ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় - ১ম পরিচ্ছেদ: পুরুষ ও স্ত্রীবাচক শব্দ(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪১. তৎসম নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) দাই
Ο খ) সধবা
Ο গ) বিধবা
Ο ঘ) সৎমা
সঠিক উত্তর: (গ)
৪২. কোনটির শেষে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?
Ο ক) গয়লা
Ο খ) কবি
Ο গ) পুলিশ
Ο ঘ) কর্মী
সঠিক উত্তর: (ক)
৪৩. ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) নবীনা
Ο খ) মালিকা
Ο গ) কনিষ্ঠ
Ο ঘ) বালিকা
সঠিক উত্তর: (খ)
৪৪. কোন পুরুষবাচক শব্দকে বিশেষ নিয়মে স্ত্রীবাচক করা যায়?
Ο ক) কুমার
Ο খ) রজক
Ο গ) নর্তক
Ο ঘ) রাজা
সঠিক উত্তর: (ঘ)
৪৫. ‘ঘোষজা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
Ο ক) পত্নী অর্থে
Ο খ) কন্যা অর্থে
Ο গ) স্ত্রী জাতীয় অর্থে
Ο ঘ) ক্ষুদ্র অর্থে
সঠিক উত্তর: (খ)
৪৬. কোনটির স্ত্রীবাচক শব্দ বিশেষ নিয়মে গঠিত?
Ο ক) অধ্যাপক
Ο খ) বালক
Ο গ) নেত্রী
Ο ঘ) ছাত্র
সঠিক উত্তর: (গ)
৪৭. নিচের কোনটি ‘নী’ প্রত্যয় যোগে গঠিত শব্দ?
Ο ক) চাকরানী
Ο খ) ডাক্তারনী
Ο গ) হুজুরানী
Ο ঘ) কাঙালিনী
সঠিক উত্তর: (খ)
৪৮. খাঁটি বাংলা স্ত্রীবাচক শব্দে বিশেষণটি কেমন হয়?
Ο ক) স্ত্রীবাচক হয়
Ο খ) পুরুষবাচক হয়
Ο গ) নিত্য পুরুষবাচক হয়
Ο ঘ) নিত্য স্ত্রীবাচক হয়
সঠিক উত্তর: (খ)
৪৯. ‘পুস্তিকা’ শব্দে ‘ইকা’ কোন অর্থে যুক্ত হয়েছে?
Ο ক) বহুবচন বুঝাতে
Ο খ) বৃহদার্থে
Ο গ) ক্ষুদ্রার্থে
Ο ঘ) বিশেষ অর্থে
সঠিক উত্তর: (গ)
৫০. কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
Ο ক) গৃহী
Ο খ) বিধাতা
Ο গ) সপত্নী
Ο ঘ) কাঙ্গালিনী
সঠিক উত্তর: (গ)
৫১. ‘মালী’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
Ο ক) মালা
Ο খ) মালিকা
Ο গ) মালীনি
Ο ঘ) মালিনী
সঠিক উত্তর: (ঘ)
৫২. নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি?
Ο ক) বান্ধবী
Ο খ) বিধাত্রী
Ο গ) কুলটা
Ο ঘ) বিরহিণী
সঠিক উত্তর: (গ)
৫৩. কোনটি জাতি অর্থে স্ত্রীবাচক শব্দ?
Ο ক) মৃতা
Ο খ) প্রথমা
Ο গ) নবীনা
Ο ঘ) কুমারী
সঠিক উত্তর: (ঘ)
৫৪. কোনগুলো ‘পত্নী’ অর্থে স্ত্রীবাচক শব্দ?
Ο ক) ছাত্রী-নদী
Ο খ) চাচি-মামি
Ο গ) বোন-কন্যা
Ο ঘ) যুবতী-নবীনা
সঠিক উত্তর: (খ)
৫৫. কোন শব্দটি দ্বারা স্ত্রী ও পুরুষ দুটোই বোঝায়?
Ο ক) নেত্রী
Ο খ) শুদ্র
Ο গ) গুরু
Ο ঘ) পুস্তিকা
সঠিক উত্তর: (গ)
৫৬. বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) নানা
Ο খ) অসম্পূর্ণ
Ο গ) নানী
Ο ঘ) বান্ধবী
সঠিক উত্তর: (ঘ)
৫৭. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) সৎমা
Ο খ) অভাগি
Ο গ) হুজুরাইন
Ο ঘ) চৌধুরানি
সঠিক উত্তর: (ক)
৫৮. ‘কুমার’ - এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) কুমোর
Ο খ) কুমারনী
Ο গ) স্ত্রী কুমার
Ο ঘ) কুমার পত্নী
সঠিক উত্তর: (খ)
৫৯. ‘ইকা’ কোন অর্থে ব্যবহৃত হয়?
