ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৪ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক সংগৃহীত প্রাচীন বৌদ্ধ পুঁথিতে কোন ভাষার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়?
Ο ক) উর্দু
Ο খ) বাংলা
Ο গ) হিন্দি
Ο ঘ) ফার্সি
সঠিক উত্তর: (খ)
১০২. সহজিয়া ধর্মমতের গুরুরা ছিলেন-
i. বৈদিক আচার-অনুষ্ঠানের বিরোধী
ii. পৌরাণিক আচার-অনুষ্ঠানের বিরোধী
iii. বৈষ্ণব আচার-অনুষ্ঠানের বিরোধী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৩. বৈষ্ণবধর্মের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত- i. কৃষ্ণলীলা ii. রামায়ণ iii. মহাভারত নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৪. প্রাচীন বাংলায় উৎপাদিত মসলার অন্তর্ভুক্ত ছিল-
i. এলাচি
ii. লবঙ্গ
iii. দারুচিনি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৫. প্রাচীন বাংলায় বৈশ্যদের কাজ ছিল নিচের কোনটি?
Ο ক) কৃষিকাজ করা
Ο খ) মাছ শিকার করা
Ο গ) যুদ্ধ করা
Ο ঘ) ব্যবসা-বাণিজ্য করা
সঠিক উত্তর: (ঘ)
১০৬. প্রাচীনকালে বাংলায় কত প্রকার বর্ণ ছিল?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (গ)
১০৭. প্রাচীন বাংলায় সবচেয়ে নিচু শ্রেণির অন্তর্ভুক্ত ছিল কারা?
Ο ক) ব্রাক্ষণরা
Ο খ) শূদ্ররা
Ο গ) ক্ষত্রিয়রা
Ο ঘ) বৈশ্যরা
সঠিক উত্তর: (খ)
১০৮. তন্ময় প্রাচীন বাংলা নিয়ে একটি প্রামাণ্য চিত্রে দেখল সে তৎকালিন মানুষ একটি দেবতাকে সকল রোগের বার্তা বলে পূজা করছে। এখানে কোন দেবতার কথা বলা হয়েছে?
Ο ক) সূর্য
Ο খ) গাছ
Ο গ) চন্দ্র
Ο ঘ) ঝড়
সঠিক উত্তর: (ক)
১০৯. প্রাচীনতম বাংলা ভাষা বলা হয় কোনটিকে?
Ο ক) মাগধী অপভ্রংশকে
Ο খ) শৌরশেনী অপভ্রংশকে
Ο গ) সংস্কৃত অপভ্রংশকে
Ο ঘ) পাকৃত অপভ্রংশকে
সঠিক উত্তর: (ক)
১১০. জীবন বাঁচাতে কয়টি জিনিসের প্রয়োজন?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
১১১. ব্রাক্ষণরাই ছিল সমাজে সর্বশ্রেষ্ঠ। এর যথার্থ কারণ হলো-
i. ব্যবসা-বাণিজ্য তাদের নিয়ন্ত্রণে ছিল
ii. পূজা পার্বণের একমাত্র অধিকারী ছিল
iii. অধ্যায়নের অধিকার ছিল তাদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
১১২. প্রাচীন বাংলার জমির প্রধান তিনটি ভাগ ছাড়াও অন্য ভাগগুলো হলো-
i. চারণ
ii. অনুর্ববর
iii. বনজঙ্গল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৩. দ্বাদশ শতকের শেষ দিকে বৌদ্ধ সংঘ বিতাড়িত হয়ে নেপাল ও তিব্বতের গমন করে কেন?
Ο ক) আত্নরক্ষার জন্য
Ο খ) ধর্ম প্রচারের জন্য
Ο গ) বৈদেশিক বাণিজ্যর জন্য
Ο ঘ) পৃষ্ঠপোষকতা অর্জনের জন্য
সঠিক উত্তর: (ক)
১১৪. রাজা-মহারাজারা যেভাবে পুণ্য অর্জনের চেষ্টা করতেন-
i. ধর্ম-কর্ম পরিচালনার জন্য ভূমি দান করে
ii. মন্দির নির্মাণের জন্য ভূমি দান করে
iii. বেদ আলোচনা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১৫. প্রাচীন বাংলার গ্রহপালিত পশুর মধ্যে ছিল- i. গরু ii. ছাগল iii. মেষ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৬. বৈষ্ণবধর্মের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত-
i. রামকৃষ্ণের কাহিনী
ii. কৃষ্ণনীলার কাহিনী
iii. রামায়ণ কাহিনী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১৭. জমিলা বেগম তার সন্তানকে গল্প বলার এক পর্যায়ে জানালো ‘D’ দের সময়ে বাংলার সাধারণ হিন্দু সমাজ দুর্বল হয়ে পড়ে। ‘D’ এর সাথে কোনটির সাদৃশ্য রয়েছে?
