ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৩ (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. ভাগ, হিরণ্য ইত্যাদি কর কোন আমলে গৃহীত হতো?
Ο ক) পাল
Ο খ) সেন
Ο গ) গুপ্ত
Ο ঘ) সূক্ষ্ম
সঠিক উত্তর: (ক)
৩০২. শশাংকের মৃত্যুর পর প্রায় একশ বছর অরাজকতা ও বিশৃঙ্খলা ছিল কেন?
Ο ক) বাংলার মানুষ বিদ্রোহী ছিল বলে
Ο খ) বাংলায় যোগ্য শাসকের অভাব ছিল বলে
Ο গ) বাংলায় প্রবল দুর্ভিক্ষ হয় বলে
Ο ঘ) বাংলার মানুষ স্বাধীন প্রিয় ছিল বলে
সঠিক উত্তর: (খ)
৩০৩. বর্তমানে মন্ত্রীর অধীনে উচ্চপদস্থ কর্মকর্তাকে বলা হয় সচিব। তেমনি গুপ্ত রাজাদের অধীনে বড় কোন অঞ্চলের শাসনকর্তাকে কী বলা হতো?
Ο ক) মহামাত্র
Ο খ) মহেশ্বর
Ο গ) মহাসামন্ত
Ο ঘ) পরমেশ্বর
সঠিক উত্তর: (গ)
৩০৪. উত্তর ভারতের শক্তিশালী রাজা ছিলেন-
i. থানেশ্বর
ii. কান্যকুব্জ
iii. কনৌজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০৫. শশাংক কত খ্রিষ্টাব্দের পূর্বেই রাজ ক্ষমতা গ্রহণ করেন?
Ο ক) ৬০০
Ο খ) ৬০২
Ο গ) ৬০৪
Ο ঘ) ৬০৬
সঠিক উত্তর: (ঘ)
৩০৬. গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কখন?
Ο ক) খ্রিষ্টপূর্ব ৩২৫-২৪ অব্দে
Ο খ) খ্রিষ্টপূর্ব ৩২৬-২৫ অব্দে
Ο গ) খ্রিষ্টপূর্ব ৩২৭-২৬ অব্দে
Ο ঘ) খ্রিষ্টপূর্ব ৩২৮-২৭ অব্দে
সঠিক উত্তর: (গ)
৩০৭. পাল রাজারা দেশে শান্তি রক্ষা করত কীভাবে?
Ο ক) কঠোর শাস্তি প্রদান করে
Ο খ) অত্যাচারী বা অপরাধীকে নির্বাসনে পাঠাতো
Ο গ) সুষ্ঠু বিচার ও পুলিশ বিভাগের মাধ্যমে
Ο ঘ) যুদ্ধের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
৩০৮. বরেন্দ্র উদ্ধারে ১৪ টি দেশের রামপালকে সাহায্য করেছিল-
i. সৈন্য দিয়ে
ii. অস্ত্র দিয়ে
iii. অর্থ দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৯. গুপ্ত আমলের প্রশাসনিক ভাগ হলো- i. ভুক্তি ii. বিষয় iii. বীথি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১০. গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসককে কী বলা হতো?
Ο ক) সামন্ত
Ο খ) মহাসামন্ত
Ο গ) বসন্ত
Ο ঘ) রাজত্ব
সঠিক উত্তর: (খ)
৩১১. ‘দানসাগর’-কে রচনা করেন?
Ο ক) বল্লাল সেন
Ο খ) বিজয় সেন
Ο গ) হেমন্ত সেন
Ο ঘ) পারিজাত সেন
সঠিক উত্তর: (ক)
৩১২. বাংলার ইতিহাস অন্ধকার হয়ে উঠে কীভাবে?
i. যোগ্য শাসক না থাকায়
ii. হর্ষবর্ধন ও ভাস্করবর্মণের হাতে রাজ্য ছিন্ন ভিন্ন হয়
iii. ভূ-স্বামীরা প্রত্যেক্ই রাজা হওয়ার স্বপ্ন দেখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৩. দুর্বল উদ্যমহীন শাসক কে ছিলেন?
