এস.এস.সি বাংলা ২য় পত্র : শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা(৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় - ২য় পরিচ্ছেদ: শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা(৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১৫১. ‘নিখুঁত’ অর্থে ‘পাকা’ শব্দটির ব্যবহার হয়েছে কোনটিতে?
Ο ক) পাকা কথা
Ο খ) পাকা কাজ
Ο গ) পাকা রং
Ο ঘ) পাকা হাড়
 সঠিক উত্তর: (খ)

 ১৫২. ‘পাওয়ার আগে ভোগের আয়োজন” - এ কথাটির প্রবাদ বাক্য কোনটি?
Ο ক) খাল কেটে কুমির আনা
Ο খ) ঝোপ বুঝে কোপ মারা
Ο গ) ছাই ফেলতে ভাঙ্গা কুলো
Ο ঘ) গাছে কাঁঠাল গোঁফে তেল
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৩. জড় শব্দের বিপরীতার্থক শব্দ -
Ο ক) চেতন
Ο খ) জাগ্রত
Ο গ) জঙ্গম
Ο ঘ) ঘুমন্ত
 সঠিক উত্তর: (ক)

 ১৫৪. ‘নিতান্ত মন্দভাগ্য’ বুঝাতে বাগধারার ব্যবহার কোনটি?
Ο ক) আটকপালে
Ο খ) ইঁদুর কপালে
Ο গ) ছাপোষা
Ο ঘ) ব্যাঙের আধুলি
 সঠিক উত্তর: (খ)

 ১৫৫. ‘মণিকাঞ্চনযোগে’ - এর সমার্থক বাগধারা কোনটি?
Ο ক) দহরম মহরম
Ο খ) কেতা দুরস্ত
Ο গ) সোনায় সোহাগা
Ο ঘ) শিরে সংক্রান্তি
 সঠিক উত্তর: (গ)

 ১৫৬. ‘উড়নচন্ডী’ বাগধারার অর্থ -
Ο ক) উচ্ছৃঙ্খল
Ο খ) অমিতব্যয়ী
Ο গ) নির্বোধ
Ο ঘ) গোঁয়ার
 সঠিক উত্তর: (খ)

 ১৫৭. কোনটি ব্যতিক্রম?
Ο ক) অহি-নকুল
Ο খ) দা-কুমড়া
Ο গ) আদায়-কাঁচকলায়
Ο ঘ) সোনায়-সোহাগা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৮. ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ রয়েছে নিম্নের কোন বাগধারাটিতে?
Ο ক) ননীর পুতুল
Ο খ) দুধের মাফি
Ο গ) দহরম-মহরম
Ο ঘ) চাঁদের হাট
 সঠিক উত্তর: (গ)

 ১৫৯. ‘নির্ভীক’ এর সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?
Ο ক) ভয়াল
Ο খ) ভীতু
Ο গ) ভীরু
Ο ঘ) বোকা
 সঠিক উত্তর: (গ)

 ১৬০. কাঁঠালের আমসত্ত্ব - কথাটির অর্থ কী?
Ο ক) ঘোড়ারোগ
Ο খ) ছেলেমি
Ο গ) অসম্ভব বস্তু
Ο ঘ) অমাবস্যার চাঁদ
 সঠিক উত্তর: (গ)

 ১৬১. ‘আকাশকুসুম’ কথাটির অর্থ কী?
Ο ক) ভয়াবহ সময়
Ο খ) অদৃশ্যবস্তু
Ο গ) অসম্ভব কল্পনা
Ο ঘ) মূল্যহীন
 সঠিক উত্তর: (গ)

 ১৬২. ‘নদী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) বসুধা
Ο খ) তিমির
Ο গ) নিশাকর
Ο ঘ) তটিনী
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৩. ‘অস্থায়ী বস্তু’ কোন বাগধারা দিয়ে প্রকাশ করা যায়?
Ο ক) ব্যাঙের সর্দি
Ο খ) কাঁচা পয়সা
Ο গ) ছেলের হাতের মোয়া
Ο ঘ) বালির বাঁধ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৪. ‘খালি কলসি বাজে বেশি।’ - প্রবাদটির অর্থ কী?
Ο ক) নির্গুণ ব্যক্তিরাই নিজেকে জাতির করে
Ο খ) অসারের তর্জন গর্জন সার
Ο গ) গুণহীন পুরুষের ভোজন সার
Ο ঘ) ক্ষুদে ব্যক্তিদের বড়াই
 সঠিক উত্তর: (খ)

 ১৬৫. ‘অশ্ম’ অর্থ কী?
Ο ক) ঘোড়া
Ο খ) পাথর
Ο গ) ধারাল
Ο ঘ) আশাহীন
 সঠিক উত্তর: (খ)

