ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় – ১ (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. সাকিব নবম শ্রেণির ইতিহাসের প্রথম ক্লাস থেকে জানতে পারল যে ইতিহাসের প্রথম গ্রন্থ রচিত হয় একটি যুদ্ধকে কেন্দ্র করে। সাকিব কোন যুদ্ধ সম্পর্কে জানতে পারল?
Ο ক) গ্রিক-রোমান যুদ্ধ
Ο খ) গ্রিক-পারস্য যুদ্ধ
Ο গ) পারস্য- রোমান যুদ্ধ
Ο ঘ) অস্ট্রিয়া- গ্রিক যুদ্ধ
সঠিক উত্তর: (খ)
২০২. মিতুল ইতিহাস বিষয়ে একটি প্রবন্ধ লিখতে গিয়ে কিছু ঐতিহাসিক দলিলপত্র ও চিঠিপত্র দেখতে আগ্রহী হলো। এসব তথ্যাদি সে সংগ্রহ করতে পারে-
i. গ্রন্থাগারের মাধ্যমে
ii. মহাফেজখানার মাধ্যমে
iii. গ্রন্থের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২০৩. কেন ইতিহাসের ক্ষেত্র, চিন্তাচেতনা, দৃষ্টিভঙ্গি ও লিখন পদ্ধতির পরিবর্তন এসেছে?
Ο ক) ইতিহাসের প্রবহমান ধারায় কারণে
Ο খ) সামাজিক পরিবর্তনের ফলে
Ο গ) গবেষকদের কারণে
Ο ঘ) শাসকবর্গের প্রচেষ্টায়
সঠিক উত্তর: (ক)
২০৪. ‘প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণই ইতিহাস।’-উক্তিটি কার?
Ο ক) কলহনের
Ο খ) ই এইচ কারের
Ο গ) হেরোডটাসের
Ο ঘ) লিওপোল্ড ফন্ র্যাংকের
সঠিক উত্তর: (ঘ)
২০৫. গুহাবাসী মানুষ অন্তহীন প্রচেষ্টা দ্বারা যে ক্রমধারায় নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করে তার প্রকৃত ধারাবাহিকতা কোনটি?
Ο ক) সাম্রাজ্য→ শহর→নগর→গ্রাম
Ο খ) নগর→শহর→সাম্রাজ্য→গ্রাম
Ο গ) গ্রাম→নগর→শহর→সাম্রাজ্য
Ο ঘ) গ্রাম→সাম্রাজ্য→নগর→শহর
সঠিক উত্তর: (গ)
২০৬. স্বপন ও তাদের চাকরির প্রশিক্ষণ হিসেবে তিন সপ্তাহ বনে খাদ্য সংগ্রহ করে ক্ষুধা নিবারণ করে। স্বপন ও রতন যে যুগের মানুষের কাজটি করেছে-
Ο ক) প্রাগৈতিহাসিক
Ο খ) মধ্যযুগ
Ο গ) আধুনিক যুগ
Ο ঘ) শিল্প বিপ্লবের যুগ
সঠিক উত্তর: (ক)
২০৭. ইতিহাসের বিষয়বস্তু পরিসর রচিত কেমন?
Ο ক) ব্যপক
Ο খ) বিস্তীর্ণ
Ο গ) ক্ষুদ্র
Ο ঘ) সীমিত
সঠিক উত্তর: (ক)
২০৮. জনাব আরাফাত একজন ঐতিহাসিক। তিনি নিচের কোনটিকে ইতিহাসের বিষয়বস্তু হিসেবে গ্রহণ করবেন?
Ο ক) প্রাণিজগৎ ও তাদের আচার-আচরণ
Ο খ) পশু-পাখি ও তাদের ক্রিয়াকলাপ
Ο গ) মানুষ ও তার পারিপার্শ্বিকতা
Ο ঘ) প্রাচীন গল্পকাহিনী ও তার বর্ণনা
সঠিক উত্তর: (গ)
২০৯. জাহিদ তার স্কুল থেকে বাৎসরিক শিক্ষা সফরে উওরবঙ্গে গিয়ে মহাস্থানগড়, পাহাড়পুর ও ময়নামতি ঘুরে এলেন। জাহিদের দেখা স্থানগুলো ইতিহাসের কোন ধরনের নিদর্শন?
Ο ক) সাহিত্যিক
Ο খ) প্রত্নতাত্ত্বিক
Ο গ) গল্পকাহিনীমূলক
Ο ঘ) লিখিত
সঠিক উত্তর: (খ)
২১০. হেরোডটাস কোন দেশের্ ঐতিহাসিক?
Ο ক) ফরাসি
Ο খ) পারসিয়ান
Ο গ) গ্রিস
Ο ঘ) তুর্কি
সঠিক উত্তর: (গ)
২১১. বাংলাদেশে ১৯৫২ সাল ও ১৯৭১ সালের জাতীয় দৈনিক পত্রিকাগুলো ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের একটি সংরক্ষিত দলিল। এগুলো পাঠের মাধ্যমে সমৃদ্ধ হয়-
Ο ক) যুদ্ধভিত্তিক জ্ঞান
Ο খ) ইতিহাসের জ্ঞান
Ο গ) অর্থনৈতিক জ্ঞান
Ο ঘ) পৌরনীতির জ্ঞান
সঠিক উত্তর: (খ)
২১২. ইতিহাসকে শিক্ষণীয় দর্শন বলার যর্থাথ কারণ কী?
