এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৪ (৭)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৪ (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৩০১. বাংলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে মিশে যায় কোন জাতি?
Ο ক) গৌড়
Ο খ) আর্য
Ο গ) আলপাইন
Ο ঘ) বাঙালি
 সঠিক উত্তর: (গ)

 ৩০২. গরুর গাড়ির অনেক কদর ছিল, কারণ-
i. যাতায়াতের প্রধান মাধ্যম ছিল
ii. নববধূকে শ্বশুর বাড়িতে আনার ক্ষেত্রে ব্যবহৃত হতো
iii. দ্রুত যাতায়াত করা যেত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩০৩. চট্রগ্রামের কেওয়ারিতে নির্মিত মন্দিরটি-
Ο ক) তামার তৈরি
Ο খ) রূপার তৈরি
Ο গ) স্বর্ণের তৈরি
Ο ঘ) ব্রোঞ্জের তৈরি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০৪. কার রাজত্বকালে উত্তরবঙ্গে জৈন সম্প্রদায় বিদ্যমান ছিল?
Ο ক) গোপাল-এর
Ο খ) ধর্মপাল-এর
Ο গ) অশোক-এর
Ο ঘ) লক্ষ্মণ সেন-এর
 সঠিক উত্তর: (গ)

 ৩০৫. ‘ক’ যুগের পর বাংলায় বৌদ্ধ ধর্ম সহজিয়া ধর্মরূপে জনপ্রিয় হয়ে উঠেছিল। উদ্দীপকের সাথে সাদৃশ্য রয়েছে কোন যুগের?
Ο ক) সেন
Ο খ) পাল
Ο গ) গুপ্ত
Ο ঘ) আর্য
 সঠিক উত্তর: (খ)

 ৩০৬. জমির সাহেব দেখলেন ‘A’ অঞ্চলের মানুষের শরীরে বর্ণ, গঠনেও ক্ষেত্রে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে। ‘A’ কোন অঞ্চলকে নির্দেশ করছে?
Ο ক) বাংলাদেশ
Ο খ) ইন্দোনেশিয়া
Ο গ) মালয়েশিয়া
Ο ঘ) চীন
 সঠিক উত্তর: (ক)

 ৩০৭. বৌদ্ধধর্মের প্রধান কেন্দ্র ছিল কোনটি?
Ο ক) হরি সংঘ
Ο খ) বুদ্ধ সংঘ
Ο গ) বৌদ্ধ সংঘ
Ο ঘ) বৌদ্ধ বিহার
 সঠিক উত্তর: (গ)

 ৩০৮. প্রাচীন বাংলায় যাতায়াতের প্রধান মাধ্যম কী ছিল?
Ο ক) গরুর গাড়ি
Ο খ) শকট
Ο গ) জাহাজ
Ο ঘ) বাস
 সঠিক উত্তর: (ক)

 ৩০৯. বহু বিবাহ প্রথা প্রচলিত ছিল কাদের জন্য?
Ο ক) বিধবাদের
Ο খ) নারীদের
Ο গ) সধবাদের
Ο ঘ) পুরুষদের
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১০. বাংলায় হিন্দুদের দৈনন্দিন জীবনে কিসের প্রবল প্রভাব ছিল?
Ο ক) ধর্মশাস্ত্রের
Ο খ) গণিতশাস্ত্রের
Ο গ) চিকিৎসা শাস্ত্রের
Ο ঘ) বিজ্ঞান শাস্ত্রের
 সঠিক উত্তর: (ক)

