এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৩ (৮)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৩ (৮) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৩৫১. স্বাধীন বঙ্গ রাজ্যের পতন ঘটে-
i. রাজা কীর্তিবর্মনের হাতে
ii. সামন্ত রাজার উত্থানের ফলে
iii. বিজয় সেনের হাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৫২. আশিকের বাড়ি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপরে। সে তার বাবার কাছ থেকে জানতে পারল যে এখানে চন্দ্রবংশের একজন রাজা রাজধানী স্থাপন করেছিল। আশিক চন্দবংশের কোন রাজার বিষয়ে জানতে পারল?
Ο ক) লডচন্দ্র
Ο খ) শ্রীচন্দ্র
Ο গ) কল্যানচন্দ্র
Ο ঘ) পূর্ণচন্দ্র
 সঠিক উত্তর: (খ)

 ৩৫৩. গুপ্ত যুগ সম্পর্কে ইতিহাস রচনা সহজ হয়েছে। এর যথার্থ কারণ হলো-
Ο ক) ইতিহাসবিদদের হাতে উপাদান ছিল
Ο খ) আলাদা স্বাধীন সাম্রাজ্য ছিল তাই
Ο গ) গুপ্ত যুগ সম্পর্কে সবাই জানে
Ο ঘ) একটি উল্লেখযোগ্য যুগ তাই
 সঠিক উত্তর: (ক)

 ৩৫৪. উত্তরবঙ্গ ছাড়াও বিভিন্ন মৌর্য শাসন প্রতিষ্ঠিত ছিল। কোনটিকে সমর্থন করেছে-
i. কর্ণসুবর্ণ
ii. তাম্রলিপ্ত
iii. সমতট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫৫. পাল শাসকদের শক্তি অনেকাংশে সামন্ত রাজাদের ওপর নির্ভর করে। কথাটি বলার কারণ কী?
Ο ক) সামন্ত রাজারা অনেক শক্তিশীল ছিল
Ο খ) সামন্ত রাজারা স্বাধীন ছিল
Ο গ) কেন্দ্রীয় সরকার অনেক ক্ষেত্রে সামন্ত রাজাদের সহযোগিতা গ্রহন করত
Ο ঘ) পাল রাজা অনেকটা দুর্বল শাসক ছিল
 সঠিক উত্তর: (গ)

 ৩৫৬. মৌর্য সাম্রাজ্যের পতনের পর যেসব বৈদেশিক শক্তি ভারতবর্ষ আক্রমণ করে তাহলে-
i. কুষাণ
ii. শক
iii. পহ্লব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫৭. নাটোর জেলায় পাহাড়পুর নামক স্থানের সোমপুর বিহারটি নির্মাণ করেন কে?
Ο ক) গোপাল
Ο খ) মহীপাল
Ο গ) ধর্মপাল
Ο ঘ) দেবপাল
 সঠিক উত্তর: (গ)

 ৩৫৮. সমুদ্রগুপ্তের রাজত্বকালে সমতট কোন ধরনের রাজ্য ছিল?
Ο ক) পূর্ণাঙ্গ
Ο খ) বিচ্ছিন্ন
Ο গ) পরাধীন
Ο ঘ) করদ
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫৯. কার রাজত্বকালে বাংলার পাল সাম্রাজ্য বহু স্বাধীন খণ্ড খণ্ড অংশে বিভক্ত হয়ে যায়?
Ο ক) গোপালে
Ο খ) প্রথম মহীপালের
Ο গ) প্রথম বিগ্রহপালের
Ο ঘ) তৃতীয় বিগ্রহপালের
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬০. মোহন শৈব ধর্মের উপাসক ছিলেন। হিউয়েন সাং তাকে বৌদ্ধ ধর্ম বিদ্বেষী বলে আখ্যায়িত করেছিলেন। নিচের কোন শাসকের সাথে উদ্দীপকের মিল রয়েছে-
Ο ক) গৌতম
Ο খ) শশাঙ্ক
Ο গ) দেবগুপ্ত
Ο ঘ) ধর্মপাল
 সঠিক উত্তর: (খ)

 ৩৬১. শশাঙ্কের মৃত্যুর পর কোন যুগের সূচনা হয়?
Ο ক) দুর্যোগপূর্ণ অন্ধকারময়
Ο খ) স্বাধীন
Ο গ) মৌর্য যুগ
Ο ঘ) গুপ্ত যুগ
 সঠিক উত্তর: (ক)