 ১৬৬. ‘আপন’ অর্থ নিজ কিন্তু ‘আপণ’ অর্থ কী?
Ο ক) অন্য
Ο খ) অলঙ্কার
Ο গ) বেনামী
Ο ঘ) দোকান
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৭. ‘মেয়ের শ্বশুরবাড়ি তত্ত্ব পাঠানো হয়েছে’ - এখানে ‘তত্ত্ব’ শব্দটির আভিধানিক অর্থ কোনটি?
Ο ক) উপঢৌকন
Ο খ) সংবাদ
Ο গ) সন্দেশ
Ο ঘ) জ্ঞান
 সঠিক উত্তর: (ক)

 ১৬৮. ‘দুধের মাছি’ প্রবাদটির অর্থ কী?
Ο ক) সুসময়ের বন্ধু
Ο খ) স্বার্থপর ব্যক্তি
Ο গ) বেহায়া
Ο ঘ) চালবাজি লোক
 সঠিক উত্তর: (ক)

 ১৬৯. শব্দের ব্যবহার দু’রকম; কী কী?
Ο ক) উদ্দেশ্য ও বিধেয়
Ο খ) উৎকর্ষ ও অপকর্ষ
Ο গ) বাচ্যার্থ ও লক্ষ্যার্থ
Ο ঘ) অর্থ সংকোচ ও অর্থ প্রাপ্তি
 সঠিক উত্তর: (গ)

 ১৭০. “আতিশয্যে গোপন উদ্দেশ্যে অর্জনের প্রয়াস” - কোন প্রবাদের সাহায্যে বুঝানো যায়?
Ο ক) অতি ভক্তি চোরের লক্ষণ
Ο খ) অতি চালাকের গলায় দড়ি
Ο গ) অতি দর্পে হত লঙ্কা
Ο ঘ) অতি লোভে তাঁতি নষ্ট
 সঠিক উত্তর: (ক)

 ১৭১. চোখের বালি - অর্থ কী?
Ο ক) চোখে বালি পড়া
Ο খ) চক্ষুশূল
Ο গ) খুব প্রিয়
Ο ঘ) চশমখোর
 সঠিক উত্তর: (খ)

 ১৭২. ‘অন্ন’ শব্দের অর্থ কী?
Ο ক) অপর
Ο খ) ভাত
Ο গ) পল
Ο ঘ) নবান্ন
 সঠিক উত্তর: (খ)

 ১৭৩. সুসময় ও সৌভাগ্য বুঝাতে কোন বাগধারার ব্যবহার হয়?
Ο ক) সুখের পায়রা
Ο খ) সোনায় সোহাগা
Ο গ) মানিক জোড়
Ο ঘ) একাদশে বৃহস্পতি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৪. ‘গোল্লায় যাওয়া’ বাগধারাটির অর্থ কী?
Ο ক) নষ্ট হওয়া
Ο খ) অসৎ কাজ
Ο গ) খারাপ কাজে যাওয়া
Ο ঘ) দোষের কাজ করা
 সঠিক উত্তর: (ক)

 ১৭৫. ‘স্বকীয়’ শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
Ο ক) পরকীয়
Ο খ) পরকীয়া
Ο গ) অপরকীয়
Ο ঘ) বিদেশীয়
 সঠিক উত্তর: (ক)

 ১৭৬. ‘নিতান্ত অলস’ কোন বাগধারা দিয়ে প্রকাশ করবে?
Ο ক) বকধার্মিক
Ο খ) বুদ্ধির ঢেঁকি
Ο গ) রাঘব বোয়াল
Ο ঘ) গোঁফ খেজুরে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৭. ‘রাবণের চিতা’ বাগধারার অর্থ কী?
Ο ক) ভীষণ চক্রান্ত
Ο খ) ভীষণ শত্রুতা
Ο গ) চির অশান্তি
Ο ঘ) ছোটখাট ঝগড়া
 সঠিক উত্তর: (গ)

 ১৭৮. যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদের কী বলে?
Ο ক) বাচ্যার্থ
Ο খ) লক্ষার্থ
Ο গ) মৌলিক অর্থ
Ο ঘ) বাগধারা
 সঠিক উত্তর: (খ)

 ১৭৯. ‘নদীটি উত্তরমুখে প্রবাহিত’ - এখানে ‘মুখে’ কোন অর্থ প্রকাশ করেছে?
Ο ক) প্রত্যঙ্গ বিশেষ
Ο খ) মর্যাদা
Ο গ) দিক্
Ο ঘ) সীমানা
 সঠিক উত্তর: (গ)

 ১৮০. কোনটি চুল শব্দের সমার্থক নয়?
Ο ক) সবিতা
Ο খ) অলক
Ο গ) চিকুর
Ο ঘ) কুন্তল
 সঠিক উত্তর: (ক)

