ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৪র্থ অধ্যায় - ৭ম পরিচ্ছেদ: কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদসন্ধি(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. কারক নির্ণয় করার সহজ উপায় কী?
Ο ক) শব্দটিকে ভাঙা
Ο খ) বিশেষ্যকে প্রশ্ন করা
Ο গ) বিশেষণকে প্রশ্ন করা
Ο ঘ) ক্রিয়াকে প্রশ্ন করা
সঠিক উত্তর: (ঘ)
২. উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে তবে তাকে কোন আধারাধিকরণ বলে?
Ο ক) ঐকদেশিক
Ο খ) অভিব্যাপক
Ο গ) বৈষয়িক
Ο ঘ) সামীপ্য অর্থে ঐকদেশিক
সঠিক উত্তর: (খ)
৩. কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?
Ο ক) পরীক্ষায় নকল করা ভালো নয়
Ο খ) ফুল তুলতে এলেম বনে
Ο গ) পাখিকে ঢিল মারলে কেন
Ο ঘ) রাত শেষ হয়ে এল
সঠিক উত্তর: (গ)
৪. ব্যক্তিবাচক কর্মকে কী বলে?
Ο ক) মুখ্য কর্ম
Ο খ) অপ্রধান কর্ম
Ο গ) গৌণ কর্ম
Ο ঘ) বিধেয় কর্ম
সঠিক উত্তর: (গ)
৫. ‘তিনি চট্টগ্রাম থেকে এসেছেন’ - এখানে ‘চট্টগ্রাম’ কোন কারক?
Ο ক) কর্তৃকারক
Ο খ) কর্মকারক
Ο গ) অধিকরণ কারক
Ο ঘ) অপাদান কারক
সঠিক উত্তর: (ঘ)
৬. নৌকা ঘাটে বাঁধা - ‘ঘাটে’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) কর্মে ২য়া
Ο খ) করণে ৭মী
Ο গ) অধিকরণে ৭মী
Ο ঘ) অপাদানে ৫মী
সঠিক উত্তর: (গ)
৭. ‘সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথ চলা শুরু করল’ - এখানে ‘সূর্য’ কোন ধরনের কর্তা?
Ο ক) অসমান কর্তা
Ο খ) এক কর্তা
Ο গ) প্রযোজক কর্তা
Ο ঘ) নিরপেক্ষ কর্তা
সঠিক উত্তর: (ঘ)
৮. স্বত্ব ত্যাগপূর্বক দান করা হলে দানপাত্রকে কী বলে?
Ο ক) কর্তৃ
Ο খ) কর্ম
Ο গ) সম্প্রদান
Ο ঘ) অপাদান
সঠিক উত্তর: (গ)
৯. ‘দুধ থেকে দই হয়’ - এখানে ‘দুই থেকে’ কোন অর্থে অপাদান?
Ο ক) গৃহীত
Ο খ) জাত
Ο গ) বিচ্যুত
Ο ঘ) আরম্ভ
সঠিক উত্তর: (ক)
১০. ‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’ - এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) অপাদানে সপ্তমী
Ο খ) কর্তৃকারকে সপ্তমী
Ο গ) অধিকরণে সপ্তমী
Ο ঘ) কর্মে সপ্তমী
সঠিক উত্তর: (ক)
১১. কোন বাক্যে সম্বন্ধ পদ আছে?
Ο ক) ফুলে ফুলে বাগান ভরেছে
Ο খ) তাকে গ্রামে যেতে হয়
Ο গ) আমাদের পাড়ার সুজিত কবিতা লেখে
Ο ঘ) সূর্যাস্তে চারদিক অন্ধকারে আবৃত হয়
সঠিক উত্তর: (গ)
১২. “তিলে তৈল হয়” - এখানে ‘তিলে’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) কর্মে ৭মী
Ο খ) অপাদানে ৭মী
Ο গ) করণে ৩য়া
Ο ঘ) অধিকরণে ৫মী
সঠিক উত্তর: (খ)
১৩. বাক্যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করলে তাদের কোন কর্তা বলে?
