এস.এস.সি আইসিটি অধ্যায় - ২ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় - ২: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপদ(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. পাসওয়ার্ড নিরাপত্তায় রাখে-
i. তথ্য
ii. উপাত্ত
iii. সফটওয়্যার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

৫২. তথ্য অধিকার আইন চালু হয় কত সালে?
Ο ক) ২০০৮
Ο খ) ২০০৯
Ο গ) ২০১০
Ο ঘ) ২০১১
সঠিক উত্তর: (খ)

৫৩. AVG কোন ধরনের প্রোগ্রাম?
Ο ক) ওয়ার্ড প্রসেসর
Ο খ) ফটো এডিটর
Ο গ) স্প্রেডশিট
Ο ঘ) এন্টিভাইরাস
সঠিক উত্তর: (ঘ)

৫৪. কপিরাইট আইন কতদিনের জন্য মালিককে তার সৃষ্টকর্মের স্বত্বাধিকার প্রদান করে?
Ο ক) এক মাস
Ο খ) এক বছর
Ο গ) যতদিন খুশী
Ο ঘ) নির্দিষ্ট সময় পর্যন্ত
সঠিক উত্তর: (ঘ)

৫৫. সহজেই ভাইরাস আক্রমণের কারণ কোনটি?
Ο ক) হ্যাকার
Ο খ) দুর্বল পাসওয়ার্ড
Ο গ) সবল পাসওয়ার্ড
Ο ঘ) বড় ও আপডেট পাসওয়ার্ড
সঠিক উত্তর: (খ)

৫৬. IC এর পূর্ণরূপ কোনটি?
Ο ক) Interrupt circuit
Ο খ) Interconnected circuit
Ο গ) Integrated circuit
Ο ঘ) Interrelated circuit
সঠিক উত্তর: (গ)

৫৭. কম্পিউটারে থাকা অপ্রযোজনীয় সফটওয়্যারসমূহ কী করা উচিত?
Ο ক) Install
Ο খ) restart
Ο গ) copy
Ο ঘ) uninstall
 সঠিক উত্তর: (গ)

৫৮. মনিটরের পাওয়ার অন কিন্তু পর্দায় কোনো ছবি নেই কারণ কী?
Ο ক) AC পাওয়ার কার্ডে সমস্যা
Ο খ) Video ক্যাবলটি লুস করে লাগানো
Ο গ) IC কাজ না করা
Ο ঘ) ক্যাপাসিটরে সমস্যা
সঠিক উত্তর: (খ)

৫৯. ওয়েব বিভিন্ন appliction ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
i. অনলাইন
ii. কম্পিউটার
iii. টেলিফোন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬০. Hardisk এর কোনো প্রকার ভাইরাস আছে কিনা কীভাবে চেক করবে?
Ο ক) সি ড্রাইভে গিয়ে
Ο খ) আইপি চেক করার মাধ্যমে
Ο গ) ডিস্ক ক্লিনআপ সফটওয়্যার দিয়ে
Ο ঘ) আপগ্রেড এন্টিভাইরাস চালিয়ে
 সঠিক উত্তর: (ঘ)

৬১. সাধারণত কোনটি নষ্ট হলে Beep সাউন্ড দেয়?
Ο ক) CPU
Ο খ) Hard Disk
Ο গ) RAM
Ο ঘ) ROM
 সঠিক উত্তর: (গ)

৬২. আইসিটি ব্যবহারকারীদের অবশ্যই কোন বিষয়ে সাধারণ ধারনা থাকতে হবে?
Ο ক) ট্রাবলশুটিং
Ο খ) আইসিটি বিষয়ে
Ο গ) ইন্টারনেট সম্পর্কে
Ο ঘ) কম্পিউটার সম্পর্কে
সঠিক উত্তর: (ক)

 ৬৩. র্যাম কম্পিউটারের কোথায় বসানো থাকে?
Ο ক) মাদারবোর্ডের নিধারিত স্লটে
Ο খ) সিপিউ এর ফ্যানে
Ο গ) NIC কার্ডের সাথে
Ο ঘ) হার্ডডিস্ক
সঠিক উত্তর: (ক)

৬৪. কম্পিউটার ঘনঘন Restart হয়ে যায় কী কারণে?
Ο ক) র্যাম এর সমস্যার কারণে
Ο খ) সিপিউ এর উপর সংযুক্ত কুলিং ফ্যানটি না ঘুরেলে
Ο গ) CMOS ব্যাটারি না থাকার কারণে
Ο ঘ) কেসিংয়ে এ সমস্যা হলে
সঠিক উত্তর: (খ)

৬৫. কোন ভাইরাস ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে?
Ο ক) ভিয়েনা
Ο খ) বুট ভাইরাস
Ο গ) CIH
Ο ঘ) স্টোন
সঠিক উত্তর: (খ)