 ১৮১. ‘ভূতের ব্যাগার’ বলতে কী বুঝায়?
Ο ক) অযথা শ্রম
Ο খ) পরিশ্রমী
Ο গ) নগদ উপার্জন
Ο ঘ) কাঁচা পয়সা
 সঠিক উত্তর: (ক)

 ১৮২. ‘কুঞ্জর’ শব্দের অর্থ কী?
Ο ক) খরগোশ
Ο খ) হরিণ
Ο গ) হাতি
Ο ঘ) চুল
 সঠিক উত্তর: (গ)

 ১৮৩. ‘খন্ড প্রলয়’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
Ο ক) ভীষণ ঝড়
Ο খ) ভীষণ ব্যাপার
Ο গ) ছোটখাটো ঝগড়া
Ο ঘ) অল্প নড়াচড়া
 সঠিক উত্তর: (খ)

 ১৮৪. কোনটি যথেচ্ছ পরিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায়?
Ο ক) পদের
Ο খ) বাগধারার
Ο গ) বাক্যের
Ο ঘ) সমার্থক শব্দের
 সঠিক উত্তর: (খ)

 ১৮৫. কোন বাগধারাটির অর্থ বাকি তিনটি থেকে ভিন্ন?
Ο ক) কাঁঠালের আমসত্ত্ব
Ο খ) ডুমুরের ফুল
Ο গ) অমাবস্যার চাঁদ
Ο ঘ) ছেলের হাতের মোয়া
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৬. ‘কাঁচা সোনা’ - এর অর্থ কোনটি?
Ο ক) ভেজাল স্বর্ণ
Ο খ) নিখাদ স্বর্ণ
Ο গ) খাদযুক্ত স্বর্ণ
Ο ঘ) গলিত স্বর্ণ
 সঠিক উত্তর: (খ)

 ১৮৭. কোন বাগধারাটির অর্থ ‘সুবিধা করা’?
Ο ক) হাটে হাঁড়ি ভাঙা
Ο খ) হালে পানি পাওয়া
Ο গ) বাঁ হাতের ব্যাপার
Ο ঘ) ছিনিমিনি খেলা
 সঠিক উত্তর: (খ)

 ১৮৮. কোনটি ‘চুল’ শব্দের সমার্থক নয়?
Ο ক) সবিতা
Ο খ) অলক
Ο গ) চিকুর
Ο ঘ) কুন্তল
 সঠিক উত্তর: (ক)

 ১৮৯. ‘সৌভাগ্যের বিষয়’ কোন বাগধারা দ্বারা প্রকাশ পায়?
Ο ক) একাদশে বৃহস্পতি
Ο খ) চাঁদের হাট
Ο গ) পোয়াবারো
Ο ঘ) রাহুর দশা
 সঠিক উত্তর: (ক)

 ১৯০. ‘ইঁদুর কপালে’ - এর বিপরীত বাগধারা কোনটি?
Ο ক) অদৃষ্টের পরিহাস
Ο খ) একাদশে বৃহস্পতি
Ο গ) অন্ধকার দেখা
Ο ঘ) কেউকেটা
 সঠিক উত্তর: (খ)

 ১৯১. ‘একাদশে বৃহস্পতি’ বাগধারাটির অর্থ কী?
Ο ক) ভাগ্যের নিষ্ঠুরতা
Ο খ) দুর্লভ বস্তু
Ο গ) দীর্ঘসূত্রিতা
Ο ঘ) সৌভাগ্যের বিষয়
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯২. ‘এক চোখা’ - বাগধারার অর্থ কী?
Ο ক) পক্ষপাতহীন
Ο খ) এক চক্ষুবিশিষ্ট
Ο গ) পক্ষপাতবিশিষ্ট
Ο ঘ) এক চোখ কানা যার
 সঠিক উত্তর: (গ)

 ১৯৩. “ধরি মাছ না ছুঁই পানি” - এর সমার্থক প্রবাদ কোনটি?
Ο ক) কাঁচায় নো নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস
Ο খ) যাতে সাপও না মরে লাঠিও না ভাঙে
Ο গ) রাধিকা সুন্দরীর স্বামী সোহাগ
Ο ঘ) সাপের হাঁচি বেদেয় চেনে
 সঠিক উত্তর: (খ)

 ১৯৪. ‘গ্রহণ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Ο ক) বর্জন
Ο খ) পরিহার
Ο গ) অগ্রাহ্য
Ο ঘ) প্রদান
 সঠিক উত্তর: (ক)

