এস.এস.সি বাংলা ২য় পত্র : বাক্যের শ্রেণিবিভাগ(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় - ৬ষ্ঠ পরিচ্ছেদ: বাক্যের শ্রেণিবিভাগ(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. বাক্যের বিশেষ বিশেষ অর্থ বা ভাব প্রকাশের জন্যে উচ্চারণের সময় যে ধ্বনিতরঙ্গ সৃষ্টি হয় তাকে কী বলে?
Ο ক) বিরামচিহ্ন
Ο খ) পদক্রম
Ο গ) বাগধারা
Ο ঘ) স্বরভঙ্গি
 সঠিক উত্তর: (ঘ)

 ২. “আমি তোমাকে দেখে নেব” - এ বাক্যে কোন অনুভূতির প্রকাশ পেয়েছে?
Ο ক) ক্রোধ
Ο খ) ধিক্কার
Ο গ) বিরক্তি
Ο ঘ) ভীতি
 সঠিক উত্তর: (ক)

 ৩. কোনটি বিস্ময়সূচক বাক্য?
Ο ক) কী করবে?
Ο খ) জয়ী হও
Ο গ) সকলেই কি সব পারে?
Ο ঘ) কী সুন্দর ফুল!
 সঠিক উত্তর: (ঘ)

 ৪. ‘পরীক্ষায় সফল হও’ - এটি কোন প্রকার বাক্য?
Ο ক) বিবৃতিমূলক
Ο খ) ইচ্ছাসূচক
Ο গ) বিস্ময়সূচক
Ο ঘ) আদেশবাচক
 সঠিক উত্তর: (খ)

 ৫. কোনটি প্রশ্নসূচক বাক্য?
Ο ক) কী খেলাই খেললে
Ο খ) তুমি অবশ্যই খেলবে
Ο গ) আমি খেলব না
Ο ঘ) তুমি কি খেলেছ
 সঠিক উত্তর: (ঘ)

 ৬. ‘চুপটি করে বস’ - এটা কী ধরনের বাক্য?
Ο ক) আদেশমূলক
Ο খ) অনুরোধজ্ঞাপক
Ο গ) বিবৃতিমূলক
Ο ঘ) উপদেশমূলক
 সঠিক উত্তর: (ক)

 ৭. “কী সাংঘাতিক ব্যাপার” এটা কী ধরনের বাক্য?
Ο ক) বিবৃতিমূলক
Ο খ) প্রশ্নমূলক
Ο গ) বিস্ময়মূলক
Ο ঘ) অনুরোধমূলক
 সঠিক উত্তর: (গ)

 ৮. ‘তুমি এত নীচ্!’ বিস্ময়সূচক বাক্যটি কোন ভাব প্রকাশ করছে?
Ο ক) ক্রোধ
Ο খ) ধিক্কার
Ο গ) লজ্জা
Ο ঘ) ঘৃণা
 সঠিক উত্তর: (ঘ)

 ৯. আমি তোমাকে দেখে নেব? এটি কোন অর্থে আদেশবাচক বাক্য?
Ο ক) ধিক্কার অর্থে
Ο খ) ক্রোধ প্রকাশে
Ο গ) বিস্ময় প্রকাশে
Ο ঘ) ঘৃণা প্রকাশে
 সঠিক উত্তর: (খ)

 ১০. কোনটি বিবৃতিমূলক বাক্য?
Ο ক) দীর্ঘজীবী হও
Ο খ) আহা আমি তো ভয়ে মরি
Ο গ) সে লন্ডন যাবে না
Ο ঘ) আমার ভিসাটা করে দাও ভাই
 সঠিক উত্তর: (গ)

 ১১. “আহা, কি আনন্দ আকাশে বাতাসে!” - কোন ধরনের বাক্য?
Ο ক) বিবৃতিমূলক
Ο খ) আদেশসূচক
Ο গ) বিস্ময়বোধক
Ο ঘ) প্রশ্নবোধক
 সঠিক উত্তর: (গ)

