এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৩ (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৩ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১৫১. সিমির নানা বাড়ি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর। সিমি তার মার সাথে নানাদের বাড়িতে যাবার পথে তার মা তাকে বললেন এটি একসময় একটি রাজবংশের রাজধানী ছিল। সিমির মা কোন রাজবংশের কথা সিমিকে বলেছেন?
Ο ক) বর্ম বংশ
Ο খ) খড়গ বংশ
Ο গ) দেব বংশ
Ο ঘ) কান্দিদেব বংশ
 সঠিক উত্তর: (ক)

 ১৫২. কৈবর্ত বিদ্রোহের সময় রামপালকে সাহায্য করেন কে?
Ο ক) হেমন্ত সেন
Ο খ) বল্লাল সেন
Ο গ) বিজয় সেন
Ο ঘ) লক্ষণ সেন
 সঠিক উত্তর: (ক)

 ১৫৩. গুপ্ত শাসনের অবসানের পর যেসব স্বাধীন রাজ্যের জন্ম হয় তাহলো-
i. পাঞ্জাব
ii. বঙ্গ
iii. গৌড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৫৪. সাকিব রংপুর জেলার মাহীগঞ্জ, বগুড়া জেলার মহিপুর এবং দিনাজপুর জেলার মহীসন্তোষ ভ্রমণ করে আসলেন। সাকিব এই এলাকাগুলো ভ্রমণ করে কার ইতিহাস জানতে পারবেন?
Ο ক) ধর্মপালের
Ο খ) মহীপালের
Ο গ) গোপালের
Ο ঘ) ন্যায়পালের
 সঠিক উত্তর: (খ)

 ১৫৫. একাদশ শতকে দক্ষিণ রাঢ় কোন বংশের অধিকারে ছিল?
Ο ক) খড়গ
Ο খ) বর্ম
Ο গ) চন্দ্র
Ο ঘ) শুর
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৬. সপ্তম শতকে বাংলার ইতিহাসে শশাঙ্ক একটি গুরুত্বপূর্ণ নাম কীভাবে?
Ο ক) স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা
Ο খ) অধিক শক্তিশালী শাসক
Ο গ) প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম নরপতি
Ο ঘ) ধর্ম বিদ্বেষী
 সঠিক উত্তর: (গ)

 ১৫৭. সেনগণ রাজ্যকে কয়েকটি ভাগে বিভক্ত করেছিলেন, কারণ-
i. সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনার জন্য
ii. সঠিক উপায়ে রাজস্ব আদায়ের জন্য
iii. জনসংখ্যার সকল চাহিদা আদায়ের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫৮. গোপাল কার আশীর্বাদপুষ্ট ছিলেন?
Ο ক) কুৎসিত নাগ দেবীর
Ο খ) চুণ্ডাদেবীর
Ο গ) রাজস্বীর
Ο ঘ) চুণ্ডালী
 সঠিক উত্তর: (খ)

 ১৫৯. শ্রীচন্দ্রের শাসনকাল কোনটি?
Ο ক) ৯৩০-৯৭৫ খ্রিষ্টাব্দ
Ο খ) ৯৩১-৯৭৬ খ্রিষ্টাব্দ
Ο গ) ৯৩২-৯৭৭ খ্রিষ্টাব্দ
Ο ঘ) ৯৩৩-৯৭৮ খ্রিষ্টাব্দ
 সঠিক উত্তর: (ক)

 ১৬০. মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয়েছিল-
i. কর্ণসুবর্ণে
ii. তাম্রলিপ্ততে
iii. সমতটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬১. স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Ο ক) অশোক
Ο খ) সমুদ্র গুপ্ত
Ο গ) চন্দ্রগুপ্ত মৌর্য
Ο ঘ) শশাংক
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬২. পাল আমলে সামরিক বিভাগ কতটি ভাগে বিভক্ত ছিল?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
 সঠিক উত্তর: (গ)

