ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় - ১ম পরিচ্ছেদ: পুরুষ ও স্ত্রীবাচক শব্দ(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ‘মরদ’ এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) মরদী
Ο খ) মরদিনী
Ο গ) জেনানা
Ο ঘ) জেনানী
সঠিক উত্তর: (গ)
২. কোন শব্দটি ‘ঈ’ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
Ο ক) জেলেনী
Ο খ) কৃষাণী
Ο গ) চাকরানী
Ο ঘ) সাপিনী
সঠিক উত্তর: (খ)
৩. বাংলায় কতকগুলো তৎসম স্ত্রীবাচক শব্দের পরে আবার স্ত্রীবাচক প্রত্যয় ব্যবহৃত হয় - কোন পুরুষবাচক শব্দের ক্ষেত্রে এটি প্রযোজ্য?
Ο ক) অভাগা
Ο খ) ননদাই
Ο গ) ঘোষ
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (ঘ)
৪. কোন পুরুষবাচক শব্দটির একাধিক স্ত্রীবাচক রূপ হয়?
Ο ক) হুজুর
Ο খ) ঠাকুর
Ο গ) রাজা
Ο ঘ) কুমার
সঠিক উত্তর: (খ)
৫. শেষে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করা যায় কোনটিতে?
Ο ক) অজ
Ο খ) খোকা
Ο গ) শিল্পী
Ο ঘ) বোন
সঠিক উত্তর: (ঘ)
৬. ‘শুক’ শব্দটির বিপরীত লিঙ্গ কোনটি?
Ο ক) সারী
Ο খ) সাড়ী
Ο গ) শাড়ী
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
৭. ‘তিনি’ কোন পুরুষের কোন রূপ?
Ο ক) মধ্যম পুরুষের সাধারণ রূপ
Ο খ) মধ্যম পুরুষের সম্ভ্রমাত্মক রূপ
Ο গ) নাম পুরুষের সাধারণ রূপ
Ο ঘ) নাম পুরুষের সম্ভ্রমাত্মক রূপ
সঠিক উত্তর: (ঘ)
৮. কোনটি ‘পত্নী’ অর্থে স্ত্রীবাচক শব্দ?
Ο ক) ছাত্রী
Ο খ) দাদি
Ο গ) আয়া
Ο ঘ) সৎমা
সঠিক উত্তর: (খ)
৯. নিচের কোন শব্দটি কুল উপাধির ক্ষেত্রে স্ত্রীবাচকতা প্রকাশ করে?
Ο ক) ঘোষজায়া
Ο খ) নায়িকা
Ο গ) নর্তকী
Ο ঘ) গায়িকা
সঠিক উত্তর: (ক)
১০. কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ?
Ο ক) ছাত্রী
Ο খ) দাদি/চাচি/মামি
Ο গ) আয়া
Ο ঘ) সৎমা
সঠিক উত্তর: (খ)
১১. বাংলা ব্যাকরণে কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম অনুসরণ করে না?
Ο ক) বিশেষণ
Ο খ) অব্যয়
Ο গ) সর্বনাম
Ο ঘ) বিশেষ্য
সঠিক উত্তর: (ক)
১২. নিম্নের কোনটি কুল-উপাধি ক্ষেত্রে স্ত্রীবাচকতা রয়েছে
Ο ক) কুহকিনী
Ο খ) ঘোষজায়া
Ο গ) নর্তকী
Ο ঘ) ধাত্রী
সঠিক উত্তর: (খ)
১৩. ‘মালা’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
Ο ক) মালিকা
Ο খ) মালবিকা
Ο গ) মালানী
Ο ঘ) মালিনী
সঠিক উত্তর: (ক)
১৪. পুরুষবাচক শব্দ কোনটি?
Ο ক) রজকী
Ο খ) বৈষ্ণবী
Ο গ) মায়াবী
Ο ঘ) শ্রোতৃ
সঠিক উত্তর: (গ)
১৫. ‘আনী’ স্ত্রী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) বাঘিনী
Ο খ) চাকরানী
Ο গ) ভাগনী
Ο ঘ) জেলেনী
সঠিক উত্তর: (খ)
১৬. কোন প্রত্যয়টি যুক্ত হলে স্ত্রীবাচক শব্দে কখনও কখনও অবজ্ঞার ভাব প্রকাশ পায়?