Ο ক) প্রথম বিগ্রহপাল
Ο খ) নারায়ণপাল
Ο গ) দ্বিতীয় বিগ্রহপাল
Ο ঘ) দ্বিতীয় গোপাল
সঠিক উত্তর: (ক)
৩১৪. মহীপাল পাল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেন-
i. কম্বোজ জাতির বিতাড়ন করে
ii. পূর্ববঙ্গ অধিকার করে
iii. রাজ্য বিষয়ে মনোযোগ দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১৫. বাংলাদেশের সেন রাজবংশের সূচনা হয় কখন?
Ο ক) বারো শতেকর প্রথম ভাগে
Ο খ) বারো শতকের দ্বিতীয় ভাগে
Ο গ) তেরো শতকের প্রথম ভাগে
Ο ঘ) তেরো শতকের দ্বিতীয় ভাগে
সঠিক উত্তর: (খ)
৩১৬. জাতবর্মার সাথে তার পিতা বজ্রবর্মার সম্পর্ক-
i. পিতার মতো তিনিও কলচুরিরাজ গাঙ্গেয়দেব ছিলেন
ii. কর্ণের সামন্তরাজ ছিলেন
iii. স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১৭. সেন যুগে রানীকে রাজকীয় মর্যাদা দেওয়া হয়। এটি কী প্রমাণ করে?
Ο ক) নারীদের প্রতি সেনদের দুর্বলতা
Ο খ) নারীদের অধিকার সম্পর্কে সেনদের সচেতনতা
Ο গ) রানী খুব ক্ষমতাবান ছিলেন
Ο ঘ) রাজার তুলনায় রানির মর্যাদা ছিল প্রতিষ্ঠিত
সঠিক উত্তর: (খ)
৩১৮. নবম শতকে হরিকেল উদ্ভাবিত স্বাধীন রাজ্যের রাজা ছিলেন কে?
Ο ক) শ্রীশান্তিদেব
Ο খ) শ্রীভবদেব
Ο গ) শ্রী আনন্দদেব
Ο ঘ) কান্তিদেব
সঠিক উত্তর: (ঘ)
৩১৯. নবম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত সমগ্র ভারতবর্ষের একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল কোনটি?
Ο ক) নালন্দার বিহার
Ο খ) পরমেশ্বর মন্দির
Ο গ) বিক্রমশীল বিহার
Ο ঘ) পরমভট্রারক মন্দির
সঠিক উত্তর: (গ)
৩২০. শ্রীচন্দ্রের শাসনামলে চন্দ্রবংশের প্রতিপত্তি উন্নতির চরম শিখরে পৌঁছায়। এ থেকে প্রতিয়মান হয় যে-
Ο ক) অধিক রাজ্য দখল
Ο খ) নিঃসন্দেহে বংশের সর্বশ্রেষ্ঠ শাসক
Ο গ) ভালো যোদ্ধা ছিলেন
Ο ঘ) দুর্যোগপূর্ণ যুগ ছিল না
সঠিক উত্তর: (খ)
৩২১. ধর্মের প্রতি কোনো বিদ্বেষ ছিল না কোন রাজার?
Ο ক) নারায়ণের
Ο খ) গর্গের
Ο গ) নাগভট্রের
Ο ঘ) দেবেন্দ্রের
সঠিক উত্তর: (ক)
৩২২. বল্লাল সেন রাজ্যভুক্ত করেন- i. উড়িষ্যা ii. মগধ iii. মিথিলা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩২৩. ‘প্রাসিঅয়’ জাতির রাজধানীর নাম কী?
Ο ক) পালিবোথরা
Ο খ) পাঞ্জাব
Ο গ) গৌড়
Ο ঘ) গ্রিক
সঠিক উত্তর: (ক)
৩২৪. গুপ্তদের পর সমগ্র উত্তর ভারতে কী দেখা দেয়?
Ο ক) অর্থনৈতিক মন্দা
Ο খ) প্রাকৃতিক দুর্যোগ
Ο গ) রাজনৈতিক অস্থিরতা
Ο ঘ) সামাজিক বিশৃঙ্খলা
সঠিক উত্তর: (গ)
৩২৫. পালরাজাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতেন কে?