Ο ক) সেন
Ο খ) গুপ্ত
Ο গ) পাল
Ο ঘ) মৌর্য
সঠিক উত্তর: (ক)
১১৮. প্রাচীন বাংলায় ক্ষত্রিয়দের পেশা ছিল-
Ο ক) অধ্যায়ন করা
Ο খ) যুদ্ধ করা
Ο গ) অধ্যাপনা করা
Ο ঘ) পূজা-পার্বণ করা
সঠিক উত্তর: (খ)
১১৯. তানভীর পুষ্করণ, তমলুক, মহাস্থান প্রভৃতি অঞ্চলে গিয়ে কয়েকটি পোড়ামাটির মূর্তি দেখতে পান। এর মাধ্যমে তানভীর কোন যুগ সম্পর্কে জানতে পারবেন?
Ο ক) পালপূর্ব
Ο খ) সেনপূর্ব
Ο গ) গুপ্তপূর্ব
Ο ঘ) মৌর্যপূর্ব
সঠিক উত্তর: (গ)
১২০. দেবদেবীর মূর্তিগুলো কীভাবে নির্মিত হয়েছিল?
Ο ক) রাজাদের নামানুসারে
Ο খ) শিল্পীদের নির্দেশনায়
Ο গ) ঋষিদের নির্দেশনায়
Ο ঘ) শাস্ত্রীয় অনুশাসন অনুসারে
সঠিক উত্তর: (ঘ)
১২১. ভারত উপমহাদেশের সবচেয়ে প্রাচীন স্থাপত্যের নিদর্শন কী?
Ο ক) মন্দির
Ο খ) বিহার
Ο গ) স্তূপ
Ο ঘ) হর্ম্য
সঠিক উত্তর: (গ)
১২২. আদিম অধিবাসীরা নিজেদের ভাষা ত্যাগ করে সম্পূর্ণভাবে আর্য ভাষা গ্রহণ করে কেন?
Ο ক) দীর্ঘদিন পাশাপাশি বসবাস করার জন্য
Ο খ) আর্যভাষা সহজবোধ্য হওয়ার জন্য
Ο গ) নিজেদের ভাষা কঠিন মনে হওয়ার জন্য
Ο ঘ) আর্যভাষা শ্রুতিমধুর হওয়ার জন্য
সঠিক উত্তর: (ক)
১২৩. বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসের দিক থেকে চর্যাপদগুলোর মূল্য অপরিসীম। এর যথার্থতা নিরূপণে বলা যায়-
i. বাংলা সাহিত্যের জন্ম
ii. সহজিয়া ও বাউল গানের উৎপত্তি
iii. বৈষ্ণব পদাবলীর উৎপত্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৪. সমাজে ব্রাহ্মণদের মর্যাদা সর্বশ্রেষ্ঠ ছিল। কেন?
Ο ক) ব্যবসা-বাণিজ্য তাদের নিয়ন্ত্রণে ছিল
Ο খ) যুদ্ধ তাদের পেশা ছিল
Ο গ) পূজা পার্বণ করা, অধ্যাপনা তাদের দায়িত্ব ছিল
Ο ঘ) তারা পুরোহিত ছিল
সঠিক উত্তর: (গ)
১২৫. শালবন বিহার নির্মাণ করেন কে?