Ο ক) দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে
Ο খ) প্রাকটিক্যালভাবে শিক্ষা দেয় বলে
Ο গ) সত্যনিষ্ঠ শিক্ষা দেয় বলে
Ο ঘ) দর্শনের শিক্ষা দেয় বলে
সঠিক উত্তর: (ক)
২১৩. প্রত্নতাত্ত্বিক নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং বিশ্লেষণ করলে সেই সময়ের অধিবাসীদের সম্পর্কে ধারণা পাওয়া যায়-
i. সামাজিক বিষয়ে
ii. অর্থনৈতিক বিষয়ে
iii. রাজনৈতিক বিষয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৪. বাংলায় আগত পরিব্রাজকদের থেকে জানা যায় তৎকালীন-
i. ধর্ম সম্পর্কে
ii. সমাজ সম্পর্কে
iii. রাজনীতি সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৫. প্রত্নতাত্ত্বিক উপাদানের মাধ্যমে জানা যায়-
i. বিভিন্ন জাতির অগ্রগতির ইতিহাস
ii. বিভিন্ন মানুষের ইতিহাস
iii. বিভিন্ন সমাজের ইতিহাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৬. অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যর বস্তুনিষ্ঠ বিবরণকে কী বলে?
Ο ক) পৌরনীতি
Ο খ) নৃ-বিজ্ঞান
Ο গ) ইতিহাস
Ο ঘ) ভূগোল
সঠিক উত্তর: (গ)
২১৭. প্রাগৈাতিহাসিক যুগের প্রথম পর্বের মানুষের কর্মকাণ্ড কোনটির মধ্যে সীমাবদ্ধ ছিল?
Ο ক) আগুন জ্বালানো
Ο খ) কৃষিকাজ
Ο গ) খাদ্য সংগ্রহমূলক
Ο ঘ) পশুপালন
সঠিক উত্তর: (গ)
২১৮. যেসব তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে কী বলা হয়?
Ο ক) ইতিহাসের দর্পণ
Ο খ) ইতিহাসের খুঁটি
Ο গ) ইতিহাসের উপাদান
Ο ঘ) ইতিহাসের রক্ষক
সঠিক উত্তর: (গ)
২১৯. মানুষ কীভাবে নিজ দেশের সম্পর্কে মঙ্গল অমঙ্গলের পূর্বাভাস পেতে পারে?
Ο ক) অর্থনীতি পাঠ করে
Ο খ) সমাজবিজ্ঞান পাঠ করে
Ο গ) পৌরনীতি পাঠ করে
Ο ঘ) ইতিহাস পাঠ করে
সঠিক উত্তর: (ঘ)
২২০. বাংলাদেশের আড়াই হাজার বছর পূর্বের নগর সভ্যতার অস্তিত্বের স্বীকৃতিদানকারী প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) উয়ারী-বটেশ্বর
Ο খ) ময়নামতি
Ο গ) মহাস্থানগর
Ο ঘ) পাহাড়পুর
সঠিক উত্তর: (ক)
২২১. রুপকথা, গল্পকাহিনী, কিংবদন্তি ইতিহাসের বিষয়বস্তু কেন?
Ο ক) মানুষকে আনন্দ দেয়
Ο খ) সমাজ গঠনে ভূমিকা রাখে
Ο গ) মানুষের অতীত জীবনের চিত্র তুলে ধরে
Ο ঘ) গ্রন্থাকারে লিপিবদ্ধ থাকে
সঠিক উত্তর: (গ)
২২২. তানিয়া অতীত ঘটনা জেনে বর্তমানকে বিচার করে এবং ভবিষ্যৎ সম্পর্ক দিক নির্দেশনা প্রদান করতে চায়। এক্ষেত্রে তানিয়াকে কোন বিষয়টি জানতে হবে?
Ο ক) ইতিহাস
Ο খ) পৌরনীতি
Ο গ) অর্থনীতি
Ο ঘ) সমাজবিজ্ঞান
সঠিক উত্তর: (ক)
২২৩. ইতিহাসের উপাদানসমূহ সংরক্ষণ করা হয়-
i. জাদুঘরে
ii. গ্রন্থাগারে
iii. মহাফেজখানায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৪. বিভিন্ন ইতিহাসবিদের ইতিহাস সম্পর্কে মন্তব্য বিশ্লেষণ করে যেটি পাওয়া যায়।
Ο ক) মানব সভ্যতার সত্যনিষ্ঠ বিবরণ
Ο খ) ভৌগোলিক পরিবেশের বিবরণ
Ο গ) অর্থনৈতিক কর্মকাণ্ডের বিবরণ
Ο ঘ) রাজনৈতিক কর্মকাণ্ডের বিবরণ
সঠিক উত্তর: (ক)
২২৫. ইতিহাসের উপাদান- i. লিখিত ii. মৌখিক iii. অলিখিত নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২৬. অতীত-বর্তমানের ঘটনাপ্রবাহ কোনটির বিচরণ ক্ষেত্র?
Ο ক) ইতিহাসের
Ο খ) সমাজবিজ্ঞানের
Ο গ) রাষ্ট্রবিজ্ঞানের
Ο ঘ) সাহিত্যর
সঠিক উত্তর: (ক)
২২৭. জাদুঘরে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো হচ্ছে-
i. মুদ্রা ও শিলালিপি
ii. মূর্তি ও লিপি
iii. লিপি ও ইমারত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৮. গুহাবাসী মানুষ পশু শিকার,মাছ ধরা ও বন জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করত কেন?