Ο ক) আনী
Ο খ) নী
Ο গ) ইনী
Ο ঘ) ঈ
সঠিক উত্তর: (খ)
১৭. বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (ক)
১৮. নাটক-নাটিকা কী অর্থে ব্যবহৃত হয়?
Ο ক) স্ত্রীবাচক অর্থে
Ο খ) পুরুষবাচক অর্থে
Ο গ) ক্ষুদ্রার্থে
Ο ঘ) বৃহদার্থে
সঠিক উত্তর: (গ)
১৯. ‘আ’ প্রত্যয়ান্ত স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) আধুনিকা
Ο খ) অধ্যাপিকা
Ο গ) কলিকা
Ο ঘ) মল্লিকা
সঠিক উত্তর: (ক)
২০. ‘কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) কামিন
Ο খ) কামিনী
Ο গ) কুলিনী
Ο ঘ) কুলিনা
সঠিক উত্তর: (ক)
২১. কোনটি উত্তম পুরুষের উদাহরণ?
Ο ক) আপনি
Ο খ) সে
Ο গ) আমি
Ο ঘ) তুমি
সঠিক উত্তর: (গ)
২২. কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন?
Ο ক) গায়ক
Ο খ) বিদ্বান
Ο গ) কোকিল
Ο ঘ) সতীন
সঠিক উত্তর: (খ)
২৩. যেসব পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ রয়েছে স্ত্রীবাচক বুঝাতে সেসব শব্দে কী হয়?
Ο ক) তী
Ο খ) ত্রী
Ο গ) ত
Ο ঘ) বতী
সঠিক উত্তর: (খ)
২৪. নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ নয় কোনটি?
Ο ক) সতীন
Ο খ) কুলটা
Ο গ) বিধবা
Ο ঘ) শিক্ষয়িত্রী
সঠিক উত্তর: (ঘ)
২৫. পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলা হয়?
Ο ক) বচন
Ο খ) লিঙ্গ
Ο গ) পুরুষ
Ο ঘ) বাচ্য
সঠিক উত্তর: (খ)
২৬. বাংলা স্ত্রীবাচক শব্দের বিধেয় বিশেষণ কীরূপ হয়?
Ο ক) স্ত্রীবাচক
Ο খ) স্ত্রীবাচক হয় না
Ο গ) বিশেষ্য স্থানীয়
Ο ঘ) সর্বনামজাত
সঠিক উত্তর: (খ)
২৭. কোন বাংলা শব্দটি দ্বারা পুরুষ ও স্ত্রী দু-ই বোঝায়?
Ο ক) সতিন
Ο খ) জন
Ο গ) সেবিকা
Ο ঘ) ঢাকি
সঠিক উত্তর: (খ)
২৮. বৃহৎ অর্থে লিঙ্গান্তরিত হয় কোন শব্দ?
Ο ক) মালা
Ο খ) গরীয়ান
Ο গ) মুহতারিম
Ο ঘ) অরণ্য
সঠিক উত্তর: (ঘ)
২৯. নিচের কোন পুরুষবাচক শব্দের দুটো স্ত্রীবাচক শব্দ রয়েছে?
Ο ক) খুড়ো
Ο খ) খানম
Ο গ) সতিন
Ο ঘ) বন্ধু
সঠিক উত্তর: (ক)
৩০. কোনটি আ-প্রত্যয় যোগে সাধিত স্ত্রীবাচক শব্দ?
Ο ক) আধুনিকা
Ο খ) গায়িকা
Ο গ) নায়িকা
Ο ঘ) বালিকা
সঠিক উত্তর: (ক)
৩১. কোনটির দুটি স্ত্রীবাচক শব্দ আছে?
Ο ক) শুক
Ο খ) দেবর
Ο গ) খোকা
Ο ঘ) গায়ক
সঠিক উত্তর: (খ)
৩২. ‘সম্রাজ্ঞী’ কোন নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ?
Ο ক) বিশেষ নিয়মে
Ο খ) স-বর্ণ যোগে
Ο গ) সাধারণ নিয়মে
Ο ঘ) নিত্য স্ত্রীবাচক
সঠিক উত্তর: (ক)
৩৩. কোন কালে মধ্যম পুরুষ ও নাম পুরুষের ক্রিয়ারূপ অভিন্ন থাকে?