Ο ক) অতীশ দীপঙ্কর
Ο খ) অশোক
Ο গ) শ্রীভবদেব
Ο ঘ) শশাঙ্ক
সঠিক উত্তর: (গ)
১২৬. প্রাচীন বাংলায় মদ তৈরি হতো-
i. মধু দিয়ে
ii. গুড় দিয়ে
iii. তালরস গাজাইয়া দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৭. দিনাজপুর জেলার বানগড়ে নির্মিত মন্দিরটি
Ο ক) লোহার তৈরি
Ο খ) কাঠের তৈরি
Ο গ) ব্রোঞ্জের তৈরি
Ο ঘ) প্রস্তরের তৈরি
সঠিক উত্তর: (ঘ)
১২৮. বর্তমান সময়েও বাংলাদেশের গ্রামে-গঞ্জে নারী জাতির মধ্যে লক্ষ করা যায়-
i. বৃক্ষ পূজা
ii. ধান পূজা
iii. ঘাট পূজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৯. শূদ্র গোত্রের লোকেরা জীবিকা নির্বাহ করত-
i. কৃষিকাজ করে
ii. ব্যবসা করে
iii. মাছ শিকার করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩০. প্রাচীনকালে পতিত জমিকে কী বলা হতো?
Ο ক) বাস্তু
Ο খ) ক্ষেত্র
Ο গ) উর্বর
Ο ঘ) খিল
সঠিক উত্তর: (ঘ)
১৩১. কুমিল্লার ময়নামতিতে ও লালমাই পাহাড়ে খোদিত হয়েছে-
i. নারী মূর্তি
ii. বাঘ-শিকারী
iii. তরবারি ও বর্ম হাতে সৈনিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩২. রিমা কাশিমপুর গ্রামে গিয়ে দেখল যে সেখানকার লোকেরা, রথযাত্রা, অষ্টমী স্নান, হোলি, জন্মষ্টমী, দশহরা অনুষ্ঠানগুলো পালন করে। কাশিমপুর গ্রামের সাথে মিল রয়েছে কোন অঞ্চলের?
Ο ক) প্রাচীন বাংলার বাঙালিদের
Ο খ) পাকিস্তানিদের
Ο গ) ভারতীয়দের
Ο ঘ) মঙ্গোলীয়দের
সঠিক উত্তর: (ক)
১৩৩. বাঙালি সংকর জাতি। এর প্রধানতম বৈশিষ্ট্য হলো-
i. মধ্যম আকৃতির দেহ
ii. শ্যামলা বর্ণ
iii. নীল বর্ণের চোখের মণি বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
১৩৪. সুস্মিতা বললেন, ভারতীয় উপমহাদেশে স্থাপত্যের ইতিহাসে প্রাচীন বাংলার মন্দির স্থাপনা মর্যাদা ও স্বকীয়তায় এক স্থান দখল করে থাকার যথার্থ কারণ হলো-
Ο ক) প্রাচীনকালে এখানে অসংখ্যা মন্দির, নির্মিত হয়েছিল বলে
Ο খ) মন্দিরগুলো ধ্বংস হয়েছিল বলে
Ο গ) স্থাপত্য শিল্পকে গভীরভাবে প্রভাবিত করেছিল বলে
Ο ঘ) ভাস্কর্য শিল্পের চর্চা করা হতো বলে
সঠিক উত্তর: (ক)
১৩৫. কোন সম্রাটের সময় সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন?
Ο ক) জাহাঙ্গীরের
Ο খ) শাহজাহানের
Ο গ) আকবরের
Ο ঘ) আওরঙ্গজেবের
সঠিক উত্তর: (ক)
১৩৬. পরবর্তীকালে আর্যদের প্রাচীন বৈদিক ভাষার নাম সংস্কৃত ভাষা করা হয় কেন?
Ο ক) এ ভাষাকে সংস্কার করা হয় বলে
Ο খ) বাংলার প্রাচীন অধিবাসীরা নানা ভাষাভাষী ছিল বলে
Ο গ) নিজেদের ভাষা ত্যাগ করার জন্য
Ο ঘ) সম্পূর্ণভাবে আর্য ভাষা গ্রহণ করে বলে
সঠিক উত্তর: (ক)
১৩৭. প্রাচীন বাংলার অর্থনৈতিক কৃষি নির্ভর বলা হয়, কেননা এ সময়ে-
i. বাংলার প্রধান ফসল ছিল ধান
ii. ইক্ষু, তুলা ও পান চাষের জন্য বাংলার খ্যাতি ছিল
iii. প্রধান অর্থকারী ফসল ছিল পাট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)
১৩৮. বাংলার প্রাচীনতম নিদর্শনের নাম কী?
