এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ২ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় - ২ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. গঙ্গা-ভাগীরথী পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকে কী বলা হতো?
Ο ক) তাম্রলিপ্ত
Ο খ) বরেন্দ্র
Ο গ) সমতট
Ο ঘ) চন্দ্রদ্বীপ
 সঠিক উত্তর: (গ)

 ৫২. সমুদ্র উপকূল হতে গৌড়দেশ খুব বেশি দূরে অবস্থিত ছিল না-এ কথাটি কীসের মাধ্যমে প্রমাণিত হয়েছে?
Ο ক) কৌটিল্যের অর্থশাস্ত্রের
Ο খ) হর্ষবর্ধনের শিলালিপির
Ο গ) বরাহ মিহিরের বিবরণের
Ο ঘ) ভবিষ্য পূরাণের
 সঠিক উত্তর: (গ)

 ৫৩. পুণ্ড্র জনপদ কীভাবে পুণ্ড্রবর্ধনে রুপান্তরিত হয়েছে?
Ο ক) সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে
Ο খ) জনপদে রাষ্ট্রের দাপট বাড়িয়ে
Ο গ) বিভিন্ন ঐতিহাসিক উপাদানের বিস্তার করে
Ο ঘ) শিলালিপি ও সাহিত্য গ্রন্থের মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ৫৪. তাম্রলিপি জনপদের ক্ষেত্রে প্রযোজ্য- i. গঙ্গা ii. পদ্মা iii. করতোয়া নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৫. কত শতক হতে প্রাচীন বাংলার জনপদগুলোর নাম জানা যায়-
Ο ক) ৪র্থ শতক
Ο খ) ৫ম শতক
Ο গ) ৬ষ্ঠ শতক
Ο ঘ) ৭ম শতক
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. প্রাচীনযুগে বিভিন্ন অঞ্চলে শাসকগণ কীভাবে শাসন করতেন?
Ο ক) পূর্ব পুরুষদের অনুকরণে
Ο খ) ধর্মের ভিত্তিতে
Ο গ) অঞ্চলের ভিত্তিতে
Ο ঘ) যার যার মতো করে
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৭. তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
Ο ক) চব্বিশ পরগণা
Ο খ) মেদিনীপুর জেলার তমলুক
Ο গ) ত্রিপুরা
Ο ঘ) আসাম-মিজোরাম
 সঠিক উত্তর: (খ)

 ৫৮. সুমনের বর্তমান বসবাসের স্থানটি প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
Ο ক) হরিকেল
Ο খ) বঙ্গ
Ο গ) চন্দ্রদ্বীপ
Ο ঘ) সমতট
 সঠিক উত্তর: (ক)

 ৫৯. কত শতক পর্যন্ত হরিকেল একটি স্বতন্ত্র রাজ্য ছিল?
Ο ক) সাত
Ο খ) আট
Ο গ) নয়
Ο ঘ) এগারো
 সঠিক উত্তর: (ঘ)

 ৬০. বর্তমান মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশ, সমগ্র বীরভূম জেলা এবং বর্তমান জেলার কাটোয়া মহকুমা নিয়ে গঠিত ছিল কোন জনপদ?
Ο ক) দক্ষিণ রাঢ়
Ο খ) দণ্ডভূমি
Ο গ) উত্তর রাঢ়
Ο ঘ) বাংলা
 সঠিক উত্তর: (গ)

 ৬১. ইতিহাস বিষয়ক আলোচনার কিসের বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ?
Ο ক) সময়ের
Ο খ) বছরের
Ο গ) যুগের
Ο ঘ) শতাব্দীর
 সঠিক উত্তর: (গ)

