এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় – ১ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় – ১ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. ওয়ারী-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নির্শনটি কোথায়?
Ο ক) পাহাড়পুরে
Ο খ) ময়নামতিতে
Ο গ) মহাস্থানগড়ে
Ο ঘ) নরসিংদীতে
 সঠিক উত্তর: (ঘ)

 ৫২. বাংলায় আগত পরিব্রাজকদের থেকে জানা যায় তৎকালীন-
i. ফা-হিয়েন
ii. হিউয়েন সাং
iii. ইৎসিং
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৩. ইতিহাসের উপাদান কোথায় সংরক্ষিত থাকে?
Ο ক) জাদুঘরে ও মহাফেজখানায়
Ο খ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে
Ο গ) চিড়িয়াখানায়
Ο ঘ) মহাফেজখানায় ও লাইব্রেরিতে
 সঠিক উত্তর: (ক)

 ৫৪. পূর্ণাঙ্গ ও বিস্তারিত ইতিহাস রচনার জন্য কোনটি প্রয়োজন?
Ο ক) লিখিত উপাদান
Ο খ) প্রত্নতাত্ত্বিক উপাদান
Ο গ) কিংবদন্তি
Ο ঘ) লিখিত ও অলিখিত উপাদান
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৫. প্রথম ঐতিহাসিক রচনার স্থান পেয়েছে-
i. গ্রিক-পারস্য যুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনা
ii. গ্রিক-পারস্য যুদ্ধের তথ্য
iii. গ্রিসের বিজয়গাথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৬. যে সকল সুবিধার্থে ইতিহাসকে দুভাগে ভাগ করা হয়েছে তা হলো-
i. গবেষণার সুবিধার্থে
ii. আলোচনার সুবিধার্থে
iii. ভাষার সুবিধার্থে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৭. ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দু ভাগে
Ο খ) তিন ভাগে
Ο গ) চার ভাগে
Ο ঘ) পাঁচ ভাগে
 সঠিক উত্তর: (খ)

 ৫৮. চৈনিক পরিব্রাজক হিসেবে কার নামটি সমর্থনযোগ্য?
Ο ক) ইবনে বতুতা
Ο খ) হিউয়েন সাং
Ο গ) বখতিয়ার খলজি
Ο ঘ) শায়েস্তা খান
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. সুভাষ চন্দ্র স্যার ইতিহাস পাঠকে গুরত্বপূর্ণ হিসেবে উল্লেখ করলেন। তাঁর বক্তব্য অনুসারে কোনটির বিকাশ ঘটবে?
Ο ক) যোগাযোগ ব্যবস্থার
Ο খ) অর্থনীতির
Ο গ) জাতীয় চেতনার
Ο ঘ) বিচার ব্যবস্থার
 সঠিক উত্তর: (গ)

 ৬০. ইতিহাসের মূল বিষয়বস্তু কী?
Ο ক) মানুষ ও তার পারিপার্শ্বিক অবস্থা
Ο খ) গল্প কাহিনী ও কিচ্ছা কাহিনী
Ο গ) রাজা বাদশাহর কাহিনী
Ο ঘ) যুদ্ধবিগ্রহের কাহিনী
 সঠিক উত্তর: (ক)

 ৬১. কেন ইতিহাসচর্চা ও ইতিহাস রচনা নিয়ে মতবিরোধ বিরাজ করে?
Ο ক) ঐতিহাসিক উপাদানের পর্যাপ্ততার কারণে
Ο খ) ঐতিহাসিক উপাদানের অপর্যাপ্ততার কারণে
Ο গ) ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির কারণে
Ο ঘ) সামাজিক স্থিতিশীলতার কারণে
 সঠিক উত্তর: (খ)

 ৬২. উনিশ শতকে ইতিহাসের মূল বিষয় ছিল কোনটি?
Ο ক) অর্থনীতি
Ο খ) কৃষি
Ο গ) রাজনীতি
Ο ঘ) পরিবেশ
 সঠিক উত্তর: (গ)

