এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৩ (১০)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ৩ (১০) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪৫১. রাজবর্ধনের মৃত্যু হলে হর্ষবর্ধন-
i. কনৌজের সিংহাসনে আরোহণ করেন
ii. থানেশ্বর সিংহাসনে আরোহণ করেন
iii. শশাংকের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫২. ত্রি-শক্তির সংঘর্ষে প্রথম যুদ্ধে ধর্মপাল পরাজিত হলেও তিনি বিপর্যয়ের হাত থেকে চেঁচে যান কেন?
Ο ক) বিজয়ের পর রাষ্ট্রকূটরাজ দাক্ষিণাত্যে ফিরে যান বলে
Ο খ) বিজয়ের পর রাষ্ট্রকূটরাজ বাংলায় থেকে যান বলে
Ο গ) বিজয়ের পর রাষ্ট্রকূটরাজ পলায়ন করেন বলে
Ο ঘ) বিজয়ের পর নাগভট্ট পলায়ন করেন বলে
 সঠিক উত্তর: (ক)

 ৪৫৩. ‘ড’ বংশের শাসনামলে সর্বপ্রথম প্রধানমন্ত্রীর পদ হয়। ‘ড’ কোন বংশটি সমর্থন করছে?
i. গুপ্ত
ii. পাল
iii. সেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪৫৪. ‘ক’ নামক বংশের রাজারা দক্ষিণ-পূর্ব বাংলার একটি স্বাধীন রাজ্যের সৃষ্টি করে। তাদের অধিকার ছিল ত্রিপুরা ও নোয়াখালী অঞ্চলের উপর বিস্তৃত। নিচের কোন বংশের সাথে উদ্দীপকের মিল রয়েছে?
Ο ক) চন্দ্রবংশ
Ο খ) দেববংশ
Ο গ) খড়গ বংশ
Ο ঘ) বর্ম রাজবংশ
 সঠিক উত্তর: (গ)

 ৪৫৫. মালবের যশোবর্মন কত শতকে বাংলা আক্রমণ করে?
Ο ক) চতুর্থ
Ο খ) পঞ্চম
Ο গ) ষষ্ঠ
Ο ঘ) সপ্তম
 সঠিক উত্তর: (গ)

 ৪৫৬. পাল সাম্রাজ্যের পতন শুরু হয় কীভাবে?
Ο ক) ধর্মপালর মৃত্যুর ফলে
Ο খ) দেবপালের মৃত্যুর ফলে
Ο গ) শশাঙ্কের মৃত্যুর ফলে
Ο ঘ) সাম্রাজ্যের শক্তি কমার ফলে
 সঠিক উত্তর: (খ)

 ৪৫৭. মহীপালের মৃত্যুর সাথে সাথে সাম্রাজ্য হারাতে শুরু করেন কেন?
Ο ক) রাজনৈতিক অস্থিরতার কারণে
Ο খ) অর্থনৈতিক মন্দার কারণে
Ο গ) প্রাকৃতিক দুর্যোগের কাণে
Ο ঘ) সুযোগ্য উত্তরসূরি না থাকার কারণে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫৮. বর্তমান সময়ে বিভিন্ন দেশে গোপন সংবাদ সংগ্রহের জন্য যেমন বিভিন্ন সংস্থা NSI, DGFI, DB, IEI, SB, BIS রয়েছে, এরূপ সংবাদ সংগ্রহের জন্য গুপ্ত বাহিনী ছিল কোন আমলে?
Ο ক) পাল আমলে
Ο খ) সেন আমলে
Ο গ) গুপ্ত আমলে
Ο ঘ) মৌর্য আমলে
 সঠিক উত্তর: (ক)

 ৪৫৯. পাল যুগে দেশে শান্তি রক্ষা হতো-
i. সুষ্ঠু বিচারের মাধ্যমে
ii. পুলিশের সহায়তায়
iii. কঠোর শাস্তি প্রদানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৬০. বিজয়গুপ্তের সিংহাসন আরোহণের যথার্থ কারণ কোনটি?
Ο ক) হেমন্ত সেনের মৃত্যু
Ο খ) লক্ষণ সেনের মৃত্যু
Ο গ) বিমল সেনের মৃত্যু
Ο ঘ) মাসন্ত সেনের মৃত্যু
 সঠিক উত্তর: (ক)

 ৪৬১. কনৌজ-থানেশ্বর জোট গড়ে ওঠে কীভাবে?
Ο ক) রাজ্যশ্রীর সাথে গ্রহবর্মণের বিয়ের ফলে
Ο খ) যুদ্ধে সহায়তার ফলে
Ο গ) কয়েকটি রাজ্যদানের ফলে
Ο ঘ) দু’জনই শক্তিশালী বলে
 সঠিক উত্তর: (ক)

