এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৩ (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৩ (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২০১. পরম ভট্রারক কার উপাধি?
Ο ক) দেব রাজাদের
Ο খ) সেন রাজাদের
Ο গ) পাল রাজাদের
Ο ঘ) গুপ্ত রাজাদের
 সঠিক উত্তর: (ক)

 ২০২. সেন শাসন অব্যাহত থাকে কত বছর?
Ο ক) এক বছর
Ο খ) তিন বছর
Ο গ) দুই বছর
Ο ঘ) চার বছর
 সঠিক উত্তর: (গ)

 ২০৩. বাংলার গুপ্তবংশীয় রাজাগণ দুর্বল হয়ে পড়েন, কারণ-
i. পুরূষনুক্রমিক সংঘর্ষের জন্য
ii. চালুক্যরাজগণের ক্রমাগত আক্রমণ
iii. শশাঙ্কের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২০৪. ধর্মপালের উপাধি ছিল- i. পরমেশ্বর ii. পরমভট্রারক iii. মহারাজধিরাজ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৫. শশাংকের সময়কালে মৌখরী রাজা কে ছিলেন?
Ο ক) গ্রহবর্মণ
Ο খ) অশোক
Ο গ) প্রভাকরবর্ধন
Ο ঘ) শশাংক
 সঠিক উত্তর: (ক)

 ২০৬. সাত শতকে বাংলার ইতিহাসের সাথে কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) শশাঙ্ক
Ο খ) চন্দ্রগুপ্ত
Ο গ) দেবগুপ্ত
Ο ঘ) কনৌজ
 সঠিক উত্তর: (ক)

 ২০৭. শশাংক-
i. শৈব ধর্মের উপাসক ছিলেন
ii. কামরুপে রাজাকে পরাজিত করেন
iii. মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২০৮. দেবপাল কিসের প্রতি অতিশয় শ্রদ্ধাশীল ছিলেন?
Ο ক) ধর্মের
Ο খ) বিদ্যানের
Ο গ) পিতামাতার
Ο ঘ) শিক্ষরের
 সঠিক উত্তর: (খ)

 ২০৯. গুপ্ত সম্রাট কীভাবে ভূক্তির শাসনকর্তা নিযুক্ত করতেন?
Ο ক) নিজে
Ο খ) প্রতিনিধির মাধ্যমে
Ο গ) পরীক্ষার মাধ্যমে
Ο ঘ) দক্ষতার মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ২১০. ইতিহাস উৎসনির্ভর গুপ্ত যুগের পূর্বের ইতিহাস জানতে হলে আমরা একটি মাত্র উপাদানের সন্ধান পাই। নিম্নের কোন উপাদান গুপ্তযুগের ইতিহাসের একমাত্র উৎস?
Ο ক) বৈদেশিক বিবরণী
Ο খ) প্রত্নতাত্ত্বিক নির্দশন
Ο গ) শিলালিপি
Ο ঘ) অলিখিত উপাদান
 সঠিক উত্তর: (ক)

 ২১১. উত্তর-পশ্চিম বাংলাতে গুপ্ত বংশের শাসন শেষ হয় কখন?
Ο ক) চতুর্থ
Ο খ) ষষ্ঠ
Ο গ) অষ্টম
Ο ঘ) দশম
 সঠিক উত্তর: (খ)

 ২১২. গুপ্ত যুগের ভুক্তি ও বিষয়গুলোর সাথে সাদৃশ্য রয়েছে র্ব্তমান সময়ের কোনটির সাথে?
Ο ক) মহল্লা ও পাড়ার সাথে
Ο খ) পাড়া ও গ্রামের সাথে
Ο গ) গ্রাম ও অঞ্চলের সাথে
Ο ঘ) বিভাগ ও জেলার সাথে
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৩. কর্মান্ত বাসক বর্তমান কোন জেলার প্রাচীন নাম?
Ο ক) বরিশাল
Ο খ) বগুড়া
Ο গ) নওগাঁ
Ο ঘ) কুমিল্লা
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৪. ‘ক’ বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা। কোনো রাজ্য সৃষ্টি না করায় প্রথম রাজার উপাধি থেকে বঞ্চিত হন। নিচের কার সাথে মিল রয়েছে?
Ο ক) সামন্ত সেন
Ο খ) গোবিন্দ সেন
Ο গ) হেমন্ত সেন
Ο ঘ) বিজয় সেন
 সঠিক উত্তর: (ক)