Ο ক) ক্ষুদ্রার্থে
Ο খ) অক স্থলে
Ο গ) বৃহৎ অর্থে
Ο ঘ) মধ্যম অর্থে
সঠিক উত্তর: (ক)
৬০. বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) নর-নারী
Ο খ) বালক-বালিকা
Ο গ) দুঃখী-দুঃখিনী
Ο ঘ) খান-খানম
সঠিক উত্তর: (ক)
৬১. নিত্য পুংলিঙ্গ শব্দ কোনটি?
Ο ক) গুরু
Ο খ) ঢাকী
Ο গ) সাধু
Ο ঘ) দাতা
সঠিক উত্তর: (খ)
৬২. সংস্কৃত ভাষায় ‘রজক’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) রজকি
Ο খ) রজকী
Ο গ) রজকিনী
Ο ঘ) রজকাইন
সঠিক উত্তর: (খ)
৬৩. কোনটি ‘নী’ প্রত্যয়যুক্ত স্ত্রীবাচক শব্দ?
Ο ক) ভিখারিনী
Ο খ) কাঙালিনী
Ο গ) গোয়ালিনী
Ο ঘ) নাপিতানী
সঠিক উত্তর: (ক)
৬৪. পত্নীবাচক অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) ননদ
Ο খ) মুরগি
Ο গ) খুকী
Ο ঘ) জা
সঠিক উত্তর: (ঘ)
৬৫. ‘বেঙ্গমা’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) বেঙ্গমী
Ο খ) বেঙ্গমানী
Ο গ) বেঙামি
Ο ঘ) বেঙ্গী
সঠিক উত্তর: (ক)
৬৬. কোনটির স্ত্রীবাচক শব্দ ‘আ’ প্রত্যয় যোগে গঠিত হয়?
Ο ক) বর
Ο খ) নবীন
Ο গ) নবাব
Ο ঘ) সিংহ
সঠিক উত্তর: (খ)
৬৭. ‘কুলি’ শব্দের লিঙ্গান্তর কী হবে?
Ο ক) কামিনী
Ο খ) কুলিনী
Ο গ) কামিন
Ο ঘ) কামীনি
সঠিক উত্তর: (গ)
৬৮. পুরুষবাচক শব্দের উদাহরণ নয় কোনটি?
Ο ক) মায়াবী
Ο খ) যোগী
Ο গ) মালী
Ο ঘ) শূদ্রা
সঠিক উত্তর: (ঘ)
৬৯. সংস্কৃত স্ত্রী প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি?
Ο ক) ভাগনী
Ο খ) জেলেনী
Ο গ) কিশোরী
Ο ঘ) বাঘিনী
সঠিক উত্তর: (গ)
৭০. বাংলা ব্যাকরণে কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না?
Ο ক) বিশেষণে
Ο খ) অব্যয়ে
Ο গ) সর্বনামে
Ο ঘ) বিশেষ্যে
সঠিক উত্তর: (ক)
৭১. সাধারণ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) নানি
Ο খ) দাদি
Ο গ) শিক্ষিকা
Ο ঘ) মামি
সঠিক উত্তর: (গ)
৭২. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?
Ο ক) নেতা
Ο খ) দাতা
Ο গ) কবি
Ο ঘ) বাদশা
সঠিক উত্তর: (গ)
৭৩. কোনটি পতি ও পত্নী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) নন্দাই - ননদ
Ο খ) পাগল - পাগলিনী
Ο গ) ভাই - বোন
Ο ঘ) দেবর - ননদ
সঠিক উত্তর: (ক)
৭৪. বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ মূলত কয় ভাগে বিভক্ত?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৭৫. বাংলা স্ত্রীবাচক শব্দের বিধেয় বিশেষণ কীরূপ?
Ο ক) স্ত্রীবাচক
Ο খ) স্ত্রীবাচক হয় না
Ο গ) বিশেষ্য স্থানীয়
Ο ঘ) সর্বনামজাত
সঠিক উত্তর: (খ)
৭৬. পুরুষবাচক শব্দের শেষে ‘ঈয়ান’ থাকলে স্ত্রীবাচক শব্দে কী হয়?