 ৬৩. লামা তারনাথ কোন দেশীয় লেখক?
Ο ক) চাইনিজ
Ο খ) জাপানিজ
Ο গ) স্পানিজ
Ο ঘ) তিব্বতীয়
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. ইতিহাসের প্রকৃত উদ্দেশ্য ঘটনার-
i. সত্যানুসন্ধান করা
ii. জ্ঞানানুসন্ধান করা
iii. গবেষণা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) iও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৫. ইতিহাসের উপাদান কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (ক)

 ৬৬. ইতিহাসের সাহিত্যিক উপাদানের মধ্যে রয়েছে-
i. রুপকথা
ii. কিংবদন্তী
iii. গল্পকাহিনী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৭. ইতিহাসের অলিখিত উপাদান বৈশিষ্ট্য হলো-
Ο ক) পূর্ণাঙ্গ ধারণা দিতে সক্ষম
Ο খ) অর্ধেক ধারণা দিতে সক্ষম
Ο গ) কিছুটা ধারণা দিতে সক্ষম
Ο ঘ) কোনো ধারণা দিতে পারে না
 সঠিক উত্তর: (গ)

 ৬৮. ইবনে বতুতা কোন দেশীয় পরিব্রাজক?
Ο ক) মিসরীয়
Ο খ) স্প্যানীয়
Ο গ) আফ্রিকান
Ο ঘ) জাপানীয়
 সঠিক উত্তর: (গ)

 ৬৯. সমাজ সভ্যতা বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করেছে-
i. যুদ্ধ
ii. গল্পকাহিনী
iii. আইন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৭০. সেজুতি শিল্পকলা একাডেমীর থিয়েটার রুমে ড. দীনেশচন্দ্র সেনের গীতিনাট্য ‘ময়মনসিংহ গীতিকা’ দেখছিল। সেজুতির দেখা ‘ময়মনসিংহ গীতিকা’ ইতিহাসের কোন ধরনের উপাদান?
Ο ক) লিখিত
Ο খ) অলিখিত
Ο গ) ঐতিহাসিক
Ο ঘ) ভৌগোলিক
 সঠিক উত্তর: (ক)

 ৭১. ফা-হিয়েন, হিউয়েন সাং এবং ইৎসিং কোন দেশের পরিব্রাজক ছিলেন?
Ο ক) গ্রিসের
Ο খ) পারস্যের
Ο গ) রোমের
Ο ঘ) চীনের
 সঠিক উত্তর: (ঘ)

 ৭২. কে প্রথম ইতিহাস এবং অনুসন্ধান-এ দুটি ধারণাকে সংযুক্ত করেন?
Ο ক) কলহন
Ο খ) থুকিডাইডিসি
Ο গ) হেরোডটাস
Ο ঘ) জনসন
 সঠিক উত্তর: (গ)

 ৭৩. বিষয়বস্তুগত ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দু ভাগে
Ο খ) তিন ভাগে
Ο গ) চার ভাগে
Ο ঘ) পাঁচ ভাগে
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৪. মুক্তা ইতিহাসের উপাদানসমূহের মধ্যে সাদৃশ্য খোঁজার চেষ্টা করছে। সেক্ষেত্রে মুক্তা সাহিত্যিক উপাদানের সাথে উপাদানের সাথে কোনটি মিল পেয়েছ?
Ο ক) জীবনী
Ο খ) ভাস্কর্য
Ο গ) মুদ্রা
Ο ঘ) শিলালিপি
 সঠিক উত্তর: (ক)

