এস.এস.সি আইসিটি অধ্যায় - ১ (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় - ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ(৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১৫১. কিম্পিউটারের মাধ্যমে-
i. গান শোনা যায়
ii. ভিডিও দেখা যায়
iii. হিসেবের কাজ করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫২. টুইটারে কোনো সদস্যকে যারা অনুসরণ করে তাদেরকে কী বলা হয়?
Ο ক) Follower
Ο খ) Follow
Ο গ) Twit
Ο ঘ) Customer
 সঠিক উত্তর: (ক)

 ১৫৩. শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কী বলা হয়?
Ο ক) ডিজিটাল অবস্থা
Ο খ) ই-গভর্ন্যান্স
Ο গ) ইলেকট্রনিক পদ্ধতি
Ο ঘ) সুশাসন
 সঠিক উত্তর: (খ)

 ১৫৪. কত সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়?
Ο ক) ১৯৯০
Ο খ) ১৯৯১
Ο গ) ১৯৯২
Ο ঘ) ১৯৯৩
 সঠিক উত্তর: (খ)

 ১৫৫. ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তাবায়নের জন্য সরকার কয়টি বিষয়কে গুরুত্ব দিয়েছে?
Ο ক) চারটি
Ο খ) পাঁচটি
Ο গ) ছয়টি
Ο ঘ) সাতটি
 সঠিক উত্তর: (ক)

 ১৫৬. যান্ত্রিক পদ্ধতি কোনটি?
Ο ক) ই-লার্নিং
Ο খ) প্রচলিত পাঠদান
Ο গ) সনাতন পাঠদান
Ο ঘ) ক্লাসরুমে শিক্ষাদান
 সঠিক উত্তর: (ক)

 ১৫৭. বিল গেটস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম কী?
Ο ক) অ্যাপল
Ο খ) আইবিএম
Ο গ) ইনটেল
Ο ঘ) মাইক্রোসফট
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৮. নেটওর্য়াক কী?
Ο ক) ইন্টারনেটের নাম
Ο খ) একাধিক প্রটোকল
Ο গ) প্রোগ্রাম
Ο ঘ) মাইক্রোপ্রসেসর
 সঠিক উত্তর:

 ১৫৯. তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা আধুনিক বাংলাদেশের নাম কী?
Ο ক) ডিজিটাল বাংলাদেশ
Ο খ) নতুন বাংলাদেশ
Ο গ) তথ্য বাংলাদেশ
Ο ঘ) আধুনিক বাংলাদেশ
 সঠিক উত্তর: (ক)

 ১৬০. প্রথম কোন কোম্পানি পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করে?
Ο ক) অ্যাপল
Ο খ) ডেল
Ο গ) মাইক্রোসফট
Ο ঘ) এডোবি
 সঠিক উত্তর: (গ)

 ১৬১. আমাদের দেশের স্কুলগুলোতে যে সমস্যাগুলো রয়েছে তা হলো-
i. দক্ষ শিক্ষকের অভাব
ii. লেখা পড়ার প্রয়োজনীয় সাজ সরঞ্জামের অভাব
iii. ল্যাবরেটরি অপ্রতুল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬২. ই-সেবার প্রধান বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) বেশি খরচ কিন্তু স্বল্প সময়ে সেবা প্রদান
Ο খ) স্বল্প খরচ এবং স্বল্প সময়ে সেবা প্রদান
Ο গ) মোবাইল ফোনের ব্যবহার
Ο ঘ) বিনামূল্যে সেবা প্রদান
 সঠিক উত্তর: (খ)

 ১৬৩. ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহের কম্পিউটার ব্যবহার করা হয়-
i. তথ্য গ্রহণে
ii. শেয়ার ব্যবস্থাপনায়
iii. তথ্য বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৪. চার্লস ব্যাবেজ এর গণনা যন্ত্র কতটি?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
 সঠিক উত্তর: (খ)

 ১৬৫. টুইটার সদস্যদের টুইট -
i. বার্তগেুলো যে কোনে পেইজে দেখা যায়
ii. বার্তগুলো তাদের নিজস্ব পেইজে দেখা যায়
iii. তাদের অনুসারীরা পড়তে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৬৬. মেইনফ্রেম কম্পিউটার তৈরি করেন কোন প্রতিষ্ঠান?
Ο ক) অ্যাপল
Ο খ) আইবিএম
Ο গ) ইনটেল
Ο ঘ) জেরোক্স
 সঠিক উত্তর: (গ)

 ১৬৭. প্রথম যখন কম্পিউটারর আবিষ্কার হয়েছিল তখন তার মুল কাজ কী ছিল?
Ο ক) ইন্টারনেট ব্যবহার করা
Ο খ) তথ্য সংগ্রহ করা
Ο গ) কমপিউট করা
Ο ঘ) বার্তা প্রেরণ করা
 সঠিক উত্তর: (গ)