Ο ক) চর্যাপদ
Ο খ) পুঁথি
Ο গ) ভাস্কর্য
Ο ঘ) শিলালিপি
সঠিক উত্তর: (ক)
১৩৯. বাংলায় প্রাচীন ধর্মশাস্ত্রে বাঙালির কিসের কথা জানা যায়?
Ο ক) বীরত্বের
Ο খ) সাহসের
Ο গ) মেধার
Ο ঘ) উন্নত চরিত্রের
সঠিক উত্তর: (ঘ)
১৪০. সাগর নওগাঁর পাহাড়পুরের সোমপুর বৌদ্ধ বিহারে বেড়াতে গিয়ে জানতে পারলেন যে এখানে মহামানবেরা বসবাস করতেন। সাগর জানতে পারলেন-
i. অতীশ দীপঙ্করের নাম
ii. বোদ্ধিভদ্রের নাম
iii. অশোকের নাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪১. দ্রাবিড়রা এক সময়ে ছড়িয়ে পড়েন-
i. দক্ষিণ বাংলায়
ii. পশ্চিম বাংলায়
iii. মধ্য বাংলায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪২. প্রাচীন বাংলার অধিকাংশ মানুষ গ্রামে বাস করত কেন?
Ο ক) গ্রামে বসবাসের সুবিধা বলে
Ο খ) গ্রামে নিজেদের বাড়িঘর বলে
Ο গ) কৃষিপ্রধান দেশ বলে
Ο ঘ) গ্রামের প্রতি দুর্বল বলে
সঠিক উত্তর: (গ)
১৪৩. পাহাড়পুরর ভাস্কর্য শিল্পকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
১৪৪. প্রাচীন বাংলায় কত প্রকার ভূমি ছিল?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
১৪৫. বিপুল তার ছোট ভাই এর সাথে সময়ের শ্রেণিন্যিাস সম্পর্কে আলোচনা কালে বলে ‘W’ এর প্রতিষ্ঠায় মধ্যে দিয়ে মধ্যযুগের সূচনা হয়।‘W’ নিচের কোনটিকে নির্দেশ করেছে?
Ο ক) আর্য সমাজ
Ο খ) মুসলিম সমাজ
Ο গ) বৌদ্ধ সমাজ
Ο ঘ) কৌম সমাজ
সঠিক উত্তর: (খ)
১৪৬. বৌদ্ধধর্মালম্বী ছিলেন-
i. চন্দ্র বংশের রাজারা
ii. কান্তিদেব বংশের রাজারা
iii. পাল বংশের রাজারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৭. প্রাচীন বাংলায় শাস্ত্র জ্ঞান চর্চা করার অধিকার ছিল কাদের?
Ο ক) শূদ্রদের
Ο খ) বৈশ্যদের
Ο গ) ক্ষত্রিয়দের
Ο ঘ) ব্রাক্ষ্মণদের
সঠিক উত্তর: (ঘ)
১৪৮. রাশেদের বাড়ি বরিশাল জেলায়। তার গ্রামের লোকজনের যাতায়াতের প্রধান মাধ্যম নদীপথ। রাশেদের গ্রামের মানুষের সাথে মিল রয়েছে কোন সময়ের মানুষের?
Ο ক) প্রাচীন বাংলার
Ο খ) প্রাচীন ভারতের
Ο গ) পাকিস্তানিদের
Ο ঘ) ইরানিদের
সঠিক উত্তর: (ক)
১৪৯. প্রাচীন বাংলার মুদ্রার মধ্যে সবচেয়ে কম মানের ছিল কোনটি?
Ο ক) টাকা
Ο খ) কড়ি
Ο গ) পয়সা
Ο ঘ) আনা
সঠিক উত্তর: (খ)
১৫০. সাগর ভারতের অযোধ্যায় গিয়ে জানতে পারল যে একটি পল্লীর মানুষ কৃষিকাজ, মাছ শিকার ও অন্যান্য ছোটখাটো কাজা ছাড়া অন্য কোনো কাজ করা তাদের জন্য নিষিদ্ধ। এ পল্লীর মানুষ কোন জাতির অন্তগর্ত?
Ο ক) ব্রাহ্মণ
Ο খ) ক্ষত্রিয়
Ο গ) বৈশ্য
Ο ঘ) শূদ্র
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক সংগৃহীত প্রাচীন বৌদ্ধ পুঁথিতে কোন ভাষার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়?