Ο ক) হরি বর্মা
Ο খ) ব্রজ বর্মা
Ο গ) জাত বর্মা
Ο ঘ) ভোজ বর্মা
সঠিক উত্তর: (ক)
৩২৬. গুপ্তদের সময় একটি সুষ্ঠ রাজত্ব ব্যবস্থা প্রচলিত ছিল-
i. রাজস্ব আদায়ের জন্য কর্মচারী ছিল
ii. সুষ্ঠু রাজস্ব ব্যবস্থা প্রচলনের জন্য প্রত্যেকটি বিভাগে অফিস ছিল
iii. সামন্ত রাজগণ নিয়মিত রাজস্ব প্রদান করত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
৩২৭. দিব্য কীভাবে বরেন্দ্র দখল করেন?
Ο ক) প্রথম মহীপালকে হত্যা করে
Ο খ) দ্বিতীয় মহীপালকে হত্যা করে
Ο গ) গোপালকে হত্যা করে
Ο ঘ) রামপালকে হত্যা করে
সঠিক উত্তর: (খ)
৩২৮. ভুক্তির শাসনকর্তা কে নিযুক্ত করতেন?
Ο ক) সম্রাট
Ο খ) সামন্তরাজ্য
Ο গ) সেনাপতি
Ο ঘ) পঞ্চায়েত
সঠিক উত্তর: (ক)
৩২৯. মৌর্যদের মতে এদেশে গুপ্তদের রাজধানী ছিল কোথায়?
Ο ক) কর্ণসুবর্ণ
Ο খ) পুন্ড্রনগর
Ο গ) তাম্রলিপ্ত
Ο ঘ) চন্দ্রদ্বীপ
সঠিক উত্তর: (খ)
৩৩০. ধর্মপাল যাদের ভূমি দান করেছিলেন তাদের অনেকেই কোন ধর্মের লোক ছিলেন?
Ο ক) বৌদ্ধ
Ο খ) হিন্দু
Ο গ) জৈন
Ο ঘ) শৈব
সঠিক উত্তর: (খ)
৩৩১. দক্ষিণ-পূর্ব বাংলার সবচেয়ে শক্তিশালী স্বাধীন রাজবংশ ছিল কোনটি?
Ο ক) দেব বংশ
Ο খ) খড়গ বংশ
Ο গ) বর্ম বংশ
Ο ঘ) চন্দ্র বংশ
সঠিক উত্তর: (ঘ)
৩৩২. দেব রাজাদের উপাধি ছিল- i. পরম সৌগত ii. পরম ভট্রারক iii. পরমশ্বের নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৩. উত্তর ভারতের আধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত যুদ্ধ কোন নামে পরিচিত?
Ο ক) দ্বি-শক্তির সংঘর্ষ
Ο খ) ত্রি-শক্তির সংঘর্ষ
Ο গ) চতুর-শক্তির সংঘর্ষ
Ο ঘ) পঞ্চ-শক্তির সংঘর্ষ
সঠিক উত্তর: (খ)
৩৩৪. মহীপালের খননকৃত দীখি হলো-
i. দিনাজপুরে মহীপাল দীখি
ii. বগুড়ার জেলা দীঘি
iii. মুর্শিদাবাদের মহীপালের সাগর দীঘি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৩৫. লক্ষণ সেনের রাজসভায় বহু পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তিবর্গের সমাবেশ ঘটেছিল। শিল্প সাহিত্যের ক্ষেত্রে তার অবদান অনেক। উদ্দীপরেক সাথে নিম্নের কোনটি সমর্থন করেছে-
i. ধর্মপালের
ii. ত্রৈলোক্যচন্দের
iii. সুবর্ণচন্দ্রের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
৩৩৬. লক্ষণ সেনের প্রধানমন্ত্রী ও ধর্মীয় প্রধান কে ছিলেন?
Ο ক) উমাপতিধর
Ο খ) হলায়ূধ
Ο গ) জয়বেব
Ο ঘ) গোবর্ধন
সঠিক উত্তর: (খ)
৩৩৭. মহীপালের উত্তরাধিকার ছিলেন-
i. ন্যায়পাল
ii. দ্বিতীয় বিগ্রহ পাল
iii. তৃতীয় বিগ্রহ পাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৩৮. চন্দ্র বংশের নৃপতি ছিলেন-
i. পুর্ণচন্দ্র
ii. সুবর্ণচন্দ্র
iii. ত্রৈলোকচন্দ্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৯. দেবগুপ্ত কার নিকট পরাজিত হন?
