এস.এস.সি বাংলা ২য় পত্র : যতি বা ছেদ-চিহ্নের লিখন কৌশল(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় - ৫ম পরিচ্ছেদ: যতি বা ছেদ-চিহ্নের লিখন কৌশল(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
Ο ক) সেমিকোলন
Ο খ) কোলন
Ο গ) ড্যাশ
Ο ঘ) হাইফেন
 সঠিক উত্তর: (ক)

 ২. হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন লাগে?
Ο ক) কমা
Ο খ) হাইফেন
Ο গ) প্রশ্নবোধক
Ο ঘ) বিস্ময়সূচক
 সঠিক উত্তর: (ঘ)

 ৩. ‘কোথায় যাচ্ছ’ - এটি কী ধরনের বাক্য?
Ο ক) আবেগসূচক বাক্য
Ο খ) প্রশ্নসূচক বাক্য
Ο গ) আদেশসূচক বাক্য
Ο ঘ) বিস্ময়সূচক বাক্য
 সঠিক উত্তর: (খ)

 ৪. কোন যতি বা ছেদ চিহ্নে থামার প্রয়োজন আছে?
Ο ক) ইলেক
Ο খ) হাইফেন
Ο গ) বন্ধনী চিহ্ন
Ο ঘ) উদ্ধরণ চিহ্ন
 সঠিক উত্তর: (ঘ)

 ৫. সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী?
Ο ক) দাঁড়ি
Ο খ) কোলন
Ο গ) সেমিকোলন
Ο ঘ) কমা
 সঠিক উত্তর: (ঘ)

 ৬. বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?
Ο ক) ধাতু বুঝাতে
Ο খ) অর্থমূলক
Ο গ) ব্যাখ্যামূলক
Ο ঘ) উৎপন্ন বুঝাতে
 সঠিক উত্তর: (গ)

 ৭. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসবে?
Ο ক) ড্যাশ
Ο খ) কোলন
Ο গ) সেমিকোলন
Ο ঘ) পূর্ণচ্ছেদ
 সঠিক উত্তর: (খ)

 ৮. বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি?
Ο ক) ৭টি
Ο খ) ৮টি
Ο গ) ৯টি
Ο ঘ) ১১টি
 সঠিক উত্তর: (ঘ)

 ৯. বাক্যে কোন যতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?
Ο ক) কমা
Ο খ) হাইফেন/ইলেক
Ο গ) উদ্ধরণ চিহ্ন
Ο ঘ) কোলন
 সঠিক উত্তর: (খ)

 ১০. উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে গেলে কোন চিহ্ন ব্যবহার করতে হয়?
Ο ক) ড্যাস
Ο খ) কোলন ড্যাস
Ο গ) প্রশ্নবোধক
Ο ঘ) বিস্ময়সূচক
 সঠিক উত্তর: (খ)

 ১১. বাংলা দ্বিতীয় বোর্ড ব্যাকরণ বইয়ে কয়টি ব্যাকরণিক চিহ্নের উল্লেখ রয়েছে?
Ο ক) ৩টি
Ο খ) ৪টি
Ο গ) ১১টি
Ο ঘ) ১২টি
 সঠিক উত্তর: (খ)

 ১২. কোন যতি চিহ্নটির বিরতিকাল পরিমাণ এক সেকেন্ড?
Ο ক) কমা
Ο খ) হাইফেন
Ο গ) কোলন
Ο ঘ) সেমিকোলন
 সঠিক উত্তর: (গ)

 ১৩. ‘কোলন ড্যাসে’ কতটুকু থামতে হয়?
Ο ক) ১ বলার দ্বিগুণ
Ο খ) এক সেকেন্ড
Ο গ) থামার প্রয়োজন নেই
Ο ঘ) এক উচ্চারণে যে সময় লাগে
 সঠিক উত্তর: (খ)

 ১৪. কোনো পদের বর্ণ বিশেষের লোপ বুঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Ο ক) ইলেক
Ο খ) ড্যাস চিহ্ন
Ο গ) কোলন
Ο ঘ) সেমিকোলন
 সঠিক উত্তর: (ক)

 ১৫. লেখার সময় বাক্যের মধ্যে বিরতি দেখানোর জন্য যেসব চিহ্নের ব্যবহার করা হয়, সেগুলোকে কী বলে?
Ο ক) দাঁড়ি
Ο খ) হাইফেন
Ο গ) ছেদ/যতি/বিরাম
Ο ঘ) উদাহরণ চিহ্ন
 সঠিক উত্তর: (গ)

 ১৬. কোন বন্ধনী চিহ্নটি বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে?
Ο ক) ()
Ο খ) {}
Ο গ) []
Ο ঘ) -
 সঠিক উত্তর: (ক)

 ১৭. বাক্যে (,) থাকলে কতক্ষণ থামতে হয়?
Ο ক) এক বলতে যে সময় লাগে
Ο খ) ৪ মিনিট
Ο গ) ২ মিনিট
Ο ঘ) ৩ মিনিট
 সঠিক উত্তর: (ক)

 ১৮. যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Ο ক) কোলন
Ο খ) সেমিকোলন
Ο গ) ড্যাশ
Ο ঘ) হাইফেন
 সঠিক উত্তর: (গ)

 ১৯. উদ্ধরণ চিহ্ন (“ ”) - এর পর কতক্ষণ থামতে হয়?
Ο ক) এক বলার দ্বিগুণ সময়
Ο খ) এক উচ্চারণে যে সময় লাগে
Ο গ) এক সেকেন্ড
Ο ঘ) থামার প্রয়োজন নেই
 সঠিক উত্তর: (খ)

