ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় - ৩য় পরিচ্ছেদ: বাচ্য ও বাচ্য পরিবর্তন(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. কর্তৃবাচ্যের বাক্য কোনটি?
Ο ক) ছাত্ররা অঙ্ক কষছে
Ο খ) আমার যাওয়া হবে না
Ο গ) তোমাকে হাঁটতে হবে
Ο ঘ) বাঁশি বাজে ঐ মধুর লগনে
সঠিক উত্তর: (ক)
২. কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়?
Ο ক) প্রথমা
Ο খ) দ্বিতীয়া
Ο গ) তৃতীয়া
Ο ঘ) চতুর্থী
সঠিক উত্তর: (গ)
৩. কোন বাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়?
Ο ক) কর্তৃবাচ্যে
Ο খ) কর্মবাচ্যে
Ο গ) ভাববাচ্যে
Ο ঘ) কর্মকর্তৃবাচ্যে
সঠিক উত্তর: (ক)
৪. ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে হলে কিসের প্রয়োজন হয়?
Ο ক) কর্তায় ১মা এবং ক্রিয়া কর্তা অনুযায়ী হয়
Ο খ) কর্মে ১মা এবং ক্রিয়া উত্তম পুরুষ
Ο গ) কর্তায় ৬ষ্ঠী বিভক্তির প্রয়োজন হয়
Ο ঘ) কর্তার ক্রিয়া অকর্মক হতে হয়
সঠিক উত্তর: (ক)
৫. কোন বাচ্যের ক্রিয়াপদ সর্বদাই নাম/প্রথম পুরুষের হয়?
Ο ক) কর্তৃবাচ্যের
Ο খ) কর্মবাচ্যের
Ο গ) ভাববাচ্যের
Ο ঘ) কর্মকর্তৃবাচ্যের
সঠিক উত্তর: (গ)
৬. ‘এবার একটি গান করা হোক’ - এ বাক্যের কর্তৃবাচ্য রূপ কোনটি?
Ο ক) এবার একটি গান কর
Ο খ) একটি গান কর
Ο গ) তুমি একটি গান কর
Ο ঘ) এবার একটি গান দাও
সঠিক উত্তর: (ক)
৭. কর্তৃবাচ্যের ক্রিয়া কাকে অনুসরণ করে?
Ο ক) কর্মকে
Ο খ) কর্তাকে
Ο গ) ভাবকে
Ο ঘ) অর্থকে
সঠিক উত্তর: (খ)
৮. ‘সে যেন আসে’ - এটি কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) কর্তৃবাচ্য
Ο খ) কর্মবাচ্য
Ο গ) ভাববাচ্য
Ο ঘ) কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: (ক)
৯. “কমলাকান্তের মনের কথা এ জন্মে বলা হইল না” -
Ο ক) কর্মবাচ্যের
Ο খ) ভাববাচ্যের
Ο গ) কর্মকর্তৃবাচ্যের
Ο ঘ) কর্তৃবাচ্যের
সঠিক উত্তর: (খ)
১০. কর্তৃপদে তৃতীয়া অনুসর্গ এবং কর্মপদে প্রথমা বিভক্তি ব্যবহার হয় কোন বাচ্যে?
Ο ক) কর্তৃবাচ্যে
Ο খ) কর্মবাচ্যে
Ο গ) ভাববাচ্যে
Ο ঘ) কর্মকর্তৃবাচ্যে
সঠিক উত্তর: (খ)
১১. ‘দস্যুদল গৃহটি লুন্ঠন করেছে’ - এটি -
Ο ক) কর্মবাচ্য
Ο খ) কর্তৃবাচ্য
Ο গ) ভাববাচ্য
Ο ঘ) কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: (খ)
১২. “রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছিল” - এটি কোন বাচ্যের বাক্য?