Ο ক) চন্দ্রগুপ্তের
Ο খ) গ্রহবর্মণের
Ο গ) সমুদ্রগুপ্তের
Ο ঘ) রাজ্যবর্ধনের
সঠিক উত্তর: (ঘ)
৩৪০. কৈবর্ত বিদ্রোহ হয় কার রাজত্বকালে?
Ο ক) শশাঙ্কের
Ο খ) ধর্মপালের
Ο গ) প্রথম মহীপালের
Ο ঘ) দ্বিতীয় মহীপালের
সঠিক উত্তর: (ঘ)
৩৪১. গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটে কখন?
Ο ক) চতুর্থ শতকে
Ο খ) ষষ্ঠ শতকে
Ο গ) পঞ্চদশ শতকে
Ο ঘ) সপ্তম শতকে
সঠিক উত্তর: (খ)
৩৪২. মৌর্য সাম্রাজ্যের পতনের পর আর্বিভাব ঘটে-
i. শুঙ্গ বংশের
ii. কন্ব বংশের
iii. কণ্ডু বংশের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪৩. রাজীব পাল জনহিতকর বিভিন্ন কাজের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি অসংখ্যা শহর ও দীঘি খনন করেন। উদ্দীপকের সাথে মিল রয়েছে-
i. মহীপাল
ii. রামপাল
iii. ধর্মপাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪৪. শ্রীচন্দ্রকে চন্দ্রবংশের সর্বশ্রেষ্ঠ শাসক বলার কারণ হলো-
i. সুযোগ্য উত্তরধিকার
ii. বিক্রমপুরে রাজধানী গড়ে তোলেন
iii. চন্দ্র বংশের প্রতিপত্তি উন্নতির চরম শিখরে নিয়ে যান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪৫. ষষ্ঠ শতকের গুপ্ত উপাধিধারী রাজারা কী নামে পরিচিত?
Ο ক) পরবর্তী গুপ্ত বংশ
Ο খ) বাংলার উত্তরাংশ
Ο গ) মহারাধারী
Ο ঘ) গৌড় জনপদ
সঠিক উত্তর: (ক)
৩৪৬. স্বাধীন বঙ্গ রাজ্যের পতন ঘটে কীভাবে?
Ο ক) মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের হাতে
Ο খ) সম্রাট অশোকের হাতে
Ο গ) চালুক্য বংশের রাজা কীর্তিবর্মণের হাতে
Ο ঘ) বিজয় সেনের হাতে
সঠিক উত্তর: (গ)
৩৪৭. স্বাধীন রাজ্য উত্থানের যুগে উত্তর বাংলার শক্তিমান রাজা কে ছিলেন?
Ο ক) অশোক
Ο খ) ত্রৈলোক্যচন্দ্র
Ο গ) শশাংক
Ο ঘ) নারায়ণ চন্দ্র
সঠিক উত্তর: (গ)
৩৪৮. গৌড় রাজ্যের উত্থানের ফলে বঙ্গ রাজ্যের কী ঘটে?
Ο ক) উত্থান
Ο খ) পতন
Ο গ) রাজ্য সৃষ্টি
Ο ঘ) রাজ্য বৃদ্ধি
সঠিক উত্তর: (খ)
৩৪৯. তানভীরদের বাড়ি সুন্দরবন অঞ্চলে। তাদের গ্রামের সকল লোক একে একে বাঘের ভয়ে গ্রাম ছাড়া হতে লাগল। হঠাৎ এক বালক এসে বাঘটি মেরে গ্রামে শান্তি ফিরিয়ে আনল। বালকটির সাথে নিচের কার মিল রয়েছে?
Ο ক) ধর্মপালের
Ο খ) মহীপালের
Ο গ) গোপালের
Ο ঘ) দেবপালের
সঠিক উত্তর: (গ)
৩৫০. মহারাজধিরাজ উপাধি গ্রহণ করেন- i. গোচন্দ্র ii. ধর্মদিত্য iii. সমাচারদের নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. ভাগ, হিরণ্য ইত্যাদি কর কোন আমলে গৃহীত হতো?
