এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৪ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৪ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. আশিক ইতিহারস ছাত্র। গ্রীষ্মের ছুটিতে কুমিল্লার ময়নামতিতে বেড়াতে গিয়ে অসংখ্যা ছোটবড় স্তূপ দেখতে পেল।
Ο ক) এটি দেখে আশিক কী ধারণা করবে?
Ο খ) এখানে বৌদ্ধ প্রসার লাভ করবে
Ο গ) এখানে জৈন ধর্মের প্রসার লাভ করবে
Ο ঘ) এখানে শৈব ধর্মের প্রসার লাভ করেছিল
 সঠিক উত্তর: (ক)

 ৫২. দাক্ষিণাত্যের প্রধান বাসভূমি কাদের?
Ο ক) দ্রাবিড়দের
Ο খ) সাঁওতালদের
Ο গ) মুণ্ডাদের
Ο ঘ) খাসিয়াদের
 সঠিক উত্তর: (ক)

 ৫৩. প্রাচীন বাংলায় একমাত্র পরধর্ম বিদ্বেষী ছিলেন কে?
Ο ক) অশোক
Ο খ) গৌতম বুদ্ধ
Ο গ) শশাঙ্ক
Ο ঘ) ধর্মপাল
 সঠিক উত্তর: (গ)

 ৫৪. প্রাচীন সমাজে সহমরণ প্রথা ছিল। এটি কী প্রমাণ করে?
Ο ক) স্ত্রীর সহমরণে স্বামীর পূণ্য হতো
Ο খ) স্ত্রীর পুণ্য লাভ করত
Ο গ) নারীরা অধিকার বঞ্চিত ছিল
Ο ঘ) নারীরা অনেক খ্যাতি ছিল
 সঠিক উত্তর: (গ)

 ৫৫. ভারত উপ-মহাদেশের সবচেয়ে প্রাচীন স্থাপত্যের নিদর্শন নিচের কোনটি?
Ο ক) বিহার
Ο খ) মন্দির
Ο গ) হর্ম্য
Ο ঘ) স্তূপ
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. শিল্পের বিভিন্ন স্থানে বড় বড় নগর ও বন্দর গড়ে উঠেছিল। কেন?
Ο ক) গ্রাম ব্যবস্থা ধ্বংস গিয়েছিল
Ο খ) মানুষ শহরমুখী হয়ে পড়িছিল
Ο গ) স্থল ও জনপথে ভারতের বিভ্ন্নি অঞ্চলের সাথে বাংলার পণ্য বিনিময় হতো
Ο ঘ) অধিক জনসংখ্যার বাসস্থান ও কর্মস্থান নিশ্চিত করণের জন্য গড়ে উঠেছিল
 সঠিক উত্তর: (গ)

 ৫৭. পাল যুগের মূর্তি নির্মাণ করা হতো-
i. অষ্টধাতু দ্বারা
ii. পোড়ামাটি দ্বারা
iii. কষ্টিপাথর দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৫৮. মি. জন একটি পত্রিকার প্রতিবেদন থেকে জানতে পারলো যে ‘B’ এর সময়ে বৌদ্ধ সংস্কৃতিক দুর্দশা নেমে আসে। ‘B’ নিচের কোনটিকে সমর্থন করছে?
Ο ক) মৌর্য
Ο খ) গুপ্ত
Ο গ) পাল
Ο ঘ) সেন
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৯. কোন শিল্পের জন্য প্রাচীনকালেই বাংলা বিখ্যাত হয়ে উঠেছিল?
Ο ক) হস্ত
Ο খ) বস্ত্র
Ο গ) চিংড়ি
Ο ঘ) পাট
 সঠিক উত্তর: (খ)

 ৬০. প্রাচীন বাংলায় ধনী লোকেরা যাতায়াতের জন্য ব্যবহার করতো-
i. হাতি
ii. ঘোড়া
iii. ঘোড়ার গাড়ি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬১. প্রাচীন বাংলার বরেন্দ্র বিপুল উৎসব হত-
Ο ক) দুর্গার অর্চনা উপলক্ষে
Ο খ) বিজয় দশমী উপলক্ষে
Ο গ) জন্মাষ্টমী উপলক্ষে
Ο ঘ) হোলাকা বা হোলি উপলক্ষে
 সঠিক উত্তর: (ক)