Ο ক) উর্দু
Ο খ) বাংলা
Ο গ) হিন্দি
Ο ঘ) ফার্সি
সঠিক উত্তর: (খ)
১০২. সহজিয়া ধর্মমতের গুরুরা ছিলেন-
i. বৈদিক আচার-অনুষ্ঠানের বিরোধী
ii. পৌরাণিক আচার-অনুষ্ঠানের বিরোধী
iii. বৈষ্ণব আচার-অনুষ্ঠানের বিরোধী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৩. বৈষ্ণবধর্মের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত- i. কৃষ্ণলীলা ii. রামায়ণ iii. মহাভারত নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৪. প্রাচীন বাংলায় উৎপাদিত মসলার অন্তর্ভুক্ত ছিল-
i. এলাচি
ii. লবঙ্গ
iii. দারুচিনি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৫. প্রাচীন বাংলায় বৈশ্যদের কাজ ছিল নিচের কোনটি?
Ο ক) কৃষিকাজ করা
Ο খ) মাছ শিকার করা
Ο গ) যুদ্ধ করা
Ο ঘ) ব্যবসা-বাণিজ্য করা
সঠিক উত্তর: (ঘ)
১০৬. প্রাচীনকালে বাংলায় কত প্রকার বর্ণ ছিল?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (গ)
১০৭. প্রাচীন বাংলায় সবচেয়ে নিচু শ্রেণির অন্তর্ভুক্ত ছিল কারা?
Ο ক) ব্রাক্ষণরা
Ο খ) শূদ্ররা
Ο গ) ক্ষত্রিয়রা
Ο ঘ) বৈশ্যরা
সঠিক উত্তর: (খ)
১০৮. তন্ময় প্রাচীন বাংলা নিয়ে একটি প্রামাণ্য চিত্রে দেখল সে তৎকালিন মানুষ একটি দেবতাকে সকল রোগের বার্তা বলে পূজা করছে। এখানে কোন দেবতার কথা বলা হয়েছে?
Ο ক) সূর্য
Ο খ) গাছ
Ο গ) চন্দ্র
Ο ঘ) ঝড়
সঠিক উত্তর: (ক)
১০৯. প্রাচীনতম বাংলা ভাষা বলা হয় কোনটিকে?
Ο ক) মাগধী অপভ্রংশকে
Ο খ) শৌরশেনী অপভ্রংশকে
Ο গ) সংস্কৃত অপভ্রংশকে
Ο ঘ) পাকৃত অপভ্রংশকে
সঠিক উত্তর: (ক)
১১০. জীবন বাঁচাতে কয়টি জিনিসের প্রয়োজন?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
১১১. ব্রাক্ষণরাই ছিল সমাজে সর্বশ্রেষ্ঠ। এর যথার্থ কারণ হলো-
i. ব্যবসা-বাণিজ্য তাদের নিয়ন্ত্রণে ছিল
ii. পূজা পার্বণের একমাত্র অধিকারী ছিল
iii. অধ্যায়নের অধিকার ছিল তাদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
১১২. প্রাচীন বাংলার জমির প্রধান তিনটি ভাগ ছাড়াও অন্য ভাগগুলো হলো-
i. চারণ
ii. অনুর্ববর
iii. বনজঙ্গল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৩. দ্বাদশ শতকের শেষ দিকে বৌদ্ধ সংঘ বিতাড়িত হয়ে নেপাল ও তিব্বতের গমন করে কেন?
Ο ক) আত্নরক্ষার জন্য
Ο খ) ধর্ম প্রচারের জন্য
Ο গ) বৈদেশিক বাণিজ্যর জন্য
Ο ঘ) পৃষ্ঠপোষকতা অর্জনের জন্য
সঠিক উত্তর: (ক)
১১৪. রাজা-মহারাজারা যেভাবে পুণ্য অর্জনের চেষ্টা করতেন-
i. ধর্ম-কর্ম পরিচালনার জন্য ভূমি দান করে
ii. মন্দির নির্মাণের জন্য ভূমি দান করে
iii. বেদ আলোচনা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১৫. প্রাচীন বাংলার গ্রহপালিত পশুর মধ্যে ছিল- i. গরু ii. ছাগল iii. মেষ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৬. বৈষ্ণবধর্মের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত-
i. রামকৃষ্ণের কাহিনী
ii. কৃষ্ণনীলার কাহিনী
iii. রামায়ণ কাহিনী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১৭. জমিলা বেগম তার সন্তানকে গল্প বলার এক পর্যায়ে জানালো ‘D’ দের সময়ে বাংলার সাধারণ হিন্দু সমাজ দুর্বল হয়ে পড়ে। ‘D’ এর সাথে কোনটির সাদৃশ্য রয়েছে?