Ο ক) ভাববাচ্য
Ο খ) কর্মবাচ্য
Ο গ) কর্তৃবাচ্য
Ο ঘ) কর্ম-কর্তৃবাচ্য
সঠিক উত্তর: (খ)
১৩. ‘জল পড়ে, পাতা নড়ে’ - বাক্যটি প্রকাশভঙ্গি অনুসারে -
Ο ক) কর্তৃবাচ্য
Ο খ) কর্মবাচ্য
Ο গ) ভাববাচ্য
Ο ঘ) কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: (ঘ)
১৪. ভাববাচ্যের ক্রিয়া সর্বদা হয়ে থাকে -
Ο ক) প্রযোজক
Ο খ) উত্তম পুরুষের
Ο গ) দ্বিকর্মক
Ο ঘ) প্রথম পুরুষের
সঠিক উত্তর: (ঘ)
১৫. “কাহারও মুহূর্ত বিলম্ব সয় না।” এটি কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) কর্মবাচ্যের
Ο খ) কর্তৃবাচ্যের
Ο গ) ভাববাচ্যের
Ο ঘ) কর্মকর্তৃবাচ্যের
সঠিক উত্তর: (গ)
১৬. কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে পরিবর্তিত করতে হলে কিসের প্রয়োজন হয়?
Ο ক) কর্মে ৬ষ্ঠী ও ক্রিয়ার মধ্যম পুরুষ হয়
Ο খ) করণে ৭মী ও ক্রিয়ার উত্তম পুরুষ হয়
Ο গ) শুধুমাত্র কর্তায় ৬ষ্ঠী বিভক্তি হয়
Ο ঘ) কর্তায় ৬ষ্ঠী বা ২য়া বিভক্তি এবং ক্রিয়া নামপুরুষ হয়
সঠিক উত্তর: (ঘ)
১৭. কর্মকর্তৃবাচ্যের উদাহরণ কোনটি?
Ο ক) ঝড় বয় ভয় হয়
Ο খ) সকালে সূর্য ওঠে
Ο গ) বাঁশি বাজে
Ο ঘ) গগনে গরজে মেঘ
সঠিক উত্তর: (গ)
১৮. বাচ্য কত প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (খ)
১৯. ‘তোমাকেই ঢাকা যেতে হবে’ - এটি কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) কর্মকর্তৃবাচ্য
Ο খ) ভাববাচ্য
Ο গ) কর্মবাচ্য
Ο ঘ) কর্তৃবাচ্য
সঠিক উত্তর: (খ)
২০. আমার যাওয়া হবে না - এটি কোন বাচ্য?
Ο ক) কর্তৃবাচ্য
Ο খ) ভাববাচ্য
Ο গ) কর্মবাচ্য
Ο ঘ) গৌণবাচ্য
সঠিক উত্তর: (খ)
২১. “হালাকু খাঁ বাগদাদ নগরী ধ্বংস করেন।” - এটা কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) কর্মবাচ্য
Ο খ) কর্তৃবাচ্য
Ο গ) ভাববাচ্য
Ο ঘ) কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: (খ)
২২. কর্মবাচ্যের বাক্যে কর্মে কোন বিভক্তির প্রয়োগ হয়?
Ο ক) প্রথমা
Ο খ) দ্বিতীয়া
Ο গ) চতুর্থী
Ο ঘ) পঞ্চমী
সঠিক উত্তর: (ক)
২৩. ‘তার যেন আসা হয়’ - বাক্যটি কোন বাচ্য?
Ο ক) কর্তৃবাচ্য
Ο খ) ভাববাচ্য
Ο গ) কর্মবাচ্য
Ο ঘ) কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: (খ)
২৪. ‘তোমাদের কখন আসা হলো’ - এটি কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) কর্তৃবাচ্য
Ο খ) কর্মবাচ্য
Ο গ) ভাববাচ্য
Ο ঘ) কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: (গ)
২৫. “বিদ্বানকে সকলেই সম্মান করে” - বাক্যটির কর্মবাচ্যে কী হবে?
Ο ক) সকল কর্তৃক বিদ্বান সম্মান হন
Ο খ) বিদ্বান সকলের দ্বারা সম্মানিত হন
Ο গ) সকলের দ্বারা বিদ্বান সম্মানপ্রাপ্ত হন
Ο ঘ) বিদ্বান সকলের দ্বারা সম্মান হন
সঠিক উত্তর: (খ)
২৬. সর্বদাই নাম পুরুষের ক্রিয়ার গঠন হয় কোন বাচ্যে?
