এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় – ১ (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় – ১ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. তপন মাহমুদ লালবাগ দুর্গ নির্মাণের পশ্চাদে যে ‍সৃষ্টিশীল উদ্দেশ্য ছিল তা উদ্ঘাটন করার চেষ্টা করছেন। তপন মাহমুদের এ কাজটিতে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
Ο ক) জাতীয় চেতনার বিকাশ
Ο খ) মননশীল চেতনার পরিচয়
Ο গ) অতীত সম্পর্কে জ্ঞানদান
Ο ঘ) মানব সমাজের অগ্রগতি
 সঠিক উত্তর: (খ)

 ১০২. মুক্তিযুদ্ধ আমাদের কাহিনী- i. গর্বের ii. কষ্টের iii. গৌরবের নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১০৩. ইতিহাসের কাল বিভাজনে কোনো সন-তারিখ ব্যবহার করা কঠিন কেন?
Ο ক) ইতিহাস নিরন্তর প্রবহমান বলে
Ο খ) ইতিহাস নিরপেক্ষ বলে
Ο গ) ইতিহাস অতীতমুখী বলে
Ο ঘ) ইতিহাস সত্যনির্ভর বলে
 সঠিক উত্তর: (ক)

 ১০৪. রনি সহপাঠীদের সাথে নরসিংদীর উয়ারী-বটেশ্বরে শিক্ষা সফরে গিয়ে কিছু প্রাচীন সভ্যতার নিদর্শনস্বরুপ শিলালিপি ও ইমারত দেখলে পেল। রনির দেখা উপাদানগুলো ইতিহাসের কোন ধরনের উপাদান?
Ο ক) লিখিত
Ο খ) সাহিত্যিক
Ο গ) অলিখিত
Ο ঘ) ভৌগোলিক
 সঠিক উত্তর: (গ)

 ১০৫. আমাদের ভাষা আন্দোলনের প্রতীক হলো আমাদের জাতীয় শহীদ মিনার। জাতীয় শহিদ মিনার ঐতিহাসের কোন ধরনের উপাদান?
Ο ক) লিখিত উপাদান
Ο খ) অর্ধ-লিখিত
Ο গ) সাহিত্যিক উপাদান
Ο ঘ) প্রত্নতাত্বিক উপাদান
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৬. সমাজ জীবনকে গুরুত্ব দিয়ে কোন ঐতিহাসিক ইতিহাসের ধারণা দিয়েছেন?
Ο ক) হেরোডটাস
Ο খ) জনসন
Ο গ) টয়েনবি
Ο ঘ) র‌্যাপসন
 সঠিক উত্তর: (গ)

 ১০৭. বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ হলো-
i. মহাস্থানগড়
ii. পাহাড়পুর
iii. ময়নামতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৮. বর্তমান প্রজন্মের একজন তরুণ যদি ১৯৬০-এর দশকের বাঙালির ইতিহাস সম্পর্কে অধ্যায়ন করে তবে সে জানতে পারবে সে সময়কার-
i. শিল্প ব্যবস্থা সম্পর্কে
ii. সমাজতও সম্পর্কে
iii. সমাজজীবন সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১০৯. রাতুল ইতিহাসের জনকের নানা গবেষণাকর্ম অনুসরণ করার চেষ্টা করেন। রাতুল কাকে অনুসরণ করতে চায়?
Ο ক) টয়েনবিকে
Ο খ) লিওপোল্ড ফণ র‌্যাংক
Ο গ) হেরোডোটাস
Ο ঘ) ড.জনসন
 সঠিক উত্তর: (গ)

 ১১০. ‘ইতিহাস’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Ο ক) ইতি + ষ্ণ
Ο খ) ইতি + হাস
Ο গ) ইতিহ + আস
Ο ঘ) ইতি + হস
 সঠিক উত্তর: (গ)

 ১১১. ভৌগোলিক অবস্থানগত ইতিহাস হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
Ο ক) রাজনৈতিক ইতিহাস
Ο খ) সামাজিক ইতিহাস
Ο গ) অর্থনৈতিক ইতিহাস
Ο ঘ) জাতীয় ইতিহাস
 সঠিক উত্তর: (ঘ)

 ১১২. প্রাচীন ভারতের সঠিক ইতিহাস জানা সম্ভব হয়নি। কারণ-
Ο ক) উৎসের অভাব
Ο খ) অনেক উৎস নষ্ট হয়ে যায়
Ο গ) পর্যাপ্ত উৎসের অভাব এবং ধারাবাহিকভাবে লিখিত নয়
Ο ঘ) ঐতিহাসিক দক্ষতার অভাব
 সঠিক উত্তর: (গ)