Ο ক) ইয়ানী
Ο খ) ইয়সী
Ο গ) ঈয়সী
Ο ঘ) ঈয়ানী
সঠিক উত্তর: (গ)
৭৭. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ?
Ο ক) মেধাবিনী
Ο খ) মানবী
Ο গ) সারী
Ο ঘ) গরীয়সী
সঠিক উত্তর: (গ)
৭৮. কোন শব্দে পুরুষ ও স্ত্রীবাচক দুই-ই বোঝায়?
Ο ক) শিক্ষক
Ο খ) কবিরাজ
Ο গ) সন্তান
Ο ঘ) বন্ধু
সঠিক উত্তর: (গ)
৭৯. নিম্নের কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ?
Ο ক) পুস্তিকা
Ο খ) মায়াবিনী
Ο গ) রূপবতী
Ο ঘ) বান্ধবী
সঠিক উত্তর: (ক)
৮০. কোনটি ‘বাংলা’ নিত্য স্ত্রীবাচক শব্দ?
Ο ক) কুলটা
Ο খ) বিধবা
Ο গ) অরক্ষণীয়া
Ο ঘ) এয়ো
সঠিক উত্তর: (ঘ)
৮১. তৎসম পুরুষবাচক শব্দের পরে আ, ঈ, আনী, নী, ইকা প্রভৃতি প্রত্যয় যোগে কোন শব্দ গঠিত?
Ο ক) পুরুষবাচক
Ο খ) সংখ্যাবাচক
Ο গ) ‘গোটা’ বচনবাচক শব্দ
Ο ঘ) স্ত্রীবাচক শব্দ
সঠিক উত্তর: (ঘ)
৮২. কোনটি নিত্য স্ত্রীবাচ বাংলা শব্দ?
Ο ক) সতীন
Ο খ) বিধাত্রী
Ο গ) সপত্নী
Ο ঘ) বিপত্নী
সঠিক উত্তর: (ক)
৮৩. শব্দে ব্যবহৃত ‘ইকা’ প্রত্যয়গুলোর মধ্যে কোনটি স্ত্রী প্রত্যয় নয়?
Ο ক) সেবিকা
Ο খ) গীতিকা
Ο গ) বালিকা
Ο ঘ) গায়িকা
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪১. তৎসম নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) দাই
Ο খ) সধবা
Ο গ) বিধবা
Ο ঘ) সৎমা
সঠিক উত্তর: (গ)
৪২. কোনটির শেষে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?
Ο ক) গয়লা
Ο খ) কবি
Ο গ) পুলিশ
Ο ঘ) কর্মী
সঠিক উত্তর: (ক)
৪৩. ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) নবীনা
Ο খ) মালিকা
Ο গ) কনিষ্ঠ
Ο ঘ) বালিকা
সঠিক উত্তর: (খ)
৪৪. কোন পুরুষবাচক শব্দকে বিশেষ নিয়মে স্ত্রীবাচক করা যায়?
Ο ক) কুমার
Ο খ) রজক
Ο গ) নর্তক
Ο ঘ) রাজা
সঠিক উত্তর: (ঘ)
৪৫. ‘ঘোষজা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
Ο ক) পত্নী অর্থে
Ο খ) কন্যা অর্থে
Ο গ) স্ত্রী জাতীয় অর্থে
Ο ঘ) ক্ষুদ্র অর্থে
সঠিক উত্তর: (খ)
৪৬. কোনটির স্ত্রীবাচক শব্দ বিশেষ নিয়মে গঠিত?
Ο ক) অধ্যাপক
Ο খ) বালক
Ο গ) নেত্রী
Ο ঘ) ছাত্র
সঠিক উত্তর: (গ)
৪৭. নিচের কোনটি ‘নী’ প্রত্যয় যোগে গঠিত শব্দ?
Ο ক) চাকরানী
Ο খ) ডাক্তারনী
Ο গ) হুজুরানী
Ο ঘ) কাঙালিনী
সঠিক উত্তর: (খ)
৪৮. খাঁটি বাংলা স্ত্রীবাচক শব্দে বিশেষণটি কেমন হয়?
Ο ক) স্ত্রীবাচক হয়
Ο খ) পুরুষবাচক হয়
Ο গ) নিত্য পুরুষবাচক হয়
Ο ঘ) নিত্য স্ত্রীবাচক হয়
সঠিক উত্তর: (খ)
৪৯. ‘পুস্তিকা’ শব্দে ‘ইকা’ কোন অর্থে যুক্ত হয়েছে?