Ο ক) স্বাবলম্বী হওয়ার জন্য
Ο খ) কাজে দক্ষ হওয়ার জন্য
Ο গ) একসাথে থাকার জন্য
Ο ঘ) জীবিকা নির্বাহের জন্য
সঠিক উত্তর: (ঘ)
২২৯. অতীতের অভ্যাস, শিক্ষা, শিল্প, সাহিত্য-সংস্কৃতিক যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে তাকে কী বলে?
Ο ক) ইতিহাস
Ο খ) ঐতিহ্য
Ο গ) সভ্যতা
Ο ঘ) প্রত্নতত্ত্ব
সঠিক উত্তর: (খ)
২৩০. ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য হলো-
i. ইতিহাস অতীতমুখী
ii. ইতিহাস নিরপেক্ষ
iii. ইতিহাস নিরন্তর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩১. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি কার লেখা?
Ο ক) কলহনের
Ο খ) মিনহাজ-উস-সিরাজের
Ο গ) কৌটিল্যের
Ο ঘ) আকবর আলী খানের
সঠিক উত্তর: (গ)
২৩২. ‘যা কিছু ঘটে তাই ইতিহাস’-উক্তিটি কার?
Ο ক) ড. জনসনের
Ο খ) হেরোডটাসের
Ο গ) ই এইচ কারের
Ο ঘ) থুকিডাইডিসের
সঠিক উত্তর: (ক)
২৩৩. ইতিহাসের মুখ্য বিষয় তথা মানুষের সাফল্য ও ব্যর্থ্তার অনুসন্ধান কেমন হওয়া উচিত?
Ο ক) অনুমান নির্ভর
Ο খ) গল্প কাহিনী অনুসারে
Ο গ) লোক মতানুসারে
Ο ঘ) বিজ্ঞানভিত্তিক
সঠিক উত্তর: (ঘ)
২৩৪. উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলার কোন সভ্যতার নবদিগন্ত উন্মেচিত করে?
Ο ক) প্রাচীন
Ο খ) মধ্যযুগীয়
Ο গ) আধুনিক
Ο ঘ) উওরাধুনিক
সঠিক উত্তর: (ক)
২৩৫. ইতিহাস পাঠ করলে কোনটির ক্ষমতা বৃদ্ধি পায়?
Ο ক) বিচার বিশ্লেষণ করার
Ο খ) তর্ক করার
Ο গ) স্বপ্ন দেখার
Ο ঘ) পরিশ্রম করার
সঠিক উত্তর: (ক)
২৩৬. বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল কত খ্রিষ্টাব্দে?
Ο ক) ১৯৭০
Ο খ) ১৯৭১
Ο গ) ১৯৭২
Ο ঘ) ১৯৭৩
সঠিক উত্তর: (খ)
২৩৭. সেমিনারে বক্তারা বললেন, আত্মপরিচয় সংকটের মুহূর্তে আমাদের জাতীয় দায়িত্ব রয়েছ। ইতিহাসের আলোকে বক্তাগণ জাতীয় দায়্ত্বি হিসেবে চিহ্নিত করেছেন কোনটিকে?
Ο ক) দেশপ্রেম জাগ্রত করা
Ο খ) মূল্যবোধ সৃষ্টি করা
Ο গ) সচেতনতা সৃষ্টি করা
Ο ঘ) ইতিহাস পাঠ করা
সঠিক উত্তর: (ঘ)
২৩৮. প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ হলো- i. মুদ্রা ii. শিলালিপি iii. তাম্রলিপি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩৯. মুদ্রা, শিল্পলিপি ইত্যাদি কোথায় সংরক্ষিত থাকে?
Ο ক) জাদুঘরে
Ο খ) লাইব্রেরিতে
Ο গ) মহাফেজখানায়
Ο ঘ) প্রত্নতাত্ত্বিক বিভাগে
সঠিক উত্তর: (ক)
২৪০. হেরোডটাস কোন ক্ষেত্রে প্রথম ‘ইতিহাস’ শব্দটির ব্যবহার করেন?
Ο ক) সাহিত্যর নামকরণে
Ο খ) উপন্যাসের নামকরণে
Ο গ) গবেষণাকর্মের নামকরণে
Ο ঘ) কবিতার নামকরণে
সঠিক উত্তর: (গ)
২৪১. সমাজ জীবনই ইতিহাস-উক্তিটি কে করেছেন?
Ο ক) টয়েনবি
Ο খ) লিওপোল্ড ফন র্যাংক
Ο গ) ভিকো
Ο ঘ) হেরোডটাস
সঠিক উত্তর: (ক)
২৪২. যেসব উপাদান থেকে আমরা কোনো সময়ের, স্থানে বা ব্যাক্তির সম্পর্কে তথ্য পাই তাকে কোন উপাদান বলা হয়?
Ο ক) লিখিত
Ο খ) পৌরণিক
Ο গ) সাহিত্যিক
Ο ঘ) প্রত্নতাত্ত্বিক
সঠিক উত্তর: (ঘ)
২৪৩. বাঙালি জাতির রয়েছে গৌরবের কাহিনী। এই কাহিনী জেনে তোমার যে বিষয়ে সফলতা আসতে পারে-
i. দেশপ্রেম
ii. কর্মসংস্থান
iii. সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৪৪. সাকিব তার সকল সহপাঠীর সাথে কুমিল্লার ময়নামতিতে গিয়ে সেখানে বিভিন্ন ধরনের স্তম্ভ ও শিলালিপি দেখতে পায়। সাকিবের দেখা জিনিসগুলো ইতিহাসের কোন ধরনের উপাদান?
