এস.এস.সি বাংলা ২য় পত্র : অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৪র্থ অধ্যায় - ৮ম পরিচ্ছেদ: অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. “কী হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া” - এ বাক্যে নিমিত্ত অর্থে নিচের কোন অনুসর্গটির প্রয়োগ ঘটেছে?
Ο ক) কি
Ο খ) হেতু
Ο গ) কহ
Ο ঘ) বিস্তারিয়া
 সঠিক উত্তর: (খ)

 ২. ‘দিয়ে, পর্যন্ত’ ইত্যাদি কিসের উদাহরণ?
Ο ক) প্রকৃতি
Ο খ) প্রত্যয়
Ο গ) অনুসর্গ
Ο ঘ) উপসর্গ
 সঠিক উত্তর: (গ)

 ৩. অনুসর্গ কী কাজ করে?
Ο ক) বিভক্তির কাজ করে
Ο খ) শব্দের অর্থ স্পষ্টতর করে
Ο গ) শব্দের অর্থের পরিবর্তন করে
Ο ঘ) বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪. অনুসর্গ সাধারণত কোথায় বসে?
Ο ক) শব্দের পূর্বে
Ο খ) শব্দের মধ্যে
Ο গ) শব্দের পরে
Ο ঘ) বাক্যের শেষে
 সঠিক উত্তর: (গ)

 ৫. সন্ধ্যা অবধি অপেক্ষা করব - অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
Ο ক) সাথে
Ο খ) নিমিত্ত
Ο গ) পর্যন্ত
Ο ঘ) নিকট
 সঠিক উত্তর: (গ)

 ৬. কর্মপ্রবচনীয় শব্দ কোনগুলো?
Ο ক) বিনা, সনে, পরে
Ο খ) মরিমরি, বাঃ, বেশ
Ο গ) যেমন, যথা, যত
Ο ঘ) টুংটাং, শনশন, টলমল
 সঠিক উত্তর: (ক)

 ৭. অনুসর্গ বা কর্মপ্রবচনীয় অব্যয়গুলো বাক্যে কীভাবে ব্যবহৃত হয়?
Ο ক) স্বাধীন পদরূপে
Ο খ) অন্য শব্দ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে
Ο গ) শব্দের পূর্বে বসে
Ο ঘ) বিভক্তি যুক্ত হয়ে
 সঠিক উত্তর: (ক)

 ৮. ব্যাপ্তি অর্থে অনুসর্গের ব্যবহার কোনটি?
Ο ক) এদেশের মাঝে একদিন সব ছিল
Ο খ) আছ তুমি প্রভু জগৎ মাঝারে
Ο গ) এ জন্মের তরে বিদায় নিলা
Ο ঘ) শরতের পরে আসে বসন্ত
 সঠিক উত্তর: (খ)

 ৯. “আসামির পক্ষে উকিল কে?” এ বাক্যে ‘পক্ষে’ শব্দটি একটি -
Ο ক) অনুসর্গ
Ο খ) উপসর্গ
Ο গ) সম্বন্ধ পদ
Ο ঘ) বিভক্তি
 সঠিক উত্তর: (গ)

 ১০. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে কোনটি?
Ο ক) উপসর্গ
Ο খ) কর্মপ্রবচনীয়
Ο গ) প্রত্যয়
Ο ঘ) বিভক্তি
 সঠিক উত্তর: (খ)

 ১১. “এদেশের মাঝে একদিন সব ছিল” - এ বাক্যে ‘মাঝে’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) একদেশিক/ঐকদেশিক
Ο খ) মধ্যে অর্থে
Ο গ) ব্যাপ্তি অর্থে
Ο ঘ) নিমিত্ত অর্থে
 সঠিক উত্তর: (ক)

 ১২. ‘রাজার পক্ষে সবকিছুই সম্ভব।’ এখানে ‘পক্ষে’ অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) সহায় অর্থে
Ο খ) ন্যায় অর্থে
Ο গ) নিকটে অর্থে
Ο ঘ) সক্ষমতা অর্থে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩. “নিমেষ তরে ইচ্ছা করে বিকট উল্লাসে” - বাক্যে অনুসর্গ কোনটি?
Ο ক) নিমেষ
Ο খ) তরে
Ο গ) ইচ্ছা
Ο ঘ) বিকট
 সঠিক উত্তর: (খ)

