এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ২ (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ২ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. তাম্রলিপ্ত কত শতক হতে দণ্ডভুক্তি নামে পরিচিতি হতে থাকে?
Ο ক) পাঁচ
Ο খ) ছয়
Ο গ) সাত
Ο ঘ) আট
 সঠিক উত্তর: (গ)

 ১০২. গৌড়ের উল্লেখ দেখা যায় সর্বপ্রথম কার গ্রন্থে?
Ο ক) পাণিনির
Ο খ) হেরোডোটাসের
Ο গ) ইৎসির
Ο ঘ) মিহিরের
 সঠিক উত্তর: (ক)

 ১০৩. প্রাচীন যুগে বাংলার প্রতিটি অঞ্চলের শাসক কীভাবে শাসনকার্য পরিচালনা করতেন?
Ο ক) নিজেদের ইচ্ছামতো
Ο খ) জনগণের ইচ্ছামতো
Ο গ) প্রজাদের ইচ্ছায়
Ο ঘ) পিতা-মাতার ইচ্ছামতো
 সঠিক উত্তর: (ক)

 ১০৪. প্রাচীন যুগে বাংলা বলতে বর্তমানের কোন অঞ্চলকে বোঝানো হতো?
Ο ক) বাংলাদেশ ও পূর্ববঙ্গ
Ο খ) বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ
Ο গ) বাংলাদেশ ও উত্তরবঙ্গ
Ο ঘ) বাংলাদেশ ও দক্ষিণবঙ্গ
 সঠিক উত্তর: (খ)

 ১০৫. ৮৪.অতি প্রাচীন পুঁথিতে বঙ্গকে প্রতিবেশী বলা হয়েছ-
i. গৌড় জনপদের
ii. মগধ জনপদের
iii. কলিঙ্গ জনপদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১০৬. চীনা ভ্রমণকারী ইৎসিং-এর মতে হরিকেল ছিল কোথায়?
Ο ক) পূর্ব ভারতের শেষ সীমানায়
Ο খ) পশ্চিম ভারতের শেষ সীমানায়
Ο গ) দক্ষিণ ভারতের শেষ সীমানায়
Ο ঘ) উত্তর ভারতের শেষ সীমানায়
 সঠিক উত্তর: (ক)

 ১০৭. সপ্তম ও অষ্টম শতক থেকে দশ ও এগারো শতকে সুমনের জন্মভূমিতে কোন রূপটি পরিলক্ষিত হয়?
Ο ক) স্বতন্ত্র রাজ্য
Ο খ) নির্ভরশীল রাজ্য
Ο গ) দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা
Ο ঘ) ঘন ঘন দুর্যোগ
 সঠিক উত্তর: (ক)

 ১০৮. ‘বড় কামতা’ স্থানটি কোন জনপদের রাজধানী ছিল-
Ο ক) হরিকেল
Ο খ) সমতট
Ο গ) তাম্রলিপ্ত
Ο ঘ) চন্দ্রদ্বীপ
 সঠিক উত্তর: (খ)

 ১০৯. বাংলায় মুসলমান যুগের শুরুতে কোনটি গৌড় বলা হতো?
Ο ক) দিনাজপুরকে
Ο খ) দক্ষিণাত্যকে
Ο গ) পুণ্ড্রবর্ধনকে
Ο ঘ) লক্ষ্মণাবর্তীকে
 সঠিক উত্তর: (ঘ)

 ১১০. বাংলার প্রধান জনপদ হলো- i. পুণ্ড্রবর্ধন ii. গৌড় iii. বঙ্গ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১১. প্রাচীনকালে বাংলাদেশ ছিল-
Ο ক) দুটি বিভক্ত রাষ্ট্র
Ο খ) অখণ্ড রাষ্ট্র
Ο গ) ছোট ছোট অঞ্চলে বিভক্ত
Ο ঘ) ছোট ছোট দ্বীপে বিভক্ত
 সঠিক উত্তর: (গ)