Ο ক) লিখিত উপাদান
Ο খ) অর্ধ-লিখিত উপাদান
Ο গ) সাহিত্যিক উপাদান
Ο ঘ) প্রত্নতাত্ত্বিক উপাদান
সঠিক উত্তর: (ঘ)
২৪৫. বিষয়বস্তুর ভিত্তিতে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) ২ ভাগে
Ο খ) ৩ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ৫ ভাগ
সঠিক উত্তর: (গ)
২৪৬. ইতিহাসের পরিসরে আওতাভুক্ত কোনটি?
Ο ক) মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয়
Ο খ) জীবজন্তু কর্তৃক সম্পাদিত বিষয়
Ο গ) পৌরাণিক কাহিনীর সকল বিষয়
Ο ঘ) ধর্মগ্রন্থে লিখিত সকল বিষয়
সঠিক উত্তর: (ক)
২৪৭. বিভিন্ন দেশি-বিদেশি সাহিত্যিকর্মের অন্তর্ভুক্ত-
i. কৌটিল্যর অর্থশাস্ত্র
ii. কলহনের রাজতরঙ্গিনী
iii. মিনহাজ-উস-সিরাজের তবকাত-ই-নাসিরী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪৮. আজমুল বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গুরুত্ব সহকারে পাঠ করে এবং দেশের প্রতি দায়িত্ব পালনে আগ্রহী হয়। ইতিহাস পাঠের মাধ্যমে জাগ্রত হয় তার-
Ο ক) মানবপ্রেম
Ο খ) দেশপ্রেম
Ο গ) সাহিত্যপ্রেম
Ο ঘ) ইতিহাস প্রেম
সঠিক উত্তর: (খ)
২৪৯. লিখিত ও অলিখিত উপাদান ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ কেন?
Ο ক) পূর্ণাঙ্গ ইতিহাস রচনার লক্ষ্যে
Ο খ) বিশেষ ইতিহাস রচনার লক্ষ্যে
Ο গ) নথিপত্র রচনার লক্ষ্যে
Ο ঘ) পরিশীলিত ইতিহাস রচনার লক্ষ্যে
সঠিক উত্তর: (ক)
২৫০. যেসব তথ্য প্রমানের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে কী বলে?
Ο ক) ইতিহাস
Ο খ) ইতিহাসের উপাদান
Ο গ) গবেষণা
Ο ঘ) ইতিহাসের উপযোগিতা
সঠিক উত্তর: (খ)
২৫১. ইতিহাস প্রধান উপজীব্য বিষয় কী?
Ο ক) মানবসমাজের অগ্রতির ধারা বর্ণনা
Ο খ) মানব চরিত্র বর্ণনা
Ο গ) অতীত ও ইমারত
Ο ঘ) শিলালিপি ও ইমারত
সঠিক উত্তর: (ক)
২৫২. জেনিফার নিয়মিত ডায়েরি লিখে। সে তার ডায়েরিটি ইতিহাসের নিয়ম মেনে লিখতে চায়। তবে তাকে-
i. আবেগ পরিহার করে লিখতে হবে
ii. যা ঘটেছে তার খুঁটিনাটি সব লিখতে হবে
iii. নিরপেক্ষতা বজায় রেখে লিখতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৫৩. ইতিহাসের লিখিত উপাদান কোনটি?
Ο ক) ইমারত
Ο খ) শিলালিপি
Ο গ) মুদ্রা
Ο ঘ) জীবনী
সঠিক উত্তর: (ঘ)
২৫৪. সঠিক ইতিহাস হওয়ার জন্য নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) ঘটনার নিরপেক্ষ বর্ণনা উপস্থাপন
Ο খ) ঘটনার বস্তুনিষ্ঠ বর্ণনা উপস্থাপন
Ο গ) ঘটনার সঠিক মূল্যায়ন
Ο ঘ) ঘটনার সঠিক গবেষণা প্রণয়ন
সঠিক উত্তর: (ক)
অনুচ্ছেদটি পড় এবং নিচের ৩টি প্রশ্নের উওর দাও: ইতিহাস পরিচিতি অধ্যায় পড়ানোর সময় শ্রেণিশিক্ষক ছাত্র-ছাত্রীদের কাছে ইতিহাস কী ও এ সম্পর্কে জানতে চাইলেন। তানিয়া বলল, ‘ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যকার অন্তহীন সংলাপ’। মিরাজ বলল, ‘যা কিছু ঘটে তাই ইতিহাস’।
২৫৫. তানিয়ার বক্তব্য কোন ঐতিহাসিকের বক্তব্য প্রতিফলিত হয়েছে?
Ο ক) ই এইচ কার
Ο খ) ড. জনসন
Ο গ) র্যাপসন
Ο ঘ) হেরোডটাস
সঠিক উত্তর: (ক)
২৫৬. মিরাজের বক্তব্য কোন ঐতিহাসকের বক্তব্য প্রতিফলিত হয়েছে?
Ο ক) ই এইচ কার
Ο খ) ড. জনসন
Ο গ) র্যাপসন
Ο ঘ) হেরোডটাস
সঠিক উত্তর: (খ)
২৫৭. তানিয়া ও মিরাজের বক্তব্যর আলোকে ইতিহাসের বিষয়বস্তু হলো-
i. অতীত অর্থনৈতিক তত্ত্ব
ii. অতীত ঘটনা
iii. ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. সাকিব নবম শ্রেণির ইতিহাসের প্রথম ক্লাস থেকে জানতে পারল যে ইতিহাসের প্রথম গ্রন্থ রচিত হয় একটি যুদ্ধকে কেন্দ্র করে। সাকিব কোন যুদ্ধ সম্পর্কে জানতে পারল?
