এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৩ (৬)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৩ (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২৫১. গোপালের পর সিংহাসনে বসেন কে?
Ο ক) মহীপাল
Ο খ) দেবপাল
Ο গ) ধর্মপাল
Ο ঘ) সামন্ত পাল
 সঠিক উত্তর: (গ)

 ২৫২. যুদ্ধমাত্রই একপক্ষকে অন্যপক্ষের ওপর প্রতিশোধের স্পৃহা বাড়িয়ে তোলে। তেমনি শশাংকের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণে মরিয়া হয়ে ওঠেন নিম্নের কোন শাসক?
Ο ক) রাজ্যবর্ধন
Ο খ) প্রভাকরবর্ধন
Ο গ) হর্ষবর্ধন
Ο ঘ) ভাস্করবর্মা
 সঠিক উত্তর: (গ)

 ২৫৩. বল্লাল সেন অধ্যায়ন করতেন- i. বেদ ii. স্মৃতি iii. পুরাণ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫৪. দেব পর্বত বর্তমানের কোথায় অবস্থিত?
Ο ক) দিনাজপুরে
Ο খ) বগুড়ায়
Ο গ) কুমিল্লায়
Ο ঘ) নওগাঁয়
 সঠিক উত্তর: (গ)

 ২৫৫. রামচরিত কার লেখা?
Ο ক) সন্ধাকর নন্দী
Ο খ) বিজয় নন্দী
Ο গ) হরপ্রসাদ নন্দী
Ο ঘ) কৌটিল্য
 সঠিক উত্তর: (ক)

 ২৫৬. নালন্দয় এক বিশাল বৌদ্ধ মন্দির নির্মাণ করেন কে?
Ο ক) বিগ্রহপাল
Ο খ) নারায়ণপাল
Ο গ) মহীপাল
Ο ঘ) শুরপাল
 সঠিক উত্তর: (গ)

 ২৫৭. ‘ক’ নামক জনৈক সামন্ত গুপ্ত রাজাদের দুর্বলতার সুযোগে গৌড় দখল করে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। নিম্নে উদ্দীপকের সাথে মিল রয়েছে-
i. শশাঙ্কের
ii. রামপালের
iii. ধর্মপালের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৫৮. দুর্ধর্ষ পাহাড়ি হুন জাতি কত শতকে বাংলা আক্রমণ করে?
Ο ক) দ্বিতীয়
Ο খ) তৃতীয়
Ο গ) চতুর্থ
Ο ঘ) পঞ্চম
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫৯. কোন বংশের রাজাদের শক্তিশালী নৌবাহিনী ছিল?
Ο ক) গুপ্ত
Ο খ) সেন
Ο গ) পাল
Ο ঘ) সুক্ষ
 সঠিক উত্তর: (গ)

 ২৬০. সামন্ত সেনকে সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয়নি। এর যথার্থ কারণ হলো-
Ο ক) রাজ্য প্রতিষ্ঠা করেননি
Ο খ) বহিরাগত ছিলেন
Ο গ) যোগ্য ছিলেন না
Ο ঘ) ক্ষত্রিয় ছিলেন
 সঠিক উত্তর: (ক) 

২৬১. পাল যুগের সামরিক বাহিনী বিভক্ত ছিল-
i. পদাতিক বাহিনীতে
ii. অশ্বরোহী বাহিনীতে
iii. রণতরী বাহিনীতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬২. কুমারপালের রাজত্বকাল কোনটি?
Ο ক) ১১২৪-১১২৯ খ্রিষ্টাব্দ
Ο খ) ১১২৫-১১৩০ খ্রিষ্টাব্দ
Ο গ) ১১২৬-১১৩১ খ্রিষ্টাব্দ
Ο ঘ) ১১২৭-১১৩২ খ্রিষ্টাব্দ
 সঠিক উত্তর: (ক)

 ২৬৩. দেবপাল বৌদ্ধ মঠগুলোর সংস্কার সাধন করেছিলেন কেন?
Ο ক) তিনি শাসক তাই
Ο খ) জনপ্রিয়তার জন্য
Ο গ) তিনি বৌদ্ধধর্মের বড় পৃষ্ঠপোষক তাই
Ο ঘ) বৌদ্ধধর্ম প্রতিষ্ঠার জন্য
 সঠিক উত্তর: (গ)