Ο ক) সেন
Ο খ) গুপ্ত
Ο গ) পাল
Ο ঘ) মৌর্য
সঠিক উত্তর: (ক)
১১৮. প্রাচীন বাংলায় ক্ষত্রিয়দের পেশা ছিল-
Ο ক) অধ্যায়ন করা
Ο খ) যুদ্ধ করা
Ο গ) অধ্যাপনা করা
Ο ঘ) পূজা-পার্বণ করা
সঠিক উত্তর: (খ)
১১৯. তানভীর পুষ্করণ, তমলুক, মহাস্থান প্রভৃতি অঞ্চলে গিয়ে কয়েকটি পোড়ামাটির মূর্তি দেখতে পান। এর মাধ্যমে তানভীর কোন যুগ সম্পর্কে জানতে পারবেন?
Ο ক) পালপূর্ব
Ο খ) সেনপূর্ব
Ο গ) গুপ্তপূর্ব
Ο ঘ) মৌর্যপূর্ব
সঠিক উত্তর: (গ)
১২০. দেবদেবীর মূর্তিগুলো কীভাবে নির্মিত হয়েছিল?
Ο ক) রাজাদের নামানুসারে
Ο খ) শিল্পীদের নির্দেশনায়
Ο গ) ঋষিদের নির্দেশনায়
Ο ঘ) শাস্ত্রীয় অনুশাসন অনুসারে
সঠিক উত্তর: (ঘ)
১২১. ভারত উপমহাদেশের সবচেয়ে প্রাচীন স্থাপত্যের নিদর্শন কী?
Ο ক) মন্দির
Ο খ) বিহার
Ο গ) স্তূপ
Ο ঘ) হর্ম্য
সঠিক উত্তর: (গ)
১২২. আদিম অধিবাসীরা নিজেদের ভাষা ত্যাগ করে সম্পূর্ণভাবে আর্য ভাষা গ্রহণ করে কেন?
Ο ক) দীর্ঘদিন পাশাপাশি বসবাস করার জন্য
Ο খ) আর্যভাষা সহজবোধ্য হওয়ার জন্য
Ο গ) নিজেদের ভাষা কঠিন মনে হওয়ার জন্য
Ο ঘ) আর্যভাষা শ্রুতিমধুর হওয়ার জন্য
সঠিক উত্তর: (ক)
১২৩. বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসের দিক থেকে চর্যাপদগুলোর মূল্য অপরিসীম। এর যথার্থতা নিরূপণে বলা যায়-
i. বাংলা সাহিত্যের জন্ম
ii. সহজিয়া ও বাউল গানের উৎপত্তি
iii. বৈষ্ণব পদাবলীর উৎপত্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৪. সমাজে ব্রাহ্মণদের মর্যাদা সর্বশ্রেষ্ঠ ছিল। কেন?
Ο ক) ব্যবসা-বাণিজ্য তাদের নিয়ন্ত্রণে ছিল
Ο খ) যুদ্ধ তাদের পেশা ছিল
Ο গ) পূজা পার্বণ করা, অধ্যাপনা তাদের দায়িত্ব ছিল
Ο ঘ) তারা পুরোহিত ছিল
সঠিক উত্তর: (গ)
১২৫. শালবন বিহার নির্মাণ করেন কে?
