীতিপাঠ, হোলি উৎসব কোন যুগের ক্রিয়াকলাপের ফলাফল?
Ο ক) পাল
Ο খ) সেন
Ο গ) গুপ্ত
Ο ঘ) মৌর্য
 সঠিক উত্তর: (খ)

 ৪০৩. সোমপুর বিহারটি নির্মাণ করেন কে?
Ο ক) ধর্মপাল
Ο খ) দেবপাল
Ο গ) মহীপাল
Ο ঘ) গোপাল
 সঠিক উত্তর: (ক)

 ৪০৪. বাংলার মধ্যযুগের সূচনা শুরু হয় কোন সমাজ প্রতিষ্ঠার মধ্যদিয়ে?
Ο ক) হিন্দু
Ο খ) মুসলিম
Ο গ) বৌদ্ধ
Ο ঘ) খ্রিষ্টান
 সঠিক উত্তর: (খ)

 ৪০৫. জীবন বাঁচাতে প্রথমত কয়েকটি মৌলিক জিনিসের প্রয়োজন। এতে মৌলিক বিষয়ের যেটির কথা বলা হয়েছে-
i. খাদ্য
ii. বাসস্থান
iii. শিক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪০৬. লালাবাগের শাহী জমিকে কী বলা হতো?
Ο ক) শাহজাদা আলম
Ο খ) ইসলাম খান
Ο গ) শায়েস্তা খান
Ο ঘ) কাসিম খান
 সঠিক উত্তর: (খ)

 ৪০৭. জনাব ‘ X’ এর বাড়িতে পূর্বে ‘Y’ দের কোন মর্যাদা ছিল না। ‘Y’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) পুরুষদের
Ο খ) ক্রীতদাসদের
Ο গ) নারীদের
Ο ঘ) বৃদ্ধ মহিলাদের
 সঠিক উত্তর: (গ)

 ৪০৮. মহারাজ বৈন্যগুপ্তের সহায়তার পূর্ব বাংলায় শৈবধর্ম ছড়িয়ে পড়েছিল কত শতকে?
Ο ক) পঞ্চম
Ο খ) ষষ্ঠ
Ο গ) সপ্তম
Ο ঘ) অষ্টম
 সঠিক উত্তর: (খ)

 ৪০৯. এদেশে নানা প্রকার ধর্ম-সম্প্রদায় ও ধর্মানুষ্ঠান গড়ে উঠেছিল কীভাবে?
Ο ক) পৌরাণিক দেব-দেবী প্রতিমাকে আশ্রয় করে
Ο খ) বৈদিক ধর্মের প্রসারের মাধ্যমে
Ο গ) সরাসরি রাষ্ট্রের সহায়তা লাভের মাধ্যমে
Ο ঘ) পশু বলি প্রথা বৃদ্ধির মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ৪১০. প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীন মন্দির বলে ধারণা করা হয় নিচের কোনটি?
Ο ক) বরাকরের মন্দির
Ο খ) বৌদ্ধ মন্দির
Ο গ) কান্তজি মন্দির
Ο ঘ) শিভ মন্দির
 সঠিক উত্তর: (ক)

 ৪১১. বৌদ্ধ ও জৈন ভিক্ষুদের ধর্ম প্রচারকে স্থাপত্য কর্ম বলা চলে না যে কারণে-
i. ইট-পাথরের কাঠামোর উপর বাঁশ দিয়ে বিহার ও সংঘরাম তৈরি হতো বলে
ii. ইট-পাথরের উপর কাঠ দিয়ে তৈরি বিহার ও সংঘরাম হতো বলে
iii. বিহার ও সংঘরামগুলো কারুকার্যময় ছিল বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪১২. বাঙালি সংকর জাতি। একথাটির তাৎপর্য হলো-
i. জনপ্রকৃতিতে বিভিন্ন মানব গোষ্ঠীর ধারা মিলিত হয়েছে
ii. বাঙালি সংস্কৃতি বহু সংস্কৃতির সংমিশ্রণ ঘটেছে
iii. বাঙালি গায়ের বর্ণ শ্যামলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১৩. মানুষ কোন ধরনের জীব?
Ο ক) সামাজিক
Ο খ) রাজনৈতিক
Ο গ) অর্থনৈতিক
Ο ঘ) সাংস্কৃতিক
 সঠিক উত্তর: (ক)

 ৪১৪. বিষ্ণুর রেখাচিত্রটি পাওয়া যায় কোন তাম্র শাসনে?
Ο ক) ডোম্মনপালের
Ο খ) ধর্মপালের
Ο গ) দেবপালের
Ο ঘ) মহীপালের
 সঠিক উত্তর: (ক)

