এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ২ (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ২ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১৫১. গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকুলবর্তী অঞ্চলকে কী বলা হতো?
Ο ক) তাম্রলিপ্ত
Ο খ) চন্দ্রদ্বীপ
Ο গ) বরেন্দ্র
Ο ঘ) সমতট
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫২. প্রাচীন শিলালিপিতে পাওয়া দুটি অঞ্চলের নাম হিসেবে আমরা জানব-
i. পরগনা
ii. বিক্রমপুর
iii. নাব্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৫৩. কুমিল্লা শহর থেকে বড় কামতার দুরত্ব কত?
Ο ক) ১০ মাইল
Ο খ) ১১ মাইল
Ο গ) ১২ মাইল
Ο ঘ) ১৩ মাইল
 সঠিক উত্তর: (গ)

 ১৫৪. কাল বিভাজনের তারতম্য লক্ষ করা যায় কীভাবে?
Ο ক) স্থানভেদে
Ο খ) অঞ্চলভেদে
Ο গ) গোত্রভেদে
Ο ঘ) জাতিভেদে
 সঠিক উত্তর: (খ)

 ১৫৫. শশাঙ্কের রাজধানী কোন জনপদে অবস্থিত ছিল?
Ο ক) বরেন্দ্র
Ο খ) পুণ্ড্র
Ο গ) বঙ্গ
Ο ঘ) গৌড়
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৬. বরেন্দ্র কোন অঞ্চলের জনপদ?
Ο ক) উত্তর
Ο খ) দক্ষিণ
Ο গ) পূর্ব
Ο ঘ) পশ্চিম
 সঠিক উত্তর: (ক)

 ১৫৭. পুণ্ড্রদের রাজ্যের রাজধানীর নাম কী?
Ο ক) মুর্শিদাবাদ
Ο খ) কর্ণসুবর্ণ
Ο গ) বিক্রমপুর
Ο ঘ) পুণ্ড্রনগর
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৮. বাংলা কয়টি জনপদ নামে পরিচিত হতো?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (খ)

 ১৫৯. তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র ছিল কোনটি?
Ο ক) মেদিনীপুর জেলার তমলুক
Ο খ) মেদিনীপুর জেলার কাশী
Ο গ) বর্ধমান জেলার আসানসোল
Ο ঘ) মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ
 সঠিক উত্তর: (ক)

 ১৬০. শশাঙ্ক কীভাবে মুর্শিদাবাদ থেকে উৎকল পর্যন্ত সমগ্র এলাকাকে সংঘবদ্ধ করেন?
i. গৌড়ের রাজ্য হয়ে
ii. শিলালিপি ও সাহিত্য গ্রন্থের মাধ্যমে
iii. পুণ্ড্রবর্ধসে রুপান্তরিত হওয়ার মধ্য দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii
 সঠিক উত্তর: (ক)

 ১৬১. কত শতক থেকে বাংলার জনপদগুলোর নাম জানা যায়?
Ο ক) দ্বিতীয়
Ο খ) তৃতীয়
Ο গ) চতুর্থ
Ο ঘ) পঞ্চম
 সঠিক উত্তর: (গ)

 ১৬২. বঙ্গ কী?
Ο ক) প্রাচীন জনপদ
Ο খ) দেশের নাম
Ο গ) মুদ্রার নাম
Ο ঘ) আধুনিক জনপদ
 সঠিক উত্তর: (ক)

 ১৬৩. পুণ্ড্র জাতির উল্লেখ পাওয়া যায়-
i. বৈদিক সাহিত্যে
ii. মহাভারতে
iii. রামায়ণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৬৪. সপ্তম শতকের গোড়ার দিকে মুর্শিদাবাদ হতে উৎকুল পর্যন্ত এলাকাকে কে সংঘবদ্ধ করেন?
Ο ক) দেবপাল
Ο খ) মহীপাল
Ο গ) ধর্মপাল
Ο ঘ) শশাংক
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৫. নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল-
i. ফরিদপুরের নিম্ন জলাভূমি
ii. বরিশালের নিম্ন জলাভূমি
iii. পটুয়াখালীর নিম্ন জলাভূমি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৬. গৌড়ের ভাগ্য পরিবর্তনের যথার্থ কারণ হলো-
Ο ক) পাল সাম্রাজ্যের ভাগ্য পরিবর্তন
Ο খ) উন্নত যন্ত্রপাতির আবিস্কার
Ο গ) সামাজিক পরিবর্তন
Ο ঘ) সভ্যতার উৎকর্ষ সাধন
 সঠিক উত্তর: (ক)