৬৬. কী বোর্ড এবং মাউস কাজ করছে না কারণ-
i. পোর্ট কাজ করছে না
ii. বায়োসে তা disable করা আছে
iii. মনিটরে পাওয়ার নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬৭. বায়োসের কোন অপশন পরিবর্তন করলে তা সেভ না হওয়ার কারণ কোনটি?
Ο ক) কম্পিউটার কেসিং খুলে রাখা
Ο খ) ঠিকমত আর্থিং না করা
Ο গ) হার্ড ডিস্ক নষ্ট হওয়া
Ο ঘ) CMOS ব্যাটারি নষ্ট হওয়া
সঠিক উত্তর: (খ)

৬৮. কিবোর্ড কাজ না করার পিছনে কী কারণ থাকতে পারে?
Ο ক) পোর্টে সমস্যা
Ο খ) ভাইরাস
Ο গ) ক ও খ উভয়ই
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)

৬৯. ভাইরাস সম্পর্কিত যে কথাটি সত্য-
i. তথ্যসমূহের ক্ষতি করে
ii. এটি যন্ত্র থেকে যন্ত্রে ছড়িয়ে পড়তে পারে
iii. কম্পিউটারে বেশিদিন অবস্থান করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)

 ৭০. অনলাইন নিরাপত্তা ঝুঁকি দূর করতে কোনটি প্রয়োজন?
Ο ক) ইন্টারনেট
Ο খ) ওয়েব
Ο গ) সতকর্তা
Ο ঘ) প্রোগ্রাম
সঠিক উত্তর: (গ)

৭১. কম্পিউটার ভাইরাসের প্রতিশেধক কোনটি?
Ο ক) ম্যালওয়্যার
Ο খ) মেডিসিন
Ο গ) এন্টিভাইরাস
Ο ঘ) ইউটিলিটি
সঠিক উত্তর: (গ)

৭২. অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে?
Ο ক) D
Ο খ) C
Ο গ) F
Ο ঘ) E
সঠিক উত্তর: (খ)

৭৩. Run command চালু করার কমান্ড কোনটি?
Ο ক) Windows Key + r
Ο খ) Autorun
Ο গ) Shift + r
Ο ঘ) Ctrl + r
সঠিক উত্তর: (ক)

৭৪. কম্পিউটারে ভাইরাসের আক্রমণ হলো-
i. গতি কমে যায়
ii. অপ্রতাশিত বার্তা দেখায়
iii. গতি বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)

৭৫. ড্রাইভ এর জাম্পার সেটিং সঠিকভাবে না থাকলে কোন সমস্যাটি হয়?
Ο ক) Out of memory
Ο খ) Restart your computer
Ο গ) Boot disk failure
Ο ঘ) Not responding
সঠিক উত্তর: (গ)

৭৬. তথ্যের গোপনীয়তা বজায় রাখার কাজটি কে করে?
Ο ক) কম্পিউটার
Ο খ) ফোল্ডার
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) পাসওয়ার্ড
সঠিক উত্তর: (ঘ)

৭৭. বর্তমানে সামাজিক যোগাযোগ হয় কিসের মাধ্যমে
Ο ক) সামনাসামনি
Ο খ) অনলােইনে
Ο গ) ইনস্টাগ্রাম
Ο ঘ) মোবাইলে
সঠিক উত্তর: (খ)

৭৮. উইন্ডোজ রান করার সময় হ্যাং হয়ে যায় কারণ-
i. ভাইরাস দ্বার আকান্ত হয়েছে
ii. সি ড্রাইভ ফরম্যাট দিয়ে উইন্ডোজ install করতে হবে
iii. ক্যাপাসিটরের সংযোগ ঠিক করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)

৭৯. র‌্যাম এর connector সমূহকে কীভাবে পরিষ্কার করতে হবে?
Ο ক) কাপড় দিয়ে
Ο খ) সাবান দিয়ে
Ο গ) শক্ত ব্রাশ দিয়ে
Ο ঘ) ইরেজার দিয়ে
সঠিক উত্তর: (ঘ)

৮০. সামাজিক যোগাযোগ সাইট হলো- i. টুইটার ii. ইনস্টাগ্রাম iii. গুগল প্লাস নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮১. অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত সফটওয়্যার হলো-
i. Disk Cleanup
ii. VLC media player
iii. Disk Difragmenter
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (খ)

৮২. সফটওয়্যার আনইনস্টল করার পর তার কিছু অংশ কোথায় থাকে?
Ο ক) রিসাইকেল বিনে
Ο খ) রেজিস্ট্রি ফাইলে
Ο গ) সোর্স ফাইলে
Ο ঘ) ডেটা ফাইলে
সঠিক উত্তর: (খ)

৮৩. এন্টিভাইরাস কি ব্যবহার করে সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রাম ঠিক করে?
Ο ক) চিহ্ন
Ο খ) পূর্বজ্ঞান
Ο গ) রান কমান্ড
Ο ঘ) টেইল
সঠিক উত্তর: (খ)

৮৪. মেইনবোর্ডের পাওয়ার না থাকলে কোনো সমস্যাটি হবে?
Ο ক) সিস্টেম চালু হবে না
Ο খ) সিস্টেম গরম হয়ে যাবে
Ο গ) কম্পিউটার হ্যাং হবে
Ο ঘ) Our of memory
সঠিক উত্তর: (ক)