Ο ক) গ্রিক-রোমান যুদ্ধ
Ο খ) গ্রিক-পারস্য যুদ্ধ
Ο গ) পারস্য- রোমান যুদ্ধ
Ο ঘ) অস্ট্রিয়া- গ্রিক যুদ্ধ
সঠিক উত্তর: (খ)
২০২. মিতুল ইতিহাস বিষয়ে একটি প্রবন্ধ লিখতে গিয়ে কিছু ঐতিহাসিক দলিলপত্র ও চিঠিপত্র দেখতে আগ্রহী হলো। এসব তথ্যাদি সে সংগ্রহ করতে পারে-
i. গ্রন্থাগারের মাধ্যমে
ii. মহাফেজখানার মাধ্যমে
iii. গ্রন্থের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২০৩. কেন ইতিহাসের ক্ষেত্র, চিন্তাচেতনা, দৃষ্টিভঙ্গি ও লিখন পদ্ধতির পরিবর্তন এসেছে?
Ο ক) ইতিহাসের প্রবহমান ধারায় কারণে
Ο খ) সামাজিক পরিবর্তনের ফলে
Ο গ) গবেষকদের কারণে
Ο ঘ) শাসকবর্গের প্রচেষ্টায়
সঠিক উত্তর: (ক)
২০৪. ‘প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণই ইতিহাস।’-উক্তিটি কার?
Ο ক) কলহনের
Ο খ) ই এইচ কারের
Ο গ) হেরোডটাসের
Ο ঘ) লিওপোল্ড ফন্ র্যাংকের
সঠিক উত্তর: (ঘ)
২০৫. গুহাবাসী মানুষ অন্তহীন প্রচেষ্টা দ্বারা যে ক্রমধারায় নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করে তার প্রকৃত ধারাবাহিকতা কোনটি?
Ο ক) সাম্রাজ্য→ শহর→নগর→গ্রাম
Ο খ) নগর→শহর→সাম্রাজ্য→গ্রাম
Ο গ) গ্রাম→নগর→শহর→সাম্রাজ্য
Ο ঘ) গ্রাম→সাম্রাজ্য→নগর→শহর
সঠিক উত্তর: (গ)
২০৬. স্বপন ও তাদের চাকরির প্রশিক্ষণ হিসেবে তিন সপ্তাহ বনে খাদ্য সংগ্রহ করে ক্ষুধা নিবারণ করে। স্বপন ও রতন যে যুগের মানুষের কাজটি করেছে-
Ο ক) প্রাগৈতিহাসিক
Ο খ) মধ্যযুগ
Ο গ) আধুনিক যুগ
Ο ঘ) শিল্প বিপ্লবের যুগ
সঠিক উত্তর: (ক)
২০৭. ইতিহাসের বিষয়বস্তু পরিসর রচিত কেমন?
Ο ক) ব্যপক
Ο খ) বিস্তীর্ণ
Ο গ) ক্ষুদ্র
Ο ঘ) সীমিত
সঠিক উত্তর: (ক)
২০৮. জনাব আরাফাত একজন ঐতিহাসিক। তিনি নিচের কোনটিকে ইতিহাসের বিষয়বস্তু হিসেবে গ্রহণ করবেন?
Ο ক) প্রাণিজগৎ ও তাদের আচার-আচরণ
Ο খ) পশু-পাখি ও তাদের ক্রিয়াকলাপ
Ο গ) মানুষ ও তার পারিপার্শ্বিকতা
Ο ঘ) প্রাচীন গল্পকাহিনী ও তার বর্ণনা
সঠিক উত্তর: (গ)
২০৯. জাহিদ তার স্কুল থেকে বাৎসরিক শিক্ষা সফরে উওরবঙ্গে গিয়ে মহাস্থানগড়, পাহাড়পুর ও ময়নামতি ঘুরে এলেন। জাহিদের দেখা স্থানগুলো ইতিহাসের কোন ধরনের নিদর্শন?
Ο ক) সাহিত্যিক
Ο খ) প্রত্নতাত্ত্বিক
Ο গ) গল্পকাহিনীমূলক
Ο ঘ) লিখিত
সঠিক উত্তর: (খ)
২১০. হেরোডটাস কোন দেশের্ ঐতিহাসিক?
Ο ক) ফরাসি
Ο খ) পারসিয়ান
Ο গ) গ্রিস
Ο ঘ) তুর্কি
সঠিক উত্তর: (গ)
২১১. বাংলাদেশে ১৯৫২ সাল ও ১৯৭১ সালের জাতীয় দৈনিক পত্রিকাগুলো ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের একটি সংরক্ষিত দলিল। এগুলো পাঠের মাধ্যমে সমৃদ্ধ হয়-
Ο ক) যুদ্ধভিত্তিক জ্ঞান
Ο খ) ইতিহাসের জ্ঞান
Ο গ) অর্থনৈতিক জ্ঞান
Ο ঘ) পৌরনীতির জ্ঞান
সঠিক উত্তর: (খ)
২১২. ইতিহাসকে শিক্ষণীয় দর্শন বলার যর্থাথ কারণ কী?