 ১৬৩. মৌখরী ও পরবর্তী গুপ্তবংশীয় রাজাদের মধ্যে প্রায় কত বছর পুরুষাকুক্রমিক সংঘর্ষ ছিল?
Ο ক) ২০
Ο খ) ৩০
Ο গ) ৪০
Ο ঘ) ৫০
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৪. বল্লাল সেন দেশের বিভিন্ন অঞ্চল ধর্ম প্রচারক প্রেরণ করেছিলেন, কারণ-
i. ধর্ম প্রচারের জন্য
ii. তন্ত্র হিন্দুধর্মের পৃষ্ঠপোষক ছিলেন
iii. কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৬৫. পাল সাম্রাজ্যের পতনের যথার্থ কারণ নিচের কোনটি?
Ο ক) দেবপালের অযোগ্যতা
Ο খ) দেবপালের অদক্ষতা
Ο গ) দেবপালের অসুস্থতা
Ο ঘ) দেবপালের মৃত্যু
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৬. রাজ্যশ্রীর সাথে কার বিয়ে হয়?
Ο ক) গ্রহবর্মনের
Ο খ) কনৌজের
Ο গ) থানেশ্বরের
Ο ঘ) শশাংকের
 সঠিক উত্তর: (ক)

 ১৬৭. পাল আমলে শাসন বিভাগের সর্বোচ্চ স্থানে কে ছিলেন?
Ο ক) রাজা
Ο খ) রাজপুত্র
Ο গ) সেনাপতি
Ο ঘ) উজির
 সঠিক উত্তর: (ক)

 ১৬৮. কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয় কার সময়ে?
Ο ক) ধর্মপালের
Ο খ) মহীপালের
Ο গ) রামপালের
Ο ঘ) দ্বিতীয় মহীপালের
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৯. বল্লাল সেনের বিশেষ উপাধি ছিল কোনটি?
Ο ক) মহারাজধিরাজ
Ο খ) অরিরাজ-বৃষব-শঙ্ককর
Ο গ) মহাভট্রারক
Ο ঘ) অরিরাজ নিঃশঙ্ক শঙ্কর
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭০. দেব রাজাদের রাজধানী কোথায় ছিল?
Ο ক) বর্ধমানপুর
Ο খ) রোহিতগিরি
Ο গ) দেবপর্বত
Ο ঘ) গৌড়
 সঠিক উত্তর: (গ)

 ১৭১. ইতিহাসে ‘ত্রি-শক্তি সংঘর্ষ’ হয়েছিলো কেন?
Ο ক) ধর্মপালর মৃত্যুর জন্য
Ο খ) উত্তর ভারতে আধিপত্য বিস্তারের জন্য
Ο গ) বাংলায় শাসন প্রতিষ্ঠার জন্য
Ο ঘ) সর্বশ্রেষ্ঠ শাসক হওয়ার জন্য
 সঠিক উত্তর: (খ)

 ১৭২. দয়িতবিষ্ণু কী ছিলেন?
Ο ক) উপাসক
Ο খ) সর্ববিদ্যা বিশুদ্ধ
Ο গ) রাজা
Ο ঘ) চুণ্ডাদেবীর ভক্ত
 সঠিক উত্তর: (খ)

 ১৭৩. ‘রামচরিত’থেকে কোন শাসক সম্পর্কে জানা যায়?
Ο ক) ধর্মপালের
Ο খ) মহীপালের
Ο গ) দেবপালের
Ο ঘ) রামপালের
 সঠিক উত্তর: (খ)

 ১৭৪. নাগভট্র ও ধর্মপালের মধ্যে যুদ্ধ হয় কেন?
Ο ক) নাগভট্র কনৌজ দখল করেন তাই
Ο খ) আধিপত্য রক্ষার জন্য
Ο গ) নাগভট্রকে ক্ষমতাচ্যুত করতে
Ο ঘ) সর্বশ্রেষ্ঠ শাসক হওয়ার জন্য
 সঠিক উত্তর: (ক)