Ο ক) অতীশ দীপঙ্কর
Ο খ) অশোক
Ο গ) শ্রীভবদেব
Ο ঘ) শশাঙ্ক
সঠিক উত্তর: (গ)
১২৬. প্রাচীন বাংলায় মদ তৈরি হতো-
i. মধু দিয়ে
ii. গুড় দিয়ে
iii. তালরস গাজাইয়া দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৭. দিনাজপুর জেলার বানগড়ে নির্মিত মন্দিরটি
Ο ক) লোহার তৈরি
Ο খ) কাঠের তৈরি
Ο গ) ব্রোঞ্জের তৈরি
Ο ঘ) প্রস্তরের তৈরি
সঠিক উত্তর: (ঘ)
১২৮. বর্তমান সময়েও বাংলাদেশের গ্রামে-গঞ্জে নারী জাতির মধ্যে লক্ষ করা যায়-
i. বৃক্ষ পূজা
ii. ধান পূজা
iii. ঘাট পূজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৯. শূদ্র গোত্রের লোকেরা জীবিকা নির্বাহ করত-
i. কৃষিকাজ করে
ii. ব্যবসা করে
iii. মাছ শিকার করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩০. প্রাচীনকালে পতিত জমিকে কী বলা হতো?
Ο ক) বাস্তু
Ο খ) ক্ষেত্র
Ο গ) উর্বর
Ο ঘ) খিল
সঠিক উত্তর: (ঘ)
১৩১. কুমিল্লার ময়নামতিতে ও লালমাই পাহাড়ে খোদিত হয়েছে-
i. নারী মূর্তি
ii. বাঘ-শিকারী
iii. তরবারি ও বর্ম হাতে সৈনিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩২. রিমা কাশিমপুর গ্রামে গিয়ে দেখল যে সেখানকার লোকেরা, রথযাত্রা, অষ্টমী স্নান, হোলি, জন্মষ্টমী, দশহরা অনুষ্ঠানগুলো পালন করে। কাশিমপুর গ্রামের সাথে মিল রয়েছে কোন অঞ্চলের?
Ο ক) প্রাচীন বাংলার বাঙালিদের
Ο খ) পাকিস্তানিদের
Ο গ) ভারতীয়দের
Ο ঘ) মঙ্গোলীয়দের
সঠিক উত্তর: (ক)
১৩৩. বাঙালি সংকর জাতি। এর প্রধানতম বৈশিষ্ট্য হলো-
i. মধ্যম আকৃতির দেহ
ii. শ্যামলা বর্ণ
iii. নীল বর্ণের চোখের মণি বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
১৩৪. সুস্মিতা বললেন, ভারতীয় উপমহাদেশে স্থাপত্যের ইতিহাসে প্রাচীন বাংলার মন্দির স্থাপনা মর্যাদা ও স্বকীয়তায় এক স্থান দখল করে থাকার যথার্থ কারণ হলো-
Ο ক) প্রাচীনকালে এখানে অসংখ্যা মন্দির, নির্মিত হয়েছিল বলে
Ο খ) মন্দিরগুলো ধ্বংস হয়েছিল বলে
Ο গ) স্থাপত্য শিল্পকে গভীরভাবে প্রভাবিত করেছিল বলে
Ο ঘ) ভাস্কর্য শিল্পের চর্চা করা হতো বলে
সঠিক উত্তর: (ক)
১৩৫. কোন সম্রাটের সময় সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন?
Ο ক) জাহাঙ্গীরের
Ο খ) শাহজাহানের
Ο গ) আকবরের
Ο ঘ) আওরঙ্গজেবের
সঠিক উত্তর: (ক)
১৩৬. পরবর্তীকালে আর্যদের প্রাচীন বৈদিক ভাষার নাম সংস্কৃত ভাষা করা হয় কেন?
Ο ক) এ ভাষাকে সংস্কার করা হয় বলে
Ο খ) বাংলার প্রাচীন অধিবাসীরা নানা ভাষাভাষী ছিল বলে
Ο গ) নিজেদের ভাষা ত্যাগ করার জন্য
Ο ঘ) সম্পূর্ণভাবে আর্য ভাষা গ্রহণ করে বলে
সঠিক উত্তর: (ক)
১৩৭. প্রাচীন বাংলার অর্থনৈতিক কৃষি নির্ভর বলা হয়, কেননা এ সময়ে-
i. বাংলার প্রধান ফসল ছিল ধান
ii. ইক্ষু, তুলা ও পান চাষের জন্য বাংলার খ্যাতি ছিল
iii. প্রধান অর্থকারী ফসল ছিল পাট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)
১৩৮. বাংলার প্রাচীনতম নিদর্শনের নাম কী?