 ৩৬২. বল্লাল সেন কাকে বিয়ে করেন?
Ο ক) বিলাস দেবীকে
Ο খ) প্রমীলা দেবীকে
Ο গ) রমা দেবীকে
Ο ঘ) মহামায়া দেবীকে
 সঠিক উত্তর: (গ)

 ৩৬৩. ত্রি-শক্তির প্রথম যুদ্ধে জয়ী হন কে?
Ο ক) ধর্মপাল
Ο খ) মহীপাল
Ο গ) নাগভট্র
Ο ঘ) বৎসরাজা
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬৪. ডোম্মন পাল বিদ্রোহী হয় কত খ্রিষ্টাব্দে?
Ο ক) ১১৯০
Ο খ) ১১৯২
Ο গ) ১১৯৪
Ο ঘ) ১১৯৬
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬৫. মঠের ব্যয় নির্বাহের জন্য পাঁচটি গ্রাম প্রদান করেন কে?
Ο ক) গোপাল
Ο খ) ধর্মপাল
Ο গ) দেবপাল
Ο ঘ) মহীপাল
 সঠিক উত্তর: (গ)

 ৩৬৬. চুণ্ডাদেবীর ভক্তকে রাজা বলে নির্বাচিত করা হয় কেন?
Ο ক) শক্তিশালী বলে
Ο খ) অদ্ভুদ যোগ্যতার জন্য
Ο গ) জনগণের জন্য
Ο ঘ) যোগ্য কেউ ছিল না বলে
 সঠিক উত্তর: (খ)

 ৩৬৭. শশাঙ্ক কোথায় তাঁর রাজ্য স্থাপন করেন?
Ο ক) গৌড়ে
Ο খ) বঙ্গে
Ο গ) পুণ্ডনগরে
Ο ঘ) চন্দ্রদ্বীপে
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৮. মহীপাল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন কেন?
Ο ক) অসাধারণ কীর্তির জন্য
Ο খ) অসাধারণ শক্তির জন্য
Ο গ) সুন্দর চরিত্রের জন্য
Ο ঘ) প্রভাব-প্রতিপত্তির জন্য
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৯. বাংলার ইতিহাসে দুর্যোগপূর্ণ যুগের সূচনা হয় কেন?
Ο ক) শশাঙ্কের মৃত্যর ফলে
Ο খ) গোপালর মৃত্যুর ফলে
Ο গ) দেবগুপ্তের মৃত্যুর ফলে
Ο ঘ) ধর্ম বিদ্বেষী
 সঠিক উত্তর: (ক)

 ৩৭০. ভাগলপুরে ধর্মপাল কী নির্মাণ করেন?
Ο ক) মঠ
Ο খ) রাজবাড়ী
Ο গ) তীর্থ মন্দির
Ο ঘ) হিন্দু মন্দির
 সঠিক উত্তর: (ক)

 ৩৭১. ভারত ৩২০ খ্রিষ্টাব্দে একটি সাম্রাজ্যের প্রতিষ্ঠান সময় দক্ষিণ-পূর্ব বাংলার সমতট রাজ্যসহ বেশকিছু পতন ঘটে। নিচের কোন সাম্রাজ্যের পতনের সাথে মিল রয়েছে-
Ο ক) মৌর্য সাম্রাজ্য
Ο খ) পাল সাম্রাজ্র
Ο গ) সেন সাম্রাজ্য
Ο ঘ) গুপ্ত সাম্রাজ্য
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭২. সেন রাজত্বের অবসান ঘটে কাদের হাতে?
Ο ক) মুসলমানদের হাতে
Ο খ) হিন্দুদের হাতে
Ο গ) ইংরেজদের হাতে
Ο ঘ) পর্তুগিজদের হাতে
 সঠিক উত্তর: (ক)

 ৩৭৩. গুপ্ত পরবর্তী যুগে কয়টি স্বাধীন রাজ্যের জন্ম হয়?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
 সঠিক উত্তর: (খ)

 ৩৭৪. পাল যুগে কেন্দ্রীয় ব্যবস্থা কীভাবে গড়ে উঠেছিল?
Ο ক) সাম্রাজ্যের আয়তনের ওপর নির্ভর করে
Ο খ) রাজার বুদ্ধিমত্তার ওপর নির্ভর করে
Ο গ) জনসংখ্যার ওপর ভিত্তি করে
Ο ঘ) ভৌগোলিক পরিবেশের ওপর নির্ভর করে
 সঠিক উত্তর: (ক)