 ১১২. মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?
Ο ক) মাগুরা
Ο খ) রংপুর
Ο গ) কুমিল্লা
Ο ঘ) বগুড়া
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৩. এক সময় সমগ্র এলাকা কী নামে পরিচিত হতো?
Ο ক) তাম্রলিপ্ত
Ο খ) চন্দ্রদ্বীপ
Ο গ) হরিকেল
Ο ঘ) বরেন্দ্র
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৪. তাম্রলিপ্ত জনপদটি ছিল-
i. সমুদ্র উপকূলবর্তী খুব নিচু আর্দ্র
ii. স্থল বাণিজ্যর কেন্দ্র হিসেবে পরিচিত
iii. নৌ চলাচলের জন্য অতি উত্তম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১১৫. হরিকেল একটি স্বতন্ত্র রাজ্য ছিল কোন শতক পর্যন্ত?
Ο ক) তৃতীয় ও চতুর্থ হতে চতুর্থ ও পঞ্চম শতক
Ο খ) চতুর্থ ও পঞ্চম হতে ষষ্ঠ ও সপ্তম শতক
Ο গ) ষষ্ঠ ও সপ্তম হতে অষ্টম ও নবম শতক
Ο ঘ) সপ্তম ও অষ্টম হতে দশম ও একাদশ শতক
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৬. উত্তরাঞ্চলের উত্তর সীমার ক্ষেত্রে কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) বদ্বীপ
Ο খ) বিক্রমপুর
Ο গ) নাব্য
Ο ঘ) পদ্মা
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৭. গৌড়ের সীমানা সীমাবদ্ধ হওয়ার পর কোন অংশকে গৌড়ের সীমানা বলে মনে করা হয়?
i. আধুনিক মালদহ
ii. সাহিত্যগ্রন্থ
iii. লোকমুখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১১৮. বিক্রমপুর ও নাব্য কিসের নাম?
Ο ক) দুটি গোত্রের নাম
Ο খ) দুটি গ্রামের নাম
Ο গ) দুটি জাতির নাম
Ο ঘ) দুটি অঞ্চলের নাম
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৯. বলেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে নিচের কোন জনপদটি ছিল?
Ο ক) পুণ্ড্র
Ο খ) বঙ্গ
Ο গ) গৌড়
Ο ঘ) চন্দ্রদ্বীপ
 সঠিক উত্তর: (ঘ)

 ১২০. প্রাচীন শিলালিপিতে বঙ্গের যে অঞ্চলের নাম পাওয়া যায় তা হলো-
i. বিক্রমপুর
ii. নাব্য
iii. পুণ্ডনগর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১২১. নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত হিসেবে ধারণা করা হয়-
i. ফরিদপুরকে
ii. বরিশালকে
iii. পটুয়াখালীর নিম্ন জলাভূমিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২২. বরেন্দ্র কোন বঙ্গের জনপদ ছিল?
Ο ক) পূর্ব
Ο খ) পশ্চিম
Ο গ) উত্তর
Ο ঘ) দক্ষিণ
 সঠিক উত্তর: (গ)

 ১২৩. পুণ্ড্রদের রাজ্যের রাজধানী পুণ্ড্রনগর পরবর্তীতে কী নামে পরিচিত হয়?
Ο ক) পুরানগর
Ο খ) মালদহ
Ο গ) কাশিমপুর
Ο ঘ) মহাস্থানগড়
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৪. কোন অঞ্চল নিয়ে সমতটি গঠিত হয়েছিল?
Ο ক) কুমিল্লা-নোয়াখালী
Ο খ) কুমিল্লা-ব্রাক্ষ্মণবাড়িয়া
Ο গ) কুমিল্লা-ফেনী
Ο ঘ) কুমিল্লা-চট্রগ্রাম
 সঠিক উত্তর: (ক)

