ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৪ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. ধর্মপালের নির্মিত বিহারগুলোর মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো-
i. বিক্রমশীল মহাবিহার
ii. সোমপুর বিহার
iii. ওদন্তপুর বিহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫২. শালবন বিহার কে নির্মাণ করেন?
Ο ক) বোধিভদ্র
Ο খ) দীপঙ্কর
Ο গ) ধর্মপাল
Ο ঘ) শ্রীভবদেব
সঠিক উত্তর: (ঘ)
১৫৩. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন যুগ কোনটি?
Ο ক) অষ্টম হতে দ্বাদশ শতক
Ο খ) নবম হতে ত্রয়োদশ শতক
Ο গ) দশম হতে চতুদর্শ শতক
Ο ঘ) একাদশ হতে পঞ্চমদশ শতক
সঠিক উত্তর: (ক)
১৫৪. বস্ত্র শিল্পের জন্য বাংলা প্রাচীনকাল থেকে বিখ্যাত। এর প্রকৃত উদাহরণ হলো-
i. মসলিন কাপড়
ii. রেশমের তৈরি সূক্ষ্মবস্ত্র
iii. মোটা কাপড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৫. অনুচ্ছেদটি যে জাতিভেদের উল্লেখ করা হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা হিসেবে কাদের মূল্যায়ন করা হয়?
Ο ক) ক্ষত্রিয়
Ο খ) ব্রাহ্মণ
Ο গ) শুদ্র
Ο ঘ) বৈশ্য
সঠিক উত্তর: (খ)
১৫৬. প্রাচীনকালে কোন সমাজে মাতা ও পত্নীর সম্মান ও মর্যাদা বেশ উচ্চে ছিল?
Ο ক) অশিক্ষিত সমাজে
Ο খ) শিক্ষিত সমাজে
Ο গ) আদিম সমাজে
Ο ঘ) আধুনিক সমাজে
সঠিক উত্তর: (খ)
১৫৭. আর্যদের ভাষার নাম কী?
Ο ক) তামিল
Ο খ) তেলেগু
Ο গ) বৈদিক
Ο ঘ) অস্ট্রিক
সঠিক উত্তর: (খ)
১৫৮. আশিক ইতিহাসের ছাত্র। গ্রীষ্মের ছুটিতে কুমিল্লার ময়নামতিতে বেড়াতে গিয়ে অসংখ্যা ছোট-বড় স্তূপ দেখতে পেল। এটি দেখে আশিক কী ধারণা করবে?
Ο ক) এখানে বৌদ্ধধর্ম প্রসার লাভ করেছিল
Ο খ) এখানে জৈনধর্ম প্রসার লাভ করেছিল
Ο গ) এখানে শৈবধর্ম প্রসার লাভ করেছিল
Ο ঘ) এখানে মুসলি ধর্ম লাভ করেছিল
সঠিক উত্তর: (ক)
১৫৯. কোনটি বাংলা ভাষা ও সাহিত্যের যুগ হিসেবে অধিক যুক্তিযুক্ত?
Ο ক) ৮-১২ শতক পর্যন্ত
Ο খ) ৮-১৩ শতক পর্যন্ত
Ο গ) ৮-১৪ শতক পর্যন্ত
Ο ঘ) ৮-১৫ শতক পর্যন্ত
সঠিক উত্তর: (ক)
১৬০. বিশ্বখ্যাত মসলিন কাপড় বাংলায় তৈরি হয় কোন সময় থেকে?
Ο ক) মধ্য যুগ
Ο খ) আধুনিক যুগ
Ο গ) প্রস্তর যুগ
Ο ঘ) প্রাচীন যুগ
সঠিক উত্তর: (ঘ)
১৬১. দেবদাসীরা বিত্তবান ও প্রভাবশালী সমাজের বাসনা পরিপূরণের সঙ্গিনী ছিলেন কেন?
Ο ক) তারা নানা কলা নিপুণা হতেন বলে
Ο খ) দেখতে অপরূপ সুন্দরী ছিল বলে
Ο গ) কর্ম নিপুণা ছিলেন বলেন
Ο ঘ) ধর্মানুরাগী ছিলেন বলে
সঠিক উত্তর: (ক)
১৬২. বিজয়া বলল, দ্যুত-পতিপদ নামে একটি বিশেষ উৎসব ‘ক’ মাসের শুল্কা প্রতিপদে অনুষ্ঠিত হয়। উদ্দীপকের সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) কার্তিক মাস
Ο খ) বৈশাখ মাস
Ο গ) শ্রাবণ মাস
Ο ঘ) ভাদ্র মাস
সঠিক উত্তর: (ক)
১৬৩. পাল যুগের মূর্তি নির্মাণ করা হতো-
i. প্রস্তর মূর্তি
ii. পোড়ামাটির মূর্তি
iii. ধাতুর মূর্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬৪. প্রাচীন বাংলায় ভূমির মালিক কে ছিলেন?