 ৩৭৫. ধর্মপাল বৌদ্ধধর্ম শিক্ষার জন্য কয়টি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন?
Ο ক) ২০ টি
Ο খ) ৩০ টি
Ο গ) ৪০ টি
Ο ঘ) ৫০ টি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭৬. সমতট কী রাজ্য ছিল?
Ο ক) করদ রাজ্য
Ο খ) মৌর্য রাজ্য
Ο গ) গুপ্ত রাজ্য
Ο ঘ) সেন রাজ্য
 সঠিক উত্তর: (ক)

 ৩৭৭. সেন রাজবংশের সূচনা ঘটে কীভাবে?
Ο ক) চন্দ্রবংশের পতনের ফলে
Ο খ) পাল বংশের পতনের ফলে
Ο গ) গুপ্ত বংশের পতনের ফলে
Ο ঘ) দেববংশের পতনের ফলে
 সঠিক উত্তর: (খ)

 ৩৭৮. গোবিন্দচন্দ্রের সময় রাজ্য আক্রমণ করেন-
i. রাজেন্দ্র চোল
ii. জাতবর্মা
iii. কর্ণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৭৯. ঐশি ইতিহাসের ছাত্রী। সে প্রাচীনকালের প্রকৃত ইতিহাস জানতে চায়। সে প্রকৃত ইতিহাস হিসেবে কোন সময় থেকে ইতিহাসের তথ্য জানবে?
Ο ক) বাবরের বাংলা আক্রমণের সময় হতে
Ο খ) আলেকজাণ্ডারের ভারত আক্রমণের সময় হতে
Ο গ) আকবরের বাংলা বিজয়ের সময় হতে
Ο ঘ) গ্রিকদের আগমনের সময় হতে
 সঠিক উত্তর: (খ)

 ৩৮০. দেবপালের মৃত্যুর পর পাল সাম্রাজ্যের পতন শুরূ হয়। সাম্রাজ্যকে পতনের হাত থেকে রক্ষার জন্য প্রয়োজন-
Ο ক) সাম্রাজ্যের গৌরব ও শক্তি অব্যাহত রাখা
Ο খ) শাসন ক্ষমতার ব্যবহার
Ο গ) সংঘর্ষ সৃষ্টি করা
Ο ঘ) প্রভুত্ব স্বীকার করা
 সঠিক উত্তর: (ক)

 ৩৮১. শশাঙ্ক কীভাবে স্বীয় শক্তি বৃদ্ধি করেন?
Ο ক) সৈন্য নিয়োগের মাধ্যমে
Ο খ) দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে
Ο গ) থানেশ্বরের সাথে বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে
Ο ঘ) কনৌজের সাথে আত্নীয়তার মাধ্যমে
 সঠিক উত্তর: (খ)

 ৩৮২. বজ্রবর্মার পুত্রের নাম কী?
Ο ক) জাতবর্মা
Ο খ) গাঙ্গেয়দেব
Ο গ) সামন্তরাজ
Ο ঘ) সীমান্তবর্মা
 সঠিক উত্তর: (ক)

 ৩৮৩. প্রাচীন বাংলার ‘ক’ আমলেই সর্বপ্রথম রানিকে রাজকীয় মর্যাদা দেওয়া হয়। ‘ক’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
Ο ক) মৌর্য
Ο খ) গুপ্ত
Ο গ) পাল
Ο ঘ) সেন
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮৪. ‘সর্ববিদ্যা বিশুদ্ধ’ ছিলেন কে?
Ο ক) গোপাল
Ο খ) গোপালের পিতা
Ο গ) ধর্মপাল
Ο ঘ) গোপালের পিতামহ
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮৫. পুষ্যভূতি রাজবংশের অধীনে কোন রাজ্যটি ছিল?
Ο ক) থানেশ্বর
Ο খ) কণৌজ
Ο গ) কান্যকুব্জ
Ο ঘ) গৌড়
 সঠিক উত্তর: (ক)

 ৩৮৬. পাল আমলে যেভাবে রাজস্ব আদায় হতো-
i. মুদ্রার মাধ্যমে
ii. শস্যের বিনিময়ে
iii. বাড়ির বিনিময়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৮৭. ‘ক’ নামক একটি জায়গার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেই সময়ে ইতিহাসে তুমুল প্রতিযোগিতা হয়। এ যুদ্ধের সাথে মিল রয়েছে-
i. ত্রি-শক্তি সংঘর্ষের
ii. ধর্মপাল নাগভট্র যুদ্ধের
iii. ধর্মপাল প্রতিহাররাজ যুদ্ধের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৮৮. কোন সময়ে ভারাতে গুপ্ত সাম্রাজ্র প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ৩২০ খ্রিষ্টাব্দে
Ο খ) ৩২১ খ্রিষ্টাব্দে
Ο গ) ৩২২ খ্রিষ্টাব্দে
Ο ঘ) ৩২৩ খ্রিষ্টাব্দে
 সঠিক উত্তর: (ক)