Ο ক) মুখ্য কর্তা
Ο খ) গৌণ কর্তা
Ο গ) ব্যতিহার কর্তা
Ο ঘ) প্রযোজ্য কর্তা
সঠিক উত্তর: (গ)
১৪. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে?
Ο ক) ‘যে’ বা ‘তে’
Ο খ) ‘এ’ বা ‘এতে’
Ο গ) ‘র’ বা ‘এর’
Ο ঘ) ‘থেকে’ বা ‘চেয়ে’
সঠিক উত্তর: (গ)
১৫. ব্যাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকে কী বলে?
Ο ক) সন্ধি
Ο খ) সমাস
Ο গ) কারক
Ο ঘ) বিভক্তি
সঠিক উত্তর: (গ)
১৬. “বনে বাঘ আছে” - ‘বনে’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) বৈষয়িক অধিকরণ
Ο খ) ভাবাধিকরণ
Ο গ) ঐকদেশিক অধিকরণ
Ο ঘ) অভিব্যাপক অধিকরণ
সঠিক উত্তর: (গ)
১৭. ‘আমার গানের মালা আমি করব কারে দান’ - নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
Ο ক) করণে সপ্তমী
Ο খ) কর্মে দ্বিতীয়া
Ο গ) কর্তায় সপ্তমী
Ο ঘ) অপাদানে সপ্তমী
সঠিক উত্তর: (খ)
১৮. “আমার যাওয়া হয় নি।” - ‘আমার’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) করণে ৭মী
Ο খ) কর্তৃকারকে ৭মী
Ο গ) অপাদানে ৭মী
Ο ঘ) অধিকরণে ৭মী
সঠিক উত্তর: (খ)
১৯. কোনটি অপাদানে সপ্তমী বিভক্তির উদাহরণ?
Ο ক) কোন বনেতে ফুটল যে ফুল
Ο খ) পরাজয়ে ডরে না বীর
Ο গ) সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়
Ο ঘ) শরতে ধরাতল শিশিরে ঝলমল
সঠিক উত্তর: (খ)
২০. সম্বন্ধ ও সম্বোধন পদ কারক নহে, কারণ -
Ο ক) কর্তার সঙ্গে সম্পর্ক থাকে না
Ο খ) ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকে না
Ο গ) বিভক্তি যুক্ত হয় না
Ο ঘ) কর্তা নিজে ক্রিয়া সমাধা করে
সঠিক উত্তর: (খ)
২১. অপাদান কারকে সপ্তমী বিভক্তির ব্যবহার কোনটি?
Ο ক) সবুজ ঘাসে ছেয়ে গেছে মাঠ
Ο খ) পাখিতে বাসা বেঁধেছে
Ο গ) এই মেঘে বৃষ্টি হবে
Ο ঘ) নদীতে অনেক ঢেউ
সঠিক উত্তর: (গ)
২২. “রাজার দুয়ারে হাতি বাঁধা” - এ বাক্যে ‘দুয়ারে’ শব্দটি কোন ধরনের অধিকরণ?
Ο ক) ভাবাধিকরণ
Ο খ) ঐকদেশীয় অধিকরণ
Ο গ) অভিব্যাপক অধিকরণ
Ο ঘ) আধারাধিকরণ
সঠিক উত্তর: (খ)
২৩. “মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন।” - নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
Ο ক) করণে শূন্য
Ο খ) অপাদানে শূন্য
Ο গ) করণে ষষ্ঠী
Ο ঘ) কর্মে শূন্য
সঠিক উত্তর: (খ)
২৪. দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটিকে বলে -
Ο ক) মুখ্য কর্ম
Ο খ) গৌণ কর্ম
Ο গ) সমধাতুজ কর্ম
Ο ঘ) উদ্দেশ্য কর্ম
সঠিক উত্তর: (ক)
২৫. ‘বাঘে-মহিষে এক ঘাটে জল খায়’ - ‘বাঘে-মহিষে’ কর্তৃকারকের প্রকারভেদে কোন কর্তার উদাহরণ?