Ο ক) কর্মবাচ্যে
Ο খ) কর্তৃবাচ্যে
Ο গ) ভাববাচ্যে
Ο ঘ) কর্মকর্তৃবাচ্যে
সঠিক উত্তর: (গ)
২৭. ‘বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন’ - এটি কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) ভাববাচ্য
Ο খ) কর্মকর্তৃবাচ্য
Ο গ) কর্তৃবাচ্য
Ο ঘ) কর্মবাচ্য
সঠিক উত্তর: (ঘ)
২৮. ‘এবার ট্রেনে ওঠা যাক’ বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) কর্তৃবাচ্যের
Ο খ) ভাববাচ্যের
Ο গ) কর্মকর্তৃবাচ্যের
Ο ঘ) কর্মবাচ্যের
সঠিক উত্তর: (খ)
২৯. কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিণত করতে হলে কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?
Ο ক) প্রথমা বা শূন্য
Ο খ) দ্বিতীয়া
Ο গ) তৃতীয়া
Ο ঘ) চতুর্থী
সঠিক উত্তর: (ক)
৩০. কোন বাক্যটি ভাববাচ্যের প্রকৃত উদাহরণ?
Ο ক) তুমিই সিলেট যাবে
Ο খ) তোমাকেই সিলেট যেতে হবে
Ο গ) তোমরা কখন এলে
Ο ঘ) দস্যুদল ট্রলার লুট করেছে
সঠিক উত্তর: (খ)
৩১. যে বাক্যে কর্তা প্রধান রূপে প্রতীয়মান হয় এবং ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে তাকে -
Ο ক) কর্তৃবাচ্য বলে
Ο খ) কর্মবাচ্য বলে
Ο গ) ভাববাচ্য বলে
Ο ঘ) কর্মকর্তৃবাচ্য বলে
সঠিক উত্তর: (ক)
৩২. “কাজটা ভালো দেখায় না।” - বাক্যটি কোন বাচ্য?
Ο ক) কর্মবাচ্য
Ο খ) ভাববাচ্য
Ο গ) কর্তৃবাচ্য
Ο ঘ) কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: (ঘ)
৩৩. ‘এ পথে চলা যায় না’ - বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) কর্মবাচ্য
Ο খ) কর্মকর্তৃবাচ্য
Ο গ) কর্তৃবাচ্য
Ο ঘ) ভাববাচ্য
সঠিক উত্তর: (ঘ)
৩৪. কর্তৃবাচ্যে কর্মে কোন বিভক্তি হয়?
Ο ক) দ্বিতীয়া
Ο খ) শূন্য
Ο গ) ষষ্ঠী
Ο ঘ) দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য
সঠিক উত্তর: (ঘ)
৩৫. ‘বিদ্বানকে সকলেই আদর করে’ - বাক্যটি কর্মবাচ্যে কী হবে?
Ο ক) বিদ্বান সকলের দ্বারা সমর্থিত
Ο খ) বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন
Ο গ) বিদ্বান সকল কর্তৃক সমর্থিত
Ο ঘ) বিদ্বানকে সকলেই ভালোবাসে
সঠিক উত্তর: (খ)
৩৬. কোন বাচ্যে ক্রিয়ার অর্থ বিশেষভাবে ব্যক্ত হয়?
Ο ক) কর্ম-কর্তৃবাচ্যে
Ο খ) কর্তৃবাচ্যে
Ο গ) কর্মবাচ্যে
Ο ঘ) ভাববাচ্যে
সঠিক উত্তর: (ঘ)
৩৭. কোনো বাচ্যের ক্রিয়া অকর্মক হলে তাকে কোন বাচ্য বলে?
Ο ক) কর্মবাচ্য
Ο খ) কর্তৃবাচ্য
Ο গ) ভাববাচ্য
Ο ঘ) কর্তৃকর্মবাচ্য
সঠিক উত্তর: (গ)
৩৮. ‘কোথায় থাকা হয়’ - বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) কর্তৃবাচ্য
Ο খ) কর্মবাচ্য
Ο গ) ভাববাচ্য
Ο ঘ) কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: (গ)
৩৯. ‘বাঁশি বাজে ঐ মধুর লগনে’ - এটা কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) কর্মকর্তৃবাচ্য
Ο খ) কর্মবাচ্য
Ο গ) কর্তৃবাচ্য
Ο ঘ) ভাববাচ্য
সঠিক উত্তর: (ক)
৪০. বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কী বলে?