Ο ক) রাজা
Ο খ) সামন্ত প্রভু
Ο গ) কৃষক
Ο ঘ) জমিদার
সঠিক উত্তর: (ক)
১৬৫. জনাব রহিম বলেন, ‘ব’ বর্ণ ছাড়া প্রাচীন বাংলায় প্রায় সকল বর্ণের মানুষ পরস্পরের সাথে মেলামেশা করত। জনাব রহিম ‘ব’ দ্বারা কোনটি নির্দেশ করছেন?
Ο ক) শূদ্র
Ο খ) ব্রাহ্মণ
Ο গ) বৈশ্য
Ο ঘ) ক্ষত্রিয়
সঠিক উত্তর: (খ)
১৬৬. সেন শাসকরা অত্যাচারী ছিল। তার উৎকৃষ্ট প্রমাণ হলো-
i. সাধারণ হিন্দুদের ওপর অত্যাচার
ii. মূল ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল তারা
iii. বৌদ্ধ বিদ্ধেষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৭. প্রাচীনকালে বাংলার জনগণের দৈনন্দিন জীবনে কিসের প্রভাব ছিল প্রবল?
Ο ক) ন্যায়বোধের
Ο খ) আত্নবোধের
Ο গ) নীতিবোধের
Ο ঘ) ধর্মশাস্ত্রের
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. মৌর্য পূর্ব বাংলার রাজনৈতিক পরিচয় গড়ে উঠেছিল, কারণ-
i. সমাজ বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল
ii. শাসন পদ্ধতি সম্পর্কে সাধারণ জনগণের ধারণা কম ছিল
iii. রাজনৈতিক বৈশিষ্ট্যের অভাব ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৯. উত্তর, দক্ষিণ ও পূর্ববঙ্গে নিগ্রহন্ত জৈনদের প্রভাব সবচেয়ে বেশি ছিল কত শতকে?
Ο ক) পঞ্চম
Ο খ) ষষ্ঠ
Ο গ) সপ্তম
Ο ঘ) অষ্টম
সঠিক উত্তর: (গ)
১৭০. সাগর ভারতের অযোধ্যায় বেড়াতে গিয়ে দেখল সেখানে লোকেরা কোন তিথিতে কী কী খাদ্য ও কর্ম নিষিদ্ধ, কোন কোন তিথিতে উপবাস করতে হবে এবং বিবাহ, বিদেশ যাত্রার জন্য কোন কোন কাল শুভ, সেটি মেনে চলে। সাগরের দেখা অঞ্চলটির সাথে মিল রয়েছে কাদের?
Ο ক) প্রাচীন বাংলার
Ο খ) গ্রিক অঞ্চলের
Ο গ) পারস্য অঞ্চলের
Ο ঘ) শিংহল অঞ্চলের
সঠিক উত্তর: (ক)
১৭১. মাহীন ঢাকা জেলার আশরাফপুর গ্রামে গিয়ে রাজা দেব খড়গের একটি ব্রোঞ্জ বা অষ্টধাতু নির্মিত স্তূপ দেখতে পেল। এটি দেখে মাহীন কী জানতে পারল?
Ο ক) সবচেয়ে প্রাচীন-স্তূপের নাম
Ο খ) রাজা দেব খড়গের নাম
Ο গ) ধাতুর কারুকার্য সম্পর্কে
Ο ঘ) অষ্টধাতু সম্পর্কে
সঠিক উত্তর: (ক)
১৭২. উক্ত ধ্বসাবশেষ পরিচয় বহন করে-
Ο ক) গ্রামকেন্দ্রিক সভ্যতার
Ο খ) নগরকেন্দ্রিক সভ্যতার
Ο গ) সিন্ধু সভ্যতার
Ο ঘ) হিব্রু সভ্যতার
সঠিক উত্তর: (খ)
১৭৩. উয়ারী-বটেশ্বর আবিস্কৃত ধবংসাবশেষ হতে ধারণা করা যায়-
Ο ক) সভ্যতা ছিল নগর কেন্দ্রিক
Ο খ) সভ্যতা ছিল ধর্ম কেন্দ্রিক
Ο গ) সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক
Ο ঘ) সভ্যতা ছিল সংস্কৃতি কেন্দ্রিক
সঠিক উত্তর: (ক)
১৭৪. বৌদ্ধধর্ম বাংলায় বেশি প্রসারের ক্ষেত্রে কেন রাজত্বকালটি সমর্থনযোগ্য?
