ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৫ম অধ্যায় - ১ম পরিচ্ছেদ: বাক্য প্রকরণ(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ‘যা চেটে খেতে হয়’ - এর বাক্য সংকোচন কী?
Ο ক) লেহ্য
Ο খ) লেহ
Ο গ) চূষ্য
Ο ঘ) চকলেট
সঠিক উত্তর: (ক)
২. ‘যা বার বার দুলছে’ - এর সঠিক বাক্য সংকোচন কোনটি?
Ο ক) দুল্যমান
Ο খ) দোদুল্যমান
Ο গ) দোলায়মান
Ο ঘ) ঝুলন্ত
সঠিক উত্তর: (খ)
৩. ‘শবপোড়া’ শব্দটির কী দোষ দেখা যায়?
Ο ক) গুরুচন্ডালী
Ο খ) আকাঙ্ক্ষার প্রয়োগ
Ο গ) উপমার প্রয়োগ ভুল
Ο ঘ) দুর্বোধ্যতা
সঠিক উত্তর: (ক)
৪. ‘যে শুনেই মনে রাখতে পারে’ - তাকে এককথায় কী বলে?
Ο ক) মনোযোগী
Ο খ) মেধাবী
Ο গ) শ্রুতিধর
Ο ঘ) স্মৃতিবান
সঠিক উত্তর: (গ)
৫. “যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নত করে” - বাক্যে উদ্দেশ্যের সম্প্রসারণ কীভাবে ঘটেছে?
Ο ক) সমার্থক বাক্যাংশ যোগে
Ο খ) ক্রিয়া বিশেষণ যোগে
Ο গ) বিশেষণ প্রয়োগ
Ο ঘ) বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে
সঠিক উত্তর: (ক)
৬. ‘আপনাকে কেন্দ্র করে যার চিন্তা’ - একে এক কথায় কী বলে?
Ο ক) আত্মকেন্দ্রিক
Ο খ) পন্ডিতম্মন্য
Ο গ) আত্মসচেতন
Ο ঘ) স্বার্থপর
সঠিক উত্তর: (ক)
৭. অমিতের ভাই এসেছে - বাক্যে কীভাবে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটেছে?
Ο ক) বিশেষণ সহযোগে
Ο খ) সমার্থক বাক্যাংশ সহযোগে
Ο গ) সম্বন্ধ পদ সহযোগে
Ο ঘ) অসমাপিকা ক্রিয়া বিশেষণ সহযোগে
সঠিক উত্তর: (গ)
৮. ‘দুই বার জন্মে যে’ - সঠিক এককথায় প্রকাশ কোনটি?
Ο ক) পুনর্জন্ম
Ο খ) প্রত্যাবর্তন
Ο গ) দ্বিজ
Ο ঘ) অগ্রজ
সঠিক উত্তর: (গ)
৯. বাক্যের মৌলিক উপাদান কী?
Ο ক) যোগ্যতা
Ο খ) আসত্তি
Ο গ) আকাঙ্ক্ষা
Ο ঘ) শব্দ
সঠিক উত্তর: (ঘ)
১০. ‘যে ভিক্ষা চায় তাকে দান করো’ - এটি কোন বাক্য?
Ο ক) মিশ্র বাক্য
Ο খ) যৌগিক বাক্য
Ο গ) সরল বাক্য
Ο ঘ) খন্ড বাক্য
সঠিক উত্তর: (ক)
১১. যে-ই তার দর্শন পেলাম সে-ই আমরা প্রস্থান করলাম - এটি কোন জাতীয় বাক্য?
Ο ক) সরল বাক্য
Ο খ) যৌগিক বাক্য
Ο গ) মৌলিক বাক্য
Ο ঘ) মিশ্র বাক্য
সঠিক উত্তর: (ঘ)
১২. ‘কোনোভাবেই যা নির্বারণ করা যায় না’ - এক কথায় কী হবে?
Ο ক) দুর্নিবার
Ο খ) দুর্দমনীয়
Ο গ) অদম্য
Ο ঘ) অনিবার্য
সঠিক উত্তর: (ঘ)
১৩. ‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’ - এককথায় কী হবে?
Ο ক) সংবর্ধনা
Ο খ) অভিনন্দন
Ο গ) ক্ষণজন্মা
Ο ঘ) প্রত্যুদগমন
সঠিক উত্তর: (ঘ)
১৪. ‘যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম’ - এটি কোন জাতীয় বাক্য?