 ১২৫. কার শিলালিপি হতে প্রমাণিত হয় যে, সমুদ্র উপকূল হতে গৌড়দেশ খুব বেশি দূরে অবস্থিত ছিল না?
Ο ক) পাণিনির
Ο খ) হেরোডোটাসের
Ο গ) হর্ষবর্ধনের
Ο ঘ) র‌্যাপসনের
 সঠিক উত্তর: (গ)

 ১২৬. প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরীর ধ্বসাবশেষ পাওয়া যায় কোথায়?
Ο ক) পাহাড় পুড়ে
Ο খ) উয়ারী-বটেশ্বরে
Ο গ) নওগাঁতে
Ο ঘ) মহাস্থানগড়ে
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৭. সাত শতক থেকে বারো শতক পর্যন্ত বর্তমান কোন জেলা ছিল সমতটের অন্যতম অংশ?
Ο ক) কুমিল্লা
Ο খ) নোয়াখালী
Ο গ) বরিশাল
Ο ঘ) ত্রিপুরা
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৮. সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চম ষষ্ঠ শতকে পুণ্ড্র কিসে রুপান্তরিত হয়?
Ο ক) পুণ্ড্রবর্ধনে
Ο খ) মহাস্থানগড়ে
Ο গ) হরিকেল
Ο ঘ) সমতট
 সঠিক উত্তর: (ক)

 ১২৯. সমতটের রাজধানী ছিল কোনটি?
Ο ক) কর্ণসুবর্ণ
Ο খ) পুণ্ড্রবর্ধন
Ο গ) তাম্রলিপ্ত
Ο ঘ) বড় কামতা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩০. বরেন্দ্রকে জনপদ বলা যায় না কেন?
Ο ক) সমতটের কেন্দ্রস্থল ছিল বলে
Ο খ) পুণ্ড্রবর্ধনের কেন্দ্রস্থল ছিল বলে
Ο গ) হরিকেলের কেন্দ্রস্থল বলে
Ο ঘ) তাম্রলিপ্তের কেন্দ্রস্থল ছিল বলে
 সঠিক উত্তর: (খ)

 ১৩১. প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কোনটি?
Ο ক) গৌড়
Ο খ) হরিকেল
Ο গ) বঙ্গ
Ο ঘ) পুণ্ড্র
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩২. যে নদীর মধ্যবর্তী অঞ্চলে বরেন্দ্র জনপদের অবস্থান?
i. গঙ্গা
ii. পদ্মা
iii. করতোয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৩৩. কার শাসনামলে প্রাচীন পুণ্ড্র রাজ্য স্বাধীন সত্তা হারায়?
Ο ক) কেশব সেনের
Ο খ) বিশ্বরূপ সেনের
Ο গ) ধর্মপালের
Ο ঘ) সম্রাট অশোকের
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৪. বর্তমান কুমিল্লার প্রাচীন নাম কী ছিল?
Ο ক) বঙ্গ
Ο খ) পুণ্ড্র
Ο গ) সমতট
Ο ঘ) হরিকেল
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৫. বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বদিকে কোন জাতি বাস করত?
Ο ক) হিব্রু
Ο খ) বঙ্গ
Ο গ) আর্য
Ο ঘ) দ্রাবিড়
 সঠিক উত্তর: (খ)

 ১৩৬. কত শতক হতে বাংলার জনপদগুলোর নাম জানা যায়?
Ο ক) দ্বিতীয়
Ο খ) তৃতীয়
Ο গ) চতুর্থ
Ο ঘ) পঞ্চম
 সঠিক উত্তর: (গ)

 ১৩৭. পুণ্ড্র জাতির কথা উল্লেখ আছে-
i. অর্থশাস্ত্রে
ii. বৈদিক সাহিত্যে
iii. মহাভারতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৩৮. খ্রিস্টীয় কত শতকের পুর্বপর্যন্ত সময়কে বাংলার প্রাচীন যুগ ধরা হয়?
Ο ক) এগারো
Ο খ) বারো
Ο গ) তেরো
Ο ঘ) চৌদ্দ
 সঠিক উত্তর: (গ)