Ο ক) মুখ্য কর্তা
Ο খ) প্রযোজ্য কর্তা
Ο গ) ব্যতিহার কর্তা
Ο ঘ) ভাববাচ্যের কর্তা
সঠিক উত্তর: (গ)
২৬. ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি?
Ο ক) রাজার রাজ্য
Ο খ) বাটির দুধ
Ο গ) দেশের লোক
Ο ঘ) শরতের আকাশ
সঠিক উত্তর: (ঘ)
২৭. “সমিতিতে চাঁদা দাও।” - এখানে ‘চাঁদা’ কোন কারক?
Ο ক) অপাদান কারক
Ο খ) সম্প্রদান কারক
Ο গ) করণ কারক
Ο ঘ) কর্তৃকারক
সঠিক উত্তর: (খ)
২৮. ‘রাজার দুয়ারে হাতি বাঁধা’ - এখানে ‘দুয়ারে’ কোন অর্থে ঐকদেশিক অধিকরণ?
Ο ক) সামীপ্য
Ο খ) বীপ্সা
Ο গ) পর্যন্ত
Ο ঘ) অতিক্রান্ত
সঠিক উত্তর: (ক)
২৯. “শুক্তি থেকে মুক্তো মেলে” - বাক্যটিতে নিম্নরেখ পদ কোন অর্থে অপাদান কারক
Ο ক) বিচ্যুত
Ο খ) জাত
Ο গ) গৃহীত
Ο ঘ) রক্ষিত
সঠিক উত্তর: (গ)
৩০. বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্যানুসারে কর্তৃকারকের কর্তা কত প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (গ)
৩১. ভাবাধিকরণে সবসময় কোন বিভক্তি যুক্ত হয়?
Ο ক) ৫মী
Ο খ) ৬ষ্ঠী
Ο গ) ৭মী
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)
৩২. যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে, তাকে কোন কারক বলে?
Ο ক) কর্মকারক
Ο খ) করণ কারক
Ο গ) সম্প্রদান কারক
Ο ঘ) কর্তৃকারক
সঠিক উত্তর: (ক)
৩৩. “রাজায় রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত” - কোন প্রকারের কর্তার উদাহরণ?
Ο ক) ভাববাচ্যের কর্তা
Ο খ) ব্যতিহার কর্তা
Ο গ) কর্মবাচ্যের কর্তা
Ο ঘ) কর্মকর্তৃবাচ্যের কর্তা
সঠিক উত্তর: (খ)
৩৪. ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?
Ο ক) আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়
Ο খ) একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমলকলি
Ο গ) চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়
Ο ঘ) প্রভাতে উঠিল রবি লোহিত বরণ
সঠিক উত্তর: (গ)
৩৫. জিজ্ঞাসিবে জনে জনে - নিম্নরেখ শব্দটি কোন অর্থে কর্মে ৭মী?
Ο ক) বীপ্সায়
Ο খ) ব্যতিহারে
Ο গ) অনুকারে
Ο ঘ) সাধারণ অর্থে
সঠিক উত্তর: (ক)
৩৬. “মেঘে বৃষ্টি হয়।” - ‘মেঘে’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) অধিকরণে ৭মী
Ο খ) অপাদানে ৭মী
Ο গ) কর্মে ৭মী
Ο ঘ) করণে ৭মী
সঠিক উত্তর: (খ)
৩৭. নিম্নরেখ চিহ্নিত শব্দের কোনটিতে অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ?
Ο ক) বাবাকে বড্ড ভয় পাই
Ο খ) বোঁটা আলগা ফল গাছে থাকে না
Ο গ) লোক মুখে শুনেছি
Ο ঘ) যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়
সঠিক উত্তর: (ক)
৩৮. ‘জমি থেকে ফসল পাই’ - বাক্যটিতে কোন অর্থে অপাদান কারক ব্যবহৃত হয়েছে?