Ο ক) সরল বাক্য
Ο খ) যৌগিক বাক্য
Ο গ) মৌলিক বাক্য
Ο ঘ) মিশ্র বাক্য
সঠিক উত্তর: (ঘ)
১৫. ‘এখন থেকেই তোমার পড়া উচিত, তবেই পরীক্ষায় প্রথম হতে পারবে।’ - এটা কোন বাক্যের উদাহরণ? Ο ক) যৌগিক বাক্য
Ο খ) জটিল বাক্য
Ο গ) সরল বাক্য
Ο ঘ) মিশ্র বাক্য
সঠিক উত্তর: (খ)
১৬. ‘যে নারীর স্বামী ও পুত্র নেই’ - এককথায় কী হবে?
Ο ক) অনূঢ়া
Ο খ) কুমারী
Ο গ) নবোঢ়া
Ο ঘ) অবীরা
সঠিক উত্তর: (ঘ)
১৭. ‘তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না’ - এটা কী বাক্য?
Ο ক) মিশ্র বাক্য
Ο খ) যৌগিক বাক্য
Ο গ) সরল বাক্য
Ο ঘ) সাধারণ বাক্য
সঠিক উত্তর: (খ)
১৮. ‘যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না’ - তাকে এককথায় কী বলে?
Ο ক) পরগাছা
Ο খ) মাকাল ফল
Ο গ) বর্ণচোরা
Ο ঘ) বনস্পতি
সঠিক উত্তর: (ঘ)
১৯. গঠন অনুযায়ী বাক্য কত প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (খ)
২০. “যা অধ্যয়ন করা হয়েছে” - তাকে এককথায় বলে -
Ο ক) দুর্জয়
Ο খ) দুর্লভ
Ο গ) অনুক্ত
Ο ঘ) অধীত
সঠিক উত্তর: (ঘ)
২১. সরল উদ্দেশ্য কাকে বলে?
Ο ক) পদক্রম অনুসারী কর্তৃপদকে
Ο খ) একবচন সংবলিত কর্তৃপদকে
Ο গ) একটিমাত্র পদবিশিষ্ট কর্তৃপদকে
Ο ঘ) সরল বাক্যে অবস্থিত কর্তৃপদকে
সঠিক উত্তর: (গ)
২২. ‘যা বলা যায় না’ এককথায় কী?
Ο ক) অকথ্য
Ο খ) অব্যক্ত
Ο গ) অনুক্ত
Ο ঘ) দুর্বাচ্য
সঠিক উত্তর: (ক)
২৩. ‘যা বলা হয় নি’ - এককথায় কী হবে?
Ο ক) না কথা
Ο খ) অনুক্ত
Ο গ) নির্বাক
Ο ঘ) মুক
সঠিক উত্তর: (খ)
২৪. ‘শুভক্ষণে জন্ম যার’ - তাকে এককথায় কী বলে?
Ο ক) শুভজ
Ο খ) শুভজন্মা
Ο গ) ক্ষণজন্মা
Ο ঘ) শুভঙ্কর
সঠিক উত্তর: (গ)
২৫. বাক্যে দুটি অংশ থাকে - এ দুটি কী?
Ο ক) ক্রিয়া ও কর্ম
Ο খ) কর্তা ও কর্ম
Ο গ) উদ্দেশ্য ও বিধেয়
Ο ঘ) বিশেষ্য ও বিশেষণ
সঠিক উত্তর: (গ)
২৬. ‘অনুসন্ধান করার ইচ্ছা’ - কে কী বলে?
Ο ক) অনুচিকির্ষা
Ο খ) অনুসন্ধিৎসা
Ο গ) প্রতিচিকীর্ষা
Ο ঘ) অনুচ্চার্য
সঠিক উত্তর: (খ)
২৭. সত্য কথা বলি নি, তাই বিপদে পড়েছি। - এটি কীরূপ বাক্য?
Ο ক) সরল বাক্য
Ο খ) যৌগিক বাক্য
Ο গ) মিশ্র বাক্য
Ο ঘ) কঠিন বাক্য
সঠিক উত্তর: (খ)
২৮. ‘জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান’ - এটা কোন ধরনের বাক্য?
Ο ক) জটিল
Ο খ) সরল
Ο গ) যৌগিক
Ο ঘ) বিযুক্ত বাক্য
সঠিক উত্তর: (খ)
২৯. ‘তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি পাকে নি’ - উদাহরণটি কোন বাক্যের?
