এস.এস.সি বাংলা ২য় পত্র : পুরুষ ও স্ত্রীবাচক শব্দ(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় - ১ম পরিচ্ছেদ: পুরুষ ও স্ত্রীবাচক শব্দ(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪১. তৎসম নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) দাই
Ο খ) সধবা
Ο গ) বিধবা
Ο ঘ) সৎমা
 সঠিক উত্তর: (গ)

 ৪২. কোনটির শেষে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?
Ο ক) গয়লা
Ο খ) কবি
Ο গ) পুলিশ
Ο ঘ) কর্মী
 সঠিক উত্তর: (ক)

 ৪৩. ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) নবীনা
Ο খ) মালিকা
Ο গ) কনিষ্ঠ
Ο ঘ) বালিকা
 সঠিক উত্তর: (খ)

 ৪৪. কোন পুরুষবাচক শব্দকে বিশেষ নিয়মে স্ত্রীবাচক করা যায়?
Ο ক) কুমার
Ο খ) রজক
Ο গ) নর্তক
Ο ঘ) রাজা
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫. ‘ঘোষজা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
Ο ক) পত্নী অর্থে
Ο খ) কন্যা অর্থে
Ο গ) স্ত্রী জাতীয় অর্থে
Ο ঘ) ক্ষুদ্র অর্থে
 সঠিক উত্তর: (খ)

 ৪৬. কোনটির স্ত্রীবাচক শব্দ বিশেষ নিয়মে গঠিত?
Ο ক) অধ্যাপক
Ο খ) বালক
Ο গ) নেত্রী
Ο ঘ) ছাত্র
 সঠিক উত্তর: (গ)

 ৪৭. নিচের কোনটি ‘নী’ প্রত্যয় যোগে গঠিত শব্দ?
Ο ক) চাকরানী
Ο খ) ডাক্তারনী
Ο গ) হুজুরানী
Ο ঘ) কাঙালিনী
 সঠিক উত্তর: (খ)

 ৪৮. খাঁটি বাংলা স্ত্রীবাচক শব্দে বিশেষণটি কেমন হয়?
Ο ক) স্ত্রীবাচক হয়
Ο খ) পুরুষবাচক হয়
Ο গ) নিত্য পুরুষবাচক হয়
Ο ঘ) নিত্য স্ত্রীবাচক হয়
 সঠিক উত্তর: (খ)

 ৪৯. ‘পুস্তিকা’ শব্দে ‘ইকা’ কোন অর্থে যুক্ত হয়েছে?
Ο ক) বহুবচন বুঝাতে
Ο খ) বৃহদার্থে
Ο গ) ক্ষুদ্রার্থে
Ο ঘ) বিশেষ অর্থে
 সঠিক উত্তর: (গ)

 ৫০. কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
Ο ক) গৃহী
Ο খ) বিধাতা
Ο গ) সপত্নী
Ο ঘ) কাঙ্গালিনী
 সঠিক উত্তর: (গ)

 ৫১. ‘মালী’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
Ο ক) মালা
Ο খ) মালিকা
Ο গ) মালীনি
Ο ঘ) মালিনী
 সঠিক উত্তর: (ঘ)

 ৫২. নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি?
Ο ক) বান্ধবী
Ο খ) বিধাত্রী
Ο গ) কুলটা
Ο ঘ) বিরহিণী
 সঠিক উত্তর: (গ)

 ৫৩. কোনটি জাতি অর্থে স্ত্রীবাচক শব্দ?
Ο ক) মৃতা
Ο খ) প্রথমা
Ο গ) নবীনা
Ο ঘ) কুমারী
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৪. কোনগুলো ‘পত্নী’ অর্থে স্ত্রীবাচক শব্দ?
Ο ক) ছাত্রী-নদী
Ο খ) চাচি-মামি
Ο গ) বোন-কন্যা
Ο ঘ) যুবতী-নবীনা
 সঠিক উত্তর: (খ)

 ৫৫. কোন শব্দটি দ্বারা স্ত্রী ও পুরুষ দুটোই বোঝায়?
Ο ক) নেত্রী
Ο খ) শুদ্র
Ο গ) গুরু
Ο ঘ) পুস্তিকা
 সঠিক উত্তর: (গ)

 ৫৬. বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) নানা
Ο খ) অসম্পূর্ণ
Ο গ) নানী
Ο ঘ) বান্ধবী
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৭. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) সৎমা
Ο খ) অভাগি
Ο গ) হুজুরাইন
Ο ঘ) চৌধুরানি
 সঠিক উত্তর: (ক)

 ৫৮. ‘কুমার’ - এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) কুমোর
Ο খ) কুমারনী
Ο গ) স্ত্রী কুমার
Ο ঘ) কুমার পত্নী
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. ‘ইকা’ কোন অর্থে ব্যবহৃত হয়?
Ο ক) ক্ষুদ্রার্থে
Ο খ) অক স্থলে
Ο গ) বৃহৎ অর্থে
Ο ঘ) মধ্যম অর্থে
 সঠিক উত্তর: (ক)

 ৬০. বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) নর-নারী
Ο খ) বালক-বালিকা
Ο গ) দুঃখী-দুঃখিনী
Ο ঘ) খান-খানম
 সঠিক উত্তর: (ক)

 ৬১. নিত্য পুংলিঙ্গ শব্দ কোনটি?
Ο ক) গুরু
Ο খ) ঢাকী
Ο গ) সাধু
Ο ঘ) দাতা
 সঠিক উত্তর: (খ)