 ১৬৮. ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের সংক্ষিপ্ত রূপ কী?
Ο ক) এমটিএইচ
Ο খ) ইএমটি
Ο গ) এমটিএস
Ο ঘ) এমটিএস
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৯. কোন ব্যবস্থা গ্রহণের ফলে সরকারি ব্যবস্থাসমূহকে যুগোপযোগী করা সম্ভব হয়েছে?
Ο ক) অব্যবস্থা
Ο খ) আধুনিক ব্যবস্থা
Ο গ) যুগোপযোগী ব্যবস্থা
Ο ঘ) ডিজিটাল ব্যবস্থা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭০. একজন দক্ষ কর্মী হতে হলে প্রয়োজন-
Ο ক) সফটওয়্যার ব্যবহারে পারদর্শী হতে হবে
Ο খ) হার্ডওয়্যার বিষয়ে দক্ষ হতে হবে
Ο গ) আইসিটির রক্ষণাবেক্ষণ জানতে হবে
Ο ঘ) উপরের সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭১. ডিজিটাল পদ্ধতিতে একজন সেবাগ্রহীতা যেভাবে সেবা পেতে পারে-
i. মোবাইল
ii. রেডিওতে
iii. ইন্টারনেটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৭২. প্রকৃত ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে-
i. বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের সমন্বয়
ii. ই-গভর্ন্যান্সের মাধ্যমে
iii. গ্রামীন মানুষকে তথ্য প্রযুক্তির আওতায় এনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৩. ফেসবুক যারা ব্যবহার করেন তারা-
i. সামাজিক যোগাযোগ সাইটের সদস্য
ii. নেটিজেন
iii. ফলোয়ার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৭৪. অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে?
Ο ক) স্টিভ জবস
Ο খ) স্টিভ জজনিয়াক
Ο গ) রোনাল্ড ওয়েন
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৫. তথ্য ও যোগাযোগের প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের নিমিত্তে যা কিছু সৃষ্টি, বিনিময় কিংবা আদান প্রদান করে তাকে কী বলে?
Ο ক) ইন্টারনেট
Ο খ) সামাজিক যোগাযোগ
Ο গ) ই-কর্মাস
Ο ঘ) ই-লার্নিং
 সঠিক উত্তর: (খ)

 ১৭৬. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?
Ο ক) স্টিভ জবস
Ο খ) চার্লস ব্যাবেজ
Ο গ) আ্যাডা লাভলেস
Ο ঘ) লর্ড বায়রন
 সঠিক উত্তর: (গ)

 ১৭৭. তথ্য প্রযুুক্তি বিষয়ে জ্ঞান আহরণ বর্তমানে অনেক সহজ কারণ-
Ο ক) e-learning ব্যবস্থার কারণে
Ο খ) ইন্টারনেটের কারণে
Ο গ) তথ্য শেয়ারের কারণে
Ο ঘ) উপরের সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৮. ইন্টারনেটকে কেন্দ্র করে-
i. নেটওর্য়াক তৈরি হয়
ii. শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে
iii. নানা ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিকশিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৭৯. কোনটিকে কাজে লাগানোর জন্য অ্যাডা লাভলেস প্রোগ্রামিংয়ের ধারণা সামনে নিয়ে আসেন?
Ο ক) এনালির্টিক্যাল ইঞ্জিন
Ο খ) ডিফারেন্স ইঞ্জিন
Ο গ) রেডিও
Ο ঘ) ই-মেইল
 সঠিক উত্তর: (ক)

 ১৮০. ঘরে বসে অনলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে কী বলে?
Ο ক) ফ্রিল্যান্সার
Ο খ) আউটসোর্সার
Ο গ) আউটসোসিং
Ο ঘ) ফেসবুকিং
 সঠিক উত্তর: (গ)

 নিচের অনুচ্ছেদটি পড়ে ২টি প্রশ্নের উত্তর দাও: সারা পৃথিবীতে ই-লার্নিংয়ের জন্য নান উপকরণ তৈরি হয়েছে। পৃথিবীর বড় বড় অনেক বিশ্ববিদ্যালয় অসংখ্য কোর্স উন্মুক্ত করে দিয়েছে।

১৮১. উক্ত পদ্ধতিতে কোর্স কোথায় উন্মুক্ত করা হয়েছে?
Ο ক) অনলাইনে
Ο খ) পত্র পত্রিকায়
Ο গ) টেলিভিশনে
Ο ঘ) রেডিওতে
 সঠিক উত্তর: (ক)

 ১৮২. উক্ত পদ্ধতিতে কোর্সটি?
i. এর মাধ্যমে হোমওয়ার্ক জমা দেওয়া যায় না
ii. যে কেউ গ্রহণ করতে পারে
iii. এর মাধ্যমে পরীক্ষা দিয়ে প্রয়োজনীয় ক্রেডিট অর্জন করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post