Ο ক) দেবপালের রাজত্বকাল
Ο খ) গোপালের রাজত্বকাল
Ο গ) ধর্মপালের রাজত্বকাল
Ο ঘ) অশোকের রাজত্বকাল
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. প্রাচীন বাংলায় মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য-
i. পর্দাপ্রথা বিরত ছিল
ii. বাংলার মেয়েরা পরাধীন ছিল
iii. ধন-সম্পত্তিতে নারীদের আইনগত অধিকারে অভাব ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৬. কোজাগরী পূর্ণিমা রাত্রিতে-
Ο ক) অক্ষ-ক্রীড়া হতো
Ο খ) কাম-মহোৎসব হতো
Ο গ) অষ্টমী হতো
Ο ঘ) জন্মাষ্টমী হতো
সঠিক উত্তর: (ক)
১৭৭. প্রাচীনকালে মেয়েরা কীভাবে শাড়ি পরত?
Ο ক) মালকোচা দিয়ে
Ο খ) হাঁটুর নিচ পর্যন্ত
Ο গ) মাটি পর্যন্ত
Ο ঘ) গোড়ালি পর্যন্ত
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. সপ্তম শতকে পরম শৈব ছিল- i. শশাঙ্ক ii. অশোক iii. ভাস্কর বর্মা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৯. সূর্য দেবতাকে পূজা করা হতো কেন?
Ο ক) সৃষ্টিকর্তা বলে
Ο খ) শক্তিশালী বলে
Ο গ) সকল রোগের আরোগ্য বার্তা বলে
Ο ঘ) প্রতিপত্তি লাভ হয় বলে
সঠিক উত্তর: (গ)
১৮০. বাংলার সবচেয়ে প্রাচীন স্তূপের নিদর্শন পাওয়া যায় কোথায়?
Ο ক) ঢাকার আশরাফপুরে
Ο খ) খুলনার নূরপুরে
Ο গ) ঢাকার খিলগাঁওয়ে
Ο ঘ) ঢাকার সাভারে
সঠিক উত্তর: (ক)
১৮১. করিমদের গ্রামে চাষযোগ্য উর্ববর অথচ পতিত জমিকে ‘A’ নামে উল্লেখ করা হয়। ‘A’ কোনটিকে নির্দেশ করছে?
Ο ক) বাস্তু
Ο খ) ক্ষেত্র
Ο গ) খিল
Ο ঘ) অনুর্বর
সঠিক উত্তর: (গ)
১৮২. প্রাচীন বাংলায় প্রধান তরকারি ছিল-
i. কাকরোল
ii. ডাল
iii. ঝিঙে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৩. বাংলার নদী পথে বাণিজ্যের প্রসার ঘটেছিল। এর যথার্থ কারণ হলো-
Ο ক) বাংলাদেশ নদীমাতৃক
Ο খ) খরচ কম হতো
Ο গ) স্থলপথে বাণিজ্য কঠিন ছিল
Ο ঘ) সমুদ্রপথে বাণিজ্য ঝুকিঁপূর্ণ ছিল
সঠিক উত্তর: (খ)
১৮৪. ব্রাক্ষণ ছাড়া সব বর্ণের মানুষ একে অন্যের সাথে মেলামেশা করত। এটি কী প্রমাণ করে?
Ο ক) ব্রাক্ষণগণ উচ্চশ্রেণির ছিল
Ο খ) ব্রাক্ষণগণ অন্যদের ঘৃণা করত
Ο গ) সমাজের বাকি সব উপেক্ষিক ছিল
Ο ঘ) ব্রাক্ষণই ছিল সমাজের হর্তাকর্তা
সঠিক উত্তর: (ঘ)
১৮৫. কারা আমিষভোগী ছিলেন?
