এস.এস.সি আইসিটি অধ্যায় - ১ (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় - ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ(৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. বর্তমান যুগে সামাজিক যোগাযোগ বলতে-
i. Virtual যোগাযোগ বোঝায়
ii. সরাসরি সামনাসামনি যোগাযোগ বোঝায়
iii. নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ বোঝায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১০২. বাংলাদেশে চালু হওয়া ই-সেবার অন্তর্ভুক্ত-
i. ই-পূর্জি
ii. টেলিমেডিসিন
iii. ই-লানিং
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১০৩. দেশের চাষীরা কোন মাধ্যমে পূর্জি তথ্য পাচ্ছে?
Ο ক) মোবাইল এসএমএস
Ο খ) সিওডি
Ο গ) মোবাইল ইন্টারনেট
Ο ঘ) অনলাইন
 সঠিক উত্তর: (ক)

 ১০৪. জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশগ্রহণে কোন দক্ষতা সবচেয়ে জরুরি?
Ο ক) সৃজনশীলতা
Ο খ) বিল্পব করার ক্ষমতা
Ο গ) চিন্তা-ভাবনা
Ο ঘ) তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৫. জগদীশ চন্দ্র বসু একস্থান থেকে অন্যস্থান তথ্য প্রেরণে কোনটি ব্যবহার করেন?
Ο ক) অতিদির্ঘ তরঙ্গের ব্যবহার
Ο খ) অতিক্ষুদ্র তরঙ্গের ব্যবহার
Ο গ) ওয়াইফাই এর ব্যবহার
Ο ঘ) ফাইবার অপটিকস
 সঠিক উত্তর: (খ)

 ১০৬. কোনটিকে মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট বলা হয়?
Ο ক) টুইটার
Ο খ) ফেসবুক
Ο গ) ই-মেইল
Ο ঘ) স্কাইপ
 সঠিক উত্তর: (ক)

 ১০৭. চার্লস ব্যাবেজের জন্ম সাল কোনটি?
Ο ক) ১৭৯১
Ο খ) ১৭৯৩
Ο গ) ১৭৯২
Ο ঘ) ১৭৯৪
 সঠিক উত্তর: (ক)

 ১০৮. কোন ব্যক্তি ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিনকে কাজ লাগানোর জন্য ‘প্রোগ্রামিং’ এর ধারণা সামনে নিয়ে আসেন?
Ο ক) মার্ক জুকারবার্গ
Ο খ) স্টিভ জবস
Ο গ) টিম বানার্স লি
Ο ঘ) অ্যাডা লাভলেস
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৯. একস্থান থেকে অন্যস্থানে তথ্য প্রেরণে সফল ব্যাক্তিত্ব-
i. অ্যাডা লাভলেস
ii. জগদীশ চন্দ্র বসু
iii. গুগলিয়েলামো মার্কনি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১১০. আমাদের দেশের স্কুলগুলোতে যে সমস্যাগুলো রয়েছে তা হলো-
i. দক্ষ শিক্ষকের অভাব
ii. লেখা পড়ার প্রয়োজনীয় সাজ সরঞ্জামের অভাব
iii. ল্যাবরেটরি অপ্রতুল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১১. ই-লার্নিং এর জন্য প্রয়োজন-
i. ইন্টারনেটের স্পিড
ii. প্রয়োজনীয় অবকাঠামো
iii. শিক্ষনসামগ্রী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১২. সর্বপ্রথম E-Mail সিস্টেম চালু করেন কে?
Ο ক) জেমসক্লার্ক
Ο খ) আ্যাডা লাভলেস
Ο গ) মার্ক জুকারবার্গ
Ο ঘ) রেমন্ড স্যামুয়েল টমলিনসন
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৩. তথ্য ও প্রযুক্তির ব্যবহারে গড়া আধুনিক বাংলাদেশকে কি বলা হবে?
Ο ক) থ্রিজি বাংলাদেশ
Ο খ) গ্লোবাল বাংলাদেশ
Ο গ) ডিজিটাল বাংলাদেশ
Ο ঘ) স্বাধীন বাংলাদেশ
 সঠিক উত্তর: (গ)

 ১১৪. আইসিটিভিত্তিক সামাজিক যোগাযোগ হলো-
i. ই-মেইল
ii. মেসেজিং
iii. ব্লগিং
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৫. কোন দশকে ইন্টারনেট প্রটোকলে ব্যবহার শুরু হয়?
Ο ক) পঞ্চাশের দশকে
Ο খ) ষাট-সত্তরের দশকে
Ο গ) ষাট-আশির দশকে
Ο ঘ) একুশ শতকে
 সঠিক উত্তর: (খ)

 ১১৬. বর্তমানে পৃথিবীর সম্পদ কোনটি?
Ο ক) শিল্প
Ο খ) সাধারণ মানুষ
Ο গ) বাণিজ্য
Ο ঘ) খনিজ সম্পদ
 সঠিক উত্তর: (খ)