Ο ক) অতীত কালে
Ο খ) ভবিষ্যৎ কালে
Ο গ) বর্তমান কালে
Ο ঘ) বর্তমান ও ভবিষ্যৎ কালে
সঠিক উত্তর: (খ)
৩৪. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
Ο ক) কুলটা
Ο খ) শুভ্র
Ο গ) চাতক
Ο ঘ) কবিরাজ
সঠিক উত্তর: (ঘ)
৩৫. ‘ইনী’ - স্ত্রী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) জেলেনী
Ο খ) চাকরানী
Ο গ) কাঙালিনী
Ο ঘ) ডাক্তারনী
সঠিক উত্তর: (গ)
৩৬. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
Ο ক) সমার্থে
Ο খ) বৃহদার্থে
Ο গ) ক্ষুদ্রার্থে
Ο ঘ) বিপরীতার্থে
সঠিক উত্তর: (গ)
৩৭. কোনটির লিঙ্গান্তর হয় না?
Ο ক) বেয়াই
Ο খ) সাহেব
Ο গ) কবিরাজ
Ο ঘ) সঙ্গী
সঠিক উত্তর: (গ)
৩৮. ‘রাষ্ট্রপতি’ কোন লিঙ্গ?
Ο ক) পুংলিঙ্গ
Ο খ) স্ত্রীলিঙ্গ
Ο গ) নিত্যলিঙ্গ
Ο ঘ) উভয়লিঙ্গ
সঠিক উত্তর: (ঘ)
৩৯. কোন শব্দের লিঙ্গান্তর হয় না?
Ο ক) মানী
Ο খ) নেতা
Ο গ) পতি
Ο ঘ) কৃতদার
সঠিক উত্তর: (ঘ)
৪০. কোনটি বৃহদার্থক স্ত্রীবাচক শব্দ?
Ο ক) মাতুলানী
Ο খ) অরণ্যানী
Ο গ) ভিখারিনী
Ο ঘ) কাঙালিনী
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ‘মরদ’ এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) মরদী
Ο খ) মরদিনী
Ο গ) জেনানা
Ο ঘ) জেনানী
সঠিক উত্তর: (গ)
২. কোন শব্দটি ‘ঈ’ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
Ο ক) জেলেনী
Ο খ) কৃষাণী
Ο গ) চাকরানী
Ο ঘ) সাপিনী
সঠিক উত্তর: (খ)
৩. বাংলায় কতকগুলো তৎসম স্ত্রীবাচক শব্দের পরে আবার স্ত্রীবাচক প্রত্যয় ব্যবহৃত হয় - কোন পুরুষবাচক শব্দের ক্ষেত্রে এটি প্রযোজ্য?
Ο ক) অভাগা
Ο খ) ননদাই
Ο গ) ঘোষ
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (ঘ)
৪. কোন পুরুষবাচক শব্দটির একাধিক স্ত্রীবাচক রূপ হয়?
Ο ক) হুজুর
Ο খ) ঠাকুর
Ο গ) রাজা
Ο ঘ) কুমার
সঠিক উত্তর: (খ)
৫. শেষে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করা যায় কোনটিতে?
Ο ক) অজ
Ο খ) খোকা
Ο গ) শিল্পী
Ο ঘ) বোন
সঠিক উত্তর: (ঘ)
৬. ‘শুক’ শব্দটির বিপরীত লিঙ্গ কোনটি?
Ο ক) সারী
Ο খ) সাড়ী
Ο গ) শাড়ী
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
৭. ‘তিনি’ কোন পুরুষের কোন রূপ?
Ο ক) মধ্যম পুরুষের সাধারণ রূপ
Ο খ) মধ্যম পুরুষের সম্ভ্রমাত্মক রূপ
Ο গ) নাম পুরুষের সাধারণ রূপ
Ο ঘ) নাম পুরুষের সম্ভ্রমাত্মক রূপ
সঠিক উত্তর: (ঘ)
৮. কোনটি ‘পত্নী’ অর্থে স্ত্রীবাচক শব্দ?