Ο ক) উক্তি
Ο খ) বাচ্য
Ο গ) ভাষান্তর
Ο ঘ) বিভক্তি
সঠিক উত্তর: (খ)
৪১. ‘সুতি কাপড় অনেক দিন টিকে’ - এ বাক্যটি কিসের উদাহরণ?
Ο ক) ভাববাচ্য
Ο খ) কর্মকর্তৃবাচ্য
Ο গ) কর্মবাচ্য
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)
৪২. ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই কোন পুরুষের হয়?
Ο ক) উত্তম পুরুষের
Ο খ) মধ্যম পুরুষের
Ο গ) নাম পুরুষের
Ο ঘ) উত্তম ও মধ্যম পুরুষের
সঠিক উত্তর: (গ)
৪৩. যে বাক্যে কর্মই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে থাকে, তাকে কোন বাচ্যের বাক্য বলে?
Ο ক) কর্মবাচ্য
Ο খ) ভাববাচ্য
Ο গ) কর্মপ্রবচনীয় অব্যয়
Ο ঘ) কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: (ঘ)
৪৪. কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ?
Ο ক) মেলা বসেছে
Ο খ) আমার যাওয়া হবে না
Ο গ) তুমি কবে আসছ
Ο ঘ) সে বই পড়ে
সঠিক উত্তর: (ক)
৪৫. “বিদ্বানকে সকলেই আদর করে” - এটি কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) কর্মকর্তৃবাচ্যের
Ο খ) ভাববাচ্যের
Ο গ) কর্তৃবাচ্যের
Ο ঘ) কর্মবাচ্যের
সঠিক উত্তর: (গ)
৪৬. ‘তোমাকে হাঁটতে হবে’ - এটা কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) ভাববাচ্যের
Ο খ) কর্তৃবাচ্যের
Ο গ) কর্মবাচ্যের
Ο ঘ) কর্মকর্তৃবাচ্যের
সঠিক উত্তর: (ক)
৪৭. কোন উদাহরণটি কর্মবাচ্যের?
Ο ক) আমা কর্তৃক বইটি পঠিত হচ্ছে
Ο খ) আমি বইটি পড়ছি
Ο গ) শিকারিরা বাঘ মেরেছে
Ο ঘ) আলেকজান্ডার পারস্য দেশ জয় করেন
সঠিক উত্তর: (ক)
৪৮. ‘সাইকেলটি দ্রুত যাচ্ছে’ - এটি কোন বাচ্য?
Ο ক) কর্তৃবাচ্য
Ο খ) কর্মবাচ্য
Ο গ) ভাববাচ্য
Ο ঘ) কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: (গ)
৪৯. কোনটি ভাববাচ্যের বাক্য?
Ο ক) কাফেলা দস্যুদল কর্তৃক আক্রান্ত হল
Ο খ) আজ আর তোমার খাওয়া হবে না
Ο গ) তুমি খেলে না কেন
Ο ঘ) তোমাকে অনেকবার বলেছি
সঠিক উত্তর: (খ)
৫০. কখনো কখনো ভাববাচ্যে কর্তা উহ্য থাকে, তখন কী দ্বারা ভাববাচ্য গঠিত হয়?
Ο ক) ক্রিয়া
Ο খ) মিশ্র ক্রিয়া
Ο গ) কর্ম
Ο ঘ) ক্রিয়া বিশেষণ
সঠিক উত্তর: (গ)
৫১. কখনও কখনও কোন বাচ্যে কর্তা উহ্য থাকে?
Ο ক) কর্তৃবাচ্যে
Ο খ) কর্মবাচ্যে
Ο গ) কর্মকর্তৃবাচ্যে
Ο ঘ) ভাববাচ্যে
সঠিক উত্তর: (ঘ)
৫২. যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন বাচ্য বলে?
Ο ক) কর্মকর্তৃবাচ্য
Ο খ) কর্মবাচ্য
Ο গ) ভাববাচ্য
Ο ঘ) কর্তৃবাচ্য
সঠিক উত্তর: (গ)
৫৩. ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কর্তায় কোন বিভক্তি হয়?
Ο ক) দ্বিতীয়া
Ο খ) তৃতীয়া
Ο গ) প্রথমা
Ο ঘ) সপ্তমী
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. কর্তৃবাচ্যের বাক্য কোনটি?