 ৩১১. প্রাচীন বাংলায় ব্রাক্ষ্মণদের ক্ষেত্রে প্রযোজ্য-
i. সমাজের মূল ক্ষমতা ছিল
ii. শাস্ত্রজ্ঞান চর্চা করতে পারত
iii. অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১২. উপমহাদেশের ইতিহাসে পাহাড়পুরের মন্দিরের গুরুত্ব অপরিসীম যে কারণে-
i. স্থাপত্য শিল্পের গভীর প্রভাব
ii. বার্মা ও জাভার বহু প্রাচীন মন্দিরের অনুকরণে তৈরি
iii. কারুকার্যের আধিক্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৩. জীবিকা পরধর্ম বিদ্বেষের কাহিনী নিয়ে আলোচনা করছিলেন। প্রাচীন বাংলায় একমাত্র কার পরধর্ম বিদ্বেষের কাহিনি আছে?
Ο ক) অশোকের
Ο খ) শশাঙ্কের
Ο গ) ধর্মপালের
Ο ঘ) রামপালের
 সঠিক উত্তর: (খ)

 ৩১৪. নবম ও দশম শতকে বাংলায় প্রচলিত ছিল-
i. সংস্কৃত ভাষা
ii. শৌরসেনী অপভ্রংশ ভাষা
iii. মাগধী ভাষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৫. বাংলা ভাষার উৎপত্তি হয় কোন ভাষা থেকে?
Ο ক) তৎসম
Ο খ) তদ্ভব
Ο গ) সংস্কৃত
Ο ঘ) অপভ্রংশ
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৬. দ্রাবিড়দের প্রধান ভাষা কোনটি?
Ο ক) মোন
Ο খ) ক্ষ্মের
Ο গ) তামিল
Ο ঘ) উর্দু
 সঠিক উত্তর: (গ)

 ৩১৭. গৌড়ের রাজধানী কোনটি?
Ο ক) রিয়াদ
Ο খ) কর্ণসুবর্ণ
Ο গ) নয়াদিল্লি
Ο ঘ) উড়িষ্যা
 সঠিক উত্তর: (খ)

 ৩১৮. প্রাচীন বাংলায় প্রচলিত ছিল- i. জন্মষ্টমী ii. দশহরা iii. ভ্রাতৃদ্বিতীয়া নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৯. ‘উমা’ শব্দের অর্থ কী?
Ο ক) দুর্গার অর্চনা
Ο খ) পিতার অর্চনা
Ο গ) গুরুর অর্চনা
Ο ঘ) ভগবানের অর্চনা
 সঠিক উত্তর: (ক)

 ৩২০. পাল রাজাগণ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক হয়েও অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। এতে তাদের যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়-
Ο ক) ধর্মানুরাগী
Ο খ) পরমতসহিষ্ণু
Ο গ) বিনয়ী
Ο ঘ) শান্তিকামী
 সঠিক উত্তর: (খ)

 ৩২১. ইটের তৈরি বিহার প্রস্তুত শুরূ হলো যে কারণে-
i. বৌদ্ধ ও জৈন সংঘে প্রচারকের সংখ্যা বাড়ার জন্য
ii. বিহারের রূপের পরিবর্তন করার জন্য
iii. ধর্ম প্রচারের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২২. বাংলায় বৌদ্ধ ধর্মের প্রভাব খুব বৃদ্ধি পেয়েছিল কেন?
Ο ক) পাল বংশের আগমনের ফলে
Ο খ) সেন বংশের আগমনের ফলে
Ο গ) গুপ্ত বংশের আগমনের ফলে
Ο ঘ) বৌদ্ধ-বিহার নির্মিত হওয়ার ফলে
 সঠিক উত্তর: (ক)

 ৩২৩. পূর্ব ও উত্তর বাংলায় বহু পূর্বকাল হতে নানা সময়ে এসেছিল-
i. মঙ্গোলীয়রা
ii. অস্ট্রো-এশিয়াটিকরা
iii. দ্রাবিড়রা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৪. মি. ‘B’ একটি পত্রিকা থেকে জানতে পারলেন যে, ‘ক’ সমাজের প্রধান বৈশিষ্ট্য জাতিভেদে প্রথা। ‘ক’ নিচের কোনটিক নির্দেশ করছে?
Ο ক) কৌম সমাজ
Ο খ) আর্য সমাজ
Ο গ) ব্রাক্ষ সমাজ
Ο ঘ) বণিক সমাজ
 সঠিক উত্তর: (খ)