Ο ক) বহুবচন বুঝাতে
Ο খ) বৃহদার্থে
Ο গ) ক্ষুদ্রার্থে
Ο ঘ) বিশেষ অর্থে
সঠিক উত্তর: (গ)
৫০. কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
Ο ক) গৃহী
Ο খ) বিধাতা
Ο গ) সপত্নী
Ο ঘ) কাঙ্গালিনী
সঠিক উত্তর: (গ)
৫১. ‘মালী’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
Ο ক) মালা
Ο খ) মালিকা
Ο গ) মালীনি
Ο ঘ) মালিনী
সঠিক উত্তর: (ঘ)
৫২. নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি?
Ο ক) বান্ধবী
Ο খ) বিধাত্রী
Ο গ) কুলটা
Ο ঘ) বিরহিণী
সঠিক উত্তর: (গ)
৫৩. কোনটি জাতি অর্থে স্ত্রীবাচক শব্দ?
Ο ক) মৃতা
Ο খ) প্রথমা
Ο গ) নবীনা
Ο ঘ) কুমারী
সঠিক উত্তর: (ঘ)
৫৪. কোনগুলো ‘পত্নী’ অর্থে স্ত্রীবাচক শব্দ?
Ο ক) ছাত্রী-নদী
Ο খ) চাচি-মামি
Ο গ) বোন-কন্যা
Ο ঘ) যুবতী-নবীনা
সঠিক উত্তর: (খ)
৫৫. কোন শব্দটি দ্বারা স্ত্রী ও পুরুষ দুটোই বোঝায়?
Ο ক) নেত্রী
Ο খ) শুদ্র
Ο গ) গুরু
Ο ঘ) পুস্তিকা
সঠিক উত্তর: (গ)
৫৬. বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) নানা
Ο খ) অসম্পূর্ণ
Ο গ) নানী
Ο ঘ) বান্ধবী
সঠিক উত্তর: (ঘ)
৫৭. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) সৎমা
Ο খ) অভাগি
Ο গ) হুজুরাইন
Ο ঘ) চৌধুরানি
সঠিক উত্তর: (ক)
৫৮. ‘কুমার’ - এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) কুমোর
Ο খ) কুমারনী
Ο গ) স্ত্রী কুমার
Ο ঘ) কুমার পত্নী
সঠিক উত্তর: (খ)
৫৯. ‘ইকা’ কোন অর্থে ব্যবহৃত হয়?
Ο ক) ক্ষুদ্রার্থে
Ο খ) অক স্থলে
Ο গ) বৃহৎ অর্থে
Ο ঘ) মধ্যম অর্থে
সঠিক উত্তর: (ক)
৬০. বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) নর-নারী
Ο খ) বালক-বালিকা
Ο গ) দুঃখী-দুঃখিনী
Ο ঘ) খান-খানম
সঠিক উত্তর: (ক)
৬১. নিত্য পুংলিঙ্গ শব্দ কোনটি?
Ο ক) গুরু
Ο খ) ঢাকী
Ο গ) সাধু
Ο ঘ) দাতা
সঠিক উত্তর: (খ)
৬২. সংস্কৃত ভাষায় ‘রজক’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) রজকি
Ο খ) রজকী
Ο গ) রজকিনী
Ο ঘ) রজকাইন
সঠিক উত্তর: (খ)
৬৩. কোনটি ‘নী’ প্রত্যয়যুক্ত স্ত্রীবাচক শব্দ?
Ο ক) ভিখারিনী
Ο খ) কাঙালিনী
Ο গ) গোয়ালিনী
Ο ঘ) নাপিতানী
সঠিক উত্তর: (ক)
৬৪. পত্নীবাচক অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) ননদ
Ο খ) মুরগি
Ο গ) খুকী
Ο ঘ) জা
সঠিক উত্তর: (ঘ)
৬৫. ‘বেঙ্গমা’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) বেঙ্গমী
Ο খ) বেঙ্গমানী
Ο গ) বেঙামি
Ο ঘ) বেঙ্গী
সঠিক উত্তর: (ক)
৬৬. কোনটির স্ত্রীবাচক শব্দ ‘আ’ প্রত্যয় যোগে গঠিত হয়?
Ο ক) বর
Ο খ) নবীন
Ο গ) নবাব
Ο ঘ) সিংহ
সঠিক উত্তর: (খ)
৬৭. ‘কুলি’ শব্দের লিঙ্গান্তর কী হবে?