 ৬২. সংস্কৃত ভাষায় ‘রজক’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) রজকি
Ο খ) রজকী
Ο গ) রজকিনী
Ο ঘ) রজকাইন
 সঠিক উত্তর: (খ)

 ৬৩. কোনটি ‘নী’ প্রত্যয়যুক্ত স্ত্রীবাচক শব্দ?
Ο ক) ভিখারিনী
Ο খ) কাঙালিনী
Ο গ) গোয়ালিনী
Ο ঘ) নাপিতানী
 সঠিক উত্তর: (ক)

 ৬৪. পত্নীবাচক অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) ননদ
Ο খ) মুরগি
Ο গ) খুকী
Ο ঘ) জা
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৫. ‘বেঙ্গমা’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) বেঙ্গমী
Ο খ) বেঙ্গমানী
Ο গ) বেঙামি
Ο ঘ) বেঙ্গী
 সঠিক উত্তর: (ক)

 ৬৬. কোনটির স্ত্রীবাচক শব্দ ‘আ’ প্রত্যয় যোগে গঠিত হয়?
Ο ক) বর
Ο খ) নবীন
Ο গ) নবাব
Ο ঘ) সিংহ
 সঠিক উত্তর: (খ)

 ৬৭. ‘কুলি’ শব্দের লিঙ্গান্তর কী হবে?
Ο ক) কামিনী
Ο খ) কুলিনী
Ο গ) কামিন
Ο ঘ) কামীনি
 সঠিক উত্তর: (গ)

 ৬৮. পুরুষবাচক শব্দের উদাহরণ নয় কোনটি?
Ο ক) মায়াবী
Ο খ) যোগী
Ο গ) মালী
Ο ঘ) শূদ্রা
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৯. সংস্কৃত স্ত্রী প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি?
Ο ক) ভাগনী
Ο খ) জেলেনী
Ο গ) কিশোরী
Ο ঘ) বাঘিনী
 সঠিক উত্তর: (গ)

 ৭০. বাংলা ব্যাকরণে কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না?
Ο ক) বিশেষণে
Ο খ) অব্যয়ে
Ο গ) সর্বনামে
Ο ঘ) বিশেষ্যে
 সঠিক উত্তর: (ক)

 ৭১. সাধারণ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) নানি
Ο খ) দাদি
Ο গ) শিক্ষিকা
Ο ঘ) মামি
 সঠিক উত্তর: (গ)

 ৭২. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?
Ο ক) নেতা
Ο খ) দাতা
Ο গ) কবি
Ο ঘ) বাদশা
 সঠিক উত্তর: (গ)

 ৭৩. কোনটি পতি ও পত্নী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) নন্দাই - ননদ
Ο খ) পাগল - পাগলিনী
Ο গ) ভাই - বোন
Ο ঘ) দেবর - ননদ
 সঠিক উত্তর: (ক)

 ৭৪. বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ মূলত কয় ভাগে বিভক্ত?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (ক)

 ৭৫. বাংলা স্ত্রীবাচক শব্দের বিধেয় বিশেষণ কীরূপ?
Ο ক) স্ত্রীবাচক
Ο খ) স্ত্রীবাচক হয় না
Ο গ) বিশেষ্য স্থানীয়
Ο ঘ) সর্বনামজাত
 সঠিক উত্তর: (খ)

 ৭৬. পুরুষবাচক শব্দের শেষে ‘ঈয়ান’ থাকলে স্ত্রীবাচক শব্দে কী হয়?
Ο ক) ইয়ানী
Ο খ) ইয়সী
Ο গ) ঈয়সী
Ο ঘ) ঈয়ানী
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ?
Ο ক) মেধাবিনী
Ο খ) মানবী
Ο গ) সারী
Ο ঘ) গরীয়সী
 সঠিক উত্তর: (গ)

 ৭৮. কোন শব্দে পুরুষ ও স্ত্রীবাচক দুই-ই বোঝায়?
Ο ক) শিক্ষক
Ο খ) কবিরাজ
Ο গ) সন্তান
Ο ঘ) বন্ধু
 সঠিক উত্তর: (গ)

 ৭৯. নিম্নের কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ?
Ο ক) পুস্তিকা
Ο খ) মায়াবিনী
Ο গ) রূপবতী
Ο ঘ) বান্ধবী
 সঠিক উত্তর: (ক)

 ৮০. কোনটি ‘বাংলা’ নিত্য স্ত্রীবাচক শব্দ?
Ο ক) কুলটা
Ο খ) বিধবা
Ο গ) অরক্ষণীয়া
Ο ঘ) এয়ো
 সঠিক উত্তর: (ঘ)

 ৮১. তৎসম পুরুষবাচক শব্দের পরে আ, ঈ, আনী, নী, ইকা প্রভৃতি প্রত্যয় যোগে কোন শব্দ গঠিত?
Ο ক) পুরুষবাচক
Ο খ) সংখ্যাবাচক
Ο গ) ‘গোটা’ বচনবাচক শব্দ
Ο ঘ) স্ত্রীবাচক শব্দ
 সঠিক উত্তর: (ঘ)

 ৮২. কোনটি নিত্য স্ত্রীবাচ বাংলা শব্দ?
Ο ক) সতীন
Ο খ) বিধাত্রী
Ο গ) সপত্নী
Ο ঘ) বিপত্নী
 সঠিক উত্তর: (ক)

 ৮৩. শব্দে ব্যবহৃত ‘ইকা’ প্রত্যয়গুলোর মধ্যে কোনটি স্ত্রী প্রত্যয় নয়?
Ο ক) সেবিকা
Ο খ) গীতিকা
Ο গ) বালিকা
Ο ঘ) গায়িকা
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post