ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় – ১ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. মার্কিন পররাষ্টমন্ত্রী হিলারী ক্লিনটন বাংলাদেশ সফরকালে ড. ফিরোজ কবির বাংলাদেশের বিভিন্ন ঘটনার বৈজ্ঞানিক ও ধারাবাহিক বর্ণনা দেন এবং তাঁদের মধ্যে ও অতীত নিয়ে সংলাপ হয়। ঐতিহাসিক দৃষ্টিকোন থেকে ড. ফিরোজকে আমরা কি বলব?
Ο ক) সাংবাদিক
Ο খ) নৃবিজ্ঞানী
Ο গ) ইতিহাসবেত্তা
Ο ঘ) সমাজবিজ্ঞানী
সঠিক উত্তর: (গ)
১৫২. আমাদের দেশ কত তারিখে স্বাধীন হয়?
Ο ক) ১৬ অক্টোবর
Ο খ) ১৬ সেপ্টেম্বব
Ο গ) ১৬ নভেম্বব
Ο ঘ) ১৬ ডিসেম্বর
সঠিক উত্তর: (ঘ)
১৫৩. পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
Ο ক) ধর্মপাল
Ο খ) দেবপাল
Ο গ) গোপাল
Ο ঘ) নেপাল
সঠিক উত্তর: (গ)
১৫৪. মল্লিক স্যার ক্লাসে ইতিহাসের প্রথম রচিত গ্রণ্থের বিষয়বস্তু ছাত্রদের বললেন। তিনি নিচের কোনটি উল্লেখ করছেন?
Ο ক) গ্রিক-পারসিক দ্বন্দ্ব
Ο খ) ভারত-ব্রিটিশ দ্বন্দ্ব
Ο গ) আরব-পারসিক দ্বন্দ্ব
Ο ঘ) গ্রিক-ডাচ দ্বন্দ্ব
সঠিক উত্তর: (ক)
১৫৫. ঐতিহাসিক ভিকোর দৃষ্টিকোণ থেকে ইতিহাসের বিষয়বস্তু হলো-
i. জ্যেতির্বিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ
ii. মানব সমাজের উৎপত্তি ও বিকাশ
iii. মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৬. সমাজের সর্বস্তরে মানুষেরই ইতিহাস জানা প্রয়োজন কেন?
Ο ক) পরিবেশ সম্পর্কে সচেতন করার জন্য
Ο খ) জাতীয় অনুষ্ঠানাদি পালনের জন্য
Ο গ) জাতীয় পরিচয় ও ঐতিহ্য রক্ষার জন্য
Ο ঘ) পরবর্তী প্রজন্মকে অবহিত করার জন্য
সঠিক উত্তর: (গ)
১৫৭. পঠন-পাঠন,আলোচনা ও গবেষনাকর্মের সুবিধার্থে ইতিহাসের প্রকারভেদ হলো-
i. ভৌগোলিক অবস্থানগত ইতিহাস
ii. উপাদানগত
iii. বিষয়বস্তুগত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৮. সুমনাকে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাসকে ভাগ করতে বলা হলো। সুমনার শ্রেণিবিভাগ সঠিক হলে সেটা নিচের কোনটি?
Ο ক) স্থানীয়, জাতীয় ও আন্তজার্তিক
Ο খ) স্থানীয, আঞ্চলিক ও জাতীয়
Ο গ) আঞ্চলিক, আন্তজার্তিক ও স্থানীয়
Ο ঘ) জাতীয়, আঞ্চলিক, সাম্প্রদায়িক
সঠিক উত্তর: (ক)
১৫৯. বাংলাদেশে শত্রুমুক্ত হয় কত তারিখে?
Ο ক) ১৫ ডিসেম্বর ১৯৭১
Ο খ) ১৬ ডিসেম্বর ১৯৭১
Ο গ) ১৭ ডিসেম্বর ১৯৭১
Ο ঘ) ১৪ ডিসেম্বর ১৯৭১
সঠিক উত্তর: (খ)
১৬০. মানুষের সাফল্য ও ব্যর্থতার বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান-উক্তিটি ইতিহাসের কোন অংশের সাথে সম্পর্কিত?
Ο ক) ঐতিহ্য অনুসন্ধান করতে সাহয্য করে
Ο খ) গবেষণা কাজে সাহায্য করে
Ο গ) পেশাগত উন্নয়নে কাজে লাগে
Ο ঘ) সামাজিক অগ্রগতি ঘটায়
সঠিক উত্তর: (ক)
১৬১. ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি-
i. দেশের স্বার্থে
ii. জাতির স্বার্থে
iii. ব্যাক্তির স্বার্থে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬২. কাকে আধুনিক ইতিহাসের জনক বলা হয়?