Ο ক) সরল বাক্য
Ο খ) জটিল বাক্য
Ο গ) যৌগিক বাক্য
Ο ঘ) সংযুক্ত বাক্য
সঠিক উত্তর: (গ)
৩০. “রতন পোস্ট অফিসের চারদিকে কাঁদিয়া কাঁদিয়া বেড়াইতে লাগিল?” - বাক্যটি গঠন অনুসারে -
Ο ক) জটিল বাক্য
Ο খ) যৌগিক বাক্য
Ο গ) সরল বাক্য
Ο ঘ) আশ্রিত খন্ডবাক্য
সঠিক উত্তর: (গ)
৩১. ‘যে বিষয়ে কোনো বিতর্ক নেই’ - বাক্যটির সঠিক বাক্য সংকোচন কোনটি?
Ο ক) অপরিণামদর্শী
Ο খ) অবিমৃশ্যকারী
Ο গ) অবিসংবাদী
Ο ঘ) অকালদর্শী
সঠিক উত্তর: (গ)
৩২. ‘যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে’ - এককথায় কী বলে?
Ο ক) অবিমৃশ্যকারী
Ο খ) অচিন্ত্য
Ο গ) অপরিণামদর্শী
Ο ঘ) অবিসংবাদী
সঠিক উত্তর: (ক)
৩৩. “যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়” - বাক্যটি গঠন অনুসারে -
Ο ক) যৌগিক বাক্য
Ο খ) সরল বাক্য
Ο গ) জটিল বাক্য
Ο ঘ) আশ্রিত খন্ডবাক্য
সঠিক উত্তর: (গ)
৩৪. “আমি বহুবার স্কুল পালিয়েছি কিন্তু রবীন্দ্রনাথ হতে পারি নি” - গঠন অনুসারে বাক্যটি -
Ο ক) সরল বাক্য
Ο খ) জটিল বাক্য
Ο গ) যৌগিক বাক্য
Ο ঘ) আশ্রিত খন্ডবাক্য
সঠিক উত্তর: (গ)
৩৫. ‘যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন’ - বাক্যের সংকোচন কোনটি?
Ο ক) অসাধারণ
Ο খ) অনন্যসাধারণ
Ο গ) অদৃষ্টপূর্ব
Ο ঘ) দুর্লভ
সঠিক উত্তর: (খ)
৩৬. ‘হাতিগুলো আকাশে উড়ছে’ - বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
Ο ক) আসত্তির
Ο খ) আকাঙ্ক্ষার
Ο গ) যোগ্যতার
Ο ঘ) গঠনের
সঠিক উত্তর: (গ)
৩৭. কোনটি যৌগিক বাক্য?
Ο ক) বিপদ আসলে দুঃখও আসে
Ο খ) দুঃখ ছাড়া সুখ আসে না
Ο গ) বিপদ এবং দুঃখ এক সময় আসে
Ο ঘ) বিপদ দেখলে দুঃখ আসে
সঠিক উত্তর: (গ)
৩৮. ‘যে ব্যক্তির দুহাত সমান চলে’ - তাকে কী বলে?
Ο ক) দোহাতী
Ο খ) কুশাল
Ο গ) সব্যসাচী
Ο ঘ) দ্বিজ
সঠিক উত্তর: (গ)
৩৯. ‘যে সকল অত্যাচারই সয়ে যায়’ - এর সংক্ষেপণ কী হবে?
Ο ক) সর্বংসহা
Ο খ) সর্বসহ্যকারী
Ο গ) সহনশীল
Ο ঘ) সহ্যশীল
সঠিক উত্তর: (ক)
৪০. বাক্যের উদ্দেশ্য কত প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (ক)
৪১. “যা বাক্য ও মনের অগোচরে” - তাকে কী বলে?
Ο ক) অনাস্বাদিতপূর্ব
Ο খ) বিবমিষা
Ο গ) মনসিজ
Ο ঘ) অবাঙমানসগোচর
সঠিক উত্তর: (ঘ)
৪২. ‘যা দমন করা কষ্টকর’ - এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
Ο ক) অদম্য
Ο খ) দুর্দমনীয়
Ο গ) দুর্নিবার
Ο ঘ) অদৃষ্ট পূর্ব
সঠিক উত্তর: (খ)
৪৩. ‘দীপ্তি পাচ্ছে এমন’ - এক কথায় কী?