 ২০. পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কোন বিরতি চিহ্ন বসবে?
Ο ক) হাইফেন
Ο খ) কমা
Ο গ) ড্যাস
Ο ঘ) সেমিকোলন
 সঠিক উত্তর: (খ)

 ২১. বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু?
Ο ক) এক বলতে যে সময় প্রয়োজন
Ο খ) এক সেকেন্ড
Ο গ) এক বলার দ্বিগুণ সময়
Ο ঘ) থামার প্রয়োজন নেই
 সঠিক উত্তর: (খ)

 ২২. বাগভঙ্গির লিখিত আকার প্রকাশে সাহায্য করে কোনটি?
Ο ক) ছেদ চিহ্নগুলো
Ο খ) উদ্ধরণ চিহ্ন
Ο গ) বন্ধনী চিহ্ন
Ο ঘ) ইলেক চিহ্ন
 সঠিক উত্তর: (ক)

 ২৩. কোনটির বিরতিকাল কোলন ড্যাস - এর বিরতি কালের সমান?
Ο ক) কমা
Ο খ) হাইফেন
Ο গ) সেমিকোলন
Ο ঘ) কোলন
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪. ‘ইলেক’ চিহ্নের বিরতিকাল কতটুকু?
Ο ক) এক বলতে যে সময় লাগে
Ο খ) এক বলার দ্বিগুণ সময়
Ο গ) এক সেকেন্ড
Ο ঘ) থামার প্রয়োজন নেই
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫. উপযুক্ত যতিচিহ্ন ব্যবহার না করলে বাক্যের কী অবস্থা ঘটবে?
Ο ক) কোনো সমস্যাই হবে না
Ο খ) অল্প সমস্যা হবে
Ο গ) বাক্যের অর্থের সামান্য পরিবর্তন ঘটবে
Ο ঘ) বাক্যের অর্থ প্রকাশে বড় রকমের বিপর্যয় দেখা দেবে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬. সমার্থক ও বিপরীতার্থক শব্দের মধ্যে কোনটি বসে?
Ο ক) কোলন
Ο খ) ড্যাশ
Ο গ) কোলন-ড্যাশ
Ο ঘ) হাইফেন
 সঠিক উত্তর: (খ)

 ২৭. বাংলা ভাষায় যদি চিহ্নের প্রচলন করেন কে?
Ο ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Ο খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο গ) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) প্যারীচাঁদ মিত্র
 সঠিক উত্তর: (খ)

 ২৮. কোন যতি চিহ্নের জন্যে সবচেয়ে বেশি সময় থামতে হয়?
Ο ক) কমা
Ο খ) সেমিকোলন
Ο গ) দাঁড়ি
Ο ঘ) উদ্ধরণ চিহ্ন
 সঠিক উত্তর: (গ)

 ২৯. উদ্ধরণ চিহ্নের পূর্বে (খন্ডবাক্যের শেষে) কোন চিহ্ন বসাতে হয়?
Ο ক) সেমিকোলন
Ο খ) কোলন
Ο গ) কমা
Ο ঘ) হাইফেন
 সঠিক উত্তর: (গ)

 ৩০. নিচের উদাহরণগুলোর মধ্যে কোনটিতে ব্যকারণিক চিহ্নের প্রয়োগ হয়েছে?
Ο ক) গঙ্গা > গাঙ
Ο খ) লাল, হলুদ, নীল ও সাদা
Ο গ) এম এ, পি এইচ ডি
Ο ঘ) যেমন: জুঁই, চামেলী, বেলি
 সঠিক উত্তর: (ক)

 ৩১. কোনটি কোলন ড্যাস?
Ο ক)
Ο খ) :-
Ο গ) -
Ο ঘ) ?
 সঠিক উত্তর: (খ)

 ৩২. কোনটি ব্যাকরণিক চিহ্ন?
Ο ক) ?
Ο খ) =
Ο গ) !
Ο ঘ) ()
 সঠিক উত্তর: (খ)

 ৩৩. ব্যাকরণিক চিহ্ন কোনটি?
Ο ক) :-
Ο খ) ”
Ο গ) ()
Ο ঘ) >
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪. কমার আরেক নাম কী?
Ο ক) পাদটীকা
Ο খ) পাদচ্ছেদ
Ο গ) পাদপম
Ο ঘ) পাদ বন্ধন
 সঠিক উত্তর: (খ)

 ৩৫. কোনটিতে এক সেকেন্ড থামতে হয়?
Ο ক) কমা
Ο খ) দাঁড়ি
Ο গ) সেমিকোলন
Ο ঘ) হাইফেন
 সঠিক উত্তর: (খ)

 ৩৬. বাক্যে পরিসমাপ্তি বুঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Ο ক) কমা
Ο খ) কোলন
Ο গ) সেমিকোলন
Ο ঘ) দাঁড়ি বা পূর্ণচ্ছেদ
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭. বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?
Ο ক) বাক্য সংকোচনের জন্যে
Ο খ) বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্যে
Ο গ) বাক্যের সৌন্দর্যের জন্যে
Ο ঘ) বাক্যকে অলংকৃত করার জন্যে
 সঠিক উত্তর: (খ)

 ৩৮. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্যে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Ο ক) কমা
Ο খ) হাইফেন
Ο গ) সেমিকোলন
Ο ঘ) উদ্ধরণ
 সঠিক উত্তর: (খ)

 ৩৯. হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Ο ক) ()
Ο খ) -
Ο গ) ?
Ο ঘ) !
 সঠিক উত্তর: (ঘ)

 ৪০. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
Ο ক) হাইফেন
Ο খ) কমা
Ο গ) দাঁড়ি
Ο ঘ) লোপ চিহ্ন
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post