Ο ক) অস্ট্রিক
Ο খ) ব্রাহ্মণ
Ο গ) শূদ্র
Ο ঘ) ক্ষত্রিয়
সঠিক উত্তর: (খ)
১৮৬. বাংলার ধনসম্পদ ও ঐশ্বর্য বাড়ার কারণ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) শিক্ষার হার বৃদ্ধি
Ο খ) জীবনযাত্রায় মান বৃদ্ধি
Ο গ) শিল্পের উন্নতি
Ο ঘ) কৃষির উন্নতি
সঠিক উত্তর: (গ)
১৮৭. ষষ্ঠ শতকে বাংলার কোথায় অসংখ্য বৌদ্ধ বিহার ছিল?
Ο ক) বগুড়ায়
Ο খ) রংপুরে
Ο গ) নওগাঁয়
Ο ঘ) কুমিল্লায়
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. সোমা একটি সিনেমাতাতে দেখল যে, ‘Z’ জাতি জন্মের পর একধরনের উপাচার পালন করে। ‘Z’ কোন জাতির প্রতিনিধিত্ব করছে?
Ο ক) আর্য
Ο খ) হিন্দু
Ο গ) বৌদ্ধ
Ο ঘ) শিখ
সঠিক উত্তর: (খ)
১৮৯. সমাজে শুদ্ররা নিম্নবর্ণের ছিল। এর যথার্থ কারণ হলো-
i. তারা ছোটখাটো কাজ করত
ii. ব্যবসা বাণিজ্য করত
iii. কৃষি কাজ করত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯০. পাহাড়পুরে বাংলার নিজস্ব ভাস্কর্য শিল্পের যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়-
i. মন্দির গাত্রে খোদিত পাথর
ii. পোড়ামাটির ফলক
iii. শিল্প কৌশল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯১. প্রাচীন বাংলার বৌদ্ধ মন্দিরগুলো অবস্থিত ছিল-
i. পুণ্ড্রবর্ধনে
ii. সমতটে
iii. বরেন্দ্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯২. প্রাচীনতম বাংলা ভাষায় লেখকরা রচনা করতেন- i. পদ ii. দোহা iii. গীত নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৩. প্রাচীন বাংলায় শূদ্রদের কাজ ছিল সাধারণত-
i. কৃষিকাজ
ii. মাছ শিকার
iii. ব্যবসা-বাণিজ্য করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৪. পোশাক পরিচ্ছেদের ব্যপারে সীমাবদ্ধতা ছিল। এর প্রকৃত কারণ-
i. রাজা মহারাজাদের জন্য পোশাক ছিল
ii. ধনী ব্যক্তিদের আভিজাত্য প্রকাশের মাধ্যমে ছিল পোশাক
iii. গরীবদের ব্যবহারের জন্য ভিন্ন পোশাক ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৫. আর্যদের পূর্বে কিছু কিছু ধর্মচিন্তা পরবর্তী সময়ে এদেশের কোন ধর্মে ছড়িয়ে পড়ে?
Ο ক) হিন্দু
Ο খ) বৌদ্ধ
Ο গ) শৈব
Ο ঘ) জৈন
সঠিক উত্তর: (ক)
১৯৬. বাংলায় বৌদ্ধধর্মের জয়জয়কার ছিল কোন শতকে?
Ο ক) চতুর্থ থেকে ষষ্ঠ
Ο খ) ষষ্ঠ থেকে অষ্টম
Ο গ) অষ্টম থেকে একাদশ
Ο ঘ) একাদশ থেকে দ্বাদশ
সঠিক উত্তর: (গ)
১৯৭. প্রাচীন বাংলায় কাদের ধনসম্পত্তিতে কোনো বিধিবিধানগত অধিকার ছিল না?
Ο ক) ছেলেদের
Ο খ) পুরুষদের
Ο গ) মা-বাবার
Ο ঘ) নারীদের
সঠিক উত্তর: (ঘ)
১৯৮. আর্যপূর্ব অনেক প্রথাই পরবর্তী হিন্দু সমাজে দেখা যায়। এর যথার্থতা নিরূপণে বলা যায়-
i. শীবের গীত পাওয়া
ii. বিয়েতে গায়ে হলুদ দেয়া
iii. মাথায় ওড়না ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৯. পাল শাসনামলের ব্রাহ্মণরা সুপণ্ডিত ছিলেন-
i. ব্যাকরণে
ii. মীমাংসায়
iii. বেদাঙ্গতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০০. প্রাচীন বাংলার জমির প্রকারের অন্তভুক্ত ছিল- i. বাস্তু ii. ক্ষেত্র iii. খিল নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. ধর্মপালের নির্মিত বিহারগুলোর মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো-
i. বিক্রমশীল মহাবিহার
ii. সোমপুর বিহার
iii. ওদন্তপুর বিহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫২. শালবন বিহার কে নির্মাণ করেন?
