এস.এস.সি বাংলা ২য় পত্র : কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদসন্ধি(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৪র্থ অধ্যায় - ৭ম পরিচ্ছেদ: কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদসন্ধি(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. ‘পাপে বিরত হও।’ - ‘পাপ’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) করণে সপ্তমী
Ο খ) কর্মে সপ্তমী
Ο গ) অপাদানে সপ্তমী
Ο ঘ) কর্তায় সপ্তমী
 সঠিক উত্তর: (গ)

 ৫২. কোন বাক্যের পদে কর্মকারকে সপ্তমী বিভক্তি আছে?
Ο ক) “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি”
Ο খ) নতুন ধান্যে হবে নবান্ন
Ο গ) পাখি ডাকে
Ο ঘ) বউ কথা কও
 সঠিক উত্তর: (ক)

 ৫৩. “বসিরকে যেতে হবে।” - ‘বসিরকে’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) কর্তৃকারকে দ্বিতীয়া
Ο খ) কর্মকারকে দ্বিতীয়া
Ο গ) করণ কারকে দ্বিতীয়া
Ο ঘ) অপাদান কারকে পঞ্চমী
 সঠিক উত্তর: (ক)

 ৫৪. ‘ফুলে ফুলে ঘর ভরেছে’ - এ বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) কর্মে ৭মী
Ο খ) করণে ৭মী
Ο গ) অধিকরণে ৭মী
Ο ঘ) অপাদানে ৭মী
 সঠিক উত্তর: (খ)

 ৫৫. কোন বাক্যটিতে নিমিত্তার্থে চতুর্থী বিভক্তির প্রয়োগ দেখানো হয়েছে?
Ο ক) বাবাকে ভয় পাই
Ο খ) ভিক্ষুককে ভিক্ষা দাও
Ο গ) তাকে ডেকে আনো
Ο ঘ) বেলা যে পড়ে এল, জলকে চল
 সঠিক উত্তর: (গ)

 ৫৬. নিচের কোনটিতে অধিকার সম্বন্ধ?
Ο ক) রাজার রাজ্য
Ο খ) ধনের অহংকার
Ο গ) হাতির দাঁত
Ο ঘ) মধুর মিষ্টতা
 সঠিক উত্তর: (ক)

 ৫৭. ষষ্ঠী নাম বিভক্তির চিহ্ন কোনটি?
Ο ক) কে, রে
Ο খ) র, এর
Ο গ) এ, য়, তে
Ο ঘ) দ্বারা, দিয়ে, কর্তৃক
 সঠিক উত্তর: (খ)

 ৫৮. “শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।” - এখানে ‘গোঁফে’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) কর্মকারকে সপ্তমী বিভক্তি
Ο খ) অপাদান কারকে সপ্তমী বিভক্তি
Ο গ) করণ কারকে সপ্তমী বিভক্তি
Ο ঘ) অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
 সঠিক উত্তর: (গ)

 ৫৯. কোনটি অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?
Ο ক) তিনি ঢাকায় থাকেন
Ο খ) বাবা বাড়ি নেই
Ο গ) সকালে সূর্যওঠে
Ο ঘ) ভোরে মোরগ ডাকে
 সঠিক উত্তর: (খ)

 ৬০. ‘বাবাকে বড্ড ভয় পাই’ - নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
Ο ক) কর্মে ২য়া
Ο খ) অপাদানে ২য়া
Ο গ) কর্মে ৪র্থী
Ο ঘ) অপাদানে ৫মী
 সঠিক উত্তর: (খ)

 ৬১. “খিলিপান দিয়ে ওষুধ খাবে।” - ‘খিলিপান দিয়ে’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) অধিকরণে তৃতীয়া
Ο খ) কর্তায় তৃতীয়া
Ο গ) কর্মে তৃতীয়া
Ο ঘ) করণে তৃতীয়া
 সঠিক উত্তর: (ক)

 ৬২. রাজার হুকুম - এটি কোন ধরনের সম্বন্ধ?
Ο ক) কর্তৃ সম্বন্ধ
Ο খ) কর্ম সম্বন্ধ
Ο গ) করণ সম্বন্ধ
Ο ঘ) অপাদান সম্বন্ধ
 সঠিক উত্তর: (ক)