 ১৬৭. কৌটিল্যের “অর্থশাস্ত্র” গ্রন্থে কিসের উল্লেখ পাওয়া যায়?
Ο ক) সম্রাট অশোকের
Ο খ) গঙ্গা নদীর
Ο গ) কৃষিজাত দ্রব্যের
Ο ঘ) রাজা গোবিন্দের
 সঠিক উত্তর: (গ)

 ১৬৮. শশাংকের রাজধানীর নাম কী ছিল?
Ο ক) কর্ণসুবর্ণ
Ο খ) বঙ্গ
Ο গ) পুণ্ড্রের
Ο ঘ) হরিকেল
 সঠিক উত্তর: (ক)

 ১৬৯. প্রাচীনকালে বালেশ্বর এ মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল-
Ο ক) তাম্রলিপ্ত
Ο খ) হরিকেল
Ο গ) বঙ্গ
Ο ঘ) চন্দ্রদ্বীপ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭০. ইৎসিং কোন দেশের ভ্রমণকারী?
Ο ক) ভারতীয়
Ο খ) রাশিয়া
Ο গ) আমেরিকা
Ο ঘ) চীনা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭১. বঙ্গের কয়টি শাখার নাম পাওয়া যায়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (ক)

 ১৭২. কোন রাজার চন্দ্রদ্বীপ অধিকারের পর হতে হরিকেলকে মোটামুটি বঙ্গের অংশ বলে ধরা হয়?
Ο ক) শশাংকের
Ο খ) শ্রীচন্দ্রের
Ο গ) নারায়ণচন্দ্রের
Ο ঘ) ত্রৈলোক্যচন্দ্রের
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৩. উত্তর ভারতের কোন অঞ্চলে গৌড়ের অন্তর্ভুক্ত ছিল?
Ο ক) দক্ষিণ অঞ্চল
Ο খ) পূর্ব অঞ্চল
Ο গ) পশ্চিম অঞ্চল
Ο ঘ) বিস্তীর্ণ অঞ্চল
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৪. সাত শতকের লেখকেরা কী নামের জনপদের বর্ণনা করেছেন?
Ο ক) গৌড়
Ο খ) বঙ্গ
Ο গ) পুণ্ড্র
Ο ঘ) হরিকেল
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৫. হরিকেলের উত্তরে কোন জনপদ অবস্থিত ছিল?
Ο ক) বরেন্দ্র জনপদ
Ο খ) চন্দ্রদ্বীপ জনপদ
Ο গ) তাম্রলিপ্ত জনপদ
Ο ঘ) সমতট জনপদ
 সঠিক উত্তর: (গ)

 ১৭৬. চন্দ্রদ্বীপ কোন জেলার পূর্বনাম?
Ο ক) বরিশাল
Ο খ) নোয়াখালী
Ο গ) কুমিল্লা
Ο ঘ) চাঁদপুর
 সঠিক উত্তর: (ক)