Ο ক) বোধিভদ্র
Ο খ) দীপঙ্কর
Ο গ) ধর্মপাল
Ο ঘ) শ্রীভবদেব
সঠিক উত্তর: (ঘ)
১৫৩. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন যুগ কোনটি?
Ο ক) অষ্টম হতে দ্বাদশ শতক
Ο খ) নবম হতে ত্রয়োদশ শতক
Ο গ) দশম হতে চতুদর্শ শতক
Ο ঘ) একাদশ হতে পঞ্চমদশ শতক
সঠিক উত্তর: (ক)
১৫৪. বস্ত্র শিল্পের জন্য বাংলা প্রাচীনকাল থেকে বিখ্যাত। এর প্রকৃত উদাহরণ হলো-
i. মসলিন কাপড়
ii. রেশমের তৈরি সূক্ষ্মবস্ত্র
iii. মোটা কাপড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৫. অনুচ্ছেদটি যে জাতিভেদের উল্লেখ করা হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা হিসেবে কাদের মূল্যায়ন করা হয়?
Ο ক) ক্ষত্রিয়
Ο খ) ব্রাহ্মণ
Ο গ) শুদ্র
Ο ঘ) বৈশ্য
সঠিক উত্তর: (খ)
১৫৬. প্রাচীনকালে কোন সমাজে মাতা ও পত্নীর সম্মান ও মর্যাদা বেশ উচ্চে ছিল?
Ο ক) অশিক্ষিত সমাজে
Ο খ) শিক্ষিত সমাজে
Ο গ) আদিম সমাজে
Ο ঘ) আধুনিক সমাজে
সঠিক উত্তর: (খ)
১৫৭. আর্যদের ভাষার নাম কী?
Ο ক) তামিল
Ο খ) তেলেগু
Ο গ) বৈদিক
Ο ঘ) অস্ট্রিক
সঠিক উত্তর: (খ)
১৫৮. আশিক ইতিহাসের ছাত্র। গ্রীষ্মের ছুটিতে কুমিল্লার ময়নামতিতে বেড়াতে গিয়ে অসংখ্যা ছোট-বড় স্তূপ দেখতে পেল। এটি দেখে আশিক কী ধারণা করবে?
Ο ক) এখানে বৌদ্ধধর্ম প্রসার লাভ করেছিল
Ο খ) এখানে জৈনধর্ম প্রসার লাভ করেছিল
Ο গ) এখানে শৈবধর্ম প্রসার লাভ করেছিল
Ο ঘ) এখানে মুসলি ধর্ম লাভ করেছিল
সঠিক উত্তর: (ক)
১৫৯. কোনটি বাংলা ভাষা ও সাহিত্যের যুগ হিসেবে অধিক যুক্তিযুক্ত?
Ο ক) ৮-১২ শতক পর্যন্ত
Ο খ) ৮-১৩ শতক পর্যন্ত
Ο গ) ৮-১৪ শতক পর্যন্ত
Ο ঘ) ৮-১৫ শতক পর্যন্ত
সঠিক উত্তর: (ক)
১৬০. বিশ্বখ্যাত মসলিন কাপড় বাংলায় তৈরি হয় কোন সময় থেকে?
Ο ক) মধ্য যুগ
Ο খ) আধুনিক যুগ
Ο গ) প্রস্তর যুগ
Ο ঘ) প্রাচীন যুগ
সঠিক উত্তর: (ঘ)
১৬১. দেবদাসীরা বিত্তবান ও প্রভাবশালী সমাজের বাসনা পরিপূরণের সঙ্গিনী ছিলেন কেন?
Ο ক) তারা নানা কলা নিপুণা হতেন বলে
Ο খ) দেখতে অপরূপ সুন্দরী ছিল বলে
Ο গ) কর্ম নিপুণা ছিলেন বলেন
Ο ঘ) ধর্মানুরাগী ছিলেন বলে
সঠিক উত্তর: (ক)
১৬২. বিজয়া বলল, দ্যুত-পতিপদ নামে একটি বিশেষ উৎসব ‘ক’ মাসের শুল্কা প্রতিপদে অনুষ্ঠিত হয়। উদ্দীপকের সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) কার্তিক মাস
Ο খ) বৈশাখ মাস
Ο গ) শ্রাবণ মাস
Ο ঘ) ভাদ্র মাস
সঠিক উত্তর: (ক)
১৬৩. পাল যুগের মূর্তি নির্মাণ করা হতো-
i. প্রস্তর মূর্তি
ii. পোড়ামাটির মূর্তি
iii. ধাতুর মূর্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬৪. প্রাচীন বাংলায় ভূমির মালিক কে ছিলেন?