Ο ক) জাত
Ο খ) গৃহীত
Ο গ) রক্ষিত
Ο ঘ) বিচ্যুত
সঠিক উত্তর: (ক)
৩৯. ‘এ দেমে প্রাণ নেই’ - ‘দেহে’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) কর্তায় ‘এ’ বিভক্তি
Ο খ) করণে ‘এ’ বিভক্তি
Ο গ) সম্প্রদানে ‘এ’ বিভক্তি
Ο ঘ) অধিকরণে ‘এ’ বিভক্তি
সঠিক উত্তর: (ঘ)
৪০. কোন বাক্যটিতে করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ আছে?
Ο ক) আমি স্কুলে যাচ্ছি
Ο খ) তাড়াতাড়ি রিক্সা ডাকো
Ο গ) ছেলেরা মাঠে বল খেলে
Ο ঘ) সে রাঙ্গামাটি যাবে
সঠিক উত্তর: (গ)
৪১. বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে কোন বিভক্তি আছে বলে মনে করা হয়?
Ο ক) শূন্য
Ο খ) দ্বিতীয়া
Ο গ) তৃতীয়া
Ο ঘ) চতুর্থী
সঠিক উত্তর: (ক)
৪২. “ঘোড়ায় গাড়ি টানে।” - এখানে ‘ঘোড়ায়’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) কর্তৃকারকে সপ্তমী
Ο খ) করণে দ্বিতীয়া
Ο গ) কর্মে সপ্তমী
Ο ঘ) অপাদানে শূন্য
সঠিক উত্তর: (ক)
৪৩. ‘এক থালাতে খাব মোরা’ - বাক্যের রেখাঙ্কিত পদটি কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) অধিকরণে ৭মী
Ο খ) কর্মে ১মা
Ο গ) করণে ৭মী
Ο ঘ) অপাদানে ৭মী
সঠিক উত্তর: (ঘ)
৪৪. ‘লাঙলে জমি চাষ করা হয়’ - এখানে ‘লাঙলে’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) কর্তৃকারকে ৭মী
Ο খ) কর্মকারকে ৭মী
Ο গ) করণ কারকে ৭মী
Ο ঘ) সম্প্রদান কারকে ৭মী
সঠিক উত্তর: (গ)
৪৫. ‘আকাশে চাঁদ উঠেছে’ - ‘আকাশে’ কোন অধিকরণ?
Ο ক) অভিব্যাপক
Ο খ) বৈষয়িক
Ο গ) ঐকদেশিক
Ο ঘ) কালাধিকরণ
সঠিক উত্তর: (গ)
৪৬. ‘বাবা বাড়ি নেই’ - নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) কর্মে শূন্য
Ο খ) কর্তায় শূন্য
Ο গ) অধিকরণে শূন্য
Ο ঘ) অপাদানে ২য়া
সঠিক উত্তর: (গ)
৪৭. ‘ট্রেন ঢাকা ছাড়লো’ - এখানে ‘ঢাকা’ কোন কারকে শূন্য বিভক্তি?
Ο ক) অধিকরণে
Ο খ) করণে
Ο গ) কর্মে
Ο ঘ) অপাদানে
সঠিক উত্তর: (ঘ)
৪৮. ‘করণ’ শব্দটির অর্থ -
Ο ক) যা থেকে কিছু বিচ্যুত হয়
Ο খ) যাকে স্বত্বত্যাগ করে দান
Ο গ) যন্ত্র, সহায়ক বা উপায়
Ο ঘ) ক্রিয়া সম্পাদনের সময়
সঠিক উত্তর: (গ)
৪৯. ‘অন্ধজনে দেহ আলো’ - নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) কর্মে ৭মী
Ο খ) কর্মে ২য়া
Ο গ) সম্প্রদানে ৭মী
Ο ঘ) কম্প্রদানে ৪র্থী
সঠিক উত্তর: (গ)
৫০. ‘আমারে তুমি করিবে ত্রাণ’ - এ বাক্যে ‘আমারে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) কর্তায় ২য়া
Ο খ) কর্মে ২য়া
Ο গ) অপাদানে ৫মী
Ο ঘ) সম্প্রদানে ৬ষ্ঠী
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. কারক নির্ণয় করার সহজ উপায় কী?