 ১২. বাগভঙ্গি অনুসারে বাক্য কত প্রকার হতে পারে?
Ο ক) পাঁচ প্রকার
Ο খ) ছয় প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) দুই প্রকার
 সঠিক উত্তর: (ক)

 ১৩. ‘চুপটি করে বস’ - এটি কী ধরনের বাক্য?
Ο ক) বিবৃতিমূলক
Ο খ) প্রশ্নসূচক
Ο গ) আদেশ বাচক
Ο ঘ) ইচ্ছা সূচক
 সঠিক উত্তর: (গ)

 ১৪. ‘বড্ড শুকিয়ে গেছিস রে’ - এটি কোন অর্থ প্রকাশ করে?
Ο ক) আদর বোঝাতে
Ο খ) দুঃখ প্রকাশে
Ο গ) ধিক্কার প্রকাশে
Ο ঘ) প্রার্থনা
 সঠিক উত্তর: (ক)

 ১৫. কোথায় যাচ্ছ - এটি কোন ধরনের বাক্য?
Ο ক) আবেগসূচক বাক্য
Ο খ) প্রশ্নসূচক বাক্য
Ο গ) আদেশসূচক বাক্য
Ο ঘ) বিস্ময়সূচক বাক্য
 সঠিক উত্তর: (খ)

 ১৬. কোনটি আদেশসূচক বাক্য?
Ο ক) তোমাকে বসতে বলেছি
Ο খ) এখানে এসো
Ο গ) তুমি কি বসবে
Ο ঘ) বসলে খুশি হবে
 সঠিক উত্তর: (খ)

 ১৭. বিবৃতিমূলক বাক্য কত প্রকার হতে পারে?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
 সঠিক উত্তর: (ক)

 ১৮. বাগভঙ্গি কী?
Ο ক) শব্দ ভঙ্গি
Ο খ) বাচ্য ভঙ্গি
Ο গ) নানা ভঙ্গিতে উচ্চারণ
Ο ঘ) মুখভঙ্গি
 সঠিক উত্তর: (গ)

 ১৯. ‘আমি তোমাকে স্নেহ করি’ - এটি কোন ধরনের বাক্য?
Ο ক) বিবৃতিমূলক
Ο খ) প্রশ্নসূচক
Ο গ) বিস্ময়সূচক
Ο ঘ) আদেশমূলক
 সঠিক উত্তর: (ক)

 ২০. ‘ময়না কথা কয় না’ - বাক্যটি -
Ο ক) বিবৃতিমূলক
Ο খ) প্রশ্নবাচক
Ο গ) ইচ্ছাসূচক
Ο ঘ) আদেশসূচক
 সঠিক উত্তর: (ক)

 ২১. ‘সে কি যাবে’ - এটি কী ধরনের বাক্য?
Ο ক) আদেশসূচক
Ο খ) বিস্ময়সূচক
Ο গ) বিবৃতিমূলক
Ο ঘ) প্রশ্নসূচক
 সঠিক উত্তর: (ঘ)

 ২২. বাক্যের বিশেষ বিশেষ অর্থ বা ভাব প্রকাশের জন্য উচ্চারণের সময় যে ধ্বনি তরঙ্গ সৃষ্টি হয় তাকে কী বলে?
Ο ক) বিরাম চিহ্ন
Ο খ) পদক্রম
Ο গ) স্বরভঙ্গি
Ο ঘ) বাগধারা
 সঠিক উত্তর: (গ)

 ২৩. ‘তোমাকে আজই যেতে হবে’ - এটা কী ধরনের বাক্য?
Ο ক) বিস্ময়বোধক
Ο খ) বিবৃতিমূলক
Ο গ) প্রার্থনাসূচক
Ο ঘ) আদেশসূচক
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪. ‘কোথায় যাচ্ছে’ - এটা কী ধরনের বাক্য?
Ο ক) বিস্ময়সূচক
Ο খ) প্রশ্নমূলক
Ο গ) বিবৃতিমূলক
Ο ঘ) অনুরোধমূলক
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post