Ο ক) হেরোডটাস
Ο খ) টয়েনবি
Ο গ) লিওপোল্ড ফন্ র্যাংকে
Ο ঘ) ই এইচ কার
সঠিক উত্তর: (খ)
১৬৩. রুপকথা, গল্পকাহিনী ও কিংবদন্তি ইতিহাসের উপাদান হিসেবে কীভাবে কাজ করে?
Ο ক) সমাজ গঠনে ভূমিকা রেখে
Ο খ) মানুষকে আনন্দ দিয়ে
Ο গ) গ্রন্থাগারে লিপিবদ্ধ থেকে
Ο ঘ) অতীত জীবনযাত্রার চিত্র তুলে ধরে
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. মার্কসবাদ প্রচারের পর রচিত হয়-
i. শিল্পকলার ইতিহাস
ii. অর্থনীতির ইতিহাস
iii. রাজনীতির ইতিহাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৫. হেরোডটাসকে অনুকরণ করে যদি কোনে ঐতিহাসিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে চান তবে তাঁকে লিখতে হবে-
i. মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ
ii. পাকিস্তানের বর্বরতা
iii. বাঙালির বিজয়গাথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬৬. টয়েনবি বলেছেন সমাজের জীবনই ইতিহাস। এর যৌক্তিকতা হলো-
i. ইতিহাস সামাজিক আচরণ অন্তর্ভূক্ত
ii. সামাজিক প্রতিষ্ঠানের ইতিহাসের বিষয়ভুক্ত
iii. সমাজের সকল মানুষ ইতিহাসের অংশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৭. ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে কোনটি যৌক্তিক?
Ο ক) গবেষণা
Ο খ) শুধু অতীত ঘটনা বর্ণনা
Ο গ) যুদ্ধের বিবরণ
Ο ঘ) অতীত সংরক্ষণ
সঠিক উত্তর: (ক)
১৬৮. প্রত্নতাত্ত্বিক উপাদান দিয়ে ইতিহাস রচনা অপূর্ণাঙ্গ হয় কেন?
Ο ক) এগুলো জাদুঘরে সংরক্ষিত থাকে
Ο খ) গবেষকগণ ব্যবহার করার সুযোগ পান না
Ο গ) এগুলা সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে
Ο ঘ) স্বল্প পরিমাণে ঐতিহাসিক তথ্য প্রদান করে
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. হেরোডোটাস হিস্টরিয়া শব্দটি প্রথম ব্যবহার কখন করেন?
Ο ক) খ্রিষ্ট্রপূর্ব পঞ্চম শতাব্দীতে
Ο খ) খ্রিষ্ট্রপূর্ব ষষ্ঠ শতাব্দীতে
Ο গ) খ্রিষ্টপূর্ব সপ্তম শতাব্দীতে
Ο ঘ) খ্রিষ্টপূর্ব অষ্টম শতাব্দীতে
সঠিক উত্তর: (ক)
১৭০. মানুষের যে ধরনের অর্জন ইতিহাসের বিষয়ভুক্ত-
i. গুরুত্বপূর্ণ অর্জন
ii. সভ্যতায় অবদান
iii. সাহিত্যর অবদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭১. পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
Ο ক) ধর্ম পাল
Ο খ) গোপাল
Ο গ) মহীপাল
Ο ঘ) দেবপাল
সঠিক উত্তর: (খ)
১৭২. ‘Historia’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
Ο ক) থুকিডাইডিস
Ο খ) চনসন
Ο গ) কলহন
Ο ঘ) হেরোডটাস
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. বর্তমান সময়ের ইতিহাসকে কী বলা হয়?
Ο ক) সমসাময়িক ইতিহাস
Ο খ) বর্তমান ইতিহাস
Ο গ) সাম্প্রদায়িক ইতিহাস
Ο ঘ) সঠিক ইতিহাস
সঠিক উত্তর: (গ)
১৭৪. মানুষ যখন গুহাবাসী ছিল তখন তার অবস্থান কোথায় ছিল?
Ο ক) সভ্যতার সর্বনিম্ন স্তরে
Ο খ) সভ্যতার মধ্যম স্তরে
Ο গ) সভ্যতাপূর্ব স্তরে
Ο ঘ) সভ্যতার উচ্চ স্তরে
সঠিক উত্তর: (ক)
১৭৫. বর্তমানের প্রয়োজন কাজে লাগানো যেতে পারে কিসের শিক্ষা?