Ο ক) শব্দটিকে ভাঙা
Ο খ) বিশেষ্যকে প্রশ্ন করা
Ο গ) বিশেষণকে প্রশ্ন করা
Ο ঘ) ক্রিয়াকে প্রশ্ন করা
সঠিক উত্তর: (ঘ)
২. উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে তবে তাকে কোন আধারাধিকরণ বলে?
Ο ক) ঐকদেশিক
Ο খ) অভিব্যাপক
Ο গ) বৈষয়িক
Ο ঘ) সামীপ্য অর্থে ঐকদেশিক
সঠিক উত্তর: (খ)
৩. কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?
Ο ক) পরীক্ষায় নকল করা ভালো নয়
Ο খ) ফুল তুলতে এলেম বনে
Ο গ) পাখিকে ঢিল মারলে কেন
Ο ঘ) রাত শেষ হয়ে এল
সঠিক উত্তর: (গ)
৪. ব্যক্তিবাচক কর্মকে কী বলে?
Ο ক) মুখ্য কর্ম
Ο খ) অপ্রধান কর্ম
Ο গ) গৌণ কর্ম
Ο ঘ) বিধেয় কর্ম
সঠিক উত্তর: (গ)
৫. ‘তিনি চট্টগ্রাম থেকে এসেছেন’ - এখানে ‘চট্টগ্রাম’ কোন কারক?
Ο ক) কর্তৃকারক
Ο খ) কর্মকারক
Ο গ) অধিকরণ কারক
Ο ঘ) অপাদান কারক
সঠিক উত্তর: (ঘ)
৬. নৌকা ঘাটে বাঁধা - ‘ঘাটে’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) কর্মে ২য়া
Ο খ) করণে ৭মী
Ο গ) অধিকরণে ৭মী
Ο ঘ) অপাদানে ৫মী
সঠিক উত্তর: (গ)
৭. ‘সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথ চলা শুরু করল’ - এখানে ‘সূর্য’ কোন ধরনের কর্তা?
Ο ক) অসমান কর্তা
Ο খ) এক কর্তা
Ο গ) প্রযোজক কর্তা
Ο ঘ) নিরপেক্ষ কর্তা
সঠিক উত্তর: (ঘ)
৮. স্বত্ব ত্যাগপূর্বক দান করা হলে দানপাত্রকে কী বলে?
Ο ক) কর্তৃ
Ο খ) কর্ম
Ο গ) সম্প্রদান
Ο ঘ) অপাদান
সঠিক উত্তর: (গ)
৯. ‘দুধ থেকে দই হয়’ - এখানে ‘দুই থেকে’ কোন অর্থে অপাদান?
Ο ক) গৃহীত
Ο খ) জাত
Ο গ) বিচ্যুত
Ο ঘ) আরম্ভ
সঠিক উত্তর: (ক)
১০. ‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’ - এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) অপাদানে সপ্তমী
Ο খ) কর্তৃকারকে সপ্তমী
Ο গ) অধিকরণে সপ্তমী
Ο ঘ) কর্মে সপ্তমী
সঠিক উত্তর: (ক)
১১. কোন বাক্যে সম্বন্ধ পদ আছে?
Ο ক) ফুলে ফুলে বাগান ভরেছে
Ο খ) তাকে গ্রামে যেতে হয়
Ο গ) আমাদের পাড়ার সুজিত কবিতা লেখে
Ο ঘ) সূর্যাস্তে চারদিক অন্ধকারে আবৃত হয়
সঠিক উত্তর: (গ)
১২. “তিলে তৈল হয়” - এখানে ‘তিলে’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) কর্মে ৭মী
Ο খ) অপাদানে ৭মী
Ο গ) করণে ৩য়া
Ο ঘ) অধিকরণে ৫মী
সঠিক উত্তর: (খ)
১৩. বাক্যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করলে তাদের কোন কর্তা বলে?