Ο ক) চর্যাপদ
Ο খ) পুঁথি
Ο গ) ভাস্কর্য
Ο ঘ) শিলালিপি
সঠিক উত্তর: (ক)
১৩৯. বাংলায় প্রাচীন ধর্মশাস্ত্রে বাঙালির কিসের কথা জানা যায়?
Ο ক) বীরত্বের
Ο খ) সাহসের
Ο গ) মেধার
Ο ঘ) উন্নত চরিত্রের
সঠিক উত্তর: (ঘ)
১৪০. সাগর নওগাঁর পাহাড়পুরের সোমপুর বৌদ্ধ বিহারে বেড়াতে গিয়ে জানতে পারলেন যে এখানে মহামানবেরা বসবাস করতেন। সাগর জানতে পারলেন-
i. অতীশ দীপঙ্করের নাম
ii. বোদ্ধিভদ্রের নাম
iii. অশোকের নাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪১. দ্রাবিড়রা এক সময়ে ছড়িয়ে পড়েন-
i. দক্ষিণ বাংলায়
ii. পশ্চিম বাংলায়
iii. মধ্য বাংলায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪২. প্রাচীন বাংলার অধিকাংশ মানুষ গ্রামে বাস করত কেন?
Ο ক) গ্রামে বসবাসের সুবিধা বলে
Ο খ) গ্রামে নিজেদের বাড়িঘর বলে
Ο গ) কৃষিপ্রধান দেশ বলে
Ο ঘ) গ্রামের প্রতি দুর্বল বলে
সঠিক উত্তর: (গ)
১৪৩. পাহাড়পুরর ভাস্কর্য শিল্পকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
১৪৪. প্রাচীন বাংলায় কত প্রকার ভূমি ছিল?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
১৪৫. বিপুল তার ছোট ভাই এর সাথে সময়ের শ্রেণিন্যিাস সম্পর্কে আলোচনা কালে বলে ‘W’ এর প্রতিষ্ঠায় মধ্যে দিয়ে মধ্যযুগের সূচনা হয়।‘W’ নিচের কোনটিকে নির্দেশ করেছে?
Ο ক) আর্য সমাজ
Ο খ) মুসলিম সমাজ
Ο গ) বৌদ্ধ সমাজ
Ο ঘ) কৌম সমাজ
সঠিক উত্তর: (খ)
১৪৬. বৌদ্ধধর্মালম্বী ছিলেন-
i. চন্দ্র বংশের রাজারা
ii. কান্তিদেব বংশের রাজারা
iii. পাল বংশের রাজারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৭. প্রাচীন বাংলায় শাস্ত্র জ্ঞান চর্চা করার অধিকার ছিল কাদের?
Ο ক) শূদ্রদের
Ο খ) বৈশ্যদের
Ο গ) ক্ষত্রিয়দের
Ο ঘ) ব্রাক্ষ্মণদের
সঠিক উত্তর: (ঘ)
১৪৮. রাশেদের বাড়ি বরিশাল জেলায়। তার গ্রামের লোকজনের যাতায়াতের প্রধান মাধ্যম নদীপথ। রাশেদের গ্রামের মানুষের সাথে মিল রয়েছে কোন সময়ের মানুষের?
Ο ক) প্রাচীন বাংলার
Ο খ) প্রাচীন ভারতের
Ο গ) পাকিস্তানিদের
Ο ঘ) ইরানিদের
সঠিক উত্তর: (ক)
১৪৯. প্রাচীন বাংলার মুদ্রার মধ্যে সবচেয়ে কম মানের ছিল কোনটি?
Ο ক) টাকা
Ο খ) কড়ি
Ο গ) পয়সা
Ο ঘ) আনা
সঠিক উত্তর: (খ)
১৫০. সাগর ভারতের অযোধ্যায় গিয়ে জানতে পারল যে একটি পল্লীর মানুষ কৃষিকাজ, মাছ শিকার ও অন্যান্য ছোটখাটো কাজা ছাড়া অন্য কোনো কাজ করা তাদের জন্য নিষিদ্ধ। এ পল্লীর মানুষ কোন জাতির অন্তগর্ত?
Ο ক) ব্রাহ্মণ
Ο খ) ক্ষত্রিয়
Ο গ) বৈশ্য
Ο ঘ) শূদ্র
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History