Ο ক) কামিনী
Ο খ) কুলিনী
Ο গ) কামিন
Ο ঘ) কামীনি
সঠিক উত্তর: (গ)
৬৮. পুরুষবাচক শব্দের উদাহরণ নয় কোনটি?
Ο ক) মায়াবী
Ο খ) যোগী
Ο গ) মালী
Ο ঘ) শূদ্রা
সঠিক উত্তর: (ঘ)
৬৯. সংস্কৃত স্ত্রী প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি?
Ο ক) ভাগনী
Ο খ) জেলেনী
Ο গ) কিশোরী
Ο ঘ) বাঘিনী
সঠিক উত্তর: (গ)
৭০. বাংলা ব্যাকরণে কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না?
Ο ক) বিশেষণে
Ο খ) অব্যয়ে
Ο গ) সর্বনামে
Ο ঘ) বিশেষ্যে
সঠিক উত্তর: (ক)
৭১. সাধারণ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) নানি
Ο খ) দাদি
Ο গ) শিক্ষিকা
Ο ঘ) মামি
সঠিক উত্তর: (গ)
৭২. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?
Ο ক) নেতা
Ο খ) দাতা
Ο গ) কবি
Ο ঘ) বাদশা
সঠিক উত্তর: (গ)
৭৩. কোনটি পতি ও পত্নী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) নন্দাই - ননদ
Ο খ) পাগল - পাগলিনী
Ο গ) ভাই - বোন
Ο ঘ) দেবর - ননদ
সঠিক উত্তর: (ক)
৭৪. বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ মূলত কয় ভাগে বিভক্ত?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৭৫. বাংলা স্ত্রীবাচক শব্দের বিধেয় বিশেষণ কীরূপ?
Ο ক) স্ত্রীবাচক
Ο খ) স্ত্রীবাচক হয় না
Ο গ) বিশেষ্য স্থানীয়
Ο ঘ) সর্বনামজাত
সঠিক উত্তর: (খ)
৭৬. পুরুষবাচক শব্দের শেষে ‘ঈয়ান’ থাকলে স্ত্রীবাচক শব্দে কী হয়?
Ο ক) ইয়ানী
Ο খ) ইয়সী
Ο গ) ঈয়সী
Ο ঘ) ঈয়ানী
সঠিক উত্তর: (গ)
৭৭. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ?
Ο ক) মেধাবিনী
Ο খ) মানবী
Ο গ) সারী
Ο ঘ) গরীয়সী
সঠিক উত্তর: (গ)
৭৮. কোন শব্দে পুরুষ ও স্ত্রীবাচক দুই-ই বোঝায়?
Ο ক) শিক্ষক
Ο খ) কবিরাজ
Ο গ) সন্তান
Ο ঘ) বন্ধু
সঠিক উত্তর: (গ)
৭৯. নিম্নের কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ?
Ο ক) পুস্তিকা
Ο খ) মায়াবিনী
Ο গ) রূপবতী
Ο ঘ) বান্ধবী
সঠিক উত্তর: (ক)
৮০. কোনটি ‘বাংলা’ নিত্য স্ত্রীবাচক শব্দ?
Ο ক) কুলটা
Ο খ) বিধবা
Ο গ) অরক্ষণীয়া
Ο ঘ) এয়ো
সঠিক উত্তর: (ঘ)
৮১. তৎসম পুরুষবাচক শব্দের পরে আ, ঈ, আনী, নী, ইকা প্রভৃতি প্রত্যয় যোগে কোন শব্দ গঠিত?
Ο ক) পুরুষবাচক
Ο খ) সংখ্যাবাচক
Ο গ) ‘গোটা’ বচনবাচক শব্দ
Ο ঘ) স্ত্রীবাচক শব্দ
সঠিক উত্তর: (ঘ)
৮২. কোনটি নিত্য স্ত্রীবাচ বাংলা শব্দ?
Ο ক) সতীন
Ο খ) বিধাত্রী
Ο গ) সপত্নী
Ο ঘ) বিপত্নী
সঠিক উত্তর: (ক)
৮৩. শব্দে ব্যবহৃত ‘ইকা’ প্রত্যয়গুলোর মধ্যে কোনটি স্ত্রী প্রত্যয় নয়?
Ο ক) সেবিকা
Ο খ) গীতিকা
Ο গ) বালিকা
Ο ঘ) গায়িকা
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Bangla2