 ২১৫. মৌর্যদের প্রাদেশিক রাজধানী ছিল কোনটি?
Ο ক) কর্ণসুবর্ণ
Ο খ) গৌড়
Ο গ) বঙ্গ
Ο ঘ) পুন্ড্রনগর
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৬. ‘দানসাগর’ ও ‘অদ্ভুদসাগর’ গ্রণ্থের লেখক কে?
Ο ক) টেক চাঁদঠাকুর
Ο খ) বল্লাল সেন
Ο গ) লক্ষণ সেন
Ο ঘ) বিশ্বরুপ সেন
 সঠিক উত্তর: (খ)

 ২১৭. গুপ্ত বংশের কোন শাসক সমগ্র বাংলা জয় করেন?
Ο ক) প্রথম চন্দ্রগুপ্ত
Ο খ) সমুদ্রগুপ্ত
Ο গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ο ঘ) ত্রৈলোক্য চন্দ্রগুপ্ত
 সঠিক উত্তর: (খ)

 ২১৮. ধর্মপাল কোন ধর্মের অনুসারী ছিলেন?
Ο ক) হিন্দুধর্মের
Ο খ) বৌদ্ধধর্মের
Ο গ) খ্রিষ্টান ধর্মের
Ο ঘ) শৈব ধর্মের
 সঠিক উত্তর: (খ)

 ২১৯. সেন যুগে ভূমি বিষয়ে সকল দলিলেই সিলমোহর মারা হতো, কারণ-
i. রাজস্ব আদায়ে সতর্কতার জন্য
ii. সঠিকভাবে রাজস্ব আদায়ের জন্য
iii. রাজার ক্ষমতা প্রকাশের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২২০. প্রকৃত ইতিহাসের রুপ পরিগ্রহ করে কখন থেকে?
Ο ক) আকবরের ভারত বিজয়ের পর থেকে
Ο খ) হুমায়ুনের সিংহাসন আরোহণের পর থেকে
Ο গ) বাবরের বাংলা বিজয়ের পর থেকে
Ο ঘ) আলেকজান্ডারের ভারত আক্রমণের পর থেকে
 সঠিক উত্তর: (ঘ)

 ২২১. ‘গঙ্গারিডই’ জাতির বাসস্থান কোথায় ছিল?
Ο ক) গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চলে
Ο খ) ভাগীরথী ও পদ্মার মধ্যবর্তী অঞ্চলে
Ο গ) ভাগীরথী ও যমুনার মধ্যবর্তী অঞ্চলে
Ο ঘ) গঙ্গা ও ভাগীরথী মধ্যবর্তী অঞ্চলে
 সঠিক উত্তর: (খ)

 ২২২. তানভীর সন্ধ্যাকর নন্দী রচিত ‘রামচরিত’ অধ্যায়ন করছিল। তানভীর রামচরিত অধ্যায়নের মাধ্যমে কার সম্পর্কে জানতে পারবে?
Ο ক) শূরপাল
Ο খ) রামপাল
Ο গ) ন্যায়পাল
Ο ঘ) বিগ্রহপাল
 সঠিক উত্তর: (খ)

 ২২৩. ‘মাৎস্যন্যয়’-এর ব্যপ্তি ছিল কত বছর?
Ο ক) ৮০
Ο খ) ৯০
Ο গ) ১০০
Ο ঘ) ১১০
 সঠিক উত্তর: (গ)

 ২২৪. লক্ষণ সেনের রাজসভায় বহু পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তিবর্গের সমাবেশ ঘটেছিল্ শিল্প সাহিত্যের তার অবদান অনেক। উদ্দীপকের সাথে নিম্নের কোনটি সমর্থন করেছে-
i. তিনি সুপণ্ডিত
ii. তিনি বিদ্যেৎসাহী
iii. তিনি শিল্প সাহিত্যের অনুরাগী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৫. ‘মহারাজধিরাজ’ কার উপাধি ছিল?
Ο ক) সুবর্ণচন্দ্র
Ο খ) পূর্ণচন্দ্র
Ο গ) ত্রৈলোক্যচন্দ্র
Ο ঘ) শ্রীচন্দ্র
 সঠিক উত্তর: (গ)