 ১৯৫. ‘শশাঙ্ক’ - এর সমার্থক শব্দ কোনটি?
Ο ক) খরগোশ
Ο খ) সমুদ্র
Ο গ) সূর্য
Ο ঘ) চাঁদ/চন্দ্র
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৬. ‘চিকুর’ - এর সমার্থক শব্দ কোনটি?
Ο ক) পিক
Ο খ) মেদিনী
Ο গ) অলক
Ο ঘ) গজ
 সঠিক উত্তর: (গ)

 ১৯৭. ‘ব্যাঙের সর্দি’ বাগধারাটির অর্থের মিল রয়েছে কোনটির সাথে?
Ο ক) ব্যাঙের আধুলি
Ο খ) অমাবস্যার চাঁদ
Ο গ) ঘোড়া রোগ
Ο ঘ) কাঁঠালের আমসত্ত্ব
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৮. ‘চাঁদের হাট’ অর্থ কী?
Ο ক) অদৃশ্য বস্তু
Ο খ) মগের মুল্লুক
Ο গ) বিরাট আয়োজন
Ο ঘ) আনন্দের প্রাচুর্য
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৯. ‘এ ব্যাপারে আমার কোনো হাত নেই’ - এখানে ‘হাত’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) নৈপুণ্য
Ο খ) আয়ত্তে আনা
Ο গ) দক্ষতা
Ο ঘ) প্রভাব
 সঠিক উত্তর: (ঘ)

 ২০০. ‘বাচ্যার্থ’ - মানে কী?
Ο ক) আভিধানিক অর্থ
Ο খ) পারিভাষিক অর্থ
Ο গ) ভাব অর্থ
Ο ঘ) রূপকার্থ
 সঠিক উত্তর: (ক)

 ২০১. ‘কান পাতলা’ বাগধারাটির অর্থ কী?
Ο ক) বিশ্বাসপ্রবণ
Ο খ) রাতকানা
Ο গ) বধির
Ο ঘ) কৃপণ
 সঠিক উত্তর: (ক)

 ২০২. সম্প্রসারিত অর্থ প্রকাশ করা কোনটির কাজ?
Ο ক) বাগধারার
Ο খ) সংখ্যাবাচক শব্দ
Ο গ) সমোচ্চারিত শব্দ
Ο ঘ) দ্বিরুক্ত শব্দ
 সঠিক উত্তর: (ক)

 ২০৩. ভাষার উৎকর্ষ সাধনে কোনটির একান্ত প্রয়োজন?
Ο ক) প্রবাদ প্রবচনের
Ο খ) সমাসের
Ο গ) সন্ধির
Ο ঘ) অনুবাদ কর্মের
 সঠিক উত্তর: (ক)

 ২০৪. ‘এটা ধর্মসংগত কাজ’ - এ বাক্যে ‘ধর্ম’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) সুনীতি
Ο খ) সৎকাজ
Ο গ) পুণ্য কাজ
Ο ঘ) উচিত কাজ
 সঠিক উত্তর: (ক)

 ২০৫. অর্ণব মানে কী?
Ο ক) জলধি/সমুদ্র
Ο খ) হীরক
Ο গ) সুবর্ণ
Ο ঘ) করা
 সঠিক উত্তর: (ক)

 ২০৬. ‘গোবর গণেশ’ বাগধারাটির অর্থ কী?
Ο ক) গোবরের মতো আবর্জনা
Ο খ) প্রতরক
Ο গ) চালাক
Ο ঘ) মূর্খ
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৭. ‘দীর্ঘস্থায়ী দুঃখ’ কে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?
Ο ক) ভাসুর-ভাদ্র বৌ সম্পর্ক
Ο খ) ঢেঁকির কচকচি
Ο গ) মাছের মার পুত্রশোক
Ο ঘ) রাবণের চিতা
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৮. নিচের কোন দুটি সমার্থক?
Ο ক) অহিনকুল-দাকুমড়া
Ο খ) অগ্নিশর্মা-অগ্নিপরীক্ষা
Ο গ) আকাশ পাতাল - আকাশকুসুম
Ο ঘ) তাসের ঘর - তামার বিষ
 সঠিক উত্তর: (ক)

 ২০৯. ‘বেতাল হওয়া’ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
Ο ক) তামার বিষ
Ο খ) টনক নড়া
Ο গ) তুমুল কান্ড
Ο ঘ) তালকানা
 সঠিক উত্তর: (ঘ)

 ২১০. ‘সঞ্চয়’ এর বিপরীত শব্দ কোনটি?
Ο ক) উপচয়
Ο খ) অবচয়
Ο গ) অপচয়
Ο ঘ) খরচ
 সঠিক উত্তর: (গ)

 ২১১. ‘বসুন্ধরা’ শব্দটির প্রতিশব্দ/সমার্থক কোনটি?
Ο ক) পর্বত
Ο খ) পৃথিবী
Ο গ) মাতা
Ο ঘ) সমুদ্র
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post