Ο ক) পাল
Ο খ) সেন
Ο গ) গুপ্ত
Ο ঘ) সূক্ষ্ম
সঠিক উত্তর: (ক)
৩০২. শশাংকের মৃত্যুর পর প্রায় একশ বছর অরাজকতা ও বিশৃঙ্খলা ছিল কেন?
Ο ক) বাংলার মানুষ বিদ্রোহী ছিল বলে
Ο খ) বাংলায় যোগ্য শাসকের অভাব ছিল বলে
Ο গ) বাংলায় প্রবল দুর্ভিক্ষ হয় বলে
Ο ঘ) বাংলার মানুষ স্বাধীন প্রিয় ছিল বলে
সঠিক উত্তর: (খ)
৩০৩. বর্তমানে মন্ত্রীর অধীনে উচ্চপদস্থ কর্মকর্তাকে বলা হয় সচিব। তেমনি গুপ্ত রাজাদের অধীনে বড় কোন অঞ্চলের শাসনকর্তাকে কী বলা হতো?
Ο ক) মহামাত্র
Ο খ) মহেশ্বর
Ο গ) মহাসামন্ত
Ο ঘ) পরমেশ্বর
সঠিক উত্তর: (গ)
৩০৪. উত্তর ভারতের শক্তিশালী রাজা ছিলেন-
i. থানেশ্বর
ii. কান্যকুব্জ
iii. কনৌজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০৫. শশাংক কত খ্রিষ্টাব্দের পূর্বেই রাজ ক্ষমতা গ্রহণ করেন?
Ο ক) ৬০০
Ο খ) ৬০২
Ο গ) ৬০৪
Ο ঘ) ৬০৬
সঠিক উত্তর: (ঘ)
৩০৬. গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কখন?
Ο ক) খ্রিষ্টপূর্ব ৩২৫-২৪ অব্দে
Ο খ) খ্রিষ্টপূর্ব ৩২৬-২৫ অব্দে
Ο গ) খ্রিষ্টপূর্ব ৩২৭-২৬ অব্দে
Ο ঘ) খ্রিষ্টপূর্ব ৩২৮-২৭ অব্দে
সঠিক উত্তর: (গ)
৩০৭. পাল রাজারা দেশে শান্তি রক্ষা করত কীভাবে?
Ο ক) কঠোর শাস্তি প্রদান করে
Ο খ) অত্যাচারী বা অপরাধীকে নির্বাসনে পাঠাতো
Ο গ) সুষ্ঠু বিচার ও পুলিশ বিভাগের মাধ্যমে
Ο ঘ) যুদ্ধের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
৩০৮. বরেন্দ্র উদ্ধারে ১৪ টি দেশের রামপালকে সাহায্য করেছিল-
i. সৈন্য দিয়ে
ii. অস্ত্র দিয়ে
iii. অর্থ দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৯. গুপ্ত আমলের প্রশাসনিক ভাগ হলো- i. ভুক্তি ii. বিষয় iii. বীথি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১০. গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসককে কী বলা হতো?
Ο ক) সামন্ত
Ο খ) মহাসামন্ত
Ο গ) বসন্ত
Ο ঘ) রাজত্ব
সঠিক উত্তর: (খ)
৩১১. ‘দানসাগর’-কে রচনা করেন?
Ο ক) বল্লাল সেন
Ο খ) বিজয় সেন
Ο গ) হেমন্ত সেন
Ο ঘ) পারিজাত সেন
সঠিক উত্তর: (ক)
৩১২. বাংলার ইতিহাস অন্ধকার হয়ে উঠে কীভাবে?
i. যোগ্য শাসক না থাকায়
ii. হর্ষবর্ধন ও ভাস্করবর্মণের হাতে রাজ্য ছিন্ন ভিন্ন হয়
iii. ভূ-স্বামীরা প্রত্যেক্ই রাজা হওয়ার স্বপ্ন দেখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৩. দুর্বল উদ্যমহীন শাসক কে ছিলেন?