 ৪৬২. শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাস এক দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগের সূচনা হয়। এর যথার্থ কারণ হলো-
Ο ক) বাংলার কোনো যোগ্য শাসক ছিল না
Ο খ) কেন্দ্রীয় শাসন কঠিন ছিল
Ο গ) ভূ-স্বামীরা অমনযোগী ছিল
Ο ঘ) ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল
 সঠিক উত্তর: (ক)

 ৪৬৩. ধর্মপালের প্রধানমন্ত্রী গর্গ কোন বর্ণের ছিলেন?
Ο ক) ব্রাহ্মণ
Ο খ) শূদ্র
Ο গ) কায়স্থ
Ο ঘ) বৈশ্য
 সঠিক উত্তর: (ক)

 ৪৬৪. লক্ষণ সেন কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন?
Ο ক) ৫৫ বছর
Ο খ) ৬০ বছর
Ο গ) ৬৫ বছর
Ο ঘ) ৭০ বছর
 সঠিক উত্তর: (খ)

 ৪৬৫. শিল্পসাহিত্যর ক্ষেত্রে বাংলা উন্নতির চরম শিখরে আরোহণ করেছিলো কীভাবে?
Ο ক) পণ্ডিতদের জন্য
Ο খ) লক্ষণ সেনের বিদ্যোৎসাহীতার জন্য
Ο গ) ঐতিহাসিকদের জন্য
Ο ঘ) স্বাধীন রাজ্যের জন্য
 সঠিক উত্তর: (খ)

 ৪৬৬. পাল যুগে শান্তি রক্ষার জন্য সুন্দর বিচার বিভাগ ও পুলিশ বিভাগ ছিল। এটি কি প্রমাণ করে?
i. সুষ্ঠু বিচার ব্যবস্থা নিশ্চিত হয়েছিল
ii. শান্তি রক্ষায় পুলিশ বিভাগ সক্রিয় ছিল
iii. সমাজে শান্তি রক্ষা ছিল সেন যুগের অন্যতম বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬৭. দ্বিতীয় মহীপালকে হত্যা করেন কে?
Ο ক) রামপাল
Ο খ) কৈবর্ত নায়ক দিব্যেক
Ο গ) মহীপাল
Ο ঘ) দ্বিতীয় শূরপাল
 সঠিক উত্তর: (খ)

 ৪৬৮. প্রথম বিগ্রহপালের শাসক হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) গৌড় জাতির বিতাড়ন
Ο খ) আর্য জাতির বিতাড়ন
Ο গ) পুণ্ড্র জাতির বিতাড়ন
Ο ঘ) কম্বোজ জাতির বিতাড়ন
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬৯. উত্তর ভারতে আধিপত্য বিস্তার নিয়ে ধর্মপালের সময়ে কয়টি রাজবংশের মধ্যে প্রতিযোগিতা চলছিল?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (খ)

 ৪৭০. নাদিয়া আক্রমণ করেন কে?
Ο ক) লক্ষণ সেন
Ο খ) বিজয় সেন
Ο গ) বল্লাল সেন
Ο ঘ) বখতিয়ার খলজি
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭১. দ্বিতীয় শূরপালের রাজত্বকাল কোনটি?
Ο ক) ১০৮০-১০৮২ খিষ্টাব্দ
Ο খ) ১০৮১-১০৮৩ খিষ্টাব্দ
Ο গ) ১০৮২-১০৮৪ খিষ্টাব্দ
Ο ঘ) ১০৮৩-১০৮৫ খিষ্টাব্দ
 সঠিক উত্তর: (ক)

 ৪৭২. বিজয় সেন কাদেরকে শ্রদ্ধা করতেন?
Ο ক) ঋষিদেবকে
Ο খ) শিক্ষিতদেরকে
Ο গ) ক্ষত্রিয় ব্রাক্ষণগণকে
Ο ঘ) ক্ষত্রিয়কে
 সঠিক উত্তর: (গ)

 ৪৭৩. অষ্টম শতকে দক্ষিণ-পূর্ব বাংলায় কোন বংশ একটি স্বাধীন রাজ্যের সৃষ্টি করে?
Ο ক) খড়গ বংশ
Ο খ) দেববংশ
Ο গ) চন্দ্রবংশ
Ο ঘ) বর্ম বংশ
 সঠিক উত্তর: (খ)