 ৬২. কুটির শিল্পের প্রাচীন বাংলা সমৃদ্ধ ছিল-
i. স্বর্ণ ও মাণিমাণিক্যের শিল্প উন্নতি লাভ করেছিল
ii. জলপথে চলার নৌকা জাহাজ বাংলায় তৈরি হতো
iii. এলাচি, লবঙ্গ বাংলায় তৈরি হতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৬৩. আশিক ইতিহাসের ছাত্র হিসেবে মধ্য দেশ হতে ব্রাক্ষ্মণ্যরা যে বঙ্গদেশের নানা জায়গায় বসতি স্থাপন করেছিল তা জানার জন্য উৎস খুঁজতে থাকে। এক্ষেত্রে সে নিচের কোন উৎসটি বেছে নেবে?
Ο ক) মৌর্য যুগের তাম্রশাসন
Ο খ) পাল যুগের তাম্রশাসন
Ο গ) গুপ্ত যুগের তাম্রশাসন
Ο ঘ) সেন যুগের তাম্রশাসন
 সঠিক উত্তর: (গ)

 ৬৪. আর্য কথাটি কিসের নাম?
Ο ক) উপনাম
Ο খ) বিকল্প পথ
Ο গ) সুন্দর নাম
Ο ঘ) সাংস্কৃতিক নাম
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৫. নিগ্রহন্ত নামটি সমর্থনযোগ্য
i. জৈনধর্মের লোকদের ক্ষেত্রে
ii. তেরো শতকে বাংলায় এ সংঘের অস্তিত্ব ছিল
iii. সপ্তম শতকে উত্তর, দক্ষিণ ও পূর্ববঙ্গে নিগ্রহন্ত জৈনদের প্রভাব সবচেয়ে বেশি ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৬. বাংলায় সহজিয়া গান, বাউল গান ও বৈষ্ণব পদাবলীর উৎপত্তি হয় যেভাবে-
i. চর্যাপদগুলোর মাধ্যমে
ii. সাহিত্যের জন্ম হওয়ার মাধ্যমে
iii. শৌরসেনী অপভ্রংশের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৬৭. কৃষ্ণলীলা ও রামায়ণ কাহিনি কোন যুগে প্রসার লাভ করেছিল?
Ο ক) পাল যুগ
Ο খ) সেন যুগ
Ο গ) বৈষ্ণব ধর্ম
Ο ঘ) জৈন ধর্ম
 সঠিক উত্তর: (গ)

 ৬৮. প্রাচীন বাংলায় বাণিজ্যের আদান-প্রদান চলত-
i. স্থলপথে
ii. আকাশপথে
iii. জলপথে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৬৯. সেন রাজাগণের আগমনের পর বাংলায় বিস্তার লাভ করে-
i. শৈবধর্ম
ii. বৈষ্ণধর্ম
iii. জৈনধর্ম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭০. শিশুর জন্মের পর পালন করা হতো-
i. জাতকর্ম
ii. পৌষ্টিক কর্ম
iii. অন্নপ্রাশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭১. প্রাচীনকাল হতে কোন সম্প্রদায়ের লোকেরা ‘নিগ্রহন্ত’ নামে পরিচিতি হত?
Ο ক) শৈব ধর্মের লোকেরা
Ο খ) জৈন ধর্মের লোকেরা
Ο গ) বৈষ্ণব ধর্মের লোকেরা
Ο ঘ) বৈদিক ধর্মের লোকেরা
 সঠিক উত্তর: (খ)

 ৭২. নিচের কোনটি দিয়ে প্রস্তুতকৃত মদের খ্যাতি ছিল সমস্ত ভারত জুড়ে?
Ο ক) ইক্ষু
Ο খ) চিনি
Ο গ) মধু
Ο ঘ) গুড়
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৩. ফা-হিয়েন ও হিউয়েন-সাং কোন দেশের ভ্রমণকারী ছিলেন?
Ο ক) চীন
Ο খ) জাপানের
Ο গ) আমেরিকা
Ο ঘ) জার্মানি
 সঠিক উত্তর: (ক)