Ο ক) প্রথম বিগ্রহপাল
Ο খ) নারায়ণপাল
Ο গ) দ্বিতীয় বিগ্রহপাল
Ο ঘ) দ্বিতীয় গোপাল
সঠিক উত্তর: (ক)
৩১৪. মহীপাল পাল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেন-
i. কম্বোজ জাতির বিতাড়ন করে
ii. পূর্ববঙ্গ অধিকার করে
iii. রাজ্য বিষয়ে মনোযোগ দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১৫. বাংলাদেশের সেন রাজবংশের সূচনা হয় কখন?
Ο ক) বারো শতেকর প্রথম ভাগে
Ο খ) বারো শতকের দ্বিতীয় ভাগে
Ο গ) তেরো শতকের প্রথম ভাগে
Ο ঘ) তেরো শতকের দ্বিতীয় ভাগে
সঠিক উত্তর: (খ)
৩১৬. জাতবর্মার সাথে তার পিতা বজ্রবর্মার সম্পর্ক-
i. পিতার মতো তিনিও কলচুরিরাজ গাঙ্গেয়দেব ছিলেন
ii. কর্ণের সামন্তরাজ ছিলেন
iii. স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১৭. সেন যুগে রানীকে রাজকীয় মর্যাদা দেওয়া হয়। এটি কী প্রমাণ করে?
Ο ক) নারীদের প্রতি সেনদের দুর্বলতা
Ο খ) নারীদের অধিকার সম্পর্কে সেনদের সচেতনতা
Ο গ) রানী খুব ক্ষমতাবান ছিলেন
Ο ঘ) রাজার তুলনায় রানির মর্যাদা ছিল প্রতিষ্ঠিত
সঠিক উত্তর: (খ)
৩১৮. নবম শতকে হরিকেল উদ্ভাবিত স্বাধীন রাজ্যের রাজা ছিলেন কে?
Ο ক) শ্রীশান্তিদেব
Ο খ) শ্রীভবদেব
Ο গ) শ্রী আনন্দদেব
Ο ঘ) কান্তিদেব
সঠিক উত্তর: (ঘ)
৩১৯. নবম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত সমগ্র ভারতবর্ষের একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল কোনটি?
Ο ক) নালন্দার বিহার
Ο খ) পরমেশ্বর মন্দির
Ο গ) বিক্রমশীল বিহার
Ο ঘ) পরমভট্রারক মন্দির
সঠিক উত্তর: (গ)
৩২০. শ্রীচন্দ্রের শাসনামলে চন্দ্রবংশের প্রতিপত্তি উন্নতির চরম শিখরে পৌঁছায়। এ থেকে প্রতিয়মান হয় যে-
Ο ক) অধিক রাজ্য দখল
Ο খ) নিঃসন্দেহে বংশের সর্বশ্রেষ্ঠ শাসক
Ο গ) ভালো যোদ্ধা ছিলেন
Ο ঘ) দুর্যোগপূর্ণ যুগ ছিল না
সঠিক উত্তর: (খ)
৩২১. ধর্মের প্রতি কোনো বিদ্বেষ ছিল না কোন রাজার?
Ο ক) নারায়ণের
Ο খ) গর্গের
Ο গ) নাগভট্রের
Ο ঘ) দেবেন্দ্রের
সঠিক উত্তর: (ক)
৩২২. বল্লাল সেন রাজ্যভুক্ত করেন- i. উড়িষ্যা ii. মগধ iii. মিথিলা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩২৩. ‘প্রাসিঅয়’ জাতির রাজধানীর নাম কী?
Ο ক) পালিবোথরা
Ο খ) পাঞ্জাব
Ο গ) গৌড়
Ο ঘ) গ্রিক
সঠিক উত্তর: (ক)
৩২৪. গুপ্তদের পর সমগ্র উত্তর ভারতে কী দেখা দেয়?
Ο ক) অর্থনৈতিক মন্দা
Ο খ) প্রাকৃতিক দুর্যোগ
Ο গ) রাজনৈতিক অস্থিরতা
Ο ঘ) সামাজিক বিশৃঙ্খলা
সঠিক উত্তর: (গ)
৩২৫. পালরাজাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতেন কে?