 ৬৩. ‘করণ’ কারক ৭মী বিভক্তি কোনটি?
Ο ক) নতুন ধান্যে হবে নবান্ন
Ο খ) কাচের জিনিস সহজে ভাঙে
Ο গ) ছেলেরা বল খেলে
Ο ঘ) টাকায় কিনা হয়/রিকসায় এসেছি
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?
Ο ক) ঐকদেশিক
Ο খ) অভিব্যাপক
Ο গ) বৈষয়িক
Ο ঘ) ভাবাধিকরণ
 সঠিক উত্তর: (ক)

 ৬৫. কোন বিভক্তি ব্যাকরণের নিয়ম অনুসারে কারকে ব্যবহার হয় না?
Ο ক) চতুর্থী
Ο খ) পঞ্চমী
Ο গ) ষষ্ঠী
Ο ঘ) সপ্তমী
 সঠিক উত্তর: (ক)

 ৬৬. কোনটিতে উপাদান সম্বন্ধ বিদ্যমান?
Ο ক) লোহার শরীর
Ο খ) বাটির দুধ
Ο গ) রূপার থালা
Ο ঘ) গাছের ফল
 সঠিক উত্তর: (গ)

 ৬৭. ‘ব্যাপ্তি’ অর্থে সম্বন্ধ পদ কোনটি?
Ο ক) রাজার রাজ্য
Ο খ) বাটির দুধ
Ο গ) দেশের লোক
Ο ঘ) রোজার ছুটি
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৮. করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি?
Ο ক) মেয়েটির চুলে লাল ফিতা বাঁধা
Ο খ) ঠান্ডা জলে বাষ্প হয় না
Ο গ) আকাশ মেঘে আচ্ছন্ন
Ο ঘ) দুঃখে যেন করিতে পারি জয়
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৯. ‘সোনার খাঁচায় রাখব তোমায়’ - ‘সোনার খাঁচায়’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) করণে সপ্তমী
Ο খ) অপাদানে সপ্তমী
Ο গ) কর্মে শূন্য
Ο ঘ) অধিকরণে সপ্তমী
 সঠিক উত্তর: (ঘ)

 ৭০. এ কলমে ভালো লেখা হয় - এখানে ‘কলমে’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) কর্মে ৭মী
Ο খ) অধিকরণে ৭মী
Ο গ) করণে ৭মী
Ο ঘ) অপাদানে ৭মী
 সঠিক উত্তর: (গ)

 ৭১. কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
Ο ক) তারা বল খেলে
Ο খ) আমার যাওয়া হয় নি
Ο গ) বনে বাঘ আছে
Ο ঘ) শিকারি বিড়াল গোঁফে চেনা যায়
 সঠিক উত্তর: (ঘ)

 ৭২. ‘গুণহীন চিরদিন থাকে পরাধীন’ - নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) কর্তৃকারকে শূন্য
Ο খ) কর্মকারকে শূন্য
Ο গ) করণ কারকে শূন্য
Ο ঘ) অপাদান কারকে শূন্য
 সঠিক উত্তর: (ক)

 ৭৩. ‘আকাশ মেঘে ঢাকা’ নিম্নরেখ পদটি -
Ο ক) কর্মকারক
Ο খ) করণ কারক
Ο গ) অপাদান কারক
Ο ঘ) অধিকরণ কারক
 সঠিক উত্তর: (খ)

 ৭৪. সম্বন্ধ পদগুলোর মধ্যে কোনটির দ্বারা ‘অধিকার সম্বন্ধ’ বোঝাচ্ছে?
Ο ক) প্রজার জমি
Ο খ) পুকুরের মাছ
Ο গ) অগ্নির উত্তাপ
Ο ঘ) হাতির দাঁত
 সঠিক উত্তর: (ক)

 ৭৫. অধিকরণ কারক কয় প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (খ)