 ৪৭৪. বিজয় সেনের প্রথম রাজধানীর নাম কী?
Ο ক) মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর
Ο খ) কুমিল্লা জেলার বড় কামতা
Ο গ) হুগলি জেলার বিজয়পুর
Ο ঘ) সিলেটের বর্ধমানপুর
 সঠিক উত্তর: (গ)

 ৪৭৫. রাজতন্ত্রের সুস্পষ্ট বিবরণ পাওয়া যায় কাদের বিবরণে?
Ο ক) গঙ্গারিডই জাতির বিবরণে
Ο খ) কৌম জাতির বিবরণে
Ο গ) গৌড় জাতির বিবরণে
Ο ঘ) আর্য জাতির বিবরণে
 সঠিক উত্তর: (ক)

 ৪৭৬. পাল আমলের অন্যতম বৈশিষ্ট্য সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা। এতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
i. কেন্দ্রীয় সরকার শক্তিশালী ছিল
ii. সুষ্ঠু শাসনকার্য নিশ্চিত ছিল
iii. ক্ষমতার সুষ্ঠু বিকেন্দ্রীকরণ হয়েছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৭৭. ভারত গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে?
Ο ক) ৩১৮
Ο খ) ৩১৯
Ο গ) ৩২০
Ο ঘ) ৩২১
 সঠিক উত্তর: (গ)

 ৪৭৮. বল্লাল সেন কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন?
Ο ক) তন্ত্র হিন্দুধর্ম
Ο খ) বৈষ্ণব ধর্ম
Ο গ) শৈব ধর্ম
Ο ঘ) ব্রাক্ষ্মণ ধর্ম
 সঠিক উত্তর: (ক)

 ৪৭৯. প্রাচীন ইতিহাস থেকে জানা যায় যে, ‘গ’ আমলে সুষ্ঠু রাজস্ব ব্যবস্থা প্রচলিত ছিল। ‘গ’ কোন যুগকে নির্দেশ করছে?
Ο ক) পাল
Ο খ) মুঘল
Ο গ) সেন
Ο ঘ) গুপ্ত
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৮০. পাল আমলে রাজ হস্তক্ষেপ করতে পারতেন-
i. সামাজিক বিষয়ে
ii. অর্থনৈতিক বিষয়ে
iii. ধর্মীয় বিষয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৮১. ধর্মপাল কোথায় একটি বৌদ্ধবিহার বা মঠ নিমার্ণ করেন?
Ο ক) ভাগলপুরের ২৪ মাইল পূর্বে
Ο খ) জয়পুরের শ্রীনগরে
Ο গ) বিহারে
Ο ঘ) গয়াকাশীর নিকট
 সঠিক উত্তর: (ক)

 ৪৮২. দেবপালের রাজত্বকালে বাংলা বৌদ্ধ ধর্মের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল-
i. মগধের বৌদ্ধ মঠগুলো সংস্কার করায়
ii. নালন্দায় মঠ নির্মাণ করায়
iii. বুদ্ধগয়ায় বিরাট মন্দির নির্মাণ করায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৮৩. বর্ম রাজবংশের শেষ রাজা কে ছিলেন?
Ο ক) হরিবর্মা
Ο খ) সামলবর্মা
Ο গ) ভোজবর্মা
Ο ঘ) জাতবর্মা
 সঠিক উত্তর: (গ)

 ৪৮৪. কান্তিদেবের গড়া রাজ্যের পতন ঘটে কীভাবে?
Ο ক) দেববংশের উত্থানের ফলে
Ο খ) খড়গ বংশের উত্থানের ফলে
Ο গ) চন্দ্রবংশের উত্থানের ফলে
Ο ঘ) বর্ম বংশের উত্থানের ফলে
 সঠিক উত্তর: (গ)

 ৪৮৫. কৌমতন্ত্র ভেঙে পড়ে কখন?
Ο ক) খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতকের পূর্বে
Ο খ) খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকের পূর্বে
Ο গ) খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকের পূর্বে
Ο ঘ) খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকের পূর্বে
 সঠিক উত্তর: (গ)

 ৪৮৬. গোপালের সিংহাসনে আরোহণ নিয়ে কোন ঐতিহাসিক রুপকথার অবতারণা করেছেন?
Ο ক) ফাহিয়েন
Ο খ) হিউয়েন সাং
Ο গ) ভাস্ক-দা-গামা
Ο ঘ) লামা তারনাথ
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৮৭. বর্ম বংশের শাসনের পর কোন বংশের শাসন শুরু হয়?
Ο ক) গুপ্ত
Ο খ) মৌর্য
Ο গ) পাল
Ο ঘ) সেন
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৮৮. কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় তখন সমগ্র এশিয়ায় বৌদ্ধ সংস্কৃতির প্রধান প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল?
Ο ক) ধর্মপালের
Ο খ) গোপালের
Ο গ) দেবপালের
Ο ঘ) মহীপালের
 সঠিক উত্তর: (গ)