 ৬২. বাংলার জনপদগুলোর নাম পাওয়া যায়-
i. গুপ্তযুগে উৎকীর্ণ শিলালিপি ও সাহিত্য গ্রন্থে
ii. সেনযুগে উৎকীর্ণ শিলালিপিতে
iii. পালযুগে উৎকীর্ণ শিলালিপি ও সাহিত্য গ্রন্থে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৩. তাম্রলিপ্ত জনপদটি ছিল-
i. সমুদ্র উপকূলবর্তী খুব নিচু ও আর্দ্র
ii. স্থল বাণিজ্যর কেন্দ্র হিসেবে পরিচিত
iii. নৌচলাচলের জন্য উত্তম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৬৪. বাংলার জনপদগুলোর ভাগ ছিল মূলত-
i. অর্থনৈতিক
ii. রাজনৈতিক
iii. ভৌগোলিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৬৫. গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলে ছিল “ক” নামক জনপদের অবস্থান। “ক” নামক জনপদটি নিচের কোনটিকে সমর্থন করেছে?
i. এটি দক্ষিণবঙ্গের একটি জনপদ
ii. এটি উত্তরবঙ্গের একটি জনপদ
iii. এটি পুণ্ড্রবর্ধন জনপদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৬৬. আট শতকের পর হতেই “ক” নামক জনপদের “খ” এর সমৃদ্ধি নষ্ট হয়ে যায়। এখানে উদ্দীপকে বোঝানো হয়েছে?
i. তাম্রলিপ্ত
ii. বরেন্দ্র
iii. বন্দর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৭. যে নদীর মধ্যবর্তী অঞ্চলে বরেন্দ্র জনপদের অবস্থান-
i. গঙ্গা
ii. পদ্মা
iii. করতোয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৬৮. প্রাচীনকালে গঙ্গা ও ভাগিরথীর মাঝখানের অঞ্চলকে কী বলা হতো?
Ο ক) চন্দ্রদ্বীপ
Ο খ) তাম্রলিপ্ত
Ο গ) হরিকেল
Ο ঘ) বঙ্গ
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৯. সাত শতকের গোড়ার দিকে বাংলা তিনটি জনপদ নামে পরিচিত হতো। এগুলো হলো-
i. পুণ্ড্রবর্ধন
ii. গৌড় ও বঙ্গ
iii. সমতট ও বরেন্দ্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭০. ইতিহাসে যুগ বিভাজন নির্ণয় করা হয়ে থাকে আর্থ-সামাজিক, রাজনৈতিক বৈশিষ্ট্যর-
i. উদ্ভবের কার্যকারিতা নিয়ে
ii. বিকাশের কার্যকারিতা নিয়ে
iii. প্রভাবের কার্যকারিতা নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭১. পুণ্ড্রবর্ধন কোন জেলা জুড়ে বিস্তৃত ছিল?
i. গঙ্গা
ii. বর্তমান কুমিল্লার প্রাচীন নাম
iii. কুমিল্লার ও নোয়াখালী অঞ্চলে নিয়ে সমতট গঠিত হয়েছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭২. সাত শতকের গোড়ার দিকে শশাঙ্ক গৌড়ের রাজা হওয়ার ফলে পুণ্ড্রবর্ধন, গৌড় ও বঙ্গ ছাড়া বাকি অন্যান্য জনপদগুলো এ তিনটির মধ্যে বিলীন হয়ে যায়। এই কথাটি বিশ্লেষণে বলা যায়-
i. মুর্শিদাবাদ হতে উৎকল পর্যন্ত সমগ্র এলাকাকে সংঘদ্ধ করা হয়েছিল
ii. গৌড় নামটি পরিচিতি লাভ করেছিল
iii. জনপদগুলোকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৩. কার রাজত্বকালে প্রাচীন পুণ্ড্ররাজ্য স্বাধীন সত্তা হারায়?
Ο ক) শশাংকের
Ο খ) অশোকের
Ο গ) রাজনারায়ণের
Ο ঘ) বিষ্ণুদেবের
 সঠিক উত্তর: (খ)

 ৭৪. বঙ্গ জনপদটি “বঙ্গ” নামে পরিচিত হয় কেন?
Ο ক) বঙ্গ জনপদে পুণ্ড্র নামে এক জাতি বাস করার জন্য
Ο খ) পুণ্ড্র জনপদে বঙ্গ নামে এক জাতি বাস করার জন্য
Ο গ) বঙ্গ জনপদে বঙ্গ নামে এক জাতি বাস করার জন্য
Ο ঘ) বরেন্দ্র জনপদে পুণ্ড্র নামে এক জাতি বাস করার জন্য
 সঠিক উত্তর: (গ)