Ο ক) ছাত্রী
Ο খ) দাদি
Ο গ) আয়া
Ο ঘ) সৎমা
সঠিক উত্তর: (খ)
৯. নিচের কোন শব্দটি কুল উপাধির ক্ষেত্রে স্ত্রীবাচকতা প্রকাশ করে?
Ο ক) ঘোষজায়া
Ο খ) নায়িকা
Ο গ) নর্তকী
Ο ঘ) গায়িকা
সঠিক উত্তর: (ক)
১০. কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ?
Ο ক) ছাত্রী
Ο খ) দাদি/চাচি/মামি
Ο গ) আয়া
Ο ঘ) সৎমা
সঠিক উত্তর: (খ)
১১. বাংলা ব্যাকরণে কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম অনুসরণ করে না?
Ο ক) বিশেষণ
Ο খ) অব্যয়
Ο গ) সর্বনাম
Ο ঘ) বিশেষ্য
সঠিক উত্তর: (ক)
১২. নিম্নের কোনটি কুল-উপাধি ক্ষেত্রে স্ত্রীবাচকতা রয়েছে
Ο ক) কুহকিনী
Ο খ) ঘোষজায়া
Ο গ) নর্তকী
Ο ঘ) ধাত্রী
সঠিক উত্তর: (খ)
১৩. ‘মালা’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
Ο ক) মালিকা
Ο খ) মালবিকা
Ο গ) মালানী
Ο ঘ) মালিনী
সঠিক উত্তর: (ক)
১৪. পুরুষবাচক শব্দ কোনটি?
Ο ক) রজকী
Ο খ) বৈষ্ণবী
Ο গ) মায়াবী
Ο ঘ) শ্রোতৃ
সঠিক উত্তর: (গ)
১৫. ‘আনী’ স্ত্রী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) বাঘিনী
Ο খ) চাকরানী
Ο গ) ভাগনী
Ο ঘ) জেলেনী
সঠিক উত্তর: (খ)
১৬. কোন প্রত্যয়টি যুক্ত হলে স্ত্রীবাচক শব্দে কখনও কখনও অবজ্ঞার ভাব প্রকাশ পায়?
Ο ক) আনী
Ο খ) নী
Ο গ) ইনী
Ο ঘ) ঈ
সঠিক উত্তর: (খ)
১৭. বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (ক)
১৮. নাটক-নাটিকা কী অর্থে ব্যবহৃত হয়?
Ο ক) স্ত্রীবাচক অর্থে
Ο খ) পুরুষবাচক অর্থে
Ο গ) ক্ষুদ্রার্থে
Ο ঘ) বৃহদার্থে
সঠিক উত্তর: (গ)
১৯. ‘আ’ প্রত্যয়ান্ত স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) আধুনিকা
Ο খ) অধ্যাপিকা
Ο গ) কলিকা
Ο ঘ) মল্লিকা
সঠিক উত্তর: (ক)
২০. ‘কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) কামিন
Ο খ) কামিনী
Ο গ) কুলিনী
Ο ঘ) কুলিনা
সঠিক উত্তর: (ক)
২১. কোনটি উত্তম পুরুষের উদাহরণ?
Ο ক) আপনি
Ο খ) সে
Ο গ) আমি
Ο ঘ) তুমি
সঠিক উত্তর: (গ)
২২. কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন?
Ο ক) গায়ক
Ο খ) বিদ্বান
Ο গ) কোকিল
Ο ঘ) সতীন
সঠিক উত্তর: (খ)
২৩. যেসব পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ রয়েছে স্ত্রীবাচক বুঝাতে সেসব শব্দে কী হয়?
Ο ক) তী
Ο খ) ত্রী
Ο গ) ত
Ο ঘ) বতী
সঠিক উত্তর: (খ)
২৪. নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ নয় কোনটি?
Ο ক) সতীন
Ο খ) কুলটা
Ο গ) বিধবা
Ο ঘ) শিক্ষয়িত্রী
সঠিক উত্তর: (ঘ)
২৫. পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলা হয়?
Ο ক) বচন
Ο খ) লিঙ্গ
Ο গ) পুরুষ
Ο ঘ) বাচ্য
সঠিক উত্তর: (খ)
২৬. বাংলা স্ত্রীবাচক শব্দের বিধেয় বিশেষণ কীরূপ হয়?