Ο ক) বিজ্ঞানের শিক্ষা
Ο খ) ধর্মের শিক্ষা
Ο গ) ইতিহাসের শিক্ষা
Ο ঘ) সাধারণ নৈতিক শিক্ষা
সঠিক উত্তর: (গ)
১৭৬. মানুষের অতীত জীবন ও সমাজের অগ্রগতির পূর্ণাঙ্গ ও বিস্তারিত তথ্য পাওয়া যায়-
i. লিখিত উপাদানে
ii. অলিখিত উপাদানে
iii. প্রত্নতাত্ত্বিক উপাদানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. ইতিহাসের অলিখিত উপাদান কোনটি?
Ο ক) সাহিত্য
Ο খ) বৈদেশিক বিবরণ
Ο গ) দলিলপত্র
Ο ঘ) স্তম্ভলিপি
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. ইংরেজি হিস্ট্রি (History) শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
Ο ক) গ্রিক শব্দ হিস্টরিয়া
Ο খ) গ্রিক শব্দ হিট্রি
Ο গ) ফারসি শব্দ হিস্টরিয়া
Ο ঘ) ফারসি শব্দ হিট্রি
সঠিক উত্তর: (ক)
১৭৯. ‘ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ।’- উক্তিটি কার?
Ο ক) ই, এইচ, কারের
Ο খ) হেরোডটাসের
Ο গ) থুকিডাইডিসের
Ο ঘ) কলহনের
সঠিক উত্তর: (ক)
১৮০. ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
Ο ক) হাত থেকে
Ο খ) ঐতিহ্য থেকে
Ο গ) ইতিহ থেকে
Ο ঘ) ঐতিহ থেকে
সঠিক উত্তর: (গ)
১৮১. অতীত ঘটনাসমূহ বর্তমান প্রজন্মের কাছে পৌছে দিচ্ছে কোনটি?
Ο ক) ইতিহাস
Ο খ) সাহিত্য
Ο গ) সংস্কৃতি
Ο ঘ) বিজ্ঞান
সঠিক উত্তর: (ক)
১৮২. উয়ারী-বটের প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমুহ প্রমাণ করে-
i. প্রাচীনকাল থেকেই বাংলাদেশ মৃৎশিল্পে সমৃদ্ধ ছিল
ii. বহু প্রাচীনকাল থেকেই বাংলাদেশ নগর সভ্যতা গড়ে ওঠে
iii. প্রাচীন বাংলার অধিবাসীদের ধ্যান-ধারণা অত্যন্ত উন্নত মানের ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. ইলিয়াস তুহিনকে আধুনিক ইতিহাসের জনকের নাম বলেছেন। ইলিয়াস কার নাম উল্লেখ করলেন?
Ο ক) হেরোডটাস
Ο খ) লিওপোল্ড ফন্ র্যাংকে
Ο গ) কলহন
Ο ঘ) ই এইচ কার
সঠিক উত্তর: (খ)
১৮৪. মানুষকে সচেতন করে তোলে কিসের জ্ঞান?
Ο ক) সাধারণ জ্ঞান
Ο খ) ইসলামি জ্ঞান
Ο গ) ধর্মের জ্ঞান
Ο ঘ) ইতিহাসের জ্ঞনা
সঠিক উত্তর: (ঘ)
১৮৫. আবদুল করিম বাংলাদেশের একজন সচেতন ও শিক্ষিত নাগরিক। উচ্চ মাধ্যমিক তাঁর অধ্যয়নের বিষয় ছিল ইতিহাস। করিম কোন বিষয়টি সম্পর্কে সাধারণ লোকের চেয়ে বেশি জানবে?
Ο ক) প্রাণিজগৎ
Ο খ) স্থাপত্যিক বিষয়াদি
Ο গ) মানুষ ও তার পারিপার্শ্বিকতা
Ο ঘ) নাগরিকের অধিকার ও কর্তব্য
সঠিক উত্তর: (গ)
১৮৬. ইতিহাসের কোন অলিখিত উপাদানগুলো একটা অংশ জাদুঘরে রাখা হয়?
Ο ক) মুদ্রা ও শিলালিপি
Ο খ) স্মৃতিস্তম্ভ ও শিলালিপি
Ο গ) মুদ্রা ও ইমারত
Ο ঘ) শিলালিপি ও ইমারত
সঠিক উত্তর: (ক)
১৮৭. মুক্তিযুদ্ধ কয় মাস স্থায়ী ছিল?