Ο ক) দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে
Ο খ) প্রাকটিক্যালভাবে শিক্ষা দেয় বলে
Ο গ) সত্যনিষ্ঠ শিক্ষা দেয় বলে
Ο ঘ) দর্শনের শিক্ষা দেয় বলে
সঠিক উত্তর: (ক)
২১৩. প্রত্নতাত্ত্বিক নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং বিশ্লেষণ করলে সেই সময়ের অধিবাসীদের সম্পর্কে ধারণা পাওয়া যায়-
i. সামাজিক বিষয়ে
ii. অর্থনৈতিক বিষয়ে
iii. রাজনৈতিক বিষয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৪. বাংলায় আগত পরিব্রাজকদের থেকে জানা যায় তৎকালীন-
i. ধর্ম সম্পর্কে
ii. সমাজ সম্পর্কে
iii. রাজনীতি সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৫. প্রত্নতাত্ত্বিক উপাদানের মাধ্যমে জানা যায়-
i. বিভিন্ন জাতির অগ্রগতির ইতিহাস
ii. বিভিন্ন মানুষের ইতিহাস
iii. বিভিন্ন সমাজের ইতিহাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৬. অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যর বস্তুনিষ্ঠ বিবরণকে কী বলে?
Ο ক) পৌরনীতি
Ο খ) নৃ-বিজ্ঞান
Ο গ) ইতিহাস
Ο ঘ) ভূগোল
সঠিক উত্তর: (গ)
২১৭. প্রাগৈাতিহাসিক যুগের প্রথম পর্বের মানুষের কর্মকাণ্ড কোনটির মধ্যে সীমাবদ্ধ ছিল?
Ο ক) আগুন জ্বালানো
Ο খ) কৃষিকাজ
Ο গ) খাদ্য সংগ্রহমূলক
Ο ঘ) পশুপালন
সঠিক উত্তর: (গ)
২১৮. যেসব তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে কী বলা হয়?
Ο ক) ইতিহাসের দর্পণ
Ο খ) ইতিহাসের খুঁটি
Ο গ) ইতিহাসের উপাদান
Ο ঘ) ইতিহাসের রক্ষক
সঠিক উত্তর: (গ)
২১৯. মানুষ কীভাবে নিজ দেশের সম্পর্কে মঙ্গল অমঙ্গলের পূর্বাভাস পেতে পারে?
Ο ক) অর্থনীতি পাঠ করে
Ο খ) সমাজবিজ্ঞান পাঠ করে
Ο গ) পৌরনীতি পাঠ করে
Ο ঘ) ইতিহাস পাঠ করে
সঠিক উত্তর: (ঘ)
২২০. বাংলাদেশের আড়াই হাজার বছর পূর্বের নগর সভ্যতার অস্তিত্বের স্বীকৃতিদানকারী প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) উয়ারী-বটেশ্বর
Ο খ) ময়নামতি
Ο গ) মহাস্থানগর
Ο ঘ) পাহাড়পুর
সঠিক উত্তর: (ক)
২২১. রুপকথা, গল্পকাহিনী, কিংবদন্তি ইতিহাসের বিষয়বস্তু কেন?
Ο ক) মানুষকে আনন্দ দেয়
Ο খ) সমাজ গঠনে ভূমিকা রাখে
Ο গ) মানুষের অতীত জীবনের চিত্র তুলে ধরে
Ο ঘ) গ্রন্থাকারে লিপিবদ্ধ থাকে
সঠিক উত্তর: (গ)
২২২. তানিয়া অতীত ঘটনা জেনে বর্তমানকে বিচার করে এবং ভবিষ্যৎ সম্পর্ক দিক নির্দেশনা প্রদান করতে চায়। এক্ষেত্রে তানিয়াকে কোন বিষয়টি জানতে হবে?
Ο ক) ইতিহাস
Ο খ) পৌরনীতি
Ο গ) অর্থনীতি
Ο ঘ) সমাজবিজ্ঞান
সঠিক উত্তর: (ক)
২২৩. ইতিহাসের উপাদানসমূহ সংরক্ষণ করা হয়-
i. জাদুঘরে
ii. গ্রন্থাগারে
iii. মহাফেজখানায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৪. বিভিন্ন ইতিহাসবিদের ইতিহাস সম্পর্কে মন্তব্য বিশ্লেষণ করে যেটি পাওয়া যায়।
Ο ক) মানব সভ্যতার সত্যনিষ্ঠ বিবরণ
Ο খ) ভৌগোলিক পরিবেশের বিবরণ
Ο গ) অর্থনৈতিক কর্মকাণ্ডের বিবরণ
Ο ঘ) রাজনৈতিক কর্মকাণ্ডের বিবরণ
সঠিক উত্তর: (ক)
২২৫. ইতিহাসের উপাদান- i. লিখিত ii. মৌখিক iii. অলিখিত নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২৬. অতীত-বর্তমানের ঘটনাপ্রবাহ কোনটির বিচরণ ক্ষেত্র?
Ο ক) ইতিহাসের
Ο খ) সমাজবিজ্ঞানের
Ο গ) রাষ্ট্রবিজ্ঞানের
Ο ঘ) সাহিত্যর
সঠিক উত্তর: (ক)
২২৭. জাদুঘরে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো হচ্ছে-
i. মুদ্রা ও শিলালিপি
ii. মূর্তি ও লিপি
iii. লিপি ও ইমারত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৮. গুহাবাসী মানুষ পশু শিকার,মাছ ধরা ও বন জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করত কেন?