Ο ক) রাজা
Ο খ) সামন্ত প্রভু
Ο গ) কৃষক
Ο ঘ) জমিদার
সঠিক উত্তর: (ক)
১৬৫. জনাব রহিম বলেন, ‘ব’ বর্ণ ছাড়া প্রাচীন বাংলায় প্রায় সকল বর্ণের মানুষ পরস্পরের সাথে মেলামেশা করত। জনাব রহিম ‘ব’ দ্বারা কোনটি নির্দেশ করছেন?
Ο ক) শূদ্র
Ο খ) ব্রাহ্মণ
Ο গ) বৈশ্য
Ο ঘ) ক্ষত্রিয়
সঠিক উত্তর: (খ)
১৬৬. সেন শাসকরা অত্যাচারী ছিল। তার উৎকৃষ্ট প্রমাণ হলো-
i. সাধারণ হিন্দুদের ওপর অত্যাচার
ii. মূল ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল তারা
iii. বৌদ্ধ বিদ্ধেষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৭. প্রাচীনকালে বাংলার জনগণের দৈনন্দিন জীবনে কিসের প্রভাব ছিল প্রবল?
Ο ক) ন্যায়বোধের
Ο খ) আত্নবোধের
Ο গ) নীতিবোধের
Ο ঘ) ধর্মশাস্ত্রের
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. মৌর্য পূর্ব বাংলার রাজনৈতিক পরিচয় গড়ে উঠেছিল, কারণ-
i. সমাজ বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল
ii. শাসন পদ্ধতি সম্পর্কে সাধারণ জনগণের ধারণা কম ছিল
iii. রাজনৈতিক বৈশিষ্ট্যের অভাব ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৯. উত্তর, দক্ষিণ ও পূর্ববঙ্গে নিগ্রহন্ত জৈনদের প্রভাব সবচেয়ে বেশি ছিল কত শতকে?
Ο ক) পঞ্চম
Ο খ) ষষ্ঠ
Ο গ) সপ্তম
Ο ঘ) অষ্টম
সঠিক উত্তর: (গ)
১৭০. সাগর ভারতের অযোধ্যায় বেড়াতে গিয়ে দেখল সেখানে লোকেরা কোন তিথিতে কী কী খাদ্য ও কর্ম নিষিদ্ধ, কোন কোন তিথিতে উপবাস করতে হবে এবং বিবাহ, বিদেশ যাত্রার জন্য কোন কোন কাল শুভ, সেটি মেনে চলে। সাগরের দেখা অঞ্চলটির সাথে মিল রয়েছে কাদের?
Ο ক) প্রাচীন বাংলার
Ο খ) গ্রিক অঞ্চলের
Ο গ) পারস্য অঞ্চলের
Ο ঘ) শিংহল অঞ্চলের
সঠিক উত্তর: (ক)
১৭১. মাহীন ঢাকা জেলার আশরাফপুর গ্রামে গিয়ে রাজা দেব খড়গের একটি ব্রোঞ্জ বা অষ্টধাতু নির্মিত স্তূপ দেখতে পেল। এটি দেখে মাহীন কী জানতে পারল?
Ο ক) সবচেয়ে প্রাচীন-স্তূপের নাম
Ο খ) রাজা দেব খড়গের নাম
Ο গ) ধাতুর কারুকার্য সম্পর্কে
Ο ঘ) অষ্টধাতু সম্পর্কে
সঠিক উত্তর: (ক)
১৭২. উক্ত ধ্বসাবশেষ পরিচয় বহন করে-
Ο ক) গ্রামকেন্দ্রিক সভ্যতার
Ο খ) নগরকেন্দ্রিক সভ্যতার
Ο গ) সিন্ধু সভ্যতার
Ο ঘ) হিব্রু সভ্যতার
সঠিক উত্তর: (খ)
১৭৩. উয়ারী-বটেশ্বর আবিস্কৃত ধবংসাবশেষ হতে ধারণা করা যায়-
Ο ক) সভ্যতা ছিল নগর কেন্দ্রিক
Ο খ) সভ্যতা ছিল ধর্ম কেন্দ্রিক
Ο গ) সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক
Ο ঘ) সভ্যতা ছিল সংস্কৃতি কেন্দ্রিক
সঠিক উত্তর: (ক)
১৭৪. বৌদ্ধধর্ম বাংলায় বেশি প্রসারের ক্ষেত্রে কেন রাজত্বকালটি সমর্থনযোগ্য?
