এস.এস.সি বাংলা ২য় পত্র : দ্বিরুক্ত শব্দ(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় - ২য় পরিচ্ছেদ: দ্বিরুক্ত শব্দ(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪১. ‘তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল’ - এখানে ‘হায় হায়’ অব্যয়ের দ্বিরুক্তিতে কোনটি বোঝানো হয়েছে?
Ο ক) ভাবের গভীরতা
Ο খ) অনুভূতি
Ο গ) আধিক্য
Ο ঘ) সামান্যতা
 সঠিক উত্তর: (ক)

 ৪২. ‘আমি আজ জ্বর জ্বর বোধ করছি’ - এখানে দ্বিরুক্তি শব্দ দ্বারা কী অর্থ বুঝানো হয়েছে?
Ο ক) সামান্য
Ο খ) আধিক্য
Ο গ) আতিশয্য
Ο ঘ) ধারাবাহিকতা
 সঠিক উত্তর: (ক)

 ৪৩. নিম্নের কোনটিতে ধ্বন্যাত্মক দ্বিরুক্তির প্রকাশ পেয়েছে?
Ο ক) শনশন
Ο খ) শীতশীত
Ο গ) পড়োপড়ো
Ο ঘ) হাতে-নাতে
 সঠিক উত্তর: (ক)

 ৪৪. বিশিষ্টার্থক বাগধারার দ্বিরুক্ত শব্দের ব্যবহার রয়েছে কোন বাক্যে?
Ο ক) ভয়ে গা ছমছম করছে
Ο খ) মেয়েটিকে চোখে চোখে রেখো
Ο গ) ভালো ভালো আম এনো
Ο ঘ) বৃষ্টি পড়ে টাপুর টুপুর
 সঠিক উত্তর: (খ)

 ৪৫. কোন বাক্যে অব্যয়ের দ্বিরুক্তি হয়েছে?
Ο ক) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির
Ο খ) ধীরে ধীরে বায়ু বয়
Ο গ) ডেকে ডেকে হয়রান হয়েছি
Ο ঘ) দেখতে দেখতে আকাশ কালো হলো
 সঠিক উত্তর: (ক)

 ৪৬. ভাবের প্রগাঢ়তা বুঝাতে কোন বাক্যে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ হয়েছে?
Ο ক) নামিল নভে ছলছল বেদনায়
Ο খ) কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ
Ο গ) ভুলগুলো তুই আনরে বাছা বাছা
Ο ঘ) ফুলগুলো তুই আনরে বাছা বাছা
 সঠিক উত্তর: (গ)

 ৪৭. কোন দ্বিরুক্তিটি অব্যয়বাচক?
Ο ক) উড়ু উড়ু
Ο খ) কেউ কেউ
Ο গ) নেই নেই
Ο ঘ) মিটির মিটির
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৮. ভিন্নার্থক শব্দযোগে কোন দ্বিরুক্ত শব্দটি গঠিত হয়েছে?
Ο ক) চাল চলন
Ο খ) ছটফট
Ο গ) বনজঙ্গল
Ο ঘ) গোলাপটগর
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯. দ্বিরুক্তি গঠনের সময় আদিস্বরের পরিবর্তন হয়েছে কোনটিতে?
Ο ক) মারামারি
Ο খ) ছটফট
Ο গ) চুপচাপ
Ο ঘ) চাল-চলন
 সঠিক উত্তর: (গ)

 ৫০. শব্দের অন্তস্বরের পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে কোনটি?
Ο ক) নিশপিশ
Ο খ) জেদাজেদি
Ο গ) জারিজুরি
Ο ঘ) চুপচাপ
 সঠিক উত্তর: (গ)

 ৫১. ‘দোসরা’ তারিখবাচক শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Ο ক) হিন্দি
Ο খ) বাংলা
Ο গ) উর্দু
Ο ঘ) ফারসি
 সঠিক উত্তর: (ক)

 ৫২. শব্দের অন্তস্বরের পরিবর্তন করে দ্বিরুক্তি গঠিত হয়েছে কোন শব্দে?
Ο ক) চুপচাপ
Ο খ) মারামারি
Ο গ) ছটফট
Ο ঘ) তালাচাবি
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. কোন দ্বিরুক্তটি অন্তস্বরের পরিবর্তন করে গঠিত হয়েছে?
Ο ক) মারামারি/সরাসরি
Ο খ) মিটমাট
Ο গ) ডর-ভয়
Ο ঘ) জারিজুরি
 সঠিক উত্তর: (ক)