 ৪১৫. বাংলাদেশের মানুষের প্রধান পেশা কী?
Ο ক) ব্যবসা বাণিজ্য
Ο খ) শিক্ষকতা
Ο গ) চিকিৎসা
Ο ঘ) কৃষি
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১৬. ‘কাম-মহোৎসবে’ বাদ্য সহকারে অশ্লীল গানের রীতি প্রচলিত ছিল কোন মাসে?
Ο ক) ভাদ্র
Ο খ) ফাল্গুন
Ο গ) চৈত্র
Ο ঘ) মাঘ
 সঠিক উত্তর: (গ)

 ৪১৭. প্রাচীন বাংলায় ধর্ম-কর্মের বিভ্ন্নিতা দেখা দিয়েছিল-
i. বর্ণের বিভিন্নতার জন্য
ii. শ্রেণির বিভিন্নতার জন্য
iii. কৌমের বিভিন্নতার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১৮. প্রাচীন বাংলার সমাজকে কী বলা হতো?
Ο ক) দাস সমাজ
Ο খ) গুপ্ত সমাজ
Ο গ) মৌর্য সমাজ
Ο ঘ) কৌম সমাজ
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১৯. প্রাচীন বাংলার ফলবান বৃক্ষের মধ্যে ছিল- i. আম ii. কাঠাঁল iii. ডালিম নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২০. প্রাচীনকালে বঙ্গদেশে কোনটি সবচেয়ে কম মান হিসেবে ব্যবহৃত হতো?
Ο ক) কড়ি
Ο খ) টাকা
Ο গ) মুদ্রা
Ο ঘ) পয়সা
 সঠিক উত্তর: (ক)

 ৪২১. ধর্মপাল নির্মাণ করেন-
i. বিক্রমশীল বিহার
ii. ওদন্তপুর বিহার
iii. সোমপুর বিহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২২. বৈশ্যদের কাজ ছিল কী?
Ο ক) যুদ্ধ করা
Ο খ) ব্যবসায় বাণিজ্য করা
Ο গ) পূজা-পার্বণ করা
Ο ঘ) মাছ শিকার
 সঠিক উত্তর: (খ)

 ৪২৩. বঙ্গোলীয় বা ভোট চীনা গোষ্ঠীর নানা জাতি-উপজাতির অন্তর্ভুক্ত হলো-
i. গারো
ii. কোচ
iii. কাছাড়ি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২৪. প্রাচীন বাংলার তৈরি যুদ্ধাশস্ত্রের অন্তভুক্ত ছিল-
i. তীর
ii. বর্শা
iii. তলোয়ার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২৫. নিচের কোন উৎসবে স্ত্রী-পুরুষ সকলে যোগদান করত?
Ο ক) সরস্বতী পূজায়
Ο খ) ঘুড়ি উৎসবে
Ο গ) নববর্ষ উৎসবে
Ο ঘ) হোলি উৎসবে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২৬. প্রাচীনকালে বিনিময় প্রথা ছিল-
i. ক্রয়বিক্রয়
ii. ব্যবসায় বাণিজ্য
iii. আমদানি রপ্তানিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪২৭. কোন দেবতাকে সকল রোগের আরোগ্য বার্তা বলে পূজা করা হতো?
Ο ক) সূর্য
Ο খ) চন্দ্র
Ο গ) সুখরাত্রি
Ο ঘ) গাছ
 সঠিক উত্তর: (ক)

 ৪২৮. অতি প্রাচীনকাল হতে বাংলায় বিহার ও সংঘরাম তৈরি করে স্ব স্ব ধর্ম প্রচার করতেন-
i. বৌদ্ধ ভিক্ষুরা
ii. শৈব ভিক্ষুরা
iii. জৈন ভিক্ষুরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪২৯. জনাব করিম একটি সাময়িকীতে দেখেন প্রাচীনকালে ‘Y’ দের বাবড়ী চুল কাধেঁর উপর ঝুলে থাকত। ‘Y’ নিচের কোনটিকে সমর্থন করছে?
Ο ক) ধনীদের
Ο খ) রাজার
Ο গ) নারীদের
Ο ঘ) পুরুষদের
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩০. বিজয়া দশমীর দিন কোন উৎসব পালন করা হতো?
Ο ক) কাম-মহাৎসব
Ο খ) উমা
Ο গ) শাবরোৎসব
Ο ঘ) হোলাকা
 সঠিক উত্তর: (গ)