 ২৬৪. কাদের প্রতি বল্লাল সেনের যথেষ্ট অনুরাগ ছিল?
Ο ক) শিক্ষিতদের
Ο খ) ধার্মিকদের
Ο গ) আত্নীয়দের
Ο ঘ) বিদ্যা ও বিদ্বানদের
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৫. শশাংক তাঁর রাজ্যসীমা বৃদ্ধি করেন-
i. দণ্ডভুক্তি রাজ্য জয় করে
ii.উড়িষ্যার উৎকল রাজ্য জয় করে
iii. বিহারের মগধ রাজ্য জয় করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৬. গুপ্ত সম্রাটদের সবচেয়ে ছোট শাসন বিভাগ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) পাড়া
Ο খ) মহলা
Ο গ) গ্রাম
Ο ঘ) বিভাগ
 সঠিক উত্তর: (গ)

 ২৬৭. গর্গ কার প্রধানমন্ত্রী ছিলেন?
Ο ক) নারায়ণের
Ο খ) গৌতমের
Ο গ) গোপালর
Ο ঘ) ধর্মপালের
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৮. ধর্মপাল কত বছর রাজত্ব করেন?
Ο ক) ৩৮
Ο খ) ৩৯
Ο গ) ৪০
Ο ঘ) ৪১
 সঠিক উত্তর: (গ)

 ২৬৯. সেন যুগে শাসনকার্যে কার যথেষ্ট প্রভাব ছিল?
Ο ক) রানি
Ο খ) যুবরাজ
Ο গ) সেনাপতি
Ο ঘ) প্রধানমন্ত্রী
 সঠিক উত্তর: (খ)

 ২৭০. ‘অবিরাজ নিঃশঙ্ক শঙ্কর’-কার উপাধি ছিল?
Ο ক) সামন্ত সেন
Ο খ) হেমন্ত সেন
Ο গ) বল্লাল সেন
Ο ঘ) বিজয় সেন
 সঠিক উত্তর: (গ)

 ২৭১. শশাঙ্কের নেতৃত্বে বাংলা সর্বপ্রথম উত্তর ভারতীয় রাজনীতিতে লিপ্ত হবার ক্ষমতা ও বল সঞ্চার করে। এ থেকে পরিলক্ষিত হয়-
Ο ক) তিনি ভালো রাজনীতিবদ
Ο খ) তিনি বাংলার শাসক
Ο গ) তিনি একজন সার্বভৌম নরপতি
Ο ঘ) ভারতীয় রাজনীতে তার ক্ষমতা প্রবল
 সঠিক উত্তর: (গ)

 ২৭২. পাল রাজাদের আমলে মুঙ্গেরে রাজধানী স্থাপন করেন কে?
Ο ক) দেবপাল
Ο খ) গোপাল
Ο গ) ধর্মপাল
Ο ঘ) মহীপাল
 সঠিক উত্তর: (ক)

 ২৭৩. বর্মদের রাজধানী ছিল কোনটি?
Ο ক) কর্মান্ত বাসক
Ο খ) দেবপর্বত
Ο গ) বর্ধমানপুর
Ο ঘ) বিক্রমপুর
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭৪. উৎস ছাড়া ইতিহাস রচিত হয় না, তেমনিভাবে রামপালের জীবনী জানার জন্য কোনটি পাঠ আবশ্যক বা কোন উৎসটি আবশ্যক?
Ο ক) অর্থশাস্ত্র
Ο খ) রামচরিত
Ο গ) গীতগবিন্দ
Ο ঘ) গীতিচরিত
 সঠিক উত্তর: (খ)

 ২৭৫. যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের প্রত্যেক নগরে প্রশাসন পরিচালনার জন্য একজন অধ্যক্ষ রয়েছে। এই অঙ্গরাজ্যটির সাথে কোন আমলের অঙ্গরাজ্যের মিল রয়েছে?
Ο ক) সামন্ত আমলের
Ο খ) সেন আমলের
Ο গ) গুপ্ত আমলের
Ο ঘ) মৌর্য আমলের
 সঠিক উত্তর: (গ)

