এস.এস.সি বাংলা ২য় পত্র : দ্বিরুক্ত শব্দ(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় - ২য় পরিচ্ছেদ: দ্বিরুক্ত শব্দ(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. সামান্যতা বুঝাতে বিশেষন শব্দযুগলের বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে কোনটিতে?
Ο ক) কালো কালো চেহারা
Ο খ) কবি কবি ভাব
Ο গ) রাশি রাধি ধন
Ο ঘ) গরম গরম জিলাপী
 সঠিক উত্তর: (ক)

 ২. ধুকধুক কোন অর্থে দ্বিরুক্তি?
Ο ক) সমার্থক দ্বিরুক্তি
Ο খ) পৌনঃপুনিকতা অর্থে
Ο গ) অনুভূতি প্রকাশে
Ο ঘ) অনরূপ কিছু বুঝাতে
 সঠিক উত্তর: (গ)

 ৩. দ্বিরুক্ত শব্দগুলো কোন ধরনের অর্থ প্রকাশ করে?
Ο ক) কালনিরপেক্ষ
Ο খ) বিপরীতার্থক
Ο গ) বিশেষ বা সম্প্রসারিত
Ο ঘ) নিরর্থক
 সঠিক উত্তর: (গ)

 ৪. কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দ?
Ο ক) খেলাধুলা
Ο খ) রাশিরাশি
Ο গ) নরম গরম
Ο ঘ) হাপুস হুপুস
 সঠিক উত্তর: (ঘ)

 ৫. নিচের কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দ?
Ο ক) ঝনঝন
Ο খ) চুপচাপ
Ο গ) ধীরে ধীরে
Ο ঘ) হাতে-নাতে
 সঠিক উত্তর: (ক)

 ৬. কোনটি বিশেষ্য পদের দ্বিরুক্তি?
Ο ক) হেসে হেসে
Ο খ) কাকে কাকে
Ο গ) ভাইয়ে ভাইয়ে
Ο ঘ) ভালয় ভালয়
 সঠিক উত্তর: (গ)

 ৭. কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট রূপকে কী বলে?
Ο ক) পদাত্মক শব্দ
Ο খ) শব্দাত্মক পদ
Ο গ) ধ্বন্যাত্মক শব্দ
Ο ঘ) কল্পনাত্মক শব্দ
 সঠিক উত্তর: (গ)

 ৮. আধিক্য অর্থে দ্বিরুক্তির ব্যবহার হয় নি কোনটিতে?
Ο ক) ছোট ছোট
Ο খ) বার বার
Ο গ) ভালো ভালো
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (খ)

 ৯. ধ্বনির ব্যঞ্জনা বুঝাতে কোন দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে?
Ο ক) ডেকে ডেকে হয়রান হয়েছি
Ο খ) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির
Ο গ) বৃষ্টি পড়ে টাপুর টুপুর
Ο ঘ) গা ছমছম করছে
 সঠিক উত্তর: (গ)

 ১০. ‘লাল লাল ফুল’- বাক্যে কী অর্থে দ্বিরুক্ত হয়েছে?
Ο ক) বহুবচন
Ο খ) একবচন
Ο গ) শূন্য
Ο ঘ) ঈষৎ
 সঠিক উত্তর: (ক)

 ১১. পৌনঃপুনিকতা বুঝাতে দ্বিরুক্ত শব্দের ব্যবহার কোনটি?
Ο ক) ছোট ছোট ডাল কেটে ফেল
Ο খ) ঝির ঝির বাতাস বইছে
Ο গ) ধীরে ধীরে যাও
Ο ঘ) ডেকে ডেকে হয়রান হয়েছি
 সঠিক উত্তর: (ঘ)

 ১২. কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্তি?
Ο ক) হেসে হেসে
Ο খ) যায় যায়
Ο গ) কার কার
Ο ঘ) ঢং ঢং
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩. ‘আমার জ্বর জ্বর লাগছে’ - এ বাক্যে ‘জ্বর জ্বর’ কোন শব্দের উদাহরণ?
Ο ক) তদ্ভব শব্দ
Ο খ) তৎসম শব্দ
Ο গ) দেশি শব্দ
Ο ঘ) দ্বিরুক্ত শব্দ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪. সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে?
Ο ক) ভাল-মন্দ
Ο খ) তোড়-জোড়
Ο গ) ধন-দৌলত
Ο ঘ) আমির-ফকির
 সঠিক উত্তর: (গ)