 ৫৪. কোনটি বস্তুর ধ্বনির অনুকার?
Ο ক) ঠা ঠা
Ο খ) ট্যা ট্যা
Ο গ) হু হু
Ο ঘ) হি হি
 সঠিক উত্তর: (গ)

 ৫৫. দ্বিরুক্তির আরেক নাম কী?
Ο ক) দ্বিতীয় উক্তি
Ο খ) অনুক্ত শব্দ
Ο গ) শব্দদ্বৈত
Ο ঘ) শব্দযুগল
 সঠিক উত্তর: (গ)

 ৫৬. যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্তি শব্দের উদাহরণ কোনটি?
Ο ক) বাছা বাছা
Ο খ) জেদাজেদি
Ο গ) কুহু কুহু
Ο ঘ) রাশি রাশি
 সঠিক উত্তর: (খ)

 ৫৭. যুগ্মরীতিতে দ্বিরুক্ত পদ গঠিত হয়েছে কোনটিতে?
Ο ক) হাতে-নাতে
Ο খ) ভয়ে ভয়ে
Ο গ) রীতি-নীতি
Ο ঘ) চাল-চলন
 সঠিক উত্তর: (ক)

 ৫৮. বিশেষণ বুঝাতে অব্যয় পদের দ্বিরুক্তি হয়েছে কোন বাক্যটিতে?
Ο ক) আমি জ্বর জ্বর বোধ করছি
Ο খ) ভালো ভালো আম নিয়ে এস
Ο গ) দেখতে দেখতে আকাশ কালো হয়ে এল
Ο ঘ) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. “আমার সন্তানযেন থাকে দুধে ভাতে” - বাক্যটিতে ‘দুধে ভাতে’ কিসের উদাহরণ?
Ο ক) শব্দের দ্বিরুক্তি
Ο খ) পদের দ্বিরুক্তি
Ο গ) অনুকার দ্বিরুক্তি
Ο ঘ) ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
 সঠিক উত্তর: (খ)

 ৬০. দ্বিরুক্ত শব্দ কয় প্রকারের?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (খ)

 ৬১. ‘ঝির ঝির করে বাতাস বইছে’ - এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করছে?
Ο ক) ভাবের গভীরতা
Ο খ) সামান্যতা
Ο গ) পৌনঃপুনিকতা
Ο ঘ) ধ্বনিব্যঞ্জনা
 সঠিক উত্তর: (ঘ)

 ৬২. ধ্বন্যাত্মক দ্বিরুক্তি কোনটি?
Ο ক) চোখে চোখে
Ο খ) চুপচাপ
Ο গ) শন শন
Ο ঘ) পথঘাট
 সঠিক উত্তর: (গ)

 ৬৩. “তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল” - এখানে ‘হায় হায়’ অব্যয়ের দ্বিরুক্তিতে কোনটি বুঝানো হয়েছে?
Ο ক) ভাবের গভীরতা
Ο খ) অনুভূতি
Ο গ) আধিক্য
Ο ঘ) সামান্যতা
 সঠিক উত্তর: (ক)

 ৬৪. কোনটি ভিন্নার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ?
Ο ক) জন্ম-মৃত্যু
Ο খ) বন-জঙ্গল
Ο গ) হাতাহাতি
Ο ঘ) ডালভাত
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৫. যুগ্মরীতিতে দ্বিরুক্ত গঠনের ক্ষেত্রে শব্দের আদিস্বর পরিবর্তিত হয়েছে কোনগুলোতে?
Ο ক) ডালভাত, তালাচাবি, অলিগলি
Ο খ) চুপচাপ, মিটমাট, জারিজুরি
Ο গ) মারামারি, হাতাহাতি, সরাসরি
Ο ঘ) চালচলন, রীতিনীতি, বনজঙ্গল
 সঠিক উত্তর: (খ)

 ৬৬. কোন দ্বিরুক্তিটি সঠিক অর্থ প্রকাশ করেছে?
Ο ক) আবার আবার সেই কামান গর্জন - ভাবের গভীরতা
Ο খ) কাদা কাদা মাঠ - পৌনঃপুনিকতা
Ο গ) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির - বিশেষণ বুঝাতে
Ο ঘ) লোকটি হাড়ে হাড়ে বদমাশ - সতর্কতা
 সঠিক উত্তর: (গ)

 ৬৭. দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠিত হয়েছে?
Ο ক) ছটফট
Ο খ) ফিটফাট
Ο গ) সরাসরি
Ο ঘ) খটাখট
 সঠিক উত্তর: (ক)