 ২২৬. বিজয় সেন উত্তর ও উত্তর-পশ্চিম বাংলা কীভাবে দখল করেন?
Ο ক) ধর্মপালকে পরাজিত করে
Ο খ) রামপালকে পরাজিত করে
Ο গ) শুর বংশের কন্যাকে বিবাহ করে
Ο ঘ) মদনপালকে পরাজিত করে
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৭. বিজয় সেনের উপাধি ছিল-
i. অরিরাজ-বৃষভ-শঙ্কর
ii. মহাধিরাজাধিরাজ
iii. পরম মহেশ্বর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৮. প্রাসিঅয় কিসের নাম?
Ο ক) বংশের নাম
Ο খ) গোত্রের নাম
Ο গ) জাতির নাম
Ο ঘ) অঞ্চলের নাম
 সঠিক উত্তর: (গ)

 ২২৯. চন্দ্রগুপ্ত ভারতের এক অঞ্চলে কী স্থাপন করেন?
Ο ক) মৌর্য বংশের প্রভুত্ব
Ο খ) সমতট বাংলা
Ο গ) বঙ্গ রাজ্য
Ο ঘ) রাজধানী
 সঠিক উত্তর: (ক)

 ২৩০. পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
Ο ক) গোপাল
Ο খ) ধর্মপাল
Ο গ) দেবপাল
Ο ঘ) মহীপাল
 সঠিক উত্তর: (খ)

 ২৩১. দেব বংশের উত্থান ঘটে কোন শতকে?
Ο ক) ষষ্ঠ
Ο খ) সপ্তম
Ο গ) অষ্টম
Ο ঘ) নবম
 সঠিক উত্তর: (গ)

 ২৩২. রামপাল রাজ্যভার গ্রহণ করে কী করতে সচেষ্ট হন?
Ο ক) বরেন্দ্র উদ্ধার
Ο খ) আভিজাত্য উদ্ধার
Ο গ) পুণ্ড্র উদ্ধার
Ο ঘ) বঙ্গ উদ্ধার
 সঠিক উত্তর: (ক)

 ২৩৩. সেন যুগে ভূমি বিষয়ে সকল দলিলেই রাজার সীলমোহর মারা হতো। এতে যে বিষয়টি ফুটে উঠেছে-
Ο ক) সেনদের দূরদর্শিতা
Ο খ) সেনদের ক্ষমতা
Ο গ) সেনদের বুদ্ধিমত্তার প্রখরতা
Ο ঘ) রাজস্ব বিষয়ে সেনদের সর্তকতা
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৪. ভারত আক্রমন করেন কে?
Ο ক) শশাঙ্ক
Ο খ) পাটলিপুত্র
Ο গ) গোপাল
Ο ঘ) আলেকজন্ডার
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৫. তারনাথের মতে, ধর্মপাল বৌদ্ধধর্ম শিক্ষার জন্য মোট কতটি শিক্ষাক্রম নির্মাণ করেন বা প্রতিষ্ঠা করেন?
Ο ক) ৪০ টি
Ο খ) ৪৫ টি
Ο গ) ৫০ টি
Ο ঘ) ৫৫ টি
 সঠিক উত্তর: (গ)