 ১৫. ‘সমার্থক’ শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে কোনটিতে?
Ο ক) ভালোমন্দ
Ο খ) তোড়জোড়
Ο গ) ধন-দৌলত
Ο ঘ) আমির-ফকির
 সঠিক উত্তর: (গ)

 ১৬. ভিন্নার্থক পদযোগে কোন দ্বিরুক্ত শব্দটি গঠিত হয়েছে?
Ο ক) আশাযাওয়া
Ο খ) মারামারি
Ο গ) চালচলন
Ο ঘ) পথঘাট
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭. নুসরাত গরম গরম হালিম পছন্দ করে - এখানে ‘গরম গরম’ কী অর্থে দ্বিরুক্ত হয়েছে?
Ο ক) আধিক্য
Ο খ) কল্পনা
Ο গ) সামান্য
Ο ঘ) তীব্রতা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮. কোনটি যুগ্মরীতির দ্বিরুক্তি?
Ο ক) গরম গরম
Ο খ) ঝমঝম
Ο গ) মিটির মিটির
Ο ঘ) টুপটাপ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯. দ্বিরুক্তি নির্ণয়ে কোনটি সঠিক?
Ο ক) বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তুলেছে - ভাবের গভীরতা
Ο খ) নামিল নভে বাদল ছলছল বেদনায় - বিশেষ্য
Ο গ) চিকচিক করে বালি কোথা নাহি কাদা - ক্রিয়া
Ο ঘ) থেকে থেকে শিশুটি কাঁদছে - কালের বিস্তার
 সঠিক উত্তর: (ঘ)

 ২০. ‘আধিক্য’ অর্থে দ্বিরুক্তি হয়েছে কোনটায়?
Ο ক) জ্বর জ্বর
Ο খ) শীত শীত
Ο গ) ধামা ধামা
Ο ঘ) টক টক
 সঠিক উত্তর: (গ)

 ২১. ভাবের গভীরতা বুঝাতে অব্যয় পদের দ্বিরুক্তি হয়েছে কোনটিতে?
Ο ক) ছি ছি, তুমি কী করেছে?
Ο খ) ঝির ঝির করে বাতাস বইছে
Ο গ) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির
Ο ঘ) বারবার কামান গর্জে উঠল
 সঠিক উত্তর: (ক)

 ২২. কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি?
Ο ক) ঝিকিমিকি
Ο খ) মারামারি
Ο গ) ছটফট
Ο ঘ) চালচলন
 সঠিক উত্তর: (ক)

 ২৩. ‘মাহমুদের কবি কবি ভাব’ - এখানে ‘কবি কবি’ কেন অর্থে দ্বিরুক্ত হয়েছে?
Ο ক) আধিক্য বুঝাতে
Ο খ) সঠিকতা বুঝাতে
Ο গ) সামান্য বুঝাতে
Ο ঘ) তীব্রতা বুঝাতে
 সঠিক উত্তর: (গ)

 ২৪. “দেখেছ, তার কবি কবি ভাব।” - এ বাক্যে কী বুঝাতে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে?
Ο ক) আধিক্য বুঝাতে
Ο খ) আগ্রহ বুঝাতে
Ο গ) সঠিকতা বুঝাতে
Ο ঘ) সামান্যতা বুঝাতে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫. “রাশি রাশি ধন” - এখানে ‘রাশি রাশি’ কী অর্থ প্রকাশ করেছে?
Ο ক) আধিক্য
Ο খ) সামান্য
Ο গ) আগ্রহ
Ο ঘ) পৌনঃপুনিকতা
 সঠিক উত্তর: (ক)

 ২৬. বিভক্তিযুক্ত পদের দু’বার ব্যবহারকে -
Ο ক) শব্দের দ্বিরুক্তি বলে
Ο খ) পদাত্মক দ্বিরুক্তি বলে
Ο গ) ধ্বন্যত্মক দ্বিরুক্তি হলে
Ο ঘ) যুগ্মরীতি বলে
 সঠিক উত্তর: (খ)

 ২৭. “পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির।” - কোন অর্থে দ্বিরুক্তি?
Ο ক) ভাবের গভীরতা
Ο খ) সামান্যতা
Ο গ) বিশেষণ বুঝাতে
Ο ঘ) অনুভূতি বুঝাতে
 সঠিক উত্তর: (গ)