 ২৭৬. শশাঙ্ক কূটনৈতিক সূত্রে কার সাথে বন্ধুত্ব করেন?
Ο ক) মালবরাজ
Ο খ) কনৌজ
Ο গ) প্রভাকরবর্ধন
Ο ঘ) মহাসেনগুপ্ত
 সঠিক উত্তর: (ক)

 ২৭৭. খড়গ রাজবংশের অধিকৃত অঞ্চল হলো- i. ত্রিপুরা ii. নোয়াখালী iii. দিনাজপুর নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৭৮. গ্রিক লেখকরা বাংলাদেশে যেসব জাতির উল্লেখ করেছেন তাহলো-
i. গঙ্গারিডই
ii. প্রাসিঅয়
iii. হুন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৭৯. শাসনকার্যে যুবরাজদের যথেষ্ট প্রভাব ছিল। এতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
i. যুবরাজের চরম ক্ষমতা
ii. যুবরাজের স্থান ছিল রাজার পরেই
iii. তার নির্দেশে শাসনকার্য পরিচালিত হত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৮০. খড়গ বংশের রাজধানীর নাম কী ছিল?
Ο ক) কর্মান্ত বাসক
Ο খ) শ্রীশান্তিবসাক
Ο গ) কান্তিদেববসাক
Ο ঘ) রোহিতগিরিবসাক
 সঠিক উত্তর: (ক)

 ২৮১. রাম চরিত রচনা করেন কে?
Ο ক) সন্ধ্যাকর
Ο খ) ইন্দ্রগুপ্ত
Ο গ) দিবাকর
Ο ঘ) নারায়ণ পাল
 সঠিক উত্তর: (ক)

 ২৮২. ‘ম’ যুগে রাজা ধর্মীয় ও অর্থনীতি বিষয়েও হস্তক্ষেপ করতে পারতেন। ‘ম’ কোন যুগকে নির্দেশ করছে?
i. পাল
ii. সেন
iii. মৌর্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৮৩. বাংলায় গুপ্ত বংশীয় রাজাগণ দুর্বল হয়ে পড়ে-
i. মৌখরী ও পরবর্তী গুপ্তবংশীয়দের সংঘর্ষে
ii. তিব্বতীয়দের আক্রমণের কারণে
iii. চালুক্যরাজগণের আক্রমণের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৪. কার আমলে উৎকীর্ণ তাম্রলিপ্ত হতে গোপালের নির্বাচনের কাহিনী পাওয়া যায়?
Ο ক) গোপালের
Ο খ) ধর্মপালের
Ο গ) দেবপালের
Ο ঘ) মহীপালের
 সঠিক উত্তর: (খ)

 ২৮৫. মুকুল একটি উপন্যাস থেকে জানতে পারে ‘ত’ বংশই সর্বপ্রথম রানিকে রাজকীয় মর্যাদা দেয়। ‘ত’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
i. পাল
ii. গুপ্ত
iii. সেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৮৬. বিজয় সেন উত্তর ও উত্তর-পশ্চিম বাংলার নিজের প্রভুত্ব বিস্তার করেন কীভাবে?
Ο ক) মদলপালকে পরাজিত করে
Ο খ) শুর পালকে পরাজিত করে
Ο গ) ধর্মপালকে পরাজিত করে
Ο ঘ) মহীপালকে পরাজিত করে
 সঠিক উত্তর: (ক)

 ২৮৭. রামপাল কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন-
i. মগধের ওপর
ii. উড়িষ্যার ওপর
iii. কামরূপের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৮. দিনাজপুর জেলার মহীসন্তোষ শহর নির্মাণ করেন কে?
Ο ক) ধর্মপাল
Ο খ) দ্বিতীয় মহীপাল
Ο গ) মহীপাল
Ο ঘ) শূরপাল
 সঠিক উত্তর: (গ)

 ২৮৯. মৌখরীরাজ গ্রহবর্মণকে পরাজিত করেন কে?
Ο ক) চন্দ্রগুপ্ত মৌর্য
Ο খ) শশাংক
Ο গ) দেবগুপ্ত
Ο ঘ) সমুদ্রগুপ্ত
 সঠিক উত্তর: (গ)