 ১১৭. বিজ্ঞানী গুলনিয়েলমো মার্কিনির জন্ম সাল কোনটি?
Ο ক) ১৮৭৪
Ο খ) ১৯৩৭
Ο গ) ১৮৭৯
Ο ঘ) ১৯৫৫
 সঠিক উত্তর: (ক)

 ১১৮. নিচের কোনটি শিক্ষাত্রের আধুনিক পদ্ধতি?
Ο ক) ই-গভর্ন্যন্স
Ο খ) ই-পর্চা
Ο গ) ই-লার্নিং
Ο ঘ) ই-বুক
 সঠিক উত্তর: (গ)

 ১১৯. সামাজিক যোগাযোগ ব্যবস্থা হলো- i. টুইটার ii. ফেসবুক iii. ই-লার্নিং নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১২০. সর্ব প্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন কে?
Ο ক) চার্লস ব্যাবেজ
Ο খ) অ্যাডা লাভলেস
Ο গ) ডেনিস রিচি
Ο ঘ) জর্জ এটানাসফ
 সঠিক উত্তর: (খ)

 ১২১. বর্তমানে সাধারণ মানুষ কম্পিউটারের সবচেয়ে বেশি ব্যবহার করছে কোন ক্ষেত্রে?
Ο ক) বিনোদনের ক্ষেত্রে
Ο খ) অফিসের কাজে
Ο গ) হিসাব-নিকাশে
Ο ঘ) তথ্য আহরণে
 সঠিক উত্তর: (ক)

 ১২২. ঘরে বসে ব্যবসায়ের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
Ο ক) রেডিও
Ο খ) ইন্টারনেট
Ο গ) টেলিভিশন
Ο ঘ) টেলিগ্রাফ
 সঠিক উত্তর: (খ)

 ১২৩. বর্তমানে কোনটির মাধ্যমে মানুষ পৃথিবীর সম্ভাব্য অসম্ভব্য সব ধরনের বিনোদন উপভোগ করতে পারে?
Ο ক) রেডিও
Ο খ) টেলিভিশন
Ο গ) টেলিফোন
Ο ঘ) কম্পিউটার
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৪. বিল গেটস এর জন্ম সাল কোনটি?
Ο ক) ১৮৫৮
Ο খ) ১৯৩৭
Ο গ) ১৯৫৫
Ο ঘ) ১৯৮৪
 সঠিক উত্তর: (গ)

 ১২৫. নিচের কোনটি শিক্ষা ব্যবস্থার সনাতন পদ্ধতির বিকল্প?
Ο ক) ই-বুক
Ο খ) ই-সেবা
Ο গ) ই-লার্নিং
Ο ঘ) ই-পর্চা
 সঠিক উত্তর: (গ)

 ১২৬. ই-কর্মাসের মাধ্যমে বিক্রয় করা যায়
i. জামা কাপড়
ii. খাবার
iii. সৌখিন সামগ্রী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৭. নেটওর্য়াক প্রযুক্তির বিকাশের ফলে-
i. ইন্টারনেট বিস্তৃত হয়
ii. ই-মেইল সিস্টেম চালু করেন
iii. শক্তিশালী অথনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৮. চার্লস ব্যাবেজের তৈরিকৃত গণনা যন্ত্রটির নাম কী?
Ο ক) Microelectronics
Ο খ) Calculator and Calculation
Ο গ) Difference Engine ও Analytical Engine
Ο ঘ) Radio
 সঠিক উত্তর: (গ)

 ১২৯. একুশ শতকের পরিবর্তনের ধারা সূচক হয়েছে কোনটির কারণে?
Ο ক) Globalization
Ο খ) E-mail
Ο গ) Internationalization
Ο ঘ) Internet
 সঠিক উত্তর: (গ)

 ১৩০. বাংলাদেশ কোন লক্ষ্যের দিকে এগিয়ে চেলেছে?
Ο ক) শুধুমাত্র দারিদ্র মোচন করা
Ο খ) সবার হাতে কম্পিউটার পৌঁছে দেওয়া
Ο গ) ডিজিটাল বাংলাদেশ গড়া
Ο ঘ) এনালগ বাংলাদেশ গড়া
 সঠিক উত্তর: (গ)

 ১৩১. কম্পিউটার ব্যবহার করার জন্যে সব কিছুকেই সংখ্যা বা অংকে রূপান্তর করার পদ্ধতিকে কী বলে?
Ο ক) কম্পিউট করা
Ο খ) হিসাব করা
Ο গ) ডিজিটাল
Ο ঘ) এনালগ
 সঠিক উত্তর: (গ)

 ১৩২. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কে ছিলেন?
Ο ক) গনিতবিদ
Ο খ) কম্পিউটার বিজ্ঞানী
Ο গ) পদার্থ বিজ্ঞানী
Ο ঘ) রাসায়নবিদ
 সঠিক উত্তর: (গ)

 ১৩৩. ফেসবুক নির্মাতা কে?
Ο ক) সিটভ জবস
Ο খ) বিল গেটস
Ο গ) মার্ক জাকারবার্গ
Ο ঘ) টিম বার্নাস লি
 সঠিক উত্তর: (গ)