Ο ক) ৭
Ο খ) ৪
Ο গ) ৯
Ο ঘ) ১০
সঠিক উত্তর: (গ)
১৮৮. সুমন একটি দেশের সামাজিক, রাজনৈতিক,অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস জানতে চায়। এজন্য তাকে জানতে হবে-
Ο ক) বিষয়বস্তুগত ইতিহাস
Ο খ) আঞ্চলিক ইতিহাস
Ο গ) ভৌগোলিক অবস্থানগত ইতিহাস
Ο ঘ) আন্তজার্তিক ইতিহাস
সঠিক উত্তর: (ক)
১৮৯. ইতিহাস ও অনুসন্ধান এ দুটি ধারণাকে সংযুক্ত করেন কে?
Ο ক) হেরোডোটাস
Ο খ) টয়েনবি
Ο গ) ই.বি.টেইলর
Ο ঘ) র্যাপসন
সঠিক উত্তর: (ক)
১৯০. বর্তমান সময়ের প্রেক্ষিতে যে ইতিহাস লেখা হয় তাকে কী বলে?
Ο ক) অনাগত ইতিহাস
Ο খ) আধুনিক ইতিহাস
Ο গ) নৃবৈজ্ঞানিক ইতিহাস
Ο ঘ) সাম্প্রতিক ইতিহাস
সঠিক উত্তর: (ঘ)
১৯১. ইতিহাস পাঠ জাগ্রত করে- i. সচেতনতা ii. আত্মমর্যাদা iii. আত্মঅহংকার নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯২. গ্রিক শব্দ ‘হিস্টরিয়া’ শব্দটির আভিধানিক অর্থ কী?
Ο ক) ঘটনাপ্রবাহ
Ο খ) গবেষণা
Ο গ) ধারাবাহিক বর্ণনা
Ο ঘ) গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ
সঠিক উত্তর: (খ)
১৯৩. একটি জাতির সফল সংগ্রাম ও গৌরময় ঐতিহ্যর সত্যনিষ্ঠ বিবরণ মানুষকে সাহায্য করে-
i. আত্মপ্রত্যয়ী
ii. আত্মবিশ্বাসী
iii. দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. ইতিহাস বলতে কী বোঝায়?
Ο ক) আদিম মানুষের জীবনযাত্রা
Ο খ) মানব সমাজের অগ্রগতির ধারা
Ο গ) মানব সমাজের অতীত ঘটনাবলি
Ο ঘ) মানব সমাজের অনন্ত ঘটনাপ্রবাহ
সঠিক উত্তর: (গ)
১৯৫. একটি জাতিকে বর্তমানের মর্যাদাপূর্ণ কর্মতৎপরতায় উজ্জীবিত করতে পারে-
i. জাতির ঐতিহ্য
ii. জাতির ভবিৎশত
iii. জাতির গৌরবান্বিত ইতিহাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯৬. সম্পা ইতিহাসের একটি সংজ্ঞা পড়েছে যেখানে লেখা ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। সম্পা কোন ব্যাক্তির সংজ্ঞাটি পড়েছে?
Ο ক) টয়েনবি
Ο খ) হেরোডটাস
Ο গ) ই,এইচ,কার
Ο ঘ) লিওপোল্ড ফন র্যাংকে
সঠিক উত্তর: (গ)
১৯৭. প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন ধরনের উপাদান?
Ο ক) লিখিত
Ο খ) অলিখিত
Ο গ) কথিত
Ο ঘ) চিত্রিত
সঠিক উত্তর: (খ)
১৯৮. ইতিহাস ও অনুসন্ধান-এ দুটি শব্দ যুক্ত হওয়ায় ইতিহাস পরিণত হয়-
i. বিজ্ঞানের
ii. গবেষণার বিষয়ে
iii. পরিপূর্ণভাবে তথ্যনির্ভর বিষয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৯. ‘মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু।’
Ο ক) রমেশচন্দ্র মজুমদারের
Ο খ) ভিকোর
Ο গ) লিওপোল্ড ফন্ র্যাংকের
Ο ঘ) কলহনের
সঠিক উত্তর: (খ)
২০০. সফিক তার ভাইয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এলে সে কলাভবনের সামনে ‘অপরাজেয় বাংলা’ নামের একটি ভাস্কর্য দেখতে পায়। সফিকের দেখা ভাস্কর্যটি ইতিহাসের কোন ধরনের উপাদান?