Ο ক) মুখ্য কর্তা
Ο খ) গৌণ কর্তা
Ο গ) ব্যতিহার কর্তা
Ο ঘ) প্রযোজ্য কর্তা
সঠিক উত্তর: (গ)
১৪. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে?
Ο ক) ‘যে’ বা ‘তে’
Ο খ) ‘এ’ বা ‘এতে’
Ο গ) ‘র’ বা ‘এর’
Ο ঘ) ‘থেকে’ বা ‘চেয়ে’
সঠিক উত্তর: (গ)
১৫. ব্যাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকে কী বলে?
Ο ক) সন্ধি
Ο খ) সমাস
Ο গ) কারক
Ο ঘ) বিভক্তি
সঠিক উত্তর: (গ)
১৬. “বনে বাঘ আছে” - ‘বনে’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) বৈষয়িক অধিকরণ
Ο খ) ভাবাধিকরণ
Ο গ) ঐকদেশিক অধিকরণ
Ο ঘ) অভিব্যাপক অধিকরণ
সঠিক উত্তর: (গ)
১৭. ‘আমার গানের মালা আমি করব কারে দান’ - নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
Ο ক) করণে সপ্তমী
Ο খ) কর্মে দ্বিতীয়া
Ο গ) কর্তায় সপ্তমী
Ο ঘ) অপাদানে সপ্তমী
সঠিক উত্তর: (খ)
১৮. “আমার যাওয়া হয় নি।” - ‘আমার’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) করণে ৭মী
Ο খ) কর্তৃকারকে ৭মী
Ο গ) অপাদানে ৭মী
Ο ঘ) অধিকরণে ৭মী
সঠিক উত্তর: (খ)
১৯. কোনটি অপাদানে সপ্তমী বিভক্তির উদাহরণ?
Ο ক) কোন বনেতে ফুটল যে ফুল
Ο খ) পরাজয়ে ডরে না বীর
Ο গ) সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়
Ο ঘ) শরতে ধরাতল শিশিরে ঝলমল
সঠিক উত্তর: (খ)
২০. সম্বন্ধ ও সম্বোধন পদ কারক নহে, কারণ -
Ο ক) কর্তার সঙ্গে সম্পর্ক থাকে না
Ο খ) ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকে না
Ο গ) বিভক্তি যুক্ত হয় না
Ο ঘ) কর্তা নিজে ক্রিয়া সমাধা করে
সঠিক উত্তর: (খ)
২১. অপাদান কারকে সপ্তমী বিভক্তির ব্যবহার কোনটি?
Ο ক) সবুজ ঘাসে ছেয়ে গেছে মাঠ
Ο খ) পাখিতে বাসা বেঁধেছে
Ο গ) এই মেঘে বৃষ্টি হবে
Ο ঘ) নদীতে অনেক ঢেউ
সঠিক উত্তর: (গ)
২২. “রাজার দুয়ারে হাতি বাঁধা” - এ বাক্যে ‘দুয়ারে’ শব্দটি কোন ধরনের অধিকরণ?
Ο ক) ভাবাধিকরণ
Ο খ) ঐকদেশীয় অধিকরণ
Ο গ) অভিব্যাপক অধিকরণ
Ο ঘ) আধারাধিকরণ
সঠিক উত্তর: (খ)
২৩. “মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন।” - নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
Ο ক) করণে শূন্য
Ο খ) অপাদানে শূন্য
Ο গ) করণে ষষ্ঠী
Ο ঘ) কর্মে শূন্য
সঠিক উত্তর: (খ)
২৪. দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটিকে বলে -
Ο ক) মুখ্য কর্ম
Ο খ) গৌণ কর্ম
Ο গ) সমধাতুজ কর্ম
Ο ঘ) উদ্দেশ্য কর্ম
সঠিক উত্তর: (ক)
২৫. ‘বাঘে-মহিষে এক ঘাটে জল খায়’ - ‘বাঘে-মহিষে’ কর্তৃকারকের প্রকারভেদে কোন কর্তার উদাহরণ?