 ১১৩. কোনটির মধ্যে সমাজ, সভ্যতা মানুষের ও জীবনযাত্রা পরস্পর সন্নিহিত থাকে?
Ο ক) ইতিহাসের বিষয়বস্তুতে
Ο খ) পৌরনীতির বিষয়বস্তুতে
Ο গ) নৃবিজ্ঞানের বিষয়বস্তুতে
Ο ঘ) মনোবিজ্ঞানের বিষয়বস্তুতে
 সঠিক উত্তর: (ক)

 ১১৪. ইতিহাসের ছাত্র সোহেল পুরোনো জমিদার বাড়িতে পাওয়া একটি পাথর বেশ চড়া দামে কিনে নিজের সংগ্রহ রেখে দিলেন। পাথরটি ইতিহাসের কোন উপাদানের অন্তর্ভূক্ত?
Ο ক) লিখিত
Ο খ) মূল্যবান
Ο গ) অলিখিত
Ο ঘ) ঐতিহাসিক
 সঠিক উত্তর: (গ)

 ১১৫. উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত?
Ο ক) বগুড়া
Ο খ) ময়মনসিংহ
Ο গ) কুমিল্লা
Ο ঘ) নরসিংদী
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৬. ইতিহাস পাঠ মানুষকে সাহায্য করে-
i. বর্তমান অবস্থাকে বুঝতে
ii. ভবিৎষ্যত অনুধাবন করতে
iii. অতীত নিয়ন্ত্রণ করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১১৭. ইতিহাস খুবই মূল্যবান বিষয়-
i. বুদ্ধিজীবীদের নিকট
ii. রাষ্ট্রনায়কদের নিকট
iii. রাজনীতিবিদদের নিকট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৮. ইতিহাসের স্বরূপ সম্পর্কে তুমি যে বিষয়/বক্তব্য সমর্থন কর-
i. ইতিহাস অতীতমুখী
ii. ইতিহাস থেমে যায়
iii. ইতিহাসে আবেগ নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১১৯. জাতীয়তাবোধ ও জাতীয় সংহতি, সুদৃঢ়করণে কোনটির পাঠ অধিক যুক্তিযুক্ত?
Ο ক) ইতিহাস পাঠ
Ο খ) পৌরনীতি পাঠ
Ο গ) অর্থনীতি পাঠ
Ο ঘ) সাহিত্য পাঠ
 সঠিক উত্তর: (ক)

 ১২০. ‘ইৎসিং’- কে?
Ο ক) ভ্রমণকারী
Ο খ) দার্শনিক
Ο গ) ঐতিহাসিক
Ο ঘ) প্রত্নত্ত্ববিদ
 সঠিক উত্তর: (ক)

 ১২১. ইতিহাস কোন ধরনের?
Ο ক) স্থির
Ο খ) প্রবহমান
Ο গ) অপরিবর্তনীয়
Ο ঘ) ঘটমান
 সঠিক উত্তর: (খ)

 ১২২. হেরোডোটাস কোন দেশীয় ঐতিহাসিক?
Ο ক) জার্মানি
Ο খ) ইতালি
Ο গ) ফ্রান্স
Ο ঘ) গ্রিক
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৩. ইতিহাস পঠন-পাঠন প্রয়োজন কেন?
Ο ক) পুরাকাহিনী শোনার জন্য
Ο খ) অতীত দিনের স্মৃতিচারণের জন্য
Ο গ) ঐতিহ্য অনুসন্ধানের জন্য
Ο ঘ) বীরত্বগাথা জানার জন্য
 সঠিক উত্তর: (গ)

 ১২৪. প্রাচীন অধিবাসীদের সভ্যতা, ধর্ম, জীবনযাত্রা, নগরায়ন, নিত্যব্যবহার্য জিনিসপত্র এবং কৃষি উপকরণ সম্পর্কে ধারণা পাওয়া যায় কীভাবে?
Ο ক) পর্যটকদের বিবরণী থেকে
Ο খ) সরকারি নথিপত্র থেকে
Ο গ) বিভিন্ন সাহিত্য থেকে
Ο ঘ) প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৫. ‘তাজমহলের পাথর দেখেছ, দেখেছ কী তার প্রাণ’? এখানে ‘তাজমহলের পাথর’ ইতিহাসের কোন উপাদান অন্তভূক্ত?
Ο ক) লিখিত
Ο খ) অলিখিত
Ο গ) ভৌগোলিক
Ο ঘ) ঐতিহাসিক
 সঠিক উত্তর: (খ)