Ο ক) অলিখিত
Ο খ) ভৌগোলিক
Ο গ) লিখিত
Ο ঘ) সাহিত্যিক
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. মার্কিন পররাষ্টমন্ত্রী হিলারী ক্লিনটন বাংলাদেশ সফরকালে ড. ফিরোজ কবির বাংলাদেশের বিভিন্ন ঘটনার বৈজ্ঞানিক ও ধারাবাহিক বর্ণনা দেন এবং তাঁদের মধ্যে ও অতীত নিয়ে সংলাপ হয়। ঐতিহাসিক দৃষ্টিকোন থেকে ড. ফিরোজকে আমরা কি বলব?
Ο ক) সাংবাদিক
Ο খ) নৃবিজ্ঞানী
Ο গ) ইতিহাসবেত্তা
Ο ঘ) সমাজবিজ্ঞানী
সঠিক উত্তর: (গ)
১৫২. আমাদের দেশ কত তারিখে স্বাধীন হয়?
Ο ক) ১৬ অক্টোবর
Ο খ) ১৬ সেপ্টেম্বব
Ο গ) ১৬ নভেম্বব
Ο ঘ) ১৬ ডিসেম্বর
সঠিক উত্তর: (ঘ)
১৫৩. পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
Ο ক) ধর্মপাল
Ο খ) দেবপাল
Ο গ) গোপাল
Ο ঘ) নেপাল
সঠিক উত্তর: (গ)
১৫৪. মল্লিক স্যার ক্লাসে ইতিহাসের প্রথম রচিত গ্রণ্থের বিষয়বস্তু ছাত্রদের বললেন। তিনি নিচের কোনটি উল্লেখ করছেন?
Ο ক) গ্রিক-পারসিক দ্বন্দ্ব
Ο খ) ভারত-ব্রিটিশ দ্বন্দ্ব
Ο গ) আরব-পারসিক দ্বন্দ্ব
Ο ঘ) গ্রিক-ডাচ দ্বন্দ্ব
সঠিক উত্তর: (ক)
১৫৫. ঐতিহাসিক ভিকোর দৃষ্টিকোণ থেকে ইতিহাসের বিষয়বস্তু হলো-
i. জ্যেতির্বিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ
ii. মানব সমাজের উৎপত্তি ও বিকাশ
iii. মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৬. সমাজের সর্বস্তরে মানুষেরই ইতিহাস জানা প্রয়োজন কেন?
Ο ক) পরিবেশ সম্পর্কে সচেতন করার জন্য
Ο খ) জাতীয় অনুষ্ঠানাদি পালনের জন্য
Ο গ) জাতীয় পরিচয় ও ঐতিহ্য রক্ষার জন্য
Ο ঘ) পরবর্তী প্রজন্মকে অবহিত করার জন্য
সঠিক উত্তর: (গ)
১৫৭. পঠন-পাঠন,আলোচনা ও গবেষনাকর্মের সুবিধার্থে ইতিহাসের প্রকারভেদ হলো-
i. ভৌগোলিক অবস্থানগত ইতিহাস
ii. উপাদানগত
iii. বিষয়বস্তুগত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৮. সুমনাকে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাসকে ভাগ করতে বলা হলো। সুমনার শ্রেণিবিভাগ সঠিক হলে সেটা নিচের কোনটি?
Ο ক) স্থানীয়, জাতীয় ও আন্তজার্তিক
Ο খ) স্থানীয, আঞ্চলিক ও জাতীয়
Ο গ) আঞ্চলিক, আন্তজার্তিক ও স্থানীয়
Ο ঘ) জাতীয়, আঞ্চলিক, সাম্প্রদায়িক
সঠিক উত্তর: (ক)
১৫৯. বাংলাদেশে শত্রুমুক্ত হয় কত তারিখে?
Ο ক) ১৫ ডিসেম্বর ১৯৭১
Ο খ) ১৬ ডিসেম্বর ১৯৭১
Ο গ) ১৭ ডিসেম্বর ১৯৭১
Ο ঘ) ১৪ ডিসেম্বর ১৯৭১
সঠিক উত্তর: (খ)
১৬০. মানুষের সাফল্য ও ব্যর্থতার বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান-উক্তিটি ইতিহাসের কোন অংশের সাথে সম্পর্কিত?
Ο ক) ঐতিহ্য অনুসন্ধান করতে সাহয্য করে
Ο খ) গবেষণা কাজে সাহায্য করে
Ο গ) পেশাগত উন্নয়নে কাজে লাগে
Ο ঘ) সামাজিক অগ্রগতি ঘটায়
সঠিক উত্তর: (ক)
১৬১. ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি-
i. দেশের স্বার্থে
ii. জাতির স্বার্থে
iii. ব্যাক্তির স্বার্থে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬২. কাকে আধুনিক ইতিহাসের জনক বলা হয়?