 ১৭৭. অর্থশাস্ত্র গ্রন্থের লেখক কে?
Ο ক) হেরোডোটাস
Ο খ) পাণিনি
Ο গ) কালিদাস
Ο ঘ) কৌটিল্য
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৮. সমতটের ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত-
i. পশ্চিম বাংলায় ছিল সমতটের অবস্থান
ii. বর্তমান কুমিল্লার প্রাচীন নাম
iii. কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে সমতট গঠিত হয়েছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও iii
Ο খ) ii ও iii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৭৯. অশোক কোন বংশের রাজা ছিলেন?
Ο ক) পাল
Ο খ) সেন
Ο গ) গুপ্ত
Ο ঘ) মৌর্য
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮০. বাংলার জনপদগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র জনপদ কোনটি?
Ο ক) তাম্রলিপ্ত
Ο খ) বঙ্গ
Ο গ) সমতট
Ο ঘ) চন্দ্রদ্বীপ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮১. বঙ্গ একটি প্রাচীন জনপদ। মূলত কোন অঞ্চলগুলো “বঙ্গ” এর পরিচায়ক?
i. বালেশ্বর ও মেঘনার মধ্যেবর্তী স্থান
ii. পদ্মা ও ভাগীরথীর মাঝখানের অঞ্চল
iii. হুগলি ও রুপনারায়ণ নদের সঙ্গমস্থল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৮২. প্রাচীন বাংলার ইতিহাস কাকে জনপদের মর্যাদা দেওয়া হয়?
Ο ক) পুণ্ড্রকে
Ο খ) বঙ্গকে
Ο গ) সমতটকে
Ο ঘ) বরেন্দ্রকে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৩. সর্বপ্রথম গৌড়ের উল্লেখ পাওয়া যায় কার গ্রন্থে-
Ο ক) পাণিনির
Ο খ) কৌটিল্যের
Ο গ) শশাংকের
Ο ঘ) ব্যাৎসায়ন
 সঠিক উত্তর: (ক)

 ১৮৪. খ্রিষ্টাব্দ তেরো শতকের পূর্ব পর্যন্ত দীর্ঘ কত বছরর সময়কে প্রাচীন যুগ বলে?
Ο ক) ৫০০ বছর
Ο খ) ১০০০ বছর
Ο গ) ১৫০০ বছর
Ο ঘ) ২০০০ বছর
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৫. প্রাচীনকালে ছোট ছোট অঞ্চলগুলোর শাসনব্যব্যস্থা কেমন ছিল?
Ο ক) স্বাধীন
Ο খ) পরাধীন
Ο গ) যুক্তরাষ্টীয়
Ο ঘ) প্রাদেশিক
 সঠিক উত্তর: (ক)

 ১৮৬. বগুড়া, দিনাজপুর ও রাজশাহী অঞ্চলের ক্ষেত্রে কোন রূপটি অধিক গ্রহণযোগ্য?
Ο ক) হরিকেল জনপদ
Ο খ) সমতট জনপদ
Ο গ) চন্দ্রদ্বীপ জনপদ
Ο ঘ) বরেন্দ্র জনপদ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৭. প্রাচীন বাংলায় নৌচলাচলের জন্য তাম্রলিপ্ত জায়গাটি ছিল খুব উত্তম। এর ফলে কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?
Ο ক) গুরুত্বপূর্ণ নৌবাণিজ্যের কেন্দ্রে পরিণত হয়
Ο খ) বরেন্দ্র অঞ্চলের বিস্তৃতি ঘটে
Ο গ) একটি ক্ষুদ্র জনপদের সৃষ্টি হয়
Ο ঘ) হুগলি ও রূপনারায়ণ নদের সঙ্গমস্থলের সৃষ্টি হয়
 সঠিক উত্তর: (ক)

 অনুচ্ছেদটি পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও: অনিক একটি টি-শার্ট গায়ে দিয়েছে। এতে লেখা আছে “হরিকেল, সমতট, বরেন্দ্র ও চন্দ্রদ্বীপ যাই ঘুরে আসি।‍”

১৮৮. টি-শার্টের গায়ে যে স্থানগুলোর নাম লেখা ছিল সেগুলো কিসের পরিচয় বহন করে?
Ο ক) পিকনিক স্পট
Ο খ) প্রাচীন জনপদ
Ο গ) ঐতিহাসিক স্থান
Ο ঘ) প্রাচীন সভ্যতা
 সঠিক উত্তর: (খ)

 ১৮৯. আয়তনের দিক দিয়ে আলোচ্য জনপদগুলোর মধ্যে ক্ষুদ্র জনপদ কোনটি?
Ο ক) হরিকেল
Ο খ) সমতট
Ο গ) চন্দ্রদ্বীপ
Ο ঘ) বরেন্দ্র
 সঠিক উত্তর: (গ)

 ১৯০. উদ্দীপকে উল্লিখিত সমতট জনপদটির ক্ষেত্রে প্রযোজ্য-
i. নৌ চলাচলের জন্য উত্তম
ii. আদ্র নিম্নভূমি
iii. সাত শতকে বড় কামতা রাজধানী ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post