 ১২৬. ‘ইতিহ’ শব্দের অর্থ কী?
Ο ক) গল্পকাহিনী
Ο খ) অতীত কাহিনী
Ο গ) ঐতিহ্য
Ο ঘ) সংস্কৃতি
 সঠিক উত্তর: (গ)

 ১২৭. সিদ্দিক ইতিহাসের বৈশিষ্ট্য সম্পর্কে তার বন্ধুর সাথে আলোচনা করছিল। এক্ষেত্রে প্রযোজ্য হবে-
i. অতীতমুখী ও নিরন্তর প্রবাহমান
ii. প্রযুক্তিনির্ভর ও দর্শনভিত্তিক
iii. বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১২৮. অতীত মানুষের সামনে তুলে ধরা সম্ভব কীভাবে?
Ο ক) ইতিহাসের লিখিত উপাদানের মাধ্যমে
Ο খ) ইতিহাসে অলিখিত উপাদানের মাধ্যমে
Ο গ) ইতিহাসের লিখিত ও অলিখিত উপাদানের মাধ্যম
Ο ঘ) লিখিত ও অলিখিত উপাদানগুলো ধ্বংস করার মাধ্যমে
 সঠিক উত্তর: (গ)

 ১২৯. নিচের কোন ব্যাক্তি আফ্রিকান পরিব্রাজক ছিলেন?
Ο ক) ফা-হিয়েন
Ο খ) ইৎসিং
Ο গ) ইবনে বতুতা
Ο ঘ) হিউয়েন সাং
 সঠিক উত্তর: (গ)

 ১৩০. শাহিন ইতিহাস পাঠের মাধ্যমে জানতে পারল অতীতে মানুষ পশু শিকার,মাছ ধরা ও বন-জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত। শাহিন যে সময়কার ইতিহাস পাঠ করেছে সে সময়কার মানুষের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) পরনির্ভরশীল
Ο খ) সভ্যজাতি
Ο গ) গুহাবাসী
Ο ঘ) হিংস্র প্রকৃতির
 সঠিক উত্তর: (গ)

 ১৩১. ইতিহাসের লিখিত উপাদান কীভাবে জীবনযাত্রার সঠিক চিত্র তুলে ধরতে পারে?
Ο ক) পূর্ণাঙ্গ ঐতিহাসিক তথ্য প্রদান করার মাধ্যমে
Ο খ) এগুলো জাদুঘরে সংরক্ষিত করার মাধ্যমে
Ο গ) স্বল্প পরিমাণ তথ্য প্রদান করার মাধ্যমে
Ο ঘ) অপূর্ণাঙ্গ তথ্য প্রদান করার মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ১৩২. Hisroria/History শব্দের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে-
i. হেরোডটাসের
ii. আলেকজান্ডারের
iii. ইবনে খালদুনের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৩৩. ইতিহাসে কোনটির কোনো ঠাঁই নেই?
Ο ক) যুদ্ধ
Ο খ) দুঃশাসন
Ο গ) সত্য ঘটনা
Ο ঘ) আবেগ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৪. বাঙালি জাতির গৌরবের ইতিহাস কীভাবে জানা যায়?
Ο ক) অর্থনীতি পাঠে
Ο খ) পৌরনীতি পাঠে
Ο গ) ইতিহাস পাঠে
Ο ঘ) ভূগোল পাঠে
 সঠিক উত্তর: (গ)

 ১৩৫. ইতিহাসের দ্বারা ভবিষ্যৎ প্রভাবিত হওয়ার কারণ কী?
Ο ক) ইতিহাস জাতীয় চেতনার উন্মেষ ঘটায় বলে
Ο খ) ইতিহাস ভবিষ্যৎতের পথ নির্দেশ করে বলে
Ο গ) ইতিহাস দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটায় বলে
Ο ঘ) ইতিহাস ভবিষ্যৎ কর্মকাণ্ডের বিশ্লেষণ করে বলে
 সঠিক উত্তর: (খ)

 ১৩৬. কোনটি ইতিহাসের লিখিত উপাদান?
Ο ক) মুদ্রা
Ο খ) শিলালিপি
Ο গ) তাম্রলিপি
Ο ঘ) দলিলপত্র
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৭. ইতিহাস মানেই হলো নগ্নসত্য, কোন ঐতিহাসিক এ মত পোষণ করতেন?
Ο ক) লিওপোল্ড ফন্ র‌্যাংকে
Ο খ) টয়েনবি
Ο গ) হেরোডটাস
Ο ঘ) র‌্যাপসন
 সঠিক উত্তর: (ক)