Ο ক) দেদীপ্যমান
Ο খ) দীপ্তিময়
Ο গ) দীপ্যমান
Ο ঘ) দেদীপ্যমান
সঠিক উত্তর: (ক)
৪৪. ‘যিনি বিদ্যা লাভ করেছেন’ - তাকে এককথায় কী বলে?
Ο ক) কৃতবিদ্যা
Ο খ) বিদ্বান
Ο গ) জ্ঞানী
Ο ঘ) কৃতবিদ্য
সঠিক উত্তর: (ঘ)
৪৫. ‘যতই করিবে দান, তত যাবে বেড়ে’ - এটি কোন প্রকারের বাক্য
Ο ক) সরল বাক্য
Ο খ) জটিল বাক্য
Ο গ) যৌগিক বাক্য
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)
৪৬. যৌগিক বাক্য কোনটি?
Ο ক) সত্য কথা না বলে বিপদে পড়েছি
Ο খ) যদিও তার টাকা আছে তথাপি সে দান করে না
Ο গ) তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না
Ο ঘ) তার বয়স হলেও বুদ্ধি হয় নি
সঠিক উত্তর: (গ)
৪৭. যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে -
Ο ক) জাতিস্মর
Ο খ) ভুজঙ্গম
Ο গ) লব্ধপ্রতিষ্ঠ
Ο ঘ) প্রত্যুৎপন্নমতি
সঠিক উত্তর: (ক)
৪৮. বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলে -
Ο ক) আকাঙ্ক্ষা
Ο খ) যোগ্যতা
Ο গ) আসত্তি
Ο ঘ) অর্থসংগতি
সঠিক উত্তর: (ক)
৪৯. যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?
Ο ক) সরল বাক্য
Ο খ) জটিল বাক্য
Ο গ) যৌগিক বাক্য
Ο ঘ) খন্ডবাক্য
সঠিক উত্তর: (ক)
৫০. কোন বাক্যটি অধিক যোগ্যতাসম্পন্ন?
Ο ক) কদম ফুলের নাম কদম্ব
Ο খ) বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়
Ο গ) তুমি কি আশ্চর্য
Ο ঘ) সূর্যের বালু ঘড়ি
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ‘যা চেটে খেতে হয়’ - এর বাক্য সংকোচন কী?
Ο ক) লেহ্য
Ο খ) লেহ
Ο গ) চূষ্য
Ο ঘ) চকলেট
সঠিক উত্তর: (ক)
২. ‘যা বার বার দুলছে’ - এর সঠিক বাক্য সংকোচন কোনটি?
Ο ক) দুল্যমান
Ο খ) দোদুল্যমান
Ο গ) দোলায়মান
Ο ঘ) ঝুলন্ত
সঠিক উত্তর: (খ)
৩. ‘শবপোড়া’ শব্দটির কী দোষ দেখা যায়?
Ο ক) গুরুচন্ডালী
Ο খ) আকাঙ্ক্ষার প্রয়োগ
Ο গ) উপমার প্রয়োগ ভুল
Ο ঘ) দুর্বোধ্যতা
সঠিক উত্তর: (ক)
৪. ‘যে শুনেই মনে রাখতে পারে’ - তাকে এককথায় কী বলে?
Ο ক) মনোযোগী
Ο খ) মেধাবী
Ο গ) শ্রুতিধর
Ο ঘ) স্মৃতিবান
সঠিক উত্তর: (গ)
৫. “যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নত করে” - বাক্যে উদ্দেশ্যের সম্প্রসারণ কীভাবে ঘটেছে?
Ο ক) সমার্থক বাক্যাংশ যোগে
Ο খ) ক্রিয়া বিশেষণ যোগে
Ο গ) বিশেষণ প্রয়োগ
Ο ঘ) বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে
সঠিক উত্তর: (ক)
৬. ‘আপনাকে কেন্দ্র করে যার চিন্তা’ - একে এক কথায় কী বলে?
Ο ক) আত্মকেন্দ্রিক
Ο খ) পন্ডিতম্মন্য
Ο গ) আত্মসচেতন
Ο ঘ) স্বার্থপর
সঠিক উত্তর: (ক)
৭. অমিতের ভাই এসেছে - বাক্যে কীভাবে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটেছে?
