এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৩ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৩ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. তাম্র শাসন থেকে জানা যায়, বঙ্গরাজ্যের শাসনকর্তা ছিল-
i. গোচন্দ্র
ii. ধর্মদিত্য
iii. সমাচারদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫২. পাল বংশের রাজাগণ কত বছর শাসন করেন?
Ο ক) তিনশত বছর
Ο খ) চারশত বছর
Ο গ) পাঁচশত বছর
Ο ঘ) ছয়শত বছর
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. শশাঙ্কের রাজধানীর নাম কী?
Ο ক) কর্ণসুবর্ণ
Ο খ) মেদিনীপুর
Ο গ) উড়িষ্য
Ο ঘ) কঙ্গোদ
 সঠিক উত্তর: (ক)

 ৫৪. যোগ্য উত্তরাধিকারীর অভাব গুপ্ত সাম্রাজ্যেকে বিভিন্ন অংশে বিভক্ত করে। এখানে যে বিষয়টি ফুটে উঠেছে-
i. গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার ফলে স্বাধীন রাজ্যের সৃষ্টি হয়
ii. সামন্ত রাজারা সংঘর্ষে জড়িয়ে পড়ে
iii. কোনো শক্তিশালী শাসক ছিল না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. অমাত্যগণের মধ্যে বিশেষভাবে উল্লেখ্যযোগ্য ছিলেন কে?
Ο ক) মহাসন্ধি বিগ্রহিক
Ο খ) মহাপতিহার
Ο গ) অঙ্গরক্ষ
Ο ঘ) মহারাজাধিরাজ
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. বর্ম বংশ দক্ষিণ-পূর্ব বাংলায় একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে কত শতকে?
Ο ক) অষ্টম
Ο খ) নবম
Ο গ) দশম
Ο ঘ) একাদশ
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৭. শশাঙ্কের মূত্যুর পর বাংলা দীর্ঘদিন অরাজকতার পরিপূর্ণ ছিল। এ দুদর্শা থেকে মুক্তি লাভের জন্য প্রয়োজন-
i. সংঘর্ষ
ii. নির্বাচিত যোগ্য শাসক
iii. কড়া শাসন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৫৮. বাংলার পাল রাজত্বের শুরু হয় কীভাবে?
Ο ক) গোপালের সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে
Ο খ) স্বাধীন বঙ্গরাজ্যের উত্থানের ফলে
Ο গ) ভূ-স্বামীদের সংঘর্ষের মধ্যে দিয়ে
Ο ঘ) গুপ্ত রাজ্যের উত্থানের ফলে
 সঠিক উত্তর: (ক)

 ৫৯. ত্রি-শক্তির সংঘর্ষে পরাজিত হলেও ধর্মপালের বিশেষ কোনো ক্ষতি হয়নি কেন?
i. বিজয়ের পর রাষ্ট্রকূটরাজ দাক্ষিণাত্যে ফিরে যান
ii. ধর্মপাল কনৌজ অধিকার করেন
iii. ধর্ম অনুসারী ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৬০. কৈবর্ত বিদ্রোহের নেতা হিসেবে কার নামটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) শুর পাল
Ο খ) সন্ধাকর নন্দী
Ο গ) দিব্য
Ο ঘ) রামপাল
 সঠিক উত্তর: (গ)

 ৬১. কোন যুগে যুবরাজদের যথেষ্ট প্রভাব ছিল এবং জ্যেষ্ঠ রাজকুমার যুবরাজ হতেন?
Ο ক) পাল
Ο খ) সেন
Ο গ) মৌর্য
Ο ঘ) গুপ্ত
 সঠিক উত্তর: (খ)

 ৬২. দেব রাজারা নিজেদের কী মনে করতেন?
Ο ক) অযোগ্য
Ο খ) দুর্বল
Ο গ) পরাধীন
Ο ঘ) শক্তিধর
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৩. হিউয়েন-সাং শশাংককে কী বলে আখ্যায়িত করেছেন?
Ο ক) জৈনধর্ম বিদ্বেষী
Ο খ) শৈবধর্ম বিদ্বেষী
Ο গ) হিন্দুধর্ম বিদ্বেষী
Ο ঘ) বৌদ্ধধর্ম বিদ্বেষী
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. বর্তমান সময়ে একজন রাষ্ট্রপ্রধান তার প্রতিপত্তি বৃদ্ধির জন্য অপর রাষ্ট্রপ্রধান পরিবারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঠিক তেমনি শশাংকের সময়ে নিজ শক্তি বৃদ্ধির জন্য কোন রাজা অপর রাজ্যের রাজকন্যাকে বিবাহ করেন?
Ο ক) রাজ্যবর্ধন
Ο খ) গ্রহবর্মণ
Ο গ) প্রভাকরবর্ধন
Ο ঘ) দেবগুপ্ত
 সঠিক উত্তর: (খ)