Ο ক) হেরোডটাস
Ο খ) টয়েনবি
Ο গ) লিওপোল্ড ফন্ র্যাংকে
Ο ঘ) ই এইচ কার
সঠিক উত্তর: (খ)
১৬৩. রুপকথা, গল্পকাহিনী ও কিংবদন্তি ইতিহাসের উপাদান হিসেবে কীভাবে কাজ করে?
Ο ক) সমাজ গঠনে ভূমিকা রেখে
Ο খ) মানুষকে আনন্দ দিয়ে
Ο গ) গ্রন্থাগারে লিপিবদ্ধ থেকে
Ο ঘ) অতীত জীবনযাত্রার চিত্র তুলে ধরে
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. মার্কসবাদ প্রচারের পর রচিত হয়-
i. শিল্পকলার ইতিহাস
ii. অর্থনীতির ইতিহাস
iii. রাজনীতির ইতিহাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৫. হেরোডটাসকে অনুকরণ করে যদি কোনে ঐতিহাসিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে চান তবে তাঁকে লিখতে হবে-
i. মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ
ii. পাকিস্তানের বর্বরতা
iii. বাঙালির বিজয়গাথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬৬. টয়েনবি বলেছেন সমাজের জীবনই ইতিহাস। এর যৌক্তিকতা হলো-
i. ইতিহাস সামাজিক আচরণ অন্তর্ভূক্ত
ii. সামাজিক প্রতিষ্ঠানের ইতিহাসের বিষয়ভুক্ত
iii. সমাজের সকল মানুষ ইতিহাসের অংশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৭. ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে কোনটি যৌক্তিক?
Ο ক) গবেষণা
Ο খ) শুধু অতীত ঘটনা বর্ণনা
Ο গ) যুদ্ধের বিবরণ
Ο ঘ) অতীত সংরক্ষণ
সঠিক উত্তর: (ক)
১৬৮. প্রত্নতাত্ত্বিক উপাদান দিয়ে ইতিহাস রচনা অপূর্ণাঙ্গ হয় কেন?
Ο ক) এগুলো জাদুঘরে সংরক্ষিত থাকে
Ο খ) গবেষকগণ ব্যবহার করার সুযোগ পান না
Ο গ) এগুলা সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে
Ο ঘ) স্বল্প পরিমাণে ঐতিহাসিক তথ্য প্রদান করে
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. হেরোডোটাস হিস্টরিয়া শব্দটি প্রথম ব্যবহার কখন করেন?
Ο ক) খ্রিষ্ট্রপূর্ব পঞ্চম শতাব্দীতে
Ο খ) খ্রিষ্ট্রপূর্ব ষষ্ঠ শতাব্দীতে
Ο গ) খ্রিষ্টপূর্ব সপ্তম শতাব্দীতে
Ο ঘ) খ্রিষ্টপূর্ব অষ্টম শতাব্দীতে
সঠিক উত্তর: (ক)
১৭০. মানুষের যে ধরনের অর্জন ইতিহাসের বিষয়ভুক্ত-
i. গুরুত্বপূর্ণ অর্জন
ii. সভ্যতায় অবদান
iii. সাহিত্যর অবদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭১. পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
Ο ক) ধর্ম পাল
Ο খ) গোপাল
Ο গ) মহীপাল
Ο ঘ) দেবপাল
সঠিক উত্তর: (খ)
১৭২. ‘Historia’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
Ο ক) থুকিডাইডিস
Ο খ) চনসন
Ο গ) কলহন
Ο ঘ) হেরোডটাস
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. বর্তমান সময়ের ইতিহাসকে কী বলা হয়?
Ο ক) সমসাময়িক ইতিহাস
Ο খ) বর্তমান ইতিহাস
Ο গ) সাম্প্রদায়িক ইতিহাস
Ο ঘ) সঠিক ইতিহাস
সঠিক উত্তর: (গ)
১৭৪. মানুষ যখন গুহাবাসী ছিল তখন তার অবস্থান কোথায় ছিল?
Ο ক) সভ্যতার সর্বনিম্ন স্তরে
Ο খ) সভ্যতার মধ্যম স্তরে
Ο গ) সভ্যতাপূর্ব স্তরে
Ο ঘ) সভ্যতার উচ্চ স্তরে
সঠিক উত্তর: (ক)
১৭৫. বর্তমানের প্রয়োজন কাজে লাগানো যেতে পারে কিসের শিক্ষা?