 ১৩৯. গৌড়দেশের অনেক শিল্প ও কৃষিজাত দ্রব্যর উল্লেখ পাওয়া যায় কোন গ্রণ্থে?
Ο ক) বৈদেশিক সাহিত্যে
Ο খ) মহাভারতে
Ο গ) অর্থশাস্ত্রে
Ο ঘ) পুরাণে
 সঠিক উত্তর: (গ)

 ১৪০. কত শতকের পর হতে তাম্রলিপ্ত বন্দরের সমৃদ্ধি নষ্ট হয়ে যায়?
Ο ক) সাত শতকের
Ο খ) আট শতকের
Ο গ) নয় শতকের
Ο ঘ) দশ শতকের
 সঠিক উত্তর: (খ)

 ১৪১. পুণ্ড্রনগরের পরবর্তীকালে কী নাম হয়?
Ο ক) বগুড়া
Ο খ) দিনাজপুর
Ο গ) রাজশাহী
Ο ঘ) মহাস্থানগড়
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪২. ব্যাৎসায়নের গ্রন্থে কোন শতকের গৌড়ের নাগরিকদের বিলাস-ব্যসনের পরিচয় পাওয়া যায়?
Ο ক) চতুর্থ শতকের
Ο খ) পঞ্চম শতকের
Ο গ) ষষ্ঠ শতকের
Ο ঘ) সপ্তম শতকের
 সঠিক উত্তর: (ক)

 ১৪৩. প্রাচীন বাংলা জনপদগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ?
i. পুণ্ড্র
ii. গৌড়
iii. বঙ্গ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৪৪. কোন রাজাদের আমলে গৌড়ের নাম-ডাক ছিল সবচেয়ে বেশি?
Ο ক) সেন
Ο খ) গুপ্ত
Ο গ) পাল
Ο ঘ) মৌর্য
 সঠিক উত্তর: (গ)

 ১৪৫. সম্রাট অশোকের রাজত্বকাল কোনটি?
Ο ক) খ্রি.পূ. ২৭৩-২৩২ অব্দ
Ο খ) খ্রি.পূ. ২৭৪-২৩৩ অব্দ
Ο গ) খ্রি.পূ. ২৭৫-২৩৪ অব্দ
Ο ঘ) খ্রি.পূ. ২৭৬-২৩৫ অব্দ
 সঠিক উত্তর: (ক)

 ১৪৬. সমতট অঞ্চলটি কেমন ছিল?
Ο ক) উঁচু ভূমি
Ο খ) নিম্নভূমি
Ο গ) আর্দ্র উঁচু ভূমি
Ο ঘ) আদ্র নিম্নভূমি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৭. শশাংক ও পাল রাজারা সমগ্র পশ্চিমবঙ্গের রাজা হয়েও পরিচয় দিতেন-
i. দণ্ডভুক্তি বলে
ii. রাঢ়াধিপতি বলে
iii. গৌড়েশ্বর বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৪৮. অশোকের রাজত্বকালে হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) খ্রিষ্টাব্দেপূ. ২৭৩-২৩২ অব্দ
Ο খ) খ্রিষ্টাব্দেপূ. ২৭৩-২৩১ অব্দ
Ο গ) খ্রিষ্টাব্দেপূ. ২৭৩-২৩০ অব্দ
Ο ঘ) খ্রিষ্টাব্দেপূ. ২৭৩-২২৩ অব্দ
 সঠিক উত্তর: (ক)

 ১৪৯. বগুড়া হতে কত মাইল দূরে মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন?
Ο ক) পাঁচ মাইল
Ο খ) ছয় মাইল
Ο গ) সাত মাইল
Ο ঘ) আট মাইল
 সঠিক উত্তর: (গ)

 ১৫০. কত শতকে শশাংকের রাজধানী কর্ণসুবর্ণ ছিল?
Ο ক) পঞ্চম
Ο খ) ষষ্ঠ
Ο গ) সপ্তম
Ο ঘ) অষ্টম
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post