 ৬৫. সেন আমলে পাওয়া যায়-
i. রাজবৈদ্যদের নাম
ii. পুরোহিতের নাম
iii. সকল দলিলে রাজার সীলমোহর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৬. প্রাচীন বাংলার ইতিহাস প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন?
Ο ক) অশোক
Ο খ) শশাংক
Ο গ) সমুদ্রগুপ্ত
Ο ঘ) দেবগুপ্ত
 সঠিক উত্তর: (খ)

 ৬৭. মহীপাল কোথায় বিশাল বৌদ্ধ মন্দির নির্মাণ করেন?
Ο ক) নালন্দায়
Ο খ) মিথিলায়
Ο গ) মুর্শিদাবাদে
Ο ঘ) বারানসীতে
 সঠিক উত্তর: (ক)

 ৬৮. বল্লাল সেনের সময়ে কোন ধর্ম দুর্বল হয়ে পড়ে?
Ο ক) জৈন
Ο খ) ব্রাক্ষ্মণ্য
Ο গ) শৈব
Ο ঘ) বৌদ্ধ
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৯. পাল আমলে রাজা হতেন-
i. মন্ত্রীদের
ii. আমাত্যবর্গের
iii. মহাসান্ধিবিগ্রহিকের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭০. সামন্ত রাজার গুপ্ত যুগে নিজেরা ভূমিদান করতে পারতেন না। এটি কী প্রমাণ করে?
Ο ক) সামন্তগণ গুপ্তদের অধীনে ছিল
Ο খ) কিছু কিছু ক্ষেত্রে সামন্ত প্রভুদের বাধা ছিল
Ο গ) গুপ্ত রাজাগণ অনেক শক্তিশালী ছিল
Ο ঘ) সামন্তগণ প্রায় স্বাধীন হলেও পরোক্ষভাবে গুপ্তদের অধীনস্ত ছিল
 সঠিক উত্তর: (ঘ)

 ৭১. লক্ষণের শাসনামলে সাহিত্য শিল্প উন্নতির চরম শিখরে পৌঁছায়, এর যথার্থ কারণ হলো-
Ο ক) নিজে সুপপণ্ডিত ছিলেন
Ο খ) রাজ্যে বহু পণ্ডিত ছিল
Ο গ) তখন যুদ্ধবিগ্রহ ছিল না
Ο ঘ) ধর্মচর্চার উপযুক্ত ছিলেন
 সঠিক উত্তর: (ক)

 ৭২. গোপালের পিতামহের নাম কী?
Ο ক) দয়িতবিষ্ণু
Ο খ) চুণ্ডাদেবী
Ο গ) গ্রহবর্মণ
Ο ঘ) গৌতম
 সঠিক উত্তর: (ক)

 ৭৩. গোপালের সিংহাসন আরোহণ নিয়ে কে রুপকথার অবতারণা করেন?
Ο ক) মৌখরী রাজা গ্রহবর্মণ
Ο খ) বাংলার রাজা মগদাধি
Ο গ) থানেশ্বর রাজা প্রভাকরবর্ধন
Ο ঘ) তিব্বতের ঐতিহাসিক লামা তারনাথ
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৪. হরি বর্মা ক্ষমতা ছিলেন কত বছর?
Ο ক) ৪৫
Ο খ) ৪৬
Ο গ) ৪৭
Ο ঘ) ৪৮
 সঠিক উত্তর: (খ)

 ৭৫. শশাংক মালরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করেন-
i. পুষ্যভূতিদের দমন করতে
ii. মৌখরীদের দমন করতে
iii. রাজ্যশ্রীকে বন্দী করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭৬. মৌর্য সাম্রাজ্যের পতনের পর আর্বিভাব ঘটে-
i. গুপ্ত বংশের
ii. শুঙ্গ বংশের
iii. কম্ব বংশের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. সেনদের সময় বিচার বিভাগের প্রধান কে ছিলেন?
Ο ক) বিচারক
Ο খ) সেনাপ্রধান
Ο গ) রাজা
Ο ঘ) যুবরাজ
 সঠিক উত্তর: (গ)