 ৪৮৯. দেবদের রাজত্ব বিস্তৃত ছিল কোথায়?
Ο ক) গৌড়ে
Ο খ) বঙ্গে
Ο গ) পুণ্ড্রে
Ο ঘ) সমতটে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯০. পাল সাম্রাজ্য বিস্তার লাভ করেন কে?
Ο ক) ধর্মপাল
Ο খ) গোপাল
Ο গ) দেবপাল
Ο ঘ) গোবিন্দ পাল
 সঠিক উত্তর: (গ)

 ৪৯১. সপ্তম শতকে বাংলার ইতিহাসের বিশিষ্ট নাম কী?
Ο ক) গৌতম
Ο খ) প্রভাকরণবর্ধন
Ο গ) শশাঙ্ক
Ο ঘ) দেবগুত
 সঠিক উত্তর: (গ)

 ৪৯২. কবিরের গ্রামের বাড়িতে ‘ঘ’ কে গ্রাম প্রতিনিধি নির্বাচন করা হয়। ‘ঘ’ পাল আমলের কোনটিকে নির্দেশ করছে?
Ο ক) সামন্তরাজ
Ο খ) দূতক
Ο গ) নৌপ্রধান
Ο ঘ) মণ্ডল
 সঠিক উত্তর: (খ)

 ৪৯৩. কম্বোজ জাতির বিতাড়ন করেন কে?
Ο ক) বিগ্রহপাল
Ο খ) মহীপাল
Ο গ) রাজ্যপাল
Ο ঘ) দ্বিতীয় গোপাল
 সঠিক উত্তর: (খ)

 ৪৯৪. মহা সামন্তদের অধীনে কারা নিযুক্ত থাকতেন?
Ο ক) বহু কর্মচারী
Ο খ) বহু মানুষ
Ο গ) বহু দাস
Ο ঘ) বহু নারী
 সঠিক উত্তর: (ক)

 ৪৯৫. ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিতি হয় কত খ্রিষ্টাব্দে-
Ο ক) ৩১০
Ο খ) ৩২০
Ο গ) ৩৩০
Ο ঘ) ৩৪০
 সঠিক উত্তর: (খ)

 ৪৯৬. রোহিতগিরি নামটি কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
Ο ক) কুটিলামুড়া
Ο খ) বড়কামতা
Ο গ) ময়নামতি
Ο ঘ) লালমাই পাহাড়
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯৭. সামন্ত রাজাদের উত্থান ঘটেছিল কোন শতকে?
Ο ক) পঞ্চম
Ο খ) সপ্তম
Ο গ) ষষ্ঠ
Ο ঘ) অষ্টম
 সঠিক উত্তর: (খ)

 ৪৯৮. আলেকজান্ডারের আক্রমণের সময় বাংলার রাজারা কীরূপ ছিলেন?
Ο ক) সমধিক শক্তিশালী
Ο খ) পরনির্ভরশীল
Ο গ) অধিক দুর্বল
Ο ঘ) ভীতু
 সঠিক উত্তর: (ক)

 অনুচ্ছেদটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: রহমানের অনেক উর্বর জমি ছিল । কিন্তু সে তার জমিতে চাষাবাদ করে না। ফলে উক্ত জমি অনাবাদি হয়ে রয়েছ। আসলাম অন্যগ্রাম থেকে এসে খাজনা নিয়ে রহিমের জমি চাষাবাদ করে প্রচুর ফসল ফলিয়ে খেয়েদেয়ে ভালো আছে। পক্ষান্তরে, রহমান প্রচুর জমির মালিক হওয়া সত্তেও না খেয়ে থাকে। একসময় আসলাম রহমানের পুরো জমিই নিজের নামে নিয়ে নিলেন।

৪৯৯. উদ্দীপকে আসলামের চরিত্রে কোন ভারত বিজেতার চরিত্র ফুটে উঠেছে?
Ο ক) আলেকজান্ডার
Ο খ) স্যার টমাসরো
Ο গ) ক্যাপ্টেন হকিন্স
Ο ঘ) জব চার্নক
 সঠিক উত্তর: (ক)

 ৫০০. উক্ত ব্যক্তির বিশ্বে বিস্তারের মূল কারণ হচ্ছে-
i. চৌকষ সেনাবাহিনী
ii. অর্থনৈতিক সচ্ছলতা
iii. বীরত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post