 ৭৬. ‘পুকুরে মাছ আছে’ - এখানে ‘পুকুরে’ কোন অধিকরণ কারক?
Ο ক) বৈষয়িক অধিকরণ
Ο খ) ভাবাধিকরণ
Ο গ) অভিব্যাপক অধিকরণ
Ο ঘ) ঐকদেশিক অধিকরণ
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৭. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?
Ο ক) শূন্য
Ο খ) ষষ্ঠী
Ο গ) দ্বিতীয়
Ο ঘ) চতুর্থী
 সঠিক উত্তর: (খ)

 ৭৮. ‘জিজ্ঞাসিব জনে জনে’ - এখানে ‘জনে জনে’ কোন কারক ও কোন বিভক্তি?
Ο ক) করণে ৭মী
Ο খ) কর্মে ৭মী
Ο গ) অধিকরণে ৭মী
Ο ঘ) অপাদানে ৭মী
 সঠিক উত্তর: (খ)

 ৭৯. কোনটি সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
Ο ক) ফুলে ফুলে ঘর ভরেছে
Ο খ) পাগলে কি না বলে
Ο গ) তিলে তেল হয়
Ο ঘ) সমিতিতে চাঁদা দাও
 সঠিক উত্তর: (ঘ)

 ৮০. কারক (কৃ + ণক) শব্দটির অর্থ কী?
Ο ক) যা পদকে সম্পাদন করে
Ο খ) যা সমাসকে সম্পাদন করে
Ο গ) যা ক্রিয়া সম্পাদন করে
Ο ঘ) যা পদ ও সমাসকে সম্পাদন করে
 সঠিক উত্তর: (গ)

 ৮১. সম্বোধনের পরে কোনটি বসাতে হয়?
Ο ক) দাঁড়ি
Ο খ) কোলন
Ο গ) কোলন ড্যাশ
Ο ঘ) কমা
 সঠিক উত্তর: (ঘ)

 ৮২. ‘মসজিদে টাকা দাও’ - বাক্যে ‘মসজিদে’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) কর্মে ৭মী
Ο খ) সম্প্রদানে ৭মী
Ο গ) অধিকরণে ৭মী
Ο ঘ) অপাদানে ৭মী
 সঠিক উত্তর: (খ)

 ৮৩. অপাদান কারকের সঠিক উদাহরণ কোনটি?
Ο ক) গাঁয়ে মানে না আপনি মোড়ল
Ο খ) কত জায়গায় গাড়ি থামল
Ο গ) বোঁটা-আলগা ফল গাছে থাকে না
Ο ঘ) সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা
 সঠিক উত্তর: (গ)

 ৮৪. অপাদান সম্বন্ধ কোনটি?
Ο ক) রাজার হুকুম
Ο খ) চোখের দেখা
Ο গ) প্রভুর সেবা
Ο ঘ) সাপের ভয়
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৫. ‘রোনাল্ডো একজন জনপ্রিয় খেলোয়াড়।” - বাক্যে ‘রোনাল্ডো’ কোন কারক?
Ο ক) কর্তৃকারক
Ο খ) কর্মকারকে শূন্য
Ο গ) করণকারক
Ο ঘ) অপাদান কারকে শূন্য
 সঠিক উত্তর: (ক)

 ৮৬. বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্বয় সাধনের জন্যে যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে কী বলে?
Ο ক) সমাস
Ο খ) কারক
Ο গ) বিভক্তি
Ο ঘ) সম্বন্ধ পদ
 সঠিক উত্তর: (গ)

 ৮৭. ‘সৎ পাত্রে কন্যা দাও’ - ‘সৎ পাত্রে’ পদটিতে কোন কারকে কোন বিভক্তির প্রয়োগ হয়েছে?
Ο ক) কর্মে সপ্তমী
Ο খ) অপাদানে সপ্তমী
Ο গ) করণে সপ্তমী
Ο ঘ) সম্প্রদানে সপ্তমী
 সঠিক উত্তর: (গ)

 ৮৮. ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?
Ο ক) শূন্য, দ্বিতীয়া, ষষ্ঠী
Ο খ) ষষ্ঠী, দ্বিতীয়া
Ο গ) দ্বিতীয়া, তৃতীয়া, শূন্য
Ο ঘ) শূন্য, তৃতীয়া, ষষ্ঠী
 সঠিক উত্তর: (খ)