Ο ক) ছাত্ররা অঙ্ক কষছে
Ο খ) আমার যাওয়া হবে না
Ο গ) তোমাকে হাঁটতে হবে
Ο ঘ) বাঁশি বাজে ঐ মধুর লগনে
সঠিক উত্তর: (ক)
২. কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়?
Ο ক) প্রথমা
Ο খ) দ্বিতীয়া
Ο গ) তৃতীয়া
Ο ঘ) চতুর্থী
সঠিক উত্তর: (গ)
৩. কোন বাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়?
Ο ক) কর্তৃবাচ্যে
Ο খ) কর্মবাচ্যে
Ο গ) ভাববাচ্যে
Ο ঘ) কর্মকর্তৃবাচ্যে
সঠিক উত্তর: (ক)
৪. ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে হলে কিসের প্রয়োজন হয়?
Ο ক) কর্তায় ১মা এবং ক্রিয়া কর্তা অনুযায়ী হয়
Ο খ) কর্মে ১মা এবং ক্রিয়া উত্তম পুরুষ
Ο গ) কর্তায় ৬ষ্ঠী বিভক্তির প্রয়োজন হয়
Ο ঘ) কর্তার ক্রিয়া অকর্মক হতে হয়
সঠিক উত্তর: (ক)
৫. কোন বাচ্যের ক্রিয়াপদ সর্বদাই নাম/প্রথম পুরুষের হয়?
Ο ক) কর্তৃবাচ্যের
Ο খ) কর্মবাচ্যের
Ο গ) ভাববাচ্যের
Ο ঘ) কর্মকর্তৃবাচ্যের
সঠিক উত্তর: (গ)
৬. ‘এবার একটি গান করা হোক’ - এ বাক্যের কর্তৃবাচ্য রূপ কোনটি?
Ο ক) এবার একটি গান কর
Ο খ) একটি গান কর
Ο গ) তুমি একটি গান কর
Ο ঘ) এবার একটি গান দাও
সঠিক উত্তর: (ক)
৭. কর্তৃবাচ্যের ক্রিয়া কাকে অনুসরণ করে?
Ο ক) কর্মকে
Ο খ) কর্তাকে
Ο গ) ভাবকে
Ο ঘ) অর্থকে
সঠিক উত্তর: (খ)
৮. ‘সে যেন আসে’ - এটি কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) কর্তৃবাচ্য
Ο খ) কর্মবাচ্য
Ο গ) ভাববাচ্য
Ο ঘ) কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: (ক)
৯. “কমলাকান্তের মনের কথা এ জন্মে বলা হইল না” -
Ο ক) কর্মবাচ্যের
Ο খ) ভাববাচ্যের
Ο গ) কর্মকর্তৃবাচ্যের
Ο ঘ) কর্তৃবাচ্যের
সঠিক উত্তর: (খ)
১০. কর্তৃপদে তৃতীয়া অনুসর্গ এবং কর্মপদে প্রথমা বিভক্তি ব্যবহার হয় কোন বাচ্যে?
Ο ক) কর্তৃবাচ্যে
Ο খ) কর্মবাচ্যে
Ο গ) ভাববাচ্যে
Ο ঘ) কর্মকর্তৃবাচ্যে
সঠিক উত্তর: (খ)
১১. ‘দস্যুদল গৃহটি লুন্ঠন করেছে’ - এটি -
Ο ক) কর্মবাচ্য
Ο খ) কর্তৃবাচ্য
Ο গ) ভাববাচ্য
Ο ঘ) কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: (খ)
১২. “রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছিল” - এটি কোন বাচ্যের বাক্য?
