ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৪ (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. বাংলায় বৌদ্ধ ধর্ম খুব বৃদ্ধি পেয়েছিলেন নিচের কোনটির প্রভাবে?
Ο ক) মৌর্য বংশের আগমনে
Ο খ) গুপ্ত বংশের আগমনে
Ο গ) পাল বংশের আগমনে
Ο ঘ) সেন বংশের আগমনে
সঠিক উত্তর: (গ)
২০২. ‘ক’ জাতির প্রধান বাসভূমি এখন দাক্ষিণাত্যে। উদ্দীপকে আলোচিত জাতির সাথে মিল রয়েছে কোন জাতির?
Ο ক) অস্ট্রিক
Ο খ) দ্রাবিড়
Ο গ) কিরাত
Ο ঘ) মঙ্গোলীয়
সঠিক উত্তর: (খ)
২০৩. প্রাচীনকালে বাংলার অধিকাংশ মানুষ কোথায় বাস করত?
Ο ক) বস্তিতে
Ο খ) নগরে
Ο গ) গ্রামে
Ο ঘ) শহরে
সঠিক উত্তর: (গ)
২০৪. সেন আমলে ব্রাহ্মণদের হাতে মূল ক্ষমতা ছিল। কথাটি বলার কারণ কী?
Ο ক) ব্রাক্ষণরাই কেবল শাস্ত্রজ্ঞান চর্চা করতে পারত
Ο খ) ব্রাক্ষণরাই সমাজকে শাসন করতে পারত
Ο গ) ব্রাক্ষণরাই সমাজকে হিন্দুধর্মে প্রতিষ্ঠা করেছিল
Ο ঘ) ব্রাক্ষণরাই সমাজে বৌদ্ধধর্মের বিলোপ সাধন করেছিল
সঠিক উত্তর: (ক)
২০৫. শ্রীকান্তদের গ্রামের শ্বশানের ওপর মাটির স্তূপ রক্ষা করার জন্য স্থাপত্য পদ্ধতিকে ব্যবহার করে। শ্রীকান্তের গ্রামের ব্যবস্থার সাথে মিল রয়েছে কোন যুগের?
Ο ক) আর্য
Ο খ) পাল
Ο গ) বৈদিক
Ο ঘ) সেন
সঠিক উত্তর: (গ)
২০৬. প্রাচীন বাংলায় চাষ করা যায় এমন উর্বর জমিকে বলা হতো?
Ο ক) ফলতি
Ο খ) উর্বরা
Ο গ) খিলান
Ο ঘ) ক্ষেত্র
সঠিক উত্তর: (ঘ)
২০৭. বিজয়া দশমীর দিন ‘ক’ নামে এক প্রকার নৃত্যগীতের অনুষ্ঠান হতো। উদ্দপকের সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) কাম-মহোৎসব
Ο খ) শারোদৎসব
Ο গ) অক্ষ-ক্রীড়া
Ο ঘ) হোলকা
সঠিক উত্তর: (খ)
২০৮. কত গজ মসলিন একটি নস্যের কোটায় ভরা যেত?
Ο ক) ১০ গজ
Ο খ) ২০ গজ
Ο গ) ৩০ গজ
Ο ঘ) ৪০ গজ
সঠিক উত্তর: (খ)
২০৯. সেন যুগে বৌদ্ধ সংস্কৃতিতে দুর্দশা নেমে আসে। যথার্থ কারণ কী?
Ο ক) সেনরা কট্টরপন্থী হিন্দু ছিল
Ο খ) বৌদ্ধ সমাজের সাথে বিরোধ ছিল
Ο গ) সমাজে বিশৃঙ্খলার সুযোগ মুসলমানরা গ্রহন করেছিল
Ο ঘ) নিম্ন বর্ণের হিন্দুদের সাথে মুসলমানদের আঁতাত ছিল
সঠিক উত্তর: (গ)
২১০. রাজা ধর্মপাল কয়টি বিহার নির্মাণ করেছিলেন?
Ο ক) দুইট
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
২১১. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন যুগের ব্যাপ্তিকাল কত?