Ο ক) বিশেষণ সহযোগে
Ο খ) সমার্থক বাক্যাংশ সহযোগে
Ο গ) সম্বন্ধ পদ সহযোগে
Ο ঘ) অসমাপিকা ক্রিয়া বিশেষণ সহযোগে
সঠিক উত্তর: (গ)
৮. ‘দুই বার জন্মে যে’ - সঠিক এককথায় প্রকাশ কোনটি?
Ο ক) পুনর্জন্ম
Ο খ) প্রত্যাবর্তন
Ο গ) দ্বিজ
Ο ঘ) অগ্রজ
সঠিক উত্তর: (গ)
৯. বাক্যের মৌলিক উপাদান কী?
Ο ক) যোগ্যতা
Ο খ) আসত্তি
Ο গ) আকাঙ্ক্ষা
Ο ঘ) শব্দ
সঠিক উত্তর: (ঘ)
১০. ‘যে ভিক্ষা চায় তাকে দান করো’ - এটি কোন বাক্য?
Ο ক) মিশ্র বাক্য
Ο খ) যৌগিক বাক্য
Ο গ) সরল বাক্য
Ο ঘ) খন্ড বাক্য
সঠিক উত্তর: (ক)
১১. যে-ই তার দর্শন পেলাম সে-ই আমরা প্রস্থান করলাম - এটি কোন জাতীয় বাক্য?
Ο ক) সরল বাক্য
Ο খ) যৌগিক বাক্য
Ο গ) মৌলিক বাক্য
Ο ঘ) মিশ্র বাক্য
সঠিক উত্তর: (ঘ)
১২. ‘কোনোভাবেই যা নির্বারণ করা যায় না’ - এক কথায় কী হবে?
Ο ক) দুর্নিবার
Ο খ) দুর্দমনীয়
Ο গ) অদম্য
Ο ঘ) অনিবার্য
সঠিক উত্তর: (ঘ)
১৩. ‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’ - এককথায় কী হবে?
Ο ক) সংবর্ধনা
Ο খ) অভিনন্দন
Ο গ) ক্ষণজন্মা
Ο ঘ) প্রত্যুদগমন
সঠিক উত্তর: (ঘ)
১৪. ‘যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম’ - এটি কোন জাতীয় বাক্য?
Ο ক) সরল বাক্য
Ο খ) যৌগিক বাক্য
Ο গ) মৌলিক বাক্য
Ο ঘ) মিশ্র বাক্য
সঠিক উত্তর: (ঘ)
১৫. ‘এখন থেকেই তোমার পড়া উচিত, তবেই পরীক্ষায় প্রথম হতে পারবে।’ - এটা কোন বাক্যের উদাহরণ? Ο ক) যৌগিক বাক্য
Ο খ) জটিল বাক্য
Ο গ) সরল বাক্য
Ο ঘ) মিশ্র বাক্য
সঠিক উত্তর: (খ)
১৬. ‘যে নারীর স্বামী ও পুত্র নেই’ - এককথায় কী হবে?
Ο ক) অনূঢ়া
Ο খ) কুমারী
Ο গ) নবোঢ়া
Ο ঘ) অবীরা
সঠিক উত্তর: (ঘ)
১৭. ‘তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না’ - এটা কী বাক্য?
Ο ক) মিশ্র বাক্য
Ο খ) যৌগিক বাক্য
Ο গ) সরল বাক্য
Ο ঘ) সাধারণ বাক্য
সঠিক উত্তর: (খ)
১৮. ‘যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না’ - তাকে এককথায় কী বলে?
Ο ক) পরগাছা
Ο খ) মাকাল ফল
Ο গ) বর্ণচোরা
Ο ঘ) বনস্পতি
সঠিক উত্তর: (ঘ)
১৯. গঠন অনুযায়ী বাক্য কত প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (খ)
২০. “যা অধ্যয়ন করা হয়েছে” - তাকে এককথায় বলে -
Ο ক) দুর্জয়
Ο খ) দুর্লভ
Ο গ) অনুক্ত
Ο ঘ) অধীত
সঠিক উত্তর: (ঘ)
২১. সরল উদ্দেশ্য কাকে বলে?
Ο ক) পদক্রম অনুসারী কর্তৃপদকে
Ο খ) একবচন সংবলিত কর্তৃপদকে
Ο গ) একটিমাত্র পদবিশিষ্ট কর্তৃপদকে
Ο ঘ) সরল বাক্যে অবস্থিত কর্তৃপদকে
সঠিক উত্তর: (গ)
২২. ‘যা বলা যায় না’ এককথায় কী?