Ο ক) মুখ্য কর্তা
Ο খ) প্রযোজ্য কর্তা
Ο গ) ব্যতিহার কর্তা
Ο ঘ) ভাববাচ্যের কর্তা
সঠিক উত্তর: (গ)
২৬. ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি?
Ο ক) রাজার রাজ্য
Ο খ) বাটির দুধ
Ο গ) দেশের লোক
Ο ঘ) শরতের আকাশ
সঠিক উত্তর: (ঘ)
২৭. “সমিতিতে চাঁদা দাও।” - এখানে ‘চাঁদা’ কোন কারক?
Ο ক) অপাদান কারক
Ο খ) সম্প্রদান কারক
Ο গ) করণ কারক
Ο ঘ) কর্তৃকারক
সঠিক উত্তর: (খ)
২৮. ‘রাজার দুয়ারে হাতি বাঁধা’ - এখানে ‘দুয়ারে’ কোন অর্থে ঐকদেশিক অধিকরণ?
Ο ক) সামীপ্য
Ο খ) বীপ্সা
Ο গ) পর্যন্ত
Ο ঘ) অতিক্রান্ত
সঠিক উত্তর: (ক)
২৯. “শুক্তি থেকে মুক্তো মেলে” - বাক্যটিতে নিম্নরেখ পদ কোন অর্থে অপাদান কারক
Ο ক) বিচ্যুত
Ο খ) জাত
Ο গ) গৃহীত
Ο ঘ) রক্ষিত
সঠিক উত্তর: (গ)
৩০. বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্যানুসারে কর্তৃকারকের কর্তা কত প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (গ)
৩১. ভাবাধিকরণে সবসময় কোন বিভক্তি যুক্ত হয়?
Ο ক) ৫মী
Ο খ) ৬ষ্ঠী
Ο গ) ৭মী
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)
৩২. যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে, তাকে কোন কারক বলে?
Ο ক) কর্মকারক
Ο খ) করণ কারক
Ο গ) সম্প্রদান কারক
Ο ঘ) কর্তৃকারক
সঠিক উত্তর: (ক)
৩৩. “রাজায় রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত” - কোন প্রকারের কর্তার উদাহরণ?
Ο ক) ভাববাচ্যের কর্তা
Ο খ) ব্যতিহার কর্তা
Ο গ) কর্মবাচ্যের কর্তা
Ο ঘ) কর্মকর্তৃবাচ্যের কর্তা
সঠিক উত্তর: (খ)
৩৪. ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?
Ο ক) আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়
Ο খ) একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমলকলি
Ο গ) চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়
Ο ঘ) প্রভাতে উঠিল রবি লোহিত বরণ
সঠিক উত্তর: (গ)
৩৫. জিজ্ঞাসিবে জনে জনে - নিম্নরেখ শব্দটি কোন অর্থে কর্মে ৭মী?
Ο ক) বীপ্সায়
Ο খ) ব্যতিহারে
Ο গ) অনুকারে
Ο ঘ) সাধারণ অর্থে
সঠিক উত্তর: (ক)
৩৬. “মেঘে বৃষ্টি হয়।” - ‘মেঘে’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) অধিকরণে ৭মী
Ο খ) অপাদানে ৭মী
Ο গ) কর্মে ৭মী
Ο ঘ) করণে ৭মী
সঠিক উত্তর: (খ)
৩৭. নিম্নরেখ চিহ্নিত শব্দের কোনটিতে অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ?
Ο ক) বাবাকে বড্ড ভয় পাই
Ο খ) বোঁটা আলগা ফল গাছে থাকে না
Ο গ) লোক মুখে শুনেছি
Ο ঘ) যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়
সঠিক উত্তর: (ক)
৩৮. ‘জমি থেকে ফসল পাই’ - বাক্যটিতে কোন অর্থে অপাদান কারক ব্যবহৃত হয়েছে?