Ο ক) দুইশত বছর
Ο খ) তিনশত বছর
Ο গ) চারশত বছর
Ο ঘ) পাঁচশত বছর
সঠিক উত্তর: (ঘ)
২১২. প্রাচীনকালে বিনিময় প্রথা প্রচলিত ছিল-
i. ক্রয়-বিক্রয়ে
ii. ব্যবসা-বানিজ্যে
iii. আমদানি-রপ্তানিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৩. বাংলার সবচেয়ে প্রাচীন মন্দিরটির অবস্থান ছিল কোথায়?
Ο ক) সমতটে
Ο খ) রাঢ়ে
Ο গ) বর্ধমানে
Ο ঘ) পুণ্ড্রবর্ধনে
সঠিক উত্তর: (গ)
২১৪. বর্তমান সময়ে মানুষের চলাচলের প্রধান বাহন হলো গাড়ি, ট্রেন, লঞ্চ, বিমান ইত্যাদি তেমনিভাবে প্রাচীন বাংলায় চলাচলের বাহন ছিল-
i. নৌকা
ii. ঘোড়া
iii. গরুর গাড়ি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৫. প্রাচীন বাংলায় সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি ছিল কারা?
Ο ক) ব্রাক্ষণরা
Ο খ) স্বামীদাহ
Ο গ) শূদ্ররা
Ο ঘ) বৈশ্যরা
সঠিক উত্তর: (গ)
২১৬. মঙ্গোলীয়দের কী বলা হতো?
Ο ক) কিরাত জাতি
Ο খ) অস্ট্রিক জাতি
Ο গ) দ্রাবিড় গোষ্ঠী
Ο ঘ) সাঁওতাল
সঠিক উত্তর: (ক)
২১৭. কত শতকে ধর্মপাল পাহাড়পুড়ে প্রকাণ্ড বিহার নির্মাণ করেন?
Ο ক) সপ্তম শতকে
Ο খ) অষ্টম শতকে
Ο গ) নবম শতকে
Ο ঘ) একাদশ শতকে
সঠিক উত্তর: (খ)
২১৮. বাংলার চিত্র শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?
Ο ক) অষ্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা
Ο খ) পদ্মরাগ পারমিতা
Ο গ) শ্রীকৃষ্ণধর প্রজ্ঞাপারমিতা
Ο ঘ) ডোম্মন পারমিতা
সঠিক উত্তর: (ক)
২১৯. বৈদিক ধর্মকে ‘পৌরাণিক ধর্ম’ বলা হয় যে কারণে-
i. পুরাণ ও মহাকাব্যে বর্ণিত দেব-দেবী ছিল বলে
ii. বৈদিক ক্রিয়াকাণ্ডের সাথে কোন মিল ছিল না বলে
iii. দেবতাদের নামের সঙ্গে বৈদিক দেবতার নামের মিল ছিল বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২০. জীবন বাঁচাতে আমাদের প্রয়োজন- i. খাদ্য ii. বস্ত্র iii. বাসস্থান নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২১. বাংলার শিল্পীগন ভারতীয় শিল্পধারার সাথে যোগাযোগ রক্ষা করে চলতেন কোন যুগ পর্যন্ত?
Ο ক) আর্যযুগ
Ο খ) সেন যুগ
Ο গ) গুপ্ত যুগ
Ο ঘ) পাল যুগ
সঠিক উত্তর: (গ)
২২২. বাংলা সাহিত্যের জন্ম হয় যেভাবে-
i. সংস্কৃত ভাষার মাধ্যমে
ii. চর্যাপদের মাধ্যমে
iii. অপভ্রংশের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৩. মানুষকে সামাজিক জীব বলা হয়। এর যথার্থ কারণ কী?
Ο ক) সমাজ মানুষকে নিয়ন্ত্রণ করে
Ο খ) সমাজবদ্ধভাবে বাস করা মানুষের স্বভাব
Ο গ) রাজনৈতিক বিষয়ে মানুষ অনভিজ্ঞ বলে
Ο ঘ) অন্যসব জীবের ন্যায় মানুষ একত্রে থাকতে ভালোবাসে
সঠিক উত্তর: (খ)
২২৪. প্রাচীন বাংলার মাটির তৈরি জিনিসপতের মধ্যে ছিল-
i. কলস
ii. ঘটি-বাটি
iii. হাঁড়ি-পাতিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৫. পৌরাণিক পূজা পার্বণের রীতিনীতি ও ক্রিয়াকলাপ হতে যে সকল ধর্ম সম্প্রদায়ের উদ্ভব হয় তাদের মধ্যে অন্যতম ধর্মাবলম্বী কারা?