Ο ক) দেবপালের রাজত্বকাল
Ο খ) গোপালের রাজত্বকাল
Ο গ) ধর্মপালের রাজত্বকাল
Ο ঘ) অশোকের রাজত্বকাল
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. প্রাচীন বাংলায় মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য-
i. পর্দাপ্রথা বিরত ছিল
ii. বাংলার মেয়েরা পরাধীন ছিল
iii. ধন-সম্পত্তিতে নারীদের আইনগত অধিকারে অভাব ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৬. কোজাগরী পূর্ণিমা রাত্রিতে-
Ο ক) অক্ষ-ক্রীড়া হতো
Ο খ) কাম-মহোৎসব হতো
Ο গ) অষ্টমী হতো
Ο ঘ) জন্মাষ্টমী হতো
সঠিক উত্তর: (ক)
১৭৭. প্রাচীনকালে মেয়েরা কীভাবে শাড়ি পরত?
Ο ক) মালকোচা দিয়ে
Ο খ) হাঁটুর নিচ পর্যন্ত
Ο গ) মাটি পর্যন্ত
Ο ঘ) গোড়ালি পর্যন্ত
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. সপ্তম শতকে পরম শৈব ছিল- i. শশাঙ্ক ii. অশোক iii. ভাস্কর বর্মা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৯. সূর্য দেবতাকে পূজা করা হতো কেন?
Ο ক) সৃষ্টিকর্তা বলে
Ο খ) শক্তিশালী বলে
Ο গ) সকল রোগের আরোগ্য বার্তা বলে
Ο ঘ) প্রতিপত্তি লাভ হয় বলে
সঠিক উত্তর: (গ)
১৮০. বাংলার সবচেয়ে প্রাচীন স্তূপের নিদর্শন পাওয়া যায় কোথায়?
Ο ক) ঢাকার আশরাফপুরে
Ο খ) খুলনার নূরপুরে
Ο গ) ঢাকার খিলগাঁওয়ে
Ο ঘ) ঢাকার সাভারে
সঠিক উত্তর: (ক)
১৮১. করিমদের গ্রামে চাষযোগ্য উর্ববর অথচ পতিত জমিকে ‘A’ নামে উল্লেখ করা হয়। ‘A’ কোনটিকে নির্দেশ করছে?
Ο ক) বাস্তু
Ο খ) ক্ষেত্র
Ο গ) খিল
Ο ঘ) অনুর্বর
সঠিক উত্তর: (গ)
১৮২. প্রাচীন বাংলায় প্রধান তরকারি ছিল-
i. কাকরোল
ii. ডাল
iii. ঝিঙে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৩. বাংলার নদী পথে বাণিজ্যের প্রসার ঘটেছিল। এর যথার্থ কারণ হলো-
Ο ক) বাংলাদেশ নদীমাতৃক
Ο খ) খরচ কম হতো
Ο গ) স্থলপথে বাণিজ্য কঠিন ছিল
Ο ঘ) সমুদ্রপথে বাণিজ্য ঝুকিঁপূর্ণ ছিল
সঠিক উত্তর: (খ)
১৮৪. ব্রাক্ষণ ছাড়া সব বর্ণের মানুষ একে অন্যের সাথে মেলামেশা করত। এটি কী প্রমাণ করে?
Ο ক) ব্রাক্ষণগণ উচ্চশ্রেণির ছিল
Ο খ) ব্রাক্ষণগণ অন্যদের ঘৃণা করত
Ο গ) সমাজের বাকি সব উপেক্ষিক ছিল
Ο ঘ) ব্রাক্ষণই ছিল সমাজের হর্তাকর্তা
সঠিক উত্তর: (ঘ)
১৮৫. কারা আমিষভোগী ছিলেন?