 ২৩৬. শশাংকের মৃত্যুর পর গৌড় রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায়-
i. হর্ষবর্ধনের হাতে
ii. রাজ্যবর্ধনের হাতে
iii. ভাস্করবর্মনের হাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৩৭. বাংলার ইতিহাসে শশাঙ্ক বিশিষ্ট নাম, কারণ-
i. গুরুত্বপূর্ণ সার্বভৌম নরপতি
ii. ভালো যোদ্ধা তাই
iii. ভারতীয় রাজনীতিতে লিপ্ত হবার ক্ষমতা অর্জন করায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৮. দেবপালের সহযোগিতার মঠ প্রতিষ্ঠা হয়-
i. জাভায়
ii. সুমাত্রায়
iii. মালয়ের নালন্দায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৯. আলেকজান্ডারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল-
i. গঙ্গারিডই জাতি
ii. হুন জাতি
iii. প্রাসিঅয় জাতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৪০. লিলি, একটি সাময়িকী পড়ে জানতে পারে যে ‘ড’ নামক বংশের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ‘ন’ অঞ্চলে নতুন যুগের সূচনা হয়। ‘ড’ কোন বংশকে নির্দেশ করছে?
Ο ক) পাল
Ο খ) গুপ্ত
Ο গ) সেন
Ο ঘ) আর্য
 সঠিক উত্তর: (ক)

 ২৪১. ধর্মপালের প্রধানমন্ত্রী নাম কী ছিল?
Ο ক) বর্মণ
Ο খ) দেবপাল
Ο গ) ঋগবেদ
Ο ঘ) গর্গ
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪২. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা একজন খ্রিষ্টান হলেও তিনি তার মন্ত্রিপরিষদের সকল সদস্যকে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে নিয়োগ দেন। বারাক ওবামার সাথে মিল রয়েছে নিচের কোন শাসকের?
Ο ক) রামপালের
Ο খ) মহীপালের
Ο গ) দেবপালের
Ο ঘ) ধর্মপালের
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৩. গুপ্তদের রাজধানীর নাম কী?
Ο ক) গ্রিক
Ο খ) বঙ্গ
Ο গ) হুগলি
Ο ঘ) পুণ্ড্রনগর
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৪. ইলিয়াসের বাড়ি রংপুর জেলার মাহীগঞ্জে। সে মাহীগঞ্জের ইতিহাস বলতে গিয়ে পাল বংশের একজন বিখ্যাত শাসকের কথা বললেন। ইলিয়াস এখানে কার নাম উল্লেখ করেছেন?
Ο ক) রামপাল
Ο খ) দেবপাল
Ο গ) মহীপাল
Ο ঘ) দ্বিতীয় মহীপাল
 সঠিক উত্তর: (গ)

 ২৪৫. ষাগ-যজ্ঞের পালনের মাধ্যমে যে আচরণ ফুঠে উঠে-
i. ধর্ম আচরণ
ii. ব্যক্তি আচরণ
iii. গোঁড়া হিন্দু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৪৬. ‘মহারাজাধিকার’ কার উপাধি ছিল?
Ο ক) সুবর্ণচন্দ্র
Ο খ) পূর্ণচন্দ্র
Ο গ) ত্রৈলোক্যচন্দ্র
Ο ঘ) শ্রীচন্দ্র
 সঠিক উত্তর: (গ)

 ২৪৭. ধর্মপাল বিশ্বাস করতেন রাজার ব্যাক্তিগত ধর্মের সহিত রাজ্য শাসনের কোনো সম্পর্ক নেই। এ কথার তাৎপর্য হলো-
Ο ক) তিনি উদার ছিলেন
Ο খ) তিনি কোনো ধর্মের উপাসক ছিলেন না
Ο গ) অন্যান্য ধর্মের প্রতি বিদ্বেষ ছিল না
Ο ঘ) প্রজাদের আস্থা অর্জন
 সঠিক উত্তর: (গ)

 ২৪৮. নারায়ণের হিন্দু মন্দির নির্মাণে ধর্মপাল কীভাবে ভূমি দান করেছিলেন?
Ο ক) সুদযুক্ত
Ο খ) সুদমুক্ত
Ο গ) শর্তযুক্ত
Ο ঘ) করমুক্ত
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৯. হরিকেল জনপদের স্বাধীন রাজ্যের রাজার নাম কী?
Ο ক) পূর্ণচন্দ্র
Ο খ) কান্তিদেব
Ο গ) ত্রীভবদেব
Ο ঘ) সুর্বণচন্দ্র
 সঠিক উত্তর: (খ)

 ২৫০. ধর্মপাল ভাগলপুরে কী নির্মাণ করেন-
Ο ক) মঠ
Ο খ) রাজবাড়ি
Ο গ) তীর্থ মন্দির
Ο ঘ) হিন্দু
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post