 ১৭৫. চন্দ্র বংশের শেষ রাজা কে ছিলেন?
Ο ক) ত্রৈলোক্যচন্দ্র
Ο খ) লড়হচন্দ্র
Ο গ) কল্যাণচন্দ্র
Ο ঘ) গোবিন্দচন্দ্র
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৬. বল্লাল সেনের আমলে কোন ধর্মের প্রতিপত্তি বৃদ্ধি পায়?
Ο ক) ব্রাক্ষণ্য
Ο খ) জৈন
Ο গ) খ্রিষ্টান
Ο ঘ) শৈব
 সঠিক উত্তর: (ক)

 ১৭৭. দীর্ঘকাল বাংলা শাসন করেন কোন রাজবংশ?
Ο ক) মৌর্য রাজবংশ
Ο খ) গুপ্ত রাজবংশ
Ο গ) পাল রাজবংশ
Ο ঘ) সেন রাজবংশ
 সঠিক উত্তর: (গ)

 ১৭৮. তৃতীয় বিগ্রহপালের মৃত্যুর পর কে ক্ষমতা লাভ করেন?
Ο ক) দ্বিতীয় গোপাল
Ο খ) দ্বিতীয় বিগ্রহপাল
Ο গ) দ্বিতীয় ধর্মপাল
Ο ঘ) দ্বিতীয় মহীপাল
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৯. সোমপুর বিহার কোথায় অবস্থিত?
Ο ক) বগুড়ায়
Ο খ) পাহাড়পুরে
Ο গ) মহাস্থানগড়ে
Ο ঘ) দিনাজপুরে
 সঠিক উত্তর: (খ)

 ১৮০. বৌদ্ধ ধর্মলম্বী হয়েও সকল ধর্মের প্রজার প্রতি সমান পৃষ্ঠপোষকতার পরিচয় পাওয়া যায়-
i. ধর্মপালের প্রধানমন্ত্রী গর্গ ছিলেন ব্রাক্ষণ
ii. নারায়ণের হিন্দু মন্দিরের জন্য করমু্ক্ত ভূমি দান
iii. যাদের ভূমি দান করেছিলেন অধিকাংশই ব্রাক্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮১. ধর্মপাল বৌদ্ধবিহার “বিক্রমশীল বিহার” নামে খ্যাত ছিল, কারণ-
i. বিক্রমশীল তার দ্বিতীয় নাম
ii. উপাধি অনুসারে
iii. জনপ্রিয়তার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৮২. দক্ষিণ ভারতের কর্ণটি থেকে পূর্ব বাংলার রাজ্য স্থাপন করে কোন বংশ?
Ο ক) পাল বংশ
Ο খ) সেন বংশ
Ο গ) গুপ্ত বংশ
Ο ঘ) মৌর্য বংশ
 সঠিক উত্তর: (খ)

 ১৮৩. বিজয় সেন স্বাধীনতার স্বীকৃতি পান কীভাবে?
Ο ক) বরেন্দ্র উদ্ধারে রামপালকে সাহায্য করার জন্য
Ο খ) তুমুল যুদ্ধ করে
Ο গ) সামন্ত রাজা বলে
Ο ঘ) রামপালের সাথে মিত্রতার জন্য
 সঠিক উত্তর: (ক)

 ১৮৪. আলেকজান্ডারের ভারত ত্যাগের কত বছর পর মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয়?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
 সঠিক উত্তর: (গ)

 ১৮৫. পাল আমলে রাজাদের উপাধি ছিল-
i. পরমেশ্বর
ii. পরমভট্রারক
iii. মহারাজধিরাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৬. মালদহের কাছাকাছি রামাবতিতে কে রাজধানী স্থাপন করেন?
Ο ক) মহীপাল
Ο খ) বিগ্রহপাল
Ο গ) দ্বিতীয় গোপাল
Ο ঘ) রামপাল
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৭. বল্লাল সেন শেষ জীবন অতিবাহিত করেন কীভাবে?
Ο ক) বানপ্রস্থ অবলম্বন করে
Ο খ) ত্রিবেনীতে বিলাসীভাবে
Ο গ) যাগ-যজ্ঞের মাধ্যমে
Ο ঘ) ধ্যানমগ্ন অবস্থায়
 সঠিক উত্তর: (ক)