Ο ক) স্বাবলম্বী হওয়ার জন্য
Ο খ) কাজে দক্ষ হওয়ার জন্য
Ο গ) একসাথে থাকার জন্য
Ο ঘ) জীবিকা নির্বাহের জন্য
সঠিক উত্তর: (ঘ)
২২৯. অতীতের অভ্যাস, শিক্ষা, শিল্প, সাহিত্য-সংস্কৃতিক যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে তাকে কী বলে?
Ο ক) ইতিহাস
Ο খ) ঐতিহ্য
Ο গ) সভ্যতা
Ο ঘ) প্রত্নতত্ত্ব
সঠিক উত্তর: (খ)
২৩০. ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য হলো-
i. ইতিহাস অতীতমুখী
ii. ইতিহাস নিরপেক্ষ
iii. ইতিহাস নিরন্তর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩১. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি কার লেখা?
Ο ক) কলহনের
Ο খ) মিনহাজ-উস-সিরাজের
Ο গ) কৌটিল্যের
Ο ঘ) আকবর আলী খানের
সঠিক উত্তর: (গ)
২৩২. ‘যা কিছু ঘটে তাই ইতিহাস’-উক্তিটি কার?
Ο ক) ড. জনসনের
Ο খ) হেরোডটাসের
Ο গ) ই এইচ কারের
Ο ঘ) থুকিডাইডিসের
সঠিক উত্তর: (ক)
২৩৩. ইতিহাসের মুখ্য বিষয় তথা মানুষের সাফল্য ও ব্যর্থ্তার অনুসন্ধান কেমন হওয়া উচিত?
Ο ক) অনুমান নির্ভর
Ο খ) গল্প কাহিনী অনুসারে
Ο গ) লোক মতানুসারে
Ο ঘ) বিজ্ঞানভিত্তিক
সঠিক উত্তর: (ঘ)
২৩৪. উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলার কোন সভ্যতার নবদিগন্ত উন্মেচিত করে?
Ο ক) প্রাচীন
Ο খ) মধ্যযুগীয়
Ο গ) আধুনিক
Ο ঘ) উওরাধুনিক
সঠিক উত্তর: (ক)
২৩৫. ইতিহাস পাঠ করলে কোনটির ক্ষমতা বৃদ্ধি পায়?
Ο ক) বিচার বিশ্লেষণ করার
Ο খ) তর্ক করার
Ο গ) স্বপ্ন দেখার
Ο ঘ) পরিশ্রম করার
সঠিক উত্তর: (ক)
২৩৬. বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল কত খ্রিষ্টাব্দে?
Ο ক) ১৯৭০
Ο খ) ১৯৭১
Ο গ) ১৯৭২
Ο ঘ) ১৯৭৩
সঠিক উত্তর: (খ)
২৩৭. সেমিনারে বক্তারা বললেন, আত্মপরিচয় সংকটের মুহূর্তে আমাদের জাতীয় দায়িত্ব রয়েছ। ইতিহাসের আলোকে বক্তাগণ জাতীয় দায়্ত্বি হিসেবে চিহ্নিত করেছেন কোনটিকে?
Ο ক) দেশপ্রেম জাগ্রত করা
Ο খ) মূল্যবোধ সৃষ্টি করা
Ο গ) সচেতনতা সৃষ্টি করা
Ο ঘ) ইতিহাস পাঠ করা
সঠিক উত্তর: (ঘ)
২৩৮. প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ হলো- i. মুদ্রা ii. শিলালিপি iii. তাম্রলিপি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩৯. মুদ্রা, শিল্পলিপি ইত্যাদি কোথায় সংরক্ষিত থাকে?
Ο ক) জাদুঘরে
Ο খ) লাইব্রেরিতে
Ο গ) মহাফেজখানায়
Ο ঘ) প্রত্নতাত্ত্বিক বিভাগে
সঠিক উত্তর: (ক)
২৪০. হেরোডটাস কোন ক্ষেত্রে প্রথম ‘ইতিহাস’ শব্দটির ব্যবহার করেন?
Ο ক) সাহিত্যর নামকরণে
Ο খ) উপন্যাসের নামকরণে
Ο গ) গবেষণাকর্মের নামকরণে
Ο ঘ) কবিতার নামকরণে
সঠিক উত্তর: (গ)
২৪১. সমাজ জীবনই ইতিহাস-উক্তিটি কে করেছেন?
Ο ক) টয়েনবি
Ο খ) লিওপোল্ড ফন র্যাংক
Ο গ) ভিকো
Ο ঘ) হেরোডটাস
সঠিক উত্তর: (ক)
২৪২. যেসব উপাদান থেকে আমরা কোনো সময়ের, স্থানে বা ব্যাক্তির সম্পর্কে তথ্য পাই তাকে কোন উপাদান বলা হয়?
Ο ক) লিখিত
Ο খ) পৌরণিক
Ο গ) সাহিত্যিক
Ο ঘ) প্রত্নতাত্ত্বিক
সঠিক উত্তর: (ঘ)
২৪৩. বাঙালি জাতির রয়েছে গৌরবের কাহিনী। এই কাহিনী জেনে তোমার যে বিষয়ে সফলতা আসতে পারে-
i. দেশপ্রেম
ii. কর্মসংস্থান
iii. সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৪৪. সাকিব তার সকল সহপাঠীর সাথে কুমিল্লার ময়নামতিতে গিয়ে সেখানে বিভিন্ন ধরনের স্তম্ভ ও শিলালিপি দেখতে পায়। সাকিবের দেখা জিনিসগুলো ইতিহাসের কোন ধরনের উপাদান?