 ১৩৮. ইতিহাসকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দু ভাগে
Ο খ) তিন ভাগে
Ο গ) চার ভাগে
Ο ঘ) পাঁচ ভাগে
 সঠিক উত্তর: (ক)

 ১৩৯. যেসব উপাদান থেকে আমরা কোনো সময়ের,স্থানে বা ব্যাক্তির সম্পর্কে যে তথ্য পাই তাকে বলে-
Ο ক) লিখিত ইতিহাস
Ο খ) রাজনৈতিক ইতিহাস
Ο গ) প্রত্নতাত্ত্বিক নিদর্শন
Ο ঘ) সামাজিক ইতিহাস
 সঠিক উত্তর: (গ)

 ১৪০. একই ইতিহাস বর্ণনা,ব্যাখ্যা এক এক ঐতিহাসিক এক এক রকম দিয়ে থাকেন কেন?
Ο ক) ইতিহাস কাহিনীনির্ভর বলে
Ο খ) ইতিহাস উপাদান দ্বারা নির্মিত বলে
Ο গ) ভিন্ন মানুষ ভিন্ন দেশের নাগরিক বলে
Ο ঘ) মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা ও দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন বলে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪১. ‘ইতিহাস’ শব্দটির আভিধানিক অর্থ-
i. সত্যানুসন্ধান
ii. গল্পকাহিনী
iii. গবেষনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৪২. ইতিহাসের লিখিত উপাদানের অন্তর্ভুক্ত কোনটি?
Ο ক) অতীতকে জানার জন্য
Ο খ) শখের বশবর্তী হয়ে
Ο গ) জাদুঘরে রাখার জন্য
Ο ঘ) সাহিত্য রচনার জন্য
 সঠিক উত্তর: (ক)

 ১৪৩. ইতিহাস পাঠের মাধ্যমে আমরা জানতে পারি-
i. মানব সমাজের কর্মকাণ্ড
ii. মানব সমাজের চিন্তা-চেতনা
iii. মানব সমাজের জীবনযাত্রার অগ্রগতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৪. হেরোডটাস ও লিওপোল্ড ফন্ র‌্যাংকে-এ দুই ব্যাক্তির মাঝে কোন বিষয়ে মিল আছে?
Ο ক) দুজনেই ঐতিহাসিক
Ο খ) দুজনেই সমাজবিজ্ঞানী
Ο গ) দুজনেই লেখক
Ο ঘ) দুজনেই সমরবিদ
 সঠিক উত্তর: (ক)

 ১৪৫. জীবনের ভূলগুলোর পাশ কাটিয়ে সুন্দরভাবে চলার জন্য কোন জ্ঞানকে অনূসরণ করতে বলা হয়েছে?
Ο ক) যুক্তিবিদ্যার
Ο খ) জ্যেতির্বিদ্যার
Ο গ) ইতিহাসের
Ο ঘ) গণিতের
 সঠিক উত্তর: (গ)

 ১৪৬. ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে বোঝার সুবিরধার্থে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২ ভাগে
Ο খ) ৩ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ৫ ভাগে
 সঠিক উত্তর: (খ)

 ১৪৭. ঐতিহ্য হচ্ছে অতীতের- i. অভ্যাস ii. ভাষা iii. শিল্প সাহিত্য নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৮. সামগ্রিকভাবে যা কিছু সমাজ সভ্যতার বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করছে তাই কী?
Ο ক) ইতিহাসের উপাদান
Ο খ) ইতিহাসের বিষয়বস্তু
Ο গ) ইতিহাসের খুটি
Ο ঘ) ইতিহাসের ভিত্তি
 সঠিক উত্তর: (খ)

 ১৪৯. ঐতিহ্য অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা ও শিল্পসাহিত্য যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এতে বোঝা যায়-
i. ঐতিহ্য গতিশীল
ii. ঐতিহ্য পরবর্তী প্রজন্মে প্রবাহিত হয়
iii. রাষ্ট্র পরবর্তী প্রজন্মে প্রবাহিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫০. বর্তমানের সকল বিষয়ই অতীতের ক্রমবিবর্তনের ফল। কথাটি দ্বারা নিচের কোনটি ওপর গুরুত্বরোপ করা হয়েছে?
Ο ক) বর্তমানের
Ο খ) অতীতের
Ο গ) ভবিষ্যতের
Ο ঘ) সব সময়ের
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post