 ৭৪. বাংলার প্রাচীন ধর্মশাস্ত্রের নৈতিক জীবনের যে পরিচয় পাওয়া যায়-
Ο ক) খুব উচ্চ আদর্শের
Ο খ) নিম্ন আদর্শের
Ο গ) উচ্চ আদর্শের
Ο ঘ) খুব নিম্ন আদর্শের
 সঠিক উত্তর: (ক)

 ৭৫. ‌ প্রাচীন বাংলায় শিক্ষিত সমাজ ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য-
i. মেয়েদের ছিল অগাধ স্বাধীনতা
ii. বহু বিবাহ প্রথা প্রচলিত ছিল
iii. বিধবারা নিরামিষ আহার করত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৭৬. প্রাচীনকালের ব্যবসায় বাণিজ্যের মাধ্যম হিসেবে নিচের কোনটি প্রচলিত ছিল?
Ο ক) দাসপ্রথা
Ο খ) করপ্রথা
Ο গ) বিনিময় প্রথা
Ο ঘ) কুপ্রথা
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. মাহাবুবের দেখা ধ্বংসাবশেষটি কোন গ্রামে অবস্থিত?
Ο ক) উয়ারী-বটেশ্বর
Ο খ) বড় কামতা
Ο গ) আশরাফপুর
Ο ঘ) বাকুঁড়া
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. কৌমের লোকদের নিকট ঐক্যের প্রতীক ছিল কোনটি?
Ο ক) পাহাড় পূজা
Ο খ) গাছ পূজা
Ο গ) ধ্বজ পূজা
Ο ঘ) পাথর পূজা
 সঠিক উত্তর: (গ)

 ৭৯. বাংলাভাষা ও সাহিত্যের প্রাচীন যুগ কোনটি?
Ο ক) পাঁচ শতক হতে দশম শতক পর্যন্ত
Ο খ) পাঁচ শতক হতে বারো শতক পর্যন্ত
Ο গ) আট শতক হতে বারো শতক পর্যন্ত
Ο ঘ) আট শতক হতে তেরো শতক পর্যন্ত
 সঠিক উত্তর: (গ)

 ৮০. বরেন্দ্র বিপুল উৎসব হতে যে উপলক্ষে-
i. দুর্গার অর্চনা
ii. উমা
iii. অক্ষ-ক্রীড়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৮১. ক্ষত্রিয়দের পেশা ছিল কী?
Ο ক) যুদ্ধ করা
Ο খ) ব্যবসায় বাণিজ্য করা
Ο গ) পূজা-পার্বণ করা
Ο ঘ) কৃষিকাজ করা
 সঠিক উত্তর: (ক)

 ৮২. প্রাচীন বাংলায় পানীয় হিসাবে সূপ্রচলিত ছিল- i. দুধ ii. ইক্ষুরস iii. তালরস নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৩. প্রাচীনকালে কাদের স্বাধীনতা ছিল না?
Ο ক) বাংলার নারীদের
Ο খ) বাংলার মেয়েদের
Ο গ) বাংলার পুরুষদের
Ο ঘ) বাংলার ছেলেদের
 সঠিক উত্তর: (খ)

 ৮৪. প্রাচীন বাংলায় কত ধরনের ভূমি ছিল?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (খ)