 ৩২৫. মৃদুল চক্রবর্তী বিহারের রূপের পরিবর্তন নিয়ে আলোচনা করছেন। এ পরিবর্তন হয়েছিল যে যুগে-
Ο ক) পাল
Ο খ) মৌর্য
Ο গ) সেন
Ο ঘ) গুপ্ত
 সঠিক উত্তর: (ক)

 ৩২৬. বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কত খ্রিষ্টাপূর্ব শতকে?
Ο ক) প্রথম
Ο খ) দ্বিতীয়
Ο গ) তৃতীয়
Ο ঘ) চতুর্থ
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৭. সম্প্রতি উয়ারী-বটেশ্বর কত বছরের পুরাতন ধ্বংসাবশেষ পাওয়া গেছে?
Ο ক) ২০০০ বছরের
Ο খ) ২৫০০ বছরের
Ο গ) ৩০০০ বছরের
Ο ঘ) ৩৫০০ বছরের
 সঠিক উত্তর: (খ)

 ৩২৮. পরম সহিষ্ণু ছিলেন-
i. খড়গ বংশের রাজারা
ii. চন্দ্র বংশের রাজা-মহারাজারা
iii. পাল বংশের রাজারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৯. উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?
Ο ক) সাভারে
Ο খ) গাজীপুরে
Ο গ) নরসিংদীতে
Ο ঘ) মানিকগঞ্জে
 সঠিক উত্তর: (গ)

 ৩৩০. সহজিয়া ধর্মমতে বিশ্বাসীরা বিদ্রুপ করতেন-
i. শৈবধর্মকে
ii. জৈনধর্মকে
iii. বৌদ্ধধর্মকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৩১. প্রাচীনকালে বাংলার অধিবাসীদের বেশির ভাগ লোকের বাস ছিল কোথায়?
Ο ক) শহরে
Ο খ) গ্রামে
Ο গ) বিদেশে
Ο ঘ) শিল্প নগরেৱ
 সঠিক উত্তর: (খ)

 ৩৩২. প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীন মন্দিরটির কোনটি?
Ο ক) কান্তজির মন্দির
Ο খ) দেবকোটের মন্দির
Ο গ) বরাকরের মন্দির
Ο ঘ) কাশ্মিরের মন্দির
 সঠিক উত্তর: (গ)

 ৩৩৩. সবচেয়ে প্রাচীন শৈব সম্প্রদায় কোনটি?
Ο ক) বৈষ্ণব
Ο খ) ব্রাহ্মণ
Ο গ) জৈন
Ο ঘ) পাশুপত
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৪. প্রাচীনকালের লেখকেরা তাদের পুস্তকের পাণ্ডুলিপি তৈরি করতেন-
i. তালপাতায়
ii. কাঠে
iii. কাগজে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৩৫. সেন রাজাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। কথাটি বলার কারণ হলো-
i. তাদের প্রভাবে সাধারণ হিন্দু সমাজ দুর্বল হয়ে পড়েছিল
ii. তাদের হাতে মূল ক্ষমতা ছিল
iii. বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিধন করেছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iiও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৬. প্রাচীনকালে মানুষ ছোট ছোট খাল পার হতো কীভাবে?
Ο ক) পুল দিয়ে
Ο খ) ব্রীজ দিয়ে
Ο গ) সাঁকো দিয়ে
Ο ঘ) কালভার্ট দিয়ে
 সঠিক উত্তর: (গ)