 ৭৫. প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে নিচের কোনটি প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ?
Ο ক) পুণ্ড্র
Ο খ) গৌড়
Ο গ) বঙ্গ
Ο ঘ) সমতট
 সঠিক উত্তর: (ক)

 ৭৬. কার গ্রন্থে সর্বপ্রথম গৌড়ের উল্লেখ দেখা যায়?
Ο ক) পাণিনি
Ο খ) নীহার রঞ্জন রায়
Ο গ) রমেশচন্দ্র মজুমদার
Ο ঘ) প্রদ্যুত কুমার ভৌমিকের
 সঠিক উত্তর: (ক)

 ৭৭. হুগলি ও রূপনারায়ণ নদের সঙ্গমস্থল হতে ১২ মাইল দূরে রূপনারায়ণের তীরে কোন বন্দরে অবস্থান ছিল?
Ο ক) তাম্রলিপ্ত
Ο খ) বরেন্দ্র
Ο গ) চন্দ্রলিপ্ত
Ο ঘ) সমতট
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. গুপ্ত যুগ শুরু হয় কত শতক হতে?
Ο ক) প্রথম
Ο খ) দ্বিতীয়
Ο গ) তৃতীয়
Ο ঘ) চতুর্থ
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৯. প্রাচীন বাংলার জনপদ হতে যে বিষয়ে ধারণা লাভ করা যায়-
i. সীমারেখা
ii. ভৌগোলিক অবয়ব
iii. রাজনীতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮০. প্রাচীনকালে বঙ্গের অন্তর্ভুক্ত ছিল- i. সিলেট ii. ঢাকা iii. ফরিদপুর নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৮১. সর্বশেষ গৌড় বলতে কাকে বোঝাত?
Ο ক) পূর্ব বাংলাকে
Ο খ) পশ্চিম বাংলাকে
Ο গ) মধ্যে বাংলাকে
Ο ঘ) সমগ্র বাংলাকে
 সঠিক উত্তর: (ঘ)

 ৮২. পাল বংশের শেষ পর্যায়ে বঙ্গ বিভক্ত হয়ে কী নাম ধারণ করে?
Ο ক) উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গ
Ο খ) উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ
Ο গ) উতরবঙ্গ ও পূর্ববঙ্গ
Ο ঘ) পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ
 সঠিক উত্তর: (খ)

 ৮৩. বর্তমান ত্রিপুরা জেলা সমতটের অন্যতম অংশ ছিল কত শতক পর্যন্ত?
Ο ক) চতুর্থ-নবম শতক
Ο খ) পঞ্চম-দশক শতক
Ο গ) ষষ্ঠ-একাদশক শতক
Ο ঘ) সপ্তম-দ্বাদশ শতক
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৪. গৌড়ের সীমানা বলে মনে করা হয়- i. মালদহ ii. মুর্শিদাবাদ iii. বর্ধমান নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৫. তাম্রলিপ্ত জনপদ কোথায় অবস্থিত ছিল?
Ο ক) হরিকেলের উত্তরে
Ο খ) হরিকেলের দক্ষিণে
Ο গ) হরিকেলের পূর্বে
Ο ঘ) হরিকেলের পশ্চিমে
 সঠিক উত্তর: (ক)

 ৮৬. বর্তমান বাংলাদেশের যে অঞ্চল বঙ্গ জনপদ নামে পরিচিত ছিল তা হলো-
i. পূর্ব দিক
ii. দক্ষিণ দিক
iii. দক্ষিণ-পূর্বদিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৮৭. অতি প্রাচীন পুঁথিতে বঙ্গকে কোন জনপদের প্রতিবেশী বলা হয়েছে?
Ο ক) গৌড়
Ο খ) মগধ ও কলিঙ্গ
Ο গ) পুণ্ড্র
Ο ঘ) সমতট
 সঠিক উত্তর: (খ)