 ৮৫. কিরাত জাতি বলা হতো- i. চাকমাদের ii. টিপাইদের iii. মেছদের নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৬. পাল যুগে শিল্পকলা বলে আখ্যায়িত করা হয়-
i. নবম থেকে দ্বাদশ শতকের শিল্পকে
ii. দশম থেকে দ্বাদশ শতকের শিল্পকে
iii. একাদশ থেকে দ্বাদশ শতকের শিল্পকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৭. রিপন বললো, বাংলায় বৌদ্ধ ধর্মের পতন শুরু হওয়ার যথার্থ কারণ হলো-
i. সেন যুগের আগমন
ii. বিভিন্ন দেব-দেবীর পূজা শুরু
iii. বহু হিন্দু মন্দির নির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৮. রাজকীয় শাসনের শুরুতে শিবের পরিবর্তে বিষ্ণুর স্তরের প্রচলন হয় কার শাসনামলে?
Ο ক) গোপাল
Ο খ) বিজয় সেন
Ο গ) ধর্মপাল সেন
Ο ঘ) লক্ষ্মণ সেন
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৯. নাটোরের পাহাড়পুড়ে একটি জৈন বিহার ছিল কত খ্রিস্টীয় শতকে?
Ο ক) তৃতীয়
Ο খ) চতুর্থ
Ο গ) পঞ্চম
Ο ঘ) ষষ্ঠ
 সঠিক উত্তর: (খ)

 ৯০. প্রাচীন বাংলার কাঠের তৈরি জিনিসপত্রের অন্তর্ভুক্ত ছিল-
i. আসবাবপত্র
ii. মন্দির
iii. পাল্কি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯১. ‘নিষাদ বা নাগ’ বলা হতো কোন জাতির মানুষকে?
Ο ক) অস্ট্রিক
Ο খ) দ্রাবিড়
Ο গ) কিরাত
Ο ঘ) ভোটচীনা
 সঠিক উত্তর: (ক)

 ৯২. প্রাচীন বাংলায় পূর্ববঙ্গের মানুষের খুব প্রিয় ছিল-
i. শুঁটকি মাছ
ii. টাকি মাছ
iii. ইলিশ মাছ
নিচের কোনটি সঠিক?
Ο ক)
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৯৩. প্রাচীন বাংলার শিল্পকলার ক্ষেত্রে কোন যুগ স্মরণীয়?
Ο ক) সেন
Ο খ) পাল
Ο গ) মৌর্য
Ο ঘ) গুপ্ত
 সঠিক উত্তর: (খ)

 ৯৪. বাংলায় জৈন বা নিগ্রহন্ত সংঘের রীতিমতো অস্তিত্ব ছিল কত শতকে?
Ο ক) দশম
Ο খ) একাদশ
Ο গ) দ্বাদশ
Ο ঘ) ত্রয়োদশ
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৫. প্রাচীন বাংলায় জমি মাপার কাজে ব্যবহৃত হতো-
Ο ক) ফিতা
Ο খ) মেশিন
Ο গ) নল
Ο ঘ) কড়ি
 সঠিক উত্তর: (গ)

 ৯৬. বাংলার নিজস্ব ভাস্কর্য শিল্পের বৈশিষ্ট্যর পরিচয় পাওয়া যায় পাহাড়পুরের মন্দিরে পাত্রে খোদিত-
i. পাথর ফলকে
ii. প্রস্তর ফলকে
iii. পোড়ামাটির ফলকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৯৭. কত শতকে বাংলা ভাষার সৃষ্টি হয়?
Ο ক) পঞ্চম বা ষষ্ঠ
Ο খ) ষষ্ঠ বা সপ্তম
Ο গ) সপ্তম বা অষ্টম
Ο ঘ) অষ্টম বা নবম
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৮. বাংলায় মুদ্রার প্রচলন আরম্ভ হয় কয় শতক পূর্বে?
Ο ক) খ্রিষ্টপূর্ব এক শতক
Ο খ) খ্রিষ্টপূর্ব দু শতক
Ο গ) খ্রিষ্টপূর্ব তিন শতক
Ο ঘ) খ্রিষ্টপূর্ব চার শতক
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৯. ব্রোঞ্জের স্তূপ পাওয়া যায়-
i. ঢাকার আশরাফপুরে
ii. রাজশাহীর পাহাড়পুরে
iii. চট্রাগ্রামের কেওয়ারিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০০. প্রাচীন বাংলায় ব্রাক্ষণদের নির্দিষ্ট কর্ম ছিল-
i. অধ্যায়ন
ii. অধ্যাপনা
iii. পূজা-পার্বণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post