Ο ক) বৈষ্ণবরা
Ο খ) ব্রাহ্মণরা
Ο গ) বৌদ্ধরা
Ο ঘ) জৈনরা
সঠিক উত্তর: (ক)
২২৬. সহমরণ বলতে বুঝায়-
Ο ক) মৃত স্বামীর চিতায় জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারা
Ο খ) সব ধরনের বিলাস বর্জন
Ο গ) বৈধব্য লাভ করে
Ο ঘ) কৃচ্ছ্র সাধনা করা
সঠিক উত্তর: (ক)
২২৭. পাল চন্দ্র কম্বোজ যুগে বৈষ্ণব ধর্মের ক্ষেত্রে সমর্থনযোগ্য-
i. অবনতির
ii. বৈষ্ণব ধর্মের উন্নতি
iii. ধর্মে শ্রদ্ধাশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৮. প্রাচীন বাংলায় বিলাসিতার জন্য উন্নতি লাভ করেছিল-
i. স্বর্ণশিল্প
ii. হিরাশিল্প
iii. মণি-মাণিক্য শিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২৯. বাঙালিদের সঙ্কর জাতি বলা হয়। এর কারণ কী?
Ο ক) বাঙালি বিভ্ন্নি ভাষার সাথে নিজের ভাষার সংম্রিশণ ঘটায়
Ο খ) জনপ্রকৃতিতে বিভিন্ন মানবগোষ্ঠীর ধারা মিলিত হয়েছে
Ο গ) বাঙালির গায়ের রং সাধারণত শ্যামলা হয়
Ο ঘ) বাঙালির সংস্কৃতিতে সহজেই অন্য সংস্কৃতির সংমিশ্রণ ঘটে
সঠিক উত্তর: (খ)
২৩০. শিশুর জন্মের পূর্বে তার মঙ্গলের জন্য অনুষ্ঠিত হতো-
i. গর্ভাধান
ii. পুংসবন
iii. সীমন্তোন্নয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩১. জৈন-ধর্মের প্রভাব কমে এসেছিল কোন যুগের শুরুতে?
Ο ক) মৌর্য
Ο খ) পাল
Ο গ) গুপ্ত
Ο ঘ) সেন
সঠিক উত্তর: (খ)
২৩২. প্রাচীন বাংলার মানুষের যাতায়াতের প্রধান বাহন ছিল কী?
Ο ক) রিকসা ও নৌকা
Ο খ) গরুর গাড়ি ও বাস
Ο গ) গরুর গাড়ি ও নৌকা
Ο ঘ) ট্রেন ও ঠেলাগাড়ি
সঠিক উত্তর: (গ)
২৩৩. বৈদিক ভাষার পরবর্তী নাম হলো-
Ο ক) ফারসি
Ο খ) সংস্কৃত
Ο গ) পালি
Ο ঘ) অস্ট্রিক
সঠিক উত্তর: (খ)
২৩৪. ঢাকা হতে নরসিংদী জেলার দুরত্ব কত কি.মি.?
Ο ক) ৭০
Ο খ) ৭৫
Ο গ) ৮০
Ο ঘ) ৮৫
সঠিক উত্তর: (খ)
২৩৫. দেবতার বেদিতে দুধ ও ঘৃত উৎসর্গের পরিবর্তে পশুবলি প্রথা বৃদ্ধি পায় কোন যুগে?
Ο ক) পাল
Ο খ) সেন
Ο গ) গুপ্ত
Ο ঘ) মৌর্য
সঠিক উত্তর: (গ)
২৩৬. নদীপথে বাণিজ্যের প্রসার ঘটেছিল কেন?
Ο ক) স্থলপথে যাতায়াত ব্যবস্থা কঠিন ছিল
Ο খ) খরচ কম হতো
Ο গ) বাংলাদেশ নদী মাতৃক ছিল
Ο ঘ) স্থল পথে বাণিজ্য ঝূঁকিপূর্ণ ছিল
সঠিক উত্তর: (খ)
২৩৭. বাংলার প্রাচীনতম অধিবাসীরা কোন গোষ্ঠার মানুষ?