 ৩৮৯. মহীপাল কোন ধর্মালম্বী ছিলেন?
Ο ক) জৈন
Ο খ) শৈব
Ο গ) বৌদ্ধ
Ο ঘ) হিন্দু
 সঠিক উত্তর: (গ)

 ৩৯০. দুর্বলচেতা এবং অকমর্ণ্য কিছু উত্তরাধিকারী পাল সাম্রাজ্যের গৌরব ও শক্তি অব্যাহত রাখতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে বলা যায়-
Ο ক) তাদের কাছে রাজ্য শাসন কঠিন
Ο খ) পালযুগের পতনের জন্য তারা দায়ী
Ο গ) তারা বিদ্বান ছিল না
Ο ঘ) তারা অমনোযোগী ছিল
 সঠিক উত্তর: (খ)

 ৩৯১. মহীপাল কী রক্ষায় যত্নবান ছিলেন?
Ο ক) মানসম্মান
Ο খ) আত্মমর্যাদা
Ο গ) সম্পত্তি
Ο ঘ) পুরানকীর্তি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯২. মাৎসান্যায় কী?
Ο ক) পাল তাম্রশাসনে অরাজক সময়কাল
Ο খ) নির্বাচিত রাজা
Ο গ) দুঃখদুর্দশা থেকে মুক্তি লাভ
Ο ঘ) সিংহাসন
 সঠিক উত্তর: (ক)

 ৩৯৩. ত্রৈলোকচন্দ্রের শাসনকাল কোনটি?
Ο ক) ৮৯৮-৯২৮ খ্রিষ্টাব্দ
Ο খ) ৯০০-৯৩০ খ্রিষ্টাব্দ
Ο গ) ৯০২-৯৩২ খ্রিষ্টাব্দ
Ο ঘ) ৯০৪-৯৩৪ খ্রিষ্টাব্দ
 সঠিক উত্তর: (খ)

 ৩৯৪. সমুদ্রগুপ্তের রাজত্বকাল হতে কত শতকের মাঝামাঝি পর্যন্ত উত্তরবঙ্গ গুপ্ত সাম্রাজ্যের অধীনস্থ একটি প্রদেশ বা ভুক্তি হিসেবে পরিগণিত হতো?
Ο ক) চতুর্থ
Ο খ) পঞ্চম
Ο গ) ষষ্ঠ
Ο ঘ) সপ্তম
 সঠিক উত্তর: (গ)

 ৩৯৫. মহীপালের জীবনের সবচেয়ে উল্লেখ্যযোগ্য কীর্তি হলো-
i. কম্বোজ জাতির বিতাড়ন
ii. পূর্ববঙ্গ অধিকার
iii. পাল সাম্রাজ্যের পুন:প্রতিষ্ঠাতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯৬. পাল যুগে ‘ন’ ছিলেন সামরিক বিভাগের প্রধান। ‘ন’ কোনটিকে নির্দেশ করছে?
Ο ক) মহারাজা
Ο খ) সামন্তরাজা
Ο গ) মহাসেনাপতি
Ο ঘ) যুবরাজ
 সঠিক উত্তর: (গ)

 ৩৯৭. সেন বংশের অবসান ঘটে কোন শতকে?
Ο ক) তের
Ο খ) চৌদ্দ
Ο গ) বার
Ο ঘ) পনেরো
 সঠিক উত্তর: (ক)

 ৩৯৮. সমগ্র বাংলা জয় করা হয় কার রাজত্বকালে ?
Ο ক) শশাঙ্কের
Ο খ) গোপালের
Ο গ) চন্দ্রগুপ্তের
Ο ঘ) সমুদ্রগুপ্তের
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯৯. গুপ্তযুগের পূর্বে প্রাচীন বাংলার ইতিহাস রচনার উপাদান পাওয়া যায় না কেন?
Ο ক) ইতিহাস রচনার অভ্যস্ত ছিল না
Ο খ) ইচ্ছা ছিল না
Ο গ) লেখার উপকরণ ছিল না
Ο ঘ) সংরক্ষনের সুবিধা ছিল না
 সঠিক উত্তর: (ক)

 ৪০০. শশাংকের ধর্ম কি ছিল?
Ο ক) জৈন
Ο খ) শৈব
Ο গ) হিন্দু
Ο ঘ) বৌদ্ধ
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post