Ο ক) ভাববাচ্য
Ο খ) কর্মবাচ্য
Ο গ) কর্তৃবাচ্য
Ο ঘ) কর্ম-কর্তৃবাচ্য
সঠিক উত্তর: (খ)
১৩. ‘জল পড়ে, পাতা নড়ে’ - বাক্যটি প্রকাশভঙ্গি অনুসারে -
Ο ক) কর্তৃবাচ্য
Ο খ) কর্মবাচ্য
Ο গ) ভাববাচ্য
Ο ঘ) কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: (ঘ)
১৪. ভাববাচ্যের ক্রিয়া সর্বদা হয়ে থাকে -
Ο ক) প্রযোজক
Ο খ) উত্তম পুরুষের
Ο গ) দ্বিকর্মক
Ο ঘ) প্রথম পুরুষের
সঠিক উত্তর: (ঘ)
১৫. “কাহারও মুহূর্ত বিলম্ব সয় না।” এটি কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) কর্মবাচ্যের
Ο খ) কর্তৃবাচ্যের
Ο গ) ভাববাচ্যের
Ο ঘ) কর্মকর্তৃবাচ্যের
সঠিক উত্তর: (গ)
১৬. কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে পরিবর্তিত করতে হলে কিসের প্রয়োজন হয়?
Ο ক) কর্মে ৬ষ্ঠী ও ক্রিয়ার মধ্যম পুরুষ হয়
Ο খ) করণে ৭মী ও ক্রিয়ার উত্তম পুরুষ হয়
Ο গ) শুধুমাত্র কর্তায় ৬ষ্ঠী বিভক্তি হয়
Ο ঘ) কর্তায় ৬ষ্ঠী বা ২য়া বিভক্তি এবং ক্রিয়া নামপুরুষ হয়
সঠিক উত্তর: (ঘ)
১৭. কর্মকর্তৃবাচ্যের উদাহরণ কোনটি?
Ο ক) ঝড় বয় ভয় হয়
Ο খ) সকালে সূর্য ওঠে
Ο গ) বাঁশি বাজে
Ο ঘ) গগনে গরজে মেঘ
সঠিক উত্তর: (গ)
১৮. বাচ্য কত প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (খ)
১৯. ‘তোমাকেই ঢাকা যেতে হবে’ - এটি কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) কর্মকর্তৃবাচ্য
Ο খ) ভাববাচ্য
Ο গ) কর্মবাচ্য
Ο ঘ) কর্তৃবাচ্য
সঠিক উত্তর: (খ)
২০. আমার যাওয়া হবে না - এটি কোন বাচ্য?
Ο ক) কর্তৃবাচ্য
Ο খ) ভাববাচ্য
Ο গ) কর্মবাচ্য
Ο ঘ) গৌণবাচ্য
সঠিক উত্তর: (খ)
২১. “হালাকু খাঁ বাগদাদ নগরী ধ্বংস করেন।” - এটা কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) কর্মবাচ্য
Ο খ) কর্তৃবাচ্য
Ο গ) ভাববাচ্য
Ο ঘ) কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: (খ)
২২. কর্মবাচ্যের বাক্যে কর্মে কোন বিভক্তির প্রয়োগ হয়?
Ο ক) প্রথমা
Ο খ) দ্বিতীয়া
Ο গ) চতুর্থী
Ο ঘ) পঞ্চমী
সঠিক উত্তর: (ক)
২৩. ‘তার যেন আসা হয়’ - বাক্যটি কোন বাচ্য?
Ο ক) কর্তৃবাচ্য
Ο খ) ভাববাচ্য
Ο গ) কর্মবাচ্য
Ο ঘ) কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: (খ)
২৪. ‘তোমাদের কখন আসা হলো’ - এটি কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) কর্তৃবাচ্য
Ο খ) কর্মবাচ্য
Ο গ) ভাববাচ্য
Ο ঘ) কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: (গ)
২৫. “বিদ্বানকে সকলেই সম্মান করে” - বাক্যটির কর্মবাচ্যে কী হবে?
Ο ক) সকল কর্তৃক বিদ্বান সম্মান হন
Ο খ) বিদ্বান সকলের দ্বারা সম্মানিত হন
Ο গ) সকলের দ্বারা বিদ্বান সম্মানপ্রাপ্ত হন
Ο ঘ) বিদ্বান সকলের দ্বারা সম্মান হন
সঠিক উত্তর: (খ)
২৬. সর্বদাই নাম পুরুষের ক্রিয়ার গঠন হয় কোন বাচ্যে?