Ο ক) বিজ্ঞানের শিক্ষা
Ο খ) ধর্মের শিক্ষা
Ο গ) ইতিহাসের শিক্ষা
Ο ঘ) সাধারণ নৈতিক শিক্ষা
সঠিক উত্তর: (গ)
১৭৬. মানুষের অতীত জীবন ও সমাজের অগ্রগতির পূর্ণাঙ্গ ও বিস্তারিত তথ্য পাওয়া যায়-
i. লিখিত উপাদানে
ii. অলিখিত উপাদানে
iii. প্রত্নতাত্ত্বিক উপাদানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. ইতিহাসের অলিখিত উপাদান কোনটি?
Ο ক) সাহিত্য
Ο খ) বৈদেশিক বিবরণ
Ο গ) দলিলপত্র
Ο ঘ) স্তম্ভলিপি
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. ইংরেজি হিস্ট্রি (History) শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
Ο ক) গ্রিক শব্দ হিস্টরিয়া
Ο খ) গ্রিক শব্দ হিট্রি
Ο গ) ফারসি শব্দ হিস্টরিয়া
Ο ঘ) ফারসি শব্দ হিট্রি
সঠিক উত্তর: (ক)
১৭৯. ‘ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ।’- উক্তিটি কার?
Ο ক) ই, এইচ, কারের
Ο খ) হেরোডটাসের
Ο গ) থুকিডাইডিসের
Ο ঘ) কলহনের
সঠিক উত্তর: (ক)
১৮০. ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
Ο ক) হাত থেকে
Ο খ) ঐতিহ্য থেকে
Ο গ) ইতিহ থেকে
Ο ঘ) ঐতিহ থেকে
সঠিক উত্তর: (গ)
১৮১. অতীত ঘটনাসমূহ বর্তমান প্রজন্মের কাছে পৌছে দিচ্ছে কোনটি?
Ο ক) ইতিহাস
Ο খ) সাহিত্য
Ο গ) সংস্কৃতি
Ο ঘ) বিজ্ঞান
সঠিক উত্তর: (ক)
১৮২. উয়ারী-বটের প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমুহ প্রমাণ করে-
i. প্রাচীনকাল থেকেই বাংলাদেশ মৃৎশিল্পে সমৃদ্ধ ছিল
ii. বহু প্রাচীনকাল থেকেই বাংলাদেশ নগর সভ্যতা গড়ে ওঠে
iii. প্রাচীন বাংলার অধিবাসীদের ধ্যান-ধারণা অত্যন্ত উন্নত মানের ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. ইলিয়াস তুহিনকে আধুনিক ইতিহাসের জনকের নাম বলেছেন। ইলিয়াস কার নাম উল্লেখ করলেন?
Ο ক) হেরোডটাস
Ο খ) লিওপোল্ড ফন্ র্যাংকে
Ο গ) কলহন
Ο ঘ) ই এইচ কার
সঠিক উত্তর: (খ)
১৮৪. মানুষকে সচেতন করে তোলে কিসের জ্ঞান?
Ο ক) সাধারণ জ্ঞান
Ο খ) ইসলামি জ্ঞান
Ο গ) ধর্মের জ্ঞান
Ο ঘ) ইতিহাসের জ্ঞনা
সঠিক উত্তর: (ঘ)
১৮৫. আবদুল করিম বাংলাদেশের একজন সচেতন ও শিক্ষিত নাগরিক। উচ্চ মাধ্যমিক তাঁর অধ্যয়নের বিষয় ছিল ইতিহাস। করিম কোন বিষয়টি সম্পর্কে সাধারণ লোকের চেয়ে বেশি জানবে?
Ο ক) প্রাণিজগৎ
Ο খ) স্থাপত্যিক বিষয়াদি
Ο গ) মানুষ ও তার পারিপার্শ্বিকতা
Ο ঘ) নাগরিকের অধিকার ও কর্তব্য
সঠিক উত্তর: (গ)
১৮৬. ইতিহাসের কোন অলিখিত উপাদানগুলো একটা অংশ জাদুঘরে রাখা হয়?
Ο ক) মুদ্রা ও শিলালিপি
Ο খ) স্মৃতিস্তম্ভ ও শিলালিপি
Ο গ) মুদ্রা ও ইমারত
Ο ঘ) শিলালিপি ও ইমারত
সঠিক উত্তর: (ক)
১৮৭. মুক্তিযুদ্ধ কয় মাস স্থায়ী ছিল?