 ১৮৮. কন্ব বংশের ইতিহাস জানার জন্য আমাদের কাছে কী নেই?
Ο ক) যথেষ্ট উপাদান
Ο খ) লিখিত উপকরণ
Ο গ) প্রমাণ
Ο ঘ) ইতিহাসবিদ
 সঠিক উত্তর: (ক)

 ১৮৯. পশ্চিমে শশাংকের রাজ্য কোন পর্যন্ত বিস্তৃত ছিল?
Ο ক) বারাণসী
Ο খ) দক্ষিণ রাঢ়
Ο গ) ত্রিবেণী
Ο ঘ) উত্তর রাঢ়
 সঠিক উত্তর: (ক)

 ১৯০. গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসনকর্তাকে কী বলা হতো?
Ο ক) সামন্ত
Ο খ) মহাসামন্ত
Ο গ) শশাংক
Ο ঘ) মহাশশাংক
 সঠিক উত্তর: (খ)

 ১৯১. চন্দ্র বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে?
Ο ক) শ্রীচন্দ্র
Ο খ) লডহচন্দ্র
Ο গ) গোবিন্দচন্দ্র
Ο ঘ) কল্যাণচন্দ্র
 সঠিক উত্তর: (ক)

 ১৯২. সমতট একটি করদ রাজ্য ছিল কার সময়ে?
Ο ক) সমুদ্রগুপ্তের
Ο খ) প্রথম চন্দ্রগুপ্তের
Ο গ) ত্রৈলোক্যচন্দ্রের
Ο ঘ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
 সঠিক উত্তর: (খ)

 ১৯৩. হর্ষবর্ধনের সাথে মিত্রতা স্থাপন করেন কে?
Ο ক) শশাংক
Ο খ) দেবগুপ্ত
Ο গ) রাজ্যবর্ধন
Ο ঘ) ভাস্করবর্মা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৪. সাম্রাজ্যের আকার বড় হয় কোন যুগে?
Ο ক) পাল যুগে
Ο খ) সেন যুগে
Ο গ) মুঘর যুগে
Ο ঘ) সুলতানি যুগে
 সঠিক উত্তর: (ক)

 ১৯৫. রাজ্যবর্ধনের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?
Ο ক) জয়বর্ধন
Ο খ) শশাংক
Ο গ) হর্ষবর্ধন
Ο ঘ) দেবগুপ্ত
 সঠিক উত্তর: (গ)

 ১৯৬. পাল বংশের সর্বশেষ সুফল শাসক কে?
Ο ক) শূর পাল
Ο খ) ধর্মপাল
Ο গ) মহীপাল
Ο ঘ) রামপাল
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৭. মৌখরী রাজবংশের অধীনে ছিল কোন রাজ্যটি?
Ο ক) কান্যকুজ
Ο খ) তাম্রলিপ্ত
Ο গ) ত্রিবেনী
Ο ঘ) সুবর্ণগ্রাম
 সঠিক উত্তর: (ক)

 ১৯৮. গঙ্গা নদীর স্রোত হিসেবে সমর্থনযোগ্য-
i. ভাগীরথী
ii. বঙ্গোপসাগর
iii. পদ্মা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৯৯. ‘চ’ ও ‘হ’ অর্থনৈতিক জরিপের কাজে অঞ্চলে দেখে সেখানে মুদ্রা ও শস্য উভয় পন্থায়ই রাজস্ব আদায় হয়। ‘ঘ’ কোন যুগকে নির্দেশ করছে?
Ο ক) পাল
Ο খ) গুপ্ত
Ο গ) মৌর্য যুগ
Ο ঘ) সেন যুগ
 সঠিক উত্তর: (ক)

 ২০০. বাংলা পুরোপুরি গুপ্ত সম্রাটের অধীনে ছিল না। এর যথার্থ কারণ কী?
i. কিছু অংশ মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল
ii. মহাসামন্তগণ প্রায় স্বাধীন ছিল
iii. গুপ্তগণ দুর্বল শাসক ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post