 ১৪. যেসব অব্যয় শব্দ কখনও কখনও স্বাধীন পদরূপে আবার কখনও শব্দ বিভক্তিরূপে ব্যবহৃত হয়, তাদেরকে কী বলে?
Ο ক) নাম প্রকৃতি
Ο খ) কৃৎ প্রত্যয়
Ο গ) উপসর্গ
Ο ঘ) অনুসর্গ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫. “তোমার কাছে সুখ চেয়ে পেলাম শুধু লজ্জা” - বাক্যে কোনটি অনুসর্গ?
Ο ক) লজ্জা
Ο খ) সুখ
Ο গ) কাছে
Ο ঘ) তোমার
 সঠিক উত্তর: (গ)

 ১৬. “নিমেষ মাঝেই সব শেষ” - বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) ক্ষণকাল
Ο খ) মধ্যে
Ο গ) পর্যন্ত
Ο ঘ) নিমিত্ত
 সঠিক উত্তর: (ক)

 ১৭. “শত্রুর সহিত সন্ধি চাই না” - ‘সহিত’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) অবধি অর্থে
Ο খ) সমগামিতা অর্থে
Ο গ) বিনা অর্থে
Ο ঘ) সমসূত্রে অর্থে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮. অনুসর্গের আর কীনাম রয়েছে?
Ο ক) অনন্বয়ী অব্যয়
Ο খ) কর্মপ্রবচনীয় অব্যয়
Ο গ) পদাশ্রিত অব্যয়
Ο ঘ) বিভক্তি
 সঠিক উত্তর: (খ)

 ১৯. ‘শরতের পরে আসে বসন্ত’ - বাক্যটিতে ‘পরে’ অনুসর্গটি যে অর্থ প্রকাশ করছে -
Ο ক) বিরতি
Ο খ) অবধি
Ο গ) স্বল্প বিরতি
Ο ঘ) দীর্ঘ বিরতি
 সঠিক উত্তর: (ঘ)

 ২০. কোনগুলো কর্মপ্রবচনীয় শব্দ?
Ο ক) পক্ষে, জন্য
Ο খ) যেন, যে
Ο গ) কিংবা, নতুবা
Ο ঘ) উপ, আ
 সঠিক উত্তর: (ক)

 ২১. ‘দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে’ - বাক্যটিতে অনুসর্গ ব্যবহৃত হয়েছে -
Ο ক) প্রাতিপাদিকের পরে
Ο খ) বিশেষণের পরে
Ο গ) বিভক্তিযুক্ত শব্দের আগে
Ο ঘ) প্রাতিপাদিকের আগে
 সঠিক উত্তর: (ক)

 ২২. “মণ প্রতি পাঁচ টাকা লাভ দিব” - এ বাক্যে কি অর্থে অনুসর্গের ব্যবহার হয়েছে?
Ο ক) নিমিত্ত
Ο খ) প্রত্যেক
Ο গ) ন্যায়
Ο ঘ) জন্য
 সঠিক উত্তর: (খ)

 ২৩. কোনটি অনুসর্গ?
Ο ক) লজ্জা
Ο খ) সুখ
Ο গ) তোমার
Ο ঘ) কাছে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪. “বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?” - এ বাক্যে ‘বিনা’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?
Ο ক) সঙ্গে
Ο খ) প্রয়োজনে
Ο গ) নিমিত্তে
Ο ঘ) ব্যতিরেকে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫. “সেদিন কি আর আসবে” - ‘আর’ কোন অর্থ প্রকাশ করছে?
Ο ক) পুনরাবৃত্তি
Ο খ) নির্দেশ
Ο গ) নিরাশা
Ο ঘ) বাক্যালংকার
 সঠিক উত্তর: (ক)

 ২৬. তোমার তরে এনেছি মালা গাঁথিয়া - এখানে ‘তরে’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?
Ο ক) মত
Ο খ) হেতু
Ο গ) নিমিত্ত
Ο ঘ) নিকট
 সঠিক উত্তর: (গ)