Ο ক) নিষাদ
Ο খ) কোল
Ο গ) অস্ট্রিক
Ο ঘ) ভিল
সঠিক উত্তর: (গ)
২৩৮. সোমপুর বিহাড়টি নির্মিত হয় কত শতকে?
Ο ক) সপ্তম
Ο খ) অষ্টম
Ο গ) নবম
Ο ঘ) দশম
সঠিক উত্তর: (খ)
২৩৯. তপনের স্কুল শিক্ষক সন্তোশ কুমার ভট্রাচার্য জাতিতে একজন ব্রাক্ষ্মণ। তিনি অধ্যাপনার পাশাপাশি পূজা পার্বণ করেন। তপনের স্কুল শিক্ষকদের সাথে মিল রয়েছে কোন সমাজের ব্রাক্ষণদের?
Ο ক) গ্রিক
Ο খ) আর্য
Ο গ) সেন
Ο ঘ) পাল
সঠিক উত্তর: (খ)
২৪০. নদীপথে বাণিজ্য প্রসার লাভ করেছিল, কারণ-
i. যাতায়াত সহজতর ছিল
ii. খরচ কম হতো
iii. বাংলাদেশ নদীমাতৃক দেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪১. রিয়া শিশু জন্মের পর কিছু অনুষ্ঠান পালনের কথা বলল। এটি সমর্থন করছে-
i. জাতকর্ম
ii. পৌষ্টিককর্ম
iii. অন্ত্রপ্রাশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪২. কুমিল্লার ময়নামতিতে ও লালমাই পাহাড়ে আবিস্কৃত হয়েছে পুগামারির-
i. মন্দির
ii. ফলক
iii. মূর্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৪৩. বঙ্গের রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল-
i. চিনি
ii. রেশমি কাপড়
iii. তেজপাতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪৪. স্বামীর মৃত্যু হলে স্ত্রীকে জীবিত মৃত স্বামীর চিতায় জীবন্ত পড়িয়ে মরার রীতিকে কী বলে?
Ο ক) চিতাদাহ
Ο খ) স্বামীদাহ
Ο গ) সতীদাহ
Ο ঘ) মৃতদাহ
সঠিক উত্তর: (গ)
২৪৫. কোন যুগে সমস্ত ব্রাক্ষণকে ভূমিদান করা হতো?
Ο ক) পাল
Ο খ) সেন
Ο গ) গুপ্ত
Ο ঘ) মৌর্য
সঠিক উত্তর: (ক)
২৪৬. জৈন ধর্মের প্রবর্তক বর্ধমান মহাবীর রাঢ় দেশে আগমন করেছিলেন কত খ্রিস্টপূর্ব শতকে?
Ο ক) চতুর্থ
Ο খ) পঞ্চম
Ο গ) ষষ্ঠ
Ο ঘ) সপ্তম
সঠিক উত্তর: (গ)
২৪৭. উয়ারী বটেশ্বর আবিস্কৃত ধ্বংসাবশেষের পূর্বে কী ধারণা ছিল?
Ο ক) সভ্যতা গ্রাম কেন্দ্রিক
Ο খ) সভ্যতা শহর কেন্দ্রিক
Ο গ) সভ্যতা নগর কেন্দ্রিক
Ο ঘ) সভ্যতা ধর্ম কেন্দ্রিক
সঠিক উত্তর: (ক)
২৪৮. এ পর্যন্ত ভারত উপমহাদেশে আবিস্কৃত বিহারগুলোর মধ্যে সবচেয়ে বড় বিহার কোনটি?
Ο ক) সোমপুর বিহার
Ο খ) রামুর বৌদ্ধবিহার
Ο গ) বগুড়ার বিহার
Ο ঘ) আসামের বিহার
সঠিক উত্তর: (ক)
২৪৯. আর্য সমাজের অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ ছিল নিচের কোনটি?
Ο ক) কর্মফল
Ο খ) জন্মন্তরবাদ
Ο গ) যোগসাধনা
Ο ঘ) জাতিভেদ
সঠিক উত্তর: (ঘ)
২৫০. আর্য সমাজের অত্যন্ত প্রয়োজনীয় অংশ ছিল কোনটি?
Ο ক) রঙ্গ প্রথা
Ο খ) জাতিভেদে প্রথা
Ο গ) দাস প্রথা
Ο ঘ) ধর্ম প্রথা
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. বাংলায় বৌদ্ধ ধর্ম খুব বৃদ্ধি পেয়েছিলেন নিচের কোনটির প্রভাবে?
