এস.এস.সি বাংলা ২য় পত্র : শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা(৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় - ২য় পরিচ্ছেদ: শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা(৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. ‘ঠোঁটকাকা’ বাগধারাটির অর্থ কী?
Ο ক) রাগী লোক
Ο খ) বেয়াড়া লোক
Ο গ) মন্দ লোক
Ο ঘ) বেহায়া
 সঠিক উত্তর: (ঘ)

 ১০২. ‘উড়ো চিঠি’ দ্বারা কী বোঝায়?
Ο ক) বিমানযোগে আসা পত্র
Ο খ) ডাকযোগে আসা পত্র
Ο গ) বেনামী পত্র
Ο ঘ) গোপনীয় পত্র
 সঠিক উত্তর: (গ)

 ১০৩. কোনগুলো ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ?
Ο ক) অবণী, শৈল
Ο খ) অচল, গিরি
Ο গ) ভূধর, অর্ণব
Ο ঘ) মার্তন্ড, পাহাড়
 সঠিক উত্তর: (খ)

 ১০৪. ‘কর্মভোগ এড়ানো যায় না’ - এখানে ‘কর্ম’ কোন অর্থ প্রকাশ করেছে?
Ο ক) পেশা
Ο খ) অনুষ্ঠান
Ο গ) কৃতকর্ম
Ο ঘ) কর্তব্য
 সঠিক উত্তর: (গ)

 ১০৫. ‘অহিংসা পরম ধর্ম’ - এখানে ‘ধর্ম’ কী?
Ο ক) সুনীতি
Ο খ) স্বভাত
Ο গ) সৎকাজ
Ο ঘ) উৎকর্ষ
 সঠিক উত্তর: (গ)

 ১০৬. কেন বাগধারা দুটি সম্পূর্ণ ভিন্নার্থক?
Ο ক) অন্ধের ষষ্ঠী/অন্ধের নড়ি
Ο খ) ঢাকের কাঠি/ঢাকের বায়া
Ο গ) পটল তোলা/অক্কা পাওয়া
Ο ঘ) সাপে-নেউলে/দা-কুমড়া
 সঠিক উত্তর: (খ)

 ১০৭. ‘চিকামারা’ বলতে কোনটি বোঝায়?
Ο ক) দেয়ালে লেখা
Ο খ) হীন শত্রুর সাথে লড়া
Ο গ) শত্রুকে বিনাশ করা
Ο ঘ) বাজে কাজ করা
 সঠিক উত্তর: (ক)

 ১০৮. ‘আবির্ভাব’ - এর সঠিক বিপরীত শব্দ কোনটি?
Ο ক) অভাব
Ο খ) তিরোভাব
Ο গ) স্বভাব
Ο ঘ) অনুভব
 সঠিক উত্তর: (খ)

 ১০৯. কোনটি আগুন শব্দের সমার্থক শব্দ?
Ο ক) আলো
Ο খ) প্রভা
Ο গ) অংশু
Ο ঘ) বৈশ্বানর
 সঠিক উত্তর: (ঘ)

 ১১০. কোনটি ভিন্নার্থক বাগধারা?
Ο ক) অহিনকুল সম্বন্ধ
Ο খ) আদায়-কাঁচকলায়
Ο গ) সাপে-নেউলে
Ο ঘ) চোখের বালি
 সঠিক উত্তর: (ঘ)

 ১১১. ‘গৃহী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Ο ক) সন্ন্যাসী
Ο খ) আগৃহী
Ο গ) নিগৃহী
Ο ঘ) বাহিরী
 সঠিক উত্তর: (ক)

 ১১২. পুনরায় আরম্ভ অর্থে কোন বাগধারাটি ব্যবহার করা যাবে?
Ο ক) গণেশ উল্টানো
Ο খ) কেঁচে গন্ডূষ
Ο গ) কূপমন্ডুক
Ο ঘ) গলগ্রহ
 সঠিক উত্তর: (খ)