 ২৮. “লোকটা হাড়ে হাড়ে বদমায়েশ” - এখানে ‘হাড়ে হাড়ে’ দ্বিরুক্ত শব্দটি কী অর্থ প্রকাশ করেছে?
Ο ক) সতর্কতা
Ο খ) ভাবের প্রগাঢ়তা
Ο গ) কালের বিস্তার
Ο ঘ) আধিক্য
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯. কোন দ্বিরুক্তিটিতে আধিক্য বুঝায়?
Ο ক) ছেলেটিকে চোখে চোখে রেখ
Ο খ) থেকে থেকে শিশুটি কাঁদছে
Ο গ) লোকটি হাড়ে হাড়ে শিক্ষা পেয়েছে
Ο ঘ) কোনোটিই নয়
 সঠিক উত্তর: (খ)

 ৩০. কোন বাক্যে ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্তিরূপে ব্যবহার হয়েছে?
Ο ক) বৃষ্টি পড়ে টাপুর টুপুর
Ο খ) শিশুটি ধীরে ধীরে যায়
Ο গ) ডেকে ডেকে হয়রান হয়েছি
Ο ঘ) চিকমিক করে বালি
 সঠিক উত্তর: (গ)

 ৩১. ‘ডাল-ভাত’ কোন অর্থে দ্বিরুক্ত?
Ο ক) সমার্থক
Ο খ) মিলনার্থক
Ο গ) বিপরীতার্থক
Ο ঘ) ভিন্নার্থক
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২. ‘ধ্বন্যাত্মক’ দ্বিরুক্তি কোনটি?
Ο ক) মিটমাট
Ο খ) চুপচাপ
Ο গ) জ্বরজ্বর
Ο ঘ) হুহু
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩. কোন শব্দটিতে ক্রিয়াপদের দ্বিরুক্ত ঘটেছে?
Ο ক) কাকে কাকে
Ο খ) যার যার
Ο গ) কেমন কেমন
Ο ঘ) হেসে হেসে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪. ‘কবি কবি ভাব, কিন্তু ছদের অভাব’ - এ বাক্যে ‘কবি কবি’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) ভালো অর্থে
Ο খ) কবির মত অর্থে
Ο গ) উপহাস অর্থে
Ο ঘ) পুনরাবৃত্তি অর্থে
 সঠিক উত্তর: (গ)

 ৩৫. কোন দ্বিরুক্তিটি ধ্বন্যাত্মক?
Ο ক) মিউ মিউ
Ο খ) শীত শীত
Ο গ) পড়োপড়ো
Ο ঘ) হাতে-নাতে
 সঠিক উত্তর: (ক)

 ৩৬. আধিক্য বুঝাতে বিশেষ্য শব্দযুগলের বিশেষণরূপে ব্যবহার কোনটি?
Ο ক) রাশি রাশি ধান
Ο খ) কাল কাল মেঘ
Ο গ) ঝির ঝির বাতাস
Ο ঘ) উড়ু উড়ু মন
 সঠিক উত্তর: (ক)

 ৩৭. কোনটি বিপরীতার্থক দ্বিরুক্ত শব্দ?
Ο ক) ভালভাল
Ο খ) দেনা-পাওনা
Ο গ) মনে মনে
Ο ঘ) মিটির মিটির
 সঠিক উত্তর: (খ)

 ৩৮. নিচের কোনটি ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্ত?
Ο ক) বৃষ্টি পড়ে টাপুর টুপুর
Ο খ) বার বার মেঘ ডেকে ওঠে
Ο গ) মন কেমন কেমন করে
Ο ঘ) দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯. ‘বারবার সে কামান গর্জে উঠল’ - এ বাক্যে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে?
Ο ক) ক্রিয়া বিশেষণ
Ο খ) তীব্রতা
Ο গ) আধিক্য
Ο ঘ) পৌনঃপুনিকতা
 সঠিক উত্তর: (ঘ)

 ৪০. বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে - এ বাক্যের দ্বিরুক্তি শব্দ কোন পদ হিসেবে ব্যবহৃত হয়েছে?
Ο ক) বিশেষ্য
Ο খ) বিশেষণ
Ο গ) ক্রিয়া
Ο ঘ) ক্রিয়া বিশেষণ
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post