 ৭৫. দেশ ও সমাজের উন্নতি তথা দেশপ্রেমের জন্য অপরিহার্য-
i. ইতিহাস
ii. অতীত ঐতিহ্য
iii. জাতীয়তাবোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৬. প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে ধারণা করা সম্ভব প্রাচীন অধিবাসীদের-
i. ধর্ম সম্পর্কে
ii. সভ্যতা সম্পর্কে
iii. নিত্যব্যবহার্য্ জিনিসপত্র সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৭. ইতিহাস সম্পর্কে গভীর অনুসন্ধান করতে হলে প্রয়োজন-
i. ইতিহাসের ইতিবৃত্ত জানা
ii. ইতিহাসের উপাদান জানা
iii. ইতিহাসের প্রকারভেদ জানা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৭৮. ‘সমাজের জীবনই ইতিহাস।’ -উক্তিটি কার?
Ο ক) কলহনের
Ο খ) জনসনের
Ο গ) টয়েনবির
Ο ঘ) হেরোডটাসের
 সঠিক উত্তর: (গ)

 ৭৯. ভৌগোলিক অবস্থানগত দিক থেকে শুধুমাত্র বোঝায় সুবিধার্থে ইতিহাসকে ভাগ করা যায়-
i. আঞ্চলিক ইতিহাসে
ii. জাতীয় ইতিহাসে
iii. আন্তজার্তিক ইতিহাসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮০. কিসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম?
Ο ক) কম্পিউটারের
Ο খ) মোবইলের
Ο গ) বিজ্ঞানের
Ο ঘ) ইতিহাসের
 সঠিক উত্তর: (ঘ)

 ৮১. ইতিহাসের বিষয়বস্তু হিসেবে বিবেচিত হয়-
i. মানুষ ও তার পরিবেশ
ii. সমাজ ও সংস্কৃতি
iii. সভ্যতার বিকাশ ও পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮২. ইতিহাসের জনক কে?
Ο ক) হেরোডটাস
Ο খ) থুকিডাইডিস
Ο গ) কলহন
Ο ঘ) লিওপোল্ড ফন্ র‌্যাংকে
 সঠিক উত্তর: (ক)

 ৮৩. শহীদুজ্জামান মনে করেন,ঘটে যাওয়া ঘটনাই ইতিহাস শহীদুজ্জামান যে ঐতিহাসিকের মতকে সমর্থন করেন-
Ο ক) ই,এইচ,কার
Ο খ) ড.জনসন
Ο গ) হেরোডোটাস
Ο ঘ) নীহাররঞ্জন রায়
 সঠিক উত্তর: (খ)

 ৮৪. ইতিহাসের ক্ষেত্রে প্রযোজ্য-
i. ইতিহাস চির অমর
ii. ইতিহাস অতীত বর্তমানমুখী
iii. ইতিহাস নিরন্তর প্রবহমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৮৫. কার মতে ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা?
Ο ক) ই এইচ কার
Ο খ) হেরোডটাস
Ο গ) র‌্যাপসন
Ο ঘ) টয়েনবি
 সঠিক উত্তর: (গ)

 ৮৬. ‘সমাজের জীবনই ইতিহাস’-এ উক্তিটি কার?
Ο ক) হেরোডোটাসের
Ο খ) র‌্যাংকের
Ο গ) টয়েনবির
Ο ঘ) ফ্রিডল্যান্ডারের
 সঠিক উত্তর: (গ)

 ৮৭. নরসিংদীর উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কত বছর পূর্বের নগর সভ্যতার অস্তিত্ব প্রমাণ করে?
Ο ক) দেড় হাজার বছর
Ο খ) দুই হাজার বছর
Ο গ) আড়াই হাজার বছর
Ο ঘ) তিন হাজার বছর
 সঠিক উত্তর: (গ)

 ৮৮. ইতিহাসের পরিসর নির্ভর করে মানুষের-
i. চিন্তা-ভাবনার বিস্তৃতির ওপর
ii. পরিকল্পনা,কার্যক্রমের ওপর
iii. জীবজন্তু ও পরিবেশের বিস্তৃতির ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৯. গ্রিক ও পারসিক যুদ্ধ নিয়ে ইতিহাস রচনা করেন কে?
Ο ক) হেরোডটাস
Ο খ) থুকিডাইডিস
Ο গ) হেরোডটাস
Ο ঘ) জনসন
 সঠিক উত্তর: (ক)