৮৫. প্রোগ্রাম Install করার পর কোন কাজটি করা জরুরি?
Ο ক) reopen
Ο খ) Save
Ο গ) restart
Ο ঘ) Auto Run
সঠিক উত্তর: (গ)

৮৬. কোনটি দ্বারা কম্পিউটার চালিত হয়?
Ο ক) সফটওয়্যার
Ο খ) ইন্টারনেট
Ο গ) পাসওয়ার্ড
Ο ঘ) ভাইরাস
 সঠিক উত্তর: (ক)

৮৭. নিরাপদ থাকতে হলে পাসওয়ার্ড -
i. প্রায়শ পরিবর্তন করতে হবে
ii. কোথাও লিখে রাখা যাবে না
iii. বড় হাতের ও ছোট হাতের অক্ষর মিলিয়ে তৈরি কররে ভালো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৮. কম্পিউটার নিরাপদ রাখার জন্য -
i. ইউটিলিটি সরিয়ে ফেলতে হবে
ii. এন্টিভাইরাস ব্যবহার করতে হবে
iii. এন্টিভাইরাস নিয়মিত Update দিতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (খ)

৮৯. প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না কারণ কী?
Ο ক) মনিটরের ব্রাহটনেস কম
Ο খ) পাওয়ার সাপ্লাই ইউনিট
Ο গ) প্রিন্টারের সাথে পাওয়ার ক্যাবলটি সংযুক্ত নেই
Ο ঘ) র‌্যাম এর সমস্যা
সঠিক উত্তর: (গ)

৯০. তথ্য অধিকার আইন-
i. জনগনের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করে
ii. ২০০৯ সালে প্রাণীত হয়
iii. রাষ্ট্রের নিরাপত্তার সাথে জড়িত তথ্য প্রাপ্তি নিশ্চিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)

৯১. আসক্তি থেকে মুক্ত থাকার জন্য কোন কাজটি মূলত করা উচিত?
Ο ক) লেখাপড়া
Ο খ) হোমওয়ার্ক
Ο গ) নিজের সচেতনতা
Ο ঘ) খেলাধুলা
সঠিক উত্তর: (গ)

৯২. টেম্পোরারি ফাইল তৈরির ফলে কী হয়?
Ο ক) কম্পিউটার দ্রুত গতির হয়
Ο খ) কম্পিউটরের স্থায়িত্ব বেড়ে যায়
Ο গ) কম্পিউটার ধীর গতির হয়
Ο ঘ) কম্পিউটারে ওয়ালপেপার সুন্দর হয়
সঠিক উত্তর: (গ)

৯৩. একটি সফটওয়্যার ইনস্টল করার ধাপগুলো হলো-
i. Setup ফাইল run করা
ii. language select করা
iii.সফটওয়্যারটি uninstall করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)

৯৪. ফেসবুক ব্যবহারেরে ক্ষেত্রে আমাদের উচিত-
i. যে কোনো ফ্রেড রিকোয়েস্ট গ্রহন করা
ii. অন্যের ডিভাইস ব্যবহারের পর অ্যাকাউন্ট থেকে লগ আউট করা
iii. বয়স উপযোগী সাইট ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (খ)

৯৫. 2-step verification এর সময় জিমেইল থেকে মোবাইলে কি পাঠানো হয়?
Ο ক) আইপি এড্রেস
Ο খ) সোর্স কোর্ড
Ο গ) Puk কোড
Ο ঘ) সিকিউরিটি কোড
সঠিক উত্তর: (ঘ)

৯৬. অ্যাকাউন্ট নিরাপত্তা নিশ্চিত করা যায়-
i. কঠিন পাসওয়ার্ড ব্যবহার করে
ii. মোবাইল ফোন নাম্বার ব্যবহার করে
iii. নিয়মিত লগ আউট করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (খ)

৯৭. কোন দেশে গেম খেলার টাকা যোগাতে দম্পতি তাদের সন্তান বিক্রি করে দিয়েছিল?
Ο ক) কোরিয়া
Ο খ) যুক্তরাষ্ট্র
Ο গ) ভারত
Ο ঘ) চীন
সঠিক উত্তর: (ঘ)

৯৮. পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি দশজনের মধ্যে কয়জন পাইরেসি মুক্ত?
Ο ক) ৭জন
Ο খ) ৮জন
Ο গ) ৯জন
Ο ঘ) ৫জন
সঠিক উত্তর: (ক)

৯৯. প্রিন্টারে প্রিন্ট না হওয়ার কারণ-
i. প্রিন্টারের কার্টজে কালি না থাকা
ii. প্রিন্টারের ড্রাইভার ইনস্টল না করা
iii. প্রিন্টার অন থাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
সঠিক উত্তর: (ক)

১০০. VIRUS শব্দের অর্থ কী?
Ο ক) তথ্য মুছে ফেলা
Ο খ) তথ্য পরিবর্তন করা
Ο গ) তথ্যের ক্ষতিসাধন করা
Ο ঘ) তথ্যের প্রতিস্থাপন করা
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post