Ο ক) অস্ট্রিক
Ο খ) ব্রাহ্মণ
Ο গ) শূদ্র
Ο ঘ) ক্ষত্রিয়
সঠিক উত্তর: (খ)
১৮৬. বাংলার ধনসম্পদ ও ঐশ্বর্য বাড়ার কারণ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) শিক্ষার হার বৃদ্ধি
Ο খ) জীবনযাত্রায় মান বৃদ্ধি
Ο গ) শিল্পের উন্নতি
Ο ঘ) কৃষির উন্নতি
সঠিক উত্তর: (গ)
১৮৭. ষষ্ঠ শতকে বাংলার কোথায় অসংখ্য বৌদ্ধ বিহার ছিল?
Ο ক) বগুড়ায়
Ο খ) রংপুরে
Ο গ) নওগাঁয়
Ο ঘ) কুমিল্লায়
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. সোমা একটি সিনেমাতাতে দেখল যে, ‘Z’ জাতি জন্মের পর একধরনের উপাচার পালন করে। ‘Z’ কোন জাতির প্রতিনিধিত্ব করছে?
Ο ক) আর্য
Ο খ) হিন্দু
Ο গ) বৌদ্ধ
Ο ঘ) শিখ
সঠিক উত্তর: (খ)
১৮৯. সমাজে শুদ্ররা নিম্নবর্ণের ছিল। এর যথার্থ কারণ হলো-
i. তারা ছোটখাটো কাজ করত
ii. ব্যবসা বাণিজ্য করত
iii. কৃষি কাজ করত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯০. পাহাড়পুরে বাংলার নিজস্ব ভাস্কর্য শিল্পের যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়-
i. মন্দির গাত্রে খোদিত পাথর
ii. পোড়ামাটির ফলক
iii. শিল্প কৌশল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯১. প্রাচীন বাংলার বৌদ্ধ মন্দিরগুলো অবস্থিত ছিল-
i. পুণ্ড্রবর্ধনে
ii. সমতটে
iii. বরেন্দ্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯২. প্রাচীনতম বাংলা ভাষায় লেখকরা রচনা করতেন- i. পদ ii. দোহা iii. গীত নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৩. প্রাচীন বাংলায় শূদ্রদের কাজ ছিল সাধারণত-
i. কৃষিকাজ
ii. মাছ শিকার
iii. ব্যবসা-বাণিজ্য করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৪. পোশাক পরিচ্ছেদের ব্যপারে সীমাবদ্ধতা ছিল। এর প্রকৃত কারণ-
i. রাজা মহারাজাদের জন্য পোশাক ছিল
ii. ধনী ব্যক্তিদের আভিজাত্য প্রকাশের মাধ্যমে ছিল পোশাক
iii. গরীবদের ব্যবহারের জন্য ভিন্ন পোশাক ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৫. আর্যদের পূর্বে কিছু কিছু ধর্মচিন্তা পরবর্তী সময়ে এদেশের কোন ধর্মে ছড়িয়ে পড়ে?
Ο ক) হিন্দু
Ο খ) বৌদ্ধ
Ο গ) শৈব
Ο ঘ) জৈন
সঠিক উত্তর: (ক)
১৯৬. বাংলায় বৌদ্ধধর্মের জয়জয়কার ছিল কোন শতকে?
Ο ক) চতুর্থ থেকে ষষ্ঠ
Ο খ) ষষ্ঠ থেকে অষ্টম
Ο গ) অষ্টম থেকে একাদশ
Ο ঘ) একাদশ থেকে দ্বাদশ
সঠিক উত্তর: (গ)
১৯৭. প্রাচীন বাংলায় কাদের ধনসম্পত্তিতে কোনো বিধিবিধানগত অধিকার ছিল না?
Ο ক) ছেলেদের
Ο খ) পুরুষদের
Ο গ) মা-বাবার
Ο ঘ) নারীদের
সঠিক উত্তর: (ঘ)
১৯৮. আর্যপূর্ব অনেক প্রথাই পরবর্তী হিন্দু সমাজে দেখা যায়। এর যথার্থতা নিরূপণে বলা যায়-
i. শীবের গীত পাওয়া
ii. বিয়েতে গায়ে হলুদ দেয়া
iii. মাথায় ওড়না ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৯. পাল শাসনামলের ব্রাহ্মণরা সুপণ্ডিত ছিলেন-
i. ব্যাকরণে
ii. মীমাংসায়
iii. বেদাঙ্গতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০০. প্রাচীন বাংলার জমির প্রকারের অন্তভুক্ত ছিল- i. বাস্তু ii. ক্ষেত্র iii. খিল নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History