 ১১৩. ‘হস্তী/হাতি’ - শব্দটির সমার্থক শব্দ কোনটি?
Ο ক) দিপ
Ο খ) দ্বিপ/করী
Ο গ) দ্বীপ
Ο ঘ) দীপ
 সঠিক উত্তর: (খ)

 ১১৪. ‘দহরম মহরম’ - এর বিপরীতার্থক বাগধারা কোনটি?
Ο ক) অহিনকুল
Ο খ) দুধের মাছি
Ο গ) বসন্তের কোকিল
Ο ঘ) জিলাপির প্যাঁচ
 সঠিক উত্তর: (ক)

 ১১৫. “ছেলে তো নয় যেন ননীর পুতুল” - উক্ত বাক্যটি কী অর্থ প্রকাশ করেছে?
Ο ক) ব্যঙ্গ প্রকাশ
Ο খ) বিরক্তি প্রকাশ
Ο গ) বিকল্প প্রকাশ
Ο ঘ) আদর প্রকাশ
 সঠিক উত্তর: (ক)

 ১১৬. ভাববিশেষের ঐতিহ্য কী?
Ο ক) শব্দ
Ο খ) বাক্য
Ο গ) মৌলিক শব্দ
Ο ঘ) বাগধারা
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৭. ‘আক্কেল সেলামি’ বাগধারাটিতে কী বোঝায়?
Ο ক) বড়দের সম্মান করা
Ο খ) বড়দের সম্মান না করা
Ο গ) জরিমানা
Ο ঘ) হতভাগ্য
 সঠিক উত্তর: (গ)

 ১১৮. “অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে” - বাক্যটিতে ‘অন্তর’ কোনটি বুঝাতে ব্যবহৃত হয়েছে?
Ο ক) মন
Ο খ) অন্য
Ο গ) আত্মীয়
Ο ঘ) অনাত্মীয়
 সঠিক উত্তর: (ক)

 ১১৯. ‘তিমির’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Ο ক) সমুদয়
Ο খ) অপচয়
Ο গ) অন্ধকার
Ο ঘ) আলোক
 সঠিক উত্তর: (ঘ)

 ১২০. ‘স্থায়ী’ অর্থে ‘পাকা’ শব্দটির ব্যবহার হয়েছে কোনটিতে?
Ο ক) পাকা কথা
Ο খ) পাকা কাজ
Ο গ) পাকা রং
Ο ঘ) পাকা রাস্তা
 সঠিক উত্তর: (গ)

 ১২১. কোন বাগধারাটি ‘আগ্রহ’ অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) মাথাব্যথা
Ο খ) মাথা খাওয়া
Ο গ) মাথা দেওয়া
Ο ঘ) মাথা ধরা
 সঠিক উত্তর: (ক)

 ১২২. দায়িত্ব নেওয়া অর্থে রীতিসিদ্ধ প্রয়োগ কোনটি?
Ο ক) ম্যাও ধরা
Ο খ) পথ ধরা
Ο গ) মনে ধরা
Ο ঘ) মাথা দেওয়া
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৩. ‘প্রবল’ - এর বিপরীত শব্দ কোনটি?
Ο ক) সবল
Ο খ) নির্বল
Ο গ) দুর্বল
Ο ঘ) অচল
 সঠিক উত্তর: (গ)

 ১২৪. কোন প্রতিশব্দগুলো ভিন্নার্থক?
Ο ক) চুল, কুন্তল
Ο খ) অর্ণব, রত্নাকর
Ο গ) পর্বত, অচল
Ο ঘ) কুঞ্জর, কর
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৫. ‘সবিতা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) নারী
Ο খ) চন্দ্র
Ο গ) সূর্য
Ο ঘ) সতী
 সঠিক উত্তর: (গ)

 ১২৬. ‘শাপেবর’ বাগধারাটির দ্বারা কী অর্থ বোঝায়?
Ο ক) উভয় সংকট
Ο খ) চির অশান্তি
Ο গ) অনিষ্টের ইষ্ট লাভ
Ο ঘ) দুঃসাধ্য বস্তু
 সঠিক উত্তর: (গ)

 ১২৭. ‘বিধু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) সুর
Ο খ) ভানু
Ο গ) সবিতা
Ο ঘ) সুধাংশু
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৮. ‘গড্ডলিকা প্রবাহ’ - এই বাগধারাটির সঠিক বাক্য কোনটি?
Ο ক) তুমি বড় গড্ডলিকায় আছে
Ο খ) গড্ডলিকা প্রবাহে যারা গা ভাসিয়ে দেয়, আমি তাদের দলে নেই
Ο গ) গড্ডলিকা প্রবাহে কেউ বাঁচে না
Ο ঘ) গড্ডলিকা প্রবাহ খুবই খারাপ
 সঠিক উত্তর: (খ)

 ১২৯. যারে দেখতে নারি তার চলন বাঁকা - ‘নারি’ মানে কী?
Ο ক) কুৎসিত মহিলা
Ο খ) পারি না
Ο গ) মহিলা
Ο ঘ) নাড়িমূল
 সঠিক উত্তর: (খ)

 ১৩০. সমার্থক শব্দের প্রয়োজনীয়তা বেশি হতে পারে কীসে?
Ο ক) গদ্যে
Ο খ) নাটকে
Ο গ) কবিতায়
Ο ঘ) উপন্যাসে
 সঠিক উত্তর: (গ)

 ১৩১. কোন বাক্যটির অর্থ ভিন্ন?
Ο ক) মনিকাঞ্চন যোগ
Ο খ) সোনায় সোহাগা
Ο গ) আদায় কাঁচকলায়
Ο ঘ) আমদুধে মেশা
 সঠিক উত্তর: (গ)

 ১৩২. ‘কৈ মাছের প্রাণ’ - বাগধারাটির অর্থ কী?
Ο ক) নীরোগ শরীর
Ο খ) প্রভাবশালী
Ο গ) যা সহজে মরে না
Ο ঘ) ধামাধরা
 সঠিক উত্তর: (গ)

 ১৩৩. ‘অপরিণত’ অর্থে ‘কাঁচা’ শব্দের ব্যবহার কোনটি?
Ο ক) কাঁচা রাস্তা
Ο খ) কাঁচা সোনা
Ο গ) কাঁচা বয়স
Ο ঘ) কাঁচা আম
 সঠিক উত্তর: (গ)

 ১৩৪. ‘অনন্ত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Ο ক) অন্ত
Ο খ) সান্ত
Ο গ) আদি
Ο ঘ) আদ্যন্ত
 সঠিক উত্তর: (খ)

 ১৩৫. নিচের কোন বাগধারাটির সাথে ‘বালির বাঁধ’ বাগধারাটির মিল আছে?
Ο ক) হাঁড়ি ঠেলা
Ο খ) সাপে-নেউলে
Ο গ) তাসের ঘর
Ο ঘ) অমাবস্যার চাঁদ
 সঠিক উত্তর: (গ)

 ১৩৬. সমার্থক শব্দের আরেক নাম -
Ο ক) বিপরীত শব্দ
Ο খ) সমোচ্চারিত শ্বদ
Ο গ) বিশিষ্টার্থক শব্দ
Ο ঘ) প্রতিশব্দ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৭. ‘একগুঁয়ে’ কথাটি কোন বাগধারা দিয়ে প্রকাশ পায়?
Ο ক) রাঘব বোয়াল
Ο খ) গোঁয়ার গোবিন্দ
Ο গ) উড়নচন্ডী
Ο ঘ) নেই আঁকড়া
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৮. ‘সপত্নী’ অর্থ কী?
Ο ক) নিজের স্ত্রী
Ο খ) সতিন
Ο গ) সাবিত্রী
Ο ঘ) যে পত্নী গ্রহণ করেছে
 সঠিক উত্তর: (খ)

 ১৩৯. ‘অতিবৃদ্ধ’ কোন বাগধারার অর্থ?
Ο ক) কাছাঢিলা
Ο খ) কান পাতলা
Ο গ) ঘাটের মড়া
Ο ঘ) ভুশন্ডির কাক
 সঠিক উত্তর: (গ)

 ১৪০. ‘মাথা দেওয়া’ বলতে কী বুঝায়?
Ο ক) ভাবনা করা
Ο খ) শপথ করা
Ο গ) দায়িত্ব নেওয়া
Ο ঘ) আগ্রহ
 সঠিক উত্তর: (গ)

 ১৪১. ‘গড্ডলিকা প্রবাহ’ বাগধারাটির সঠিক অর্থ কী?
Ο ক) নির্বোধ
Ο খ) মূর্খ
Ο গ) তুমুল কান্ড
Ο ঘ) অন্ধ অনুকরণ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪২. “যারা বাইরের ঠাঁট বজায় রেখে চলে” - এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
Ο ক) ব্যাঙের আধুলি
Ο খ) রাশভারী
Ο গ) লেফাফাদুরস্ত
Ο ঘ) ভিজে বেড়াল
 সঠিক উত্তর: (গ)

 ১৪৩. ‘অনেক বুদ্ধি আছে’ - এই অর্থে বাগধারা কী?
Ο ক) বুদ্ধির ঢেঁকি
Ο খ) ভুশন্ডির কাক
Ο গ) বিড়াল তপস্বী
Ο ঘ) গভীর জলের মাছ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৪. ‘চতুর’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Ο ক) দুরন্ত
Ο খ) সচেতন
Ο গ) চালাক
Ο ঘ) বোকা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৫. বাগধারা হিসেবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি?
Ο ক) চোখের বালি
Ο খ) চোখের মণি
Ο গ) চোখের পর্দা
Ο ঘ) চোখের জল
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৬. ‘গোঁফ খেজুরে’ কোন অর্থে প্রয়োগ করা হয়?
Ο ক) খুব চৌকস অর্থে
Ο খ) নিতান্ত অলস অর্থে
Ο গ) বড় গোঁফ আছে অর্থে
Ο ঘ) চাটুকার অর্থে
 সঠিক উত্তর: (খ)

 ১৪৭. ‘অবনী’ - এর প্রতিশব্দ কী?
Ο ক) পৃথিবী
Ο খ) পর্বত
Ο গ) আগুন
Ο ঘ) সূর্য
 সঠিক উত্তর: (ক)

 ১৪৮. বাগধারা শব্দের কী অর্থ প্রকাশ করে?
Ο ক) বৈশিষ্ট্যময় অর্থ
Ο খ) আভিধানিকঅর্থ
Ο গ) অর্থান্তরমূলক অর্থ
Ο ঘ) উৎকর্ষমূলক অর্থ
 সঠিক উত্তর: (ক)

 ১৪৯. “সময়ে কাজে না লাগলে অসময়ে পথে ফেরানো কঠিন” - প্রবচন কোনটি?
Ο ক) নদী নারী শৃঙ্গীধাত্রী এ তিনে না বিশ্বাস করি
Ο খ) কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস
Ο গ) উঠন্তি মুলো পত্তনেই চেনা যায়
Ο ঘ) নির্গুণ পুরুষের ভোজন সার, করেন সদাই মারমার
 সঠিক উত্তর: (খ)

 ১৫০. কোন শব্দটির অর্থের উৎকর্ষ প্রাপ্তি ঘটেছে?
Ο ক) বৈবাহিক
Ο খ) জ্যাঠামি
Ο গ) তত্ত্ব
Ο ঘ) পরমহংস
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post