Ο ক) মৌর্য বংশের আগমনে
Ο খ) গুপ্ত বংশের আগমনে
Ο গ) পাল বংশের আগমনে
Ο ঘ) সেন বংশের আগমনে
সঠিক উত্তর: (গ)
২০২. ‘ক’ জাতির প্রধান বাসভূমি এখন দাক্ষিণাত্যে। উদ্দীপকে আলোচিত জাতির সাথে মিল রয়েছে কোন জাতির?
Ο ক) অস্ট্রিক
Ο খ) দ্রাবিড়
Ο গ) কিরাত
Ο ঘ) মঙ্গোলীয়
সঠিক উত্তর: (খ)
২০৩. প্রাচীনকালে বাংলার অধিকাংশ মানুষ কোথায় বাস করত?
Ο ক) বস্তিতে
Ο খ) নগরে
Ο গ) গ্রামে
Ο ঘ) শহরে
সঠিক উত্তর: (গ)
২০৪. সেন আমলে ব্রাহ্মণদের হাতে মূল ক্ষমতা ছিল। কথাটি বলার কারণ কী?
Ο ক) ব্রাক্ষণরাই কেবল শাস্ত্রজ্ঞান চর্চা করতে পারত
Ο খ) ব্রাক্ষণরাই সমাজকে শাসন করতে পারত
Ο গ) ব্রাক্ষণরাই সমাজকে হিন্দুধর্মে প্রতিষ্ঠা করেছিল
Ο ঘ) ব্রাক্ষণরাই সমাজে বৌদ্ধধর্মের বিলোপ সাধন করেছিল
সঠিক উত্তর: (ক)
২০৫. শ্রীকান্তদের গ্রামের শ্বশানের ওপর মাটির স্তূপ রক্ষা করার জন্য স্থাপত্য পদ্ধতিকে ব্যবহার করে। শ্রীকান্তের গ্রামের ব্যবস্থার সাথে মিল রয়েছে কোন যুগের?
Ο ক) আর্য
Ο খ) পাল
Ο গ) বৈদিক
Ο ঘ) সেন
সঠিক উত্তর: (গ)
২০৬. প্রাচীন বাংলায় চাষ করা যায় এমন উর্বর জমিকে বলা হতো?
Ο ক) ফলতি
Ο খ) উর্বরা
Ο গ) খিলান
Ο ঘ) ক্ষেত্র
সঠিক উত্তর: (ঘ)
২০৭. বিজয়া দশমীর দিন ‘ক’ নামে এক প্রকার নৃত্যগীতের অনুষ্ঠান হতো। উদ্দপকের সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) কাম-মহোৎসব
Ο খ) শারোদৎসব
Ο গ) অক্ষ-ক্রীড়া
Ο ঘ) হোলকা
সঠিক উত্তর: (খ)
২০৮. কত গজ মসলিন একটি নস্যের কোটায় ভরা যেত?
Ο ক) ১০ গজ
Ο খ) ২০ গজ
Ο গ) ৩০ গজ
Ο ঘ) ৪০ গজ
সঠিক উত্তর: (খ)
২০৯. সেন যুগে বৌদ্ধ সংস্কৃতিতে দুর্দশা নেমে আসে। যথার্থ কারণ কী?
Ο ক) সেনরা কট্টরপন্থী হিন্দু ছিল
Ο খ) বৌদ্ধ সমাজের সাথে বিরোধ ছিল
Ο গ) সমাজে বিশৃঙ্খলার সুযোগ মুসলমানরা গ্রহন করেছিল
Ο ঘ) নিম্ন বর্ণের হিন্দুদের সাথে মুসলমানদের আঁতাত ছিল
সঠিক উত্তর: (গ)
২১০. রাজা ধর্মপাল কয়টি বিহার নির্মাণ করেছিলেন?
Ο ক) দুইট
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
২১১. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন যুগের ব্যাপ্তিকাল কত?