Ο ক) অকথ্য
Ο খ) অব্যক্ত
Ο গ) অনুক্ত
Ο ঘ) দুর্বাচ্য
সঠিক উত্তর: (ক)
২৩. ‘যা বলা হয় নি’ - এককথায় কী হবে?
Ο ক) না কথা
Ο খ) অনুক্ত
Ο গ) নির্বাক
Ο ঘ) মুক
সঠিক উত্তর: (খ)
২৪. ‘শুভক্ষণে জন্ম যার’ - তাকে এককথায় কী বলে?
Ο ক) শুভজ
Ο খ) শুভজন্মা
Ο গ) ক্ষণজন্মা
Ο ঘ) শুভঙ্কর
সঠিক উত্তর: (গ)
২৫. বাক্যে দুটি অংশ থাকে - এ দুটি কী?
Ο ক) ক্রিয়া ও কর্ম
Ο খ) কর্তা ও কর্ম
Ο গ) উদ্দেশ্য ও বিধেয়
Ο ঘ) বিশেষ্য ও বিশেষণ
সঠিক উত্তর: (গ)
২৬. ‘অনুসন্ধান করার ইচ্ছা’ - কে কী বলে?
Ο ক) অনুচিকির্ষা
Ο খ) অনুসন্ধিৎসা
Ο গ) প্রতিচিকীর্ষা
Ο ঘ) অনুচ্চার্য
সঠিক উত্তর: (খ)
২৭. সত্য কথা বলি নি, তাই বিপদে পড়েছি। - এটি কীরূপ বাক্য?
Ο ক) সরল বাক্য
Ο খ) যৌগিক বাক্য
Ο গ) মিশ্র বাক্য
Ο ঘ) কঠিন বাক্য
সঠিক উত্তর: (খ)
২৮. ‘জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান’ - এটা কোন ধরনের বাক্য?
Ο ক) জটিল
Ο খ) সরল
Ο গ) যৌগিক
Ο ঘ) বিযুক্ত বাক্য
সঠিক উত্তর: (খ)
২৯. ‘তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি পাকে নি’ - উদাহরণটি কোন বাক্যের?
Ο ক) সরল বাক্য
Ο খ) জটিল বাক্য
Ο গ) যৌগিক বাক্য
Ο ঘ) সংযুক্ত বাক্য
সঠিক উত্তর: (গ)
৩০. “রতন পোস্ট অফিসের চারদিকে কাঁদিয়া কাঁদিয়া বেড়াইতে লাগিল?” - বাক্যটি গঠন অনুসারে -
Ο ক) জটিল বাক্য
Ο খ) যৌগিক বাক্য
Ο গ) সরল বাক্য
Ο ঘ) আশ্রিত খন্ডবাক্য
সঠিক উত্তর: (গ)
৩১. ‘যে বিষয়ে কোনো বিতর্ক নেই’ - বাক্যটির সঠিক বাক্য সংকোচন কোনটি?
Ο ক) অপরিণামদর্শী
Ο খ) অবিমৃশ্যকারী
Ο গ) অবিসংবাদী
Ο ঘ) অকালদর্শী
সঠিক উত্তর: (গ)
৩২. ‘যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে’ - এককথায় কী বলে?
Ο ক) অবিমৃশ্যকারী
Ο খ) অচিন্ত্য
Ο গ) অপরিণামদর্শী
Ο ঘ) অবিসংবাদী
সঠিক উত্তর: (ক)
৩৩. “যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়” - বাক্যটি গঠন অনুসারে -
Ο ক) যৌগিক বাক্য
Ο খ) সরল বাক্য
Ο গ) জটিল বাক্য
Ο ঘ) আশ্রিত খন্ডবাক্য
সঠিক উত্তর: (গ)
৩৪. “আমি বহুবার স্কুল পালিয়েছি কিন্তু রবীন্দ্রনাথ হতে পারি নি” - গঠন অনুসারে বাক্যটি -
Ο ক) সরল বাক্য
Ο খ) জটিল বাক্য
Ο গ) যৌগিক বাক্য
Ο ঘ) আশ্রিত খন্ডবাক্য
সঠিক উত্তর: (গ)
৩৫. ‘যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন’ - বাক্যের সংকোচন কোনটি?