 ৭৮. প্রাচীন বাংলার এক অস্থিতিশীল অবস্থান সৃষ্টি হয়-
i. মৌর্য শাসনের অবসানের পর
ii. সেন শাসনের অবসানের পর
iii. গুপ্ত শাসনের অবসানের পর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৭৯. শশাঙ্ককে মহাসামন্ত বলা হয় কেন?
Ο ক) তিনি শক্তিশালী ছিলেন
Ο খ) গুপ্তদের অধীনে বড় অঞ্চলের শাসক ছিলেন
Ο গ) নিজেই উপাধী দিয়েছিলেন
Ο ঘ) স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা তাই
 সঠিক উত্তর: (খ)

 ৮০. পাল বংশের পতন ঘটে কার হাতে?
Ο ক) অজয় সেনের
Ο খ) লক্ষণ সেনের
Ο গ) বিজয় সেনের
Ο ঘ) তপন সেনের
 সঠিক উত্তর: (গ)

 ৮১. লক্ষণ সেনের সমসাময়িক অন্যান্য পণ্ডিতদের মধ্যে ছিলেন-
i. শ্রীধর দাস
ii. পশুপতি
iii. ঈশান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮২. কান্তিদেবের রাজধানী ছিল কোনটি?
Ο ক) বর্ধমানপুর
Ο খ) দেব পর্বত
Ο গ) কর্মান্ত বাসক
Ο ঘ) সিলহট
 সঠিক উত্তর: (ক)

 ৮৩. বিজয় সেনের সিংসাহসনে আরোহণে যথার্থ কারণ কোনটি?
Ο ক) হেমন্ত সেনের মৃত্যু
Ο খ) লক্ষণ সেনের মৃত্যু
Ο গ) বিমল সেনের মৃত্যু
Ο ঘ) সামন্ত সেনের মৃত্যু
 সঠিক উত্তর: (ক)

 ৮৪. বাংলার মানুষের মন বিষিয়ে গিয়েছিল কেন?
Ο ক) দীর্ঘদিনের অর্থমন্দা
Ο খ) দীর্ঘদিনের পরাধীনতা
Ο গ) দীর্ঘদিনের অরাজাকতা
Ο ঘ) দীর্ঘদিনের ইংরেজ শাসন
 সঠিক উত্তর: (গ)

 ৮৫. লক্ষণ সেন কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১২০৪/০৫ খ্রিষ্টাব্দে
Ο খ) ১২০৫/০৬ খ্রিষ্টাব্দে
Ο গ) ১২০৬/০৭ খ্রিষ্টাব্দে
Ο ঘ) ১২০৭/০৮ খ্রিষ্টাব্দে
 সঠিক উত্তর: (খ)

 ৮৬. বিদ্যা ও বিদ্বানের প্রতি যথেষ্ঠ অনুরাগী ছিলেন কে?
Ο ক) বিজয় সেন
Ο খ) বল্লাল সেন
Ο গ) লক্ষণ সেন
Ο ঘ) কেশব সেন
 সঠিক উত্তর: (খ)

 ৮৭. ধর্মপালের সাথে কনৌজ দখল করে নেন কে?
Ο ক) বিজয় সেন
Ο খ) নাগভট্র
Ο গ) প্রথম গোবিন্দ
Ο ঘ) বংস রাজ
 সঠিক উত্তর: (খ)

 ৮৮. ইসমাইল ইহিহাসের ছাত্র। সে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে গবেষণা করছিল। ইসমাইল তার গবেষণার মাধ্যমে নিচের কার সম্পর্কে জানতে পারল?
Ο ক) গোপাল
Ο খ) ন্যায়পাল
Ο গ) দেবপাল
Ο ঘ) দ্বিতীয় মহীপাল
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৯. মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে?
Ο ক) ৩১৯
Ο খ) ৩২০
Ο গ) ৩২১
Ο ঘ) ৩২২
 সঠিক উত্তর: (গ)