 ৩৩৭. প্রাচীন বাংলায় বর্ণ প্রথার ক্ষেত্রে প্রযোজ্য-
i. এক জাতির মধ্যে বিবাহ হতো
ii. ব্রাক্ষ্মণরা সবার সাথে মিশতো
iii. উচ্চ শ্রেণির বর ও নিম্ব শ্রেণির কন্যার মধ্যে বিবাহ চালু ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৩৮. বাংলার বুকে খুব দ্রুত প্রসারলাভ করে-
i. বৈদিক ধর্ম
ii. ব্রাক্ষ্মণ্য ধর্ম
iii. জৈন ধর্ম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৩৯. শারদ্যেৎসব নামে একপ্রকার নৃত্যগীতের অনুষ্ঠান হতো কোন দিনে?
Ο ক) জন্মাষ্টমীতে
Ο খ) বিজয় দশমীতে
Ο গ) মুসবাত্রিব্রততে
Ο ঘ) উত্তরাসনে
 সঠিক উত্তর: (খ)

 ৩৪০. প্রাচীন বাংলায় লোহার তৈরি জিনিসপত্রের মধ্যে ছিল-
i. দা
ii. কুড়াল
iii. লাঙল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪১. প্রাচীন বাংলার ধর্মজগতে কোন ধর্মটি বিশেষ স্থান দখল করে আছে?
Ο ক) ইসলাম
Ο খ) হিন্দু
Ο গ) বৌদ্ধ
Ο ঘ) খ্রিস্ট
 সঠিক উত্তর: (গ)

 ৩৪২. কোন শাসনামলে বৌদ্ধ সংস্কৃতিতে দুর্দশা নেমে আসে?
Ο ক) সেন আমলে
Ο খ) পাল আমলে
Ο গ) মৌর্য আমলে
Ο ঘ) গুপ্ত আমলে
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৩. কোথায় প্রস্তর নির্মিত মন্দির পাওয়া গেছে?
Ο ক) দিনাজপুর জেলায়
Ο খ) রংপুর জেলায়
Ο গ) কুমিল্লা জেলায়
Ο ঘ) নরসিংদি জেলায়
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৪. প্রাচীন বাংলার বন্দরগুলোর অন্তর্ভুক্ত ছিল-
i. নবাবশিকা
ii. তাম্রলিপ্ত
iii. সপ্তগ্রাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪৫. পাহাড়পুরের ভাস্কর্য শিল্পকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
Ο ক) ৩ শ্রেণিতে
Ο খ) ৪ শ্রেণিতে
Ο গ) ৫ শ্রেণিতে
Ο ঘ) ৬ শ্রেণিতে
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৬. জৈন ধর্মের প্রবর্তক কে?
Ο ক) বর্ধমান মহাবীর
Ο খ) গৌড়বাজ শশাঙ্ক
Ο গ) ভাস্কর বর্মা
Ο ঘ) লক্ষণ সেন
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৭. দ্বাদশ শতকের শেষদিকে প্রথমে বগধ ও পরে উত্তর বাংলার বৌদ্ধ বিহার ও মন্দিরগুলো ধ্বংস হয় কীভাবে?
Ο ক) গ্রিক আক্রমণের ফলে
Ο খ) পারসিক আক্রমণের ফলে
Ο গ) তুর্কি আক্রমণের ফলে
Ο ঘ) আফগান আক্রমণের ফলে
 সঠিক উত্তর: (গ)

 ৩৪৮. নিগ্রহন্ত নামে পরিচিতি কোন সম্প্রদায় থেকে যায়-
Ο ক) মুসলমান
Ο খ) জৈন
Ο গ) হিন্দু
Ο ঘ) বৌদ্ধ
 সঠিক উত্তর: (খ)

 ৩৪৯. বাংলায় জাতিভেদ প্রথা চালু হওয়ার কারণ কী?
Ο ক) বাংলায় দ্রাবিড়দের দীর্ঘকাল বসবাস
Ο খ) বাংলায় কুষানদের দীর্ঘকাল বসবাস
Ο গ) বাংলায় নিষাদদের দীর্ঘকাল বসবাস
Ο ঘ) বাংলায় আর্যদের দীর্ঘকাল বসবাস
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫০. মানুষের বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার যথার্থ কারণ হলো-
i. সামাজিক
ii. রাজনৈতিক
iii. অর্থনৈতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post