Ο ক) দুইশত বছর
Ο খ) তিনশত বছর
Ο গ) চারশত বছর
Ο ঘ) পাঁচশত বছর
সঠিক উত্তর: (ঘ)
২১২. প্রাচীনকালে বিনিময় প্রথা প্রচলিত ছিল-
i. ক্রয়-বিক্রয়ে
ii. ব্যবসা-বানিজ্যে
iii. আমদানি-রপ্তানিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৩. বাংলার সবচেয়ে প্রাচীন মন্দিরটির অবস্থান ছিল কোথায়?
Ο ক) সমতটে
Ο খ) রাঢ়ে
Ο গ) বর্ধমানে
Ο ঘ) পুণ্ড্রবর্ধনে
সঠিক উত্তর: (গ)
২১৪. বর্তমান সময়ে মানুষের চলাচলের প্রধান বাহন হলো গাড়ি, ট্রেন, লঞ্চ, বিমান ইত্যাদি তেমনিভাবে প্রাচীন বাংলায় চলাচলের বাহন ছিল-
i. নৌকা
ii. ঘোড়া
iii. গরুর গাড়ি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৫. প্রাচীন বাংলায় সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি ছিল কারা?
Ο ক) ব্রাক্ষণরা
Ο খ) স্বামীদাহ
Ο গ) শূদ্ররা
Ο ঘ) বৈশ্যরা
সঠিক উত্তর: (গ)
২১৬. মঙ্গোলীয়দের কী বলা হতো?
Ο ক) কিরাত জাতি
Ο খ) অস্ট্রিক জাতি
Ο গ) দ্রাবিড় গোষ্ঠী
Ο ঘ) সাঁওতাল
সঠিক উত্তর: (ক)
২১৭. কত শতকে ধর্মপাল পাহাড়পুড়ে প্রকাণ্ড বিহার নির্মাণ করেন?
Ο ক) সপ্তম শতকে
Ο খ) অষ্টম শতকে
Ο গ) নবম শতকে
Ο ঘ) একাদশ শতকে
সঠিক উত্তর: (খ)
২১৮. বাংলার চিত্র শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?
Ο ক) অষ্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা
Ο খ) পদ্মরাগ পারমিতা
Ο গ) শ্রীকৃষ্ণধর প্রজ্ঞাপারমিতা
Ο ঘ) ডোম্মন পারমিতা
সঠিক উত্তর: (ক)
২১৯. বৈদিক ধর্মকে ‘পৌরাণিক ধর্ম’ বলা হয় যে কারণে-
i. পুরাণ ও মহাকাব্যে বর্ণিত দেব-দেবী ছিল বলে
ii. বৈদিক ক্রিয়াকাণ্ডের সাথে কোন মিল ছিল না বলে
iii. দেবতাদের নামের সঙ্গে বৈদিক দেবতার নামের মিল ছিল বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২০. জীবন বাঁচাতে আমাদের প্রয়োজন- i. খাদ্য ii. বস্ত্র iii. বাসস্থান নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২১. বাংলার শিল্পীগন ভারতীয় শিল্পধারার সাথে যোগাযোগ রক্ষা করে চলতেন কোন যুগ পর্যন্ত?
Ο ক) আর্যযুগ
Ο খ) সেন যুগ
Ο গ) গুপ্ত যুগ
Ο ঘ) পাল যুগ
সঠিক উত্তর: (গ)
২২২. বাংলা সাহিত্যের জন্ম হয় যেভাবে-
i. সংস্কৃত ভাষার মাধ্যমে
ii. চর্যাপদের মাধ্যমে
iii. অপভ্রংশের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৩. মানুষকে সামাজিক জীব বলা হয়। এর যথার্থ কারণ কী?
Ο ক) সমাজ মানুষকে নিয়ন্ত্রণ করে
Ο খ) সমাজবদ্ধভাবে বাস করা মানুষের স্বভাব
Ο গ) রাজনৈতিক বিষয়ে মানুষ অনভিজ্ঞ বলে
Ο ঘ) অন্যসব জীবের ন্যায় মানুষ একত্রে থাকতে ভালোবাসে
সঠিক উত্তর: (খ)
২২৪. প্রাচীন বাংলার মাটির তৈরি জিনিসপতের মধ্যে ছিল-
i. কলস
ii. ঘটি-বাটি
iii. হাঁড়ি-পাতিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৫. পৌরাণিক পূজা পার্বণের রীতিনীতি ও ক্রিয়াকলাপ হতে যে সকল ধর্ম সম্প্রদায়ের উদ্ভব হয় তাদের মধ্যে অন্যতম ধর্মাবলম্বী কারা?