Ο ক) কর্মবাচ্যে
Ο খ) কর্তৃবাচ্যে
Ο গ) ভাববাচ্যে
Ο ঘ) কর্মকর্তৃবাচ্যে
সঠিক উত্তর: (গ)
২৭. ‘বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন’ - এটি কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) ভাববাচ্য
Ο খ) কর্মকর্তৃবাচ্য
Ο গ) কর্তৃবাচ্য
Ο ঘ) কর্মবাচ্য
সঠিক উত্তর: (ঘ)
২৮. ‘এবার ট্রেনে ওঠা যাক’ বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) কর্তৃবাচ্যের
Ο খ) ভাববাচ্যের
Ο গ) কর্মকর্তৃবাচ্যের
Ο ঘ) কর্মবাচ্যের
সঠিক উত্তর: (খ)
২৯. কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিণত করতে হলে কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?
Ο ক) প্রথমা বা শূন্য
Ο খ) দ্বিতীয়া
Ο গ) তৃতীয়া
Ο ঘ) চতুর্থী
সঠিক উত্তর: (ক)
৩০. কোন বাক্যটি ভাববাচ্যের প্রকৃত উদাহরণ?
Ο ক) তুমিই সিলেট যাবে
Ο খ) তোমাকেই সিলেট যেতে হবে
Ο গ) তোমরা কখন এলে
Ο ঘ) দস্যুদল ট্রলার লুট করেছে
সঠিক উত্তর: (খ)
৩১. যে বাক্যে কর্তা প্রধান রূপে প্রতীয়মান হয় এবং ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে তাকে -
Ο ক) কর্তৃবাচ্য বলে
Ο খ) কর্মবাচ্য বলে
Ο গ) ভাববাচ্য বলে
Ο ঘ) কর্মকর্তৃবাচ্য বলে
সঠিক উত্তর: (ক)
৩২. “কাজটা ভালো দেখায় না।” - বাক্যটি কোন বাচ্য?
Ο ক) কর্মবাচ্য
Ο খ) ভাববাচ্য
Ο গ) কর্তৃবাচ্য
Ο ঘ) কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: (ঘ)
৩৩. ‘এ পথে চলা যায় না’ - বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) কর্মবাচ্য
Ο খ) কর্মকর্তৃবাচ্য
Ο গ) কর্তৃবাচ্য
Ο ঘ) ভাববাচ্য
সঠিক উত্তর: (ঘ)
৩৪. কর্তৃবাচ্যে কর্মে কোন বিভক্তি হয়?
Ο ক) দ্বিতীয়া
Ο খ) শূন্য
Ο গ) ষষ্ঠী
Ο ঘ) দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য
সঠিক উত্তর: (ঘ)
৩৫. ‘বিদ্বানকে সকলেই আদর করে’ - বাক্যটি কর্মবাচ্যে কী হবে?
Ο ক) বিদ্বান সকলের দ্বারা সমর্থিত
Ο খ) বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন
Ο গ) বিদ্বান সকল কর্তৃক সমর্থিত
Ο ঘ) বিদ্বানকে সকলেই ভালোবাসে
সঠিক উত্তর: (খ)
৩৬. কোন বাচ্যে ক্রিয়ার অর্থ বিশেষভাবে ব্যক্ত হয়?
Ο ক) কর্ম-কর্তৃবাচ্যে
Ο খ) কর্তৃবাচ্যে
Ο গ) কর্মবাচ্যে
Ο ঘ) ভাববাচ্যে
সঠিক উত্তর: (ঘ)
৩৭. কোনো বাচ্যের ক্রিয়া অকর্মক হলে তাকে কোন বাচ্য বলে?
Ο ক) কর্মবাচ্য
Ο খ) কর্তৃবাচ্য
Ο গ) ভাববাচ্য
Ο ঘ) কর্তৃকর্মবাচ্য
সঠিক উত্তর: (গ)
৩৮. ‘কোথায় থাকা হয়’ - বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) কর্তৃবাচ্য
Ο খ) কর্মবাচ্য
Ο গ) ভাববাচ্য
Ο ঘ) কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: (গ)
৩৯. ‘বাঁশি বাজে ঐ মধুর লগনে’ - এটা কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) কর্মকর্তৃবাচ্য
Ο খ) কর্মবাচ্য
Ο গ) কর্তৃবাচ্য
Ο ঘ) ভাববাচ্য
সঠিক উত্তর: (ক)
৪০. বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কী বলে?