 ৯০. বর্তমানে ঐতিহাসিক ঘটনার সঠিক আলোচনার ফলে ইতিহাস হয়ে উঠেছে-
i. সংকীর্ণতার উর্ধ্বে
ii. বন্ধনমুক্ত
iii. সংকীর্ণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৯১. দেশপ্রেম গড়ে ওঠে কীভাবে?
Ο ক) জাতীয়তাবোধের মাধ্যমে
Ο খ) সামাজিক মর্যাদার মাধ্যমে
Ο গ) জাতীয় সম্পতির মাধ্যমে
Ο ঘ) সামাজিক ভূ-সম্পত্তির মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ৯২. নিচের কোনগুলো দ্বারা ইতিহাসের বিবর্তন বোঝা যায়?
Ο ক) ইতিহাসের চিন্তাচেতনা, দৃষ্টিভঙ্গি, ক্ষেত্র, উপাদান প্রসারিত ও পরিবর্তিত
Ο খ) ইতিহাসের দৃষ্টিভঙ্গি ও উপাদান পরিবর্ধন
Ο গ) সমাজ সংস্কৃতির প্রসার ও জনপ্রিয়তা
Ο ঘ) লিখিত ও অলিখিত উপাদানের ব্যাপকতা
 সঠিক উত্তর: (ক)

 ৯৩. বিভিন্ন শাখায় বিভক্ত করা কঠিন কোনটিকে?
Ο ক) সাহিত্য
Ο খ) সমাজ
Ο গ) বিজ্ঞান
Ο ঘ) ইতিহাস
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৪. জ্ঞানচর্চার আগ্রহ বাড়ার জন্য তুমি কী পাঠ করবে?
Ο ক) সাহিত্য পাঠ
Ο খ) কবিতা পাঠ
Ο গ) উপন্যাস পাঠ
Ο ঘ) ইতিহাস পাঠ
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৫. কোন ধরনের বিবরণ সব সময় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়?
Ο ক) অলিখিত বিবরণ
Ο খ) বিদেশি পর্যটকদের বিবরণ
Ο গ) প্রত্নতাত্ত্বিক বিবরণ
Ο ঘ) গল্পকাহিনী
 সঠিক উত্তর: (খ)

 ৯৬. মানুষের কর্মকাণ্ডের পরিধি বৃদ্ধির যথার্থ কারণ হলো-
i. সময়ের বিবর্তন
ii. সংস্কৃতির অগ্রযাত্রা
iii. সভ্যতার অগ্রগতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৯৭. আদিকাল থেকে মানব সমাজের যাবতীয় কর্মকাণ্ড, চিন্তা-চেতনা ও জীবনযাত্রার অগ্রগতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় কীভাবে?
Ο ক) পৌরনীতি অধ্যয়নে
Ο খ) সমাজবিজ্ঞান অধ্যয়নে
Ο গ) ইতিহাস অধ্যয়নে
Ο ঘ) অর্থনীতি অধ্যয়নে
 সঠিক উত্তর: (গ)

 ৯৮. বর্তমানের সকল বিষয়ই গড়ে উঠেছে-
i. অতীতের ঐতিহ্যর উপর ভিত্তি করে
ii. অতীতের ক্রমবিবর্তনের উপর ভিত্তি করে
iii. অতীত গল্পকাহিনীর উপর ভিত্তি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৯৯. ইতিহাস পাঠে মানুষ কোনটির পার্থক্য বুঝতে পারে?
Ο ক) আলো ও আঁধারের
Ο খ) দিন ও রাত্রির
Ο গ) সাদা ও কালোর
Ο ঘ) ভালো ‍ও মন্দের
 সঠিক উত্তর: (ঘ)

 ১০০. মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলির দৃষ্টান্ত থেকে কী নিতে পারে?
Ο ক) জ্ঞান
Ο খ) শিক্ষা
Ο গ) উপমা
Ο ঘ) ধারণা
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post