Ο ক) স্ত্রীবাচক
Ο খ) স্ত্রীবাচক হয় না
Ο গ) বিশেষ্য স্থানীয়
Ο ঘ) সর্বনামজাত
সঠিক উত্তর: (খ)
২৭. কোন বাংলা শব্দটি দ্বারা পুরুষ ও স্ত্রী দু-ই বোঝায়?
Ο ক) সতিন
Ο খ) জন
Ο গ) সেবিকা
Ο ঘ) ঢাকি
সঠিক উত্তর: (খ)
২৮. বৃহৎ অর্থে লিঙ্গান্তরিত হয় কোন শব্দ?
Ο ক) মালা
Ο খ) গরীয়ান
Ο গ) মুহতারিম
Ο ঘ) অরণ্য
সঠিক উত্তর: (ঘ)
২৯. নিচের কোন পুরুষবাচক শব্দের দুটো স্ত্রীবাচক শব্দ রয়েছে?
Ο ক) খুড়ো
Ο খ) খানম
Ο গ) সতিন
Ο ঘ) বন্ধু
সঠিক উত্তর: (ক)
৩০. কোনটি আ-প্রত্যয় যোগে সাধিত স্ত্রীবাচক শব্দ?
Ο ক) আধুনিকা
Ο খ) গায়িকা
Ο গ) নায়িকা
Ο ঘ) বালিকা
সঠিক উত্তর: (ক)
৩১. কোনটির দুটি স্ত্রীবাচক শব্দ আছে?
Ο ক) শুক
Ο খ) দেবর
Ο গ) খোকা
Ο ঘ) গায়ক
সঠিক উত্তর: (খ)
৩২. ‘সম্রাজ্ঞী’ কোন নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ?
Ο ক) বিশেষ নিয়মে
Ο খ) স-বর্ণ যোগে
Ο গ) সাধারণ নিয়মে
Ο ঘ) নিত্য স্ত্রীবাচক
সঠিক উত্তর: (ক)
৩৩. কোন কালে মধ্যম পুরুষ ও নাম পুরুষের ক্রিয়ারূপ অভিন্ন থাকে?
Ο ক) অতীত কালে
Ο খ) ভবিষ্যৎ কালে
Ο গ) বর্তমান কালে
Ο ঘ) বর্তমান ও ভবিষ্যৎ কালে
সঠিক উত্তর: (খ)
৩৪. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
Ο ক) কুলটা
Ο খ) শুভ্র
Ο গ) চাতক
Ο ঘ) কবিরাজ
সঠিক উত্তর: (ঘ)
৩৫. ‘ইনী’ - স্ত্রী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
Ο ক) জেলেনী
Ο খ) চাকরানী
Ο গ) কাঙালিনী
Ο ঘ) ডাক্তারনী
সঠিক উত্তর: (গ)
৩৬. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
Ο ক) সমার্থে
Ο খ) বৃহদার্থে
Ο গ) ক্ষুদ্রার্থে
Ο ঘ) বিপরীতার্থে
সঠিক উত্তর: (গ)
৩৭. কোনটির লিঙ্গান্তর হয় না?
Ο ক) বেয়াই
Ο খ) সাহেব
Ο গ) কবিরাজ
Ο ঘ) সঙ্গী
সঠিক উত্তর: (গ)
৩৮. ‘রাষ্ট্রপতি’ কোন লিঙ্গ?
Ο ক) পুংলিঙ্গ
Ο খ) স্ত্রীলিঙ্গ
Ο গ) নিত্যলিঙ্গ
Ο ঘ) উভয়লিঙ্গ
সঠিক উত্তর: (ঘ)
৩৯. কোন শব্দের লিঙ্গান্তর হয় না?
Ο ক) মানী
Ο খ) নেতা
Ο গ) পতি
Ο ঘ) কৃতদার
সঠিক উত্তর: (ঘ)
৪০. কোনটি বৃহদার্থক স্ত্রীবাচক শব্দ?
Ο ক) মাতুলানী
Ο খ) অরণ্যানী
Ο গ) ভিখারিনী
Ο ঘ) কাঙালিনী
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Bangla2