Ο ক) বৈষ্ণবরা
Ο খ) ব্রাহ্মণরা
Ο গ) বৌদ্ধরা
Ο ঘ) জৈনরা
সঠিক উত্তর: (ক)
২২৬. সহমরণ বলতে বুঝায়-
Ο ক) মৃত স্বামীর চিতায় জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারা
Ο খ) সব ধরনের বিলাস বর্জন
Ο গ) বৈধব্য লাভ করে
Ο ঘ) কৃচ্ছ্র সাধনা করা
সঠিক উত্তর: (ক)
২২৭. পাল চন্দ্র কম্বোজ যুগে বৈষ্ণব ধর্মের ক্ষেত্রে সমর্থনযোগ্য-
i. অবনতির
ii. বৈষ্ণব ধর্মের উন্নতি
iii. ধর্মে শ্রদ্ধাশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৮. প্রাচীন বাংলায় বিলাসিতার জন্য উন্নতি লাভ করেছিল-
i. স্বর্ণশিল্প
ii. হিরাশিল্প
iii. মণি-মাণিক্য শিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২৯. বাঙালিদের সঙ্কর জাতি বলা হয়। এর কারণ কী?
Ο ক) বাঙালি বিভ্ন্নি ভাষার সাথে নিজের ভাষার সংম্রিশণ ঘটায়
Ο খ) জনপ্রকৃতিতে বিভিন্ন মানবগোষ্ঠীর ধারা মিলিত হয়েছে
Ο গ) বাঙালির গায়ের রং সাধারণত শ্যামলা হয়
Ο ঘ) বাঙালির সংস্কৃতিতে সহজেই অন্য সংস্কৃতির সংমিশ্রণ ঘটে
সঠিক উত্তর: (খ)
২৩০. শিশুর জন্মের পূর্বে তার মঙ্গলের জন্য অনুষ্ঠিত হতো-
i. গর্ভাধান
ii. পুংসবন
iii. সীমন্তোন্নয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩১. জৈন-ধর্মের প্রভাব কমে এসেছিল কোন যুগের শুরুতে?
Ο ক) মৌর্য
Ο খ) পাল
Ο গ) গুপ্ত
Ο ঘ) সেন
সঠিক উত্তর: (খ)
২৩২. প্রাচীন বাংলার মানুষের যাতায়াতের প্রধান বাহন ছিল কী?
Ο ক) রিকসা ও নৌকা
Ο খ) গরুর গাড়ি ও বাস
Ο গ) গরুর গাড়ি ও নৌকা
Ο ঘ) ট্রেন ও ঠেলাগাড়ি
সঠিক উত্তর: (গ)
২৩৩. বৈদিক ভাষার পরবর্তী নাম হলো-
Ο ক) ফারসি
Ο খ) সংস্কৃত
Ο গ) পালি
Ο ঘ) অস্ট্রিক
সঠিক উত্তর: (খ)
২৩৪. ঢাকা হতে নরসিংদী জেলার দুরত্ব কত কি.মি.?
Ο ক) ৭০
Ο খ) ৭৫
Ο গ) ৮০
Ο ঘ) ৮৫
সঠিক উত্তর: (খ)
২৩৫. দেবতার বেদিতে দুধ ও ঘৃত উৎসর্গের পরিবর্তে পশুবলি প্রথা বৃদ্ধি পায় কোন যুগে?
Ο ক) পাল
Ο খ) সেন
Ο গ) গুপ্ত
Ο ঘ) মৌর্য
সঠিক উত্তর: (গ)
২৩৬. নদীপথে বাণিজ্যের প্রসার ঘটেছিল কেন?
Ο ক) স্থলপথে যাতায়াত ব্যবস্থা কঠিন ছিল
Ο খ) খরচ কম হতো
Ο গ) বাংলাদেশ নদী মাতৃক ছিল
Ο ঘ) স্থল পথে বাণিজ্য ঝূঁকিপূর্ণ ছিল
সঠিক উত্তর: (খ)
২৩৭. বাংলার প্রাচীনতম অধিবাসীরা কোন গোষ্ঠার মানুষ?