Ο ক) জাত
Ο খ) গৃহীত
Ο গ) রক্ষিত
Ο ঘ) বিচ্যুত
সঠিক উত্তর: (ক)
৩৯. ‘এ দেমে প্রাণ নেই’ - ‘দেহে’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) কর্তায় ‘এ’ বিভক্তি
Ο খ) করণে ‘এ’ বিভক্তি
Ο গ) সম্প্রদানে ‘এ’ বিভক্তি
Ο ঘ) অধিকরণে ‘এ’ বিভক্তি
সঠিক উত্তর: (ঘ)
৪০. কোন বাক্যটিতে করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ আছে?
Ο ক) আমি স্কুলে যাচ্ছি
Ο খ) তাড়াতাড়ি রিক্সা ডাকো
Ο গ) ছেলেরা মাঠে বল খেলে
Ο ঘ) সে রাঙ্গামাটি যাবে
সঠিক উত্তর: (গ)
৪১. বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে কোন বিভক্তি আছে বলে মনে করা হয়?
Ο ক) শূন্য
Ο খ) দ্বিতীয়া
Ο গ) তৃতীয়া
Ο ঘ) চতুর্থী
সঠিক উত্তর: (ক)
৪২. “ঘোড়ায় গাড়ি টানে।” - এখানে ‘ঘোড়ায়’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) কর্তৃকারকে সপ্তমী
Ο খ) করণে দ্বিতীয়া
Ο গ) কর্মে সপ্তমী
Ο ঘ) অপাদানে শূন্য
সঠিক উত্তর: (ক)
৪৩. ‘এক থালাতে খাব মোরা’ - বাক্যের রেখাঙ্কিত পদটি কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) অধিকরণে ৭মী
Ο খ) কর্মে ১মা
Ο গ) করণে ৭মী
Ο ঘ) অপাদানে ৭মী
সঠিক উত্তর: (ঘ)
৪৪. ‘লাঙলে জমি চাষ করা হয়’ - এখানে ‘লাঙলে’ কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) কর্তৃকারকে ৭মী
Ο খ) কর্মকারকে ৭মী
Ο গ) করণ কারকে ৭মী
Ο ঘ) সম্প্রদান কারকে ৭মী
সঠিক উত্তর: (গ)
৪৫. ‘আকাশে চাঁদ উঠেছে’ - ‘আকাশে’ কোন অধিকরণ?
Ο ক) অভিব্যাপক
Ο খ) বৈষয়িক
Ο গ) ঐকদেশিক
Ο ঘ) কালাধিকরণ
সঠিক উত্তর: (গ)
৪৬. ‘বাবা বাড়ি নেই’ - নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) কর্মে শূন্য
Ο খ) কর্তায় শূন্য
Ο গ) অধিকরণে শূন্য
Ο ঘ) অপাদানে ২য়া
সঠিক উত্তর: (গ)
৪৭. ‘ট্রেন ঢাকা ছাড়লো’ - এখানে ‘ঢাকা’ কোন কারকে শূন্য বিভক্তি?
Ο ক) অধিকরণে
Ο খ) করণে
Ο গ) কর্মে
Ο ঘ) অপাদানে
সঠিক উত্তর: (ঘ)
৪৮. ‘করণ’ শব্দটির অর্থ -
Ο ক) যা থেকে কিছু বিচ্যুত হয়
Ο খ) যাকে স্বত্বত্যাগ করে দান
Ο গ) যন্ত্র, সহায়ক বা উপায়
Ο ঘ) ক্রিয়া সম্পাদনের সময়
সঠিক উত্তর: (গ)
৪৯. ‘অন্ধজনে দেহ আলো’ - নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) কর্মে ৭মী
Ο খ) কর্মে ২য়া
Ο গ) সম্প্রদানে ৭মী
Ο ঘ) কম্প্রদানে ৪র্থী
সঠিক উত্তর: (গ)
৫০. ‘আমারে তুমি করিবে ত্রাণ’ - এ বাক্যে ‘আমারে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?
Ο ক) কর্তায় ২য়া
Ο খ) কর্মে ২য়া
Ο গ) অপাদানে ৫মী
Ο ঘ) সম্প্রদানে ৬ষ্ঠী
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Bangla2