Ο ক) হরি বর্মা
Ο খ) ব্রজ বর্মা
Ο গ) জাত বর্মা
Ο ঘ) ভোজ বর্মা
সঠিক উত্তর: (ক)
৩২৬. গুপ্তদের সময় একটি সুষ্ঠ রাজত্ব ব্যবস্থা প্রচলিত ছিল-
i. রাজস্ব আদায়ের জন্য কর্মচারী ছিল
ii. সুষ্ঠু রাজস্ব ব্যবস্থা প্রচলনের জন্য প্রত্যেকটি বিভাগে অফিস ছিল
iii. সামন্ত রাজগণ নিয়মিত রাজস্ব প্রদান করত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
৩২৭. দিব্য কীভাবে বরেন্দ্র দখল করেন?
Ο ক) প্রথম মহীপালকে হত্যা করে
Ο খ) দ্বিতীয় মহীপালকে হত্যা করে
Ο গ) গোপালকে হত্যা করে
Ο ঘ) রামপালকে হত্যা করে
সঠিক উত্তর: (খ)
৩২৮. ভুক্তির শাসনকর্তা কে নিযুক্ত করতেন?
Ο ক) সম্রাট
Ο খ) সামন্তরাজ্য
Ο গ) সেনাপতি
Ο ঘ) পঞ্চায়েত
সঠিক উত্তর: (ক)
৩২৯. মৌর্যদের মতে এদেশে গুপ্তদের রাজধানী ছিল কোথায়?
Ο ক) কর্ণসুবর্ণ
Ο খ) পুন্ড্রনগর
Ο গ) তাম্রলিপ্ত
Ο ঘ) চন্দ্রদ্বীপ
সঠিক উত্তর: (খ)
৩৩০. ধর্মপাল যাদের ভূমি দান করেছিলেন তাদের অনেকেই কোন ধর্মের লোক ছিলেন?
Ο ক) বৌদ্ধ
Ο খ) হিন্দু
Ο গ) জৈন
Ο ঘ) শৈব
সঠিক উত্তর: (খ)
৩৩১. দক্ষিণ-পূর্ব বাংলার সবচেয়ে শক্তিশালী স্বাধীন রাজবংশ ছিল কোনটি?
Ο ক) দেব বংশ
Ο খ) খড়গ বংশ
Ο গ) বর্ম বংশ
Ο ঘ) চন্দ্র বংশ
সঠিক উত্তর: (ঘ)
৩৩২. দেব রাজাদের উপাধি ছিল- i. পরম সৌগত ii. পরম ভট্রারক iii. পরমশ্বের নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৩. উত্তর ভারতের আধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত যুদ্ধ কোন নামে পরিচিত?
Ο ক) দ্বি-শক্তির সংঘর্ষ
Ο খ) ত্রি-শক্তির সংঘর্ষ
Ο গ) চতুর-শক্তির সংঘর্ষ
Ο ঘ) পঞ্চ-শক্তির সংঘর্ষ
সঠিক উত্তর: (খ)
৩৩৪. মহীপালের খননকৃত দীখি হলো-
i. দিনাজপুরে মহীপাল দীখি
ii. বগুড়ার জেলা দীঘি
iii. মুর্শিদাবাদের মহীপালের সাগর দীঘি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৩৫. লক্ষণ সেনের রাজসভায় বহু পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তিবর্গের সমাবেশ ঘটেছিল। শিল্প সাহিত্যের ক্ষেত্রে তার অবদান অনেক। উদ্দীপরেক সাথে নিম্নের কোনটি সমর্থন করেছে-
i. ধর্মপালের
ii. ত্রৈলোক্যচন্দের
iii. সুবর্ণচন্দ্রের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
৩৩৬. লক্ষণ সেনের প্রধানমন্ত্রী ও ধর্মীয় প্রধান কে ছিলেন?
Ο ক) উমাপতিধর
Ο খ) হলায়ূধ
Ο গ) জয়বেব
Ο ঘ) গোবর্ধন
সঠিক উত্তর: (খ)
৩৩৭. মহীপালের উত্তরাধিকার ছিলেন-
i. ন্যায়পাল
ii. দ্বিতীয় বিগ্রহ পাল
iii. তৃতীয় বিগ্রহ পাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৩৮. চন্দ্র বংশের নৃপতি ছিলেন-
i. পুর্ণচন্দ্র
ii. সুবর্ণচন্দ্র
iii. ত্রৈলোকচন্দ্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৯. দেবগুপ্ত কার নিকট পরাজিত হন?