 ৮৯. অধিকরণ কারকে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ কোনটি?
Ο ক) সব ঝিনুকে মুক্ত নেই
Ο খ) গগনে গরজে মেঘ ঘন বরষা
Ο গ) কূলে একা বসে আছি
Ο ঘ) আজকে তোমায় দেখতে এলেম
 সঠিক উত্তর: (ঘ)

 ৯০. ‘গরুতে দুধ দেয়’ - ‘গরুতে’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) করণে ৭মী
Ο খ) কর্তৃকারকে ৭মী
Ο গ) অপাদানে ৭মী
Ο ঘ) অধিকরণে ৭মী
 সঠিক উত্তর: (খ)

 ৯১. একবচন ও বহুবচনভেদে বিভক্তিগুলোর কী ধরনের পার্থক্য দেখা যায়?
Ο ক) উচ্চারণগত
Ο খ) অর্থগত
Ο গ) অবস্থানগত
Ο ঘ) আকৃতিগত
 সঠিক উত্তর: (ঘ)

 ৯২. ভাবাধিকরণ কারকে সর্বদা কোন বিভক্তি যুক্ত হয়?
Ο ক) দ্বিতীয়া বিভক্তি
Ο খ) শূন্য বিভক্তি
Ο গ) ষষ্ঠী বিভক্তি
Ο ঘ) সপ্তমী বিভক্তি
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৩. প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, ষষ্ঠমি, সপ্তমী - এগুলো -
Ο ক) শূন্য বিভক্তি
Ο খ) বাংলা শব্দ বিভক্তি
Ο গ) ষষ্ঠী বিভক্তি
Ο ঘ) কর্তৃকারকের বিভক্তি
 সঠিক উত্তর: (খ)

 ৯৪. ‘মৃত জনে দেহ প্রাণ’ - নিম্নরেখ পদটি কোন কারকের কোন বিভক্তি?
Ο ক) কর্ম, দ্বিতীয়া
Ο খ) কর্ম, সপ্তমী
Ο গ) সম্প্রদান, চতুর্থী
Ο ঘ) সম্প্রদান, সপ্তমী
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৫. ‘জাত’ অর্থে অপাদান কারক কোনটি?
Ο ক) জমি থেকে ফসল পাই
Ο খ) দুধ থেকে দই হয়
Ο গ) মেঘ থেকে বৃষ্টি হয়
Ο ঘ) শুক্তি থেকে মুক্তো মেলে
 সঠিক উত্তর: (ক)

 ৯৬. “কান্নায় শোক মন্দীভূত হয়” - ‘কান্নায়’ কোন কারক?
Ο ক) অপাদান কারক
Ο খ) কালাধিকরণ
Ο গ) ভাবাধিকরণ
Ο ঘ) আধারাধিকরণ
 সঠিক উত্তর: (গ)

 ৯৭. কোনটিতে কর্মকারকে শূন্য বিভক্তি?
Ο ক) ডাক্তার ডাকো
Ο খ) লোকমুখে শোনা
Ο গ) বিপদে যেন না করি ভয়
Ο ঘ) জলকে চল
 সঠিক উত্তর: (ক)

 ৯৮. ‘সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়’ - ‘সূর্যোদয়ে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) অধিকরণে সপ্তমী
Ο খ) ভাবাধিকরণে সপ্তমী
Ο গ) কর্মে দ্বিতীয়া
Ο ঘ) অধিকরণে পঞ্চমী
 সঠিক উত্তর: (খ)

 ৯৯. ‘বাড়ি থেকে নদী দেখা যায়।’ - ‘বাড়ি থেকে’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) অপাদানে পঞ্চমী
Ο খ) কর্মে পঞ্চমী
Ο গ) করণে পঞ্চমী
Ο ঘ) অধিকরণে পঞ্চমী
 সঠিক উত্তর: (ঘ)

 ১০০. ‘কান্নায় শোক মন্দীভূত হয়’ - ‘কান্নায়’ কোন কারক ও কোন বিভক্তি?
Ο ক) অপাদান কারক
Ο খ) কালাধিকরণ
Ο গ) ভাবাধিকরণে ৭মী
Ο ঘ) আধারাধিকরণ
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post