Ο ক) অসাধারণ
Ο খ) অনন্যসাধারণ
Ο গ) অদৃষ্টপূর্ব
Ο ঘ) দুর্লভ
সঠিক উত্তর: (খ)
৩৬. ‘হাতিগুলো আকাশে উড়ছে’ - বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
Ο ক) আসত্তির
Ο খ) আকাঙ্ক্ষার
Ο গ) যোগ্যতার
Ο ঘ) গঠনের
সঠিক উত্তর: (গ)
৩৭. কোনটি যৌগিক বাক্য?
Ο ক) বিপদ আসলে দুঃখও আসে
Ο খ) দুঃখ ছাড়া সুখ আসে না
Ο গ) বিপদ এবং দুঃখ এক সময় আসে
Ο ঘ) বিপদ দেখলে দুঃখ আসে
সঠিক উত্তর: (গ)
৩৮. ‘যে ব্যক্তির দুহাত সমান চলে’ - তাকে কী বলে?
Ο ক) দোহাতী
Ο খ) কুশাল
Ο গ) সব্যসাচী
Ο ঘ) দ্বিজ
সঠিক উত্তর: (গ)
৩৯. ‘যে সকল অত্যাচারই সয়ে যায়’ - এর সংক্ষেপণ কী হবে?
Ο ক) সর্বংসহা
Ο খ) সর্বসহ্যকারী
Ο গ) সহনশীল
Ο ঘ) সহ্যশীল
সঠিক উত্তর: (ক)
৪০. বাক্যের উদ্দেশ্য কত প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (ক)
৪১. “যা বাক্য ও মনের অগোচরে” - তাকে কী বলে?
Ο ক) অনাস্বাদিতপূর্ব
Ο খ) বিবমিষা
Ο গ) মনসিজ
Ο ঘ) অবাঙমানসগোচর
সঠিক উত্তর: (ঘ)
৪২. ‘যা দমন করা কষ্টকর’ - এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
Ο ক) অদম্য
Ο খ) দুর্দমনীয়
Ο গ) দুর্নিবার
Ο ঘ) অদৃষ্ট পূর্ব
সঠিক উত্তর: (খ)
৪৩. ‘দীপ্তি পাচ্ছে এমন’ - এক কথায় কী?
Ο ক) দেদীপ্যমান
Ο খ) দীপ্তিময়
Ο গ) দীপ্যমান
Ο ঘ) দেদীপ্যমান
সঠিক উত্তর: (ক)
৪৪. ‘যিনি বিদ্যা লাভ করেছেন’ - তাকে এককথায় কী বলে?
Ο ক) কৃতবিদ্যা
Ο খ) বিদ্বান
Ο গ) জ্ঞানী
Ο ঘ) কৃতবিদ্য
সঠিক উত্তর: (ঘ)
৪৫. ‘যতই করিবে দান, তত যাবে বেড়ে’ - এটি কোন প্রকারের বাক্য
Ο ক) সরল বাক্য
Ο খ) জটিল বাক্য
Ο গ) যৌগিক বাক্য
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)
৪৬. যৌগিক বাক্য কোনটি?
Ο ক) সত্য কথা না বলে বিপদে পড়েছি
Ο খ) যদিও তার টাকা আছে তথাপি সে দান করে না
Ο গ) তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না
Ο ঘ) তার বয়স হলেও বুদ্ধি হয় নি
সঠিক উত্তর: (গ)
৪৭. যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে -
Ο ক) জাতিস্মর
Ο খ) ভুজঙ্গম
Ο গ) লব্ধপ্রতিষ্ঠ
Ο ঘ) প্রত্যুৎপন্নমতি
সঠিক উত্তর: (ক)
৪৮. বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলে -
Ο ক) আকাঙ্ক্ষা
Ο খ) যোগ্যতা
Ο গ) আসত্তি
Ο ঘ) অর্থসংগতি
সঠিক উত্তর: (ক)
৪৯. যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?
Ο ক) সরল বাক্য
Ο খ) জটিল বাক্য
Ο গ) যৌগিক বাক্য
Ο ঘ) খন্ডবাক্য
সঠিক উত্তর: (ক)
৫০. কোন বাক্যটি অধিক যোগ্যতাসম্পন্ন?
Ο ক) কদম ফুলের নাম কদম্ব
Ο খ) বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়
Ο গ) তুমি কি আশ্চর্য
Ο ঘ) সূর্যের বালু ঘড়ি
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Bangla2