Ο ক) চন্দ্রগুপ্তের
Ο খ) গ্রহবর্মণের
Ο গ) সমুদ্রগুপ্তের
Ο ঘ) রাজ্যবর্ধনের
সঠিক উত্তর: (ঘ)
৩৪০. কৈবর্ত বিদ্রোহ হয় কার রাজত্বকালে?
Ο ক) শশাঙ্কের
Ο খ) ধর্মপালের
Ο গ) প্রথম মহীপালের
Ο ঘ) দ্বিতীয় মহীপালের
সঠিক উত্তর: (ঘ)
৩৪১. গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটে কখন?
Ο ক) চতুর্থ শতকে
Ο খ) ষষ্ঠ শতকে
Ο গ) পঞ্চদশ শতকে
Ο ঘ) সপ্তম শতকে
সঠিক উত্তর: (খ)
৩৪২. মৌর্য সাম্রাজ্যের পতনের পর আর্বিভাব ঘটে-
i. শুঙ্গ বংশের
ii. কন্ব বংশের
iii. কণ্ডু বংশের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪৩. রাজীব পাল জনহিতকর বিভিন্ন কাজের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি অসংখ্যা শহর ও দীঘি খনন করেন। উদ্দীপকের সাথে মিল রয়েছে-
i. মহীপাল
ii. রামপাল
iii. ধর্মপাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪৪. শ্রীচন্দ্রকে চন্দ্রবংশের সর্বশ্রেষ্ঠ শাসক বলার কারণ হলো-
i. সুযোগ্য উত্তরধিকার
ii. বিক্রমপুরে রাজধানী গড়ে তোলেন
iii. চন্দ্র বংশের প্রতিপত্তি উন্নতির চরম শিখরে নিয়ে যান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪৫. ষষ্ঠ শতকের গুপ্ত উপাধিধারী রাজারা কী নামে পরিচিত?
Ο ক) পরবর্তী গুপ্ত বংশ
Ο খ) বাংলার উত্তরাংশ
Ο গ) মহারাধারী
Ο ঘ) গৌড় জনপদ
সঠিক উত্তর: (ক)
৩৪৬. স্বাধীন বঙ্গ রাজ্যের পতন ঘটে কীভাবে?
Ο ক) মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের হাতে
Ο খ) সম্রাট অশোকের হাতে
Ο গ) চালুক্য বংশের রাজা কীর্তিবর্মণের হাতে
Ο ঘ) বিজয় সেনের হাতে
সঠিক উত্তর: (গ)
৩৪৭. স্বাধীন রাজ্য উত্থানের যুগে উত্তর বাংলার শক্তিমান রাজা কে ছিলেন?
Ο ক) অশোক
Ο খ) ত্রৈলোক্যচন্দ্র
Ο গ) শশাংক
Ο ঘ) নারায়ণ চন্দ্র
সঠিক উত্তর: (গ)
৩৪৮. গৌড় রাজ্যের উত্থানের ফলে বঙ্গ রাজ্যের কী ঘটে?
Ο ক) উত্থান
Ο খ) পতন
Ο গ) রাজ্য সৃষ্টি
Ο ঘ) রাজ্য বৃদ্ধি
সঠিক উত্তর: (খ)
৩৪৯. তানভীরদের বাড়ি সুন্দরবন অঞ্চলে। তাদের গ্রামের সকল লোক একে একে বাঘের ভয়ে গ্রাম ছাড়া হতে লাগল। হঠাৎ এক বালক এসে বাঘটি মেরে গ্রামে শান্তি ফিরিয়ে আনল। বালকটির সাথে নিচের কার মিল রয়েছে?
Ο ক) ধর্মপালের
Ο খ) মহীপালের
Ο গ) গোপালের
Ο ঘ) দেবপালের
সঠিক উত্তর: (গ)
৩৫০. মহারাজধিরাজ উপাধি গ্রহণ করেন- i. গোচন্দ্র ii. ধর্মদিত্য iii. সমাচারদের নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History