Ο ক) উক্তি
Ο খ) বাচ্য
Ο গ) ভাষান্তর
Ο ঘ) বিভক্তি
সঠিক উত্তর: (খ)
৪১. ‘সুতি কাপড় অনেক দিন টিকে’ - এ বাক্যটি কিসের উদাহরণ?
Ο ক) ভাববাচ্য
Ο খ) কর্মকর্তৃবাচ্য
Ο গ) কর্মবাচ্য
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)
৪২. ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই কোন পুরুষের হয়?
Ο ক) উত্তম পুরুষের
Ο খ) মধ্যম পুরুষের
Ο গ) নাম পুরুষের
Ο ঘ) উত্তম ও মধ্যম পুরুষের
সঠিক উত্তর: (গ)
৪৩. যে বাক্যে কর্মই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে থাকে, তাকে কোন বাচ্যের বাক্য বলে?
Ο ক) কর্মবাচ্য
Ο খ) ভাববাচ্য
Ο গ) কর্মপ্রবচনীয় অব্যয়
Ο ঘ) কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: (ঘ)
৪৪. কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ?
Ο ক) মেলা বসেছে
Ο খ) আমার যাওয়া হবে না
Ο গ) তুমি কবে আসছ
Ο ঘ) সে বই পড়ে
সঠিক উত্তর: (ক)
৪৫. “বিদ্বানকে সকলেই আদর করে” - এটি কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) কর্মকর্তৃবাচ্যের
Ο খ) ভাববাচ্যের
Ο গ) কর্তৃবাচ্যের
Ο ঘ) কর্মবাচ্যের
সঠিক উত্তর: (গ)
৪৬. ‘তোমাকে হাঁটতে হবে’ - এটা কোন বাচ্যের উদাহরণ?
Ο ক) ভাববাচ্যের
Ο খ) কর্তৃবাচ্যের
Ο গ) কর্মবাচ্যের
Ο ঘ) কর্মকর্তৃবাচ্যের
সঠিক উত্তর: (ক)
৪৭. কোন উদাহরণটি কর্মবাচ্যের?
Ο ক) আমা কর্তৃক বইটি পঠিত হচ্ছে
Ο খ) আমি বইটি পড়ছি
Ο গ) শিকারিরা বাঘ মেরেছে
Ο ঘ) আলেকজান্ডার পারস্য দেশ জয় করেন
সঠিক উত্তর: (ক)
৪৮. ‘সাইকেলটি দ্রুত যাচ্ছে’ - এটি কোন বাচ্য?
Ο ক) কর্তৃবাচ্য
Ο খ) কর্মবাচ্য
Ο গ) ভাববাচ্য
Ο ঘ) কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: (গ)
৪৯. কোনটি ভাববাচ্যের বাক্য?
Ο ক) কাফেলা দস্যুদল কর্তৃক আক্রান্ত হল
Ο খ) আজ আর তোমার খাওয়া হবে না
Ο গ) তুমি খেলে না কেন
Ο ঘ) তোমাকে অনেকবার বলেছি
সঠিক উত্তর: (খ)
৫০. কখনো কখনো ভাববাচ্যে কর্তা উহ্য থাকে, তখন কী দ্বারা ভাববাচ্য গঠিত হয়?
Ο ক) ক্রিয়া
Ο খ) মিশ্র ক্রিয়া
Ο গ) কর্ম
Ο ঘ) ক্রিয়া বিশেষণ
সঠিক উত্তর: (গ)
৫১. কখনও কখনও কোন বাচ্যে কর্তা উহ্য থাকে?
Ο ক) কর্তৃবাচ্যে
Ο খ) কর্মবাচ্যে
Ο গ) কর্মকর্তৃবাচ্যে
Ο ঘ) ভাববাচ্যে
সঠিক উত্তর: (ঘ)
৫২. যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন বাচ্য বলে?
Ο ক) কর্মকর্তৃবাচ্য
Ο খ) কর্মবাচ্য
Ο গ) ভাববাচ্য
Ο ঘ) কর্তৃবাচ্য
সঠিক উত্তর: (গ)
৫৩. ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কর্তায় কোন বিভক্তি হয়?
Ο ক) দ্বিতীয়া
Ο খ) তৃতীয়া
Ο গ) প্রথমা
Ο ঘ) সপ্তমী
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Bangla2