Ο ক) ৭
Ο খ) ৪
Ο গ) ৯
Ο ঘ) ১০
সঠিক উত্তর: (গ)
১৮৮. সুমন একটি দেশের সামাজিক, রাজনৈতিক,অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস জানতে চায়। এজন্য তাকে জানতে হবে-
Ο ক) বিষয়বস্তুগত ইতিহাস
Ο খ) আঞ্চলিক ইতিহাস
Ο গ) ভৌগোলিক অবস্থানগত ইতিহাস
Ο ঘ) আন্তজার্তিক ইতিহাস
সঠিক উত্তর: (ক)
১৮৯. ইতিহাস ও অনুসন্ধান এ দুটি ধারণাকে সংযুক্ত করেন কে?
Ο ক) হেরোডোটাস
Ο খ) টয়েনবি
Ο গ) ই.বি.টেইলর
Ο ঘ) র্যাপসন
সঠিক উত্তর: (ক)
১৯০. বর্তমান সময়ের প্রেক্ষিতে যে ইতিহাস লেখা হয় তাকে কী বলে?
Ο ক) অনাগত ইতিহাস
Ο খ) আধুনিক ইতিহাস
Ο গ) নৃবৈজ্ঞানিক ইতিহাস
Ο ঘ) সাম্প্রতিক ইতিহাস
সঠিক উত্তর: (ঘ)
১৯১. ইতিহাস পাঠ জাগ্রত করে- i. সচেতনতা ii. আত্মমর্যাদা iii. আত্মঅহংকার নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯২. গ্রিক শব্দ ‘হিস্টরিয়া’ শব্দটির আভিধানিক অর্থ কী?
Ο ক) ঘটনাপ্রবাহ
Ο খ) গবেষণা
Ο গ) ধারাবাহিক বর্ণনা
Ο ঘ) গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ
সঠিক উত্তর: (খ)
১৯৩. একটি জাতির সফল সংগ্রাম ও গৌরময় ঐতিহ্যর সত্যনিষ্ঠ বিবরণ মানুষকে সাহায্য করে-
i. আত্মপ্রত্যয়ী
ii. আত্মবিশ্বাসী
iii. দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. ইতিহাস বলতে কী বোঝায়?
Ο ক) আদিম মানুষের জীবনযাত্রা
Ο খ) মানব সমাজের অগ্রগতির ধারা
Ο গ) মানব সমাজের অতীত ঘটনাবলি
Ο ঘ) মানব সমাজের অনন্ত ঘটনাপ্রবাহ
সঠিক উত্তর: (গ)
১৯৫. একটি জাতিকে বর্তমানের মর্যাদাপূর্ণ কর্মতৎপরতায় উজ্জীবিত করতে পারে-
i. জাতির ঐতিহ্য
ii. জাতির ভবিৎশত
iii. জাতির গৌরবান্বিত ইতিহাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯৬. সম্পা ইতিহাসের একটি সংজ্ঞা পড়েছে যেখানে লেখা ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। সম্পা কোন ব্যাক্তির সংজ্ঞাটি পড়েছে?
Ο ক) টয়েনবি
Ο খ) হেরোডটাস
Ο গ) ই,এইচ,কার
Ο ঘ) লিওপোল্ড ফন র্যাংকে
সঠিক উত্তর: (গ)
১৯৭. প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন ধরনের উপাদান?
Ο ক) লিখিত
Ο খ) অলিখিত
Ο গ) কথিত
Ο ঘ) চিত্রিত
সঠিক উত্তর: (খ)
১৯৮. ইতিহাস ও অনুসন্ধান-এ দুটি শব্দ যুক্ত হওয়ায় ইতিহাস পরিণত হয়-
i. বিজ্ঞানের
ii. গবেষণার বিষয়ে
iii. পরিপূর্ণভাবে তথ্যনির্ভর বিষয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৯. ‘মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু।’
Ο ক) রমেশচন্দ্র মজুমদারের
Ο খ) ভিকোর
Ο গ) লিওপোল্ড ফন্ র্যাংকের
Ο ঘ) কলহনের
সঠিক উত্তর: (খ)
২০০. সফিক তার ভাইয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এলে সে কলাভবনের সামনে ‘অপরাজেয় বাংলা’ নামের একটি ভাস্কর্য দেখতে পায়। সফিকের দেখা ভাস্কর্যটি ইতিহাসের কোন ধরনের উপাদান?
Ο ক) অলিখিত
Ο খ) ভৌগোলিক
Ο গ) লিখিত
Ο ঘ) সাহিত্যিক
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC History