ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় - ২য় পরিচ্ছেদ: শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. চপল - এর বিপরীতার্থক শব্দ কী?
Ο ক) সম্ভাব
Ο খ) রাশভারী
Ο গ) ঠান্ডা
Ο ঘ) গম্ভীর
সঠিক উত্তর: (ঘ)
৫২. ‘গা-লাগা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়?
Ο ক) অভ্যস্ত হওয়া
Ο খ) মনোযোগ দেওয়া
Ο গ) দেহে সহ্য হওয়া
Ο ঘ) অনুভূত হওয়া
সঠিক উত্তর: (খ)
৫৩. ‘দলপতি’ অর্থে বাগধারা কোনটি?
Ο ক) রুই-কাতলা
Ο খ) রাঘব বোয়াল
Ο গ) ভুশন্ডির কাজ
Ο ঘ) পালের গোদা
সঠিক উত্তর: (ঘ)
৫৪. ‘হরণ’ শব্দের বিপরীত শব্দ -
Ο ক) গ্রহণ
Ο খ) অপহরণ
Ο গ) পূরণ
Ο ঘ) বর্জন
সঠিক উত্তর: (গ)
৫৫. ‘চিনির পুতুল’ - এর অর্থ কী?
Ο ক) পরিশ্রমকাতর
Ο খ) শ্রম বিমুখ
Ο গ) কর্মবিমুখ
Ο ঘ) দক্ষ কর্মী
সঠিক উত্তর: (ক)
৫৬. ‘আশি ও আশী’ সমোচ্চারিত শব্দ দু’টির অর্থ কোনটি?
Ο ক) সংখ্যা বিশেষ ও আগমন
Ο খ) সংখ্যা বিশেষ ও সাপ
Ο গ) আগমন ও সাপ
Ο ঘ) আগমন ও সংখ্যাবিশেষ
সঠিক উত্তর: (খ)
৫৭. ‘শাঁখের করাত’ অর্থ কী?
Ο ক) ধারালো করাত
Ο খ) উভয় সংকট
Ο গ) ভোঁতা করাত
Ο ঘ) সংকট মুক্ত
সঠিক উত্তর: (খ)
৫৮. সূর্যের সমার্থক শব্দ কোনগুলো?
Ο ক) আদিত্য, দিবা
Ο খ) তপন, সুধাংশু
Ο গ) ভানু, সবিতা, মান্তর্ড
Ο ঘ) রবি, ইন্দু
সঠিক উত্তর: (গ)
৫৯. ‘নিখাদ’ অর্থে ‘কাঁচা’ শব্দের প্রয়োগ কোনটি?
Ο ক) কাঁচা বয়স
Ο খ) কাঁচা সোনা
Ο গ) কাঁচা ইট
Ο ঘ) কাঁচা কথা
সঠিক উত্তর: (খ)
৬০. ‘হাত’ গুটিয়ে বসে আছ কেন? - বাক্যে ‘হাত’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) দক্ষতা
Ο খ) আয়ত্তে আনা
Ο গ) হস্তচ্যুত হওয়া
Ο ঘ) কার্যে বিরতি
সঠিক উত্তর: (ঘ)
৬১. ‘সমুদ্র’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
Ο ক) অর্ণব
Ο খ) পারাবার
Ο গ) রত্নাকর
Ο ঘ) স্রোতস্বতী
সঠিক উত্তর: (ঘ)
৬২. ‘কুল কাঠের আগুন’ - এর প্রকৃত অর্থ কী?
Ο ক) কাঠের পুতুল
Ο খ) তীব্র জ্বালা
Ο গ) কূপমন্ডূক
Ο ঘ) কেতাদুরস্ত
সঠিক উত্তর: (খ)
৬৩. জ্যাঠামি করো না। এ বাক্যে ‘জ্যাঠামি’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) হতবুদ্ধি
Ο খ) অঙ্গীকার
Ο গ) শপথ
Ο ঘ) ধৃষ্টতা
সঠিক উত্তর: (ঘ)
৬৪. ‘বিষ নেই তার কুলোপানা চক্কর’ - এর অর্থ কী?
Ο ক) অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
Ο খ) ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
Ο গ) যার কোনো ক্ষমতা নেই
Ο ঘ) বিষ নেই এমন সাপ
সঠিক উত্তর: (ক)
৬৫. ‘করী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) হাতি
Ο খ) হাত
Ο গ) হরিণ
Ο ঘ) সমুদ্র
সঠিক উত্তর: (ক)
৬৬. ‘নিশিত’ শব্দের অর্থ কী?
Ο ক) গভীর রাত
Ο খ) ঝরনা
Ο গ) ধারাল
Ο ঘ) শিকারি
সঠিক উত্তর: (গ)
৬৭. ‘আকুঞ্চন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Ο ক) প্রসারণ
Ο খ) বহিরঙ্গ
Ο গ) উত্তমর্ণ
Ο ঘ) অপযশ
সঠিক উত্তর: (ক)
৬৮. ‘বক ধার্মিক’ বাগধারাটির অর্থ কী?
Ο ক) সু সময়ের বন্ধু
Ο খ) ভন্ড সাধু
Ο গ) নিরেট মূর্খ
Ο ঘ) মুখে মধু অন্তরে বিষ
সঠিক উত্তর: (খ)
৬৯. ‘শ্রমবিমুখ’ অর্থে বাগধারা কোনটি?
Ο ক) ননীর পুতুল
Ο খ) আলালের ঘরে দুলাল
Ο গ) গোঁফ খেঁজুরে
Ο ঘ) কাঠের পুতুল
সঠিক উত্তর: (ক)
৭০. ‘অন্ধ অনুকরণ’ - এর বাগধারা কী?
Ο ক) গৌরচন্দ্রিকা
Ο খ) গড্ডলিকা প্রবাহ
Ο গ) চর্বিত চর্বণ
Ο ঘ) হ্রস্বদীর্ঘ জ্ঞান
সঠিক উত্তর: (খ)
৭১. ‘পুত্র’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
Ο ক) জনক
Ο খ) ভূপতি
Ο গ) সুত
Ο ঘ) তনু
সঠিক উত্তর: (গ)
৭২. কোন বাগধারাটি ভিন্নার্থক?
Ο ক) দুধের মাছি
Ο খ) সুখের পায়রা
Ο গ) হরিষে বিষাদ
Ο ঘ) শরতের শিশির
সঠিক উত্তর: (গ)
৭৩. ‘হাতি’ শব্দের প্রতিশব্দ কোনটি?
Ο ক) অম্বু
Ο খ) গজ
Ο গ) কুন্তল
Ο ঘ) ব্যোম
সঠিক উত্তর: (খ)
৭৪. কোন বাগধারাটির অর্থ ‘প্রহার’?
Ο ক) অর্ধচন্দ্র
Ο খ) এলোপাতাড়ি
Ο গ) উড়নচন্ডী
Ο ঘ) উত্তম মাধ্যম
সঠিক উত্তর: (ঘ)
৭৫. ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) নিকর
Ο খ) শৈল
Ο গ) উৎপল
Ο ঘ) হিমানী
সঠিক উত্তর: (খ)
৭৬. ‘আগুন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) হুতাশন
Ο খ) তপন
Ο গ) অম্বর
Ο ঘ) পবন
সঠিক উত্তর: (ক)
৭৭. ‘নয় ছয়’ বাগধারাটির অর্থ কী?
Ο ক) চির অশান্তি
Ο খ) ভীষণ চক্রান্ত
Ο গ) অপচয়
Ο ঘ) মীমাংসা
সঠিক উত্তর: (গ)
৭৮. ‘ভুশন্ডির কাক’ বাগধারাটি কী অর্থে ব্যবহৃত?
Ο ক) কপটচারী
Ο খ) নিরেট মূর্খ
Ο গ) নিষ্ক্রিয় দর্শক
Ο ঘ) দীর্ঘজীবী
সঠিক উত্তর: (ঘ)
৭৯. ‘কোকিল’ - এর সমার্থক প্রতিশব্দ কোনটি?
Ο ক) কেশ
Ο খ) অহি
Ο গ) পিক
Ο ঘ) রবি
সঠিক উত্তর: (গ)
৮০. ‘তপন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) সূর্য
Ο খ) সাগর
Ο গ) চাঁদ
Ο ঘ) জটিল
সঠিক উত্তর: (ক)
৮১. ‘কৃষ্ণ’ - এর বিপরীত শব্দ কোনটি?
Ο ক) অন্ধকার
Ο খ) শুক্ল
Ο গ) সাদা
Ο ঘ) আলো
সঠিক উত্তর: (খ)
৮২. ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কোনটি?
Ο ক) অপদার্থ
Ο খ) মূর্খ
Ο গ) নিরেট বোকা
Ο ঘ) নিষ্ক্রিয় দর্শক
সঠিক উত্তর: (ঘ)
৮৩. ‘নেই আঁক্ ড়া’ বাগধারাটির অর্থ কী?
Ο ক) নিষ্ক্রিয় দর্শক
Ο খ) হতভাগ্য
Ο গ) এক গুয়ে
Ο ঘ) কণ্টাচারী
সঠিক উত্তর: (গ)
৮৪. ‘শিরে সংক্রান্তি’ কথাটির অর্থ কী?
Ο ক) মাথায় বিপদ
Ο খ) আসন্ন বিপদ
Ο গ) মাথার বোঝা
Ο ঘ) মহাবিপদ
সঠিক উত্তর: (খ)
৮৫. কোন বাগধারাটির অর্থ ভিন্ন প্রকৃতির?
Ο ক) ভুশন্ডির কাক
Ο খ) ভিজে বিড়াল
Ο গ) বকধার্মিক
Ο ঘ) বর্ণচোরা আম
সঠিক উত্তর: (ক)
৮৬. ‘জঙ্গম’ - এর বিপরীত শব্দ কোনটি?
Ο ক) বহিরঙ্গ
Ο খ) স্থাবর
Ο গ) অস্থাবর
Ο ঘ) শান্তি
সঠিক উত্তর: (খ)
৮৭. ‘কাছা ঢিলা’ - এর অর্থ কী?
Ο ক) অলস
Ο খ) অসাবধান
Ο গ) মিতব্যয়ী
Ο ঘ) বেহিসেবী
সঠিক উত্তর: (খ)
৮৮. ‘ব্যর্থ’ শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
Ο ক) সার্থক
Ο খ) স্বার্থক
Ο গ) অনর্থ
Ο ঘ) পরিপূর্ণ
সঠিক উত্তর: (ক)
৮৯. কোন বাগধারাটির অর্থ অভ্যস্ত হওয়া?
Ο ক) গায়ে সওয়া
Ο খ) গায়ে লাগা
Ο গ) হাত আসা
Ο ঘ) হাতে আসা
সঠিক উত্তর: (ক)
৯০. ‘গদাই লস্করী চাল’ কথাটির অর্থ কী?
Ο ক) অতি ধীরগতি
Ο খ) আভিজাত্য
Ο গ) আধুনিকতা
Ο ঘ) অতি দ্রুতগতি
সঠিক উত্তর: (ক)
৯১. “এ কাজের ফল হাতে হাতে পাবে।” - এখানে ‘হাত কোন অর্থ প্রকাশ করেছে?
Ο ক) বিলম্বে
Ο খ) কাগজে কলমে
Ο গ) অবিলম্বে
Ο ঘ) হাতের দ্বারা
সঠিক উত্তর: (গ)
৯২. কোন বাগধারাটির অর্থ ‘চাটুকার’ বোঝায়?
Ο ক) খয়ের খাঁ
Ο খ) গোঁফ খেজুরে
Ο গ) কেতাদুরস্ত
Ο ঘ) ছা পোষা
সঠিক উত্তর: (ক)
৯৩. ‘কাঁচা ইট পাকা হয়, পোড়ালে তা আগুনে?’ - এখানে ‘কাঁচা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) কাল
Ο খ) অপরিপক্ব
Ο গ) অপরিণত
Ο ঘ) অদগ্ধ
সঠিক উত্তর: (ঘ)
৯৪. শব্দের ব্যবহারিক অর্থ কত প্রকার?
Ο ক) পাঁচ
Ο খ) নয়
Ο গ) চার
Ο ঘ) দুই
সঠিক উত্তর: (ঘ)
৯৫. ‘শকুনি মামা’র অর্থ কী?
Ο ক) কুৎসিত মামা
Ο খ) সৎ মামা
Ο গ) কুচক্রী মামা
Ο ঘ) পাতানো মামা
সঠিক উত্তর: (গ)
৯৬. ‘বর্ধমান’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
Ο ক) চঞ্চল
Ο খ) ক্ষীয়মান
Ο গ) হ্রস্ব
Ο ঘ) ভবিষ্যৎ
সঠিক উত্তর: (খ)
৯৭. নিচের কোন প্রবাদটির সাথে ‘বালির বাঁধ’ প্রবাদটির মিল আছে?
Ο ক) অমাবস্যার চাঁদ
Ο খ) তাসের ঘর
Ο গ) ঘোড়ার ডিম
Ο ঘ) হাঁড়ি ঠেরা
সঠিক উত্তর: (খ)
৯৮. ‘সর্দার’ অর্থে ব্যবহৃত বাক্য কোনটি?
Ο ক) ননীমাধব মাটির মানুষ
Ο খ) তিনি স্কুলের প্রধান শিক্ষক
Ο গ) চুটো পুঁটিরাই ধরা পড়ে, পালের গোদাকে ধরা যায় না
Ο ঘ) শিহাব সাহেব খুব নামকরা লোক
সঠিক উত্তর: (গ)
৯৯. ‘সচেষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Ο ক) প্রচেষ্ট
Ο খ) নিচেষ্ট
Ο গ) যথেষ্ট
Ο ঘ) নিরত
সঠিক উত্তর: (খ)
১০০. ‘বিড়াল তপস্বী’ - কী অর্থে ব্যবহৃত হয়?
Ο ক) নিরেট মূর্খ
Ο খ) ঘুষখোর
Ο গ) কপট ব্যক্তি
Ο ঘ) ভন্ড সাধু
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. চপল - এর বিপরীতার্থক শব্দ কী?
Ο ক) সম্ভাব
Ο খ) রাশভারী
Ο গ) ঠান্ডা
Ο ঘ) গম্ভীর
সঠিক উত্তর: (ঘ)
৫২. ‘গা-লাগা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়?
Ο ক) অভ্যস্ত হওয়া
Ο খ) মনোযোগ দেওয়া
Ο গ) দেহে সহ্য হওয়া
Ο ঘ) অনুভূত হওয়া
সঠিক উত্তর: (খ)
৫৩. ‘দলপতি’ অর্থে বাগধারা কোনটি?
Ο ক) রুই-কাতলা
Ο খ) রাঘব বোয়াল
Ο গ) ভুশন্ডির কাজ
Ο ঘ) পালের গোদা
সঠিক উত্তর: (ঘ)
৫৪. ‘হরণ’ শব্দের বিপরীত শব্দ -
Ο ক) গ্রহণ
Ο খ) অপহরণ
Ο গ) পূরণ
Ο ঘ) বর্জন
সঠিক উত্তর: (গ)
৫৫. ‘চিনির পুতুল’ - এর অর্থ কী?
Ο ক) পরিশ্রমকাতর
Ο খ) শ্রম বিমুখ
Ο গ) কর্মবিমুখ
Ο ঘ) দক্ষ কর্মী
সঠিক উত্তর: (ক)
৫৬. ‘আশি ও আশী’ সমোচ্চারিত শব্দ দু’টির অর্থ কোনটি?
Ο ক) সংখ্যা বিশেষ ও আগমন
Ο খ) সংখ্যা বিশেষ ও সাপ
Ο গ) আগমন ও সাপ
Ο ঘ) আগমন ও সংখ্যাবিশেষ
সঠিক উত্তর: (খ)
৫৭. ‘শাঁখের করাত’ অর্থ কী?
Ο ক) ধারালো করাত
Ο খ) উভয় সংকট
Ο গ) ভোঁতা করাত
Ο ঘ) সংকট মুক্ত
সঠিক উত্তর: (খ)
৫৮. সূর্যের সমার্থক শব্দ কোনগুলো?
Ο ক) আদিত্য, দিবা
Ο খ) তপন, সুধাংশু
Ο গ) ভানু, সবিতা, মান্তর্ড
Ο ঘ) রবি, ইন্দু
সঠিক উত্তর: (গ)
৫৯. ‘নিখাদ’ অর্থে ‘কাঁচা’ শব্দের প্রয়োগ কোনটি?
Ο ক) কাঁচা বয়স
Ο খ) কাঁচা সোনা
Ο গ) কাঁচা ইট
Ο ঘ) কাঁচা কথা
সঠিক উত্তর: (খ)
৬০. ‘হাত’ গুটিয়ে বসে আছ কেন? - বাক্যে ‘হাত’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) দক্ষতা
Ο খ) আয়ত্তে আনা
Ο গ) হস্তচ্যুত হওয়া
Ο ঘ) কার্যে বিরতি
সঠিক উত্তর: (ঘ)
৬১. ‘সমুদ্র’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
Ο ক) অর্ণব
Ο খ) পারাবার
Ο গ) রত্নাকর
Ο ঘ) স্রোতস্বতী
সঠিক উত্তর: (ঘ)
৬২. ‘কুল কাঠের আগুন’ - এর প্রকৃত অর্থ কী?
Ο ক) কাঠের পুতুল
Ο খ) তীব্র জ্বালা
Ο গ) কূপমন্ডূক
Ο ঘ) কেতাদুরস্ত
সঠিক উত্তর: (খ)
৬৩. জ্যাঠামি করো না। এ বাক্যে ‘জ্যাঠামি’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) হতবুদ্ধি
Ο খ) অঙ্গীকার
Ο গ) শপথ
Ο ঘ) ধৃষ্টতা
সঠিক উত্তর: (ঘ)
৬৪. ‘বিষ নেই তার কুলোপানা চক্কর’ - এর অর্থ কী?
Ο ক) অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
Ο খ) ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
Ο গ) যার কোনো ক্ষমতা নেই
Ο ঘ) বিষ নেই এমন সাপ
সঠিক উত্তর: (ক)
৬৫. ‘করী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) হাতি
Ο খ) হাত
Ο গ) হরিণ
Ο ঘ) সমুদ্র
সঠিক উত্তর: (ক)
৬৬. ‘নিশিত’ শব্দের অর্থ কী?
Ο ক) গভীর রাত
Ο খ) ঝরনা
Ο গ) ধারাল
Ο ঘ) শিকারি
সঠিক উত্তর: (গ)
৬৭. ‘আকুঞ্চন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Ο ক) প্রসারণ
Ο খ) বহিরঙ্গ
Ο গ) উত্তমর্ণ
Ο ঘ) অপযশ
সঠিক উত্তর: (ক)
৬৮. ‘বক ধার্মিক’ বাগধারাটির অর্থ কী?
Ο ক) সু সময়ের বন্ধু
Ο খ) ভন্ড সাধু
Ο গ) নিরেট মূর্খ
Ο ঘ) মুখে মধু অন্তরে বিষ
সঠিক উত্তর: (খ)
৬৯. ‘শ্রমবিমুখ’ অর্থে বাগধারা কোনটি?
Ο ক) ননীর পুতুল
Ο খ) আলালের ঘরে দুলাল
Ο গ) গোঁফ খেঁজুরে
Ο ঘ) কাঠের পুতুল
সঠিক উত্তর: (ক)
৭০. ‘অন্ধ অনুকরণ’ - এর বাগধারা কী?
Ο ক) গৌরচন্দ্রিকা
Ο খ) গড্ডলিকা প্রবাহ
Ο গ) চর্বিত চর্বণ
Ο ঘ) হ্রস্বদীর্ঘ জ্ঞান
সঠিক উত্তর: (খ)
৭১. ‘পুত্র’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
Ο ক) জনক
Ο খ) ভূপতি
Ο গ) সুত
Ο ঘ) তনু
সঠিক উত্তর: (গ)
৭২. কোন বাগধারাটি ভিন্নার্থক?
Ο ক) দুধের মাছি
Ο খ) সুখের পায়রা
Ο গ) হরিষে বিষাদ
Ο ঘ) শরতের শিশির
সঠিক উত্তর: (গ)
৭৩. ‘হাতি’ শব্দের প্রতিশব্দ কোনটি?
Ο ক) অম্বু
Ο খ) গজ
Ο গ) কুন্তল
Ο ঘ) ব্যোম
সঠিক উত্তর: (খ)
৭৪. কোন বাগধারাটির অর্থ ‘প্রহার’?
Ο ক) অর্ধচন্দ্র
Ο খ) এলোপাতাড়ি
Ο গ) উড়নচন্ডী
Ο ঘ) উত্তম মাধ্যম
সঠিক উত্তর: (ঘ)
৭৫. ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) নিকর
Ο খ) শৈল
Ο গ) উৎপল
Ο ঘ) হিমানী
সঠিক উত্তর: (খ)
৭৬. ‘আগুন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) হুতাশন
Ο খ) তপন
Ο গ) অম্বর
Ο ঘ) পবন
সঠিক উত্তর: (ক)
৭৭. ‘নয় ছয়’ বাগধারাটির অর্থ কী?
Ο ক) চির অশান্তি
Ο খ) ভীষণ চক্রান্ত
Ο গ) অপচয়
Ο ঘ) মীমাংসা
সঠিক উত্তর: (গ)
৭৮. ‘ভুশন্ডির কাক’ বাগধারাটি কী অর্থে ব্যবহৃত?
Ο ক) কপটচারী
Ο খ) নিরেট মূর্খ
Ο গ) নিষ্ক্রিয় দর্শক
Ο ঘ) দীর্ঘজীবী
সঠিক উত্তর: (ঘ)
৭৯. ‘কোকিল’ - এর সমার্থক প্রতিশব্দ কোনটি?
Ο ক) কেশ
Ο খ) অহি
Ο গ) পিক
Ο ঘ) রবি
সঠিক উত্তর: (গ)
৮০. ‘তপন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) সূর্য
Ο খ) সাগর
Ο গ) চাঁদ
Ο ঘ) জটিল
সঠিক উত্তর: (ক)
৮১. ‘কৃষ্ণ’ - এর বিপরীত শব্দ কোনটি?
Ο ক) অন্ধকার
Ο খ) শুক্ল
Ο গ) সাদা
Ο ঘ) আলো
সঠিক উত্তর: (খ)
৮২. ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কোনটি?
Ο ক) অপদার্থ
Ο খ) মূর্খ
Ο গ) নিরেট বোকা
Ο ঘ) নিষ্ক্রিয় দর্শক
সঠিক উত্তর: (ঘ)
৮৩. ‘নেই আঁক্ ড়া’ বাগধারাটির অর্থ কী?
Ο ক) নিষ্ক্রিয় দর্শক
Ο খ) হতভাগ্য
Ο গ) এক গুয়ে
Ο ঘ) কণ্টাচারী
সঠিক উত্তর: (গ)
৮৪. ‘শিরে সংক্রান্তি’ কথাটির অর্থ কী?
Ο ক) মাথায় বিপদ
Ο খ) আসন্ন বিপদ
Ο গ) মাথার বোঝা
Ο ঘ) মহাবিপদ
সঠিক উত্তর: (খ)
৮৫. কোন বাগধারাটির অর্থ ভিন্ন প্রকৃতির?
Ο ক) ভুশন্ডির কাক
Ο খ) ভিজে বিড়াল
Ο গ) বকধার্মিক
Ο ঘ) বর্ণচোরা আম
সঠিক উত্তর: (ক)
৮৬. ‘জঙ্গম’ - এর বিপরীত শব্দ কোনটি?
Ο ক) বহিরঙ্গ
Ο খ) স্থাবর
Ο গ) অস্থাবর
Ο ঘ) শান্তি
সঠিক উত্তর: (খ)
৮৭. ‘কাছা ঢিলা’ - এর অর্থ কী?
Ο ক) অলস
Ο খ) অসাবধান
Ο গ) মিতব্যয়ী
Ο ঘ) বেহিসেবী
সঠিক উত্তর: (খ)
৮৮. ‘ব্যর্থ’ শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
Ο ক) সার্থক
Ο খ) স্বার্থক
Ο গ) অনর্থ
Ο ঘ) পরিপূর্ণ
সঠিক উত্তর: (ক)
৮৯. কোন বাগধারাটির অর্থ অভ্যস্ত হওয়া?
Ο ক) গায়ে সওয়া
Ο খ) গায়ে লাগা
Ο গ) হাত আসা
Ο ঘ) হাতে আসা
সঠিক উত্তর: (ক)
৯০. ‘গদাই লস্করী চাল’ কথাটির অর্থ কী?
Ο ক) অতি ধীরগতি
Ο খ) আভিজাত্য
Ο গ) আধুনিকতা
Ο ঘ) অতি দ্রুতগতি
সঠিক উত্তর: (ক)
৯১. “এ কাজের ফল হাতে হাতে পাবে।” - এখানে ‘হাত কোন অর্থ প্রকাশ করেছে?
Ο ক) বিলম্বে
Ο খ) কাগজে কলমে
Ο গ) অবিলম্বে
Ο ঘ) হাতের দ্বারা
সঠিক উত্তর: (গ)
৯২. কোন বাগধারাটির অর্থ ‘চাটুকার’ বোঝায়?
Ο ক) খয়ের খাঁ
Ο খ) গোঁফ খেজুরে
Ο গ) কেতাদুরস্ত
Ο ঘ) ছা পোষা
সঠিক উত্তর: (ক)
৯৩. ‘কাঁচা ইট পাকা হয়, পোড়ালে তা আগুনে?’ - এখানে ‘কাঁচা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) কাল
Ο খ) অপরিপক্ব
Ο গ) অপরিণত
Ο ঘ) অদগ্ধ
সঠিক উত্তর: (ঘ)
৯৪. শব্দের ব্যবহারিক অর্থ কত প্রকার?
Ο ক) পাঁচ
Ο খ) নয়
Ο গ) চার
Ο ঘ) দুই
সঠিক উত্তর: (ঘ)
৯৫. ‘শকুনি মামা’র অর্থ কী?
Ο ক) কুৎসিত মামা
Ο খ) সৎ মামা
Ο গ) কুচক্রী মামা
Ο ঘ) পাতানো মামা
সঠিক উত্তর: (গ)
৯৬. ‘বর্ধমান’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
Ο ক) চঞ্চল
Ο খ) ক্ষীয়মান
Ο গ) হ্রস্ব
Ο ঘ) ভবিষ্যৎ
সঠিক উত্তর: (খ)
৯৭. নিচের কোন প্রবাদটির সাথে ‘বালির বাঁধ’ প্রবাদটির মিল আছে?
Ο ক) অমাবস্যার চাঁদ
Ο খ) তাসের ঘর
Ο গ) ঘোড়ার ডিম
Ο ঘ) হাঁড়ি ঠেরা
সঠিক উত্তর: (খ)
৯৮. ‘সর্দার’ অর্থে ব্যবহৃত বাক্য কোনটি?
Ο ক) ননীমাধব মাটির মানুষ
Ο খ) তিনি স্কুলের প্রধান শিক্ষক
Ο গ) চুটো পুঁটিরাই ধরা পড়ে, পালের গোদাকে ধরা যায় না
Ο ঘ) শিহাব সাহেব খুব নামকরা লোক
সঠিক উত্তর: (গ)
৯৯. ‘সচেষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Ο ক) প্রচেষ্ট
Ο খ) নিচেষ্ট
Ο গ) যথেষ্ট
Ο ঘ) নিরত
সঠিক উত্তর: (খ)
১০০. ‘বিড়াল তপস্বী’ - কী অর্থে ব্যবহৃত হয়?
Ο ক) নিরেট মূর্খ
Ο খ) ঘুষখোর
Ο গ) কপট ব্যক্তি
Ο ঘ) ভন্ড সাধু
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Bangla2