 ২৭. দংশনক্ষত শ্যেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে - এখানে ‘সনে’ শব্দটি কী অর্থ প্রকাশ করছে?
Ο ক) বিরুদ্ধগামিতা
Ο খ) প্রতি
Ο গ) সঙ্গে
Ο ঘ) হেতু
 সঠিক উত্তর: (ক)

 ২৮. বিভক্তির ন্যায় কাজ করে কোনটি?
Ο ক) উপসর্গ
Ο খ) অভিশ্রুতি
Ο গ) অনুসর্গ
Ο ঘ) গুন
 সঠিক উত্তর: (গ)

 ২৯. আসামির পক্ষে উকিল কে? - এখানে ‘পক্ষে’ কী অর্থ প্রকাশ করছে?
Ο ক) সঙ্গ
Ο খ) সক্ষমতা
Ο গ) সহায়
Ο ঘ) মত
 সঠিক উত্তর: (গ)

 ৩০. ‘উদ্যম বিহনে কার পুরে মনোরথ’ বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহার হয়েছে?
Ο ক) হেতু
Ο খ) ব্যতিরেকে
Ο গ) পরে
Ο ঘ) সঙ্গে
 সঠিক উত্তর: (খ)

 ৩১. অনুসর্গ কোন পদ?
Ο ক) বিশেষ্য
Ο খ) সর্বনাম
Ο গ) ক্রিয়া
Ο ঘ) অব্যয়
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২. প্রতি, বিনা, মাঝে ইত্যাদি কিসের উদাহরণ?
Ο ক) অনুসর্গ
Ο খ) উপসর্গ
Ο গ) প্রত্যয়
Ο ঘ) বচন
 সঠিক উত্তর: (ক)

 ৩৩. নিমিত্তঅর্থে কর্মপ্রবচনীয় শব্দের ব্যবহার কোনটি?
Ο ক) কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া
Ο খ) দুর্ভাগ্যবশত সভায় উপস্থিত হতে পারি নি
Ο গ) উদ্যম বিহনে কার পুরে মনোরথ
Ο ঘ) ঐত ঘর পানে ছুটছেন
 সঠিক উত্তর: (ক)

 ৩৪. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? - এখানে ‘বিনা’ -
Ο ক) উপসর্গ
Ο খ) অনুসর্গ
Ο গ) বিভক্তি
Ο ঘ) কারক
 সঠিক উত্তর: (খ)

 ৩৫. আছো প্রভু তুমি জগৎ মাঝারে। - এখানে ‘মাঝারে’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) বাইরে
Ο খ) ব্যাপ্তি
Ο গ) মধ্যে
Ο ঘ) সঙ্গে
 সঠিক উত্তর: (খ)

 ৩৬. অনুসর্গ কী?
Ο ক) শব্দ বিভক্তি বা ধাতু
Ο খ) উপসর্গ
Ο গ) ক্রিয়া বিভক্তি
Ο ঘ) অব্যয়/শব্দ
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭. ‘বন্ধুসহ ছেলেটি স্থান ত্যাগ করল’ - এখানে ‘সহ’ কোন অর্থে অনুসর্গ?
Ο ক) সমসূত্রে
Ο খ) বিরুদ্ধগামিতা
Ο গ) সহগামিতা
Ο ঘ) ব্যতিরেকে
 সঠিক উত্তর: (গ)

 ৩৮. কোন বাক্যে সক্ষমতা অর্থে অনুসর্গ ব্যবহৃত হয়েছে?
Ο ক) আসামির পক্ষে উকিল কে
Ο খ) রাজার পক্ষে সবকিছুই সম্ভব
Ο গ) তুমি কোন পক্ষে
Ο ঘ) শুক্লপক্ষের দ্বিতীয়া তিথির চাঁদ উঠেছে
 সঠিক উত্তর: (খ)

 ৩৯. অনুসর্গগুলো কয়ভাবে ব্যবহৃত হয়?
Ο ক) একভাবে
Ο খ) দুভাবে
Ο গ) তিনভাবে
Ο ঘ) চারভাবে
 সঠিক উত্তর: (খ)

 ৪০. “কী হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া।” - ‘হেতু’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) ব্যাপার
Ο খ) প্রার্থনা
Ο গ) নিমিত্ত অর্থে
Ο ঘ) প্রসঙ্গ
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post