 ৯০. গুপ্তদের সময়ে রাজতন্ত্র কেমন ছিল?
Ο ক) সেন নির্ভর
Ο খ) সামন্ত নির্ভর
Ο গ) মৌর্য নির্ভর
Ο ঘ) প্রজ্য নির্ভর
 সঠিক উত্তর: (খ)

 ৯১. শিক্ষক শ্রেণিকক্ষে বলেন পাল আমলের একজন শাসক বৌদ্ধধর্মের বড় পৃষ্ঠপোষক ছিলেন। তিনি বুদ্ধগয়ার মন্দির নির্মাণসহ মুঙ্গের রাজধানী স্থাপন করেন। শিক্ষক কোন শাসক সম্পর্কে বলেন?
Ο ক) রাজ্যপাল
Ο খ) বিগ্রহপাল
Ο গ) দ্বিতীয় গোপাল
Ο ঘ) দেবপাল
 সঠিক উত্তর: (ঘ)

 ৯২. বাংলার নিরাপত্তা বিপন্ন হয় কেন?
Ο ক) কনৌজ-থানেশ্বর জোটের জন্য
Ο খ) প্রভাকরবর্মণের জন্য
Ο গ) শশাঙ্কেরর জন্য
Ο ঘ) যুদ্ধের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ৯৩. গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটে কীভাবে?
Ο ক) রাজ্য বৃদ্ধির ফলে
Ο খ) দুর্ধর্ষ পাহাড়ি জাতির আক্রমণে
Ο গ) গৌড় জনপদের ফলে
Ο ঘ) বঙ্গ জনপদের ফলে
 সঠিক উত্তর: (খ)

 ৯৪. কোন ঐতিহাসিক লক্ষণ সেনের দানশীলতা ও ঔদার্যের ভূয়সী প্রশংসা করেছেন?
Ο ক) মিনহাজ
Ο খ) ফিরোজ শাহ
Ο গ) ফা-হিয়েন
Ο ঘ) হিউয়েন সাং
 সঠিক উত্তর: (ক)

 ৯৫. গুপ্ত সম্রাটগণ তাদের রাজ্যকে কয়েকটি প্রশাসনের বিভক্ত করেন। এটি কিসের পরিচায়ক?
i. দূরদর্শিতা
ii. সুশাসক
iii. সুপ্রশাসক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৬. ভাগলপুরের ২৪ মাইল পূর্বে ধর্মপালের নির্মিত মঠটি কী নামে পরিচিতি ছিল?
Ο ক) পরমেশ্বর মঠ
Ο খ) পরমভট্টারক মঠ
Ο গ) মহারাজাধিরাজ বিহার
Ο ঘ) বিক্রমশীল বিহার
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৭. একাদশ শতকের শেষ ভাগে দক্ষিণ-পূর্ব বাংলার একটি স্বাধীন রাজ্যের সৃষ্টি করে। তাদের অধিকার ছিল ত্রিপুরা ও নোয়াখালী অঞ্চলের উপর বিস্তৃত। নিচের কোন বংশের সাথে উদ্দীপকের মিল রয়েছে?
Ο ক) সেন সাম্রাজ্যের দুর্বলতা
Ο খ) মৌর্য সাম্রাজ্যের দুর্বলতা
Ο গ) গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতা
Ο ঘ) পাল সাম্রাজ্যের দুর্বলতা
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৮. শশাঙ্ক কত খ্রিষ্টাব্দের পূর্বেই রাজ সিংহাসনে আরোহণ করেন?
Ο ক) ৬০৩ খ্রিষ্টাব্দের
Ο খ) ৬০৪ খ্রিষ্টাব্দের
Ο গ) ৬০৫ খ্রিষ্টাব্দের
Ο ঘ) ৬০৬ খ্রিষ্টাব্দের
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৯. মাৎসান্যায় কত বছরব্যাপী চলে?
Ο ক) পঞ্চাশ বছর
Ο খ) দেড়শ বছর
Ο গ) একশত বছর
Ο ঘ) দুইশত বছর
 সঠিক উত্তর: (গ)

 ১০০. তৃতীয় গোপালের রাজত্বকাল কোনটি?
Ο ক) ১১২৮-১১৪২ খ্রিষ্টাব্দ
Ο খ) ১১২৯-১১৪৩ খ্রিষ্টাব্দ
Ο গ) ১১৩০-১১৪৪ খ্রিষ্টাব্দ
Ο ঘ) ১১৩১-১১৪৫ খ্রিষ্টাব্দ
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post