 ৮৮. কত শতকের লোকেরা হরিকেল নামে এক জনপদের বর্ণনা করেছেন?
Ο ক) পাঁচ শতকের
Ο খ) ছয় শতকের
Ο গ) সাত শতকের
Ο ঘ) আট শতকের
 সঠিক উত্তর: (গ)

 ৮৯. বর্তমানে অস্তিত্ত্ব নেই নিচের কোন জায়গাটির?
Ο ক) বদ্বীপ
Ο খ) পদ্মা
Ο গ) বিক্রপুর
Ο ঘ) নাব্য
 সঠিক উত্তর: (ঘ)

 ৯০. নৌবন্দর হিসেবে বিশেষ খ্যাতি ছিল কোন জনপদের?
Ο ক) বরেন্দ্রর
Ο খ) সমতটের
Ο গ) তাম্রলিপ্তের
Ο ঘ) বঙ্গের
 সঠিক উত্তর: (গ)

 ৯১. প্রাচীন বাংলার শাসকগণ কীভাবে একাধিক জনপদের শাসন ক্ষমতা গ্রহণ করতেন?
Ο ক) আধিপত্য বিস্তারের মাধ্যমে
Ο খ) যুদ্ধে পরাজিত করে
Ο গ) যোগ্যতাবলে
Ο ঘ) প্রশাসন দেখিয়ে
 সঠিক উত্তর: (ক)

 ৯২. সাত শতক হতে তাণ্ডভুক্তি নামে পরিচিতি লাভ করে কোন জনপদটি?
Ο ক) চন্দ্রদ্বীপ
Ο খ) বঙ্গ
Ο গ) সমতট
Ο ঘ) তাম্রলিপ্ত
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৩. বাংলা জনপদ নামে পরিচিত হতো- i. পুণ্ড্রবর্ধন ii. গৌড় iii. বঙ্গ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৪. বাঙালি জাতির উৎপত্তির সাথে সাদৃশ্য রয়েছে?
Ο ক) বঙ্গ
Ο খ) গৌড়
Ο গ) পুণ্ড্র
Ο ঘ) বরেন্দ্র
 সঠিক উত্তর: (ক)

 ৯৫. চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী?
Ο ক) চাঁদপুর
Ο খ) চন্দ্রপুর
Ο গ) বরিশাল
Ο ঘ) কুমিল্লা
 সঠিক উত্তর: (গ)

 ৯৬. সৌমিতা প্রাচীন বাংলার কোন জনপদের বেড়াতে যায়?
Ο ক) সমতট
Ο খ) বঙ্গ
Ο গ) গৌড়
Ο ঘ) হরিকেল
 সঠিক উত্তর: (গ)

 ৯৭. পুণ্ড্র জনপদের রাজধানী পুণ্ড্রনগর থেকে পুণ্ড্রবর্ধনে রুপান্তরিত হয় কখন?
Ο ক) চতুর্থ-পঞ্চম শতকে
Ο খ) পঞ্চম-ষষ্ঠ শতকে
Ο গ) ষষ্ঠ-সপ্তম শতকে
Ο ঘ) সপ্তম-অষ্টম শতকে
 সঠিক উত্তর: (খ)

 ৯৮. প্রাচীন যুগে বাংলার এ অঞ্চলগুলোকে সমষ্টিগতভাবে কী নাম দেওয়া হয়?
Ο ক) সমতট
Ο খ) বঙ্গ
Ο গ) জনপদ
Ο ঘ) হরিকেল
 সঠিক উত্তর: (গ)

 ৯৯. শশাঙ্কের রাজধানীর নাম কী ছিল?
Ο ক) কর্ণসুবর্ণ
Ο খ) বিক্রমপুর
Ο গ) চন্দ্রনগর
Ο ঘ) মুর্শিদাবাদ
 সঠিক উত্তর: (ক)

 ১০০. রাষ্ট্রের দাপট বাড়া ও কমার কারণে-
i. জনপদের সীমানা বেড়েছে
ii. জনপদের সীমান কমেছে
iii. জনপদের সীমানা বেড়েছে ও কমেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) iiii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post