 ১৩৪. জমির রেকর্ডের অনলাইনে সংগ্রহ করার পদ্ধতিকে কী বলে?
Ο ক) ই-পূর্জি
Ο খ) ই-পর্চা
Ο গ) ই-লার্নিং
Ο ঘ) ই-টিকেটিং
 সঠিক উত্তর: (খ)

 ১৩৫. ই-লার্নিং এর জন্য প্রয়োজন-
i. ইন্টারনেটের স্পিড
ii. প্রয়োজনীয় অবকাঠামো
iii. শিক্ষনসামগ্রী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৬. ক্যাশ অন ডেলিভারি সংক্ষিপ্ত রূপ কী?
Ο ক) COD
Ο খ) CAN
Ο গ) KOD
Ο ঘ) KAD
 সঠিক উত্তর: (ক)

 ১৩৭. ই-স্বাস্থ্যসেবা কোনটির অন্তর্ভুক্ত?
Ο ক) ই-কমার্স
Ο খ) ই-গভর্ন্যান্স
Ο গ) ই-সেবা
Ο ঘ) ই-পূর্জি
 সঠিক উত্তর: (গ)

 ১৩৮. দেশের চাষীদের হয়রানি ও বিড়ম্বনার অবসান হয়েছে যে ব্যবস্থায়-
Ο ক) ই-পর্চা
Ο খ) ই-গভর্ন্যান্স
Ο গ) ই-লার্নিং
Ο ঘ) ই-পূর্জি
 সঠিক উত্তর:

 ১৩৯. আধুনিক কম্পিউটারের জনক কে?
Ο ক) স্টিভ জবস
Ο খ) অ্যাডা লাভলেস
Ο গ) চার্লস ব্যাবেজ
Ο ঘ) জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
 সঠিক উত্তর: (গ)

 ১৪০. মোবাইল ফোন ব্যবহারে নিচের কেন কাজটি করা যায়?
Ο ক) ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন
Ο খ) ট্রেনের টিকেট কাটা
Ο গ) পাবলিক পরীক্ষার ফলাফল জানা
Ο ঘ) উপরের সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪১. কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়?
Ο ক) ১৮৩৩
Ο খ) ১৭৭১
Ο গ) ১৯৭১
Ο ঘ) ১৯৭১
 সঠিক উত্তর: (গ)

 ১৪২. চার্লস ব্যাবেজ ছিলেন একজন -
i. প্রকৌশলী
ii. পদার্থ বিজ্ঞানী
iii. গনিতবিদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i , ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৪৩. বর্তমানের জ্ঞানভিত্তিক সমাজে অংশগ্রহণ করতে হলে কোনটি অবশ্যই দরকার?
Ο ক) জ্ঞানভিত্তিক সমাজের নাগরিক হওয়া
Ο খ) তথ্য প্রযুক্তির ব্যবহার না করা
Ο গ) তথ্য প্রযুক্তি বিষেয়ে জানা
Ο ঘ) তথ্য প্রযুক্তির বিষয়ে দক্ষাতা অর্জন
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৪. নিচের কোনটি চার্লস ব্যাবেজ তৈরি করেন?
Ο ক) ডিফারেন্স ইঞ্জিন
Ο খ) সার্চ ইঞ্জিন
Ο গ) মাইক্রো ইঞ্জিন
Ο ঘ) অটো ইঞ্জিন
 সঠিক উত্তর: (ক)

 ১৪৫. সামাজিক যোগাযোগের জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট কোনগুলো?
Ο ক) ফেসবুক ও ইয়াহু
Ο খ) ফেসবুক ও গুগল
Ο গ) ফেসবুক ও টুইটার
Ο ঘ) ফেসবুক ও ইউটিউব
 সঠিক উত্তর: (গ)

 ১৪৬. শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কী বলে?
Ο ক) ই-লার্নিং
Ο খ) ই-মেইল
Ο গ) ই-গর্ভন্যান্স
Ο ঘ) ডি-লার্নিং
 সঠিক উত্তর: (গ)

 ১৪৭. Twitter কি?
Ο ক) সামাজিক যোগাযোগের ওয়েবসাইট
Ο খ) ই-মেইল এড্রেস
Ο গ) ই-লার্নিং
Ο ঘ) মোবাইল এপ্লিকেশন
 সঠিক উত্তর: (ক)

 ১৪৮. 'www' পূর্ণরূপ কোনটি?
Ο ক) World wonder web
Ο খ) World wider web
Ο গ) World wide word
Ο ঘ) World wide web
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৯. কোনটি ব্যবহার করে অনলাইনে সরাসরি গান বা চলচ্চিত্র উপভোগ করা সম্ভব হচ্ছে?
Ο ক) ইন্টারনেট
Ο খ) টেলিভিশন
Ο গ) রেডিও
Ο ঘ) এমডিএস
 সঠিক উত্তর: (ক)

 ১৫০. সরাসরি কোনো গান বা চলচ্চিত্র উপভোগ করা সম্ভব হচ্ছে কোনটির কারণে?
Ο ক) ওয়েব পোর্টাল
Ο খ) ইন্টারনেট
Ο গ) রেডিও
Ο ঘ) কম্পিউটার
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post