 ২৯০. গুপ্তযুগের প্রশাসনিক বিভাগ সম্পর্কে কোনটি সঠিক?
Ο ক) ভুক্তি → বিষয় → মণ্ডল → বীথি → গ্রাম
Ο খ) গ্রাম → বীথি → মণ্ডল → বিষয় → ভুক্তি
Ο গ) মণ্ডল → বীথি → বিষয় → ভুক্তি → গ্রাম
Ο ঘ) ভুক্তি → মণ্ডল → বীথি → বিষয় → গ্রাম
 সঠিক উত্তর: (ক)

 ২৯১. বাংলার অনেক দীঘি ও নগরীর সাথে কার নামটির সাদৃশ্য রয়েছে?
Ο ক) গোপালের
Ο খ) দেবপালের
Ο গ) ধর্মপালের
Ο ঘ) মহীপালের
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯২. ‘গ’ এর শাসনামলে তার অনুপস্থিতেতে ‘ঘ’ শাসন পরিচালনা করতেন। ‘ঘ’ পাল যুগের কোনটিকে সমর্থন করছে?
Ο ক) মহাসন্ধিবিগ্রহিক
Ο খ) দূতক
Ο গ) রাজস্থানীয়
Ο ঘ) সেনাপ্রধান
 সঠিক উত্তর: (গ)

 ২৯৩. পাল বংশের প্রতিষ্ঠার সাথে বাংলাদেশে নতুন যুগের শুরু হয়। কথাটির যথার্থতা নিরূপণে বলা যায়-
Ο ক) পালরা এদেশে তাদের শাসন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল
Ο খ) পালরা সামন্তদের নিজ অধীনে আনতে সক্ষম হয়েছিল
Ο গ) পাল রাজা ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করতে পারতেন
Ο ঘ) পাল যুগেই এদেশে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল
 সঠিক উত্তর: (ক)

 ২৯৪. গোপালের পিতামহ কে ছিলেন?
Ο ক) বপ্যট
Ο খ) দেবপাল
Ο গ) দয়িতবিষ্ণু
Ο ঘ) মহীপাল
 সঠিক উত্তর: (গ)

 ২৯৫. প্রকৃত ইতিহাসের রূপ পরিগ্রহের ক্ষেত্রে কোন নামটি সাদৃশ্যপূর্ণ?
Ο ক) দেবপাল
Ο খ) গোপাল
Ο গ) আলেকজান্ডার
Ο ঘ) পাটলি
 সঠিক উত্তর: (গ)

 ২৯৬. নীরবদের পুকুরে বড় মাছগুলো ছোট ছোট মাছগুলোকে ধরে গিলে ফেললে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। নিচের কোনটির সাথে মিল রয়েছে?
Ο ক) মাৎসন্যায়
Ο খ) অধীনতা স্বীকার
Ο গ) প্রভুত্ব স্বীকার
Ο ঘ) ক্ষমতা অর্জন
 সঠিক উত্তর: (ক)

 ২৯৭. বিজয় সেন পূর্ব ও দক্ষিণ বাংলা অধিকার করেন কীভাবে?
Ο ক) রামপালকে পরাজিত করে
Ο খ) বর্মরাজকে পরাজিত করে
Ο গ) ধর্মপালকে পরাজিত করে
Ο ঘ) হেমন্ত সেনকে পরাজিত করে
 সঠিক উত্তর: (খ)

 ২৯৮. পুকুরে বড় মাছ শক্তির দাপটে ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খলা পরিস্থিতিকে বলে-
Ο ক) রাক্ষস মাছ
Ο খ) ভয়ঙ্কর মাছ
Ο গ) অন্ধকারময় অবস্থা
Ο ঘ) মাৎস্যন্যায়
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৯. ‘মাৎস্যন্যায়’-এর অবসান ঘটে কীভাবে?
Ο ক) মৌর্যদের আগমনে
Ο খ) গুপ্তদের আগমনে
Ο গ) সেনদের আগমনে
Ο ঘ) পালদের আগমনে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০০. রমাদেবী কোন বংশের রাজকন্যা ছিলেন?
Ο ক) শূর বংশের
Ο খ) দেব বংশের
Ο গ) চালুক্য বংশের
Ο ঘ) বর্ম বংশের
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post