 ৬৮. ‘ডেকে ডেকে হয়রান হয়েছি’ - কোন পদের দ্বিরুক্তি?
Ο ক) অব্যয়
Ο খ) সর্বনাম
Ο গ) বিশেষণ
Ο ঘ) ক্রিয়া
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৯. ‘কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ’ - এখানে ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
Ο ক) বিশেষ্য
Ο খ) বিশেষণ
Ο গ) ক্রিয়া
Ο ঘ) ক্রিয়া বিশেষণ
 সঠিক উত্তর: (গ)

 ৭০. ‘হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপণ’ - এ বাক্যে কোন দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে?
Ο ক) যুগ্মরীতি
Ο খ) অব্যয়ের
Ο গ) ধ্বন্যাত্মক
Ο ঘ) পদাত্মক
 সঠিক উত্তর: (ঘ)

 ৭১. কোন দ্বিরুক্তিটি সঠিক অর্থ প্রকাশ করে?
Ο ক) ‘আবার আবার সেই কামানের গর্জন’ - ভাবের গভীরতা
Ο খ) কাদা কাদা মাঠ - পৌনঃপুনিকতা
Ο গ) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির - বিশেষণ বুঝাতে
Ο ঘ) লোকটি হাড়ে হাড়ে বদমাস - সতর্কতা
 সঠিক উত্তর: (গ)

 ৭২. “তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছে” - এখানে ‘বাড়ি বাড়ি’ কোন অর্থ প্রকাশ করছে?
Ο ক) আগ্রহ
Ο খ) ধারাবাহিকতা
Ο গ) সামান্যতা
Ο ঘ) আন্তরিকতা
 সঠিক উত্তর: (খ)

 ৭৩. “কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ” - এখানে ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
Ο ক) বিশেষ্য
Ο খ) বিশেষণ
Ο গ) ক্রিয়া
Ο ঘ) ক্রিয়া বিশেষণ
 সঠিক উত্তর: (গ)

 ৭৪. কোন বাক্যে ক্রিয়া বিশেষণের দ্বিরুক্তি হয়েছে?
Ο ক) কালো কালো চেহারা
Ο খ) তোমার নেই নেই ভাব গেল না
Ο গ) ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে
Ο ঘ) ফোঁড়াটা টনটন করছে
 সঠিক উত্তর: (গ)

 ৭৫. “চিকচিক করে বালি কোথা নাই কাঁদা” - এখানে দ্বিরুক্ত শব্দটি কেন পদরূপে ব্যবহৃত হয়েছে?
Ο ক) বিশেষ্যের বিশেষণ
Ο খ) অব্যয়ের বিশেষণ
Ο গ) বিশেষণের বিশেষণ
Ο ঘ) ক্রিয়া বিশেষণ
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৬. ‘জ্বর’ - এর সঙ্গে কোন শব্দের দ্বিরুক্তিতে ‘সামান্য’ অর্থ প্রকাশ পায়?
Ο ক) জারি
Ο খ) বিকার
Ο গ) জ্বর
Ο ঘ) ব্যাধি
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. কোনটি পদাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
Ο ক) দিন দিন
Ο খ) রোজ রোজ
Ο গ) হাতে-নাতে
Ο ঘ) শুনশান
 সঠিক উত্তর: (গ)

 ৭৮. কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্ত?
Ο ক) যায়যায়
Ο খ) কে কে
Ο গ) উচায় নিচায়
Ο ঘ) ঢং ঢং
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৯. ‘ছোট ছোট ডাল কেটে ফেল’ - বাক্যে কোন অর্থে দ্বিরুক্তির ব্যবহার হয়েছে?
Ο ক) আধিক্য
Ο খ) সামান্যতা
Ο গ) তীব্রতা
Ο ঘ) বিশেষ্য
 সঠিক উত্তর: (ক)

 ৮০. দ্বিরুক্ত অর্থ কী?
Ο ক) দুইবার উক্ত
Ο খ) দুইবার ব্যাপ্ত
Ο গ) অনুক্ত শব্দ
Ο ঘ) জোড়া শব্দ
 সঠিক উত্তর: (ক)

 ৮১. ‘আমার জ্বর জ্বর লাগছে’ - বাক্যে কোন অর্থে দ্বিরুক্ত শব্দের ব্যবহার হয়েছে?
Ο ক) অনুভূতি
Ο খ) তীব্রতা
Ο গ) আধিক্য
Ο ঘ) সামান্য
 সঠিক উত্তর: (ঘ)

 ৮২. অনুভূতিজাত ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দ কোনটি?
Ο ক) ঝিম ঝিম
Ο খ) টুপটাপ
Ο গ) মিউ মিউ
Ο ঘ) সাঁ সাঁ
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post