Ο ক) লিখিত উপাদান
Ο খ) অর্ধ-লিখিত উপাদান
Ο গ) সাহিত্যিক উপাদান
Ο ঘ) প্রত্নতাত্ত্বিক উপাদান
সঠিক উত্তর: (ঘ)
২৪৫. বিষয়বস্তুর ভিত্তিতে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) ২ ভাগে
Ο খ) ৩ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ৫ ভাগ
সঠিক উত্তর: (গ)
২৪৬. ইতিহাসের পরিসরে আওতাভুক্ত কোনটি?
Ο ক) মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয়
Ο খ) জীবজন্তু কর্তৃক সম্পাদিত বিষয়
Ο গ) পৌরাণিক কাহিনীর সকল বিষয়
Ο ঘ) ধর্মগ্রন্থে লিখিত সকল বিষয়
সঠিক উত্তর: (ক)
২৪৭. বিভিন্ন দেশি-বিদেশি সাহিত্যিকর্মের অন্তর্ভুক্ত-
i. কৌটিল্যর অর্থশাস্ত্র
ii. কলহনের রাজতরঙ্গিনী
iii. মিনহাজ-উস-সিরাজের তবকাত-ই-নাসিরী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪৮. আজমুল বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গুরুত্ব সহকারে পাঠ করে এবং দেশের প্রতি দায়িত্ব পালনে আগ্রহী হয়। ইতিহাস পাঠের মাধ্যমে জাগ্রত হয় তার-
Ο ক) মানবপ্রেম
Ο খ) দেশপ্রেম
Ο গ) সাহিত্যপ্রেম
Ο ঘ) ইতিহাস প্রেম
সঠিক উত্তর: (খ)
২৪৯. লিখিত ও অলিখিত উপাদান ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ কেন?
Ο ক) পূর্ণাঙ্গ ইতিহাস রচনার লক্ষ্যে
Ο খ) বিশেষ ইতিহাস রচনার লক্ষ্যে
Ο গ) নথিপত্র রচনার লক্ষ্যে
Ο ঘ) পরিশীলিত ইতিহাস রচনার লক্ষ্যে
সঠিক উত্তর: (ক)
২৫০. যেসব তথ্য প্রমানের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে কী বলে?
Ο ক) ইতিহাস
Ο খ) ইতিহাসের উপাদান
Ο গ) গবেষণা
Ο ঘ) ইতিহাসের উপযোগিতা
সঠিক উত্তর: (খ)
২৫১. ইতিহাস প্রধান উপজীব্য বিষয় কী?
Ο ক) মানবসমাজের অগ্রতির ধারা বর্ণনা
Ο খ) মানব চরিত্র বর্ণনা
Ο গ) অতীত ও ইমারত
Ο ঘ) শিলালিপি ও ইমারত
সঠিক উত্তর: (ক)
২৫২. জেনিফার নিয়মিত ডায়েরি লিখে। সে তার ডায়েরিটি ইতিহাসের নিয়ম মেনে লিখতে চায়। তবে তাকে-
i. আবেগ পরিহার করে লিখতে হবে
ii. যা ঘটেছে তার খুঁটিনাটি সব লিখতে হবে
iii. নিরপেক্ষতা বজায় রেখে লিখতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৫৩. ইতিহাসের লিখিত উপাদান কোনটি?
Ο ক) ইমারত
Ο খ) শিলালিপি
Ο গ) মুদ্রা
Ο ঘ) জীবনী
সঠিক উত্তর: (ঘ)
২৫৪. সঠিক ইতিহাস হওয়ার জন্য নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) ঘটনার নিরপেক্ষ বর্ণনা উপস্থাপন
Ο খ) ঘটনার বস্তুনিষ্ঠ বর্ণনা উপস্থাপন
Ο গ) ঘটনার সঠিক মূল্যায়ন
Ο ঘ) ঘটনার সঠিক গবেষণা প্রণয়ন
সঠিক উত্তর: (ক)
অনুচ্ছেদটি পড় এবং নিচের ৩টি প্রশ্নের উওর দাও: ইতিহাস পরিচিতি অধ্যায় পড়ানোর সময় শ্রেণিশিক্ষক ছাত্র-ছাত্রীদের কাছে ইতিহাস কী ও এ সম্পর্কে জানতে চাইলেন। তানিয়া বলল, ‘ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যকার অন্তহীন সংলাপ’। মিরাজ বলল, ‘যা কিছু ঘটে তাই ইতিহাস’।
২৫৫. তানিয়ার বক্তব্য কোন ঐতিহাসিকের বক্তব্য প্রতিফলিত হয়েছে?
Ο ক) ই এইচ কার
Ο খ) ড. জনসন
Ο গ) র্যাপসন
Ο ঘ) হেরোডটাস
সঠিক উত্তর: (ক)
২৫৬. মিরাজের বক্তব্য কোন ঐতিহাসকের বক্তব্য প্রতিফলিত হয়েছে?
Ο ক) ই এইচ কার
Ο খ) ড. জনসন
Ο গ) র্যাপসন
Ο ঘ) হেরোডটাস
সঠিক উত্তর: (খ)
২৫৭. তানিয়া ও মিরাজের বক্তব্যর আলোকে ইতিহাসের বিষয়বস্তু হলো-
i. অতীত অর্থনৈতিক তত্ত্ব
ii. অতীত ঘটনা
iii. ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History