Ο ক) নিষাদ
Ο খ) কোল
Ο গ) অস্ট্রিক
Ο ঘ) ভিল
সঠিক উত্তর: (গ)
২৩৮. সোমপুর বিহাড়টি নির্মিত হয় কত শতকে?
Ο ক) সপ্তম
Ο খ) অষ্টম
Ο গ) নবম
Ο ঘ) দশম
সঠিক উত্তর: (খ)
২৩৯. তপনের স্কুল শিক্ষক সন্তোশ কুমার ভট্রাচার্য জাতিতে একজন ব্রাক্ষ্মণ। তিনি অধ্যাপনার পাশাপাশি পূজা পার্বণ করেন। তপনের স্কুল শিক্ষকদের সাথে মিল রয়েছে কোন সমাজের ব্রাক্ষণদের?
Ο ক) গ্রিক
Ο খ) আর্য
Ο গ) সেন
Ο ঘ) পাল
সঠিক উত্তর: (খ)
২৪০. নদীপথে বাণিজ্য প্রসার লাভ করেছিল, কারণ-
i. যাতায়াত সহজতর ছিল
ii. খরচ কম হতো
iii. বাংলাদেশ নদীমাতৃক দেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪১. রিয়া শিশু জন্মের পর কিছু অনুষ্ঠান পালনের কথা বলল। এটি সমর্থন করছে-
i. জাতকর্ম
ii. পৌষ্টিককর্ম
iii. অন্ত্রপ্রাশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪২. কুমিল্লার ময়নামতিতে ও লালমাই পাহাড়ে আবিস্কৃত হয়েছে পুগামারির-
i. মন্দির
ii. ফলক
iii. মূর্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৪৩. বঙ্গের রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল-
i. চিনি
ii. রেশমি কাপড়
iii. তেজপাতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪৪. স্বামীর মৃত্যু হলে স্ত্রীকে জীবিত মৃত স্বামীর চিতায় জীবন্ত পড়িয়ে মরার রীতিকে কী বলে?
Ο ক) চিতাদাহ
Ο খ) স্বামীদাহ
Ο গ) সতীদাহ
Ο ঘ) মৃতদাহ
সঠিক উত্তর: (গ)
২৪৫. কোন যুগে সমস্ত ব্রাক্ষণকে ভূমিদান করা হতো?
Ο ক) পাল
Ο খ) সেন
Ο গ) গুপ্ত
Ο ঘ) মৌর্য
সঠিক উত্তর: (ক)
২৪৬. জৈন ধর্মের প্রবর্তক বর্ধমান মহাবীর রাঢ় দেশে আগমন করেছিলেন কত খ্রিস্টপূর্ব শতকে?
Ο ক) চতুর্থ
Ο খ) পঞ্চম
Ο গ) ষষ্ঠ
Ο ঘ) সপ্তম
সঠিক উত্তর: (গ)
২৪৭. উয়ারী বটেশ্বর আবিস্কৃত ধ্বংসাবশেষের পূর্বে কী ধারণা ছিল?
Ο ক) সভ্যতা গ্রাম কেন্দ্রিক
Ο খ) সভ্যতা শহর কেন্দ্রিক
Ο গ) সভ্যতা নগর কেন্দ্রিক
Ο ঘ) সভ্যতা ধর্ম কেন্দ্রিক
সঠিক উত্তর: (ক)
২৪৮. এ পর্যন্ত ভারত উপমহাদেশে আবিস্কৃত বিহারগুলোর মধ্যে সবচেয়ে বড় বিহার কোনটি?
Ο ক) সোমপুর বিহার
Ο খ) রামুর বৌদ্ধবিহার
Ο গ) বগুড়ার বিহার
Ο ঘ) আসামের বিহার
সঠিক উত্তর: (ক)
২৪৯. আর্য সমাজের অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ ছিল নিচের কোনটি?
Ο ক) কর্মফল
Ο খ) জন্মন্তরবাদ
Ο গ) যোগসাধনা
Ο ঘ) জাতিভেদ
সঠিক উত্তর: (ঘ)
২৫০. আর্য সমাজের অত্যন্ত প্রয়োজনীয় অংশ ছিল কোনটি?
Ο ক) রঙ্গ প্রথা
Ο খ) জাতিভেদে প্রথা
Ο গ) দাস প্রথা
Ο ঘ) ধর্ম প্রথা
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History