 ৪৩১. বৌদ্ধ বিহার ছিল- i. বরেন্দ্র ii. ত্রিপুরায় iii. রাঢ় অঞ্চলে নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩২. প্রাচীনকালে কোন মাসে এক ধরনের অশ্লীল গানের রীতি প্রচলিত ছিল?
Ο ক) পৌষ মাসে
Ο খ) মাঘ মাসে
Ο গ) ফাল্গুন মাসে
Ο ঘ) চৈত্র মাসে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩৩. প্রাচীন বাংলার প্রধান ফসল কী ছিল?
Ο ক) পাট
Ο খ) ধান
Ο গ) তুলা
Ο ঘ) সর্ষে
 সঠিক উত্তর: (খ)

 ৪৩৪. কীভাবে দেব-দেবীর মূর্তিগুলো নির্মিত হয়েছিল?
Ο ক) শাস্ত্রীয় অনুশাসন অনুসারে
Ο খ) সামাজিক অনুশাসন অনুসারে
Ο গ) রাজনৈতিক অসুশাসন অনুসারে
Ο ঘ) ধর্মীয় অনুশাসন অনুসারে
 সঠিক উত্তর: (ক)

 ৪৩৫. গুপ্ত যুগে বাংলায় যে নতুন ব্রাক্ষণ্য ধর্মের আবির্ভাব ঘটে তাকে বলে-
Ο ক) সনাতন ধর্ম
Ο খ) সংস্কৃত ধর্ম
Ο গ) পৌরাণিক ধর্ম
Ο ঘ) বৌদ্ধধর্ম
 সঠিক উত্তর: (গ)

 ৪৩৬. প্রাচীন যুগে বাংলার ধর্ম জীবন ছিল খুব উন্নত এবং পরধর্ম সহিষ্ণুতা বাঙালি চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল এটি জানা যায়-
i. চীনা তথ্য হতে
ii. তিব্বতীয় তথ্য হতে
iii. গ্রিক তথ্য হতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৩৭. বাংলার সবচেয়ে প্রাচীন স্তুপের নিদর্শন হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) পাহাড়পুরের ব্রোঞ্জ স্তূপ
Ο খ) মহাস্থানগড়ের ব্রোঞ্জ স্তূপ
Ο গ) ময়নামতির ব্রোঞ্জ স্তূপ
Ο ঘ) আশরাফপুরের ব্রোঞ্জ স্তূপ
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩৮. প্রাচীনকাল হতেই বঙ্গদেশ কৃষির জন্য প্রসিদ্ধ ছিল, কারণ-
i. বাংলার অর্থনৈতি কৃষির উপর নির্ভর করে গড়ে উঠেছে
ii. শিল্প বাণিজ্য বাঙালিরা অদক্ষ ছিল
iii. ধান, পাট, সর্ষে ইত্যাদির জন্য বাংলায় খ্যাতি ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪৩৯. ‘কাম-মহাৎসব’ কোন মাসে অনুষ্ঠিত হত?
Ο ক) চৈত্র
Ο খ) বৈশাখ
Ο গ) জ্যৈষ্ঠ
Ο ঘ) শ্রাবণ
 সঠিক উত্তর: (ক)

 ৪৪০. গুপ্তযুগের মূর্তিগুলো কেমন ছিল?
Ο ক) কদাকার
Ο খ) কদর্য
Ο গ) নিম্নমানের
Ο ঘ) উন্নতমানের
 সঠিক উত্তর: (ঘ)

 অনুচ্ছেদটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: বাবু অজিত রায় তার দেহাবশেষ পুঁতে রাখার জন্য শশ্মানের উপর মাটির টিবি তৈরি করেন এবং মাটির টিবি রক্ষা করার জন্য একটি বিশেষ স্থাপত্য পদ্ধতি ব্যবহার করা হয়।

৪৪১. অনুচ্ছেদটির সাথে প্রাচীন বাংলার কোন স্থাপত্যের মিল লক্ষ করা যায়?
Ο ক) মন্দির
Ο খ) বিহার
Ο গ) স্তূপ
Ο ঘ) সংঘরাম
 সঠিক উত্তর: (গ)

 ৪৪২. উক্ত স্থাপত্যকর্ম থেকে জানা যায়-
Ο ক) প্রাচীন বাংলার স্থাপত্য কর্ম
Ο খ) প্রাচীন বাংলার ইতিহাস
Ο গ) প্রাচীন বাংলার নির্মাণ শৈলী
Ο ঘ) প্রাচীন বাংলার কারূকাজ
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post